Freelancer Sagor Hossain

Freelancer Sagor Hossain Freelancer

17/12/2023

এই শহরে প্রচুর অভাব
কারো শিক্ষার,কারো ভালোবাসার!
কারো ভাতের,কারো মনুষ্যত্বের 🥀

17/12/2023

প্রিয় মানুষের কাছে
প্রিয় হয়ে ওঠার জন্য
অনেক ভাগ্যের প্রয়োজন হয়
যে সে পারে না ।
আর প্রথম দ্বিতীয় ভালোবাসা বলে কিছু হয় না ,,,যে শেষ পর্যন্ত সারাজীবন পাশে থাকবে সেই হলো প্রথম আর শেষ ভালোবাসা🙂❤️

14/12/2023

হতেও পাড়ে বিষাদ এর এই জনপদ প্রনয়ের তীর্থ,
হতেও পাড়ে তোমার একটু নিরবতাই সে ব্যর্থ 🖤🖤

10/12/2023

"কাউকে জানার চাইতে বুঝতে পারাটা বেশি জরুরি " সত্যি তাই

আসুন একটা অঙ্ক করি একসাথে। ধরুন আপনার বেতন ১ লাখ টাকা। আপনার পরিবারে স্বামী স্ত্রী ২ জন ই আয় করেন এবং আপনারা ঠিক করলেন, ...
27/05/2023

আসুন একটা অঙ্ক করি একসাথে।

ধরুন আপনার বেতন ১ লাখ টাকা। আপনার পরিবারে স্বামী স্ত্রী ২ জন ই আয় করেন এবং আপনারা ঠিক করলেন, এক জন এর ১ লাখ টাকা বেতন এর ৩০% সঞ্চয় হবে।

প্রতি মাস এ সঞ্চয় তাহলে ৩০ হাজার টাকা বা বছরে সঞ্চয় 360,000 BDT

এই সঞ্চয় তো আপনি বালিশ এর নিচে রাখবেন না - ধরলাম আপনি রেলেটিভলি সেফ কোথাও ফেলে রাখলেন।

ধরুন সঞ্চয়পত্র বা ফিক্সড ডিপোজিট টাইপ কিছু তে রাখছেন যেটায় এভারেজ ইন্টারেস্ট ৫%

মাস এ ১ লাখ টাকা বেতন সাধারণত ফ্রেশ গ্র্যাজুয়েট রা পায় না - ধরলাম আপনি গ্র্যাজুয়েট করেছিলেন ২৫ বছর বয়স এ এবং ৩০ বছর এ যেয়ে আপনি ১ লাখ পাওয়া শুরু করেছেন বেতন।

১০ বছর পরে যখন আপনার বয়স ৪০ - তখন ঐ ইনভেস্টমেন্ট টা বেড়ে হবেঃ ৪৭ লাখ টাকার মত

১৮ বছর পরে যেয়ে যখন আপনার বয়স ৪৮ বছর - তখন আপনার এই ইনভেস্টমেন্ট একাউন্ট টায় ১ কোটির মত টাকা জমবে।

উপরের হিসাবে আপনার কোটিপতি হতে সময় লাগছে প্রায় ১৮ বছরের মত - এবং অনেক গুলা জিনিস আমরা ইগনোর করছি (যেমন দেশের ইকোনমি, ইন্টারেস্ট রেট ৫% থাকা, আপনার ৩০% সঞ্চয় করতে পারা, বড় কোন এক্সিডেন্ট এ টাকা চলে না যাওয়া ইত্যাদি)

৪৮ বছর বয়স এ যেয়ে কোটিপতি হওয়া খারাপ ডিল না - ভাল ডিল - কিন্তু এখানে একটা সমস্যা আছে।

উপরের সেম হিসাব টা এবার আমরা ইনফ্লেশন ধরে করি।

মার্চ ২০২৩ এ বাংলাদেশ ব্যাঙ্কের ওয়েবসাইট বলছে আমাদের ইনফ্লেশন 9.33%

উপরের এই ইনফ্লেশন নাম্বার টা সহ যদি আমরা আবার একই অঙ্কটা করি - তাহলে এবার ৪৮ বছর বয়সে আপনার ঐ সঞ্চয় টা হবে ২০ লাখ টাকার একটু বেশি।

১ কোটি থেকে কমে কিভাবে এটা ২০ লাখ হয়ে গেল?

