28/05/2024
I just write here some unique records of shakib khan and i know that he has more records but how much you can say when you know only few things about him, because he is a library to me and i know only a single book of its..
ইন্ডাস্ট্রিতে শাকিব খানের ২২ টি ইউনিক রেকর্ড:
১. ঢালিউডে সবচেয়ে বেশি বর্ষসেরা গ্রোসার সিনেমা দেবার রেকর্ড।
২. অল টাইম হিট লিস্ট কাউন্টে শীর্ষ ৫ এর একজন শাকিব খান। গত ৩০ বছরে অভিষেক হওয়া তারকাদের ভিতর একমাত্র তিনিই এই লিস্টে ঢুকতে পেরেছেন।
৩. সবচেয়ে বেশি ওপেনিং রেকর্ড।
৪. বাংলাদেশের অভিনেতাদের ভিতর সবচেয়ে বেশি পারিশ্রমিকের রেকর্ড।
৫. দুই বাংলা মিলিয়ে লীড রোলে এক্টিভ স্টারদের ভিতরে সবচেয়ে বেশি ব্যবসাসফল ও হিট সিনেমা তার দখলে। ধারে কাছেও আর কেউ নেই।
৬. দুই বাংলা মিলিয়ে শাকিব খানের সিনেমার গানের ভিউজ সবচেয়ে বেশি।
৭. গত ২২ বছরে সবচেয়ে বেশি মেরিল প্রথম আলো পুরষ্কার (৮ বার) এবং জাতীয় পুরষ্কার জয়ী অভিনেতা (৪ বার)
৮. বাংলা সিনেমার ইতিহাসে সবচেয়ে লীড রোলে বেশি ঈদ রিলিজ হয়েছে শাকিব খানের সিনেমা। তার ৯৪ টি সিনেমা ঈদে মুক্তি পেয়েছে।
৯. বাংলাদেশী তারকাদের ভিতর ঈদে সবচেয়ে বেশি ব্যবসাসফল ও হিট সিনেমা দিয়েছেন শাকিব।
১০. বাংলাদেশী তারকাদের ভিতর সবচেয়ে বেশি ঈদ ক্ল্যাশ উইনার শাকিব।
১১. আলমগীর শাবানা জুটির পর বাংলাদেশে হিরো - হিরোইন হিসাবে তৃতীয় সর্বচ্চ সংখ্যক সিনেমা দেওয়া জুটি শাকিব - অপু। (৭১ সিনেমা)
১২. শাকিব - মিশা ; হিরো - ভিলেন জুটি হিসাবে ১২৬ টি সিনেমা করেছে যা ঢাকাই সিনেমায় সর্বচ্চ।
১৩. সবচেয়ে কম সময়ে বেশি হিট স্কোর করা বাংলাদেশের সেরা তিন নায়ক - ইলিয়াস কাঞ্চন, ওয়াসিম দের সাথে এই জেনারেশনে শাকিব আছেন।
১৪. বাংলাদেশের সিনে তারকাদের ভিতর সবচেয়ে সুদর্শন অভিনেতা।
১৫. সবচেয়ে লংটাইম নাম্বার ওয়ান স্থানে অবস্থান।
১৬. এক ঈদে সর্বচ্চ ৫ টি ব্যবসাসফল সিনেমা দিয়ে অল টাইম রেকর্ড।এবং তিনবার এই রেকর্ড গড়েছেন,যা ঢালিউডে তো নেই ই,পুরো পৃথিবীতেও বিরল।
১৭. গত দুই দশকে সবচেয়ে বেশি TRP Rating তার সিনেমায় ওঠে।
১৮. বাংলাদেশী অভিনেতা হয়ে ভারতে কাজ করে সবচেয়ে বেশি পারিশ্রমিক নিয়েছেন শাকিব খান।
১৯. গত দশকের সর্বোচ্চ ব্যবসাসফল সিনেমা নবাব যা শাকিব খানের।
২০. এক ক্যালেন্ডার ইয়ারে সবচেয়ে বেশি ব্যবসাসফল সিনেমা দেবার রেকর্ড শাকিব খানের।
২১. বাংলাদেশের সবচেয়ে বেশি ব্রান্ড ভ্যালু ও সম্পদশালী সিনে এক্টর।
২২.বাংলাদেশ থেকে প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা শাকিব খানেরই "দরদ"।
And he has many more record but i can't remember those now. He is now going to be an global star if he choose good script and director for his upcoming movies..
However best of luck to shakib khan for his next to release movies and ...
we are eagerly waiting sir...