Pabnar Products

Pabnar Products আলহামদুলিল্লাহ,আমাদের পাবনার সবকিছুই,আমার কাছে পাবেন,ইনশাআল্লাহ

01/12/2023
নারিকেলের মধ্যে এইটাকে আপনারা কি নামে চেনেন,,, 🤔🤔
27/11/2023

নারিকেলের মধ্যে এইটাকে আপনারা কি নামে চেনেন,,, 🤔🤔

হাতে ভাজা আউশ ধানের মুড়ি
19/11/2023

হাতে ভাজা আউশ ধানের মুড়ি

আসসালামু আলাইকুম,শুরু হয়ে গেছে খেজুরের রস থেকে গুড় তৈরী করা,যারা নিতে চান অর্ডার করুন,ইনশাআল্লাহ অর্ডার করলেই পেয়ে যাবেন...
15/11/2023

আসসালামু আলাইকুম,শুরু হয়ে গেছে খেজুরের রস থেকে গুড় তৈরী করা,যারা নিতে চান অর্ডার করুন,ইনশাআল্লাহ অর্ডার করলেই পেয়ে যাবেন,ধন্যবাদ সবাইকে

গাছ পাকা কদবেল কে কবে খেয়েছেন,সেই স্বাদ এতো স্বাদ ক্যা 😋😋😋গ্রামে না আসলে এটার আসল স্বাদ আপনারা নিতে পারবেন না 😋😋😋
12/11/2023

গাছ পাকা কদবেল কে কবে খেয়েছেন,সেই স্বাদ এতো স্বাদ ক্যা 😋😋😋
গ্রামে না আসলে এটার আসল স্বাদ আপনারা নিতে পারবেন না 😋😋😋

"খাবার রেডি, সবাই খেতে এসো",.....এই কথাটা কখনোই বলবেন না। বিশেষত নিজের সন্তানদের সামনে তো নয়ই।আপনার পরিবারের অন্যান্য সদ...
08/11/2023

"খাবার রেডি, সবাই খেতে এসো",.....
এই কথাটা কখনোই বলবেন না। বিশেষত নিজের সন্তানদের সামনে তো নয়ই।
আপনার পরিবারের অন্যান্য সদস্যরা দাওয়াত খেতে আসেনি বাসায়, যে আপনি সব কিছু সাজিয়ে তাদের খেতে ডাকবেন।
খাবার টেবিলে রেডি করার সময় বাড়ির অন্যান্য সদস্যদের অংশগ্রহণ নিশ্চিত করুন।
একজন পানি ভরবে জগে, অন্যজন প্লেট আনবে, আরেকজন টেবিলে ভাত, তরকারী নিয়ে যাবে। সালাদ কাটার দায়িত্ব দিন অপর একজনের কাঁধে।
সদস্যসংখ্যা বেশি হলে একেকদিন একেকজনের পালা তৈরি করে দিন।
আপনার সন্তানদের এটা শেখাবেন না, যে, খাবার রেডি করে মুখের সামনে সাজানোর দায়িত্ব মায়ের আর তাদের দায়িত্ব শুধু খাওয়া।
শুধু তাই নয়, খাবার শেষে নিজের প্লেট ধুয়ে রাখতে শেখান।//////

আর অল্প কিছুদিনের মধ্যেই শুরু হয়ে যাবে খেজুরের রস থেকে খেজুরের গুড় তৈরী করা,ভালো এবং খাঁটি গুড় নিতে পেজটা ফলো করে রাখুন,...
28/10/2023

আর অল্প কিছুদিনের মধ্যেই শুরু হয়ে যাবে খেজুরের রস থেকে খেজুরের গুড় তৈরী করা,ভালো এবং খাঁটি গুড় নিতে পেজটা ফলো করে রাখুন,ইনশাআল্লাহ

আলহামদুলিল্লাহ,ডেলিভারির জন্য প্রস্তুত,যারা নিতে চান ইনবক্সে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন,ধন্যবাদ সবাইকে
20/10/2023

আলহামদুলিল্লাহ,ডেলিভারির জন্য প্রস্তুত,যারা নিতে চান ইনবক্সে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন,ধন্যবাদ সবাইকে

15/10/2023

মানুষ কী বলবে....!

