06/10/2025
শিবগঞ্জে পুলিশের ওপর হামলা, আওয়ামী লীগ নেতা রাজুকে ছিনিয়ে নেওয়ার ভিডিও।
শিবগঞ্জ বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার শিবগঞ্জে পুলিশের ওপর হামলা চালিয়ে আটক আওয়ামী লীগ নেতা রিজ্জাকুল ইসলাম রাজুকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে।
এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে গত শনিবার (৪ অক্টোবর) রাতে শিবগঞ্জ উপজেলার চকভোলাখাঁ গ্রামে।
পুলিশ সূত্রে জানা গেছে, রিজ্জাকুল ইসলাম রাজুকে একটি মামলায় গ্রেপ্তার করার পর যখন তাকে থানায় নিয়ে আসা হচ্ছিল, ঠিক তখনই তার সমর্থকরা সংঘবদ্ধভাবে পুলিশের গতিরোধ করে। অতর্কিত হামলা চালিয়ে পুলিশের উপর চড়াও হয় তারা এবং জোরপূর্বক রাজুকে ছিনিয়ে নিয়ে যায়।
হামলার সময় পুলিশের একাধিক সদস্য আহত হন বলে জানা গেছে। ঘটনার পরপরই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “পুলিশের উপর হামলা ও আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ঘটনায় পৃথক মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”
রিজ্জাকুল ইসলাম রাজু স্থানীয় আওয়ামী লীগের একজন প্রভাবশালী নেতা বলে জানা গেছে, এবং তার বিরুদ্ধে পূর্বেও একাধিক অভিযোগ রয়েছে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।
এই ঘটনাকে কেন্দ্র করে শিবগঞ্জের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।