Tajul Believe in yourself. You are braver than you think, more talented than you know, and capable of more than you imagine
(4)

আল্লাহর সৃষ্টি সবাইকে ভালোবাসুন ।
কাওকে কখনো অবহেলা করবেন না । আজ আপনি অহংকার করবেন তো কাল আপনার ধ্বংস অনিবার্য।

20/06/2024

মোবাইল সিম কোম্পানি গুলো যেভাবে আমাদের সবার থেকে টাকা মেরে দিয়ে খেয়ে যাচ্ছে , তাতে করে এর একটা বিহিত নিশ্চিত হওয়া উচিত।

চট্টগ্রামের সাতকানিয়া, আনোয়ারা ও বাঁশখালী উপজেলার কয়েকটি গ্রামে আগামীকাল রোববার পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপন করা হবে। সাতকা...
15/06/2024

চট্টগ্রামের সাতকানিয়া, আনোয়ারা ও বাঁশখালী উপজেলার কয়েকটি গ্রামে আগামীকাল রোববার পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপন করা হবে। সাতকানিয়া উপজেলার মির্জাখিল দরবার শরিফের অনুসারীরা প্রায় ২০০ বছর ধরেই সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদ্‌যাপন করে আসছেন।

15/06/2024

বৃষ্টির সম্ভাবনা ও গরমের কষ্ট—দুটোই বাড়তে পারে। রোববার (আজ) থেকে শুরু হয়ে আগামী মঙ্গলবার পর্যন্ত একই ধরনের আবহাওয়া থাকতে পারে।
আজিজুর রহমান, পরিচালক, আবহাওয়া অধিদপ্তর

Send a message to learn more

12/06/2024

কুরবানী হতে শিক্ষা পর্ব-১

কুরবানি (قربانى) শব্দটি আরবি। ‘কোরবানুন’ মাসদার থেকে শব্দটির উৎপত্তি। কুরবানি শব্দের অর্থ হলো, নিকটবর্তী হওয়া, সান্নিধ্য লাভ, আত্নত্যাগ, জবেহ ইত্যাদি। শরীয়তের পরিভাষায়, মহান আল্লাহর নৈকট্য ও সন্তোষ লাভের আশায় নির্ধারিত তারিখের মধ্যে হালাল কোন পশু আল্লাহর নামে জবেহ করা।

কুরবানির গুরুত্ব ও ফজিলত সম্পর্কে মহান আল্লাহ তায়ালা পবিত্র কুরআনে ইরশাদ করেছেন:

‘আমি প্রত্যেক উম্মতের জন্য কুরবানি নির্ধারণ করেছি যাতে তারা হালাল পশু জবেহ করার সময় আল্লাহর নাম উচ্চারণ করে।’

সূরা হজ-৩৪
কুরবানির মূল উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন। তাই কুরবানির শর্ত হল শিরকমুক্ত আকীদা ও হালাল সম্পদ দ্বারা তা আদায় করা। মহান আল্লাহ তায়ালা ইরশাদ করেছেন:

‘নিশ্চই আমার নিকট কুরবানির পশুর গোশত ও রক্ত কিছুই কবুল হয় না, তবে আমার নিকট পৌঁছে একমাত্র তাকওয়া।’

সূরা হজ-৩৭
আদম (আঃ) এর পুত্রদের ঘটনাঃ

আল্লাহ বলেন-

“হে রাসুল! আপনি তাদেরকে আদমের দুই পুত্রের বৃত্তান্ত যথাযথভাবে পাঠ করে শুনান। যখন তারা উভয়েই কুরবানি করেছিল, তখন একজনের কুরবানি কবুল হল এবং অন্যজনের কুরবানি কবুল হল না। সে (কাবিল) বলল, আমি তোমাকে অবশ্যই হত্যা করব। অপরজন (হাবিল) বলল, অবশ্যই আল্লাহ মুত্তাকিদের কুরবানি কবুল করেন।’ সে (হাবিল) বলল, যদি তুমি আমাকে হত্যা করতে আমার দিকে হাত বাড়াও, তবুও আমি তোমাকে হত্যা করতে তোমার দিকে হাত বাড়াবো না। কেননা আমি বিশ্বজগতের প্রতিপালক আল্লাহকে ভয় করি।’”