এটাই ইনফ্লেশন এর পাওয়ার এবং টাকার মান কমে যাওয়ার ভূমিকা একটা ইকোনমি তে।

কাগজে কলমে আপনার কাছে ৪৮ বছর বয়সে ঐ একাউন্ট টায় ১ কোটি টাকাই থাকবে - কিন্তু টাকার ভ্যালু কমে যাওয়ার কারণে আগে ২০ লাখ টাকায় যা পাওয়া যেত তা কিনতে তখন ১ কোটি টাকা লাগবে!

তার মানে হল কাগজে কলমে আপনি কোটিপতি হবেন - কিন্তু আপনার জীবনযাত্রার মান আসলে তেমন বাড়বে না।

উপরের এই ইকুয়েশন টা সব পূর্ণবয়স্ক মানুষ দের পড়ানো উচিত, বোঝানো উচিত -

কিন্তু আমাদের এডুকেশন সিস্টেম পিথাগোরাস এর উপপাদ্য আপনার মুখস্ত হয়েছে নাকি এটা ২০ বার পরীক্ষা নিয়ে টেস্ট করবে - কিন্তু বেসিক ইকোনমিক্স যা আপনার সারাজীবন কাজে লাগবে তা আপনি পারেন নাকি বা শিখছেন নাকি - তার কোনদিন খোজ ও নেবে না।

That's just sad.

সিএনজি বাস প্লেন ট্রেন যখন সব একসাথে 🛺🚌✈️ 🚂।©OPY
07/05/2023

সিএনজি বাস প্লেন ট্রেন যখন সব একসাথে 🛺🚌✈️ 🚂।
©OPY

একটি ট্রেন দুটি কামরা পার্থক্য শুধু ছবি দুটো তে কেউ সফল - কেউ বিফল।
06/05/2023

একটি ট্রেন

দুটি কামরা

পার্থক্য শুধু ছবি দুটো তে

কেউ সফল - কেউ বিফল।

ঈদ মুবারাক🌙তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম!
21/04/2023

ঈদ মুবারাক🌙

তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম!

"আমি গ্রেজুয়েশন কমপ্লিট করতে পারিনি.."                         -বিল গেটস"আমি জুতা সেলাই করতাম...."                      ...
17/04/2023

"আমি গ্রেজুয়েশন কমপ্লিট করতে পারিনি.."
-বিল গেটস
"আমি জুতা সেলাই করতাম...."
-আব্রাহাম লিংকন
"আমি বাসের কন্ডাকটর ছিলাম"
-রজনী কান্ত
"আমি পেট্রোল পাম্পে কাজ করতাম"
-ধীরু ভাই আম্বানী
"ক্লাস টেন এ ফেল করে পড়াশোনা ছেড়ে দিয়েছিলাম"
-সচীন টেন্ডুলকার
"আমি ক্লাসের বেঞ্চে ঘুমিয়ে যেতাম এবং ২০ টাকা ধার নিয়ে ফিল্ম সিটি যেতাম.."
-শাহরুখ খান
"আমি ফুটবল ট্রেইনিং এর ফিস যোগানোর জন্য দিন-রাত এক করে ঘাম ঝরাতাম"
-কিংবদন্তি ফুটবলার (মেসি)
👉জীবন আসলে সেটা নয় যা তুমি পেয়েছো..
জীবন তো সেটাই,যা তুমি তোমার মেধা আর পরিশ্রম দিয়ে তৈরি করেছো!!🥰

20/03/2023

"পুরুষ হতে টাকা লাগে""
আর"নারী হতে রূপ লাগে..!!🤎

আরে ভাই!সুযোগ পাইছেন, শক্তি আছে, ক্ষমতা আছে, অপব্যাবহার কইরেন না!!আর যেখানে সেখানে মাথা ঢোকাইয়েন না !! এক বার মাথা আটকে ...
20/03/2023

আরে ভাই!সুযোগ পাইছেন, শক্তি আছে, ক্ষমতা আছে, অপব্যাবহার কইরেন না!!
আর যেখানে সেখানে মাথা ঢোকাইয়েন না !! এক বার মাথা আটকে গেলে শেষ পর্যন্ত কঙ্কাল হতে বেশি সময় লাগবে না।
যত উপরে উঠবেন মাটি হোন, নরম থাকেন বিনয়ী হোন।

SEO Marketing কি?✅ এসইও (SEO) এর সম্পূর্ন অর্থ হল সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন (Search Engine Optimization). সার্চ ইঞ্জিন অ...
15/03/2023

SEO Marketing কি?

