Rupa's Creation

Rupa's Creation আপনার পছন্দের গল্প পাঠান https://m.facebook.com/pages/edit/info/306853839439117
(5)

18/03/2024

🥰🥰🥰🥰

17/03/2024

কাফনের কাপড় এক আজব জিনিস! যে বানায় সে বিক্রি করে দেয়। যে কেনে সে ব্যবহার করে না। যে ব্যবহার করে সে জানেই না।

07/03/2024

মুকেশ আম্বানির ছেলের বিয়ে বাংলাদেশে হইলে এতক্ষণে ৯৭৭টা চামচ, ৬১১টা জগ আর ৫৬৯টা গ্লাস গায়েব হয়ে যাইত।

মেয়ে পক্ষের আত্নীয়-স্বজন এসে বলতো, ছেলের বাপের অনেক টাকা তো কি হইছে! ছেলে অনেক মোটা। দূরসম্পর্কের চাচাতো ভাইয়ের বোনের জামাই বলতো, গোস্তো সিদ্ধ হয় নাই আর বোরহানিতে লবন কম দিছে।

ছেলের ফুফা আইসা কইতো, আমারে ওরা শরবত দেয় নাই। এই পরিবারে আমার কোনো মূল্যায়ন'ই নাই। যাকুম না আমি আর এই বাড়ি, যামু না আমি এই বিয়াতে।

09/02/2024
02/02/2024

এলাকার ছোট বোন। একেবারে বাড়ির পাশে বাড়ি। এই বছর দুই আগেও দেখতাম হাফপ্যান্ট পড়ে দৌড়াচ্ছে। ডাক দিলাম। দুই টাকা দিয়ে বললাম , চকলেট কিনে খা। হাতে নিয়ে কি এক দৌড়।

সে এখন ক্লাস সিক্সে পড়ে। ফেসবুক স্ক্রল করতে করতে দেখি একটা আইডি। চেনা চেনা লাগছে, ঠিক চিন্তেও পারছিনা। আইডিতে ঢুকলাম। আরে এ তো অমুক। শুনলাম সিক্সে উঠছে কেবল, ফেসবুক আইডি পাইলো কই?

তার কভার ফটোতে দেখি বাইকের ছবি। ক্যাপশন, উরাধুরা বাইক লাভার।

চিন্তা করতে লাগলাম, তোর বাড়িত তো একটা সাইকেল ই নাই, বাইকে উঠলি কবে?

সে যাই হোক, থাকতে পারে হয়তো। আমি জানি না। ভাবলাম দেখি কি পোস্ট দেয়! দেখলাম তিন মিনিট আগেই একটা পোস্ট দিয়েছে।

"অতীত ভুলে যেতে চাই!"

কি ভুলতে চায় বুঝলাম না। কেবল সিক্সে পড়ে। ওর আবার কিসের অতীত? নাকি বিছানায় মু'তা'র কথা মনে পড়ছে?

তারও দুই ঘণ্টা আগে পোস্ট দিয়েছে, "প্রিয় মানুষের আইডি সার্চ করে দেখার অভ্যাস হয়তো কোনদিন যাবেনা।"

প্রিয় মানুষ আবার কি? আর আমি সিক্সে থাকতে 'প্রিয় মানুষ' বানানকে লিখতাম 'পিয়ো মানুশ'! নিজের প্রতি নিজের ল'জ্জা লাগছে এখন।

তার আগের পোস্ট আবার আরো মা'রা'ত্মক। লিখেছে, "ধন্যবাদ ২০২৩ সালটা রাঙানোর জন্য। আমি আপ্নাকে কোনদিন ভুলবো না।"

শ্বাসক'ষ্ট বেড়ে গেছে। কোনোরকমে জান হাতে নিয়ে বেরিয়ে আসলাম। নামেই কেবল ভার্সিটিতে পড়ি, কামে একেবারে ভাঁড়েওভবানী। তোরাই ফেসবুকে থাক। আমি চললাম।

