RE Ruhan

RE Ruhan RE Ruhan

22/12/2024

Pushpa 2 The Rule ​

Part 1


05/12/2024
05/12/2024
02/12/2024

renk match plying

🎉 Facebook recognized me as a top rising creator this week!
02/12/2024

🎉 Facebook recognized me as a top rising creator this week!

26/11/2024

With MD Al Momin – I just got recognized as one of their top fans!

14/11/2024

Hinde new action move clips

08/11/2024

02/11/2024

Hi all how are you

24/10/2024

যখন এনিমির চিপায় পরি🤣🤣🤣

04/07/2024

I want to give a huge shout-out to my top Stars senders. Thank you for all the support!

Mehedi Hasan Rifat

21/05/2024

ঠাসস ঠাসসস………………………
তুই কি ভেবেছিস আমি তোকে ভালবাসি। আরে বোকা তোর মাথায় কি বুদ্ধি বলতে কিছুই নেই। যে তোর বা তোদের মত নিচ গরিব ঘরের ছেলেদের সাথে আমরা শুধু সামান্য একটু হেসে কথা বলতে পারি।
কিন্তু ভালবাসতে পারি না।(স্বর্না)

--তাহলে এত দিন কি ছিলো এসব। আমি তো কোন দিন তোমাকে বলতে যাই নাই যে আমি তোমাকে ভালোবাসি। বরং তুমিই তো আমার পিছনে পিছনে ঘুরতে আর বলতে তুমি নাকি আমাকে ভালোবাসো।(কাব্য)

--আরে বোকা তুই ছিলি আমাদের কলেজের টপার।আর তোর কারনে আমি কলেজে টপ হতে পারছিলাম না। তাই তোর সাথে এত দিন ভালোবাসার অভিনয় করেছি। যাতে আমার ভালোবাসায় পাগল হয়ে তুই লেখা পড়ায় আমার থেকে পিছিয়ে পড়িস। আর এখন দেখ তুই কতটা পিছিয়ে পড়েছিস। তুই আমার থেকে এতটা পিছিয়ে পড়েছিস যে কোন ভাবেই আর আগের অবস্থায় ফিরে আসতে পারবি না।(স্বর্না)

আর এদিকে কলেজের সবাই আমার দিকে তাকিয়ে হাসতেছে। আর একে অন্যেকে বলতেছে দেখছিস কাক ময়ুর হতে চেয়েছিল কিন্তু কাক এটা হয়ত জানতা না যে কাক যতই না ময়ুরের পেখম পড়ুক কাক কাকই থাকে।
কাক কখনো ময়ুর হতে পারে না। আমি ওদের কথা শুনে যতটা না কষ্ট পেয়েছি। তার থেকেও বেশি এটা ভেবে কষ্ট পেলাম যে জীবনে এত বড় একটা ভুল করলাম। শেষ পর্যন্ত আমি কি না একটা ভুল মানুষ কে ভালোবাসলাম।
যে কিনা এতদিন শুধু আমার ক্ষতি চেয়ে এসেছে। তাকেই ভালবেসেছি ছিঃ। এসব ভাবতেই বুকটা যেন আমার কষ্টে শেষ হয়ে যাচ্ছে। তাই কলেজে আর না থেকে বাড়িতে চলে আসলাম। ওখানে থেকে আর অপমানিত হতে পারছি না।
(ওহ আপনাদের তো আমার পরিচয় দেওয়াই হয় নাই।আমি হলাম কাব্য আহম্মেদ নীল। মধ্যবিত্ত পরিবারের বাবা মায়ের একমাত্র ছেলে)

কলেজে পড়াশুনায় ভালো ছিলাম বলে অনেকেই আমার সাথে সম্পর্কে জড়াতে চেয়েছিল। কিন্তু আমি সবাইকে না করে দিয়েছিলাম। কিন্তু কেন জানিনা..।
স্বর্নার সাথে এমন হলো…………

হ্যাঁ স্বর্না.!
স্বর্না হলো আমাদের কলেজের সব চাইতে ধনি পরিবারের একমাত্র মেয়ে। আর সেই সাথে কলেজের টপার গাল। তবে আমার থেকে পিছিয়ে ছিলো।
কিন্তু এটা নিয়ে ওর মধ্যে কোন দিন আমার জন্য হিংসা বা অহংকার ছিলোনা। বরং আমাদের মধ্যে অনেক ভালো বন্ধুত্ব ছিলো। ওর সাথে আমি আমার সব ব্যক্তিগত কথা শেয়ার করতাম। আর ওর সাথেই বেশি সময় থাকতাম। আর এতেই আমি ওর প্রতি একটু একটু দুর্বল হয়ে পড়ি। তবে.আমি যে স্বর্নাকে ভালোবাসি তা ওকে কখনো বলে ওঠার সাহস ই পাই নাই। যখনি ওকে মনের কথা বলতে যাবো ভাবতাম তখনি বার ব

Address

Puran Bogra

Alerts

Be the first to know and let us send you an email when RE Ruhan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share