Channel TN News

Channel TN News ঠাকুরগাঁও জেলা সহ রংপুর বিভাগের সংবাদ পেতে আমাদের সাথে থাকুন




ধন্যবাদে


❤️❤️ চ্যানেল টি.এন নিউজ ❤️❤️ Thakurgaon news
মানবতার পক্ষে
(3)

নীলফামারীতে চিকিৎসাধীন অবস্থায় বন্দীর মৃত্যু।নীলফামারী জেলা কারাগারে কারাবন্দী মমিনুর ইসলাম (৫০) নামে এক ব্যক্তির রংপুর ...
14/01/2025

নীলফামারীতে চিকিৎসাধীন অবস্থায় বন্দীর মৃত্যু।

নীলফামারী জেলা কারাগারে কারাবন্দী মমিনুর ইসলাম (৫০) নামে এক ব্যক্তির রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।

তিনি নীলফামারী জেলার জলঢাকা উপজেলার মীরগঞ্জ ইউনিয়নের পূর্ব শিমুলবাড়ি এলাকার বাসিন্দা।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেন নীলফামারী কারাগারের সুপার রফিকুল ইসলাম।

গত ডিসেম্বর মাসে একটি রাজনৈতিক মামলায় তাকে গ্রেফতার করে তাকে কারাগারে পাঠানো হয়।
জেলা কারাগার সূত্রে জানা যায়, মমিনুর ইসলামের শারীরিক অবস্থার অবনতি হলে ৭ জানুয়ারি চিকিৎসার জন্য নীলফামারী সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় পরিবারের সদস্যরা তার সঙ্গে ছিলেন। ৮ জানুয়ারি অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে হয়।

জেল সুপার আরও জানান, চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর ৪টার দিকে মৃত্যুবরণ করেন। ময়নাতদন্ত সম্পন্ন হলে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

#রংপুর #বিভাগ #নীলফামারী #জেলার #সংবাদ
#ভাইরাল #সারাদেশে #আজকেরখবর #নিউজ

14/01/2025

ঠাকুরগাঁও পাসপোর্ট অফিসের একাউন্ট্যান্ট ফারুক আহমেদ ঘুষ লেনদেনের সময় দুদকের কাছে আটক।

পীরগঞ্জ কবরস্থানের দুই কবরের মাঝখানে এরকম ঘর..ঘরের ভিতরে অনেক নেশা সামগ্রী ছিল পরে এগুলো সব পুড়িয়ে ফেলা হয় #পীরগঞ্জ  ...
13/01/2025

পীরগঞ্জ কবরস্থানের দুই কবরের মাঝখানে এরকম ঘর..

ঘরের ভিতরে অনেক নেশা সামগ্রী ছিল পরে এগুলো সব পুড়িয়ে ফেলা হয়

#পীরগঞ্জ #সংবাদ #ঠাকুরগাঁও #এডমিন #যোগাযোগ



একটি হারানো বিজ্ঞপ্তি-📢পীরগঞ্জ কলেজ বাজার  তাবলীগের সাথীনাম :মো গিয়াস উদ্দিন গ্রাম :আমতলাউপজেলা :পলাশ জেলা :নরসিংদী সমস্...
12/01/2025

একটি হারানো বিজ্ঞপ্তি-📢

পীরগঞ্জ কলেজ বাজার তাবলীগের সাথী
নাম :মো গিয়াস উদ্দিন
গ্রাম :আমতলা
উপজেলা :পলাশ
জেলা :নরসিংদী

সমস্যা :ব্রেন স্ট্রোক করার ফলে মানসিক সমস্যা আছে
আজকে সন্ধ্যা ৬:৩০ টায় পীরগঞ্জ পাবলিক ক্লাব মাঠে অনুষ্ঠিত জানাজায় অংশ নেয় এবং দাফন কাজে অংশ নেওয়ার পরে কলেজ বাজার মসজিদ ফেরার পথে হারিয়ে যায় /খোঁজ পাওয়া যাচ্ছে না।

যদি কেউ দেখে থাকেন তাহলে অনুগ্রহ পূর্বক কলেজ বাজার মসজিদে পৌঁছায় দেওয়ার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হইলো।🙏
যোগাযোগ :মো: পারভেজ 01753871338
(তাবলীগের সাথী)