গ্রামের বাজারে দুধ বিক্রির দৃশ্য
09/10/2023

গ্রামের বাজারে দুধ বিক্রির দৃশ্য

তাঁতের শাড়ির রাজধানী খ্যাত টাঙ্গাইলের  সুদক্ষ কারিগরের তৈরি হাফ সিল্ক শাড়ি ।বিস্তারিত জানতে ও ক্রয় করতে ইনবক্স করুন ।
08/10/2023

তাঁতের শাড়ির রাজধানী খ্যাত টাঙ্গাইলের সুদক্ষ কারিগরের তৈরি হাফ সিল্ক শাড়ি ।
বিস্তারিত জানতে ও ক্রয় করতে ইনবক্স করুন ।

ঘি নিয়ে বড় বড় ব্যাবসায়ী যদি এলোমেলো তথ্য দেয় বিষয়গুলো খারাপ লাগে। আমরা যারা ছোট মানুষ আছি তাদের আবার বিলিভ করে খুব কম মা...
07/10/2023

ঘি নিয়ে বড় বড় ব্যাবসায়ী যদি এলোমেলো তথ্য দেয় বিষয়গুলো খারাপ লাগে।

আমরা যারা ছোট মানুষ আছি তাদের আবার বিলিভ করে খুব কম মানুষ। যদি বলি :-

১। দানাদার ঘি ভালো তবে দানাদার ঘি মানেই সেরা ঘি না ।
২। সব জালের ঘি এক রকম হবে না কারিগর যতই অভিজ্ঞ হোক না কেন ।

৩। ভালো ঘি ক্রিম টাইপ, হালকা দানা,মিহি দানা হইতে পারে ।

৪। পাবনার / সিরাজগঞ্জের ঘিই সেরা এমন ধারণা থেকে বের হতে হবে ।

৫। ১৬০০-১৮০০ টাকা কেজি হলেই ঘি ভালো ১২০০-১৪০০ টাকা কেজি হলে খারাপ, এমন ধারনা থেকে বের হয়ে আসেন ।

৬। সরের ঘি এর দাম যদি ক্রিমের ঘি এর চেয়ে দামে কম হয় বা সমান দাম হয় তাহলে বুঝে নিয়েন ওইটা একক সরের ঘি না ।

৭। কারো সরের ঘি যদি ১৭-২০ দিন পর ঘ্রাণ আউট হয়ে যায় তাহলে সেইটা একক সরের ঘি না ।

৮। দেশী গাভীর দুধের ঘি পাওয়া যাবে না এমন না,,খুবই কম পরিমাণ হবে তাই যাচাই করে নিবেন ।

৯। উন্নত জাতের গাভী বাংলাদেশে পালন হচ্ছে বলেই এইটাকে দেশী গাভী বলা ঠিক হবেনা ।

কথাগুলো বিশ্বাস করবেন কিনা জানিনা তবে কথাগুলো বাস্তব এবং পরিক্ষিত । পয়েন্টে পয়েন্টে বিশ্লেষণ করবো ইনশাআল্লাহ ।

খোসা সহ এবং খোসা ছাড়া দুই রকমেরই নারিকেল নিতে চাইলে এখুনি অর্ডার করুন
04/10/2023

খোসা সহ এবং খোসা ছাড়া দুই রকমেরই নারিকেল নিতে চাইলে এখুনি অর্ডার করুন

কাঁচা বাদাম ২ কোয়ালিটির পাওয়া যায়,খোসা সহ এবং খোসা ছাড়া । যার যেটা লাগবে অর্ডার করলেই ইনশাআল্লাহ পেয়ে যাবেন,বিস্তারিত জা...
30/09/2023

কাঁচা বাদাম ২ কোয়ালিটির পাওয়া যায়,খোসা সহ এবং খোসা ছাড়া । যার যেটা লাগবে অর্ডার করলেই ইনশাআল্লাহ পেয়ে যাবেন,বিস্তারিত জানতে ইনবক্সে যোগাযোগ করবেন,ধন্যবাদ

28/09/2023

আমাদের পাবনা ❤️❤️

কাঁচা বাদাম সারা বছরই পাওয়া যায়,যারা নিতে চান অর্ডার দিলেই পেয়ে যাবেন,ইন-শাহ-আল্লাহ
27/09/2023

কাঁচা বাদাম সারা বছরই পাওয়া যায়,যারা নিতে চান অর্ডার দিলেই পেয়ে যাবেন,ইন-শাহ-আল্লাহ

পুষ্টির পাওয়ার হাউজ এই সজিনা পাতার অবাক করা কিছু বিস্ময়কর গুণ যা আপনাকে অবাক করে দিবে প্রায় ৩০০ রো*গের সমা-ধান করে, এমন ...
26/09/2023

