![চোখ বিক্রি করে আমি এই দেশে পথ চলি। চারদিকে তাই কাউকে দেখি না। পথের মধ্যে একজন বলেছিল, কান দুটাও রেখে যাও। রেখে এলাম। এখন...](https://img4.medioq.com/941/450/1027147489414509.jpg)
31/07/2024
চোখ বিক্রি করে আমি এই দেশে পথ চলি।
চারদিকে তাই কাউকে দেখি না। পথের মধ্যে একজন বলেছিল, কান দুটাও রেখে যাও। রেখে এলাম। এখন আমি আর ভালো-মন্দ কিচ্ছু শুনি না।
তবে মাঝে মাঝে খুব খারাপ লাগে! দম আটকে আসে! একজনকে বললাম, এই খারাপ লাগার কারণ কী?
বললেন, বোকা নাকি, সব বিক্রি করেছ, বিবেকটা বিক্রি না করলেতো এমন হবেই...!
এরপর এই দেশে আমি একজন ভালো ক্রেতা খুঁজে বেড়াচ্ছি। কয়েকজনকে পেয়ে বললাম, একটা বিবেক ছিল। খুব কমে বেঁচতে চাই । নেবেন ভাই?
বললেন, মাথা খারাপ ! আমরা মাত্রই নিজেদের বিবেকও বেঁচে দিয়ে এলাম।
Copied