Md Khairul Feni

Md Khairul Feni Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Md Khairul Feni, Digital creator, Rajapur, Rajapur.

গণতন্ত্র হ°ত্যাকারী সরকারের একদলীয় নির্বাচন ও সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা এবং জামায়াতের নিবন্ধন সংক্রান্ত মামলায় ন্যায়ভ্...
16/12/2023

গণতন্ত্র হ°ত্যাকারী সরকারের একদলীয় নির্বাচন ও সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা এবং জামায়াতের নিবন্ধন সংক্রান্ত মামলায় ন্যায়ভ্রষ্ট আদেশ, নিম্ন আদালতে বিচারের নামে প্রহসন ও ফরমায়েসি একতরফা তফসিল ঘোষণার প্রতিবাদে এবং জালিম সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন কেয়ারটেকার সরকার গঠন, আমীরে জামায়াত ডা: শফিকুর রহমানসহ সকল রাজবন্দি ও ওলামা-মাশায়েখের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার এবং দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসার দাবিতে আগামী িসেম্বর সোমবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
Bangladesh Jamaat-e-Islami

॥ হৃদয়ে বাংলাদেশ ॥স্বাধীনতা অর্জন ও স্বাধীনতা রক্ষা— দুটোই বড় চ্যালেন্জ। প্রথম চ্যালেন্জ ওভারকাম করতে পারলেও, দ্বিতীয় চ...
15/12/2023

॥ হৃদয়ে বাংলাদেশ ॥

স্বাধীনতা অর্জন ও স্বাধীনতা রক্ষা— দুটোই বড় চ্যালেন্জ। প্রথম চ্যালেন্জ ওভারকাম করতে পারলেও, দ্বিতীয় চ্যালেন্জ ওভারকাম করতে গিয়ে এ জাতি হোঁচট খাচ্ছে বারবার।
"সাম্য, মানবিক মযার্দা, সামাজিক সুবিচার, নাগরিক অধিকার ও গণতন্ত্র"— মোটাদাগে এগুলোই ছিল মহান মুক্তিযুদ্ধের মূল চেতনা। কিন্তু স্বাধীন বাংলাদেশে আমরা এসবের কতটুকু নিশ্চিত করতে পেরেছি? সেটাই আজ বড় প্রশ্ন। সেটাই বড় চ্যালেন্জ।
স্বাধীনতা অর্জন করেও, স্বার্থপরতা ও চিন্তার দাসত্ব থেকে আমরা মুক্তি পাইনি আজও। দিনে দিনে বৈষম্য বেড়েছে। হীনমন্যতা, অসহনশীলতা, অনিয়ম আর দূর্নীতি যেন আজও আমাদের নিত্যদিনের সঙ্গী।
তাই, স্বাধীনতা অর্জিত হলেও, লড়াই থামেনি আমাদের এখনো। সম্প্রীতির বাংলাদেশ, মানবিক বাংলাদেশ আর সমৃদ্ধির বাংলাদেশ গড়তে— লড়ে যেতে হবে এ জাতিকে শেষ পর্যন্ত। সেই সাথে বেরিয়ে আসতে হবে সকল উস্কানিমূলক ও আক্রমণাত্মক আভ্যন্তরীণ কোন্দল আর হিংসাত্মক মনোভাব থেকে।
জাতীয় ঐক্য ছাড়া স্বপ্নের বাংলাদেশ তৈরী করা কি আদৌ সম্ভব? অথচ আমরা বিভাজনে ব্যস্ত। ভারসাম্যপূর্ণ সমাজ, রাষ্ট্র ও সভ্যতা বিনির্মাণ করতে গেলে— জাতি হিসেবে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। একে অন্যের প্রতি সাম্প্রদায়িক তকমা লাগানো এবং কাদা ছোড়াছুড়ি থামাতে হবে। এধরণের সহিংস মনোভাবে সঙ্কট আরো প্রকট হচ্ছে। দরকার সমন্বিত প্রয়াস। হৃদয়ে বাংলাদেশকে ধারণ করে, রাজনৈতিক বৈচিত্রের মাঝেও দেশ গড়ার এক ও অভিন্ন লক্ষ্য নিয়ে কাজ করে যেতে হবে সবাইকে। মাইলস টু গো..
স্বাধীন ভূখণ্ড মহান আল্লাহ তায়ালার পক্ষ থেকে এক বিরাট নেয়ামত। এটা আমরা অনেকেই টের পাইনা। এব্যাপারটি উপলব্ধি করতে হলে খুব বেশীদূর যেতে হবে না। বাংলাদেশে অবস্থিত প্রায় এক মিলয়ন রোহিঙ্গা শরণার্থীদের দিকে তাকালেই সেটা বুঝা যায়। আহা! নিজ জন্মভূমি থেকে বিতাড়িত হয়ে ভিনদেশের আশ্রয় শিবিরে দিনাতিপাত করাটা যে কতোটা নির্মম ও বেদনাদায়ক তা কেবল ভুক্তভোগীরাই জানে। পাশাপাশি, স্বাধীন সার্বভৌম একটি ভূখণ্ডের জন্য ফিলিস্তিন ও কাশ্মীরের ভাইবোনদের দীর্ঘ সংগ্রাম আর করুণ আর্তনাদও আমাদের সে কথা স্মরণ করিয়ে দেয়।
তাই, আজকের এ মহান বিজয় দিবসে বিনয়াবনত চিত্তে শুকরিয়া জানাই আল্লাহর দরবারে এবং বিজয়ের কারিগর সকল শহীদের প্রতি জানাই হৃদয় নিংড়ানো দোয়া, ভালোবাসা ও বিনম্র শ্রদ্ধা।