✅ এসইও (SEO) এর সম্পূর্ন অর্থ হল সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন (Search Engine Optimization).

সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন হচ্ছে এমন একটা প্রক্রিয়া যার মাধ্যমে সার্চ ইঞ্জিন গুলো (গুগল, ইয়াহু, বিং ইত্যাদি) থেকে ওয়েবসাইটের জন্য টার্গেটেড ফ্রী ট্রাফিক বা ভিজিটর আনা যায়।

✅ সার্চ ইঞ্জিন থেকে ট্রাফিক পাওয়ার উপর একটা সাইটের সাফল্য নির্ভর করে, হতে পারে সাইট টি এডসেন্স কিংবা এফিলিয়াট মার্কেটিংকে টার্গেট করে কিংবা নিজস্ব পণ্য বা সেবা বিক্রি করার জন্য। অনলাইনে সফল প্রায় সকল ওয়েবসাইটই এসইও এর মাধ্যমে অধিকাংশ ট্রাফিক পেয়ে থাকে। ওয়েবসাইটে যত বেশি ট্রাফিক আসবে সেখানে প্রোডাক্ট বিক্রয় কিংবা সেবা প্রদানের হার তথা আয় বাড়ার সম্ভবনা তত বেশি।সার্চ ইঞ্জিন গুলো সেসব ওয়েবসাইট কেই প্রথমে প্রদর্শন করে সেগুলোকে বিভিন্ন নীতিমালা অনুসরণ করে প্রথম দিকে রাখে।

✅ এক কথায় বলা যায়, সার্চ ইঞ্জিন যেভাবে একটি কনটেন্টকে দ্রুত খোঁজে পেতে পারে, সহজে পড়তে পারে এবং ব্যবহার কারির সার্চ অনুসারে সবার উপরে অর্থাৎ প্রথম পাতায় দেখতে পারে সে ধরণের ব্যবস্থা করার প্রক্রিয়াকেই সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন বলা হয়।

💥ফ্রিল্যান্সিং (Freelancing) এর সুবিধা:-✅ফ্রিল্যান্সিং এর সবচাইতে বড় সুবিধা হচ্ছে এখানে স্বাধীনতা রয়েছে। কাজের জন্য কো...
08/03/2023

💥ফ্রিল্যান্সিং (Freelancing) এর সুবিধা:-

✅ফ্রিল্যান্সিং এর সবচাইতে বড় সুবিধা হচ্ছে এখানে স্বাধীনতা রয়েছে। কাজের জন্য কোন দায়বদ্ধতা থাকে না ।

✅ঘরে বসে কাজ করা যায়। কোন অফিস এর প্রয়োজন হয় না।

✅কাজের কোনো লিমিট নেই। যত বেশি কাজ তত বেশি টাকা।

✅মাসে একাধিক পেমেন্ট পাওয়া যায়। যেটা কোন অফলাইন চাকরি থেকে পাওয়া সম্ভব নয়।

✅একটি নরমাল জবের চাইতে অনেক বেশি টাকা আয় করা সম্ভব হয়।

✅কম সময় ব্যয় করে বেশি টাকা আয় করা সম্ভব হয়।

✅কোন ধরনের ইনভেসমেন্ট করা লাগে না।

💥প্রথমে শিখতে হবে তারপর আয় করতে হবে😇

08/03/2023
সময় থাকতে আরো বেশি নিজেকে স্কীলে আপডেট কর😇😇
23/02/2023

সময় থাকতে আরো বেশি নিজেকে স্কীলে আপডেট কর😇😇

আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ 🥰Fiverr English Test Done ✅ধন্যবাদ জানাই আমার মেন্টর Mominul Islam Bappy Sir  🥰🤍সঠিক সময়...
18/02/2023

আসসালামু আলাইকুম
আলহামদুলিল্লাহ 🥰
Fiverr English Test Done ✅
ধন্যবাদ জানাই আমার মেন্টর Mominul Islam Bappy Sir 🥰🤍
সঠিক সময়ে পাশে থেকে সঠিক গাইডলাইন দেওয়ার জন্য এভাবে পাশে থাকবেন স্যার অনেক দূর যেতে হবে।

