Bogura Network

Bogura Network সবসময় হাসুন।হাসলে হৃদয় ভাল থাকে!

21/12/2023

লাইভে আছি হামি ইন্টারন্যাশনাল দুলাভাই নুর আলম খান 🥰 এবং All in one Mehedi Hasan
হামাকরে বগুড়াত আসলো চাটগাঁইয়া মেজ্জান 😋

আন্ডার নাইন্টিনের আশিকুর রহমান শিবলি নাকি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথের ছাত্র। সূত্র মারফত জানলাম, তিনি ভার...
20/12/2023

আন্ডার নাইন্টিনের আশিকুর রহমান শিবলি নাকি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথের ছাত্র। সূত্র মারফত জানলাম, তিনি ভার্সিটিতে ভর্তি হয়েছেন ২০২১ সালে। তো মোটামুটি সেকেন্ড ইয়ার শেষ হয়ে যাওয়ার কথা তাঁর।

আমার কৌতূহল হচ্ছে, বাংলাদেশের একজন শিক্ষার্থী গড়ে ৬ বছর বয়সে প্রথম শ্রেণিতে ভর্তি হয়। আর স্কুল আর কলেজ জীবন শেষ হতে হতে অন্তত ১৩ বছর তো লাগেই।

ওই ১৩ বছর আর বিশ্ববিদ্যালয় জীবনের ২ বছর মিলিয়ে হওয়া ১৫ বছর... মানে, কোনোভাবেই শিবলির বয়স আমি ২১-এর নিচে হিসাব করতে পারছি না। সেই তিনি খেলছেন আন্ডার নাইন্টিন লেভেলে।

বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ কাঁপানো ক্রিকেটাররা কেন পরে তাল সামলাতে পারেন না আর অন্য দেশের অনুর্ধ ১৯ প্লেয়াররা মহাতারকা হয়ে যান, তার ব্যাখ্যা এই হিসাবেই।

© Rezwan Rahman Sadid

16/12/2023

Icl Final

16/12/2023

মেয়েদের বালিশ খেলা

16/12/2023

ছোট এবং বড়দের লং জাম্প খেলা

16/12/2023

মেয়েদের দড়ি খেলা

16/12/2023
06/07/2023

দেশের ডাক্তাররা নাকি সামান্য পারিশ্রমিকে হাসপাতালে কাজ করে,বেতন বাড়ানোর দাবীতে আন্দোলন করতেছে,তাদেরকে কেউ গণভবনে ডাকেনা।
এটাই হল সোনার বাংলা।

21/06/2023

যারা নিজেদেরকে নিষ্পাপ ভাবেন তারা শেয়ার দিন 😁

21/06/2023

ব্রাজিল ৪ গোল খাওয়ায় অনেকের ঈদ লেগে গেছে।
আরে ভাইলোক ব্রাজিল তো হরহামেশাই ৭ গোল খায় ৪ গোল নিয়ে এত মাতামাতির কি আছে?

11/06/2023

Ha ha ha

11/06/2023

"আকাশে ঘন কালো মেঘ জমেছে"
আপনার নিজের ভাষায় লিখুন তো!
বগুড়ার টা প্রথম কমেন্টে

ফিলিপাইনে একটা মজার আইন পাশ হয়েছে। কোন ছাত্র/ছাত্রীকে প্রাইমারি, হাইস্কুল বা কলেজ পাশ করতে হলে ১০টি করে গাছ লাগানোর প্রম...
10/06/2023

ফিলিপাইনে একটা মজার আইন পাশ হয়েছে।

কোন ছাত্র/ছাত্রীকে প্রাইমারি, হাইস্কুল বা কলেজ পাশ করতে হলে ১০টি করে গাছ লাগানোর প্রমাণ দেখাতে হবে। ফলে বছরে নতুন গাছ লাগানো হবে ১৭৫ মিলিয়ন। একজন ছাত্র তিন দফায় ৩০টি করে গাছ লাগালে এক প্রজন্মে নতুন গাছ লাগানো হবে ৫২৫ বিলিয়ন।

বাংলাদেশের জন্যেও এমন কিছু খুব প্রয়োজন।

হিট অফিসারের সুদৃষ্টি কামনা করছি

04/06/2023

সবাই একসাথে মিলেমিশে সুখী হব।
এটা একটা অবান্তর ধারণা।
মানুষ মিলেমিশে স্বর্গে যেতেও রাজি না।প্রয়োজনে একা একা জাহান্নামে থাকবে।তবুও নয়।