“শহীদের রক্তে অর্জিত এ বিজয় যেন লুন্ঠিত না হয় কভু,
প্রিয় জন্মভূমি প্রিয় বাংলাদেশকে তুমি শান্তিময় করো প্রভু।”
কপি..
Mizanur Rahman Azhari

07/12/2023

মুক্ত বাতাসে ওড়ো পাখি গাও কুরআনের গান।
ঘুমন্ত জাতি খুলুক আঁখি, জাগুক মুসলমান✊

আহ্ 😭😭 😭😭 মাওলানা মুফতি আমির হামজা পুলিশের পিকআপ ভ্যান থেকে নিজের মেয়ের সাথে সাক্ষাৎ করেন।হে কাবার মালিক! তোমার আসমানী ...
27/11/2023

আহ্ 😭😭 😭😭 মাওলানা মুফতি আমির হামজা পুলিশের পিকআপ ভ্যান থেকে নিজের মেয়ের সাথে সাক্ষাৎ করেন।

হে কাবার মালিক! তোমার আসমানী ফয়সালা দাও!

সে যুগের আবু জাহেলওরাসুল(সাঃ)কে দ্বীন প্রতিষ্ঠার জন্য নিবন্ধন দেয়নিকিন্তু বিজয় তো রাসুলুল্লাহ সাঃ এর হয়েছিলোআমরাও সে-ই অ...
22/11/2023

সে যুগের আবু জাহেলও
রাসুল(সাঃ)কে দ্বীন প্রতিষ্ঠার জন্য নিবন্ধন দেয়নি
কিন্তু বিজয় তো রাসুলুল্লাহ সাঃ এর হয়েছিলো
আমরাও সে-ই অপেক্ষায় আছি ইনশাআল্লাহ।

19/11/2023

সাইয়েদ আবুল আ'লা মওদুদী (রাহি:) জামায়াতে ইসলামী প্রতিষ্ঠা করার সময় নিবন্ধনের চিন্তা করেননি।
চিন্তার কেন্দ্রবিন্দু ছিল,মহান আল্লাহ কি বলেছেন, আর রাসুলুল্লাহ (সাঃ) কি করেছেন?
অতএব,আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে আমাদের কদম অব্যাহত গতিতে চলবে ইনশাআল্লাহ।
Bangladesh Jamaat-e-Islami

15/11/2023

অবিলম্বে জনধিকৃত ও সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিল বাতিল করতে হবে।
- ড. শফিকুল ইসলাম মাসুদ

জনধিকৃত ও সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিল প্রত্যাখ্যান ও বাতিলের দাবিতে রাজধানীতে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের তাৎক্ষনিক বিক্ষোভ মিছিল’

03/11/2023

প্রতিবাদী সংগীত

Send a message to learn more

03/11/2023

মোটকথা—
পিছু হটার আর সুযোগ নেই।

29/10/2023

জামায়াতে ইসলামীর মহাসমাবেশকে নিয়ে কলরব শিল্পীগোষ্ঠীর পরিচালক Muhammad Badruzzaman ভাইয়ের চমৎকার পরিবেশনা..!

28/10/2023

হে বিস্তীর্ণ জমিনের মালিক, ২৮ অক্টোবর যত ফোঁটা রক্ত ঝরেছে তার বদলায় এই পিচাশ, স্বৈরাচার, ফ্যাসিবাদী আওয়ামী লীগকে এদেশের মাটি থেকে চিরতরে নিঃশেষ করে দিয়ে দেশপ্রেমিক ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী সরকারকে আগামী নির্বাচনে তুমি প্রতিষ্ঠিত করে দাও!
- শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী

্টোবর'২০০৬ এর শহীদ সাইফুল্লাহ মোহাম্মদ মাসুম ভাইয়ের জানাজা পূর্ব সমাবেশে শহীদ আল্লামার দোয়া ও বক্তব্য।



28/10/2023

“পাখির চোখে আজকের ঐতিহাসিক মহাসমাবেশ”

Dr. Rezaul Karim Masood Sayedee - মাসুদ সাঈদী Bangladesh Jamaat-e-Islami


23/10/2023

২৮ অক্টোবর ২০০৬...?

মাওলানা কামরুল ইসলাম সাঈদ আনসারী সাহেব।

বাংলাদেশে কোরআনের কথা প্রচারণায় দুটি কন্ঠ আমার কলিজায় স্থান পেয়েছে একটি হল #আল্লামা_দেলোয়ার_হোসেন_সাঈদী রাহিঃ আরেকটি...
18/10/2023

বাংলাদেশে কোরআনের কথা প্রচারণায় দুটি কন্ঠ আমার কলিজায় স্থান পেয়েছে একটি হল
#আল্লামা_দেলোয়ার_হোসেন_সাঈদী রাহিঃ আরেকটি হল

#আল্লামা_ডক্টর_এনায়েতুল্লাহ_আব্বাসী হাফিঃ এই দুটি কন্ঠের মাধ্যমে কুরআনের হক্ব কথা এবং ইসলাম, দেশ ও মানবতার ঐক্যতার আওয়াজ খুবই বেশি প্রচার হয়?
ইয়া আল্লাহ বাংলাদেশের সকল মাসলাকের আলেমদের কে দ্বিন বিজয়ের পথে কবুল করো।
✏️
Molla Nazmul Hasan - মোল্লা নাজমুল হাসান সাহেব