পুষ্টির পাওয়ার হাউজ এই সজিনা পাতার অবাক করা কিছু বিস্ময়কর গুণ যা আপনাকে অবাক করে দিবে
প্রায় ৩০০ রো*গের সমা-ধান করে, এমন উপকারি পাতা পৃথিবীতে ২য় টি আর নেই -সুস্থ থাকতে প্রতিদিন ১ গ্লাস জুসই যথেষ্ট
-
প্রতিদিন সকালে ১ গ্লাস মরিংগা বা সজিনা পাতার জুস খেলে যে সব উপকারিতা পাবেন।
✅ কোষ্ঠ কাঠিন্য থেকে মুক্তি পাবেন
✅ গ্যাস্ট্রিক বা এসিডিটি থেকে চিরতরে মুক্তি
✅ উচ্চরক্তচাপ নিয়ন্ত্রন করে
✅ ডায়াবেটিকস নিয়ন্ত্রনে রাখে
✅ হার্ট কে সুস্থ রাখে

যেসব এলাকায় দুধের দাম কম সেই জেলার ঘি এর দাম কম হবে এইটাই স্বাভাবিক। ধরেন, পাবনা দুধের দাম ৫০/৬০ টাকা, এই একই দুধ সিলেট,...
25/09/2023

যেসব এলাকায় দুধের দাম কম সেই জেলার ঘি এর দাম কম হবে এইটাই স্বাভাবিক।

ধরেন, পাবনা দুধের দাম ৫০/৬০ টাকা,
এই একই দুধ সিলেট, চট্টগ্রাম ৮০/৯০ টাকা।

তাহলে পাবনার ঘি এর চেয়ে চট্টগ্রামের ঘি এর দাম বেশী পড়বে এইটাই স্বাভাবিক। অথবা কেও যদি চট্টগ্রাম থেকে নিজে নিজে পাবনা এসে ঘি বানাতে চান তার যাতায়াত এবং খাবার মিলে খরচ প্রচুর বেড়ে যাবে। আমরা যে দামে বিক্রি করছি সেই দাম খরচ পড়বে।

এজন্য যারা চাচ্ছেন ঘি নিয়ে কাজ করতে কিন্তু দুধের এলাকায় বাড়ি না, তারা ঘি নিবেন বিশ্বস্ত পরিচিত লোকের থেকে। নাহলে পস্তাতে হবে আপনাকে শিওর থাকেন।

প্রোডাক্ট গুলা অনেক সুন্দর,আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন ।
23/09/2023

প্রোডাক্ট গুলা অনেক সুন্দর,আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন ।

I've received 400 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉
11/09/2023

I've received 400 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉

**কখনো শুধু টাকার জন্য কাজ করবেন না, কাজটাকে পাগলের মতো ভালবেসে করে যান, ওটা এমনিতেই আসবে।**অনেকের বাসনা অনেক টাকা কামাত...
07/09/2023

**কখনো শুধু টাকার জন্য কাজ করবেন না, কাজটাকে পাগলের মতো ভালবেসে করে যান, ওটা এমনিতেই আসবে।**

অনেকের বাসনা অনেক টাকা কামাতে হবে এবং বেশী সময় নেয়া যাবে না, দ্রুত বড়লোক (টাকাওয়ালা) হতে হবে !!! সেটা যে কোন মূল্যে… এই বাসনা বেশিরভাগ ক্ষেত্রে অনৈতিকতার দিকে নিয়ে যায়। অসৎ পথে অন্যকে ঠকিয়ে টাকা কামানোর দিকে নিয়ে যায়। এটা একটা নেশা – যতই থাকুক না কেন আরও চায়।

কিন্তু আপনি যদি কাজ টা ভালোবেসে করেন, দক্ষতার সাথে করেন এবং কাজ পাগল মানুষ হিসেবে করেন – টাকা এমনিতেই আসবে।

আর একটা মানুষ স্বচ্ছ ও সুন্দর ভাবে জীবন যাপন করার জন্য কত টাকা দরকার? কোটি কোটি টাকা তো দরকাই। একটু খোঁজ নিয়ে দেখেন, তাঁরা কেউই ভালো নেই। সম্পদ রক্ষার চিন্তায় ঘুমাতে পারে না, সম্পদ হারানোর ভয় বেশী।

সুন্দর, স্বাভাবিক ও সচ্ছল জীবনের জন্য কাজটাকে ভালবাসুন, টাকা এমনিতেই আসবে, যা আপনাকে ভালো রাখবে ও খুশী রাখবে।

#নিজের_বলার_মতো_একটা_গল্প_ফাউন্ডেশন

I've received 300 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉
03/09/2023

I've received 300 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉

আজকের দিনে ভদ্র মানে তুমি ভীতু! বিনয়ী মানে তুমি দূর্বল। সৎ মানে তুমি বোকা!! আর স্পষ্টবাদী মানে তুমি বেয়াদব!! এবং ভুল ধরি...
30/08/2023

আজকের দিনে ভদ্র মানে তুমি ভীতু! বিনয়ী মানে তুমি দূর্বল। সৎ মানে তুমি বোকা!! আর স্পষ্টবাদী মানে তুমি বেয়াদব!! এবং ভুল ধরিয়ে দেওয়া মানে তুমি শত্রু!!
কথা সত্যি কিনা ???