সুরা মায়েদা: আয়াত ২৭-২৮
আদম (আঃ) এর এক সন্তান ছিল তাকওয়াপূর্ণ এবং সে উত্তম পশু কুরবানি করেন আল্লাহ তা কবুল করেন। এতে তার শ্রেষ্ঠত্ব ও মুত্তাকী হওয়ার প্রমাণ হয়। অপরদিকে তাকওয়াপূর্ণ না হওয়ায় অপরজনের কুরবানী কবুল হয়নি। এতে সে নিজেকে সংশোধন না করে উল্টো শত্রুতাবশত নিজ ভাইকে হত্যা করলো। কাবিলের সবচেয়ে বড় অপরাধ ছিল সে আল্লাহর ফায়সালা/বিচারে অনুগত বা সন্তুষ্ট না হয়ে বরং ইবলিসের মত শত্রুতায় লিপ্ত হয়।

এখন যারা কাবিলের মত আল্লাহর কুরআনের আইন, বিচার, নিয়মনীতি নিয়ে সমালোচনা করেন অন্যরা সংশোধনের দাওয়াত দিলে তাদের নামে উল্টো হামলা, মামলা চালায় তারা যত বড় পশু জবাই করুক না কেন তাদের কুরবানী হবে কাবিলের মত।

হাদীসে বর্ণিত হয়েছে, রসূলুল্লাহ (সাঃ) বলেছেনঃ “যে ব্যক্তি অন্যায়ভাবে নিহত হয়, তার খুনের বোঝা আদম (আঃ)-এর ঐ প্রথম সন্তানের উপরেই পতিত হয়। কেননা সে-ই সর্বপ্রথম ভূ-পৃষ্ঠে অন্যায়ভাবে রক্ত বইয়েছিল।” (বুখারী ও মুসলিম)।

তাহলে যারা কোন সমাজে কুফর, শিরক গোনাহ চালু করলো যতগুলো লোক তা পালন করবে, চালুকৃত ব্যক্তিদের উপরও গোনাহ লিখিত হবে। অপরদিকে ইব্রাহিম (আঃ) ও তার পুত্র ইসমাইল (আঃ) বিনা যুক্তিতে আল্লাহর সিদ্ধান্তকে মেনে নিয়েছিলেন। আল্লাহ পরীক্ষা করেছিলেন – ইব্রাহিম (আঃ) এর নিকট আল্লাহ সবকিছুর চেয়ে প্রিয় কিনা!?

আল্লাহ বলেন,

“অতঃপর সে যখন পিতার সাথে চলাফেরা করার বয়সে উপনীত হল, তখন ইব্রাহীম তাকে বললঃ বৎস! আমি স্বপ্নে দেখিযে, তোমাকে যবেহ করছি; এখন তোমার অভিমত কি দেখ। সে বললঃ পিতাঃ! আপনাকে যা আদেশ করা হয়েছে, তাই করুন। আল্লাহ চাহে তো আপনি আমাকে সবরকারী পাবেন। যখন পিতা-পুত্র উভয়েই আনুগত্য প্রকাশ করল এবং ইব্রাহীম তাকে যবেহ করার জন্যে শায়িত করল। তখন আমি তাকে ডেকে বললামঃ হে ইব্রাহীম, তুমি তো স্বপ্নকে সত্যে পরিণত করে দেখালে! আমি এভাবেই সৎকর্মীদেরকে প্রতিদান দিয়ে থাকি। নিশ্চয় এটা এক সুস্পষ্ট পরীক্ষা। আমি তার পরিবর্তে দিলাম যবেহ করার জন্যে এক মহান জন্তু। আমি তার জন্যে এ বিষয়টি পরবর্তীদের মধ্যে রেখে দিয়েছি যে, ইব্রাহীমের প্রতি সালাম বর্ষিত হোক। এমনিভাবে আমি সৎকর্মীদেরকে প্রতিদান দিয়ে থাকি। সে ছিল আমার বিশ্বাসী বান্দাদের একজন।”

সূরা আস সাফফাতঃ ১০২-১১১
আল্লাহর বিধানের প্রতি একনিষ্ঠ অনুগত্যই ছিল ইব্রাহিম (আঃ)-এর আদর্শ। প্রকৃত মুত্তাকীরা আজও তাই মেনে চলে। যারা তথাকথিত নেতাদের আদর্শ মানতে গিয়ে আল্লাহর আইন, বিধানের বিপরীত কর্মকাণ্ডকে সমর্থন করে তাদের কুরবানী কি আসলে কবুলযোগ্য!?

