Movies Club 24

Movies Club 24 Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Movies Club 24, News & Media Website, Raipur Laxmipur, Raipur.

30/09/2022

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে ‘বীর’ সিনেমার শুটের সময় ঢালিউড উত্তাল ছিল চিত্রনায়িকা শবনম ব.....

06/05/2022

ফেসবুকে পোস্ট করা ছবির ক্যাপশন ‘ঢ্যাং ঢ্যাং’, ছবিতে দুই পাশে দুই ব্যাঙের ভাস্কর্য। একই রঙের জামা পরা পরীমনি হাত র...

15/03/2022

রাজধানীর একটি হাসপাতালে এক’টি সন্তানের জন্ম হয় তার। মা-ছেলে দুজনেই সুস্থ আছেন। সামাজিক যোগা_যোগ মাধ্

04/03/2022
21/02/2022

বাড়ির নয় তলার বারান্দা থেকে রোববার সন্ধ্যায় পড়ে মারা গেছে চিত্রনায়িকা পূজা চেরির পোষা বেড়াল ‘অরিও’। সে খবর ভক্তদ...

28/01/2022
24/01/2022
15/10/2021

বাজি সিনেমার বাংলাদেশের হল লিষ্ট রইলো আপনাদের জন্য... 💥💥💥

১. ব্লকবাস্টার যমুনা ফিউচার পার্ক
২. মধুমিতা ঢাকা
৩. আনন্দ-ঢাকা
৪. চিত্রামহল ঢাকা
৫. শ্যামলী ঢাকা
৬. বি জি বি ঢাকা
৭. গীত ঢাকা
৮. নিউ গুলশান জিনজিরা
৯. বর্ষা জয়দেবপুর
১০. চন্দ্রিমা শ্রীপুর
১১.পান্না মুক্তারপুর
১২. ঝংকার পাঁচদোনা
১৩. মনিহার যশোর
১৪. শঙ্খ খুলনা
১৫. চিত্রালী খুলনা
১৬. পূরবী-ময়মনসিংহ
১৭. নন্দিতা সিলেট
১৮. মধুবন সিনেপ্লেক্স বগুড়া
১৯. সুগন্ধা চট্টগ্রাম
২০. সিনেমা প্যালেস চট্টগ্রাম
২১. শাপলা রংপুর
২২. মর্ডান দিনাজপুর
২৩. তামান্না সৈয়দপুর
২৪. সত্যবতী শেরপুর
২৫. বনলতা ফরিদপুর
২৬. তুলি নাভারণ
২৭. পূর্বাশা সান্তাহার
২৮. তিতাস পটুয়াখালী
২৯.সিলভার স্ক্রীন চট্টগ্রাম
৩০. রাজিয়া নাগরপুর
৩১. .জি মইনুল গুরুদাসপুর
৩২. মৌচাক ভাঙ্গুড়া
৩৩. মল্লিকা উল্লাপাড়া
৩৪. আনন্দ কুলিয়ারচর
৩৫. কথা চিত্র কটিয়াদী
৩৬. সন্ধ্যা হাসনাবাদ
৩৭. চলন্তিকা গোপালদী
৩৮. বৈশাখী কালুখালি
৩৯. নবীন মানিকগঞ্জ
৪০. বিলাস সাভার
৪১. নিউ মেট্রো নারায়ণগঞ্জ
৪২. চাঁদমহল কাচপুর
৪৩. সেনা অডিটোরিয়াম সাভার

15/10/2021

শাকিববিহীন বুবলীর প্রথম ছবি ‘চোখ’ মুক্তি পেয়েছে। এ ছবিতে তার বিপরীতে রয়েছেন নিরব ও রোশান। কিন্তু এই ছবিটি মুক্তির সময়েই শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান এক সাক্ষাৎকারে বলেছেন, তার চোখে সিয়াম ও আরেফিন শুভই সুপার স্টার। তাহলে নিরব ও রোশানকে নিয়ে এতো ব্যয়বহুল একটি ছবি তিনি নির্মাণ করলেন কেন? বুবলী ছবিটি নিয়ে আগেই সন্দেহ প্রকাশ করে বলেছিলেন, মহামারির এই সময়ে দর্শক কতোটা সিনেমা হলে আসবেন বুঝতে পারছি না। তবে দর্শক সিনেমা হলে গেলে ঠকবেন না। এটি একটি ভালো গল্পের ছবি। কিন্তু প্রত্যাশা অনুসারে দর্শক সিনেমা হলে আসেননি। আগামী নবেম্বরের মাঝামাঝি সময় থেকে বড় বাজেটের ছবিগুলো মুক্তি পেতে শুরু করবে। এসব বিষয় নিয়ে কথা বলার পাশাপাশি বুবলী গায়েব হয়ে দীর্ঘদিন কোথায় ছিলেন, এই নিয়েও কথা বলেছেন। তিনি বলেছেন, ‘আমি আসলে নিখোঁজ হয়ে যাইনি। পূর্ব পরিকল্পনা অনুসারে আমি যুক্তরাষ্ট্রে গিয়েছিলাম। সেখানে গিয়ে হঠাৎ লকডাউনে পড়ে যাই। স্বাভাবিকভাবেই আমি নির্ধারিত সময়ে দেশে ফিরতে পারিনি। এই নিয়ে অনেক কথা হয়েছে।’ বিদেশে যাওয়ার সময় একটা দুর্নাম সঙ্গে নিয়ে যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘এসব বিষয় নিয়ে কথা বলতে চাই না। আমিতো আপনাদের সঙ্গেই আছি। এখানে বাস্তবকে লুকিয়ে রাখার কোনো সুযোগ নেই।’ বুবলী এখন বেশ ক’টি ছবির কাজ নিয়ে ব্যস্ত আছেন। এর মধ্যে রয়েছে ‘রিভেঞ্জ’, ‘লিডার: আমিই বাংলাদেশ’ এবং আরো দুটি ছবি। প্রশ্ন হচ্ছে, ক্যারিয়ারের শুরু থেকে বুবলী কাজ করেছেন শাকিবের বিপরীতে। এই জুটির ১২টি ছবি মুক্তি পেয়েছে। আগামীতে আসবে ‘লিডার: আমিই বাংলাদেশ’। তিনি চেষ্টা করছেন নিজের একক ইমেইজ গড়ে তুলতে। এ যাত্রায় তিনি কতোটা সফল হবেন সেটাই দেখার বিষয়।

বলিউড পরিচালককে মিমের পর এবার ‘না’ করলেন মেহজাবিনবলিউডের খ্যাতিমান নির্মাতা বিশাল ভরদ্বাজ। ‘মকবুল’, ‘ইশকিয়া’, ‘কামিনে’, ...
11/09/2021

বলিউড পরিচালককে মিমের পর এবার ‘না’ করলেন মেহজাবিন

বলিউডের খ্যাতিমান নির্মাতা বিশাল ভরদ্বাজ। ‘মকবুল’, ‘ইশকিয়া’, ‘কামিনে’, ‘হায়দার’, ‘ওমকারা’র মতো বিখ্যাত সব চলচ্চিত্র পরিচালনা করেছিলেন তিনি। আর কোন ছবিতে অভিনয় করার জন্য মুখিয়ে থাকেন শিল্পীরা। কিন্তু এই নির্মাতার ছবির অফার ফিরিয়ে দিলেন বাংলাদেশের দুই অভিনেত্রী বিদ্যা সিনহা মিম এবং মেহজাবিন চৌধুরী।

প্রথমেএক মেইল বার্তায় বিশাল ভরদ্বাজের ‘খুফিয়া’ শিরোনামের ছবির অফার আসে বিদ্যা সিনহা মিমের কাছে। কাস্টিং ডিরেক্টর সোফিয়া খানের সঙ্গে ছবির গল্প নিয়ে কথা বলার সময়তেই মিম জানতে পারেন সেটি একটি রাজনৈতিক প্রেক্ষাপটের ছবি। কিন্তু পরে স্ক্রিপ্ট দেখে জানতে পারেন, এই ছবির গল্পে বাংলাদেশের ইতিহাস বিকৃতভাবে তুলে ধরা হয়েছে। আর এ কারণেই মূলত রাজি হননি অভিনেত্রী।