এটাই আমাদের প্রিয় বাংলাদেশের আসল চিত্র 🇧🇩❤️যারা ইসলাম ভালোবাসে তাদেরকে সমগ্র বাংলাদেশ ভালোবাসেন।
21/09/2023

এটাই আমাদের প্রিয় বাংলাদেশের আসল চিত্র 🇧🇩❤️
যারা ইসলাম ভালোবাসে তাদেরকে সমগ্র বাংলাদেশ ভালোবাসেন।

02/09/2023

শেখ মুজিব ও শেখ হাসিনার নামে শপথ পাঠ করলো ছাত্রলীগের ভাইয়েরা। অথচ রাসুলুল্লাহ (সাঃ) এর স্পষ্ট বাণী >

«مَنْ حَلَفَ بِغَيْرِ اللَّهِ فَقَدْ أَشْرَكَ»

“যে ব্যক্তি আল্লাহ ব্যতীত অন্যের নামে শপথ করলো,সে শির্ক করল”।
রেফারেন্স -আবু দাউদ, হাদীস নং-
৩৪১৯।
>
আল্লাহ তায়ালা শির্কের গুনাহ কখনোই ক্ষমা করবেন না।
সুরা নিসা,আয়াত নং-৪৮।

প্রিয় ভাইয়েরা অজ্ঞতাবশত যারা করে ফেলেছেন তাদেরকে তওবা করে ফিরে আসার
অনুরোধ রইলো।

একজন ছাত্রলীগ কর্মী আর একজন ছাত্রশিবির কর্মীকে একই প্রশ্ন করলে বাস্তবতার আলোকে যে উত্তর আসবে দেখুন 👇প্রশ্ন-১: জাতির পিতা...
30/08/2023

একজন ছাত্রলীগ কর্মী আর একজন ছাত্রশিবির কর্মীকে একই প্রশ্ন করলে বাস্তবতার আলোকে যে উত্তর আসবে দেখুন 👇

প্রশ্ন-১: জাতির পিতা কে?
- ছাত্রলীগঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
- ছাত্রশিবিরঃ হযরত ইব্রাহীম (আ:)

প্রশ্ন-২: তোমার দল কোন ধর্মের
বিশ্বাস করো?
- ছাত্রলীগঃ আমারা ধর্ম নিরপেক্ষ মতবাদে বিশ্বাসী।
- ছাত্রশিবিরঃ আমার ধর্ম ইসলাম।

প্রশ্ন-৩: তোমার প্রিয় শ্লোগান কী?
- ছাত্রলীগঃ জয় বাংলা-জয় বঙ্গবন্ধু।
- ছাত্রশিবিরঃ নারায়ে তাকবির-আল্লাহু আকবার।

প্রশ্ন-৪: তুমি কার আদর্শ লালন কর?
- ছাত্রলীগঃ বঙ্গবন্ধু শেখ মুজিবের
আদর্শ।
- ছাত্রশিবিরঃ বিশ্বনবী মুহাম্মদ (সা:) এর আদর্শ।

প্রশ্ন-৫: তোমার লক্ষ্য কী?
- ছাত্রলীগঃ শেখ মুজিবের মতো নেতা হওয়া।
- ছাত্রশিবিরঃ আল্লাহ প্রদত্ত রাসুলুল্লাহ সাঃ প্রদর্শিত বিধান অনুযায়ী মানুষের সার্বিক জীবনের পূনর্বিন্যাস সাধন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন।

◾প্রিয় বন্ধুরা! এখন আপনি ফ্রেশ মনে চিন্তা করে সিদ্ধান্ত নিন, একজন মুসলিম হিসেবে আপনি কোন দলে যাবেন?

ইন্নালিল্লাহ বললে পদ চলে যায়. সেজন্যই মনে হয় সকলে আলহামদুলিল্লাহ লিখেছে...
30/08/2023

ইন্নালিল্লাহ বললে পদ চলে যায়.
সেজন্যই মনে হয় সকলে আলহামদুলিল্লাহ লিখেছে...

নাহমুদুহু ওয়া নাসতাইনুহু .... বলে যখন সারাদেশে বক্তব্য শুরু করতেন তখন মানুষের পুরো শরীরে কেমন যেন একটা হিমশীতল বাতাস বয়ে...
25/08/2023

নাহমুদুহু ওয়া নাসতাইনুহু .... বলে যখন সারাদেশে বক্তব্য শুরু করতেন তখন মানুষের পুরো শরীরে কেমন যেন একটা হিমশীতল বাতাস বয়ে যেতো, শরীরের লোম খাড়া হয়ে যেতো। পুরো ময়দান পিনপতন নিরবতায় ছেয়ে যেতো।

কাউকে বলা লাগতো না -'কথা বন্ধ করেন, আওয়াজ করবেন না'- তিনি মধুমাখা কন্ঠের অধিকারী, তিনি কথার জাদুকর আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ।

কপি.....
Masood Sayedee - মাসুদ সাঈদী সাহেব

আজকের দিনের সেরা ছবি, """""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""এক নবীর খবর আরেক নবীর কাছে থা...
20/08/2023

আজকের দিনের সেরা ছবি,
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""

এক নবীর খবর আরেক নবীর কাছে থাকে,
ঠিক তেমনে,
৫০ বছর ধরে কোরআনের খেদমতকারী পাখির কবরে,
ছোট্ট কোরআনের পাখিরা চখের পানি ফেলে দোয়া করছে,
হে আল্লাহ তুমি দোয়া কে কবুল করো,আমিন

আল্লাহু আকবার!!!আল্লামা সাঈদী (রহ)এর ঘরে এলো নতুন সাঈদীঃ আল্লামা সাঈদী (রহ)এর নাতি সাব্বিরের শিশু সন্তানের জন্ম হয়েছে। ...
20/08/2023

আল্লাহু আকবার!!!
আল্লামা সাঈদী (রহ)এর ঘরে এলো নতুন সাঈদীঃ

আল্লামা সাঈদী (রহ)এর নাতি সাব্বিরের শিশু সন্তানের জন্ম হয়েছে।
তার নাম রেখেছে.....

