Freelancer Shakib

Freelancer Shakib I am a digital marketer, I do Facebook marketing, YouTube marketing, Instagram marketing, and Google SCO.

ফ্রিল্যান্সিং কি:এবার দেখে নেয়া যাক,ফ্রিল্যান্সিং( Freelancing) কি এবং কিভাবে একজন ফ্রিল্যান্সার ( Freelancer) হওয়া যায়।...
09/11/2022

ফ্রিল্যান্সিং কি:

এবার দেখে নেয়া যাক,ফ্রিল্যান্সিং( Freelancing) কি এবং কিভাবে একজন ফ্রিল্যান্সার ( Freelancer) হওয়া যায়। ফ্রিল্যান্সার এমন একজন ব্যক্তি যিনি কোন প্রতিষ্ঠানের সাথে র্দীঘস্থায়ী চুক্তি ছাড়া কাজ করেন । একজন ফ্রিল্যান্সারের যেরকম রয়েছে যখন ইচ্ছা তখন কাজ করার স্বাধীনতা । গতাণুগতির ৯টা-৫টা অফিস সময়ের মধ্যে ফ্রিল্যান্সার স্বীমাবন্ধ নয়। ইন্টারনেটের কল্যাণে ফ্রিল্যান্সিং এখন একটি নির্দিষ্ট স্থানের সাথেও সম্পর্কযুক্ত নয় ।

আপনার সাথে যদি থাকে একটি কম্পিউটার আর একটি ইন্টারনেট সংযোগ তাহলে যেকোন জায়গাতে বসেই আপনি ফ্রিল্যান্স আউটসোর্সিং-এর কাজগুলো করতে পারেন। হতে পারে তা ওয়েবসাইট তৈরি, থ্রিডি এনিমেশন, ছবি সম্পাদনা, ডাটা এন্ট্রি বা কেবলমাত্র লেখালেখি করা ।

ইন্টারনেট থেকে প্রাপ্ত কাজগুলোর প্রকারভেদ :

ইন্টারনেট থেকে প্রাপ্ত কাজগুলোকে মূলত তিন ভাগে ভাগ করা যায়

১. কোন প্রকার দক্ষতা ছাড়া কাজ (তবে ইন্টারনেট
সম্পর্কে সাধারণ ধারণা থাকতে হবে)।
২. অপেক্ষাকৃত কম দক্ষতাসম্পন্ন কাজ ।
৩. যেকোন প্রকার দক্ষতাকে কাজে লাগিয়ে কাজ ।

অনলাইনে আয়ের জন্য যোগ্যতা :

অনলাইনে আয় করার জন্য আপনার খুব বেশি যোগ্যতার প্রয়োজন হবে না । আপনি যদি মনে করেন নিচের চারটি গুণই আপনার মধ্যে আছে তাহলেই কেবল আপনি অনলাইনে আয় করার জন্য সমর্থ হবেন।

গুণ চারটি হলো :

১. বিশ্বাস
২. ধৈর্যশীলতা
৩. সততা
৪. আত্মবিশ্বাস

আউটসাের্সিং কি এবং কেন : প্রথমেই দেখে নেয়া যাক আউটসাের্সিং এবং অফশাের আউটসাের্সিং কি এবং কেন করা হয় । আউটসাের্সিং হচ্ছ...
07/11/2022

আউটসাের্সিং কি এবং কেন :

প্রথমেই দেখে নেয়া যাক আউটসাের্সিং এবং অফশাের আউটসাের্সিং কি এবং কেন করা হয় । আউটসাের্সিং হচ্ছে একটি প্রতিষ্ঠানের কাজ নিজেরা না করে তৃতীয় কোন প্রতিষ্ঠানের সাহায্যে করিয়ে নেয়া। এই কাজ হতে পারে পণ্যের শুধু ডিজাইন করা অথবা সম্পূর্ণ উৎপাদন অন্য প্রতিষ্ঠান দিয়ে করিয়ে নেয়া। আউটসাের্সিং-এর সিদ্ধান্ত সাধারণত নেয়া হয় উৎপাদন খরচ কমানাের জন্য।

অনেক সময় পর্যাপ্ত সময়, শ্রম অথবা প্রযুক্তির অভাবেও আউটসাের্সিং করা হয়। অন্যদিকে অফশাের আউটসাের্সিং হচ্ছে একটি প্রতিষ্ঠানের কাজ নিজ দেশে সম্পন্ন না করে ভিন্ন দেশ থেকে করিয়ে আনা। প্রধানত ইউরোপ এবং আমেরিকার ধনী দেশগুলাে অফশাের আউটসাের্সিং করে থাকে যার মূল লক্ষ হচ্ছে পণ্যের গুণগত মান ঠিক রেখে কম পারিশ্রমিকের মাধ্যমে কাজটি সম্পন্ন করা।