এ মিম বলেন- ওই সিনেমার গল্পটি পড়ার পর দেখি, এটা রাজনৈতিক ঘরানার গল্প। গল্পে বাংলাদেশকে সঠিকভাবে উপস্থাপন করা হয়নি। বাংলাদেশের রাজনীতি এবং আরো কিছু বিষয়ে সঠিকভাবে না জেনে গল্পটি তৈরি করা হয়েছে। সব কিছু ভেবে মনে হয়েছে, এ ধরনের ভুল উপস্থাপনের কোনো কিছুতে আমার যুক্ত হওয়াটা ঠিক হবে না। আমার পরিচিত কয়েকজনের সঙ্গেও বিষয়টি নিয়ে আলাপ করলে তারাও বলেন, প্রস্তাব ফিরিয়ে দিতে। এরপর বিনয়ের সঙ্গে আমি তাদের না করে দিই।

তবে মেহজাবীনকে প্রস্তাবটি দেওয়া হয় হোয়াটসঅ্যাপের মাধ্যমে। সেটি আসে জুলাই মাসে। মেহজাবীন বলেন, ‘বলিউডের গুণী পরিচালক বিশাল ভরদ্বাজের ছবির কাস্টিং ডিরেক্টর আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন। শুরুতে বিশ্বাস না হলেও পরে বুঝতে পারি, তারা গল্পের প্রয়োজনেই বাংলাদেশের কোনো অভিনেত্রীকে খুঁজছেন। এরপর পুরো গল্পের সিনপসিস দেখতে চাই। বিস্তারিত জানার পর কাজটি ‘না’ করে দিই। কারণ আমার কাছে মনে হলো, চলচ্চিত্র হিসেবে এটি বিতর্কিত কিছু হবে। চাইনি, জীবনের প্রথম চলচ্চিত্রে এমন ভুল রাজনৈতিক প্রেক্ষাপটে যুক্ত হতে।

কোটি টাকার গাড়ি কেনাই হয়নি, একদিনের ট্রায়ালে নিয়েছিলেন পরীমণিচিত্রনায়িকা পরীমণির ৩ কোটি টাকার যে গাড়িটি উপহার পেয়েছেন বল...
11/08/2021

কোটি টাকার গাড়ি কেনাই হয়নি, একদিনের ট্রায়ালে নিয়েছিলেন পরীমণি

চিত্রনায়িকা পরীমণির ৩ কোটি টাকার যে গাড়িটি উপহার পেয়েছেন বলে গুঞ্জণ ছড়িয়েছে, তা সত্য নয়। যে গাড়িটি নিয়ে এত কথা হচ্ছে সেটি আদতে তার কাছে বিক্রিই হয়নি। তিনি নিজেই কেনার কথা বলে টেস্ট ড্রাইভ বা ট্রায়াল দিতে একদিনের জন্য শোরুম থেকে নিয়ে গিয়েছিলেন। পরবর্তী সময়ে সেটি না কিনে আবার শোরুমে ফিরিয়ে দিয়েছেন। এমনকি সেই গাড়ি এখনও রাজধানীর গুলশানের সেই শোরুমেই আছে।

আজ মঙ্গলবার (১০ আগস্ট) সকালে গাড়ি বিক্রেতা প্রতিষ্ঠান অটো মিউজিয়ামের কর্ণধার হাবিব উল্লাহ ডন বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত বছর আমার গুলশানের শোরুমে পরীমণি আসেন। তিনি বিভিন্ন গাড়ি দেখেন, ফিয়াট অটোমোবাইলস-এর ‘মাসেরাতি’ ব্র্যান্ডের গাড়িটি তার পছন্দ হয়। আমি তখন বিদেশে, গাড়িটি নেওয়ার সময় আমার স্টাফরা তাকে জিজ্ঞাসা করেছিল- আপনি ক্যাশে নিবেন, নাকি ব্যাংক লোনে? পরীমণি তখন স্টাফদের পরে জানাবেন বলে গাড়িটি টেস্ট ড্রাইভে নিয়ে যান। আমার শো রুমের স্টাফ আমাকে বিষয়টি জানায়।

পরের দিন শোরুম থেকে পরীমণিকে আবার ফোন করা হয় উল্লেখ করে হাবিব উল্লাহ বলেন, তাকে শোরুম থেকে জানানো হয়, আপনি ক্যাশ অথবা ব্যাংক লোন যাতেই গাড়ি নেন না কেন, আপনাকে কিছু টাকা অ্যাডভ্যান্স করতে হবে। তখন পরীমণি আমার স্টাফকে বলেন, ‘আমি আপনাকে জানাচ্ছি।’ এরপর তিনি গাড়িটি ফিরিয়ে দিয়ে যান। একদিনই তার কাছে গাড়িটি রেখেছিলেন তিনি।’

‘টেস্ট ড্রাইভে’ গাড়ি নেওয়া স্বাভাবিক প্রক্রিয়া উল্লেখ করে এই ব্যবসায়ী বলেন, ‘আমরা শোরুম থেকে ১০টা গাড়ি টেস্ট ড্রাইভের জন্য দিলে হয়তো দুটি গাড়ি বিক্রি হয়। বাকিগুলো ফেরত আসে।’

সম্প্রতি পরীমণি র‌্যাবের হাতে গ্রেফতার হওয়ার পর আবার তার সেই গাড়িটি আলোচনায় আসে। পরীমণিকে এক ব্যাংক কর্মকর্তা সাড়ে ৩ কোটি টাকা দামের গাড়িটি উপহার দিয়েছেন বলে গোয়েন্দাদের বরাত দিয়ে কয়েকটি গণমাধ্যমে খবরও প্রকাশ হয়। তবে এ তথ্যের সত্যতা মেলেনি। র‌্যাব পরীমণিকে গ্রেফতার করলেও তারা বাসা থেকে এরকম কোনও গাড়ি পায়নি। বাসার নিচে এমন নীল রঙের কোনও গাড়িও সেদিন দেখা যায়নি।

গ্রেফতারের আগে পরীমণি তার টয়োটা হ্যারিয়ার (ঢাকা মেট্রো ঘ-১৫-৯৬৫৩) গাড়িটিই ব্যবহার করছিলেন বলে তার গাড়ি চালকও জানিয়েছেন। পরীমণির গাড়ির বিষয়টি আলোচনায় আসে গত বছরের ২৪ জুন। ওইদিন তিনি দুর্ঘটনায় পরেন। এতে তার ব্যবহৃত টয়োটা হ্যারিয়ার মডেল

চিত্রনায়িকা একাকে এই অবস্থায় দেখে আফসোস ভক্তদেরচিত্রনায়িকা একাকে এই অবস্থায় দেখে আফসোস ভক্তদেরbestelectronicsঢাকাই ছবির ...
02/08/2021

চিত্রনায়িকা একাকে এই অবস্থায় দেখে আফসোস ভক্তদের
চিত্রনায়িকা একাকে এই অবস্থায় দেখে আফসোস ভক্তদের
bestelectronics
ঢাকাই ছবির এক সময়ের আলোচিত নায়িকা একা। তার বিরুদ্ধে হত্যার উদ্দেশ্যে মারধর ও মাদকদ্রব্য আইনে করা পৃথক দুই মামলায় রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

এর আগে গেলো শনিবার (৩১ জুলাই) রাতে একাকে ধরে এনে হাতিরঝিল থানায় আটকে রাখা হয়। আটকের পর তার কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়- পর্দা কাঁপানো নায়িকার চেহারায় লাবণ্যের ছাপ নেই। রুগ্ন-শীর্ণ একাকে দেখে কোনভাবেই বোঝার উপায় নেই, একসময় রুপালি পর্দা মাতিয়ে তুলতেন তিনি।

চেহারায় শুধু মলিনতাই নয়, অস্বাভাবিক পরিবর্তনও হয়েছে তার। পর্দার লাবণ্যময়ী নায়িকাকে এমন রূপে দেখে ভক্তদের আফসোসের শেষ নেই। আফসোস করাটাই স্বাভাবিক, কেননা একাকে এভাবে দেখতে হবে সেটি হয়তো তার ভক্তদের কল্পনাতেও আসেনি।

নেটাগরিকদের একজন লিখেছেন- 'একাকে এভাবে দেখব আমরা ভাবতেও পারছি না।'

আরেকজন লিখেছেন, 'একার এই পরিণতি কেন?'