"ফ্রিল্যান্সিং শিখে নিজের কেরিয়ার গড়তে চান।❤️কিন্তু কোন গাইডলাইন পাচ্ছেন না যে, কখন? কিভাবে? কোথা থেকে? কোন সেক্টর নিয়ে ...
14/02/2023

"ফ্রিল্যান্সিং শিখে নিজের কেরিয়ার গড়তে চান।❤️
কিন্তু কোন গাইডলাইন পাচ্ছেন না যে, কখন? কিভাবে? কোথা থেকে? কোন সেক্টর নিয়ে শিখলে ভালো হবে 🤔
বাট সঠিক গাইডলাইন চান!💯
তাহলে ইনবক্স করতে পারেন, ইনশাআল্লাহ সুন্দর একটা গাইডলাইন দিবো যেটার মাধ্যমে আপনি ফ্রিল্যান্সিং শুরু করতে পারবেন ✌️"

13/02/2023

freelance

Mobile থেকে যেই কাজ গুলো চালিয়ে নেওয়া যায়⭐ PROFESSIONAL WRITING✔️ Content Writing✔️ Post Caption Writing✔️ Product Re...
05/02/2023

Mobile থেকে যেই কাজ গুলো চালিয়ে নেওয়া যায়

⭐ PROFESSIONAL WRITING
✔️ Content Writing
✔️ Post Caption Writing
✔️ Product Review Writing
✔️ Copywriting for landing pages
✔️ Professional Biography Writing
✔️ Content Proofreading

⭐ SEARCH ENGINE OPTIMIZATION
✔️ On Page SEO on Website Content/Posts
✔️ Local SEO
✔️ Local Citations
✔️ Guest Post Reach out
✔️ Google My Business Posts & SEO

⭐ SOCIAL MEDIA MANAGEMENT
✔️ Social Media Ads
✔️ Customer Service
✔️ Content Scheduling
✔️ Monthly Content Planning

⭐ GRAPHICS & MEDIA
✔️ Basic Video Editing
✔️ Photo Editing
✔️ Canva Based Graphic Design
✔️ Flyer & Brochure Design
✔️ Presentation Slides Design

⭐ VIRTUAL ASSISTANCE
✔️ E-commerce Order Fulfilment
✔️ Accounts & Book-keeping
✔️ Monthly Social Media Management
✔️ Reputation Management
✔️ Personal Assistant of a professional

মনে রাখবেনঃ
মোবাইল থেকে প্রায় অনেক কাজই কিছু সময়ের জন্য চালিয়ে নেওয়া যায়।

তবে Professionally কাজ করতে আপনার একটা PC থাকা লাগবেই, নাহলে ঠিক ভাবে বেশিদিন কাজ করার আগ্রহ থাকবে না।

10/15 হাজার এর ফোন চালাতে পারলে একটা 2nd Hand PC নিতে পারা উচিত।

কোন বিষয় নিয়ে ফাইভারে কাজ করবেন  চিন্তায় আছেন🤔বর্তমানে ফাইবারে যে বিষয়গুলো নিয়ে কাজ করলে বা গিগ খুললে আপনি দ্রুত ওর্ড...
31/01/2023

কোন বিষয় নিয়ে ফাইভারে কাজ করবেন চিন্তায় আছেন🤔

বর্তমানে ফাইবারে যে বিষয়গুলো নিয়ে কাজ করলে বা গিগ খুললে আপনি দ্রুত ওর্ডার পেতে পারবেন।

TOP 9 TOPIC IN FIVERR RIGHT NOW👉
1. Logo Design
2. Background Removal
3. YouTube Thumbnail
4. Website
5. Data Entry
6. Video Editing
7.Website Development
8. Content Writer
7. SEO
9. translation
এই বিষয় নিয়ে কাজ শুরু করেন এবং সবসময় একটিভ থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ সফলতা আসবেই💪


27/01/2023

আসসালামু আলাইকুম 😇

মজার গল্প নাহ পড়লে মিস করবেন😇চীনের সবচেয়ে ধনী ব্যক্তি বলেছেন!আপনি যদি বানরদের সামনে কলা এবং টাকা রাখেন তবে বানররা কলা ব...
22/01/2023

