H 24

H 24 সামাজিক সচেতনতামুলক নিউজ

01/03/2024

মরিচের বাম্পার ফলন হয়েছে এবার।
রাজ রাজেস্বর বিস্তৃর্ন চরাঞ্চল চৌকিদারের বিল থেকে সরাসরি।

01/03/2024

চোকদার কান্দি যুবসমাজের ৬ ষ্ট বার্ষিক মাহফিলের আজ বাদ আছর অনুষ্ঠিত হবে। সবাই আমন্ত্রিত।।
গোয়াল নগর, রাজেস্বর, চাঁদপুর।

01/03/2024

চেয়ারম্যান ঘাট,শরীয়তপুর।

মার্চ মাসের ১ তারিখ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত  মেঘনা নদীতে মৎস অভয়আশ্রমে মাছ ধরা নিষেধ। সবাইকে এই নির্দেশনা মেনে চলতে নির্দ...
01/03/2024

মার্চ মাসের ১ তারিখ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত মেঘনা নদীতে মৎস অভয়আশ্রমে মাছ ধরা নিষেধ।
সবাইকে এই নির্দেশনা মেনে চলতে নির্দেশ দিয়েছেন মৎস বিভাগ।
কেহ জাটকা ইলিশ নিধন করলে,বিক্রি,গুদামজাত,বা পরিবহন করলে আমাদেরকে ফোন করতে পারেন
০১৯১৯ ৫৩৬ ৫৩৩ এই নাম্বারে।

লক্ষ্মীপুরে সরকারি জমিতে  ভবন নির্মাণ,  টাকা দিলেই  মিলবে অনুমতি।
01/03/2024

লক্ষ্মীপুরে সরকারি জমিতে ভবন নির্মাণ, টাকা দিলেই মিলবে অনুমতি।

29/02/2024
29/02/2024

পীরে কামেল আলী হাজের আল কাদরী ও স্বাজলী স্বরনে মাহফিল চলছে।
শরীয়তপুরের সখিপুর থেকে সরাসরি।

29/02/2024

চরবাঘা নতুন বাজার, সখিপুর, শরীয়তপুর।

29/02/2024

চর বাঘান,শরীয়তপুরে আজকের মাহফিলে সবাই আমন্ত্রিত।

29/02/2024

সখিপুর বাজার,, শরীয়তপুর।

29/02/2024

হাজী শরিয়ত উলাহ বিশ্ব বিদ্যালয় কলেজ ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত, হয়, প্রতিষ্ঠাতা সাবেক পানি সম্পদ মন্ত্রী আবদুর রাজ্জাক প্রয়াত এমপি আবিদুর রেজা খান, বর্তমান সংসদ সদস্য এনামুল হক খান সাবেক উপ মন্ত্রী পানি সম্পদ মন্ত্রনালয় কে এম এনামুল হক শামীম, আলহাজ কামাল উদ্দিন আহমেদ। অনাস চালু হয়েছে ২০১২ সালে, ডিগ্র ১ ম কোর্স ১৯৯৮ সালে, সখিপুর, ভেদের গঞ্জ,শরীয়তপুর।

29/02/2024

চেয়ারম্যান বাজার, সখিপুর, শরীয়তপুর।

29/02/2024

চেয়ারম্যান ঘাট, শখিপুর, শরীয়তপুর।

29/02/2024

চাঁদপুর পুরান বাজার ট্রলার ঘাট, চাঁদপুর।

29/02/2024

চাঁদপুর পুরান বাজার ট্রলার ঘাট, বৃটিশ আমল থেকেই পরিচিত।চাঁদপুর।

এবার আমরা যাচ্ছি শরীয়তপুরে,  সেখান থেকে আজকের মাহফিল লাইভ দেখানো হবে। দেখতে চোখ রাখুন আজ বাংলাদেশ সময় বিকাল ৫ টায় শুধু ম...
29/02/2024

এবার আমরা যাচ্ছি শরীয়তপুরে, সেখান থেকে আজকের মাহফিল লাইভ দেখানো হবে।
দেখতে চোখ রাখুন আজ বাংলাদেশ সময় বিকাল ৫ টায় শুধু মাত্র H 24 পেইজে।