#দেলোওয়ার_হোসাইন_সাঈদী ।

আল্লাহ সুবহানাহু ওয়া তাআ'লা শিশুটিকে আল্লামা সাঈদীর মতোই বিশ্বখ্যাত আলেমে দ্বীন হিসেবে কবুল করুন, আমিন ।

20/08/2023

আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর সংক্ষিপ্ত জীবনী

১।♦জন্মঃ ১৯৪০ সালের ২রা ফেব্রুয়ারি ।
পিরোজপুর জেলা
জিয়ানগর উপজেলা
সাইদখালী গ্রামে জন্মগ্রহন করেন ।
পিতার নামঃ মাওলানা ইউসুফ সাঈদী ফুরফুরা পীরের খলিফা এবং স্বনামধন্য ইসলামী পণ্ডিত বা আলেম ছিলেন ।
মায়ের নামঃ গুলনাহার বেগম,

২♦আল্লামা সাঈদীর সন্তানঃ-
৪ ছেলে-
১। মরহুম রফিক সাইদী,
২।শামীম সাইদী,
৩।মাসুদ সাইদী
৪।নাসিম সাইদী

৩♦শিক্ষা জীবনঃ-
আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী পিতার প্রতিষ্ঠিত মাদ্রাসায় প্রাথমিক শিক্ষা জীবন সমাপ্ত করেন।
পরে তিনি খুলনা আলিয়া মাদ্রাসায় কিছুদিন
এবং পরে ১৯৬২ সালে ছারছিনা আলিয়া মাদ্রাসা থেকে কামিল পাশ করেন।
কামিল পাশ করার পর বিভিন্ন ভাষা, ধর্ম, বিজ্ঞান , রাজনীতি, অর্থনীতি, পররাষ্ট্র নীতি ,মনোবিজ্ঞান ও বিভিন্ন তত্তের উপর দীর্ঘ ৫ বছর অধ্যায়ন করেন ।

৪♦দায়ী ইলাল্লাহঃ-
১৯৬৭ সাল থেকে তিনি “দায়িইলাল্লাহ” হিসেবে আত্মনিয়োগ করেন । মাওলানা দেলোয়ার হোসাইন সাইদী পৃথিবীর অর্ধশতেরও বেশি দেশে আমন্ত্রিত হয়ে ইসলামের সু-মহান আদর্শ মানুষের কাছে তুলে ধরেছেন। দেশে তাঁর ৫০ বছরের ইসলাম প্রচারের নমুনা সংক্ষেপে দেখুন:-

১। চট্টগ্রাম প্যারেডগ্রাউন্ড ময়দানে প্রতি বছর ৫ দিন করে দীর্ঘ ২৯ বছর মাহফিল অনুষ্ঠিত হয় ।
পবিত্র কাবা শরীফের সম্মানিত ইমাম এ মাহফিলে দু’বার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

২। খুলনা সার্কিট হাউজ ময়দানসহ শহরের বিভিন্ন মাঠে প্রতি বছর ২ দিন করে দীর্ঘ ৩৮ বছর তাফসীর মাহফিল অনুষ্ঠিত হয়।

৩।সিলেট সরকারী আলীয়া মাদ্রাসা মাঠে প্রতি বছর
৩ দিন করে দীর্ঘ ৩৩ বছর যাবৎ তাফসীর মাহফিল অনুষ্ঠিত হয়।

৪। রাজশাহী সরকারী মাদ্রাসা মাঠে প্রতি বছর ৩ দিন করে দীর্ঘ ৩৫ বছর যাবৎ তাফসীর মাহফিল অনুষ্ঠিত হয়।

৫।বগুড়া শহরে প্রতি বছর ২দিন করে দীর্ঘ ২৫ বছর যাবৎ তাফসীর মাহফিল অনুষ্ঠিত হয়।

৬। ঢাকা কমলাপুর রেলওয়ে ময়দান ও পল্টন ময়দানে প্রতি বছর ৩ দিন করে দীর্ঘ ৩৪ বছর যাবৎ তাফসীর মাহফিল অনুষ্ঠিত হয়।

৭।কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে তিনদিন ব্যাপী প্রায় দীর্ঘ ৩১ বছর যাবৎ তাফসীর মাহফিলঅনুষ্ঠিত হয়।

৫।♦আন্তর্জাতিক অঙ্গনেঃ-
হজ্ব করেন
১।''''''১৯৯১ সাল থেকে সৌদি আমন্ত্রনে রাজকীয় মেহমান হিসেবে আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী হজ্জব্রত পালন করে আসছেন।
১৯৯০ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত প্রতি বছর রমজান মাস মক্কা মদীনায় থাকা তাঁর রুটিন হয়ে গিয়েছিল।

২।,,,,,১৯৮২ সালে ইমাম সৈয়দ আলী হোসেনী খমিনির আমন্ত্রনে ইরানের প্রথম বিপ্লব বার্ষিকী উজ্জাপন উপলক্ষে আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী তেহরান সফর করেন ।