08/06/2024
প্রাকৃতিক কোনো কিছুতে মানুষের হস্তক্ষেপ যখন হবে তখন স্বাভাবিক ভাবেই ক্ষতির পরিমান বেরে যাবে । যেটার জ্বলন্ত প্রমান এইবার...
31/05/2024

প্রাকৃতিক কোনো কিছুতে মানুষের হস্তক্ষেপ যখন হবে তখন স্বাভাবিক ভাবেই ক্ষতির পরিমান বেরে যাবে । যেটার জ্বলন্ত প্রমান এইবারের #রিমেল ঘূর্ণিঝড় ।

মাছ ও বন্যপ্রাণীর বংশবৃদ্ধি, বিচরণ এবং #প্রজনন #কার্যক্রমের #সুরক্ষায় সুন্দরবনে টানা তিন মাসের জন্য দর্শনার্থী ও বনজীবিদের প্রবেশ বন্ধ ঘোষণা করেছে বন বিভাগ। শনিবার (১ জুন) থেকে শুরু হয়ে আগামী ৩১ আগস্ট পর্যন্ত বন্ধ থাকবে বনের দুয়ার।


ইন্টিগ্রেটেড রিসোর্সেস ম্যানেজমেন্ট প্ল্যানের (আইআরএমপি) সুপারিশ অনুযায়ী প্রজনন ঋতুতে সুন্দরবনের নদী-খালে মাছ ও প্রাণীদের বিচরণ এবং প্রজনন কার্যক্রমের সুরক্ষায় সরকারি এ সিদ্ধান্ত বাস্তবায়ন করা হচ্ছে বলে জানিয়েছেন বন বিভাগের কর্মকর্তারা। শুক্রবার (৩১ মে) বিকেলে সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আবু নাসের মোহসিন হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

জুন থেকে থেকে আগস্ট এই তিন মাস সুন্দরবনের নদী-খালের মাছের প্রজনন মৌসুম হিসেবে ধরা হয়। এই সময়ে সুন্দরবনের নদী ও খালে থাকা বেশির ভাগ মাছ ডিম ছাড়ে। এ ছাড়া এই সময়ে বন্য প্রাণীদেরও প্রজনন মৌসুম। তাই সুন্দরবনে মৎস্য সম্পদ রক্ষায় সমন্বিত সম্পদ ব্যবস্থাপনা পরিকল্পনার (আইআরএমপি) সুপারিশ অনুযায়ী ২০১৯ সাল থেকে প্রতিবছরের ১ জুলাই থেকে ৩১ আগস্ট পর্যন্ত দুই মাস সুন্দরবনের সব নদী ও খালে মাছ আহরণ বন্ধ থাকত। পরে ২০২২ সালে মৎস্য বিভাগের সঙ্গে সমন্বয় করে এ নিষেধাজ্ঞা এক মাস বৃদ্ধি করে ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত করা হয়েছে। সেই থেকে ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত তিন মাস বনের সব নদী ও খালে মাছ আহরণ বন্ধ রাখা হচ্ছে।

অনেক বছর আগের ঘটনা, একবার এক চাষি তার বাড়ির উঠোনে বসে বিশ্রাম করছিলেন। এমন সময় তার একমাত্র ছেলে ছুটে আসে এবং বাবাকে খবর ...
30/05/2024

অনেক বছর আগের ঘটনা, একবার এক চাষি তার বাড়ির উঠোনে বসে বিশ্রাম করছিলেন। এমন সময় তার একমাত্র ছেলে ছুটে আসে এবং বাবাকে খবর দেয়, যে রাস্তার ধারের পুকুরে একটি ছেলে ডুবে যাচ্ছে।

শুনে চাষী তৎক্ষণাৎ পুকুরের কাছে পৌঁছায়। গিয়ে দেখে তার ছেলের বয়সী একটি ছেলে জলে হাবুডুবু খাচ্ছে। পোশাক পরিচ্ছদ দেখে কোন শহরের ধনীর দুলাল বলে মনে হচ্ছে।

সাথে বেশ কিছু বন্ধু বান্ধব থাকলেও তারা সাঁতার না জানায় পারে দাঁড়িয়ে বন্ধুর সাহায্যের জন্য চিৎকার করছে। চাষী আর একমুহূর্ত সময় নষ্ট না কোরে জলে ঝাপিয়ে পরে এবং ছেলেটিকে উদ্ধার করেন।