মূলত তথ্যপ্রযুক্তি নির্ভর কাজগুলো (যেমন- ডাটা প্রসেসিং, প্রােগ্রামিং, গ্রাফিক্স, মাল্টিমিডিয়া, টেকনিক্যাল সাপাের্ট ইত্যাদি) অফশাের আউটসাের্সিং করা হয়। যে সকল দেশ এই ধরনের সার্ভিস প্রদান করে থাকে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ভারত, ইউক্রেইন, ব্রাজিল, আর্জেন্টিনা, ইন্দোনেশিয়া, চীন, ফিলিপাইনস, রাশিয়া, পাকিস্তান, নেপাল, বাংলাদেশ, মালয়েশিয়া, মিসর এবং আরাে অনেক দেশ।

অনলাইনে আয় :বর্তমান সময়ে অনলাইনে কাজ করে আয় উপার্জন করা খুবই সফল এবং প্রতিযোগিতামূলক একটি ব্যাপার। কোন বাধা ধরা নিয়ম...
06/11/2022

অনলাইনে আয় :

বর্তমান সময়ে অনলাইনে কাজ করে আয় উপার্জন করা খুবই সফল এবং প্রতিযোগিতামূলক একটি ব্যাপার। কোন বাধা ধরা নিয়ম নেই বলে অনলাইনের কাজ গুলো দিন দিন সবার কাছে খুবই জনপ্রিয় হয়ে উঠছে। অনলাইনে আয়ের ব্যাপারটা খুব সহজ নয় আবার খুব কঠিনও নয়। বর্তমান যুগে অনলাইনে কাজ বাংলাদেশের মতাে উন্নয়নশীল দেশগুলাের জন্য খুবই সম্ভবনাময় একটি শিল্প।

অনলাইনে আয় বলতে সাধারণত ইন্টারনেটে কাজ করে আয় উপার্জনকে বুঝায়। এই কাজ বিভিন্ন ধরনের হতে পারে। এটা হতে পারে শুধু লেখা লেখি বা ক্লিক করে আবার হতে পারে কোন পণ্য বিক্রি। আপনার যদি শুধুমাত্র প্রবল ইচ্ছাশক্তি থাকে তাহলেই আপনার ধারা অনলাইনে কাজ করে আয় করা সম্ভব।

অনলাইন আয় করা সবার জন্য উন্মুক্ত। দক্ষ ও অদক্ষ যে কেউই এই পদ্ধতিতে কাজ করে আয় করতে পারে। এতে বয়েসের কোন বাধা ধরা নেই। আপনিও বিভিন্ন উপায়ে অনলাইনে আয় করতে পারেন । আপনি যদি সফটওয়্যার ডেভেলপার বা ওয়েব ডেভেলপার হয়ে থাকেন তাহলে আপনি অনলাইন থেকে এসবের উপর কাজ করতে পারেন ।

আবার মনে করুন আপনি ইংরেজি ভালাে জানেন তাহলে আপনি বিভিন্ন বিষয়ের উপরও আনলাইনে মানুষকে পরামর্শ দিয়ে আয় করতে পারেন । এবার মনে করুন আপনি কিছুই জানেন না তাহলে শুধুমাত্র ক্লিক করে আয় করতে পারেন। আবার আপনি শখের বশে বা কাজের জন্য একটি ওয়েবসাইট বা ব্লগ বানিয়ে সেখান থেকেও এ্যাভ বসানাের মাধ্যমে আয় করতে পারেন ।

অনলাইনে আয় ও বাস্তবতা :

আপনারা হয়তাে ভেবে থাকবেন অনলাইনে আয় করা অনেক সহজ, আপনি ঘুমিয়ে থাকলেও আপনি টাকা আয় করতে পারবেন ইত্যাদি। ব্যাপারটা কিছু অংশে সত্য হলেও নতুনদের জন্য এ কথাগুলাে পুরােপুরি মিথ্যা। আপনার চারপাশে একটু খেয়াল করে দেখুন বিভিন্ন অফিস অথবা কর্মস্থানে উর্ধ্বতন কর্মকর্তারা যেমন তুলনামূলক অল্প পরিশ্রমে সবার চেয়ে একটু বেশি বেতন পায় ঠিক তেমনিই অনলাইনে আয় উপার্জনের ক্ষেত্রেও ঐ একই কথা প্রজোয্য , অপনি কাজে যত বেশি দক্ষ হতে থাকবেন আপনার আয়ও দিন দিন বাড়তে থাকবে।

💻Digital Marketing💻 এর মধ্যে উন্নতম একটি   📲 Search engine optimization (SEO) 📲   👉আজ আমরা জানবো Search engine optimizat...
04/09/2022

💻Digital Marketing💻 এর মধ্যে উন্নতম একটি
📲 Search engine optimization (SEO) 📲

👉আজ আমরা জানবো Search engine optimization (SEO) কি?