৩।,,,,,,১৯৯১ সালে সৌদি বাদশার আমন্ত্রনে কুয়েত – ইরাক যুদ্ধের মিমাংসা বৈঠকে তিনি যোগদান করেন ।

আল্লামা উপাদি
৪।,,,,,১৯৯১ সালে ইসলামী সার্কেল অফ নর্থ অ্যামেরিকা তাকে “আল্লামা” খেতাবে ভূষিত করে।

৫।,,,,,,১৯৯৩ সালে নিউইয়ার্কে জাতিসঙ্ঘের সামনে অ্যামেরিকান মুসলিম ডে প্যারেড সম্মেলনে মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদীকে “গ্র্যান্ডমার্শাল“ পদক দেয়া হয়

৬।দুবাই সরকারের আমন্ত্রনে ২০০০ সালের ৮ই ডিসেম্বর আরব আমিরাতে ৫০,০০০ হাজারেরও বেশি শ্রোতার সামনে তিনি কোরআনের তাফসির পেশ করেন ।

৭। লন্ডন মুসলিম সেন্টারের উদ্ভধনি অনুষ্ঠানে কাবা শরিফের সম্মানিত ইমাম “শায়েখ আব্দুর রাহমান আস সুদাইসির” সাথে মাওলানা সাঈদী ও আমন্ত্রিত হন । মাওলানা সাঈদীর হাতে হাত রেখে ছয় শতাধিক অমুসলিম ভাই-বোন ইসলামের সুমহান আদর্শে দিক্ষিত হন।

৫।♦আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী ৭৫টি গ্রন্থ রচনা করেন। তাঁর লেখা উল্লেখযোগ্য কিছু বইয়ের নামঃ

আখিরাতের জীবনচিত্র[৬১]
দুর্নীতি মুক্ত সমাজ গড়ার মূলনীতি[৬২]
ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ ঘোষণার দাবী ও প্রাসঙ্গিক ভাবনা[৬৩]
আমি কেন জামায়াতে ইসলামী করি[৬৪]
সন্ত্রাস ও জঙ্গীবাদ দমনে ইসলাম[৬৫]
শিশুর প্রশিক্ষণ পদ্ধতি[৬৬]
রাসূলুল্লাহর (সাঃ) মোনাজাত[৬৭]
কাদিয়ানীরা কেন মুসলমান নয়[৬৮]
পবিত্র কোরআনের মু'জিজা[৬৯]
নীল দরিয়ার দেশে[৭০]
নিজ পরিবারবর্গের প্রতি আমার অসিয়্যত[৭১]
মহিলা সমাবেশে প্রশ্নের জবাবে - ১ম খন্ড[৭২]
মহিলা সমাবেশে প্রশ্নের জবাবে - ২য় খন্ড[৭৩]
মানবতার মুক্তি সনদ মহাগ্রন্থ আল-কোরআন[৭৪]
খোলা চিঠি[৭৫]
জান্নাত লাভের সহজ আমল[৭৬]
ঈমানের অগ্নিপরীক্ষা[৭৭]
হাদীসের আলোকে সমাজ জীবন[৭৮]
দ্বীনে হক-এর প্রতি দাওয়াত না দেয়ার পরিণতি[৭৯]
দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে ধৈর্যের অপরিহার্যতা[৮০]
দেখে এলাম অবিশ্বাসীদের করুণ পরিণতি[৮১]
চরিত্র গঠনে নামাযের অবদান[৮২]
তাফসীরে সাঈদী - সূরা আল-আসর[৮৩]
তাফসীরে সাঈদী - সূরা লূকমান[৮৪]
তাফসীরে সাঈদী - সূরা আল-ফাতিহা[৮৫]
তাফসীরে সাঈদী - আমপারা[৮৬]
বিষয়ভিত্তিক তাফসীরুল কোরআন - ১ম খন্ড[৮৭]
বিষয়ভিত্তিক তাফসীরুল কোরআন - ২য় খন্ড[৮৮]
আল্লামা সাঈদী রচনাবলী - ১ম খন্ড[৮৯]
আল্লামা সাঈদী রচনাবলী - ২য় খন্ড[৯০]
মাওলানা সাঈদী রচনাবলী - ৩য় খন্ড[৯১]
আল্লাহ মৃতদেহ নিয়ে কি করবেন?[৯২]
আল্লাহ কোথায় আছেন?[৯৩]
আল কোরআনের মানদন্ডে সফলতা ও ব্যর্থতা[৯৪]
আল-কোরআনের দৃষ্টিতে মহাকাশ ও বিজ্ঞান[৯৫]
আল-কোরআনের দৃষ্টিতে ইবাদাতের সঠিক অর্থ[৯৬]
সীরাতে সাইয়্যেদুল মুরসালীন[৯৭]
শিশু-কিশোরদের প্রশ্নের জবাবে[৯৮]
নন্দিত জাতি নিন্দিত গন্তব্যে[৯৯]

৬।♦রাজনীতি
১। ১৯৭৯ সালে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেন।।

২।তিনি ১৯৮২ সালে জামায়াতের রুকন হিসেবে শপথ গ্রহণ করেন।

৩।১৯৮৯ সালে তিনি জামায়াতের মজলিশে শূরা সদস্য নির্বাচিত হন।

৪।১৯৯৬ সালে জামায়াতের নির্বাহী পরিষদ সদস্য নির্বাচিত হন।

৫। আল্লামা সাঈদী ২০০৯ সাল থেকে আজ অবধি জামায়াতের নায়েবে আমীরের দায়িত্ব পালন করছেন।