#নিখোঁজ #সংবাদ #পীরগঞ্জ #ঠাকুরগাঁও #নরসিংদী
#যোগাযোগ

পীরগঞ্জে পাকা রাস্তায় প্রাচীর নির্মাণ; প্রশাসনের নীরব ভূমিকায় ১৫ দিনেও  ৪০টি পরিবারের ভোগান্তি কাটছেনা।
12/01/2025

পীরগঞ্জে পাকা রাস্তায় প্রাচীর নির্মাণ; প্রশাসনের নীরব ভূমিকায় ১৫ দিনেও ৪০টি পরিবারের ভোগান্তি কাটছেনা।

12/01/2025

আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের জানাই আদাব এবং
অন্যান্য জাতির প্রতি রইল শুভেচ্ছা।

11/01/2025

সবার দৃষ্টি আকর্ষণ করছি 📢
(Ityadi - ইত্যাদি) অনুষ্ঠান এর শুটিং এর কাজ চলমান রয়েছে।

আশা করি আমরা সহ সারা দেশবাসী ৩১ জানুয়ারি তারিখে এই অনুষ্ঠান দেখবো। 😎

Bangladesh Television এ দেখা যাবে।✅
যা কিছু হয়েছে তার জন্য আমরা সবাই লজ্জিত।
ভুল ত্রুটি মার্জনীয়।🙏

তার সাথে আমাদের পেইজ Thakurgaon News এ দেখানোর চেষ্টা করবো। 🎬

৩১ #জানুয়ারি রোজ #শক্রবার সবাই চোখ রাখুন
#বিটিভি .

আপনাদের সবার সহযোগিতা চাই। 🥰

_________________

#এডমিন

________________

10/01/2025

উদ্ভূত পরিস্থিতির কারণ হামলা, ভাংচুর বা মারামারি নয়, ইত্যাদির প্রতি দর্শকদের ভালোবাসা- হানিফ সংকেত।

#ইত্যাদি
#ইত্যাদি #ঠাকুরগাঁও #রাণীশংকৈল #রাজবাড়ী
#ভাইরাল #সংবাদ #সারাদেশে #খবর #আজকেরখবর #নিউজ



বোচাগঞ্জ উপজেলা রামদাস পাড়া  ডিএন অটো রাইস মিলের  সামনে সড়ক দুর্ঘ/টনায় দুজন গুরুতর  আহত।এপযন্ত জানা গেছে ১ জনের পা ভে...
10/01/2025

বোচাগঞ্জ উপজেলা রামদাস পাড়া ডিএন অটো রাইস মিলের সামনে সড়ক দুর্ঘ/টনায় দুজন গুরুতর আহত।

এপযন্ত জানা গেছে ১ জনের পা ভেঙে গুড়ো হয়ে গেছে!!!
ছাত্রসহ কিছু হৃদয়বান ব্যাক্তি উদ্ধার করে হাসপাতালে নিলে কতৃপক্ষ দিনাজপুরে রেফার করে।

আল্লাহ তায়ালা তাদের দ্রুত সুস্থ করে দিন।
আমিন।।

#আজকেরখবর #সড়ক #দুর্ঘটনা #দিনাজপুর
#জেলার #সংবাদ

10/01/2025

মুখ খুললেন হানিফ সংকেত

দুঃখজনক নয়,ইত্যাদি প্রতি ভালবাসে বহিঃপ্রকাশ ঘটেছে

10/01/2025

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁওয়ে বিয়ের দাবীতে প্রেমিকার অনশন।

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের বিশ্রামপুর গ্রামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থান।