Search engine optimization বা (SEO) হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যে কোন ওয়েব সাইটের কিওয়ার্ডকে সার্চ ইঞ্জিনে র‍্যাংক করানো হয় । খুব সহজে যদি একটি উদাহরন দিয়ে বলিঃ আমরা সবাই কম বেশি google.com এ সার্চ করি আর গুগলে যখন কোন কিছু লিখে সার্চ করা হয় তখন গুগোল আমাদেরকে কিছু সার্চ রেজাল্ট দেখায় নিচের ছবিগুলোর মত ।

উপরের ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে “SEO কি” এইটা লিখে সার্চ করার পরে গুগুল আমাদেরকে কিছু সার্চ রেজাল্ট দেখিয়েছে । এখন আপনাকে যদি আমি জিজ্ঞাসা করি আপনি সবচেয়ে আগে কোন রেজাল্টে ক্লিক করবেন ? প্রায় নিশ্চিতভাবে বলা যায় আপনি সবচেয়ে উপরের রেজেল্টটাতে ক্লিক কবেন অধিকাংশ ইউজারদের মত। অর্থাৎ গুগোল এর টপ পজিশনে থাকার করণে প্রথন লিংকটাতে সবচেয়ে বেশি ক্লিক পরবে। আর গুগোল সহ প্রতিটি সার্চ ইঞ্জিনের টপ পজিশনে আপনার Website যেকোন Keyword কে র‍্যাং করানোর প্রক্রিয়াই হল SEO । SEO করে টপ পজিশনে থাকা website এ সবচেয়ে বেশি ভিজিটর যাবে এটা আশা করি আপনি ইতিমধ্যেই বুঝে গেছেন । বাংলাদেশে SEO সার্ভিস প্রোভাইড করে এমন অনেক কোম্পানি রয়েছে যাদের সাথে তাল মিলিয়ে IMBD Agency এর SEO Service এই ইন্ড্রাস্ট্রিতে সফলতার সাথে বিচরন করছে ।

SEO সাধারণত তিন ধরণের হয়ে থাকে-
1. White hat SEO
2. Gray hat SEO
3. black hat SEO

ফ্রিল্যান্সিং কেন করব?আসলেই আপনি ফ্রিল্যান্সিং কেনো করবেন? আপনি চাকরি বা ব্যবসা করতে পারেন। সেখানে তো অনেক লাভ। তাই না?আ...
01/09/2022

ফ্রিল্যান্সিং কেন করব?
আসলেই আপনি ফ্রিল্যান্সিং কেনো করবেন? আপনি চাকরি বা ব্যবসা করতে পারেন। সেখানে তো অনেক লাভ। তাই না?
আমার কাছে এই প্রশ্নটার উত্তর একটু ভিন্ন। প্রথমত চাকরির বাজারের খুব করুণ অবস্থা। এরপরে অনলাইন জগতেও অনেক ব্যবসা আছে।এছাড়াও স্টুডেন্ট অবস্থায় অনেক সময় হাতে থাকে নিজেকে তৈরি করার।
বর্তমান সময়ে ভালো ভালো গ্রাজুয়েট শেষ করেও চাকরি পাচ্ছে না, এরকম ঘটনা নতুন কিছু না। আর বেকার সমস্যাও নতুন না ।
আর দ্বিতীয়ত হচ্ছে ফ্রিল্যান্সিং সম্পূর্ন স্বাধীন পেশা। এখানে আপনার সময় মতো অফিস করার প্রয়োজন নাই কিংবা চাকরি খোজারও দরকার নাই।
শুধুমাত্র আপনার যোগ্যতা দেখাবেন এবং দক্ষতা অনুযায়ী কাজ করবেন। তার মানে এটা না যে, আপনি চাকরি ছেড়ে ফ্রিল্যান্সিং করবেন!
আরেকটা হচ্ছে দক্ষতা। এই দক্ষতা আমাদের অনেকের মধ্যেই থাকে। কিন্তু আমরা কাজে লাগাতে পারি না।
কাজের মাধ্যমে যেমন দক্ষতাকে কাজে লাগাতে পারবেন তেমনি টাকা আয়ও করতো পারবেন। তাই আপনার সুপ্ত প্রতিভাকে অনলাইনের মাধ্যমে কাজে লাগান।

31/08/2022
Theis is Shakib Hosen, I!m a Digital Marketar
30/08/2022

Theis is Shakib Hosen, I!m a Digital Marketar

Address

Bogura Sadar, Bogura
Puran Bogra
5800

Telephone

+8801303765536

Website

Alerts

Be the first to know and let us send you an email when Freelancer Shakib posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Freelancer Shakib:

Share