৭।♦সংসদ সদস্য হিসাবে
১৯৯৬ ও ২০০১ সালের
জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর ১ আসন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে পরপর দুবার সংসদ সদস্য নির্বাচিত হন।
একজন সংসদ সদস্য হিসেবে চরম আদর্শিক সততা ও ন্যয় নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন।

৮।♦ কারাবরণ ২ বার
মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদী

১। ১৯৭৫ সালে প্রথম কারাবরণ করেন
২। ২৯ জুন ২০১০ দ্বিতীয়
পরে ২০১৩ সালের ২৮শে ফেব্রুয়ারি সাঈদীর মৃত্যুদণ্ডের রায় দেয়
তাকে ভালবেসে তার অবৈধ রায়কে কেন্দ্রকরে আন্দোলন ও প্রতিবাদ মিছিল করতে গিয়ে প্রায় ১৫০ এরও বেশি কুরআন প্রেমিক শহীদ হন

৯।♦ মৃত্যু
১৪ আগস্ট রাত ৮টা ৪০ মিনিটে তিনি ইন্তেকাল করেন

১০। ♦দাফন
১৫ আগস্ট) বিকেল সোয়া ৩টার দিকে পিরোজপুর পৌরসভার মাছিমপুরে আল্লামা সাঈদী ফাউন্ডেশনের পাশের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

17/08/2023

আল্লামা সাঈদী হুজুরকে নিয়ে
আমার লিখা কথা ও সুরে একটি সংগীত।
-----------------------------------------------------------

তুমি আমার রক্তের কেউ নও
তুমি আমার স্বজনের কেউ নও
তবু তোমার লাগি কাঁদি কেনো
হে প্রিয় রাহবার।
আল্লামা সাঈদী একটি নাম
ইতিহাসে রবে বারে বার
ও......
ইতিহাস হবে বারে বার।

জালিমেরা দিলনা তোমারী কন্ঠে
শুনাতে কোরানের জয়গান
আঁধার ঐ কুঠুরীতে ধুকে ধুকে
দিতে হলো তোমার ঐ তাজা প্রান।
আল্লাহর জন্য ভালবাসি
হে প্রিয় আমাদের রাহবার।

আল্লামা সাঈদীএকটি নাম
ইতিহাসে রবে বারে বার
ও......
ইতিহাস হবে বারে বার।


প্যারেডের ময়দান আজো কাঁদে
বসে আছে তোমারী অপেক্ষায়
লাখো জনতার মাঝে তোমায়
ফিরে আর পাবোনা প্রিয় হায়।
বাংলার জমিনে তোমার মত
আসবেনা কোরানের পাখি আর।

আল্লামা সাঈদীএকটি নাম
ইতিহাসে রবে বারে বার
ও......
ইতিহাস হবে বারে বার।.........................................................................................

16/08/2023

কেউ কারাগারে থেকেও
কোটি মানুষের দু'আ পায়, আবার কেউ সিংহাসনে বসেও কোটি মানুষের লানত খায়।

জা-লেম আর আলেমের মধ্যে এটাই পার্থক্য।
Masood Sayedee - মাসুদ সাঈদী
Allama Delwar Hossain Sayeedi হুজুর
মুহাম্মদ ইমাম উদ্দিন মাসুম সাহেব

আল্লাহু আকবার আল্লামা Allama Delwar Hossain Sayeedi হুজুর  কে বিদায় দেয়ার জন্য পিরোজপুর জনস্রোতে পরিণত হয়।শেয়ার করে সকলক...
15/08/2023

আল্লাহু আকবার
আল্লামা Allama Delwar Hossain Sayeedi হুজুর কে বিদায় দেয়ার জন্য পিরোজপুর জনস্রোতে পরিণত হয়।
শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন।

15/08/2023

#আল্লামা_সাঈদী_একটি_নাম_একটি_ইতিহাস!

স্মরণকালের সকল রেকর্ডকে ছাড়িয়েছে আল্লামা সাঈদীর নামাজে জানাজায় জনতার উপস্থিতি



Allama Delwar Hossain Sayeedi হুজুর
আল্লামা দেলোয়ার হোসাঈন সাঈদী
Ikbal Hossain Salehi
Islamic Life ইসলামিক জীবন
Islamic life - ইসলামিক জীবন
Islamic Life (ইসলামিক জীবন)
ইসলামিক নতুন ভিডিও পেতে ফলো করুন....!
Md Khairul Feni

সোনার পাখিরা একে একে উড়ে যায়ভেঙ্গে ভেঙ্গে হৃদয়ের সকল বাঁধন😭😭😭
15/08/2023

সোনার পাখিরা একে একে উড়ে যায়
ভেঙ্গে ভেঙ্গে হৃদয়ের সকল বাঁধন😭😭😭

14/08/2023

তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি _😡আসাদ নূর নামক এই কুলাঙ্গার আমাদের প্রাণাধিক প্রিয় মহানবী (সা.) কে মরুভূমির কুখ্যাত ড...
06/08/2023

তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি _😡

আসাদ নূর নামক এই কুলাঙ্গার আমাদের প্রাণাধিক প্রিয় মহানবী (সা.) কে মরুভূমির কুখ্যাত ডাকাত বলে গালি দিয়েছে।
আস্তাগফিরুল্লাহ্
এই কুলাঙ্গারের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো আইনগতভাবে ব্যবস্তা নেওয়া হয়নি, আমি একজন মুসলিম হিসেবে তীব্র নিন্দা জানাচ্ছি।

মনোযোগ দিয়ে পড়ুন....! জুমআর দিনের মাসনূন আমলপ্রতি কদমে ১ বছর নফল নামাজ ও রোজার সওয়াবযদি এমন একটা অফার পাওয়া যায় যে,"প্রত...
28/07/2023

মনোযোগ দিয়ে পড়ুন....!

