Selina Nihat

Selina Nihat This is selina nihat Im from Dhaka. Im a digital marketer. Please visit my page .

Jumma mubarak to all. Ajke beshe kore ইসতেগ ফার করি আর পবিত্র মাস সবাই আল্লাহ পাক এর কাছে মাফ চাই।
14/06/2024

Jumma mubarak to all. Ajke beshe kore ইসতেগ ফার করি আর পবিত্র মাস সবাই আল্লাহ পাক এর কাছে মাফ চাই।

*আজ একটি মেসেজ শেয়ার করছি* ...বাজার থেকে কিনে আনা উজ্জ্বল সবুজ ধনেপাতা আর পুঁইশাক কিনে বাড়ি ফিরছিলেন যাদবপুর কাটজুনগরের...
12/06/2024

*আজ একটি মেসেজ শেয়ার করছি* ...
বাজার থেকে কিনে আনা উজ্জ্বল সবুজ ধনেপাতা আর পুঁইশাক কিনে বাড়ি ফিরছিলেন যাদবপুর কাটজুনগরের বাসিন্দা শ্যামল সেন। স্মিত হেসে বছর তেইশের একটি মেয়ে এগিয়ে গিয়ে বলল, ‘মেসোমশাই, বাড়িতে যা নিয়ে যাচ্ছেন, তাতে কী আছে আপনি জানেন?’

প্রবীণ শ্যামলের উত্তর, ‘রোজ তো কিনি। এতে আর কী থাকবে! গিন্নি ধুয়ে পুঁইশাক রান্না করবে। আর ধনেপাতাটা একটু ধুয়ে পাবদার ঝোলে ছড়িয়ে দেবে। এর মধ্যে কোনও দিন কিছু তো পাইনি!’

মেয়েটি বিনীত স্বরে অনুরোধ করল, একটু সময় চেয়ে। তার পরে প্রবীণ শ্যামলকে একটি টেবিলের সামনে নিয়ে গিয়ে, বোতলে থাকা তেল জাতীয় এক ধরনে তরলে একটু তুলো চুবিয়ে ধনেপাতা আর পুঁইয়ের ডাঁটায় ঘষে দিল। *সাদা তুলো চোখের সামনেই সবুজ হয়ে গেল!*

শ্যামল তো অবাক। মেয়েটি তাঁকে জানালো, *তুলোর গায়ে লেগে থাকা সবুজ হচ্ছে ম্যালাকাইট গ্রিন।* যা নিয়মিত শরীরে ঢুকলে অনেক ধরনের জটিল রোগ হতে পারে। শুনে শ্যামল বাজারের দিকে যাচ্ছিলেন কেনা আনাজ ফেরত দিতে। মেয়েটি বলল, ‘ফেরত দিতে হবে না। বাড়িতে নিয়ে গিয়ে ঘণ্টা তিনেক জলে চুবিয়ে রেখে ভালো করে তার পরে ব্যবহার করবেন। আর ঘরে খানিকটা বাদাম তেল বা সোয়াবিনের তেলের মতো ভেজিটেবল তেল রেখে দিলেই হবে।’

এই ভাবেই রবিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত যাদবপুর এইট-বি বাস স্ট্যান্ড সংলগ্ন রাস্তায় শ’পাঁচেক মানুষকে ভেজাল ধরার হাতেখড়ি দিলেন বিজ্ঞানকর্মী অরুণিমা সোম, হিমাদ্রিশেখর সরকার, সন্দীপ বিশ্বাস এবং মনোতোষ সরকার।
পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ নিয়ন্ত্রিত যাদবপুর বিজ্ঞান কেন্দ্রের এই উদ্যোগ বিজ্ঞানকর্মীরা বলছিলেন, মানুষ দৈনন্দিন যে সব খাবার খাচ্ছেন তাতে ভেজাল আছে কি না জানার জন্য সব সময় ল্যাবরেটরিতে যাওয়ার দরকার হয় না। গৃহস্থালির খুঁটিনাটি দিয়েই ধরা যায় সেই ভেজাল।

তাঁরাই যেমন জানাচ্ছেন, *দুধে মেশানো হয় চার ধরনের জিনিস। ঘন করার জন্য ময়দা, আটা, অ্যারারুট।* কয়েক ফোঁটা বেটাডিন ফেলে দিলেই দুধ নীলচে হবে। বোঝা যাবে এতে আটা, ময়দা বা অ্যারারুট মেশানো আছে।

*দুধে ডিটারজেন্ট আছে কি না*, তা বুঝতে এক চামচ দুধে একটু হলুদ দিলেই বোঝা যাবে। দেখা যাবে, দুধ লালচে হয়ে যাচ্ছে।

দুধ যদি দু’দিন পরেও কেটে গিয়ে দই না-হয়ে যায়, তা হলে বুঝতে হবে *ওই দুধে ফর্মালিন আছে।*

