opurbo

opurbo _ভালোবাসি আপনাকে হে আমার রব 🥰❤

11/11/2022

জন্ম নেওয়া ভাগ্যের ব্যাপার।
মৃত্যু হওয়া সময়ের ব্যাপার।
কিন্তু মৃত্যুর পরেও মানুষের মনে বেঁচে থাকাটা হলো কর্মের ব্যাপার!!!

03/11/2022

❝তোমরা তাদের মতো হয়ো না, যারা আল্লাহকে ভুলে গেছে।❞ - (সূরা হাশর)

23/10/2022

°

_✨𝐭𝐡𝐢𝐬 𝐚𝐛𝐨𝐮𝐭 𝐥𝐢𝐧𝐞 🖤🦋🌸
- বাস্তবতার কাছে যোগ্যতাই সব 🤍🌼

°

23/10/2022

নিজেকে নিচে নামিয়ে অন্যের পছন্দের হওয়ার চেয়ে আত্মসম্মান রক্ষা করাটা বেশি শ্রেয়!🖤

22/10/2022

নিজেকে নিজে সামলে নেওয়া শিখে গেলে"😊

সব পরিস্থিতিতেই ভালো থাকা যায়!"🤗🥀

21/10/2022

সাধ আছে, কিন্তু সাধ্য নেই।
- হে এটাই মধ্যবিত্ত।🙂

20/10/2022

- সে হয়তো আজ অন্য কারো, কিন্তু একটা সময় দুজনে একসাথে থাকার স্বপ্ন দেখতাম।🥀💔

19/10/2022

মানুষ যদি কবরের আজাব বুঝতো
তাহলে সম্পদ নয়🙂

–নেক আমলের প্রতিযোগিতা করতো!🖤🥀

সুবহানাল্লাহ,,💙

19/10/2022

- আখিরাতের সরঞ্জাম গুছিয়ে নাও,শীঘ্রই রবের কাছে ফিরতে হবে!🙂🌺

17/10/2022

মায়ের ভালোবাসা কখনো ফুরায় না!❤️

17/10/2022

নিজের অবস্থান থেকে “শুকরিয়া” আদায় করতে জানলে,প্রতিটা মানুষই সুখী।
আলহামদুলিল্লাহ!’🌸

14/10/2022

ইনশাআল্লাহ এমন দিন আসবে যেদিন আর কোনো প্যারা থাকবে না! 😌

সেদিন মন খুলে বলবো প্যারা নাই চিল..! 😄
পরিবারের মুখে হাসি ফুঁটাবো সেদিন সবার সাথে অতীতের কষ্ট গুলো হাসি মুখে শেয়ার করবো..!😅

টাকা দিয়ে অনেক আপন জন, বন্ধু বান্ধব কিনে নিবো।
সেদিন মনে হবে পৃথিবীতে আমি'ই সবার থেকে সুখী মানুষ.! ❤🙂

ইনশাআল্লাহ দিন আমারো আসবে//🙂

14/10/2022

আমরা ছেলে মানুষ..!! 🙂
বয়স বাড়ার সাথে সাথে আমাদের জীবনটাও দিন
দিন কঠিন হয়ে যায়..!!
বাবা মায়ের বয়স বেড়ে যায় কয়েকদিন পর তাদের
অসুস্থতা দেখতে হয়..! 😌
ক্যারিয়ারের চিন্তা – পরিবারের হাল ধরার চিন্তা –ধীরে
ধীরে ছোট বেলার বন্ধু গুলো হারিয়ে যায়..!💔

সব মিলিয়ে খুব বাজে একটা পরিস্থিতির সম্মুখীন
হতে হয়!!
মাঝে মাঝে খুব ক্লান্ত লাগে.. তবুও টেনে- হ্যাচরে
জীবনটাকে মানিয়ে নিতে হয়!!

_ আহারে জীবন..! 🙂

13/10/2022

- রাস্তা হারানো ব্যক্তি আমি নই কারণ, কঠিন পরিস্থিতিতে নিজের রাস্তা নিজেই তৈরি করি।🥀🖤

13/10/2022

~সম্পর্ক থাকাকালীন, অন্য কোনো পরিবার ছেলে নিয়ে এসে মেয়েকে দেখে যায় এক দিকে। অন্য দিকে প্রেমিকের ভেতর টা দু-মড়ে মু-চড়ে শে'ষ হয়ে যায়।

দেখলেই তো আর বিয়ে হয়ে যায়না ঠিক, কিন্তু প্রিয় মানুষকে বিয়ের উদ্দেশ্যে কেউ দেখবে। এটা কল্পনা করলেই যেনো দম বন্ধ হয়ে আসে ভাই।

একটা ছেলেই জানবে এই অনুভূতি কতটা কষ্টের 💔

11/10/2022

- আমার জন্য আমি নিজেই দায়ী!"🙃🍂

11/10/2022

অভিনয় ! ইদানীং অনেক বেশি অভিনয় করে দিন কাটাচ্ছি । ভালো থাকার অভিনয় , ভালো রাখার অভিনয় আরও কত কি । মুখের হাসি যেন থামেই না । দিনশেষে আধারে যখন শুয়ে থাকি , ঠিক তখন ঝাপসা দুচোখ জানিয়ে দেয় আমাকে- আমি অভিনয় করেও সুখে নেই ।🙂🌸

