06/10/2024
রাষ্ট্রের নাম: রয়েল স্টেট অফ কুমিল্লা (U.K)
মুদ্রার নাম: টেকা
জাতীয় ভাষা : কুমিল্লার আঞ্চলিক ভাষা ( আইতাম না, যাইতাম না, খাইতাম না, পারতাম না )
রাজধানি : টাউন হল (কান্দিরপাড়)
জাতীয় পরিচিতি: রসমালাই।
জাতীয় পোশাক: শাড়ি আর পানজাবী।
জাতীয় খাবার : হাঁসের মাংস, খাসির ভুনা (মশলা দিয়ে কড়া করে)
জাতীয় পেশা: ব্যবসা।
জাতীয় শখ: বিদেশ।
জাতীয় মাছ : পাংগাস।
জাতীয় পাখি : কাউয়া।
জাতীয় ফুল: হেনা।
জাতীয় পার্ক: ম্যাজিক প্যারাডাইস।
জাতীয় কলেজ: ভিক্টোরিয়া।
জাতীয় বিড়ি : আকিজ।
জাতীয় সিগারেট : বেনসন।
জাতীয় ডায়লগ : আগে লেভেলে আসো।
জাতীয় মিথ্যা কথা: আল্লাহর কসম।
জাতীয় ভাব: হুন্ডা (টানা)।
রয়েল UK বাসী সাড়া দাও ✊
বিঃ দ্র: একটা রাষ্ট্রের আদলে একটা জেলার গুরুত্বপূর্ণ জায়গাগুলো, আঞ্চলিক কথার মাধ্যমে জেলার গুরুত্বপূর্ণ জিনিসগুলো উপস্থাপন করা।
Copy Post