30/05/2023

বেশিরভাগ পুরুষ শুধুমাত্র বউ এর কাছে হিরো সাজতে গিয়ে দুনিয়ার সবার সাথে সম্পর্ক ছিন্ন করতেও কুন্ঠাবোধ করেনা।

ওরে পাগলা যে বউ এর কাছে হিরো সাজার জন্য সবার সাথে সম্পর্ক ছিন্ন করতে হয় সে বউ এর চোখ আর পেট পুরো দুনিয়ার সমস্ত সম্পত্তি দিয়েও ভরাতে পারবিনা!

হিরো যদি সাজতেই হয় বাব মায়ের কাছে হিরো সাজো।যারা শেষ রক্ত বিন্দু দিয়ে তোমাকে হিরো বানানোর চেষ্টা করেছে।
দুই দিনের বিয়ে করা বউ তোমাকে শুধু খোঁচাই দেবে। খোঁচা খেয়ে আর যাই হোক হিরো হওয়া যায়না।

22/05/2023
19/05/2023

৩ কাজের ৩ পুরষ্কার !
অশ্লীলতার জন্য মহামারী। ওজনে কারচুপির জন্য দূর্ভিক্ষ। যাকাত না দেয়ার জন্য অনাবৃষ্টি।

__ ইবনে মাজাহ-৪০১৯

এরকম ত্যাগ স্বীকার অনেকেই করে কিন্তু সবাই এই গল্পের মত শেষে পুরস্কার পায়না অনেকে তিরস্কৃতও হয়! সর্বস্ব দিয়ে চেষ্টা করার ...
13/05/2023

এরকম ত্যাগ স্বীকার অনেকেই করে কিন্তু সবাই এই গল্পের মত শেষে পুরস্কার পায়না অনেকে তিরস্কৃতও হয়!
সর্বস্ব দিয়ে চেষ্টা করার পরেও অনেককে শুনতে হয়, "তুমি আর কি এমন করেছো?"অনেক কে তো আরও একধাপ বেশি শুনতে হয় "তোমার জন্যই আজ আমি ভাল কিছু করতে পারিনি"।জীবন এমনই।
সৃষ্টিকর্তা সকল ত্যাগীদের মূল্যায়ন করে নিশ্চয়ই, ইহকাল এবং পরকালে!

আমি কোনওদিন আমার মেয়েদের বলিনি আমার পেশা কী। আমি কখনও চাইনি তারা আমার জন্যে লজ্জিত হোক। যখন আমার ছোট মেয়েটা জিজ্ঞেস করত, আমি কী কাজ করি, আমি সাধারণত সংকোচের সঙ্গে বলতাম, আমি একজন লেবার। আমি প্রতিদিন কাজ থেকে বাড়ি ফেরার আগে পাবলিক টয়লেটে স্নান করতাম যাতে তারা কোনওভাবে আকার-ইঙ্গিতেও বুঝতে না পারে আমার কাজ কী। আমি আমার মেয়েদের স্কুলে পাঠাতে চেয়েছি, তাদের লেখাপড়া শেখাতে চেয়েছি। আমি চেয়েছি তারা সম্মানের সঙ্গে মাথা উঁচু করে মানুষের সামনে দাঁড়াক। আমাকে সবাই যেমন নিচু নজরে দেখে, আমি কখনও চাইনি আমার মেয়েদেরকে কেউ সেভাবে দেখুক। মানুষ সবসময় আমাকে অসম্মান করেছে। আমি আমার উপার্জনের প্রত্যেকটা পয়সা আমার মেয়েদের লেখাপড়ার জন্যে ব্যয় করেছি। আমি কখনও একটা নতুন জামা কিনিনি, বরং সেই টাকা দিয়ে তাদের নতুন বই কিনে দিয়েছি। আমি আমার জন্যে তাদের কাছে যে-অর্জন প্রত্যাশা করেছি, তা আর কিছু নয়, তা হল-- সম্মান। আমি ছিলাম একজন মেথর।