প্রসঙ্গত, একেবারে অন্তরালে চলে গিয়েছিলেন একা। দুই সন্তান নিয়ে বসবাস করছিলেন রাজধানীর হাতিরঝিল এলাকার উলনে। দীর্ঘ সময় পর নেতিবাচক সংবাদের মধ্য দিয়ে আবারো আলোচনায় এই নায়িকা।

প্রেমিকাকে ছেড়ে মধুমিতাকে নিয়ে পাহাড়ে সৌরভ!ছবিতে সৌরভ-মধুমিতা।bestelectronicsঅভিনেতা সৌরভ দাস ও অনিন্দিতা বসু চুটিয়ে প্...
02/08/2021

প্রেমিকাকে ছেড়ে মধুমিতাকে নিয়ে পাহাড়ে সৌরভ!

ছবিতে সৌরভ-মধুমিতা।
bestelectronics
অভিনেতা সৌরভ দাস ও অনিন্দিতা বসু চুটিয়ে প্রেম করছিলেন। বর্তমানে কাজের সূত্র ধরে মুম্বাইয়ে ব্যস্ত অনিন্দিতা। তার অনুপস্থিতিতে সৌরভের সঙ্গে বিশেষ বন্ধুত্ব গড়ে উঠেছে মধুমিতা সরকারের!

ভারতীয় গণমাধ্যমে খবর চাউর হয়েছে, মধুমিতা সরকার আর সৌরভ দাস নাকি ছুটি কাটাচ্ছেন পাহাড়ে। তাদের একসঙ্গে বসে খাওয়া-দাওয়া করতেও দেখা যায়।

সৌরভ-মধুমিতার সেই ছবি দুই আগে প্রকাশ পায় শহরের একটি পর্যটন সংস্থার নেট মাধ্যমের পাতায়। কিন্তু গতকাল শনিবার (২১ জুলাই) ছবি মুছে দিয়েছে তারা।

গণমাধ্যমকর্মীরা বিষয়টি জানার জন্য ফোন করলেও তাদের ফোনে পাওয়া যায়নি।

আগেও এমন গুঞ্জন উঠলে তা উড়িয়ে দিয়েছিলেন সৌরভ-মধুমিতা। আর বিষয়টি নিয়ে মুখ খুলছেন না অনিন্দিতাও। তবে শনিবারের সেই ছবি মুছে দেয়ার পর থেকে নতুন করে সৌরভ-মধুমিতাকে নিয়ে জল্পনা-কল্পনা শুরু হয়েছে।

এদিকে আনন্দবাজার পত্রিকাকে সেই ভ্রমণ সংস্থার এক কর্ণধার নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, ২০২০ সালে নভেম্বরে সংস্থার সঙ্গে পাহাড়ে বেড়াতে গিয়েছিলেন সৌরভ-মধুমিতা। কিছু দিন একসঙ্গে ছিলেন। তাদের ছবি তুলেছিলেন সেই ব্যক্তির ভাই। সেই ছবিই নাকি দিন দুই আগে তারা ভাগ করে নিয়েছিলেন সংস্থার নেট মাধ্যমের পাতায়। পরে বিশেষ কারণে শনিবার সন্ধ্যায় সেখান থেকে সেই ছবি নিজেরাই মুছে দিয়েছেন।

এম

নায়িকা একাকে কারাগারে পাঠানোর আদেশএকাএকাbestelectronicsঢাকাই ছবির এক সময়ের আলোচিত নায়িকা একার বিরুদ্ধে হত্যার উদ্দেশ্যে ...
02/08/2021

নায়িকা একাকে কারাগারে পাঠানোর আদেশ
একা
একা
bestelectronics
ঢাকাই ছবির এক সময়ের আলোচিত নায়িকা একার বিরুদ্ধে হত্যার উদ্দেশ্যে মারধর ও মাদকদ্রব্য আইনে করা পৃথক দুই মামলায় রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

আজ রোববার (১ আগস্ট) তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। হাতিরঝিল থানায় হত্যার উদ্দেশ্যে মারধর ও মাদকদ্রব্য আইনে করা পৃথক দুই মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে তিন দিন করে ছয় দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। আর একার আইনজীবী জামিন আবেদন করেন। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিম রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গতকাল শনিবার (৩১ জুলাই) নায়িকা একার বিরুদ্ধে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) হাতিরঝিল থানায় দুটি মামলা হয়েছে। তার গৃহকর্মী নির্যাতনের অভিযোগে বাদী হয়ে একটি মামলা করেন। আরেকটি মামলা হয় তার বাসায় মাদক পাওয়ার অভিযোগে। যেটি পুলিশ বাদী হয়ে করেছে।

১৯৯৮ সালে ‘রঙিন রাখাল রাজা’র মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে চিত্রনায়িকা একার। তিনি ১৯৯৯ সালে কাজী হায়াতের ‘ধর’ ও ‘তেজি’ ছবির জন্য তুমুল জনপ্রিয়তা পান। দুটি ছবিতেই তার নায়ক ছিলেন প্রয়াত মান্না।

ঢাকার ২ সিনেমায় ঋতুপর্ণা, থাকছেন অঙ্কুশ ও জায়েদ খান আলোচিত প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার দুই সিনেমায় অভিনয় করতে যাচ্...
02/08/2021

ঢাকার ২ সিনেমায় ঋতুপর্ণা, থাকছেন অঙ্কুশ ও জায়েদ খান


আলোচিত প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার দুই সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। যার মধ্যে একটি সিনেমার নাম এখনো চূড়ান্ত হয়নি। অন্যটির নাম ‍‘জখম’।

নাম চূড়ান্ত না হওয়া সিনেমাটি পরিচালনা করবেন জাকির হোসেন রাজু। সিনেমাটিতে অভিনয় করবেন কলকাতার চিত্রনায়ক অঙ্কুশ হাজরা। আর ‍‘জখম’ পরিচালনা করবেন পরিচালক যুগল অপূর্ব-রানা। যেখানে সিনেমাটির একটি চরিত্রে অভিনয় করবেন চিত্রনায়ক জায়েদ খান।

শনিবার বিকেলে এনটিভি অনলাইনের কাছে এমন দাবি করেছেন শাপলা মিডিয়ার হেড অব প্রোডাকশন অপূর্ব রায়। তিনি বলেন, ‍‘চলতি বছরের নভেম্বর ও ডিসেম্বর মাসে সিনেমা দুইটির শুটিং শুরু হবে। অভিনয়শিল্পীদের সঙ্গে চূড়ান্ত আলোচনা হয়েছে। তাঁরা অভিনয়ের সম্মতি দিয়েছেন।’

শাপলা মিডিয়ার সিনেমায় অভিনয়ের ব্যাপারে এনটিভি অনলাইনের পক্ষে ঋতুপর্ণা সেনগুপ্ত ও অঙ্কুশ হাজরার সঙ্গে যোগাযোগ করা হলে তাৎক্ষণিকভাবে সাড়া পাওয়া যায়নি। তবে শাপলা মিডিয়ার সিনেমায় ঋতুপর্ণার অভিনয়ের ব্যাপারটি অন্য একটি সূত্রে এনটিভি অনলাইন নিশ্চিত হয়েছে।

জানা গেছে, নাম ঠিক না হওয়া সিনেমায় ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনয় করবেন নায়িকার মায়ের চরিত্রে। আর ‍‘জখম’ সিনেমায় জায়েদ খান অভিনয় করবেন ঋতুপর্ণার ছোট ভাইয়ের চরিত্রে। সিনেমা দুটির অন্য অভিনয়শিল্পী কারা হচ্ছেন তা এখনো চূড়ান্ত নয়।

ঋতুপর্ণা সেনগুপ্ত ১৯৯৭ সালে পরিচালক মনোয়ার হোসেন খোকনের ‘স্বামী কেন আসামী’ সিনেমার মাধ্যমে ঢাকাই সিনেমায় পথচলা শুরু করেন। সর্বশেষ তাঁকে ঢাকাই সিনেমায় দেখা গেছে ২০১৮ সালে অভিনেতা আলমগীরের পরিচালনায় ‘একটি সিনেমার গল্প’ সিনেমায়।

জায়েদ খানের নায়িকা অপু, বোন ঋতুপর্ণা ‘জখম’ শিরোনামের একটি সিনেমায় জুটি বেঁধে অভিনয় করতে যাচ্ছেন চিত্রনায়ক জায়েদ খান এবং ...
02/08/2021

