নদী টিভি

নদী টিভি ছুটে চলি প্রকৃতির টানে।
(1)

Permanently closed.
25/02/2021

আপনারা দেখছেন..

পাট থেকে কি ভাবে সুতা-তুলা হয়

রিলায়্যান্স জুট মিলস্ লিঃ

21/02/2021

জানেন শহীদ মিনার নির্মাণ কারা করেছে...

19/02/2021

ঘোষণা 📢📢📢

#নগদ থেকে ১শত টাকা মোবাইল রিচার্জ উপহার গ্রহণ করুণ।

বাংলাদেশে কোন শিল্প প্রতিষ্ঠান পরিবেশ বান্ধব।

শর্তঃ প্রতিষ্ঠানের নাম, স্থান, কারণ সহ কমেন্ট বক্সে লিখতে হবে।

সময়ঃ ২১ ফেব্রুয়ারী বেলা ২টা পর্যন্ত

18/02/2021

২০ ফেব্রুয়ারী, শনিবার রাত ৯টায়

কভার ডিজাইনঃ Metro Printing

13/02/2021

আজ রাত ৯টায় নদী টিভির বিশেষ আয়োজন...

বিষয়ঃ বিশ্ব ভালোবাসা দিবস, নদী ও প্রাণ-প্রকৃতি।

সম্মানিত অতিথিগণ...

★ ড. মোঃ মঞ্জুরুল কিবরিয়া
প্রফেসর, প্রাণিবিদ্যা বিভাগ ও সমন্বয়কারী হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

★ মোহাম্মদ এজাজ
চেয়ারম্যান
রিভার এন্ড ডেল্টা রিসার্চ সেন্টার

★ সাহেলা আবেদিন
প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান তিলোত্তমা চট্টগ্রাম

05/02/2021

1 Anniversary (BTEA)

Bangladesh Tourism Explores Association

05/02/2021
05/02/2021

1st Anniversary (BTEA)

Bangladesh Tourism Explores Association

04/02/2021

০৬ ফেব্রুয়ারী, রাত ৯টায়

কভার ডিজাইনঃ Metro Printing

02/02/2021

২ ফেব্রুয়ারী রাত ৯টায়

বিশ্ব জলাভূমি দিবস উপলক্ষে নদী টিভির বিশেষ আয়োজন।

বিষয়ঃ জলাভূমি সংরক্ষণ ও আমাদের পরিবেশ

সম্মানিত অতিথিগণ

★ মোহাম্মদ যোবায়ের হাসান
গবেষণা পরিচালক, ডরপ

★ ড. হালিম দাদ খান
সমন্বয়ক
হাওর অঞ্চল বাসি

30/01/2021
নদী টিভি

নদী টিভি

আজকের বিষয়ঃ নারী পরিব্রাজকের চোখে আমাদের পর্যটন...

28/01/2021

৩০ জানুয়ারী, শনিবার রাত ৯টায়।

28/01/2021

নদী টিভি

22/01/2021

৫ম তম জাতীয় নদী সম্মেলন ২০২০

আয়োজনেঃ বাংলাদেশ নদী পরিব্রাজক দল

22/01/2021

কাপ্তাই হ্রদ...

21/01/2021
কোহেলিয়া নদীতে যা কিছু হচ্ছে তা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে , শরীফ জামিল । সাধারণ সম্পাদক, বাপা।

কোহেলিয়া নদীতে যা কিছু হচ্ছে তা প্রধানমন্ত্রীর সিন্ধান্তের বিরুদ্ধে।

শরীফ জামিল সাধারণ সম্পাদক, বাপা।

19/01/2021

আজ (মঙ্গলবার) রাত ৯টায়

নদী টিভির বিশেষ আয়োজন

আজকের বিষয়ঃ পরিবেশ রক্ষায় গণমাধ্যমের ভূমিকা

সংযোগ সঞ্চালনায়ঃ সালমা সুলতানা মৌসুমি

সম্মানিত অতিথিগণ

* কামরুল ইসলাম চৌধুরী সভাপতি, বাংলাদেশ পরিবেশ সাংবাদিক ফোরাম

* মীর ইমদাদ আলী
উপস্থাপক ও পরিচালক কৃষি বিষয়ক অনুষ্ঠান 'সোনালী দিন' এটিএন বাংলা

* জাহিদুজ্জামান
সিনিয়র সাংবাদিক প্রকৃতি ও পরিবেশ

16/01/2021

বিপন্ন কক্সবাজারের কোহেলিয়া নদী পরিদর্শন শেষে স্থানীয়দের সাথে মতবিনিময় করছেন বাপা'র কেন্দ্রীয় নেতৃবৃন্দ....

16/01/2021

বিপন্ন কক্সবাজারের কোহেলিয়া নদী পরিদর্শন......

14/01/2021

প্রবাসী কর্মীর প্রতিবন্ধী সন্তানদের "প্রতিবন্ধী ভাতা" পেতে দরখাস্ত করুন।

জমা দেওয়ার শেষ তারিখ ২৮ ফেব্রুয়ারী ২০২১ইং

13/01/2021

৬৪ জেলায় নদী দখলদারের সংখ্যা ৬৩ হাজার,জাতীয় নদী রক্ষা নদী কমিশন

দেশের ৬৪ জেলায় নদী দখলদারের সংখ্যা প্রায় ৬৩ হাজার বলে হিসাব দিয়েছেন জাতীয় নদী রক্ষা কমিশনের বিদায়ী চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার।

মঙ্গলবার কমিশনের বার্ষিক প্রতিবেদন-২০১৯ উপস্থাপনের সময় সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানI

প্রতিবেদন অনুযায়ী সবচেয়ে বেশি নদী দখলদার খুলনা বিভাগে। সেখানে সংখ্যাটি ১১ হাজার ২৪৫ জন। আর উচ্ছেদ করা হয়েছে ৪ হাজার ৮৯০ জন অবৈধ দখলদারকে।

নদী দখলদারের সংখ্যা সবচেয়ে কম সিলেট বিভাগে ২ হাজার ৪৪ জন। এই বিভাগে ২০১৯ সালে উচ্ছেদ করা হয়েছে ৫৭৬ জনের অবৈধ স্থাপনা।

ঢাকা বিভাগে নদী দখলদারের সংখ্যা ৮ হাজার ৮৯০ জন, উচ্ছেদ করা হয় নদীর জমিতে থাকা ১ হাজার ৪৫২ জনের ৫ হাজার ৯৩৫টি স্থাপনা।

ঢাকা জেলায় বুড়িগঙ্গা, তুরাগ, শীতালক্ষ্যা, ইছামতি, বালু, বংশী, গাজীখালী, কালীগঙ্গাসহ মোট ১১টি নদী ও ২০১টি খালের উল্লেখ রয়েছে প্রতিবেদনে।

ঢাকা জেলায় নদী দখলদারের সংখ্যা ৬ হাজার ৭৫৮ জন; উচ্ছেদ করা হয়েছে ৫ হাজার ৭৯৯ জনের স্থাপনা।

নারায়ণগঞ্জে নয়টি নদী ও ২১৮টি খাল রয়েছে। সেখানে নদী ও খাল দখলদারের সংখ্যা ৭৮৫ জন। মানিকগঞ্জ জেলায় নদীর সংখ্যা ১৬টি আর খাল ১১৭টি; দখলদারের সংখ্যা ১ হাজার ৩৯৯ জন।

ফরিদপুর জেলা‌য় ১৩টি নদী ও ১৫টি খাল রয়েছে; দখলদারের সংখ্যা ১ হাজার ৮৩৪ জন। টাঙ্গাইল জেলায় নদী দখলদারের সংখ্যা ১ হাজার ৭৮৮ জন।

প্রতিবেদনে বলা হয়, ৬৪ জেলায় মোট ৫৭ হাজার ৩৯০ জন নদী দখলদারের ১৮ হাজার ৫৭৯টি স্থাপনা উচ্ছেদ করা হয়।

পর্যাপ্ত অর্থায়ন ও সক্ষমতা না থাকার কারণে জেলা প্রশাসন পরিকল্পনা অনুযায়ী প্রত্যাশিত উচ্ছেদ অভিযান চালাতে পারেনি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

করোনাভাইরাস মহামারীর কারণে গত বছর উচ্ছেদ অভিযান বাধাগ্রস্ত হয়েছে বলেও জানানো হয়।

নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান মজিবুর হাওলাদার বলেন, “চেষ্টা করেছি একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দিতে। তবে অনেক প্রতিবেদন সময় মতো হাতে না পৌঁছানোয় পূর্ণাঙ্গ প্রতিবেদন দিতে পারিনি।

১ হাজার ৪৫৬ পৃষ্ঠার প্রতিবেদনে জাতীয় নদী রক্ষা কমিশন তাদের কার্যাবলি, দেশের নদ-নদী পরিদর্শন ও পরিবীক্ষণ কার্যক্রম, প্রশাসনিক ও আর্থিক ব্যবস্থাপনার পাশাপাশি নদ-নদীর চিহ্নিত সমস্যা ও সমাধানে সুপারিশ, গৃহীত পদক্ষেপ ও অগ্রগতি তুলে ধরা হয়।

জাতীয় নদী রক্ষা কমিশনের কার্যালয়ে এক অনুষ্ঠানে পতিবেদনটি উপস্থাপন করা হয়। এতে ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, ব্র্যাক চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান, পরিবেশ আইনজীবী মনজিল মোরশেদ, বাপার সাধারণ সম্পাদক শরিফ জামিল।

অনুষ্ঠানে বক্তারা নদী দলখমুক্ত করার পর রক্ষণাবেক্ষণের দিকে জোর দিতে সুপারিশ করেন।

12/01/2021

জাতীয় নদী রক্ষা কমিশনের নতুন চেয়ারম্যান আলী কবীর

সরকারের অবসরপ্রাপ্ত সচিব এ এস এম আলী কবীরকে জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার।

এই কর্মকর্তাকে আগামী তিন বছরের জন্য সচিব পদমর্যাদা ও সুবিধা দিয়ে কমিশনের চেয়ারম্যান নিয়োগ দিয়ে মঙ্গলবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

আগামী ১৫ জানুয়ারি অথবা যোগদানের তারিখ থেকে তার নিয়োগ কার্যকর হবে।

জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব চালিয়ে আসা মুজিবুর রহমান হাওলাদারের মেয়াদ আগামী ১৪ জানুয়ারি শেষ হচ্ছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রীধারী আলী কবীর মির্জাপুর ক্যাডেট কলেজে ইংরেজি বিভাগের প্রভাষক হিসেবে চাকরি করেন। কিছু দিন বাংলাদেশ ব্যাংকেও চাকরি করেন তিনি।

সরকারের সচিব হিসেবে ২০১১ সালে অবসর যান তিনি

Address

Dhaka
Puratan Paltanerlain
1000

Telephone

+8801916617038

Website

Alerts

Be the first to know and let us send you an email when নদী টিভি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to নদী টিভি:

Videos

Share

Category

Nearby media companies


Other Puratan Paltanerlain media companies

Show All

You may also like