আমার মেয়ের কলেজে ভর্তি হওয়ার শেষ তারিখের আগের দিন আমি তার ভর্তির ফি জোগাড় করতে পারিনি। সেদিন আমি কোনও কাজও করতে পারিনি, নোংরার স্তূপের পাশে বসে ছিলাম। খুব চেষ্টা করছিলাম চোখের জল লুকোনোর। সেদিন কাজ করার মতো কোনও ক্ষমতা আমার ছিল না। আমার সহকর্মীরা আমাকে দেখছিল, কিন্তু কেউ আমার সঙ্গে কথা বলতে পর্যন্ত এগিয়ে এল না। আমি ব্যর্থ হয়ে গেলাম! ভাঙাবুক চেপে হতাশায় মুষড়ে পড়লাম। কিছুতেই ভেবে পাচ্ছিলাম না, বাড়ি ফিরলে মেয়ে যখন আমাকে ভর্তি-ফি-র কথা জিজ্ঞেস করবে, আমি কী বলব! আমি জন্মগতভাবেই হতদরিদ্র। আমার বিশ্বাস ছিল আমার মতো একজন গরিব মানুষের সঙ্গে কখনও ভাল কিছু হতে পারে না।

কাজের শেষে সব মেথররা আমার কাছে এল, পাশে বসল আর জিজ্ঞেস করল, আমি তাদেরকে আমার ভাই বলে মনে করি কি না। আমি উত্তর দেওয়ার আগেই তারা তাদের একদিনের সমস্ত আয় আমার হাতে তুলে দিল। আমি যখন সেই টাকা নিতে আস্বীকার করলাম, তারা পাল্টা আমাকে বলল, "আমরা সবাই দরকার হলে আজকের দিনের জন্যে উপোস থাকব, কিন্তু আমাদের মেয়েকে কলেজে পড়তেই হবে।"

আমি কোনও উত্তর দিতে পারলাম না। সেদিন বাড়ি ফেরার আগে আমি স্নান করিনি, একজন মেথর হিসেবেই সগর্বে বাড়ি ফিরেছিলাম।

আমার বড় মেয়ে খুব শিগগির বিশ্ববিদ্যালয়ের পাঠ শেষ করবে। সে একটা পার্টটাইম কাজও করে। তাছাড়া ওরা তিনজনই টিউশন করে। আমাকে ওরা আর কিছুতেই কাজে যেতে দেয় না। কিন্তু প্রায়ই বড় মেয়েটা আমাকে পুরনো কাজের জায়গায় নিয়ে যায়। আমাকে-সহ আমার সকল সহকর্মীদের ও খাওয়ায়। ওরা হাসে আর জিজ্ঞেস করে, "কেন, মা, তুই মাঝে-মাঝেই এমন খাওয়াস?"

আমার মেয়ে উত্তর দেয়, "সেদিন তোমরা সবাই আমার জন্যে উপোস করেছিলে, তাই আজ আমি এই জায়গায় এসে দাঁড়াতে পেরেছি। প্রার্থনা করো, একদিন যেন আমি তোমাদের সকলকে রোজ খাওয়াতে পারি।"

আজ আমার আর মনে হয় না আমি একজন গরিব মানুষ। যার এমন অমূল্য সন্তান আছে, সে দরিদ্র হয় কীভাবে!
--- ইদ্রিস

অনুবাদ : তন্ময় সরকার

10/05/2023

গাবতলী বাসীদের জন্য ❤️

10/05/2023

অপমান করতে কোন যোগ্যতা লাগে না,
তবে সম্মান করতে জ্ঞান এবং পারিবারিক শিক্ষা লাগে।

10/05/2023

প্রত্যেক বংশে একজন ভূমিদস্যু থাকে যার কাজ বাকি সবার জমি মেরে খাওয়া!

08/05/2023

বেডা মানুষের কাছে যদি আপনি টাকা চান তাহলে সময় পাবেন না,আর যদি সময় চান তাহলে টাকা পাবেন না!
পছন্দ আপনার! 😎

03/05/2023

জাপানি অতো কঠিন কিছু না। নিজের নাম জাপানিতে লিখুন। 😁

A= ka, B=tu, C=mi, D= te, E= ku, F=lu, g= ji, H= ri, I= ki, J= zu, K= me, L= ta, M= rin, N= to, O= mo, P= no, Q= ke, R= shi, S= ari, T = chi, U= do, V= ru, W=mei, X= na, Y= fu, Z= zi...