29/02/2024

জাল দলিল বানিয়ে হায়দারগঞ্জে বড় ধরনের সরকারি জমি আত্মস্বাদের চেষ্টা মামলায়, সরকারের আপীল। অনুসন্ধানী প্রতিবেদন দেখতে চোখ রাখুন H 24 পেইজে।

28/02/2024
28/02/2024

আগামীকাল শরীয়তপুরের সখিপুর থেকে মাহফিল লাইভ দেখানো হবে।দেখতে চোখ রাখুন আগামীকাল বাংলাদেশ সময় বিকাল ৫ টায়, শুধু মাত্র H 24 পেইজে।

28/02/2024

ইসলাম মাষ্টার বাড়িতে ১০৬ তম বার্ষিক মাহফিল আগামী ২৯ এপ্রিল অনুষ্ঠিত হবে।আপনারা আমন্ত্রিত।

সোনাইমুড়ী থানার  এএসআই মনির প্রত্যাহারঅভিযোগের তদন্তের নামে উৎকোচ গ্রহণ,নিরীহ জনসাধারণকে ভয়ভীতি প্রদর্শন দায়িত্ব অবহেলা ...
28/02/2024

সোনাইমুড়ী থানার এএসআই মনির প্রত্যাহার

অভিযোগের তদন্তের নামে উৎকোচ গ্রহণ,নিরীহ জনসাধারণকে ভয়ভীতি প্রদর্শন দায়িত্ব অবহেলা ও মাদক হজমের অভিযোগে, সোনাইমুড়ী থানার এ.এসআই মনির গাজীকে প্রত্যাহার করা হয়।
ছবি সংগ্রহ সাংবাদিক আহসান হাবিব।

27/02/2024

শুভ জন্ম দিন প্রিয় লক্ষ্মীপুর জেলা।অসংখ্য কৃতি সন্তানের জন্ম এই জেলা। উন্নয়ন বঞ্চিত এ জেলায় ছড়িয়ে পড়ুক উন্নয়নের ছোয়া।

27/02/2024

রায়পুর পৌরসভায় অসামাজিক কার্যকলাপের দায়ে নারী সহ ৫জন আটক।ডিবি কর্মকর্তা টিটু সাহেব বিষয়টি নিশ্চিত করেছেন।

27/02/2024

জনাব মোঃ মোল্লা নাজিম উদ্দীন সাহেবর চমৎকার বয়ান।
টাকুয়ার চর ক্বারী রুস্তম আলী সাহেবর ৩১ তম বার্ষিক মাহফিল চলছে। রায়পুরের ৯ নং দক্ষিণ চর আবাবিল ইউনিয়নের ৫নং ওয়ার্ডে মাহফিল ময়দান থেকে সরাসরি।

27/02/2024

টাকুয়ার চর ক্বারী রুস্তম আলী সাহেব মাহফিল চলছে। রায়পুরে ৯ নং ইউনিয়নের রুস্তম আলী সাহেব মাহফিল ময়দান থেকে সরাসরি।

27/02/2024

নাছির উদ্দীন বেপারি বক্তব্য।
টাকুয়ার চর ক্বারী রুস্তম আলী সাহেব মাহফিল চলছে। রায়পুরে ৯ নং ইউনিয়নের রুস্তম আলী সাহেব মাহফিল ময়দান থেকে সরাসরি।

27/02/2024

আলতাফ মাষ্টার সাহেবের বক্তব্য।
টাকুয়ার চর ক্বারী রুস্তম আলী সাহেবর ৩১তম বার্ষিক মাহফিল চলছে। রায়পুরে ৯ নং ইউনিয়নের ক্বারী রুস্তম আলী সাহেবর মাহফিল ময়দান থেকে সরাসরি।

27/02/2024

মাহফিলের আশপাশের দৃশ্য।
টাকুয়ার চর ক্বারী রুস্তম আলী সাহেব মাহফিল চলছে। রায়পুরে ৯ নং ইউনিয়নের রুস্তম আলী সাহেব মাহফিল ময়দান থেকে সরাসরি।

Address

Raipur

Alerts

Be the first to know and let us send you an email when H 24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other Social Media Agencies in Raipur

Show All