07/12/2023

সিংহ শিয়ালকে বলে - যা আমার জন্য খাবার নিয়ে আয়।
শিয়াল ঘোড়ার কাছে গিয়ে বলে- ভাইজান কেমন আছেন?
ঘোড়া চিন্তা করে- যে শিয়াল খ্যাক খ্যাক করা ছাড়া কোনো কথা বলে না- সে আজ এতো মধুর স্বরে ডাকছে কেন?
নিশ্চয়ই কোনো বদ মতলব আছে।
ঘোড়া শিয়ালের ডাকে সাড়া দেয় না।
শিয়াল এবার ময়ুরীর কাছে গিয়ে বলে- আপুমনি কেমন আছো। দেখতে খুবই মিষ্টি লাগছে।
ময়ুরীও বুঝতে পারে- শিয়ালের মুখে মিষ্টি বচন। নিশ্চয়ই লক্ষণ ভালো না।
সে ও সাড়া দেয় না।
শিয়াল এবার গাধার কাছে গিয়ে বলে- বাহ! তোমাকে খুবই হ্যান্ডসাম মনে হচ্ছে।
এরকম হ্যান্ডসাম একটা প্রাণী খেটে খেটে জীবনটা নষ্ট করে দিলো।
তোমাকে আর কষ্ট করতে হবেনা। রাজার বয়স হয়ে গেছে।
তিনি অবসরে যাবেন। আর তোমাকে রাজা বানাবেন।
চলো আমার সাথে সিংহাসনে চলো।
গাধা খুব খুশি হয়। শিয়ালের সাথে সিংহাসনে আসে।
সিংহের কাছে আসা মাত্রই সিংহের এক থাবায় গাধা তার কান দুটো হারায়।
কিন্তু কোনো রকমে পালিয়ে বাঁচে।
শিয়াল গাধার কাছে এসে বলে- এতো বোকা হলে রাজা হবে কিভাবে।
রাজা তোমার মাথায় মুকুট পরাবে। কিন্তু দুপাশে দুটো কান থাকলে কি রাজমুকুট ঠিকমতো মাথায় বসবে।
তাইতো তোমার কান দুটো তোলে নেয়া হয়েছে।
কিছু বুঝনা অবুঝ প্রাণী- এটাকে গ্রুমিং বলে।
চলো চলো আমার সাথে চলো। দেরি হলে অন্য কেউ আবার রাজা হয়ে যাবে।
গাধা আবার সিংহের কাছে আসে। এবার সিংহের আরেক থাবায় তার লেজখানা খসে পড়ে।
কিন্তু এবারও পালিয়ে বাঁচে।
শিয়াল যথারীতি গাধার কাছে এসে বলে- আবারও ভুল করলে।
লেজ থাকলে রাজ সিংহাসনে বসবে কিভাবে।
তাই তোমার লেজটা খসানো হয়েছে।
অবুঝ প্রাণী দূরদর্শী চিন্তা করতেই পারোনা।
এটা হলো আলট্রা গ্রুমিং। মানে একেবারে ফাইনাল টাচ।
চলো চলো তাড়াতাড়ি সিংহাসনে চলো।
গাধা আবারও সিংহাসনে আসে।
এবার আর সে বাঁচতে পারে না।
সিংহের থাবায় তার ক্ষত বিক্ষত দেহ খানা মাটিতে পড়ে আছে।
সিংহের দাঁতে মুখে রক্তের দাগ।
শিয়াল সিংহকে বলে - মহারাজ এতো কষ্ট করে আপনি খাবেন।
মাথাটা আমাকে দেন। সুন্দর করে প্লেটে সাজিয়ে দেই।
শিয়াল গাধার ব্রেণটুকু খেয়ে মাথার অবশিষ্ট অংশ সিংহকে দেয়।
সিংহ বলে- ব্রেণ কোথায়।
শিয়াল বলে- মহারাজ যে বারবার ধোকা খেয়েও আপনার কাছে এসেছে- আপনি কি মনে করেন তার ব্রেণ বলে কিছু আছে।
গাছের ডালের উপর থেকে ময়ুর বলে-
তার ব্রেণ ঠিকই আছে। কিন্তু অতি সহজ সরল হওয়ায় প্রতারকদের বুঝতে পারেনি।

29/11/2023

হঠাৎ করে এক যাত্রী চিৎকার দিয়ে বলে উঠলো...
ও ড্রাইভার বাস থামা, হাগা ধরছে, হাগা!