02/05/2023

বাপের সাথে ধান কাটতে লজ্জা লাগে,আর নেতার সাথে ধান কাটতে গর্বে বুকের ছাতি ফুলে যাওয়ার কারণ কি?

ধানের জমিওয়ালারা এই কাজ করলে আর কোন মানবতার ফেরিওয়ালা থাকবেনা 😆।
02/05/2023

ধানের জমিওয়ালারা এই কাজ করলে আর কোন মানবতার ফেরিওয়ালা থাকবেনা 😆।

28/04/2023

"আপনার পরিবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি আপনার সন্তান হওয়া উচিত না।"

ছোটবেলায় মাকে দেখতাম, মাছের মাথাটা সবসময় আব্বার প্লেটে দিতে। খুব ছোটবেলা থেকেই বুঝতাম যে তিনি এই পরিবারের প্রথম শ্রেণীর মানুষ। তিনি যখন ঘুমাতেন, তখন আমরা উচ্চস্বরে কথা বলতাম না। তার সিদ্ধান্ত পছন্দ না হলে, তার সঙ্গে উচ্চস্বরে কথা বলার সাহস কখনই তৈরি হয়নি।

আবার দাদা-দাদী যখন বেড়াতে আসতেন, তখন মাকে দেখতাম আব্বার কিছু কিছু সুবিধা কমিয়ে দিতে। এটুকু ধারণা মা পরিষ্কার তৈরি করেছিলেন যে, সিনিয়ররা জুনিয়রদের চেয়ে অধিক শ্রদ্ধাভাজন এবং অধিক সুবিধা পাওয়ার অধিকার রাখেন।

বাসায় সার্বক্ষণিক মায়ের সাহায্যকারী মানুষ থাকলেও ১০ বছর বয়স থেকেই নিজের কাপড় নিজেই ধুয়েছি, খাওয়ার পর নিজের প্লেট ধুয়ে রেখেছি। (এখনো কারো বাসায় গেলে অভ্যাস বসত প্লেট ধুয়ে ফেলি!) আমার মায়ের কড়া নিষেধ ছিল যে সেই সাহায্যকারীকে আমরা কেউ কোন কাজ করতে বলতে পারবো না। সে শুধু মায়ের কথা ও তার দেয়া কাজ করবে!! নিজের প্রতিটি কাজ নিজেকেই করতে হতো।

এখন অবস্থা পাল্টেছে। যে কোন বাবা-মাকেই যদি জিজ্ঞাসা করা হয়, আপনার পরিবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ কে? তারা নিঃসন্দেহে বলবে, তাদের সন্তান। তাদের সন্তান সোনার টুকরা, হীরার টুকরা, প্লাটিনামের টুকরা।

যদি প্রশ্ন করা হয়, কেন তারা এতটা গুরুত্বপূর্ণ, তারা এমন কি কাজ করেছে যে তারা এতটা গুরুত্বপূর্ণ। কেউ সদুত্তর দিতে পারবে না। তারা কোন কারণ ছাড়াই, কোন যোগ্যতা অর্জন করা ছাড়াই পরিবারের প্রথম শ্রেণীর সদস্য!! 😒

আমাদের সমস্যার জায়গা এখানেই। কোন অফিসে যদি এমডির পরিবর্তে জুনিয়র অফিসার বেশি গুরুত্ব পায়, তাহলে ঐ অফিসের শৃঙ্খলা ভেঙে পড়বে। যদি আর্মি জেনারেলের চেয়ে তার অধীনস্থ সৈন্যরা বেশি গুরুত্ব পায়। তাহলে ঐ আর্মি দিয়ে যুদ্ধ জয় সম্ভব না। আমাদের সন্তানরা জ্ঞান হওয়ার পর থেকেই বুঝতে পারে, তারা পরিবারের প্রথম শ্রেণীর সদস্য, তাদের সুযোগ সুবিধা দেখার জন্যই নিয়োগ দেওয়া হয়েছে তাদের বাবা-মাকে, যারা এই পরিবারের দ্বিতীয় শ্রেণির সদস্য। এবং তাদের নানা-নানী, দাদা-দাদীরা তৃতীয় শ্রেণির সদস্য!!