*ঘিতেও মেশানো হয় আটা, ময়দা, চর্বি।* কয়েক ফোঁটা বেটাডিন ফেললেই তা বোঝা যাবে।

*মধুতে আবার মিশিয়ে দেওয়া হয় পুরোনো সিরাপ।* এক চামচ মধু নিয়ে, তাতে একটা দেশলাই কাঠি জ্বালিয়ে দিলে, দেখা যাবে পুরো মধুটাই পুড়ে গিয়েছে।

*লাড্ডু, চানাচুর, কচুভাজা, ঘুগনি, বিরিয়ানির মতো মুখরোচক খাবারে দেওয়া হয় মেটালিক ইয়েলো,* যে রঙ নিয়মিত শরীরে গেলে মানুষের ক্যান্সারে আক্রান্ত বা বিকলাঙ্গ হয়ে পড়ার সম্ভাবনা থাকে। তবে তা ধরাও সম্ভব। বাথরুমের পরিষ্কারের জন্য রাখা কয়েক ফোঁটা মিউরিয়াটিক অ্যাসিড ফেলে দিলেই দেখা যাবে, তা কালচে হয়ে আসছে।

যাদবপুর বিজ্ঞানকেন্দ্রের সম্পাদক সম্রাট মুখোপাধ্যায় বলেন, ‘আমাদের এই আয়োজনে যদি একজন মানুষও উপকৃত হন তা হলে সেটাই আমাদের সাফল্য।

পেলাম মেসেজটি, আপনাদের সঙ্গে শেয়ার করলাম।
আপনিও আপনার প্রিয়জনদের সচেতন করতে এই পোস্টটি অবশ্যই শেয়ার করুন। ধন্যবাদ

সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন।

#সংগৃহীত

এটা আমার মেয়ের আকাঁ  নীল আকাশ আর সমুদ্র মিলে মিশে গেছে । সুপ্রভাত সবাই কে।
11/06/2024

এটা আমার মেয়ের আকাঁ নীল আকাশ আর সমুদ্র মিলে মিশে গেছে । সুপ্রভাত সবাই কে।

10/06/2024

রাসেল ভাইপারঃ
এই সাপের বিশেষত্ব হচ্ছে, এরা খুবই বিষাধর। কাউকে ছোবল দিলে এন্টি ভেনম দিলেও বাঁচার সম্ভাবনা ২০%.।।এন্টি ভেনম এটার টা নাই এ দেশে।
আর এই দেশের জলবায়ুতে প্রকিতৃতে এদের কোন অবদান নাই।
আরও ভয়ংকর ব্যাপার হল অন্যান্য সাপ সাধারণত নিজেরা আক্রান্ত হলে কিংবা সরাসরি কারও সামনে পড়লে ছোবল দেয় অন্যথায় কামড় দিতে আসে না বরং পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু রাসেল ভাইপার দূরে থেকে মানুষ দেখলেও তেড়ে আসে আর কামড় দেওয়ার চেষ্টা করে।
অন্য সাপ ১ রকম বিষ ধারন করলেও,,রাসেল ভাইপারের বিষ একই সাথে ৫/৬ ধরনের হয়।
এই সাপ খুবই দ্রুত বংশ বিস্তার করে
এরা সরাসরি বাচ্চা দেয়---৫০ থেকে ৮০ টি পর্যন্ত বাচ্চা দিতে পারে।
সম্প্রতি,, রাজশাহী,, নাটোর,, পাবনা,,মানিকগঞ্জ,,,মাওয়া,,,পদ্মার তীরবর্তী এলাকায় এই সাপের উপদ্রব বেড়েছে।
তাই সরকারিভাবে যদি এই সাপ নিধনের উদ্যোগ না নেয়া হয় তাহলে বর্ষার মৌসুমে সারা বাংলাদেশে এই সাপ ছড়িয়ে পড়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে।
আপনারা তো ভাইরাল বস্তু ছাড়া শেয়ার করেন না,,জনসাধারণের উপকার এর জন্য শেয়ার করতে পারেন।
(Collected)

10/06/2024

৮ জুন থেকে ১৭ জুন
এই ১০ দিন একটা মুহুর্ত ও অবহেলা করে কাটাবেন না। যার যা চাওয়ার চেয়ে নিন।

জিলহজ্জ মাসের প্রথম ১০ দিনের আমল
১.অধিক পরিমাণে তাকবির পড়া
২. ৯ দিন রোজা (না পারলে অন্তত শেষের ২ দিন)
৩.আওয়াল ওয়াক্তে ৫ ওয়াক্ত নামাজ
৪.প্রতিদিন কমপক্ষে ২ রাকাআত তাহাজ্জুদ