মজার গল্প নাহ পড়লে মিস করবেন😇

চীনের সবচেয়ে ধনী ব্যক্তি বলেছেন!
আপনি যদি বানরদের সামনে কলা এবং টাকা রাখেন তবে বানররা কলা বেছে নেবে কারণ বানররা জানে না যে টাকা দিয়ে অনেক কলা কেনা যায়।

𝐈𝐧 𝐟𝐚𝐜𝐭, 𝐢𝐟 𝐲𝐨𝐮 𝐨𝐟𝐟𝐞𝐫 𝐖𝐎𝐑𝐊 𝐚𝐧𝐝 𝐁𝐔𝐒𝐈𝐍𝐄𝐒𝐒 𝐭𝐨 𝐩𝐞𝐨𝐩𝐥𝐞, 𝐭𝐡𝐞𝐲 𝐰𝐢𝐥𝐥 𝐜𝐡𝐨𝐨𝐬𝐞 𝐭𝐨 𝐖𝐎𝐑𝐊 𝐛𝐞𝐜𝐚𝐮𝐬𝐞 𝐦𝐨𝐬𝐭 𝐩𝐞𝐨𝐩𝐥𝐞 𝐝𝐨𝐧'𝐭 𝐤𝐧𝐨𝐰 𝐭𝐡𝐚𝐭 𝐚 𝐁𝐔𝐒𝐈𝐍𝐄𝐒𝐒 𝐜𝐚𝐧 𝐦𝐚𝐤𝐞 𝐦𝐨𝐫𝐞 𝐌𝐎𝐍𝐄𝐘 𝐌𝐎𝐍𝐄𝐘 𝐚 𝐚 𝐬𝐚𝐥𝐚𝐫𝐲

দরিদ্রদের দরিদ্র হওয়ার একটি কারণ হল দরিদ্ররা উদ্যোক্তাদের সুযোগ চিনতে প্রশিক্ষিত নয়।

তারা স্কুলে অনেক সময় ব্যয় করে এবং তারা স্কুলে যা শিখে তা হল নিজের জন্য কাজ না করে বেতনের জন্য কাজ করা।

মজুরির চেয়ে লাভ ভালো কারণ মজুরি আপনাকে সহায়তা করতে পারে, কিন্তু লাভ আপনাকে ভাগ্যবান করে তুলতে পারে।


#ফ্রীল্যানসিং

  এ কি কি  বলা যাবে না? 🙈🙅🙊           😜🧘বাঁচতে হলে জানতে হবে!🧘😜Fiverr এ কিছু কথা  যার মধ্যে এমন কিছু  আছে যা বললে আপনার ...
19/01/2023

এ কি কি বলা যাবে না? 🙈🙅🙊

😜🧘বাঁচতে হলে জানতে হবে!🧘😜
Fiverr এ কিছু কথা যার মধ্যে এমন কিছু আছে যা বললে আপনার পুরো Conversation Manual Review এর জন্য Flag হতে পারে।🙊
🧑‍🦯একজন এসে আপনার পুরো Conversation টা পড়ে যাবে, যদি কোন ধরনের চালাকি বা চোরামি দেখতে পায় তাহলে আপনি Warning এবং ক্ষেত্রে বিশেষে Permanant Ban খেতে পারেন।
একজন ভাইয়ের সাজেশনে তাই আমি বের হই বিভিন্ন Forum Topics থেকে এমনই সব Word বা Sentence বের করতে যা দিয়ে হর হামেশাই মানুষজন Warning খাচ্ছে।
তারই মধ্যে সবচেয়ে Common কিছু Word আর Phrase এর লিস্ট দিচ্ছি এখানে। (আরও অনেক আছে...)
যোগাযোগের মাধ্যম Related:
Contact
Skype
Zoom
+ Any Communication Methods
Whatsapp
Email
Messenger
VOICEMAIL ( Service Related হলেও মাঝে মাঝে Flag হয়)
Outside of Fiverr
I work in other places besides Fiverr
+ Any social media name
পেমেন্ট Related:
Pay
Payment
Paypal
Payoneer
Bank Account
Money
Credit card details
Transferwise
+ Any Payment Method Name or Details
অন্য মার্কেটপ্লেস Related:
Peopleperhour
Upwork
Freelancer .com
+ Any Other Marketplace Name
রিভিও বা রেটিং Related:
Reviews
Positive Rating
Feedback
Five Star
Negative Feedback
গালাগালি Related:
F*ck
Motherf*cker
বাংলায় গালিও দেওয়া যাবে না
কর্মকাণ্ড Related:
**Spamming
**Empty/Parcial Delivery
**Unprofessional Behavior
অনেক ক্ষেত্রে আপনার মেসেজ হয়ত Flag হবে না, কিন্তু আপনি যদি প্রায়ই এরকম করে থাকেন তাহলে আপনার প্রোফাইল যেদিনই Manual Verification এ আসবে সেদিনই আপনি বাশ খেতে পারেন।
তাই অনেকে এমন করে ৬মাস/২বছর পার করে ফেলেছে দেখে আপনিও করতে যাবেন না।
কারণ মানুষ পার পাইলেই আপনি জানতে পারেন, Account Ban হলে কেউ কারণটাও জানায় না।
তাই TOS এর ভেতরেই থাকতে চেষ্টা করুন।
Service-Related কোন কারনে Personal Details আদান প্রদান করতে হলে Message এ সেটা Mention করে দিন।
এবং চেস্টা করবেন Order Page এ আদান প্রদান করতে, Inbox Message এ না।
যেমনঃ I will need the Phone Number & Mail Address to add it to the business card.