সন্তান যখন দেখবে, সে কোন যোগ্যতা অর্জন ছাড়াই এই পরিবারের প্রথম শ্রেণীর সদস্য, তখন সে এমনকি কোনো যোগ্যতা অর্জন করতেও চাইবে না। পরিবারে বাবা-মার অবস্থান সম্পর্কে, তাদের সুযোগ সুবিধা সম্পর্কে ভুল ধারণা তৈরি হবে। দাদা-দাদীর সঙ্গে, নানা-নানীর সঙ্গে কিভাবে কথা বলতে হয়, এগুলো শিখবে না। সমাজের বয়োজ্যেষ্ঠদের সঙ্গে কিভাবে কথা বলতে হয় শিখবে না, কারণ সে তো জন্মগতভাবে প্রথম শ্রেণীর সুবিধাভোগী ব্যক্তি।

এখন মাঝে মাঝেই শোনা যায়, সন্তান মা-বাবার সঙ্গে জেদ করছে, তাকে কেন দামী মোবাইল ফোন কিনে দেওয়া হচ্ছে না, দামী ল্যাপটপ কিনে দেওয়া হচ্ছে না,..............................।

তারা এরকম করবে এটাই স্বাভাবিক, কারণ তারা এটা জেনে বা দেখে বড় হচ্ছে যে - তাদের সুবিধা দেওয়াই তাদের বাবা-মার দায়িত্ব। তাঁরা কিভাবে তাঁদের দায়িত্ব পালন করবেন এটা তাদের ব্যাপার। বাবা-মা এখন আর চায় না যে তাদের সন্তান একজন দায়িত্বশীল নাগরিক হোক। বাবা-মা তাদের সন্তানদের তাদের সামাজিক অবস্থান সম্পর্কে কখনই জানান না, সামাজিক দায়বদ্ধতা সম্পর্কে কখনো কিছু বলেন না। শুধু বলেন, বেটা/মা তোকে বিসিএস ক্যাডার হতে হবে, ডাক্তার হতে হবে, ইন্জিনিয়ার হতে হবে।

কতজন বাবা-মা আছে যে তাদের সন্তানদের বলে, বাবা/মা তোরা ভালো মানুষ হ?? সামাজিক দায়িত্ববোধ শূন্য, সামাজিক সম্পর্ক শূন্য এইসব ছেলেমেয়েরা সমাজকে, আমাদের সংস্কৃতিকে কিভাবে উপরে তুলবে?? এরা বরং যে কোন সময় সুবিধাজনক প্লাটফর্মে নিজেদেরকে শোষিত হতে দিতে অহংকার করবে। কোনটা লজ্জাবোধের বিষয়, কোনটা অহংকারের বিষয় - পার্থক্য তৈরি করতে পারবে না।

বাবা-মার প্রাথমিক দায়িত্ব সন্তানকে বিশাল চাকুরীজীবি বানানো না। বাবা-মার প্রাথমিক দায়িত্ব সন্তানকে একজন দায়িত্বশীল, বিবেকবান, সহানুভূতিশীল নাগরিক হিসাবে গড়ে তোলা। ছেলে মেয়ে নির্বিশেষে জীবন দক্ষতা (life skill) শেখানো, যেন নিজের কাজ নিজে করতে পারে!!"

(সংগৃহীত)

18/04/2023

🥰🥰🥰

15/04/2023

হাসতে হাসতে লুঙ্গি খুলে গেলে কর্তৃপক্ষ দ্বায়ী নয় 🤣🤣🤣

14/04/2023

সামাজিকতার নামে অমানবিক প্রথা এখন প্রত্যেক ঘরে ঘরে

13/04/2023

শিক্ষনীয় ভিডিও

11/04/2023

শিক্ষনীয় ভিডিও শেয়ার করার অনুরোধ রইল

10/04/2023

অসাধারণ একটা ভিডিও

10/04/2023

ভিডিও লাইভ

09/04/2023

ভাল উদ্যোগ 🥰

09/04/2023

ছোটবেলায় শাসন না করলে বড় বেলায় আফসোসের শেষ থাকেনা |Bogurar Adda

07/04/2023

🥰🥰🥰

07/04/2023

গুজব কিভাবে সৃষ্টি হয় দেখুন

07/04/2023

মরা বয় খরা বশি ফালায় হা করা 😆

Address

Bogra
Puran Bogra
5800

Telephone

+8801787752754

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bogura Network posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bogura Network:

Videos

Share

Category

Nearby media companies



You may also like