— পিছন থেকে আরেক যাত্রী বলে উঠলো,"ওই মিয়া অভদ্রের মতো হাগা হাগা কইয়া চিল্লান ক্যান??
কইলেই তো হয় বাস থামান বাথরুমে যাবো।
— নিচে দিয়া যখন চাপ আসে তখন আমার মুখ দিয়ে ইস্টালের কথা বাইর হয় না, হাগাই বাইর হয়।

দ্বিতীয় যাত্রীঃ বাসে আরও লোকজন আছে, মহিলা আছে তাদের সামনে হাগা হাগা কইরা চিল্লাইতে লজ্জা করে না??
— আমার হাগারে আমি যা খুশি কমু, দরকার হলে কাঁচা গু কইয়া চিল্লামু। আফনেরে জিগাইয়া কমু??
— পাশ থেকে এক বয়স্ক লোক বলে উঠলো,"এই জীবনে কতো কিছু দেখলাম কিন্তু পায়খানা লইয়া কাউরে ঝগড়া করতে দেখি নি। মরার আগে যে আরো কতোকিছু দেখমু...।

অবশেষে ড্রাইভার বাস থামাইয়া বললো,"যান ভাই, নিচে নাইমা যতো খুশি হাগেন। বাসের মধ্যে তো গু ছড়াছড়ি কইরা বাসটারে শেষ কইরা দিলেন।"

দ্বিতীয় যাত্রী বিড়বিড় করে বললো,"দেশে আইন-কানুন বলতে কিছু নাই, যার যা খুশি করতেছে যেখানে খুশি বাথরুম করতেছে। এই পায়খানা নিয়া একটা আইন করা উচিত।"
— আরেক যাত্রী বললো,"যে দেশে ধ'র্ষ'ন ও মানুষ খু/ন করলেও কোনো বিচার হয় না। সেখানে আপনার হাগার আইন কেডা মানবো??" 😥😥

🤣🤣🤣 🤣🤣🤣

27/10/2023

বিয়ের কয়েকদিন পর ঘরে ঢুকে দেখলাম বউ কাপড় ভাজ করছে। মেঝেতে একটা তেলাপোকা ঘুরছে। সে হয়তো খেয়াল করে নি। জানতাম মেয়েরা তেলাপোকা অনেক ভয় পায়।
দেখলেই চেঁচিয়ে বাড়ি মাথায় তুলে। তাই আমার মাথায় একটা দুষ্টু বুদ্ধি হলো বউকে ভয় দেখাবো যেন সে ভয়ে কেঁদে ফেলে।
পরে ব্যাপারটা রোমান্টিক হবে। তাই হুট করে চেঁচিয়ে বললাম,
-- এই তোমার পেছনে তেলাপোকা।

বউ পেছনে ঘুরে বিরক্তিভাব দেখিয়ে বলল,
-- আপনি তেলাপোকা ভয় পান?
একটু সরে দাঁড়ান।
আমি অবাক হলাম।
বউ একটা ঝাড়ু হাতে নিয়ে তেলাপোকারে এমন পিটানো পিটালো দেখে আমার মায়া হলো।
আমি ভয়ে ভয়ে রুম থেকে বেরিয়ে বিড়বিড় করতে লাগলাম, 'যেনতেন বউ তুমি পাও নি শুভ, সাবধানে না চললে তোমারও ঝাড়ুপিটার অভাব হবে না।'

অনুগল্প
-- তেলাপোকা
😂

30/09/2023

ডিমের আড়তে গিয়ে বললাম,"এক ডজন হাঁসের ডিম দেন।"
কর্মচারী বললো,"স্যার! ডিম তো হাঁসে পাড়ে না, হাঁসি পাড়ে!!" 😊😊

ক্যাশে বসা মহাজন কর্মচারীকে ডেকে নিয়ে একটা থা*প্পর মে*রে দিলো। সামান্য এই কথাটার কারণে কর্মচারীর গায়ে হাত তোলা বিষয়টা মেনে নিতে পারলাম নাহ। 🤔🤔