জুমআর দিনের মাসনূন আমল

প্রতি কদমে ১ বছর নফল নামাজ ও রোজার সওয়াব

যদি এমন একটা অফার পাওয়া যায় যে,

"প্রতি কদমে এক বছর নফল রোজা, আর এক বছর নফল নামাজের সওয়াব আমাদের আমলনামায় লেখা হবে"

আমরা কি কেউ তা মিস করব? নিশ্চয়ই না!

জুমআর দিন ৫টি কাজের মাধ্যমে জুমআর নামাজে অংশ নিলে আল্লাহ তায়ালা বান্দার প্রতি কদমে কদমে এক বছরের নফল রোজা ও এক বছরের নফল সালাতের সওয়াব দান করেন। সুবহানাল্লাহ!!!
অর্থাৎ কারো বাসা থেকে মসজিদের দূরত্ব যদি ১০০ কদম হয়, তাহলে এই পাঁচটা কাজ করলে সে ব্যক্তি ১০০ বছর নফল রোজা ও ১০০ বছর নফল সালাতের সওয়াব পেয়ে যাবে।

পাঁচটি কাজ হচ্ছেঃ

১। গোসল করা
২। আগে আগে মসজিদে আসা
৩। পায়ে হেটে মসজিদে আসা
৪। ইমামের কাছাকাছি বসা।
৫। অনর্থক কথা না বলে মনোযোগ দিয়ে খুতবা শোনা।

রেফারেন্সঃ
==========
আওস ইবনু আওস আস-সাক্বাফী (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেন, আমি রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -কে বলতে শুনেছিঃ

যে ব্যক্তি জুমু’আহ্‌র দিন গোসল করবে এবং (স্ত্রীকেও) গোসল করাবে, প্রত্যুষে ঘুম থেকে জাগবে এবং জাগাবে (সকাল-সকাল ও আগে-আগে (মসজিদে যাওয়ার জন্য) প্রস্তুত হবে), জুমু’আহ্‌র জন্য বাহনে চড়ে নয় বরং পায়ে হেঁটে মাসজিদে যাবে এবং কোনরূপ অনর্থক কথা না বলে ইমামের নিকটে বসে খুতবা শুনবে, তার (মাসজিদে যাওয়ার) প্রতিটি পদক্ষেপ সুন্নাত হিসেবে গণ্য হবে এবং প্রতিটি পদক্ষেপের বিনিময়ে সে এক বছর যাবত সিয়াম পালন ও রাতভর সলাত আদায়ের (সমান) সাওয়াব পাবে।

(হাদীসের মানঃ সহীহ। আবু দাউদ ৩৪৫)

জুমআর দিনের আরো কিছু সুন্নাহ সমর্থিত আমলঃ
- গোসল করা
- ফজরের ফরজ সালাতে সূরা সাজদা ও সূরা দাহর/ইনসান তিলাওয়াত করা
- উত্তম পোশাক পরা
- সুগন্ধি ব্যবহার করা
- আগে আগে মসজিদে যাওয়া
- সূরা কাহফ তিলাওয়াত করা (বৃহস্পতিবার সূর্যাস্তের পর থেকে শুক্রবার সূর্যাস্তের আগ পর্যন্ত যে কোনো সময়ে)
- জুমআর সালাতে মসজিদে গিয়ে কমপক্ষে দুই রাকাত সালাত আদায় করা
- দুই খুতবার মাঝে দুআ করা। এসময় দুআ কবুল হয়। এছাড়াও সারা দিন সাধ্য মত দুআ করা
- বেশি বেশি দরূদ পড়া
- মনোযোগ দিয়ে খুতবা শোনা, খুতবার সময় কথা না বলা বা কোনো অনর্থক কাজ না করা। মোবাইল ফোনে ব্যস্ত থাকা এমন কি এ সময়ে মসজিদের দানবাক্স চালানোও অনর্থক কাজের অন্তর্ভুক্ত। খুতবার সময় কেউ কথা বলতে থাকলে তাকে নিষেধ করলেও তা অনর্থক কাজ হিসাবে গণ্য। আর খুতবার সময় অনর্থক কাজ করলে তা জুমআকে বরবাদ করে দেয়। তাই খুতবার খুতবা শোনা ব্যতীত সকল কাজ থেকে বিরত থাকতে হবে। কোনো ক্রমেই এ সময় মসজিদের দানবাক্স চালানো যাবে না। খুতবার আগে বা সালাতের পরে দানবাক্স চালানো যেতে পারে।

♻️ হে মানুষ!   তোমাকে তোমার রব পর্যন্ত পৌঁছাতে বহু ক'ষ্ট - স্বীকার করতে হবে! অতঃপর তুমি তার সাক্ষাৎ লাভ করবে! ✒️ ( সূরাঃ...
28/07/2023

♻️ হে মানুষ!
তোমাকে তোমার রব পর্যন্ত পৌঁছাতে বহু ক'ষ্ট -
স্বীকার করতে হবে! অতঃপর তুমি তার সাক্ষাৎ লাভ করবে!

