Ayaat & Mom's Dairy

Ayaat & Mom's Dairy Ayaat & Mom's Diary is my page.Please subscribe my page.

13/09/2023

স্বামী যেভাবে তার পরিবারে স্ত্রীকে পরিবেশন করবেন সবাই তাকে সেভাবেই চিনবে!

একদিন গোসল করে বের হয়েই ড্রয়িং রুমে কথার আওয়াজ শুনলাম … শ্বাশুড়ী ওকে বলছে
- বৌ মা কি তোকে বেতন থেকে টাকা দেয়? তোর খালাও ঐদিন বলতেছে বাজারে যেই দাম সবকিছু! দুইজনের ইনকাম ছাড়া কি কিছু হয়?

আমি পর্দায় আড়াল করে গেলাম নিজেকে।
ও উত্তরে বলল

- আর বইলোনা আম্মা। প্রতিমাসে ও বেতন পাওয়ার পর পরই আমার সাথে এই নিয়ে একটা ঝগড়া হয়।

শ্বাশুড়ী খুব উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলো

- বলিস কি? ঝগড়া করে?

- হ্যাঁ আম্মা। প্রত্যেক মাসে সে বেতন পেয়েই আমাকে সাধে। আমি প্রতি মাসে তাকে বকা দেই। বলো তো আমাকে টাকা দিতে হবে কেন? ও যখন ছিলো না আমি কি সংসার চালাতে পারি নাই? সংসারে একজন বেড়ে গেছে বলে কি আমার ওর কাছ থেকে টাকা নিতে হবে?

শ্বাশুড়ী মুখ গোমড়া করে বললেন
- জিনিস পত্রের যেই দাম!

- মা একজন আর কি বেশি খায়? এজন্য ওর কাছ থেকে টাকা নিবো? ও তো দিতে চায়। আমিই নেই না। আব্বা মারা যাওয়ার পর আমাকে নিয়ে তোমার নানীর বাড়ি উঠতে হইসিলো। কতই না কষ্ট হইসে। আল্লাহ না করুক আমার কিছু হলে যেনো তনুর এর ওর কাছে হাত না পাততে হয় সেজন্য তার সেভিংস করা দরকার। আমি চাই ও ভবিষ্যতের জন্য কিছু জমাক। আর আমার কোন সমস্যা হলে ও ই আমাকে সাহায্য করবে। অর্থ দিয়ে হোক বা মনের সাহস দিয়ে। আমি চাই না আমি মারা যাওয়ার পর আমার স্ত্রী আমার মায়ের মত কষ্ট করুক।

শ্বাশুড়ী শাড়ির আঁচল দিয়ে চোখ মুছছেন। ওর মাথায় হাত দিয়ে বলল

- আল্লাহ তোমাদের অনেক সুখী করুক বাবা। তুমি আর বৌমা দুইজনই দুইজনই দীর্ঘজীবি হও।

সেদিন পর্দার আড়ালে আমিও দুইফোটা কেঁদেছিলাম। এমন স্বামীর স্বপ্ন সবাই দেখে যারা স্ত্রীকে সবার কাছে উঁচু রাখে এবং তার ভবিষ্যৎ সম্পর্কেও ভাবে।
আমি অনেক ভাগ্যবতীই বলায় চলে।

মা ছেলের কথার মাঝে একটা কাশি দিয়ে ড্রয়িংরুমে প্রবেশ করলাম।
দুইজনই আমাকে দেখে নড়েচড়ে বসলো যেন এতক্ষণ তাদের মধ্যে কোন কথাই হয় নি।

আমি এগিয়ে বললাম

- একটু চা করে দেই আপনাদের?

- হুম বৌমা। একটু লাল চা করো। আমিও তোমাকে সাহায্য করতে আসছি।

- না মা আপনারা বসেন। কথা বলেন। আমিই বানাচ্ছি।

আমি রান্নাঘরে গিয়েও একপ্রকার ঘোরে ছিলাম। সেদিন নিজের কলিজা খুলে রান্না করে দিলেও কম পরত মনে হচ্ছিলো। কারণ স্বামীর দেওয়া সম্মান অনেক বড় সম্পদ। নিজেকে অনেক ধনী মনে হচ্ছিলো আমার প্রতি তার চিন্তাভাবনা শুনে। স্বামী যেভাবে তার পরিবারে স্ত্রীকে পরিবেশন করবেন সবাই তাকে সেভাবেই চিনবে। এটাই স্বাভাবিক। এমন একটা মানুষকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়। ভালোবাসা যায় |😊😊😊

(Collected))

এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না যে মন কাছে যাবো কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ ❤️❤️
15/08/2023

এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না যে মন
কাছে যাবো কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ ❤️❤️

26/05/2023

Dhaka - mawa Railway Near padma bridge 🫥🫥

তবুও জীবন কেটে যায়, জীবনের নিয়মে! আপনার জীবনে কি এমনটা ঘটেছে যে, আপনার মা বিয়ে করে অন্য কোথাও চলে গেছে?  তারপর আপনার বাব...
26/05/2023

তবুও জীবন কেটে যায়, জীবনের নিয়মে!