৫.ইশরাক, চাশত, সালাতুদ দুহার নামাজ আদায় করা
৬.সামর্থ্য অনুযায়ী গোপনে দান সাদাকা
৭.যথাসম্ভব নফল নামাজ পড়া

৮.কমপক্ষে ১ পারা কুরআন তেলাওয়াত

৯.অনবরত জিকির ইস্তেগফার ,তাসবীহ ,তাহলীল, ১০.দুরুদ পড়া

১১. অধিক পরিমাণে তওবা করা

১২. অধিক পরিমাণে জিকির করা (সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ্,লা ইলাহা ইল্লালাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লহ, আল্লাহুম্মাগফিরলি, সুবহানাল্লাহি ওয়াবিহামদিহি সুবেহানাল্লাহিল আজিম)

১৩. সুরা বাকারার শেষ ২আয়াত পাঠ করা রাতে ঘুমানোর আগে

১৪. সুন্নাহ অনুযায়ী সব কাজ করা।

ইনশাআল্লাহ আমরা এই সময় টা কাজে লাগাবো। সবাই সবার জন্য দোয়া করবো।

Good morning everyone.
10/06/2024

Good morning everyone.

Good morning
09/06/2024

Good morning

পৃথিবীর চোখ!! পৃথিবী দেখতে না পেলেও পৃথিবীর চোখ (eye of earth) কিন্তু ঠিকই রয়েছে।প্রথম দেখায় নীল রঙের দানবীয় চোখ মনে হতে...
07/06/2024

পৃথিবীর চোখ!! পৃথিবী দেখতে না পেলেও পৃথিবীর চোখ (eye of earth) কিন্তু ঠিকই রয়েছে।
প্রথম দেখায় নীল রঙের দানবীয় চোখ মনে হতে পারে!! কিন্তু এটি মূলত একটি নদী! ক্রোয়েশিয়ার দালমাটিয়া অঞ্চলে ইজবোর সেটিন (Izvor Cetine) নামক নদী দেখতে হুবুহু চোখের মত। "ইজবোর সেটিন" ক্রোয়েশিয়ান শব্দের অর্থ সেটিনা নদীর উৎস (Source of Cetina)। ইজবোর সেটিন নদীর পানি খুবই ঠান্ডা (৪ ডিগ্রী থেকে ৭ ডিগ্রী )। এমন কি গ্রীষ্মকালেও এর পানি গরম হয় না। নদীটির গভীরতা প্রায় ৫০০ফু। সুউচ্চ দিনারা পর্বতের নীচে প্রবাহিত এই নদীকে ড্রাগনের চোখও বলা হয়।
আন্তর্জাতিক পর্যটকদের অন্যতম আকর্ষণ এই পৃথিবীর চোখ!!

©Science with Fahad

জুমমা মুবারক আসুন আজকে দিনের আমল বেশি।করে করি।
07/06/2024

জুমমা মুবারক আসুন আজকে দিনের আমল বেশি।করে করি।

Good morning everyone
04/06/2024

Good morning everyone

আমাদের নিজেদের জীবন কে গতিশীল করতে একটা চমৎকার সেমিনার করতে পারি। সেমিনার টা হচ্ছে এ যুগের উপযোগী বিষয়ক সেটা হচ্ছে ফ্রি...
02/06/2024

আমাদের নিজেদের জীবন কে গতিশীল করতে একটা চমৎকার সেমিনার করতে পারি। সেমিনার টা হচ্ছে এ যুগের উপযোগী বিষয়ক সেটা হচ্ছে ফ্রিলান্সিং এর উপর ফ্রি সেমিনার । যেটা করলে এই বিষয়ক সব তথ্য পাবেন যেটা আপনাকে অনেক কিছু শেখাবে তাও আবার ফ্রি এর জন্য প্রয়োজন হবে একটি android ফোন আর বেশি না দু ঘন্টা সময় যা আপনার জীবন কে পাল্টাতে সাহায্য করবে আপনে লারনিং থেকে আরনিং করবেন খুব জলদি তাই আর দেরী নয় যুক্ত হয়ে যান আগামী ০৩|০৬|২৪ এ দুপুর ২ : ৪৫ মিনিট এ।যারা করতে আগ্রহী তারা ইনবক্স নক দিবেন। ইনশাআল্লাহ।

Celebrating my 1st year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉
30/05/2024

Celebrating my 1st year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

আমার ছোট্ট  বেলী ফূল গাছে কি যে মায়ার ফূল ফূটেছৈ। দারুণ 🌸🌸
24/05/2024

আমার ছোট্ট বেলী ফূল গাছে কি যে মায়ার ফূল ফূটেছৈ। দারুণ 🌸🌸

Jumma mubarak to all.
24/05/2024

Jumma mubarak to all.

Good morning.
22/05/2024

Good morning.

Address

Saidpur
Rājshāhi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Selina Nihat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other Rājshāhi media companies

Show All