জায়েদ খানের নায়িকা অপু, বোন ঋতুপর্ণা


‘জখম’ শিরোনামের একটি সিনেমায় জুটি বেঁধে অভিনয় করতে যাচ্ছেন চিত্রনায়ক জায়েদ খান এবং চিত্রনায়িকা অপু বিশ্বাস। শাপলা মিডিয়া প্রযোজিত সিনেমাটি পরিচালনার দায়িত্ব পেয়েছেন নির্মাতা অপূর্ব রানা।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচতারা হোটেলে প্রযোজনা প্রতিষ্ঠানটির নতুন ওটিটি প্ল্যাটফর্ম সিনেবাজের অ্যাপ লঞ্চিং অনুষ্ঠানে সিনেমার ঘোষণা ও মহরত অনুষ্ঠিত হয়।

সিনেমাটিতে আরও অভিনয় করবেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। চলতি বছরের মে মাসেই এনটিভি অনলাইন জানিয়েছিল, সিনেমাটিতে ঋতুপর্ণার জায়েদ খানের বড় বোনের চরিত্রে অভিনয় করবেন।

এনটিভি অনলাইনের সঙ্গে এক আলাপচারিতায় শুক্রবার সকালে জায়েদ খান জানিয়েছেন, ‘সাংগঠনিকসহ নানা জটিলতায় সিনেমায় মন দিতে পারি না। এখন থেকে সিনেমায় আরও সিরিয়াস হব। করোনা কমলেই সিনেমাটির শুট শুরু হবে। সম্প্রতি আরও বেশ কিছু সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছি। সেগুলো পরে জানাব...।’

ঋতুপর্ণা সেনগুপ্ত ১৯৯৭ সালে পরিচালক মনোয়ার হোসেন খোকনের ‘স্বামী কেন আসামী’ সিনেমার মাধ্যমে ঢাকাই সিনেমায় পথচলা শুরু করেন। সর্বশেষ তাঁকে ঢাকাই সিনেমায় দেখা গেছে ২০১৮ সালে অভিনেতা আলমগীরের পরিচালনায় ‘একটি সিনেমার গল্প’ সিনেমায়।

নতুন ওটিটি প্ল্যাটফর্ম সিনেবাজ

গতকাল সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচতারা হোটেলে আলোচিত প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার ওটিটি প্ল্যাটফর্ম সিনেবাজের উদ্‌বোধন করেন শিক্ষামন্ত্রী ড. দীপু মনি। আয়োজনে উপস্থিত ছিলেন অভিনেতা জাহিদ হাসান, মিশা সওদাগর, আনিসুর রহমান মিলন, ড্যানি সিডাক, জায়েদ খান, মাহিয়া মাহি, বিপাশা কবির, পরিচালক সোহানুর রহমান সোহান, শান্ত খান, দীঘিসহ অনেকে।

আয়োজনে জানানো হয়েছে, সিনেবাজে বিনামূল্যে দেখা যাচ্ছে ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ সিনেমাটি। নবাগত শান্ত খান ও প্রার্থনা ফারদিন দীঘি অভিনীত এ সিনেমায় টুঙ্গিপাড়ায় জন্ম নেওয়া শেখ মুজিবুর রহমান কীভাবে বাংলাদেশের অবিসংবাদিত নেতা হয়ে উঠলেন, সে কাহিনিই তুলে আনা হয়েছে বলে দাবি প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার। পরিচালনা ও প্রযোজনা করেছেন সেলিম খান।

সিনেবাজ অ্যাপে মুক্তির অপেক্ষায় আছে ‘আগস্ট ১৯৭৫’, ‘বিদ্রোহী’, ‘কমান্ডো’, ‘বিক্ষোভ’, ‘লাইভ’, ‘অগ্নিবীণা’, ‘বুবুজান’, ‘লাগ ভেলকি লাগ’, ‘মাফিয়া’, ‘ছুটি’, ‘চোখ’ ও ‘চক্কর’ সিনেমাগুলো।

সময়ের আলোচিত নির্মাতা মাবরুর রশিদ বান্নাহ।  এবারের ঈদে দশটি নাটক নির্মাণ করেছেন সময়ের আলোচিত নির্মাতা মাবরুর রশিদ বান্না...
02/08/2021

সময়ের আলোচিত নির্মাতা মাবরুর রশিদ বান্নাহ।

এবারের ঈদে দশটি নাটক নির্মাণ করেছেন সময়ের আলোচিত নির্মাতা মাবরুর রশিদ বান্নাহ; যাঁর প্রায় প্রতিটি নাটক নিয়ে আলোচনা হচ্ছে অন্তর্জালে। কারণ হিসেবে এই নির্মাতা মনে করেন—তিনি যেটা করতে চেয়েছেন, সেটা পুরোপুরি ভাবে ও মন খুলে করতে পেরেছেন। এবারের ঈদ নাটক এবং নিজের ওটিটি পরিকল্পনা নিয়ে এনটিভি অনলাইনের মুখোমুখি হয়েছিলেন গুণী এই নির্মাতা...

এনটিভি অনলাইন : এবার আপনার ঈদ দারুণ গেল বলা যায়?

মাবরুর রশিদ বান্নাহ : জি, আলহামদুলিল্লাহ। এবারের ঈদ খুবই, খুবই চমৎকার গেল, ভালো গেল, অনুপ্রেরণার মধ্য দিয়ে গেল।

এনটিভি অনলাইন : ঈদে এনটিভিতে আপনার দুটি নাটক প্রচার হয়েছে, কেমন সাড়া পাচ্ছেন?

মাবরুর রশিদ বান্নাহ : নাটক দুটি হচ্ছে—‘দ্য টিচার’ আর ‘নিকষিত’। দুটো নাটকে আসলে দু’রকম সাড়া পাচ্ছি। ‘দ্য টিচার’-এ সাড়া পেয়েছি সবচেয়ে বেশি এখন পর্যন্ত। কারণ খুবই স্বাভাবিক, এটা আগে এসেছে এবং এটা একটু পপুলার জনরার কাজ। ‘রাফসান দ্য ছোটভাই’-এর প্রথম কাজ। তবে, আকষর্ণীয়ভাবে প্রথম কাজ হিসেবে রাফসান অনেক ভালো সাড়া পেয়েছে। ওর অভিনয় নিয়ে মানুষ প্রশংসা করেছে, যা আমাকে খুব আনন্দ দিয়েছে। এবং মনে হয়েছে, আমি যে চয়েজটা করেছিলাম... চরিত্রটার জন্যই তো ওকে নেওয়া... আমার কাছে মনে হয়েছে ও ভালো করবে। আমাদের জায়গা থেকে এই ধরনের চরিত্র প্লে করার মতো অভিনেতা রাফসানকে নেওয়া উচিত। আর, সজল ভাইয়ের জন্য আমার বিশেষ, বিশেষ ভালোলাগা আছে। কেননা টিচার চরিত্রে তিনি দারুণ অভিনয় করেছেন। নাম ভূমিকায় সজল ভাই যে অভিনয় করেছেন, সত্যি অসাধারণ। তিনি খুব প্রশংসা পেয়েছেন। সব মিলে আমরা সবাই অনেক প্রশংসা পেয়ছি। খুব দ্রুত মিলিয়ন ভিউ ক্রস করে গেছে; যদিও আমি এবার ভিউ গুনিনি কোনো কাজে। তারপরও একটা নম্বর চোখে পড়ল। ভালোবাসা আসলে বেশি পেয়েছি, কাজটার জন্য। সত্যিকার অর্থে কাজটিতে কিছু সমালোচনাও তৈরি হয়েছিল। সেগুলো সংশোধন করে অনলাইনে এখন আছে। কোনো ধরনের কোনো বিভ্রান্তি বা নেগেটিভ ম্যাসেজ দেওয়া আমার লক্ষ্য অন্তত ছিল না।

‘নিকষিত’ নিয়ে বলব—এ ধরনের কাজ আমি খুব বেশি করি না। নাটকটির গল্প সাইফুদ্দিন শাকিল এবং চিত্রনাট্য মামুনুর রশিদ তানিমের। এটা দুজনের প্রথম কাজ। তাঁদের প্রথম কাজ হিসেবে আমি বলব—তাঁরা ভালো করেছেন। তাঁদের লেখা বেশ প্রশংসিতও হচ্ছে। তাহসান ভাইয়ের অভিনয়ের কথা স্পেশালি অনেকেই বলছেন। বাবু ভাইয়ের অভিনয় সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে। মনিরা মিঠুর অভিনয় আলোচিত হচ্ছে, চমক নতুন হিসেবে ভালো করেছে, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো ভাল করেছে। বাচ্চা কিন্তু দুজন অভিনয় করেছে ; তারা দুজনই যমজ। অভিনয় করার কথা ছিল একজনের। কিন্তু, শুটিং শুরু করার পর দেখলাম—একজন শুটিং করছে, আরেকজনের খুব মন খারাপ। সেজন্য দুজনই অভিনয় করেছে। অনেকেই হয়তো বুঝতে পারেনি।

এনটিভি অনলাইন : অন্য কাজগুলো...

