খবরযোগ

খবরযোগ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from খবরযোগ, Media/News Company, WEST AGARGAON, Rajarbag.

দিনের সকল অতিরিক্ত, গুরুত্বপূর্ণ এবং সাম্প্রতিক খবর পাবেন এখানেই । পাঠকেরা পরিবেশ, খেলা, বিজ্ঞান এবং প্রযুক্তি সহ বিভিন্ন বিষয়ে আপডেট পাবেন। সাথে সম্প্রতি ঘটিত ও উল্লেখ যোগ্য ঘটনার বিশদ প্রতিবেদন, তথ্যমূলক ছবি ও ভিডিও সহ উপলব্ধ হবে।

27/08/2024

গণত্রাণের স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির কার্যক্রমের অগ্রগতি নিয়ে টিএসসিতে প্রেস ব্রিফিং

17/08/2024

পিলখানা হত্যাকাণ্ডে শেখ হাসিনা সরাসরি জড়িত | BDR | Pilkhana Tragedy |Pilkhana Massacare

17/08/2024

একজন প্রধানমন্ত্রী (প্রাক্তন) অন্য রাষ্ট্রের সাথে ষড়যন্ত্র করে ৫৭ জন সেনা হ*ত্যা করে এমন নজির পৃথিবীতে নেই

28/07/2024

আজ বিকেল ৩ টা থেকে ইনটারনেট সেবা সাভাবিক হবে,তবে যে সকল সামাজিক প্লাটফর্ম বাংলাদেশ এ বন্ধ ছিলো তা এখনি পাচ্ছেন না গ্রাহক। গ্রাহকের ইনটারনেট সেবা বিঘ্ন ঘটায় ৫ জিবি ইন্টারনেটে ফ্রি পাবে ৩ দিনের জন্য। #পলক

10/07/2024
15/06/2024

ঈদ যাত্রার খবর নিয়ে আবার লাইভে আমরা খবরযোগ

13/06/2024

ঈদ যাত্রার সর্বশেষ অবস্থা জানাতে রাজধানীর কল্যানপুর বাসস্ট্যান্ড থেকে লাইভে আছি খবর যোগের পেজ থেকে।

12/06/2024

গাবতলী গরুর হাট ২০২৪ - Gabtoly gorur hat new video by khoborjog

অবশেষে কানাডার সাথে জয় পেল পাকিস্তান।
11/06/2024

অবশেষে কানাডার সাথে জয় পেল পাকিস্তান।

11/06/2024

গাবতলী পশুহার থেকে সর্বশেষ অবস্থা জানিয়ে আমাদের লাইভ চলছে

কানাডা কে ও ভয় পাকিস্তানের। কানাডার সাথে ও আগে বেটিং এর সাহস পেলনা পাকিস্তান, টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত তাই পাকিস্তা...
11/06/2024

কানাডা কে ও ভয় পাকিস্তানের।

কানাডার সাথে ও আগে বেটিং এর সাহস পেলনা পাকিস্তান, টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত তাই পাকিস্তানের। ভারতের সাথে অল্প রানের পুজি ও টপকাতে পারেনি বাবর আজমের দল,আজ কানাডার বিপক্ষে ও আগে বেটিং সাহস পেলনা।কানাডা অবশ্য ভালো শুরু করতে পারেন শেষ খবর পাওয়া পর্যন্ত কানাডার সংগ্রহ ৬ উইকেটে ৮৭ রান।

অবশেষে বয়কটের তোপের মুখে বিজ্ঞাপনচিত্রে কাজ করার বিষয়ে মুখ খুলেছেন অভিনেতা জীবন। গতকাল সোমবার রাতে নিজের ফেসবুক আইডিতে এ...
11/06/2024

অবশেষে বয়কটের তোপের মুখে বিজ্ঞাপনচিত্রে কাজ করার বিষয়ে মুখ খুলেছেন অভিনেতা জীবন।

গতকাল সোমবার রাতে নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়ে জীবন লিখেছেন, ‘আমি একজন নির্মাতা এবং অভিনেতা হিসেবে সবার কাছে পরিচিত। বিগত দুই দশক ধরে আমি নির্মাণ ও অভিনয়ের সাথে জড়িত। সম্প্রতি কোকা-কোলা বাংলাদেশ আমার সাথে তাদের একটি বিজ্ঞাপন নির্মাণ এবং অভিনয় করার জন্য নিয়োগ করেছিল। আমি শুধুমাত্র তাদের দেওয়া তথ্য ও উপাত্তই কাজটিতে তুলে ধরেছি। বিজ্ঞাপনচিত্রটি প্রচার হবার পর থেকে আমি আপনাদের অনেক মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করছি এবং আপনাদের প্রতি সম্মান জানিয়ে আমি আবারো বলতে চাই, কাজটি শুধুই আমার পেশাগত জীবনের একটি অংশমাত্র।’