✒️ ( সূরাঃ আল ইনশিকাক - ৬ ) 🌿

‼️শিয়া প্রেমিকদের বুঝানো অসম্ভব‼️ বাংলাদেশের অধিকাংশ শিক্ষাবিদ বিশেষ করে নামকরা সংগঠনের আদর্শে গড়ে উঠা শিক্ষাবিদরা শিয়াদ...
28/07/2023

‼️শিয়া প্রেমিকদের বুঝানো অসম্ভব‼️

বাংলাদেশের অধিকাংশ শিক্ষাবিদ বিশেষ করে নামকরা সংগঠনের আদর্শে গড়ে উঠা শিক্ষাবিদরা শিয়াদের ফেরেস্তার ন্যায় মনে করে। এখন মাঝে মাঝেই দেখা যায়, এই সংগঠনের বুদ্ধিজীবি ঢাকা, রাজশাহী, চিটাগাং বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষকরা শিয়াদের প্রসংশা করে স্ট্যাটাস দেন। অবাক লাগে এতবড় শিক্ষাবিদ অথচ শিয়াদের ভ্রান্ত আকিদাহ ও তাদের সুন্নি নিধন সম্পর্কে কিছুই বলেননা। এর কারণ, হয়ত হতেপারে তাদের ব্যাপারে তেমন কিছু না জানা, আল্লাহু আ’লাম। আজ সংক্ষিপ্ত আকারে শিয়ারা পবিত্র কুরআনুল কারীমকে কীভাবে বিকৃত করেছে, তার কিছু নমুনা পেশ করে তাদের ভ্রষ্টতা তুলে ধরব ইনশা-আল্লাহ।

⛔ভ্রষ্ট শিয়ারা পবিত্র কুরআনুল কারীমের অধিকাংশ স্থানে সরাসরি শব্দ পরিবর্তন করে তাফসীর করেছে। ➡️যেমন:

1️⃣সুরা রহমানের ১৯ নং আয়াতে مَرَجَ الْبَحْرَيْنِ يَلْتَقِيَانِ 📛শিয়ারা বলে এর দ্বারা উদ্দেশ্য হলো ফাতেমা ও আলী।
➡️অথচ এর দ্বারা দুটি সাগর উদ্দেশ্য যা পরষ্পর মিলিত হয়।

2️⃣ সুরা লাহাবের প্রথম আয়াতে تَبَّتْ يَدَا أَبِي لَهَبٍ وَتَبَّ 📛ভ্রষ্ট শিয়ারা বলে এখানে এক হাত হলো আবু বকরের আর দ্বিতীয় হাত উমরের । [নাউযুবিল্লাহ]

3️⃣সুরা যুমারের ৬৫ আয়াতে
و (لَئِنْ أَشْرَكْتَ لَيَحْبَطَنَّ عَمَلُكَ)

📛শিয়ারা বলে খেলাফতে অাবু বকর, উমর, উসমান অংশ নিয়েছে, তাই তারা শিরক করেছে। অতএব, তাদের জিন্দেগীর আমল নষ্ট হয়ে গেছে।
➡️অথচ উল্লেখিত আয়াত দ্বারা উদ্দেশ্য হলো যারাই আল্লাহর সঙ্গে শিরক করবে তাদের আমল নষ্ট হয়ে যাবে।

4️⃣ সুরা বাকারার ৬৭ নং আয়াতে إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَنْ تَذْبَحُوا بَقَرَةً
📛শিয়ারা বলে তোমরা আয়েশাকে যবেহ করো। [নাউযুবিল্লাহ] , কতবড় মিথ্যাবাদি!!
➡️ অথচ অাল্লাহ তায়ালা মুসা (আঃ) কে বলেন, তুমি তোমার কওমকে বলো আল্লাহ তোমাদেরকে গরু যবেহ করার নির্দেশ দিয়েছেন।

5️⃣সুরা তাওবার ১২ নং আয়াতে فَقَٰتِلُوٓاْ أَئِمَّةَ ٱلْكُفْرِ ۙ إِنَّهُمْ لَآ أَيْمَٰنَ لَهُمْ لَعَلَّهُمْ يَنتَهُونَ
📛শিয়ারা বলে কাফেরদের নেতা হলো তালহা ও যুবাইর সুতরাং তাদের হত্যা করো।
➡️ অথচ এখানে উদ্দেশ্য হলো সেই সকল কাফের যাদের সঙ্গে চুক্তি হয়েছিল। তারা ওয়াদা ভঙ্গ করলে তাদের বিরুদ্ধে যুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। এরুপ হাজার হাজার মিথ্যা তাফসীর করে শিয়ারা পুরো কুরআনুল কারীমকে বিকৃত করে ফেলেছে। অথচ আমাদের সুন্নি শিক্ষাবিদ থেকে শুরু করে আম জনতার বিরাট অংশ শিয়াদের ভ্রষ্টতা সম্পর্কে জানেনা ।
🔰বিস্তারিত জানার জন্য পড়ুন ⬇️
”মুকাদ্দামাহ উসুলুত -তাফসীর, ইমাম ইবনে তাইমিয়াহ। ও মিনহাজুস- সুন্নাহ গ্রন্থ।

24/07/2023

আফসোস!
মায়ের পা ধরে সালাম না করে অনেক কর্মিকে দেখা যায় নেতার পা ধরে সালাম করতে!

22/07/2023

কিয়ামতের দিন যাদেরকে প্র*থ*মে জান্নাতের দিকে ডাকা হবে,তারা হলেন ঐসব ব‍্যক্তি যারা সুখে দুঃখে সব সময় আল্লাহর প্রশংসা করেন"

(মিশকাতুল-২৩০৮)
সুবহানআল্লাহ্

Address

Rajapur
Rajapur
KHAIRUL

Telephone

+8801852150074

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md Khairul Feni posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md Khairul Feni:

Videos

Share


Other Digital creator in Rajapur

Show All