মাবরুর রশিদ বান্নাহ : আলহামদুলিল্লাহ, সবগুলো এক এক রকমভাবে যাচ্ছে। মানুষ ভালো কথা বলছে, সেটাই বড় ব্যাপার। সাধারণত, দশে দশ পাওয়া যায় না। আমার মনে হচ্ছে, এবার মনে হয় ১০-এ ১০ পেতে যাচ্ছি আমি। মনে হচ্ছে—মানুষ পছন্দ করছে সবগুলো কাজই। ‘মায়ের ডাক’ কাজটি নিয়ে খুব বেশি আলোচনা হচ্ছে। দর্শক অসাধারণ ফিডব্যাক দিচ্ছে। আমি কাজটি নিয়ে মানুষের দোয়া ও ভালোবাসা গুনতে গুনতে আপ্লুত। এ ছাড়া ‘সুইপার ম্যান’ নাটকের অসাধারণ সাড়া পেয়েছি। সব শ্রেণির দর্শক পছন্দ করেছেন। আমার টিমের শামীম, জাহিদসহ সবাইকে ধন্যবাদ দিতে চাই। সবার পরিশ্রমের ফলে এমন কাজ হয়েছে।

এনটিভি অনলাইন : ‘নিকষিত’ নাটকের গল্প নিয়ে ফেসবুকে বেশ আলোচনা। কিন্তু, সে আলোচনার তুলনায় ইউটিউবে ভিউ নেই। এবারের ঈদের আলোচিত এমন বেশ কিছু কাজের ইউটিউবে তুলনামূলক ভিউ কম। এটার কারণ কী বলে আপনি মনে করেন?

মাবরুর রশিদ বান্নাহ : হ্যাঁ, নিকষিত নাটকের গল্প নিয়ে অনেক বেশি আলোচনা হয়েছে। পজিটিভভাবে সমালোচনাও হয়েছে। ফেসবুক গ্রুপগুলোতে অনেক বেশি লেখালেখি হয়েছে। কিন্তু, ওই অনুযায়ী ভিউ নেই, কারণ এটা স্লো পেইস কনটেন্ট। আমরা সাধারণ ইউটিউবে ফাস্ট পেইস কনটেন্ট দেখে থাকি, ‘নিকষিত’ ঠিক এই পেইসের কনটেন্ট নয়...। প্রতিদিনই তো ভিউ হচ্ছে, একটা না একটা সময় ভালো ভিউ হয়ে যাবে। আর, ভিউ নিয়ে আমি খুব বেশি কথা বলতে চাই না। ভিউ’র দিকে তাকিয়ে কোনো নাটকই বানাইনি। তবে ‘নিকষিত’ আমার খুব প্রিয় একটা কাজ। দর্শক নাটকটি দেখে ভালো ভালো কথা বলছেন, তাঁদের ধন্যবাদ। এক শ্রেণির বোদ্ধা দর্শক আছেন, তাঁদেরও ধন্যবাদ।

এনটিভি অনলাইন : ফেসবুকে অফুরন্ত ভালোবাসা পাওয়ার কথা জানিয়েছেন। এসব ভালোবাসার কারণ এবারের ঈদ নাটকে আপনার নির্বাচিত গল্প। মাঝে আপনাকে ভিউ নির্ভর কনটেন্টে কাজ করতে দেখা গেছে। সেটার কারণ কী? ভিউ নির্ভর কাজ বান্নাহর ক্যারিয়ার গ্রাফ কিছুটা নিম্নমুখী করেছে বলে মনে করেন কি?

মাবরুর রশিদ বান্নাহ : মাঝে ভিউ নির্ভর কনটেন্টে কাজ করেছি বলে মানুষের অভিযোগ থাকতেই পারে। এটা কাস্টিংয়ের ওপর নির্ভর করে। কাস্টিং দেখে মানুষ বলে—এটা ভিউ নির্ভর, এটা ভিউ নির্ভর নয়। আমি যেটা করেছি, আমি মনে করি বুঝে-শুনে করেছি। না বুঝে করিনি। আর আমার ক্যারিয়ার গ্রাফ নিয়ে আমি যে খুব বেশি চিন্তিত, সেটাও আসলে নয়। কারণ, করোনার কারণে সব পেশার মানুষ ধাক্কা খাচ্ছে, সবাই বিপদে আছে...। সেখানে আমার ক্যারিয়ার গ্রাফ এই এক-দেড় বছরে খুব বেশি ওঠা-নামা করল কি করল না, সেটা আমার কাছে খুব বেশি ভ্যালু রাখে না। হ্যাঁ, আমার ভালো লাগছে—এই ঈদে আমি যেটা করতে চেয়েছি, সেটা পুরোপুরিভাবে করতে পেরেছি। মন খুলে করতে পেরেছি বলেই সাড়া পাচ্ছি।

এনটিভি অনলাইন : নতুনদের নিয়ে কাজ করার জন্য আপনি বেশ আলোচিত। এবারের ঈদে রাফসানকে সুযোগ দিলেন, যা নিয়ে আলোচনা-সমালোচনাও হয়েছে। নাটক মুক্তির পর এখন সে আলোচনা-সমালোচনা কোন পর্যায়ে?

মাবরুর রশিদ বান্নাহ : অনেকে অনেক ধরনের কথা বলেছেন। অনেকেই বলেছে, ফুড ব্লগারকে কেন আমি কাজে নিলাম। তবে, সে সংখ্যাটা খুবই কম। দশ জনের মধ্যে হয়তো দুজন বা একজন বলেছেন। এখন এই প্রশ্নের উত্তর যদি আমাকে দিতে বলা হয়, আমি বলব—

আমার গল্পের জন্য কাকে উপযুক্ত মনে করব, সেটা আমার একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত। কারণ আমি পরিচালক, এখানে আমি কারও কথা শুনব না এবং আমি কারও কথা শুনতে বাধ্যও নই...। তো, রাফসান আসলে অনেক ভালো করেছে নতুন হিসেবে এবং মানুষ দেখছে।

এনটিভি অনলাইন : বিশ্বজুড়ে সবাই ওটিটিতে ঝুঁকছে; আপনি তো এখনও শুরুই করলেন না, কেন?

মাবরুর রশিদ বান্নাহ : ওটিটির জন্য সবাইকে বলব—যাঁরা আমার কাজ পছন্দ করেন, ভালবাসেন, একটু ধৈর্য ধরুন। সবই হবে। আমি যদি বেঁচে থাকি, সুস্থ থাকি, সবই হবে। আমি এমন কিছু করতে চাই না ওটিটিতে বা ফিল্মে বা ফিচার ফিল্মে, যাতে মানুষ হতাশ হবে। আমাকে একটু সময় দিন। আমি কোনো তাড়াহুড়ো করতে চাই না, আমার কোনো তাড়া নেই। মাথা ঠান্ডা করে সেরা কাজটা করতে চাই।

টানা ২১ দিনের থেরাপি নিতে হচ্ছে আরিফিন শুভকেঢাকাই সিনেমার অন্যতম জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ ‘মিশন এক্সট্রিম’ সিনেমার জ...
02/08/2021

টানা ২১ দিনের থেরাপি নিতে হচ্ছে আরিফিন শুভকে

ঢাকাই সিনেমার অন্যতম জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ
‘মিশন এক্সট্রিম’ সিনেমার জন্য বডি ট্রান্সফরমেশনের সময় পাওয়া পায়ের ইনজুরির জন্য টানা তিন সপ্তাহের থেরাপি নিতে হচ্ছে ঢাকাই সিনেমার অন্যতম জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভকে। যা শুরু হচ্ছে আজ সন্ধ্যা থেকেই।

