![পুরুষ হওয়া সহজ, সুপুরুষ হওয়া কিঞ্চিত কঠিন, বীরপুরুষ হওয়া তো আরো কঠিন। আমি পুরুষ ও সুপুরুষ বীরপুরুষ কোনটাই হতে পারব না...](https://img5.medioq.com/322/164/857598273221645.jpg)
22/10/2024
পুরুষ হওয়া সহজ,
সুপুরুষ হওয়া কিঞ্চিত কঠিন, বীরপুরুষ হওয়া তো আরো কঠিন। আমি পুরুষ ও সুপুরুষ বীরপুরুষ কোনটাই হতে পারব না হয়তো। তবে চেষ্টা করতে সমস্যা নেই। আমি চাইনা আমার জীবন নিয়ে কোন নতুন গল্প শুরু হোক। আমি আমার পুরাতন গল্প নিয়ে সুখী আছি। তবে এটাও না যে আমি আমার পুরনো গল্পতেই বসে আছি। জীবন নদীর মত প্রবাহমান। পৃথিবীতে কাউকে কখনো আটকে রাখবেন না। যতটা আটকে রাখবেন ততটাই দূরে যেতে হবে আপনাকে তার থেকে। প্রত্যেকটি সম্পর্কের একটা আপেক্ষিক দেয়াল তৈরি করে রাখবেন। যাতে করে মৃত্যুর আগ পর্যন্ত তার সাথে হাই-হ্যালো করতে পারেন। এতটা উদগ্রীব হবেন না কাউকে নিয়ে। কাউকে নিয়ে শতভাগ নিশ্চিত দিয়ে কথা বলবেন না।
জীবনের অনেকগুলো বিপদ একসাথে মোকাবেলা করছি । শুধু আল্লাহই জানেন। তবুও মানুষ কষ্ট দিতে কমতি করছে না। প্রত্যেকটা মানুষ তার নিজ নিজ স্থান থেকে যতটুকু কষ্ট দেওয়ার সাধ্য আছে সবটুকুই দিচ্ছে। ইনশাআল্লাহ আঁধার রাত কেটে একদিন সূর্য উদিত হবে। আলহামদুলিল্লাহ এখনো বলছি যেদিন সেই সূর্য উঠবে সেদিনও আলহামদুলিল্লাহ বলে সূর্যকে বরণ করে নেব।
পরিশেষে বলতে চাই,
মানুষ তার স্বভাবের চাইতেও নিকৃষ্ট। আমিও কম নই কিঞ্চিৎ বেশি। আপনি যেটাকে মনে করছেন খুব অন্যায় তার কাছে সেটা মজা, আর সে যেটাকে মনে করছে অন্যায় আপনার কাছে সেটা মজা। সুতরাং একটা আপেক্ষিক দেয়াল গড়ে রাখাই শ্রেয় ।