জীবন আরও বলেন, ‘ব্যক্তিগত জীবনে আমি সব সময় মানবাধিকার বিরোধী যেকোনো আগ্রাসনের বিপক্ষে দাঁড়িয়েছি এবং আপনাদের অনুভূতি ও মতামতের প্রতি শ্রদ্ধাশীল থেকেছি। এখানে আমি কোথাও ইসরায়েলের পক্ষ নেইনি এবং আমি কখনোই ইসরায়েলের পক্ষে নই। আমার হৃদয় সব সময় ন্যায়ের পক্ষে এবং মানবতার পাশে আছে, থাকবে।’

কোকাকোলা বিজ্ঞাপন নিয়ে শিমুল ক্ষমা চাইলেন।পরিচয় দেওয়ার মতো অভিনেতা হয়ে ওঠতে পারেননি জানিয়ে শিমুল শর্মা তাঁর ফেসবুকে লিখ...
11/06/2024

কোকাকোলা বিজ্ঞাপন নিয়ে শিমুল ক্ষমা চাইলেন।

পরিচয় দেওয়ার মতো অভিনেতা হয়ে ওঠতে পারেননি জানিয়ে শিমুল শর্মা তাঁর ফেসবুকে লিখেছেন, ‘আমি শিমুল শর্মা, যদিও পরিচয় দেওয়ার মতো একজন অভিনেতা এখনো হয়ে উঠতে পারিনি, কারণ একজন অভিনেতা হবার জন্য যে অধ্যাবসায় এবং দুরদর্শিতা দরকার, সেটা এখনো আমার হয়ে ওঠেনি, আমি চেষ্টা করছি মাত্র। তাই হয়তো না বুঝে করা আমার কাজ আজ আমার দর্শক, তথা আমার পরিবার ও দেশের মানুষকে কষ্ট দিয়েছে।

আর আমি ভবিষ্যতে কোনো কাজে অভিনয় করতে গেলে অবশ্যই আমাদের দেশের মূল্যবোধ, মানবাধিকার, মানুষের মনোভাবকে যথেষ্ট সম্মান দিয়ে বিবেচনা করে তারপর কাজ করব।'

শিমুল এও লিখেছেন, ‘আমি মাত্র আমার জীবনের পথচলা শুরু করেছি, আমার এই পথচলায় ভুলত্রুটি ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন এবং আমাকে ভবিষ্যতে একজন বিবেকবান শিল্পী হয়ে ওঠার জন্য শুভ কামনায় রাখবেন।’

11/06/2024

গাবতলী গরুর হাট থেকে সরাসরি

চার রানের আক্ষেপ বাংলাদেশের। দক্ষিণ আফ্রিকাকে ১১৩ রানে বেঁধে রেখেও জয়ের দেখা পেল না বাংলাদেশ। আগে ব্যাটিং করে দক্ষিণ আফ...
10/06/2024

চার রানের আক্ষেপ বাংলাদেশের।

দক্ষিণ আফ্রিকাকে ১১৩ রানে বেঁধে রেখেও জয়ের দেখা পেল না বাংলাদেশ। আগে ব্যাটিং করে দক্ষিণ আফ্রিকা ছয় উইকেটে ১১৩ রান সংগ্রহ করে, বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে দক্ষিণ আফ্রিকাকে অল্প পুজিতে বেঁধে রাখতে সমর্থ্য হলেও বেটারদের ব্যর্থতায় জয়ের দেখা পেল না বাংলাদেশ।

আত্মবিশ্বাসী বোলারদের নিয়ন্ত্রিত বোলিং । দক্ষিণ আফ্রিকাকে চেপে ধরেছে বাংলাদেশের বোলাররা,  রানের গতি এখন পর্যন্ত ছয় এর ...
10/06/2024

আত্মবিশ্বাসী বোলারদের নিয়ন্ত্রিত বোলিং ।

দক্ষিণ আফ্রিকাকে চেপে ধরেছে বাংলাদেশের বোলাররা, রানের গতি এখন পর্যন্ত ছয় এর নিচে আছে। আগে ব্যাটিং করে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ১১৩।

10/06/2024

গাবতলীর গরুর হাট থেকে সরাসরি

টস জিতে পাকিস্তানের বোলিং এর সিদ্ধান্ত।উড়ন্ত সূচনার পর ভারতকে আটকে দিল পাকিস্তান ভারতের সংগ্রহ ১১৯, ১৯ ওভারে অলআউট হয়ে...
09/06/2024

টস জিতে পাকিস্তানের বোলিং এর সিদ্ধান্ত।

উড়ন্ত সূচনার পর ভারতকে আটকে দিল পাকিস্তান ভারতের সংগ্রহ ১১৯, ১৯ ওভারে অলআউট হয়ে যায় ভারত ।জয়ের জন্য পাকিস্তানের দরকার ১২০

09/06/2024

PM Modi Oath Ceremony 2024 LIVE: PM Modi to take Oath as Prime Minister for the Third Time