ওয়ার্ডপ্রেস কেন শিখব?আপনি ইতিমধ্যে জেনে গেছেন যে পৃথিবীর ৬০% এর বেশি ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা এবং এটাও জেনে...
18/01/2023

ওয়ার্ডপ্রেস কেন শিখব?

আপনি ইতিমধ্যে জেনে গেছেন যে পৃথিবীর ৬০% এর বেশি ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা এবং এটাও জেনেছেন যে ওয়ার্ডপ্রেস দিয়ে খুব সহজে একটি ওয়েবসাইট তৈরি করা যায়। তাছাড়া আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে খুব সহজে আপনার ওয়েবসাইট ম্যানেজ করতে পারবেন। আপনি ফ্রিল্যান্সিং করেন অথবা অনলাইনে যে কোন বিজনেস করেন তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটি প্রয়োজন তা হলো একটি ওয়েবসাইট। যেহেতু ওয়ার্ডপ্রেস দিয়ে খুব সহজেই ওয়েবসাইট তৈরি করা যায় এবং এটি আপনি খুব অল্প সময়ে শিখে ফেলতে পারবেন আর এটি শিখতে কোনরকম কোডিং নলেজ এর প্রয়োজন নেই, তাই ওয়েবসাইট তৈরি করতে ওয়ার্ডপ্রেস শিখে ফেলা আপনার জন্য সবচেয়ে ভালো সিদ্ধান্ত।

ফ্রিল্যান্সিং করতে হলে আপনার একটি পোর্টফোলিও ওয়েবসাইট এর প্রয়োজন। আর এই পোর্টফোলিও ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দিয়ে খুব সহজে তৈরি করে ফেলতে পারবেন। মার্কেটপ্লেসে গেলে দেখতে পাবেন ওয়ার্ডপ্রেসের প্রচুর কাজ রয়েছে। শুধুমাত্র ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন করে আপনি প্রচুর টাকা ইনকাম করতে পারবেন।


#ফ্রীল্যানসিং

শুধু মাত্র পড়াশোনা নিয়ে পড়ে থেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে অবশেষে বেকার। আর বিশ্ববিদ্যালয় গুলো বেকার তৈরির কারখানা। সুতরা...
07/01/2023

শুধু মাত্র পড়াশোনা নিয়ে পড়ে থেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে অবশেষে বেকার। আর বিশ্ববিদ্যালয় গুলো বেকার তৈরির কারখানা। সুতরাং পড়ালেখার পাশাপাশি কোন কাজের উপর স্কিল ডেভেলপমেন্ট না করলে আপনার ভবিষ্যৎ অন্ধকার🥱
___ জীবন আপনার সিদ্ধান্ত আপনার___