এই ঘটনার দিন দুয়েক পর হঠাৎ একদিন গ্রামের পথে ধুলো উড়িয়ে এক ঘোড়ায় টানা সুসজ্জিত গাড়ি, আগু পিছু অস্ত্রধারী অশ্বারোহী নিয়ে চাষীর বাড়ির সামনে এসে থামলো।

চাষী কিছুটা ভয় পেয়েছিল বৈকি। এরপর গাড়ি থেকে যে ব্যক্তি নেমে এলেন তার ব্যক্তিত্ব তার ঐশ্বর্যের পরিচয় বহন করে কিন্তু তার মুখের স্মিত হাসি চাষীকে কিছুটা আস্বস্ত করেন। তিনি স্মিত হেসে বলেন,

--- "আপনি সেই মহানুভব যিনি আমার একমাত্র ছেলের জীবন বাঁচিয়ে ছিলেন?" কৃষক মৃদু হেসে বললেন,

--- "আজ্ঞে হ্যা।" সেই ব্যক্তি এরপর গরিব চাষীর হাত ধরে অশ্রু সজল চোখে বলেন,

--- "আপনার ঋণ আমি শোধ করতে পারবো না। তবু বলুন আমি আপনার জন্য কি করতে পারি?" চাষী প্রথমে কিছু নিতে রাজি হয় না, শেষ মেষ অনেক অনুরোধের পর বলেন,

--- "দেখুন আমার সেই ক্ষমতা নেই যে আমার ছেলেকে ভালো স্কুলে পড়াই। তাই যদি আপনি ওর একটা ভালো স্কুলে পড়ার ব্যবস্থা করদেন তাহলেই আমি চির কৃতজ্ঞ থাকবো আপনার কাছে।" এই শুনে সেই ভদ্রলোক হেসে বললেন,

--- "ঠিক আছে এই যদি আপনার ইচ্ছা হয় তবে আজ থেকে আপনার ছেলে আমার ছেলের সাথে একসাথে পড়াশুনো করবে, এবং ওকে আমি আমার বাড়িতে রেখে পড়াবো।"

এরপর অনেক বছর কেটে গেছে। চাষীর ছেলে আর ধনী দুলালের বন্ধুত্ব সময়ের সাথে আরো গভীর হয়েছে। দুজনেই অত্যন্ত মেধাবী, যদিও দুজনের পছন্দ ছিল সম্পূর্ন আলাদা।ধনীর দুলালের আকর্ষণ রাজনীতি, আর তার বন্ধুর চিকিৎসা বিজ্ঞান।

স্নাতক হবার পর একজন মন দেয় অণুজীব নিয়ে গবেষণায়, আর একজন রাজনীতিতে।গবেষক বন্ধুর এক একটা গবেষণা পত্র যখন চিকিৎসা দুনিয়ায় আলোড়ন ফেলছে। তখন আর এক বন্ধুর নেতৃত্ব দানের ক্ষমতা আকৃষ্ট করছে ইংল্যান্ডের যুব সমাজকে।

এর মধ্যেই সেই রাজনীতিবিদ বন্ধু এক গভীর অসুখে আক্রান্ত হয়। অনেক বড় বড় চিকিৎসক যখন ব্যর্থ হয় ফিরে যায়, তখন সেই গবেষক বন্ধু এগিয়ে আসে।

দিন রাত এক করে নিজের তৈরি ওষুধে চিকিৎসা করতে থাকেন নিজের বন্ধুর। এবং সম্পূর্ন সুস্থ করে তোলেন নিজের প্রাণাধিক প্রিয় বন্ধুকে। কারণ তাকে ছাড়া তো আধুনিক বিশ্বের ইতিহাস লেখাই অসম্পূর্ন থাকতো

জানেন এই দুজন কে? সেই চাষীর ছেলে হলেন বিশ্ববন্দিত বিজ্ঞানী, পেনিলিসিলিনের আবিস্কারক স্যার আলেকজান্ডার ফ্লেমিং। আর তার বন্ধুটি হলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল।

(সংগৃহীত)

29/05/2024

*রিজিকের সন্ধানে এসে রিজিকের মালিককে ভুলে যাবেন নাহ।নামাজ পড়ুন।*

সূরা ক্বিয়ামাতে আল্লাহতায়ালা বলেন;