11/10/2022

প্রথম অবহেলা পেয়েছিলাম পরিবার থেকে, এরপর একজন আমাকে খুব যত্নে আগলে নিয়েছিলো ভেবছিলাম এই বুঝি আমি সব সুখ পেয়ে গেছি কিন্তু নাহ! একটা সময় তাকেও আগলে নেওয়ার নতুন মানুষ হলো শেষ আশ্রয় বন্ধুরা হবে ভেবেছিলাম কিন্তু তারা তো আমাকে একেবারে নিঃস্ব, বরবাদ করে রেখে গেলো!🙂

10/10/2022

_ শেষমেশ সবাই চলে যায়.!🥺
শুধু পরে থাকে কিছু ফটো!🙃
নাম্বার আর,পুরোনো সেই মেসেজ গুলো.!🥺💔

10/10/2022

- কাঁধের বাম পাশের ফেরেশতার কলম অনবরত চলছে,অথচ ডান পাশের ফেরেশতার কলমে জং ধরার উপক্রম!💔🥺

10/10/2022

- আত্ন সম্মান নিয়ে বেঁচে থাকা মানুষগুলো গ্রহণযোগ্যতা হারাচ্ছে! 😥🥀

- আর তেল মারার মানুষগুলো সবার কাছে গ্রহণযোগ্য হয়ে উঠছে!💔🥺

10/10/2022

মাঝে মাঝে নিজেকে খুব অগোছালো মনে হয়, খেয়াল করলে দেখা যায় লাইফে কিছুই ঠিকঠাক নেই, না আছে মনে শান্তি না আছে সুস্থ পৃথিবী, তার উপর পারিবারিক সমস্যা, পারছি না পরিবারের মুখে হাসি ফোটাতে, নেই কোন ভালো বন্ধু, নেই আমাকে ভালোবাসার মত একটা মানুষ,
যেটাই চাই সেটাই হারাচ্ছি , পাচ্ছি না ভালো কোন সংবাদ , সব মিলিয়ে সত্যিই খুব একটা শান্তিতে নেই আমি

আজ আমি ছন্নছাড়া আমি এক দিশেহারা 🥺

09/10/2022

_ বোন.!
রুপ দেখিয়ে অন্যের হুশ উড়াও,
কবরে গিয়ে নিজের হুশ থাকবে তো!!
রবের বিধান না মেনে যে হেসে বেড়াও
কবরে গিয়ে হাসবে তো!!🥺💔

09/10/2022

_মিথ্যার কোনো ভবিষ্যত নেই
এটা হয়তো তোমাকে আজ সুখী করবে,
কিন্তু মনে রেখো কাল তোমাকে এর জন্যেই
কাঁদতে হবে..!🥺🙂

09/10/2022

"হে আমার রব! আমিতো আমার নিজের প্রতি যুলম করেছি; সুতরাং আমাকে ক্ষমা করুন"!😌💔
[সূরা আল-কাসাস,আয়াতঃ১৬]

08/10/2022

জীবনটা এতটাই সহজ না যতটা সহজ আমরা ভাবি!
বাঁচতে হলেও টাকার প্রয়োজন,আর ভালো থাকতে
হলেও টাকার প্রয়োজন!টাকার কোন বিকল্প
নেই.. টাকাই সব কিছু! টাকার কাছে হেরে যায়
মানুষ..হেরে যায় স্বপ্ন! 🙂

টাকা ছাড়া জীবনের কোনো মানে হয় না! টাকাই
সব!💔

08/10/2022

জীবনে বড় হও, কিন্তু কাউকে ছোট করে নয়। জীবনে হাসো, কিন্তু কাউকে কাঁদিয়ে নয়।জীবনে জয়ী হও কিন্তু কাউকে ঠকিয়ে নয়।জীবনে সুখী হও, কিন্তু কাউকে কষ্ট দিয়ে নয়। যেই দিন তুমি আমার কথায় হেসে ছিলা, সেই দিন আমি তোমার জন্য কেঁদে ছিলাম। তুমি একদিন কাঁদবে হয়তোবা অন্য কোন মানুষের জনের জন্য। মানুষকে কষ্ট দেওয়া মানুষের কাজ।এই জগৎটা ছোট হয়ে আসছে আমিও মৃত্যুর পথের যাত্রী।🖤

08/10/2022

পুরুষের অর্ধেক সৌন্দর্য থাকে তার দাঁড়িতে।🖤

08/10/2022

মানুষকে খুশি করার জন্য তুমি যতটা চেষ্টা করছো অতোটা চেষ্টা তুমি রবকে খুশি করার জন্য করো ইহকাল পরকাল উভয় জগতে কাজে লাগবে ইনশাআল্লাহ। ❤️🌻

07/10/2022

- এই দুনিয়া আপনাকে ধোকার মধ্যে রেখেছে 😔

- যার কারনে মৃত্যুর পরে যে একটা জীবন তার কথা আমরা ভুলে গেছি 😢

07/10/2022

- পৃথিবীর সব মানুষই সুখী!🌸

- কেউ বাস্তবে আবার কেউ হয়তো কল্পনায়.!🖤🥀

Address

Raipur

Website

Alerts

Be the first to know and let us send you an email when opurbo posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other Digital creator in Raipur

Show All

You may also like