বালিয়াডাঙ্গী উপজেলার ৬ নং ভানোর ইউনিয়নের বিশ্রামপুর গ্রামের মোঃ সামাদ আলীর ছেলে তুহিনের বাড়িতে ঠাকুরগাঁও সদর উপজেলার আখানগর চুতড়াখোর হতে খুশি আক্তার (১৭) নামে এক মেয়ে বুধবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় বিয়ের দাবিতে অবস্থান নিয়েছে। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, অবস্থানরত ঐ মেয়ে তুহিনের বাড়ি গেটের সামনে বসে রয়েছে। জিজ্ঞেস করলে অবস্থানরত খুশি আক্তার বলেন ২ ৩ মাস ধরে তুহিনের সঙ্গে তার প্রেমের সম্পর্ক চলছিল। এরই মধ্যে গত ৩০ ডিসেম্বর তুহিন খুশিকে নিয়ে ঢাকায় চলে যায়, সেখানে প্রায় ৮ ১০ দিন থাকার পর বুধবার সকালে তারা ঠাকুরগাঁও কোর্টে আসে। খুশি আক্তার বলেন, " তুহিন আমাকে বিয়ে করার কথা বলে এবং বাড়ি থেকে তার বাবা এবং ভাই আসছে এমন কথা বলে কোর্টে বসিয়ে রেখে, তুহিন কৌশলে পালিয়ে যায়।

#ঠাকুরগাঁও #বিয়ের #দাবি #ভাইরালভিডিওシ
#ভাইরাল #বালিয়াডাঙ্গী #সারাদেশে #বাংলাদেশ
#সংবাদ #আজকেরখবর #ভিডিও

10/01/2025

📽️ ইত্যাদি 🎬
আগামী ৩১শে জানুয়ারি বিটিভে সম্প্রচারিত হবে অনুষ্ঠানটি। ❤️🥰

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত।।হানিফ সংকেত বলেন এই ঘটনার পর এখন পর্যন্ত আমি কারও সঙ্গে কথা...
10/01/2025

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত।।

হানিফ সংকেত বলেন এই ঘটনার পর এখন পর্যন্ত আমি কারও সঙ্গে কথা বলিনি। আসলে আমরা কোনো মাঠে এই অনুষ্ঠানের রেকর্ডিং করি না। সাধারণত যেকোনো প্রত্নতাত্ত্বিক নিদর্শন বা দেশের কোনো ঐতিহ্যবাহী স্থানে আমরা অনুষ্ঠানটা করি। প্রতিটি জায়গারই আলাদা একটা বৈশিষ্ট্য থাকে। ঠাকুরগাঁওয়ে এ রকম কিছু নেই। তারপরও আমরা জানতে পেরেছি, রানীশংকৈল উপজেলায় টংকনাথের রাজবাড়ি নামে একটি জমিদারবাড়ি আছে, যেটা খুবই বিখ্যাত, প্রত্নতত্ত্ব নিদর্শনও। আমাদের প্রত্নতত্ত্ব অধিদপ্তর এটা সংরক্ষণও করেছে। এরপর আমরা ওখানকার জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বললাম। তাঁরা বললেন, ‘এটা তো গ্রামীণ এলাকা, এখানে অত লোক পাবেন? অন্য জায়গায় করা যায় কি না, ঠাকুরগাঁওয়ে।’ আমি তখন বলেছি, ‘ঠাকুরগাঁওয়ে করব না। আমরা তো মাঠে করি না।’ তখন তাঁরাও বলছিলেন, ‘দর্শক না এলে হবে?’ আমি তখন বলেছি, ‘আমাদের দুই থেকে তিন হাজার দর্শক হলেই চলবে। আমরা তো স্থাপনার বাইরে যেতে পারব না।’ সবকিছু মিলে টংকনাথ রাজবাড়িতে আমরা করলাম। অনুষ্ঠানের আগে আমরা আট হাজার প্রবেশ পাস দিয়েছি। ওখানে কিন্তু আর্মি, পুলিশ সবাই ছিল। যখনই আমরা অনুষ্ঠান শুরু করলাম। দর্শক তালি দিল। যেই আমি মঞ্চে এলাম, শুনলাম, চারদিক থেকে তিন কিলোমিটারের মতো রাস্তা প্যাকড। পাঁচ লাখের অধিক লোক। এত মানুষকে আমি কোথায় বসতে দেব। লোকজন করল কি, বাঁশের ব্যারিকেড ছিল, তা ভেঙে ঝাঁপিয়ে পড়ল। তখন তো ম্যাচাকার অবস্থা। ওখানে নারী আছেন, শিশু আছে, আছেন বিভিন্ন বয়সী মানুষ। এরপর হাউকাউ শুরু হয়ে গেল। পুলিশ থামানোর চেষ্টা করছে, আমিও করছি। অস্থির অবস্থা। কেউ চেয়ার–ছোড়াছুড়ি করছে।