মহাজনকে বললাম,"কাজটা ঠিক করলেন নাহ। কর্মচারীর কথায় আমি কিছু মনে করিনি।" 🙄🙄

মহাজন কোন কথা না বলে চুপ থাকলো। 😌😔

আড়ত থেকে বের হতেই কর্মচারী ফিসফিস করে বললো, "স্যার, এই কারণে থা*প্পর মা*রে নি, মা*রছে অন্য কারণে...। 😂🤣

বললাম,"কি কারণ জানতে পারি...??" 😱😱

স্যার!! মহাজনের বউয়ের নাম "হাসিনা বেগম।"
উনি আদর করে "হাঁসি" ডাকে!! 😁😁

আমি যে বলছি,"হাঁসি ডিম পাড়ে,
এই জন্য আমারে থা*প্পর মা*রছে। 😀🤭😃

29/09/2023

এক ব্যক্তির বৌ হঠাৎ মারা গিয়েছে।তাকে কবরস্থানে নিয়ে যাওয়ার সময়ে লোকটা জোরে জোরে চিৎকার করে কাঁদছিলো।

---- ওগো তুমি আমাকে ছেড়ে কোথায় চলে গেলো গো,এখন কে আমাকে ফোন করে জানতে চাইবে আমি কেমন আছি,খেয়েছি কিনা?আর যে আপন বলতে কেউ রইলো না আমার।😭😭

পথে যেতে যেতে এই দৃশ্য দেখে একটা মেয়ে তার বন্ধবীকে বললো,

--- আহারে দেখ বেচারার কতো ভালোবাসা,আমি যদি একবার এর মোবাইল নম্বরটা পেতাম ঠিক এর সাথেই প্রেম করতাম।

এটা শুনে লোকটা আরোও জোরে চিৎকার দিয়ে কেঁদে উঠলো,

--- ওগো আমায় ছেড়ে কেনো চলে গেলে তুমি,এখন আমাকে জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর টু ট্রিপল নাইন ডবল জিরো নম্বরে ফোন দিয়ে কে জিজ্ঞেস করবে আমি কেমন আছি,খেয়েছি কিনা।আমার যে আপন বলতে কেউ রইলো না।।😭😭

😂😂🤣🤣😁😁

©️ ্রদীপ_চন্দ্র_তিয়াশ

16/07/2023

মজার কিছু ইংরেজী শব্দার্থ 🔷️
🔰eat —- খাওয়া
🔰drink —- পান করা
🔰suck —- চুষে নেওয়া
🔰lick —- লেহন করা বা চাটা
🔰bite —- কামড়ানো
🔰swallow —- গিলে ফেলা
🔰sip —- চুমুক
🔰taste —- আস্বাদন করা
🔰chew —- চিবানো
🔰bite off —- কামড়ে ছিঁড়ে নেওয়া
🔰eat voraciously —- গোগ্রাসে খাওয়া
🔰eat like a bird —- অল্প খাওয়া
🔰throw up —- বমি করা (vomit)
🔰eat too much —- অত্যধিক আহার করা
🔰vegetarian —- নিরামিষভোজী
🔰breakfast —- সকালের নাস্তা
🔰lunch —- মধ্যাহ্নভোজ বা দুপুরের খাবার
🔰dinner —- রাতের খাবার
🔰supper —- দিনের শেষ খাবার
🔰feast —- আনন্দময় ভোজ
🔰starve —- অনাহারে কাটানো
🔰fast —- রোজা রাখা
🔰overeat —- অতিভোজন করা/পরিমাণে বেশি খেয়ে ফেলা
🔰go without food —- না খেয়ে থাকা

16/07/2023

যুবতী মেয়েটির ধবধবে পে'ট ধারালো ছু'রি দিয়ে কা'টতেই বেড়িয়ে এলো একটি কোমল নবজাতকের হাত।

মৃ'ত নবজাতকের হাত দেখে আমি আঁতকে উঠলাম।সার্জন বললেন

" কি হলো পর্শী? ভয় পেলে নাকি? "

" জি স্যার "

" প্রথমবার তাই ভয় পেয়েছো।কিছুদিন পর দেখবে এগুলা স্বভাবিক লাগবে "

" ইশশশ, পে'টে সন্তান নিয়ে মেয়েটা আ'ত্নহ'ত্যা করলো! ওর স্বামী নিশ্চিয়'ই নি'র্যাতন করতো তাই না স্যার? "

