
09/11/2022
ফ্রিল্যান্সিং কি:
এবার দেখে নেয়া যাক,ফ্রিল্যান্সিং( Freelancing) কি এবং কিভাবে একজন ফ্রিল্যান্সার ( Freelancer) হওয়া যায়। ফ্রিল্যান্সার এমন একজন ব্যক্তি যিনি কোন প্রতিষ্ঠানের সাথে র্দীঘস্থায়ী চুক্তি ছাড়া কাজ করেন । একজন ফ্রিল্যান্সারের যেরকম রয়েছে যখন ইচ্ছা তখন কাজ করার স্বাধীনতা । গতাণুগতির ৯টা-৫টা অফিস সময়ের মধ্যে ফ্রিল্যান্সার স্বীমাবন্ধ নয়। ইন্টারনেটের কল্যাণে ফ্রিল্যান্সিং এখন একটি নির্দিষ্ট স্থানের সাথেও সম্পর্কযুক্ত নয় ।
আপনার সাথে যদি থাকে একটি কম্পিউটার আর একটি ইন্টারনেট সংযোগ তাহলে যেকোন জায়গাতে বসেই আপনি ফ্রিল্যান্স আউটসোর্সিং-এর কাজগুলো করতে পারেন। হতে পারে তা ওয়েবসাইট তৈরি, থ্রিডি এনিমেশন, ছবি সম্পাদনা, ডাটা এন্ট্রি বা কেবলমাত্র লেখালেখি করা ।
ইন্টারনেট থেকে প্রাপ্ত কাজগুলোর প্রকারভেদ :
ইন্টারনেট থেকে প্রাপ্ত কাজগুলোকে মূলত তিন ভাগে ভাগ করা যায়
১. কোন প্রকার দক্ষতা ছাড়া কাজ (তবে ইন্টারনেট
সম্পর্কে সাধারণ ধারণা থাকতে হবে)।
২. অপেক্ষাকৃত কম দক্ষতাসম্পন্ন কাজ ।
৩. যেকোন প্রকার দক্ষতাকে কাজে লাগিয়ে কাজ ।
অনলাইনে আয়ের জন্য যোগ্যতা :
অনলাইনে আয় করার জন্য আপনার খুব বেশি যোগ্যতার প্রয়োজন হবে না । আপনি যদি মনে করেন নিচের চারটি গুণই আপনার মধ্যে আছে তাহলেই কেবল আপনি অনলাইনে আয় করার জন্য সমর্থ হবেন।
গুণ চারটি হলো :
১. বিশ্বাস
২. ধৈর্যশীলতা
৩. সততা
৪. আত্মবিশ্বাস