আবারও দাম বেড়ে আড়াইশো এম.এল কোক এখন ৩০ টাকা ! ধারণা করা হচ্ছে খুব শীঘ্রই কোকের দাম ফেন্সিডিলের চেয়ে বেশি হবে ।
29/08/2023

আবারও দাম বেড়ে আড়াইশো এম.এল কোক এখন ৩০ টাকা ! ধারণা করা হচ্ছে খুব শীঘ্রই কোকের দাম ফেন্সিডিলের চেয়ে বেশি হবে ।

আমরাও একদিন আমাদের সবার প্রিয় মেন্টর  ❤️ইকবাল বাহার জাহিদ ❤️ স্যারের পাশে দাঁড়াতে পারবো,ইনশাআল্লাহকারণ,আমরা স্যারের পরিব...
25/08/2023

আমরাও একদিন আমাদের সবার প্রিয় মেন্টর ❤️ইকবাল বাহার জাহিদ ❤️ স্যারের পাশে দাঁড়াতে পারবো,ইনশাআল্লাহ
কারণ,আমরা স্যারের পরিবারের একজন সদস্য,আলহামদুলিল্লাহ
আল্লাহ যেন স্যারকে সবসময় সুস্থ রাখেন,আমাদের সারা বাংলাদেশের অভিভাবক হিসেবে স্যারের পাশে যেন ছায়া হয়ে থাকতে পারি,ইনশাআল্লাহ ❤️

আমি কখন কোথায় যাবো সেটা শুধু আমিই জানি,অল্প কিছু কাঁচা বাদামের অর্ডার ছিলো তাই কালেক্ট করলাম,অর্ডার ছাড়া কাঁচা বাদাম কিন...
25/08/2023

আমি কখন কোথায় যাবো সেটা শুধু আমিই জানি,অল্প কিছু কাঁচা বাদামের অর্ডার ছিলো তাই কালেক্ট করলাম,অর্ডার ছাড়া কাঁচা বাদাম কিনি না,ধন্যবাদ সবাইকে ❤️🇧🇩

নিজের মনের গোপন কথা কখনো মানুষকে বলতে নেই,হাজারও দুঃখ কষ্টের হৃদয় চুরমার হয়ে গেলেও এক মুঠো সুখ খুঁজতে চলে এসো প্রকৃতির...
24/08/2023

নিজের মনের গোপন কথা কখনো মানুষকে বলতে নেই,
হাজারও দুঃখ কষ্টের হৃদয় চুরমার হয়ে গেলেও এক মুঠো সুখ খুঁজতে চলে এসো প্রকৃতির কাছে, সবুজের মায়াবী ছলনা কখনো তোমায় দুঃখ দেবে না 😌😌

আমাদের পাবনার বিখ্যাত লুঙ্গি এবং এগুলোকে বলে আলা লুঙ্গি,কেউ কিনতে চাইলে অবশ্যই জানাবেন আমাকে,আমি আছি ইনশাআল্লাহ
22/08/2023

আমাদের পাবনার বিখ্যাত লুঙ্গি এবং এগুলোকে বলে আলা লুঙ্গি,কেউ কিনতে চাইলে অবশ্যই জানাবেন আমাকে,আমি আছি ইনশাআল্লাহ

আসসালামু আলাইকুম,আজ রোজ মঙ্গলবার,আজকে আমাদের এখানে হাটবার,আজ পেঁয়াজ ২৮০০ থেকে ৩১৫০ টাকা মণ পর্যন্ত বিক্রি হয়েছে,সামনে আর...
22/08/2023

আসসালামু আলাইকুম,আজ রোজ মঙ্গলবার,আজকে আমাদের এখানে হাটবার,আজ পেঁয়াজ ২৮০০ থেকে ৩১৫০ টাকা মণ পর্যন্ত বিক্রি হয়েছে,সামনে আরও দাম বাড়বে আশা করা যায়