আমি তখন প্রশাসনকে ডেকে বললাম, ‘এভাবে অনুষ্ঠান করা যাবে না। মানুষ শান্ত হোক, তারপর অনুষ্ঠান শুরু করব। আপাতত আমরা অনুষ্ঠান কিছু সময়ের জন্য বন্ধ রাখি।’ আমরাও অনুষ্ঠানের দৃশ্যধারণ বন্ধ করে দিয়ে লাইট বন্ধ করে দিলাম। জানিয়ে দিলাম, ‘অনুষ্ঠান আপাতত হচ্ছে না। আপনারা শান্ত হন।’ এ–ও অনুরোধ করেছি, ‘চলে যান। পরবর্তী সময় আমরা চিন্তা করব কী করা যায়।’ লোক যেতে তিন ঘণ্টা লেগে গেল।

আমরা অনুষ্ঠান শুরু করি সন্ধ্যা সাড়ে ছয়টায়। সাড়ে সাতটা কি আটটার সময় ঘটনার সূত্রপাত, যখন আমি মঞ্চে উঠলাম। ওঠার পর যখন কথা বললাম, তখনই বিশৃঙ্খলা শুরু হয়। এরপর একটা নাচ করলাম। তারপর রবি চৌধুরী ও লিজার গানের অর্ধেকটা করলাম, তখন সেকেন্ড বিশৃঙ্খলা শুরু হয়। এক থেকে দেড় ঘণ্টা অনুষ্ঠানের দৃশ্যধারণ বন্ধ রেখে রাত সাড়ে ৯টা কি ১০টার দিকে আবার শুরু করেছি। দিবাগত রাত সাড়ে ১২টা পর্যন্ত শুটিং করেছি। এখানকার স্থানীয় লোকজন খুবই আন্তরিক। তাঁরা এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন। লজ্জিত হয়েছেন। তাঁরা বলেছেন, ‘ঠাকুরগাঁওয়ের লোক ভালো।’ তখন আমিও বলেছি, ‘আমি তো বলিনি ঠাকুরগাঁওয়ের লোক খারাপ। ভালো বলেই তো শুটিং করতে এসেছি।’ আসলে সেখানে সমস্যাটা হয়েছে কি, আমরা পরিস্থিতির শিকার হয়ে গেছি। আমরাও বুঝিনি যে এত লোক হবে। কর্তৃপক্ষও বোঝেনি যে এত লোক হবে। আমাদের জায়গাটা আসলে আরও বড় হওয়া উচিত ছিল।।।

সাংঘাতিক স্মুথ হয়েছে। ঘটনার পর যখন শুটিং শুরু করেছি, সেখানে থাকা সবাই বেশ আন্তরিক ছিল। আমাদের অনুষ্ঠান যখন শেষ হয়, তখনো দেড় থেকে দুই হাজার মানুষ ছিল। আমরা যখন অনুষ্ঠান বন্ধ করে দিই, তখন স্বাভাবিকভাবে লোকজন কমে যেতে শুরু করে। নারীরা বাসায় ফিরে যান। এর মধ্যে শেষ পর্যন্ত অনুষ্ঠান করতে পারব কি না, এ নিয়ে তারাও সন্দেহের মধ্যে ছিলেন। আমরাও তা–ই চেয়েছিলাম, না হলে তো সমস্যা। আমরা তো আর সবাইকে জায়গা দিতে পারব না।