কোপা আমেরিকার প্রস্তুতি ম্যাচে ব্রাজিলের জয়।
09/06/2024

কোপা আমেরিকার প্রস্তুতি ম্যাচে ব্রাজিলের জয়।

অস্ট্রেলিয়ার দাপুটে জয়।   🇬🇧
09/06/2024

অস্ট্রেলিয়ার দাপুটে জয়।

🇬🇧

ইতিহাসের পুনরাবৃত্তি নাকি পাকিস্তানের ঘুরে দাঁড়ানো? বাংলাদেশ সময় রাত ৮:৩০,প্রস্তুত তো মহারণের জন্য? ২ ঘন্টার চেয়ে কম স...
08/06/2024

ইতিহাসের পুনরাবৃত্তি নাকি পাকিস্তানের ঘুরে দাঁড়ানো?
বাংলাদেশ সময় রাত ৮:৩০,প্রস্তুত তো মহারণের জন্য? ২ ঘন্টার চেয়ে কম সময় বাকি পাকিস্তানের অসহায় আত্মসমর্পণ দেখবে ক্রিকেট বিশ্ব, নাকি আনপ্রেডিক্টেবল পাকিস্তান ঘুরে দাঁড়াবে।
আজ রাতে মাঠে গড়াবে বিশ্বকাপের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচ। সুপার সানডের বিগ ম্যাচে নিউইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারনাশনাল ক্রিকেট স্টেডিয়ামে রাত সাড়ে ৮টায় মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। শক্তি, সামর্থ্য, পরিসংখ্যান সবকিছুর বিবেচনায় এই ম্যাচে ভারতই ফেভারিট। ম্যাচটি হারলে সুপার এইট খেলা ঝুঁকিতে পড়বে পাকিস্তানের।
চলতি আসরে আয়ারল্যান্ডের বিপক্ষে দাপুটে জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে ভারত। পাকিস্তানের বিপক্ষে ম্যাচে তো বটেই আসরের অন্যতম ফেভারিট ভারত। আইসিসির র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দল ভারত সব বিভাগেই আছে দারুণ ছন্দে। তাদের বর্তমান বোলিং লাইনও বিশ্বের অন্যতম সেরা। আর ম্যাচজয়ী ইনিংস খেলার মতো রোহিত, কোহলি, রিশভ পন্থ, সুরিয়া কুমার ইয়াদাভ, শিভম দুবে, হার্দিক পান্ডিয়ার মতো তারকারা রয়েছেন দলে।
অপরদিকে, পাকিস্তানের বিশ্বকাপ অভিযান শুরু হয়েছে দুঃস্বপ্নের মতো। নিজেদের প্রথম ম্যাচে সুপার ওভারে হেরে বসেছে সহযোগী দেশ যুক্তরাষ্ট্রের কাছে। তাই সুপার এইটে যাওয়ার জন্য ভারতের বিপক্ষে ম্যাচে বাবর আজমদের জয় খুবই জরুরি। যদি পরিসংখ্যানে ভারতের চেয়ে বেশ পিছিয়ে পাকিস্তান। অতীতের ১২ দেখাতে ভারত জিতেছে ৯ ম্যাচ, বিপরীতে মাত্র ৩টিতে জয় পেয়েছে পাকিস্তান। যদিও ক্রিকেটে পরিসংখ্যান সবসময় কাজে আসে না।

08/06/2024

প্রথমবার দেখা যাবে মহিলা রেফারি

শূন্য সরকার সবার উপরে,এভাবে আর কত দিন সৌম্যে ভরসা ? এমন অহেতুক শটে আউটের পর ডাক মারার দিক থেকে লজ্জার এক রেকর্ড গড়েছেন স...
08/06/2024

শূন্য সরকার সবার উপরে,এভাবে আর কত দিন সৌম্যে ভরসা ?

এমন অহেতুক শটে আউটের পর ডাক মারার দিক থেকে লজ্জার এক রেকর্ড গড়েছেন সৌম্য। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি 'ডাক' মারার রেকর্ড এখন বাংলাদেশের এই ওপেনারের দখলে। এ নিয়ে ১৩ বার শুন্য রানে প্যাভিলিয়নে ফিরেছেন তিনি। তবে সৌম্য হয়ত জেনে স্বস্তি পাবেন এই তালিকায় তিনি একা নন। তার সমানসংখ্যক 'ডাক' এর মালিক আইরিশ অধিনায়ক পল স্টার্লিং। তবে সৌম্য লজ্জা পাবেন আরেক পরিসংখ্যানে। ১৩ ডাক সৌম্য মেরেছেন মাত্র ৮৪ ম্যাচ খেলেই। আর স্টার্লিংয়ের লেগেছে ১৪৪ ম্যাচ।

Address

WEST AGARGAON
Rajarbag
1205

Alerts

Be the first to know and let us send you an email when খবরযোগ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to খবরযোগ:

Videos

Share


Other Rajarbag media companies

Show All