শনিবার সকালে এনটিভি অনলাইনের সঙ্গে এক আলাপচারিতায় শুভ জানিয়েছেন, ‘এমআরআই এর ফলাফল দেখে চিকিৎসকেরা সিদ্ধান্ত জানিয়েছেন—সর্বনিম্ন তিন সপ্তাহ নিয়মিত থেরাপি নিতে হবে আমাকে। তারপর বাকীটা বলা যাবে। এ সময় কোনো কাজ করা যাবে না, পুরোপুরি রেস্টে থাকতে হবে।’

বডি ট্রান্সফরমেশনের মিশনে দীর্ঘ নয় মাস পরিশ্রম করে সবাইকে চমকে দিয়েছিলেন আরিফিন শুভ। কিন্তু, সে সময়ের পায়ের ইনজুরি এখনো ভোগাচ্ছে তাঁকে। দেশ-বিদেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ মেনে চলার পরও ঈদের আগে সেই ইনজুরি এমন অবস্থায় গিয়েছিল যে, দাঁড়াতে পারছিলেন না এই চিত্রনায়ক। তারপর গেল ২৪ জুলাই রাজধানীর স্কয়ার হাসপাতালে এমআরআই করান তিনি। সে ফলাফল দেখে থেরাপির সিদ্ধান্ত কথা জানিয়েছেন চিকিৎসকেরা।

জানা গেছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য কাজ করা ইনজুরি বিশেষজ্ঞ দেবাশীষ চৌধুরীর তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন আরিফিন শুভ।

গত এপ্রিলে মুম্বাই থেকে বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর সিনেমা ‘বঙ্গবন্ধু’র ভারতীয় অংশের শুটিং শেষ করে দেশে ফিরেছেন আরিফিন শুভ। এরপর শুট করেছেন কয়েকটি বিজ্ঞাপনের। হাতে আছে ‘নূর’ সিনেমা। শরীর ঠিক থাকলে সিনেমাটির শুট হতে পারে আগস্টের শেষ দিকে। আর ‘বঙ্গবন্ধু’ সিনেমার শুট সেপ্টেম্বর-অক্টোবরে শুরু হতে পারে।

আর্জেন্টিনা জিতলে খুশি হবেন জায়েদ খানআবারও মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা। মুখোমুখি মেসি-নেইমার। কোপা আমেরিকার ফাইলাকে ঘির...
11/07/2021

আর্জেন্টিনা জিতলে খুশি হবেন জায়েদ খান

আবারও মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা। মুখোমুখি মেসি-নেইমার। কোপা আমেরিকার ফাইলাকে ঘিরে উচ্ছ্বসিত দুই দলের ভক্ত-সমর্থকরা। ফেবারিট দলই শিরোপা জিতবে এবারের কোপার আসরে। এমন প্রত্যাশাই ভক্তদের।
আর্জেন্টিনা জিতলে খুশি হবেন জায়েদ খান

ব্রাজিলের মারাকানা স্টেডিয়ামে রোববার (১১ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৬টায় মুখোমুখি হবে ব্রাজিল-আর্জেন্টিনা। শেষ হাসি কে হাসবে এখনই বলা যাচ্ছে না। তবে আর্জেন্টিনা জিতলে সবচেয়ে বেশি খুশি হবেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।
সময় নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই বলেন তিনি। ছোটবেলা থেকেই আর্জেন্টিনার সমর্থক জায়েদ খান। আশা করেন এবার কোপা আমেরিকায় চ্যাম্পিয়ন হবে আর্জেন্টিনা। তার ভাষায়, ‘আমি ছোটবেলা থেকে ম্যারাডোনার প্রতি ভালোবাসা থেকেই আর্জেটিনার সাপোর্ট করি। আশা করি, এবার কোপা আমেরিকায় সেরা দল হিসেবে আর্জেন্টিনা কাপ জিতবে এবং আর্জেন্টিনা কাপ জিতলে সবচেয়ে বেশি খুশি হব আমি। আর্জেন্টিনা দলের জন্য অনেক অনেক শুভকামনা।’
মাঠের বাইরে প্রাণের বন্ধু নেইমার-মেসি। ক্লাব ক্যারিয়ারে সাফল্য পেলেও এখনো কোপা জয়ের স্বাদ পাননি দুজনেই। এবার যারা জিতবে তারাই ছাড়িয়ে যাবে ‍ফুটবল কিংবদন্তি পেলে-ম্যারাডোনাকে। তারাও ক্যারিয়ারে কোপা জয়ের স্বাদ পায়নি।
২০১৯ সালের ১৫ নভেম্বর সবশেষ মুখোমুখি হয়েছিল ব্রাজিল-আর্জেন্টিনা। সৌদি আরবের কিং সৌদ ইউনিভার্সিটি স্টেডিয়ামে ব্রাজিলকে ১-০ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা। লম্বা সময় পর আবারও মুখোমুখি চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল। ফলাফল কী হয়, তা জানতে অপেক্ষায় বাংলাদেশের অসংখ্য ভক্ত-সমর্থক।
তবে সমীকরণ অনুযায়ী আর্জেন্টিনাকেই এগিয়ে রাখতে চাইছেন মেসি ভক্তরা। কারণ, কোপায় আর্জেন্টিনা-ব্রাজিলের মধ্যে এগিয়ে আর্জেন্টিনা। এখন পর্যন্ত ১৪ বার কোপা জিতেছে আর্জেন্টিনা। আর ৯ বার জিতেছে ব্রাজিল।
২০০৭ সালে শেষবার কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি হয়েছিল ব্রাজিল ও আর্জেন্টিনা। ৩-০ গোলে জয়ের স্বাদ পেয়েছিল ব্রাজিল। ২০১৯ সালের কোপার সেমিফাইনালেও আর্জেন্টিনাকে ২-০ গোলে হারিয়ে দিয়েছিল ব্রাজিল। প্রতিযোগিতামূলক ম্যাচে মোট ১০৭ বার মুখোমুখি হয়েছে দক্ষিণ আমেরিকা প্রতিবেশী দুই দেশ। তার মধ্যে ব্রাজিল জয় পেয়েছে ৪৮ বার, আর্জেন্টিনা ৩৪ বার। আর ড্র হয়েছে ২৫টি ম্যাচ।

তৌসিফের ‘স্বপ্নের নায়িকা’ পায়েল!তৌসিফ মাহবুবরের ‘স্বপ্নের নায়িকা’ পায়েল। বাস্তবে নয়, নাটকে। ‘স্বপ্নের নায়িকা’ শিরোনামে...
11/07/2021

তৌসিফের ‘স্বপ্নের নায়িকা’ পায়েল!

তৌসিফ মাহবুবরের ‘স্বপ্নের নায়িকা’ পায়েল। বাস্তবে নয়, নাটকে। ‘স্বপ্নের নায়িকা’ শিরোনামের একটি বিশেষ নাটকে জুটিবদ্ধ হয়েছেন তৌসিফ-পায়েল। রাসেল আজমের রচনায় নাটকটি পরিচালনা করেছেন রাফাত মজুমদার রিংকু।

গল্পে রাসেল চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ। তার বিপরীতে জবা চরিত্রে অভিনয় করেছেন কেয়া পায়েল। নাটকটিতে দেখা যাবে, ফেরি করে টি-শার্ট বিক্রেতা রাসেল ভালোবাসে জবাকে। দু’জনের একই বস্তিতে বসবাস। জবার জীবনের একমাত্র স্বপ্ন সিনেমার নায়িকা হওয়া। রাসেলের স্বপ্ন হলো জবার স্বপ্ন পূরণ করা। ঘটনাক্রমে রাসেল ও জবা কঠিন বাস্তবতার মুখোমুখি হয়।
প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি’র ব্যানারে নির্মিত হয়েছে নাটকটি। আসছে ঈদে মুক্তি পাবে এটি। এমনটাই জানিয়েছেন নাটকটির প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু।
নাটকটি প্রসঙ্গে তিনি বলেন, ‘এই গল্পটি আসলে বাস্তব ঘটনারই একটা প্রতিচ্ছবি। মিডিয়ায় এমন ঘটনা প্রায় ঘটে। নায়িকা বানানোর কথা বলে প্রতারণার শিকার হন অনেকে। এই নাটকটির মাধ্যমে তেমনই একটি ঘটনা তুলে ধরার চেষ্টা করেছি আমরা। এরমধ্যে রয়েছে অসাধারণ একটা প্রেমের গল্পও।’
ঈদুল আজহাকে সামনে রেখে এক ডজন বিশেষ নাটক নির্মাণ হয়েছে সিএমভি’র ব্যানারে। সেগুলোর মধ্যে একটি হলো ‘স্বপ্নের নায়িকা’। সাত দিনব্যাপী ঈদ আয়োজনে পর্যায়ক্রমে প্রকাশ হবে এগুলো।