"সে বিশ্বাস করেনি এবং নামাজ পড়েনি;"__৩১

"পরন্তু মিথ্যারোপ করেছে এবং পৃষ্ঠ প্রদর্শন করেছে।"__৩২

"অতঃপর দম্ভভরে পরিবার পরিজনের নিকট ফিরে গিয়েছে।"__৩৩

"তোমার দুর্ভোগের উপর দুর্ভোগ।"__৩৪

"অতঃপর, তোমার দুর্ভোগের উপর দুর্ভোগ।"__৩৫

আর যারা মনে করেন আখেরাত মিথ্যা।মৃত্যুর পর পুঃজন্ম মিথ্যা।তাদের উদ্দেশ্য করে আল্লাহ আরও বলেন__

" সে কি স্খলিত বীর্য ছিলো না?"__৩৭

"অতঃপর সে ছিলো রক্তপিণ্ড ; অতঃপর আল্লাহ তাকে সৃষ্টি করেছেন এবং সুবিন্যস্ত করেছেন।"__৩৮

"অতঃপর তা থেকে সৃষ্টি করেছেন যুগল নর এবং নারী।"__৩৯

" তবুও কি সেই আল্লাহ মৃতদেহকে জীবিত করতে সক্ষম নন?"__৪০

আখেরাত সত্য,জান্নাত জাহান্নাম সত্য।কবরের জীবন সত্য।
আপনি প্রস্তুত তো???

নব মুসলিম হিসেবে বিশেষ অনুরোধ রইলো, ভাই নামাজ পড়ুন।যে সফলতার পেছনে সারাজীবন ছুটেও ধরতে পারছেন নাহ, আল্লাহ রহিম চান তো এতটা সহজ করে দিতে পারেন সে পথ যা আপনি কল্পনাও করতে পারবেন নাহ।

28/05/2024

*গোপন চাহনি*

কুরআনের একটা বড় মিরাকল হচ্ছে যে, ছোট ছোট বাক্য দ্বারা হাজার হাজার পৃষ্ঠার কথা বলে দেয়া। নিচের আয়াত খানা পড়ুন আর চিন্তা করুন কি ভয়ংকর হুশিয়ারি! যদি তিনি আমাদের প্রতিটি চাহনি ও মনের গোপন বিষয় শুধু প্রকাশ করে দেন, তাহলে আমাদের কি অবস্থা হবে?

হে আল্লাহ তায়ালা! আমাদের হিসাব সহজ করে দাও এবং আমাদের অপরাধ ক্ষমা করে চিরস্থায়ীভাবে ডিলিট করে দাও। আমিন।

يَعْلَمُ خَآئِنَةَ ٱلْأَعْيُنِ وَمَا تُخْفِى ٱلصُّدُورُ

তিনি (আল্লাহ) চোখের চুরি (গোপন চাহনি) ও অন্তরের সব গোপন কথা জানেন।

Quran,Ghafir/Mumin 40:19

22/05/2024

এইযে সিম কোম্পানির এত এত বিজ্ঞাপন, 4G 5G দেশের সেরা ইন্টারনেট স্পিড। 98% জায়গায় নাকি 4G সেবা পৌঁছেছে। আমার প্রশ্ন এই সেবাগুলো পাচ্ছে কে যদি আমরা এর সুবিধা না পেয়ে থাকি। তাহলে কি এলিয়েনরা সেবা নিচ্ছে ভিন গ্রহে থেকে। আগে যখন 2G ডাটা ব্যবহার করতাম বাটন ফোনে তখন জানতাম যে একটা পেজ ব্রাউস হতে কত সময় লাগবে এবং সেই জন্য অপেক্ষা করার মতো নিজের ভিতর ধৈর্য্য ছিল কিন্তু এখন টাকা দিয়ে এত দামী প্যাকেজ কেনার পর যখন ঘরে বসে নেট টাই না পাই তখন মন চায় ইচ্ছামত সিম কোম্পানির মালিকের গুষ্টি উদ্ধার করে দেই কিন্তু লাভ নাই , ওরা মানুষের সেবার নাম করে সারাজীবন রক্ত চুষে কিভাবে বড়লোক হওয়া যাবে সেই চিন্তা ছাড়া আর কিছু ওদের মনে আসবে না ।

17/05/2024

Address

Banglabazar Road
Rajendrapur

Telephone

+8801830652410

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tajul posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tajul:

Videos

Share



You may also like