আহ! হৃদয় নাড়িয়ে দেয়া কথামালা, যেন মন ছুঁয়ে যায়।
প্রতিটি শব্দ যেন এক একটি মায়াবী সুর, যা হৃদয়ের তন্ত্রীতে বাজিয়ে তোলে ভালোবাসার অপার সঙ্গীত। এ কথাগুলো জীবনের প্রতিটি অনুভূতিকে নতুনভাবে ছুঁয়ে যায়।
আহ! হৃদয় নাড়িয়ে দেয়া কথামালা, যেন মন ছুঁয়ে যায়।
প্রতিটি শব্দ যেন এক একটি মায়াবী সুর, যা হৃদয়ের তন্ত্রীতে বাজিয়ে তোলে ভালোবাসার অপার সঙ্গীত। এ কথাগুলো জীবনের প্রতিটি অনুভূতিকে নতুনভাবে ছুঁয়ে যায়।
Story: Abul Hasanat Qaiyum
Cast: Jinan, Mizanur Rahman
management: Abdul Hadi Chowdhury
Director: H U Nahyan
Supervision: Hussain Shahriar Razy.
কি বলবো❗
চোখের দিকে তাকাতেই পারছিনা💔
হৃদয় কেঁপে ওঠে!
আহ্, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন?
Qalbun Saleem - قلب سليم
ছোট ভাইয়েরা এলাকা ছাড়তেছে😅
ফিলিস্তিনের সন্তান। ফিলিস্তিনের মাটির প্রতিটা ইঞ্চি তার, প্রতিটা ইঞ্চি মাটির মুক্তির লড়াইও তারই। আর আমাদের আছে শুধু কিছু অর্থহীন শোকগাথা।
ভা*/রতের বুকে এভাবে কালিমার পতাকা উড়িয়ে প্রতিবাদ করা অন্যরকম এক প্রশান্তি দেয়। আল্লাহু আকবার ✊
মিডিয়ার নির্লিপ্ততার কারণে এত বড় একটা গণ-মার্চ সম্পর্কে আমাদের কোনো খবরই নেই।
ভা*/রতের এক হি.ন্দু পুরোহিত ইসলাম ধর্ম এবং রাসুল ﷺ কে নিয়ে কটুক্তি করেছে অতঃপর বি.জেপির এক নেতা আবার সেটাকে সমর্থন করেছে এর পরিপ্রেক্ষিতে পুরো ই*/ন্ডিয়া ফুঁসে উঠেছে।
মহারাষ্ট্রের একজন মুসলিম নেতা ইমতিয়াজ জলিলের আহ্বানে গতকাল মহারাষ্ট্র থেকে হাজার হাজার গাড়িতে লক্ষাধিক মুসলমান মুম্বাইতে আগমন করে তাদের ঈমানের পরিচয় দিয়েছে। ঐ পুরোহিতের বিচার দাবি করেছে।
বেশি বেশি প্রচার করুন‼️
#ChaloMumbai
আল্লাহ উনাকে জান্নাত বাসী করুন।
কি ঈমান! আল্লাহু আকবার!
সিংহের মতো এক ঘন্টা বাঁচতে চাই🔥
Two mourns on the same day but celebrated in different ways.
Concept: Manzurul Hasan
Cinematography: Saad Al Amin
Assist: Farzi Rohan
কতটা অমানবিক❗
এটা দেখে অবাক না হয়ে পারলাম নাহ!💔
একটা মেয়ে তাদের বাসায় কাজ করে, তাদের হেল্পিং হ্যান্ড হিসেবে তারা বাজার থেকে শুরু করে শপিংমল ইত্যাদি যেসব জায়গায় হেল্প করা প্রয়োজন, ঐ জায়গায় নিয়ে যায় কাজ করার জন্য। মূল কথায় আসি এবার...
তারা গাড়ি নিয়ে শপিংমল থেকে বাসার উদ্দেশ্য যাচ্ছিল, আমাদের শিক্ষার্থীরা ট্রাফিকের দায়িত্বে কাজ করছিল এবং অনেক গাড়ি চেক দিচ্ছে, তখন সন্দেহবাজক মনে করায় গাড়ি চেক করে এবং গাড়ির পিছনের বক্সে দেখে একটা মেয়ে বসে আছে। পরে পরিচয় দেয় এটা তাদের হেল্পিং হ্যান্ড...
দুঃখের বিষয় হলো গাড়ি ফাকা ছিল, ২ জন ছাড়া কেউ ছিল না গাড়িতে, কিন্তু সিটে বসার মেয়েটার জায়গা হলো না❗
এই জিনিসটা সম্পূর্ন আমার ধারণার বাইরে, মানুষ এত নিচে নামতে পারে? মনুষ্যত্ব বোধ বলতে কিছু নাই। ধনী গরীবের মধ্যে এটাই কি ব্যবধান? ধনী হয়ে পয়সাওয়ালা হয়ে নিজেদের অহংকারে শীর্ষে নিয়ে গেছে তারা? এখন বু