জোর আগেই ক্রিকেট খেলবে উমা! সঙ্গী হতে পারেন ‘কৃষ্ণকলি’-র ‘নিখিলদদাতাশিঞ্জিনী চক্রবর্তী এবং নীল ভট্টাচার্যসাবাশ মিঠু’’-র ...
09/07/2021

জোর আগেই ক্রিকেট খেলবে উমা! সঙ্গী হতে পারেন ‘কৃষ্ণকলি’-র ‘নিখিল
দদাতা

শিঞ্জিনী চক্রবর্তী এবং নীল ভট্টাচার্য
সাবাশ মিঠু’’-র পাশাপাশি জি বাংলায় ব্যাড-প্যাড নিয়ে হাজির হচ্ছে ‘উমা’। সদ্য প্রকাশিত প্রচার ঝলক বলছে, ‘বকুল কথা’, ‘জয়ী’-র পর জি বাংলায় আবারও ফিরছে মহিলা খেলোয়াড়ের গল্প নিয়ে।

প্রযোজক, পরিচালক, কাহিনিকার সুশান্ত দাসের হাত ধরে। আনন্দবাজার অনলাইনকে সুশান্ত জানিয়েছেন, বাবাকে হারিয়ে অনেক কষ্ট করে ছেলেবেলা কেটেছে উমার। তার মধ্যেও সে স্বপ্ন দেখে, ক্রিকেট খেলবে। তাই গয়না বড়ি বিক্রি করতে বেড়িয়ে ব্যাট-প্যাড দেখলেই চওড়া হাসি ছড়িয়ে পড়ে উমার মুখে। উমা কি পারবে তার স্বপ্ন পূরণ করতে? সেই উত্তর নিয়েই অগস্টে আসছে ‘উমা’।

মুখ্য ভূমিকায় অভিনয় করবেন নতুন মুখ শিঞ্জিনী চক্রবর্তী।

মুখ্য ভূমিকায় অভিনয় করবেন নতুন মুখ শিঞ্জিনী চক্রবর্তী। মডেল দুনিয়ায় যদিও শিঞ্জিনী বেশ পরিচিত। প্রোমো বলছে, তাঁর সঙ্গে দেখা যাবে জুঁই সরকার, সোহিনী বন্দ্যোপাধ্যায় এবং ‘পাণ্ডব গোয়েন্দা’ ধারাবাহিকের ‘বিচ্ছু’ ওরফে শ্রীতমা মিত্রকে।‘উমা’ নিয়ে টেলিপাড়ায় আরও গুঞ্জন, সব ঠিক থাকলে নায়িকার বিপরীতে নায়ক হিসেবে দেখা যেতে পারে ‘কৃষ্ণকলি’ ধারাবাহিকের ‘নীল’ ওরফে নিখিল ভট্টাচার্যকে। যদিও এই বিষয়ে এক্ষুণি মুখ খুলতে নারাজ সুশান্ত।

সৃজিতের তুরুপের তাস মিতালি রাজ। সুশান্ত কার ছায়া অনুসরণ করে

প্রযোজক-পরিচালকের দাবি, বিশেষ কারওর জীবনী নিয়ে তাঁর আগামী ধারাবাহিক তৈরি হচ্ছে না। তবে উমার লড়াই, তার ক্রিকেট দুনিয়ায় পা রাখা মনে করিয়ে দিতে পারে ঝুলন গোস্বামীকে। আরও এক বার ক্রিকেটকে ছোট পর্দায় ফিরিয়ে আনার প্রসঙ্গে তাঁর দাবি, দিন বদলেছে, এখন মহিলাদের ক্রিকেটও যথেষ্ট জনপ্রিয়। জে আগ্রহ দেখিয়েছেন মহিলা ক্রিকেট নিয়ে। তাই নতুন করে ধারাবাহিকেও ফিরছে এই বিষয়। এই প্রথম মহিলা ক্রিকেটারের সংগ্রাম সঠিক ভাবে ক্যামেরাবন্দি করতে চলেছে চ্যানেল। সুশান্তের কথায়, ‘জয়ী’ বা ‘বকুল কথা’ ‘উমা’-র মতো ক্রিকেটময় ছিল না।

এক নয়,ধারাবাহিকে অনেক কিছুই প্রথম! এই প্রথম কেন্দ্রীয় চরিত্র ছাড়া ধারাবাহিকের সঙ্গে জড়িত ১৩ জন অভিনেত্রী নিয়মিত মাঠে প্রশিক্ষণ নিচ্ছেন। সুশান্ত জানিয়েছেন, ১৪ জন মেয়ে রোজ ডিউজ বলে ব্যাটিং-এর অভ্যাস করছেন।

৮ জুলাই বিসিসিআই সভাপতি এবং ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্মদিন। সৌরভ নিজে ‘বকুল কথা’ ধারাবাহিকের বিশেষ দৃশ্যে ‘ব

আবারো বিয়ের পিঁড়িতে তাহসান!গানের মানুষ হিসেবেই নিজেকে পরিচয় দিতে বরাবরই স্বাচ্ছন্দ্য বোধ করেন তাহসান খান।যদিও অভিনয়ে ভাল...
08/07/2021

আবারো বিয়ের পিঁড়িতে তাহসান!

গানের মানুষ হিসেবেই নিজেকে পরিচয় দিতে বরাবরই স্বাচ্ছন্দ্য বোধ করেন তাহসান খান।

যদিও অভিনয়ে ভালভাবেই সফল এ সংগীত তারকা। ব্যক্তিগত জীবনে তাহসান ও

অভিনেত্রী মিথিলা ১১ বছর সংসার করার পর ২০১৭ সালে যৌথভাবে

বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন। এরপর মিথিলা ঘর বাঁধেন কলকাতার জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জীর সঙ্গে।

মিথিলার বিয়ের রেশ কাটতে না কাটতেই মিডিয়াতে শোনা যাচ্ছে নতুন বিয়ের গুঞ্জন। আর তা হলো ফের নাকি বিয়ে করতে যাচ্ছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ও অভিনেতা তাহসান। সম্প্রতি তাকে বনানীর একটি রেস্টুরেন্টে একজন সংবাদ পাঠিকার সঙ্গে দেখা গেছে দীর্ঘক্ষণ আড্ডা দিতে। তাদের মধ্যে নাকি দীর্ঘদিন ধরে চলছে প্রেম।

তাহসান নাকি সময় নিচ্ছেন বিয়ের জন্য। আর এই নিয়ে মিডিয়া পাডায় চলছে জোর গুঞ্জন ওই সংবাদ পাঠিকাকে বিয়ে করতে যাচ্ছেন তাহসান। তবে কি সম্পর্কের জালে ফের বাঁধা পড়তে যাচ্ছেন

দিনভর বৃষ্টি, চারঘণ্টা ধরে আমির’কে চুম্বন, সেই দিনের কথা আজও ভোলেন’নি কারিশ্মাবলিউ’ডের আনাচে কানাচে লুকিয়ে হাজার এক র’হস...
04/07/2021

দিনভর বৃষ্টি, চারঘণ্টা ধরে আমির’কে চুম্বন, সেই দিনের কথা আজও ভোলেন’নি কারিশ্মা

বলিউ’ডের আনাচে কানাচে লুকিয়ে হাজার এক র’হস্য। যার পরতে পরতে রয়েছে নানা প্রেম কা’হিনির ওঠা পড়ার গল্প। কিছু সামনে আসে কিছু আবার গো’পনেই হারিয়ে যায়। তবে এই কা’হিনি প্রেমের নয়।

তবে শ্যুটিং সে’টেই যা ঘটেছিল তা যেন এক ইতিহাস সালটা ১৯৯৬। তখন দর্শক’মহলের ছবির থেকে চাহিদা ছিল ভিন্ন। ঘ’রোয়া, রোম্যান্টি, কিংবা পারিবারিক মে’লোড্রামা এমন ছবিতেই স’হজ ছিল তাঁরা।