#স্কিল ইজ পাওয়ার🥰

পড়াশোনার পাশাপাশি ফ্রীল্যানসিং করি 🥰🥰🥰আলহামদুলিল্লাহ 🥰 🎉🎉ফ্রীল্যানসিং করতে কি কম্পিউটার লেপটপ লাগে?আমিত আলহামদুলিল্লাহ ফ...
04/01/2023

পড়াশোনার পাশাপাশি ফ্রীল্যানসিং করি 🥰🥰🥰
আলহামদুলিল্লাহ 🥰 🎉🎉

ফ্রীল্যানসিং করতে কি কম্পিউটার লেপটপ লাগে?
আমিত আলহামদুলিল্লাহ ফোন দিয়েই করতেছি👌👌
আপনিও করতে পারেন,, তাই আর দেরি না করে সময় টুকু কাজে লাগান,, আপনার লাইফ এ ভালো কিছু অপেক্ষা করতেছে,,,,

নিজেকে ফ্রীল্যানসার হিসেবে গড়ে তুলুন,,,,

আমাদের কোর্স এর সুবিধাসমূহ:

#অবিজ্ঞ ও দক্ষ ইন্সট্রাক্টর দ্বারা পরিচালিত
#কোর্স শেষে সার্টিফিকেট প্রদান
#ফ্রীল্যানসিং ও ক্যারিয়ার গাইডলাইন
#ইন্টারন্যাশনাল মার্কেট স্ট্যান্ডার্ড
#ক্লাস এর রেকর্ড প্রদান
#অনলাইন সার্পোট


Freelancing

(১) ফ্রিল্যান্সিং কী?উঃ ফ্রিল্যান্সিং হলো স্বাধীন বা মুক্তপেশা।  যদি নিজের মনের ভাষায় বলতে চায় তাহলে এর অর্থ দাড়ায়।আমরা...
01/01/2023

(১) ফ্রিল্যান্সিং কী?
উঃ ফ্রিল্যান্সিং হলো স্বাধীন বা মুক্তপেশা। যদি নিজের মনের ভাষায় বলতে চায় তাহলে এর অর্থ দাড়ায়।আমরা কোনো প্রতিষ্ঠানের আওতায় না থেকে নিজের ইচ্ছে মত যেকোনো সময় অর্থের বিনিময়ে যে কাজ করি তাকেই মুলত ফ্রিল্যান্সিং বলে।
-
(২)ফ্রিল্যান্সিং কেনো করব🤔?
উঃ আমাদের জীবনে চলার পথে অর্থের💸প্রয়োজন। আর অর্থ আয়ের জন্য ফ্রিল্যান্সিং হতে পারে খুব ভালো একটি সুযোগ🙂।
-
(৩)ফ্রিল্যান্সিং করতে কি কি প্রয়োজন?
উঃ ফ্রিল্যান্সিং করার জন্য লাগে ল্যাপটপ 💻 অথবা একটি স্মার্ট ফোন📱।
-
(৪)ফোন দিয়ে কী ফ্রিল্যান্সিং করতে পারব?
উঃ হ্যাঁ🙂, অবশ্যই পারবেন। আপনার হাতে থাকা স্মার্ট ফোন দিয়ে কাজ করতে পারবেন।
(৫) আমি কি ফ্রিল্যান্সিং করতে পারব?
উঃ হ্যাঁ🙂, অবশ্যই পারবেন। কেনো পারবেন না একজন চটপটি বিক্রেতা যদি সফল ফ্রিলান্সার হতে পারে তাহলে আপনি কেনো পারবেন না☹️। আপনিও পারবেন😤।
তাহলে আর দেড়ি কেনো। শুরু করে দিন আজকে এখনই। কারন আজ আপনি বসে কিছু আনন্দ পওয়ার জন্য সময় নষ্ট করবেন আর আপনার বন্ধু সেই সময়টা কাজে লাগিয়ে এগিয়ে যাবে।
-

""নতুন বছরের নিয়ে নতুন করে গড়ে তুলবো, ইনশাআল্লাহ 😍
31/12/2022

""নতুন বছরের নিয়ে নতুন করে গড়ে তুলবো, ইনশাআল্লাহ 😍

Address

Pabna
Raghunathpur-Pabna
6670

Telephone

+8801854599957

Website

Alerts

Be the first to know and let us send you an email when Freelancer Sagor Hossain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Freelancer Sagor Hossain:

Videos

Share



You may also like