সার্জন হেসে বললেন " স্বামী আসবে কোত্থেকে,মেয়েটা তো অবিবাহিত "

আ'ত্নহ'ত্যার কারণটা আমার কাছে স্পষ্ট হয়ে গেলো।ভালোবাসার দোহাই দিয়ে কেউ তার সাথে শারীরিক সম্পর্ক করে ধোকা দিয়েছে।চোখভর্তি অশ্রু নিয়ে ওখান থেকে বাইরে বেড় হলাম।ফোনটা বেজে উঠলো।ফোনের ওপাশ থেকে শুভ্র বললো

" এই বাবু,আজ দেখা করবা? "

" কোথায়? "

" বাবা খুব সুন্দর একটা বাগানবাড়ি কিনেছে।চলো না ওখানে একান্ত কিছুক্ষণ সময় কাটাই "

" একান্ত সময় কাটানো বলতে কি শারিরীক সম্পর্কের কথা বলছো? "

শুভ্র হেসে বললো " আমি তো তোমাকে ভালোবাসি তাই না?আর বলেছিলাম না সামনের মাসে বিয়েও করবো? তাহলে সমস্যা কোথায়? "

আমি ফোনটা কান থেকে সরিয়ে একপলক মৃ'ত নবজাতক শিশুটার দিকে তাকালাম।কি ফুটফুটে সেই শিশু।ফুলের পাপড়ির মতো হাত পা।শুভ্র আবারো বললো

" কি হলো? সমস্যা কোথায় বলবে তো? "

আমি কিছু না বলে ফোন কেটে দিলাম।শিশুটির ছবি তুলে শুভ্রকে পাঠিয়ে দিলাম। মেসেজে লিখলাম

" সমস্যা হলো একটা নিষ্পাপ প্রাণ "

#গল্পঃনিষ্পাপ_প্রাণ

16/07/2023

"বিয়ে তোকে করতেই হবে মেঘ।"

"আমি এই মুহুর্তে বিয়ে করতে চাইনা মা। আমি নিজেকে এমন জায়গায় নিয়ে যেতে চাই যেই জায়গায় গেলে আমাকে অবহেলা করা মানুষগুলো আফসোস করে।"

মেঘ কথাগুলো বলতেই তার মা বলল,

"আর কত পর বিয়ে করবি বলতো? বয়স কি দিনকে দিন কমছে? নাকি বাড়ছে? সোসাইটির মানুষের সামনে মুখ দেখানোর আরতো কোনো উপায় দেখছিনা।"

"কোনো একদিন যদি আমি সফলতাকে স্প'র্শ করতে পারি, তাহলে কি সোসাইটি আমাকে নিয়ে গর্ব করবে? নাকি তুমি প্রাউড ফিল করবে মা?"

বাকরুদ্ধ হয়ে যায় মেঘের মা। মেয়ের প্রশ্নের জবাবে তিনি নিরুত্তর। মেঘ মায়ের দিকে পলকহীনভাবে তাকিয়ে আছে জবাবের আশায়। উত্তর না পেয়ে সে আবার বলল,

"আমি মেয়ে বলে, আমার বয়স হলেই যে ভাগ্যে বিয়ে নেই তা ভুল ধারণা মা। রাব্বুল আলামিন আমার ভাগ্যে অবশ্যই কাউকে না কাউকে রেখেছে। সোসাইটির মানুষজন কে কি বলল, তা নিয়ে পড়ে থাকাটা বোকামি মা, কারণ, লাইফটা তোমার মেয়ের, সোসাইটির নয়। আমি নিজেকে গড়তে চাই মা, তৈরি করতে চাই নিজের একটা পরিচয়। যেই পরিচয়ে দাঁড়ালে তুমি, ভাই, বোন সবাই উৎফুল্লের সাথে বলতে পারবে, "আমি মারশিয়া জাহান মেঘের মা।"

#পরিচয়
#অনুগল্প
: #মারশিয়া_জাহান_মেঘ

Address

Pabna
Raghunathpur-Pabna
3068538939117

Telephone

+8801910511557

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rupa's Creation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rupa's Creation:

Videos

Share



You may also like