এমনই সময় মুক্তি পে’য়েছিল রাজা হিন্দুস্তানি ছবিটি। যা স’কলে নাড়া দিয়ে গিয়েছিল। আমির খান ও কা’রিশ্মা কপুরে এক বৃষ্টি ভেজা দিনে চুম্বনের দৃশ্য। মু’হূর্তে তা ছড়িয়ে পড়েছিল স’কলের মুখে মুখে।

সৃষ্টি করেছিল বিতর্ক। কে’মন ছিল সেই চুম্বনের অভিজ্ঞতা! এবার প্রকাশ্যে সেই কথা জা’নালেন খোদ কারিশ্মা কাপুর। টানা তিন দিন ধরে শ্যুটিং চ’লেছিল এই পর্বের। একের পর এক টেক, শট কিছুতেই মনের মত হচ্ছিল পরি’চালকের।

সেই দৃশ্যে শ্যুট করা ছিল বিস্তর কষ্টের। উ’টিতে টানা তিনদিন ধরে চ’লতে থাকে এই শ্যুটিং। মাসটা ছিল ফে’ব্রুয়ারি। গায়ের মধ্যে জল পাশাপাশি সামনে থেকে আসা ঠাণ্ডা পা’খার হাওয়া। শীতে জমে গি’য়েছিলেন তাঁরা দুজনে।

পাশাপাশি এদিন অভিনে’ত্রী এও জানান, তখন শ্যুটিং-এর পদ্ধতি ছিল ভিন্ন। অ’নেক কষ্টে একটা টেক পাওয়া যেত। তাঁরা দুজনেই ভাবছিলেন, কবে শেষ হবে এই চু’ম্বনের দৃশ্যের শ্যু’টিং।

প্রতিদিন সকাল সা’তটা থেকে সন্ধে ছটা পর্যন্ত চলত এই ছ’বির শ্যুটিং পর্ব। এতক্ষণ ধরে তাঁরা ঠাণ্ডার মধ্যে কাঁ’পতেন। মাঝে কেটে গিয়েছে ২৪ বছর। তবুও আজও তিনি ভু’লতে পারেন না সেই দৃশ্য।

ব্যাংক ঋণে গাড়ি ও ভাড়া ফ্ল্যাটে থাকি : পরী  ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরী মণি জানিয়েছেন, তিনি একটিমাত্র হ্যারিয়া...
03/07/2021

ব্যাংক ঋণে গাড়ি ও ভাড়া ফ্ল্যাটে থাকি : পরী



ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরী মণি জানিয়েছেন, তিনি একটিমাত্র হ্যারিয়ার গাড়ির মালিক ও ভাড়া ফ্ল্যাটে থাকেন। তাঁর ভাষায় তাঁকে নিয়ে চলমান গসিপ বা রটনা প্রসঙ্গে এমন মন্তব্য করেছেন এই অভিনেত্রী।

আজ বিকেল ৫টা ১২ মিনিটে পরী মণি এক ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘আজ এসব নিয়েও লিখতে হচ্ছে, ভাবতে কষ্ট হচ্ছে সত্যি। যখন বড় বড় সম্মানিত শিল্পীরাও পিছে রটানো গসিপ নিয়ে আমার দিকে আঙুল তুলতেও ছাড়লেন না আজ। একবার একটু জেনে নিতেই পারতেন চাইলে। যা-ই হোক, এসবের একটু পরিত্রাণ দরকার এবার।’

এরপর পরী লিখেছেন, ‘আমার একটি মাত্র হ্যারিয়ার গাড়ি। যেটি ব্যাংক লোনে চলছে এবং আমি একটি ভাড়া ফ্ল্যাটে থাকি। আমি আমার আয়ের হিসাব সরকারের কাছে অবশ্যই প্রদান করি। আমি নিয়মিত একজন করদাতা। আমার কোনও ১০ কোটি টাকার বাড়ি বা ৫/৪/৩ কোটি (যেমনটা আপনারা বানালেন আর কি) টাকার গাড়িও নেই।’

পরীর দেওয়া ফেসবুক স্ট্যাটাস
দোয়া চেয়ে স্ট্যাটাসের শেষাংশে এই চিত্রনায়িকা যুক্ত করেছেন, ‘আপনারা দোয়া করবেন, আমাকে নিয়ে আপনাদের এই মহান উচ্চ আশা পূরণ করব, ইনশা আল্লাহ। মিথ্যা বা গুজব ছড়ানোর জন্য আপনারা কতটুকু জয়ী হলেন, ভেবে দেখবেন প্লিজ।’

এর আগে গেল সোমবার রাতে একটি রেডিওতে উপস্থিত হয়ে একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা অরুণা বিশ্বাস প্রশ্ন তোলেন, ‘নায়িকা কত টাকা ইনকাম করলে ৫ কোটির গাড়ি, মাসে দুবার সিঙ্গাপুরে যায়?’

২০১৫ সালে ‘ভালোবাসা সীমাহীন’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় পরী মণির। ঢালিউডে বেশ কিছু জনপ্রিয় সিনেমা রয়েছে তাঁর ঝুলিতে। গেল বছরের ডিসেম্বরে পরী মণি বাংলাদেশের একমাত্র তারকা হিসেবে জনপ্রিয় মার্কিন সাময়িকী ফোর্বসের ‘এশিয়ার ১০০ ডিজিটাল তারকা’র তালিকায় স্থান পেয়েছিলেন।

শরিফুল রাজের পর এবার সিয়ামের নায়িকা সুনেরাহসিয়াম আহমদ, সুনেরাহ বিনতে কামাল ও শরিফুল রাজ নিজের প্রথম সিনেমাতেই বাজিমাত কর...
03/07/2021

শরিফুল রাজের পর এবার সিয়ামের নায়িকা সুনেরাহ

সিয়াম আহমদ, সুনেরাহ বিনতে কামাল ও শরিফুল রাজ

নিজের প্রথম সিনেমাতেই বাজিমাত করেছেন তরুণ অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। চিত্রনায়ক শরিফুল রাজের বিপরীতে ‘ন ডরাই’ সিনেমায় অভিনয় করে ঘরে তুলেছেন শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

সেই সুনেরাহ এবার চুক্তিবদ্ধ হয়েছেন নিজের দ্বিতীয় চলচ্চিত্রে। নাম ‘অন্তর্জাল’। সিনেমায় তাঁকে দেখা যাবে রোবটপ্রেমী প্রিয়ম নামের এক চরিত্রে।

১৫ জুন সন্ধ্যায় চলচ্চিত্রের প্রযোজনা প্রতিষ্ঠান মোশন পিপল স্টুডিওসের অফিসে সুনেরাহ বিনতে কামালের সঙ্গে প্রযোজনা প্রতিষ্ঠানের চুক্তি স্বাক্ষরিত হয়। সিনেমাটিতে তিনি অভিনয় করছেন জনপ্রিয় চিত্রনায়কে সিয়াম আহমেদের বিপরীতে।

‘অন্তর্জাল’ সিনেমায় অভিনয় সম্পর্কে সুনেরাহ বলেন, ‘চ্যালেঞ্জিং একটি চরিত্রের সুযোগ খুঁজছিলাম, যেখানে থ্রিলার থাকবে, অ্যাডভেঞ্চার থাকবে, আর থাকবে গল্প। নিজেকে ছাপিয়ে যাওয়ার প্রত্যয়ে থ্রিলারধর্মী গল্পে অভিনয়ের জন্য রাজি হলাম। সিনেমার প্লটটি খুবই অন্যরকম সেই সাথে স্টোরি টেলিং খুব ইন্টারেস্টিং।’

তরুণ অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। ছবি : সংগৃহীত
দীপংকর দীপনের পরিচালনায় ‘আগামীর যুদ্ধটা হবে সাইবারে, কতটা প্রস্তুত আমাদের যোদ্ধারা’—এই মূলভাবনা নিয়ে আইসিটি ডিভিশনের উদ্যোগে নির্মিত হতে যাচ্ছে বাংলাদেশের প্রথম সাইবার থ্রিলার চলচ্চিত্র ‘অন্তর্জাল’।

Address

Raipur Laxmipur
Raipur
3700

Alerts

Be the first to know and let us send you an email when Movies Club 24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Movies Club 24:

Share