এই আশিনা ঝিনুক আমটা দেখতে যা সুন্দর লাগে বলার মতো না,কিন্তু এখনকার আম ব্যবসায়ীরা এটা অনেক মিষ্টি বলে বিক্রি করে,আপনি যদি...
21/08/2023

এই আশিনা ঝিনুক আমটা দেখতে যা সুন্দর লাগে বলার মতো না,কিন্তু এখনকার আম ব্যবসায়ীরা এটা অনেক মিষ্টি বলে বিক্রি করে,আপনি যদি আশেপাশের বাজার থেকে এবং ফল ব্যবসায়ীদেরকে বিশ্বাস করে কিনে নিয়ে যান তাহলে সেটা আপনার বোকামি ছাড়া আর কিছুই না,এই আমটা দেখতেই সুন্দর খাইতে না,নিজেই এই আমের রিভিউ দিলাম,এই আম খাওয়া থেকে বিরত থাকুন,যদি সরাসরি চাঁপাইনবাবগঞ্জ থেকে নিয়ে আসতে পারেন তাহলে হয়তো সেটা ভালো হতে পারে,কিন্তু বাজারেরটা একদমই বাজে,নিজে আম ব্যবসায়ী হয়েও এই কথা গুলো আপনাদের সাথে শেয়ার করলাম,এই আশিনা আম আমি বাজার থেকে ৫০ টাকা কেজিতে কিনেছিলাম,ধন্যবাদ সবাইকে

I've received 200 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉
21/08/2023

I've received 200 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉

আমরাও মধ্যবিত্ত,এই চার রকম তরকারি আজকে হাট থেকে কিনলাম ২২৫ টাকায়,মরিচ ২৫০ গ্রাম ৬০ টাকা,ধুন্দল ১ কেজি ২৫ টাকা,আলু ১ কেজি...
19/08/2023

আমরাও মধ্যবিত্ত,এই চার রকম তরকারি আজকে হাট থেকে কিনলাম ২২৫ টাকায়,মরিচ ২৫০ গ্রাম ৬০ টাকা,ধুন্দল ১ কেজি ২৫ টাকা,আলু ১ কেজি ৪০ টাকা এবং শুটকি মাছ ১০০ গ্রাম ১০০ টাকা,আর হাটে ইলিশ মাছ আছে প্রচুর কিন্তু সবার পক্ষে কেনা সম্ভব না ১২০০ টাকা হলে ১ কেজি ইলিশ মাছ কেনা যেতো,গ্রামেই যদি এমন হয় তাহলে শহরের কী অবস্থা বলুন ।

রসুনের দাম জোয়ারে এসে ভাটায় চলে গেল, প্রচুর পরিমাণে কমলো রসুনের দাম, আজ ১৯ আগস্ট ২০২৩ ইং, ০৪ ভাদ্র ১৪৩০ বাং, রোজ শনিবার,...
19/08/2023

রসুনের দাম জোয়ারে এসে ভাটায় চলে গেল, প্রচুর পরিমাণে কমলো রসুনের দাম, আজ ১৯ আগস্ট ২০২৩ ইং, ০৪ ভাদ্র ১৪৩০ বাং, রোজ শনিবার, পাবনা জেলার আতাইকুলা থানার বনগ্রাম হাঁটে প্রতিমণ রসুন বিগ সাইজ ৮০০০-৮৫০০ টাকা পর্যন্ত বেচাকেনা হয়েছে

আলহামদুলিল্লাহ,আমাদের পাবনার বিখ্যাত লুঙ্গির হাটে আসলাম,কিছু লুঙ্গির কালেকশন নিলাম
18/08/2023

আলহামদুলিল্লাহ,আমাদের পাবনার বিখ্যাত লুঙ্গির হাটে আসলাম,কিছু লুঙ্গির কালেকশন নিলাম

আজকে আমাদের বাজারে এই ইলিশ মাছ বিক্রি করছে ১৫০০ টাকা কেজি,মানে যার তার পক্ষে এই ইলিশ মাছ খাওয়া সম্ভব না,এজন্য আমাদের জাত...
16/08/2023

আজকে আমাদের বাজারে এই ইলিশ মাছ বিক্রি করছে ১৫০০ টাকা কেজি,মানে যার তার পক্ষে এই ইলিশ মাছ খাওয়া সম্ভব না,এজন্য আমাদের জাতীয় মাছ পাঙ্গাস 😥

পাবনা দারুল আমান ট্রাস্টে আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজায় মানুষের ঢল ❤️❤️
15/08/2023

পাবনা দারুল আমান ট্রাস্টে আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজায় মানুষের ঢল ❤️❤️

Address

Raghunathpur-Pabna
6600

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pabnar Products posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share