আপনার জীবনে কি এমনটা ঘটেছে যে, আপনার মা বিয়ে করে অন্য কোথাও চলে গেছে?

তারপর আপনার বাবা আরেকটি বিয়ে করেছে। আপনার সৎ মা আপনার শরীরে গ-র-ম পানি ঢেলে শরীর পু-ড়ি-য়ে ফেলে বাড়ি ছাড়তে বাধ্য করেছে ৬/৭ বছর বয়সে? আপনার বাবা আর খোঁজ করেনি আপনি কোথায় আছেন।

যদি এইসব ঘটনা নাই হয়ে থাকে তাহলে জীবনের প্রতি এত কিসের অভিযোগ? সময় হলে পথশিশুদের সাথে মিশে তাদের জীবনের গল্প শুনবেন। দেখবেন জীবনের প্রতি আর কোনো অভিযোগ থাকবেনা।

সতর্কতা!‌লিফট খোলা মাত্র প্র‌বেশ কর‌বেন না। আ‌গে দে‌খে নিন "‌ফ্লোর" আ‌ছে কি না। অ‌নেক সময় লিফ‌টের দরজা আ‌সে কিন্তু ফ্লে...
25/05/2023

সতর্কতা!

‌লিফট খোলা মাত্র প্র‌বেশ কর‌বেন না। আ‌গে দে‌খে নিন "‌ফ্লোর" আ‌ছে কি না। অ‌নেক সময় লিফ‌টের দরজা আ‌সে কিন্তু ফ্লোর আ‌সে না। আপ‌নি পা দেয়ার সা‌থে সা‌থে একদম নি‌চে প‌ড়ে -মা- -রা- যে‌তে পা‌রেন। তাড়াহুরা নয় বরং ধী‌রে সু‌স্থে প্র‌বেশ করুন।

এমন দু- র্ঘ- ট- না- য় অনেক মানুষই -মা- -রা- গেছেন।
(এই ছোট্র ম্যাসেজটি অনেককে সচেতন করবে ইনশা আল্লাহ)

15/05/2023

ঢাকা- মাওয়া রোডের পাশে শ্রীনগরে "Wonderland Dinosaur Wori বিনোদন কেন্দ্রে "

❤️ Happy Mother's  Day ❤️মায়েরা সবটা পারে...!একজন মা মানেই অসীম শক্তির অধিকারী ।তার বাচ্চার জন্য গোটা দুনিয়ার সাথে লড়তে...
14/05/2023

❤️ Happy Mother's Day ❤️

মায়েরা সবটা পারে...!

একজন মা মানেই অসীম শক্তির অধিকারী ।
তার বাচ্চার জন্য গোটা দুনিয়ার সাথে লড়তে সে রাজী থাকে। একজন মা মানেই সব ত্যাগ সে করতে রাজী ।

বাবা তার সন্তানকে দায়িত্বহীন অবহেলায় ফেলে গেলেও মা কিন্তু কখনো পারে না তার বাচ্চাকে তার বুকের থেকে আলাদা করতে । মায়েরা হয় বাঘের মত শক্তিশালী তার বাচ্চার ক্ষুধা মিটাতে সব করতে পারে । সে তার বাচ্চার ক্ষুধার্ত পেটের জন্য যে কোন কাজ করতে পারে ।

মায়েদের অনেক মানসিক শক্তি থাকে । তাইতো চাইলেও তাকে তার সন্তানদের থেকে আলাদা কেউ করতে পারে না । তার সন্তানদের জন্য যে কোন কোরবানী সে করতে প্রস্তুত থাকে। সময়ের সেরা সিদ্ধান্ত নিতে সে পিছুপা হয় না।

মায়েরা কখনো ভিখারী হয় না ওরা হয় রানীর মত। তার ভালোবাসার রাজ্যে প্রতিটা সন্তানকে পালা হয় তার সামর্থ্য অনুযায়ী সবচেয়ে বড় ফেসালিটিস দিয়ে । মাতৃত্ব ভীষণ সুন্দর । তাই নারীকে কেউ অসম্মান করলেও একজন মাকে অসম্মান মনে হয় , কারো করার মত স্পর্ধা এ দুনিয়াতে কোন মানুষের থাকে না..!

Address

Puran Bogra
5820

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ayaat & Mom's Dairy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share