এ ধরনের বিচ্ছিন্ন ঘটনা আরও হয়েছে। ময়মনসিংহের ত্রিশালে ঘটেছে, ওখানেও কয়েক লাখ লোক হয়েছিল। এরপর তো ছাদ ভাঙার উপক্রম হয়েছিল। তেঁতুলিয়ায়ও যখন শুটিং করেছি, তখন ছাদ ভেঙে পড়ে গিয়েছিল। এমন ঘটনা আমার জীবনে নতুন নয়। তবে আমরা এত কিছুর মধ্যে অনুষ্ঠান একেবারের জন্যও বন্ধ করিনি। এবার যে এক থেকে দেড় ঘণ্টা স্থগিত করেছি, এ রকম হয়নি। হট্টগোল হয়েছে, চালিয়ে গেছি। এখানে পারিনি, ভয়ে ছিলাম যে অনেক নারী দর্শক ছিলেন। শিশুরা ছিল। তাদের যাতে কোনো সমস্যা না হয়। তাদের নিরাপত্তার কথা ভেবে আমি অনুষ্ঠান বন্ধ রেখেছিলাম। সবাইকে শান্ত হওয়ার অনুরোধ করেছি, তাঁরা শুনেছেনও। এত লোক, ভয়ে কেউ কেউ কান্নাকাটি শুরু করেছিল। আমরা তাড়াতাড়ি অনুষ্ঠান বন্ধ করে অনেক দর্শককে স্টেজের পেছনে নিয়ে আসি। তাদের অভয় দিই। অনেক লোক চলে গেল। সরকারি, বেসরকারি, রাজনৈতিক দলের লোকজনও ছিল অনুষ্ঠানে। স্বেচ্ছাসেবক হিসেবেও অনেকে কাজ করেছে। ছাত্রদলের লোকজনও দেখলাম। এর বাইরে বিভিন্ন দলের লোক এসে সামাল দিল দেখলাম। দর্শকের কোনো অপরাধ আমি বলব না। এখন কেউ যদি আমাকে ভালেবাসে, তা তো অন্যায় নয়। সেই ভালোবাসা থেকে তারা এসেছে। এরপর বসতে না–পারায়, অনুষ্ঠান দেখতে না–পারায়, তাদের খারাপ লেগেছে। কে কার চেয়ে এগিয়ে বসে, এটার প্রতিযোগিতা করছিল। যে বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল, তা এক থেকে দেড় ঘণ্টার মধ্যে থেমে গেছে। আমরাও চমৎকারভাবে অনুষ্ঠান করেছি। আমার খুব খারাপ লেগেছে, আমাদের সো কলড কিছু মিডিয়া ইউটিউব, ফেসবুকে এবং প্রথম সারির কয়েকটি মিডিয়া এমনভাবে খবর প্রকাশ করেছে, মনে হয়েছে এখানে হামলা হয়েছে, এই হয়েছে, সেই হয়েছে, মারামারি হয়েছে। কিন্তু কোনো মারামারি হয়নি। চেয়ার মানুষের পায়ে লাগছিল, মানুষ সরিয়ে দিচ্ছিল, এই যা। এগুলো তো অন্য জিনিস। আমার কাছে ন্যুইসেন্স (উপদ্রব) মনে হয়নি। হুলুস্থুল হয়েছে, হুড়োহুড়ি হয়েছে, বিশৃঙ্খলা হয়েছে।

#ঠাকুরগাঁও #রাণীশংকৈল #ইত্যাদি #ভাইরালভিডিওシ
#ইত্যাদি #ঠাকুরগাঁও #রাণীশংকৈল #রাজবাড়ী
#ভাইরাল

10/01/2025

ইত্যাদি অনুষ্ঠানে হামলা-ভাঙচুরের কারণ কি?
তবে কোনো অভিযোগ নেই ইত্যাদি কর্তৃপক্ষের।।

মূল বিষয় হচ্ছে ইত্যাদি একটি সুন্দর জায়গা নির্বাচন করলেও,,,
জায়গাটা অনেক ছোট সর্বোচ্চ ২০-৪০ হাজার ধারণক্ষমতা।

যেভাবে প্রচার হয়েছে তাতে প্রায় ২ লক্ষ মানুষ ইত্যাদির অনুষ্ঠান দেখতে গেছে।

যদি হঠাৎ করে আয়োজন হতো তবে ৫০ হাজার মানুষ হতো।

আয়োজন কমিটিকে এসব বিষয় মাথায় রেখে প্রোগাম করতে হতো।

সবাই শেয়ার করুন।
জেলার নাম তো আকাশে 😭

#ইত্যাদি
#ইত্যাদি #ঠাকুরগাঁও #রাণীশংকৈল #রাজবাড়ী
#ভাইরাল #সংবাদ #সারাদেশে #খবর #আজকেরখবর #নিউজ



Address

Thakurgaon
Rājshāhi

Alerts

Be the first to know and let us send you an email when Channel TN News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Channel TN News:

Videos

Share