দৈনিক বগুড়া বুলেটিন

দৈনিক বগুড়া বুলেটিন News & Information Page

বগুড়ার শেরপুরে প্রেমে সাড়া না পেয়ে স্কুলছাত্রীকে অ'প'হ'র'ণ।বগুড়ার ধুনট উপজেলায় প্রেমে সাড়া না পেয়ে এক স্কুলছাত্রীকে ফাঁক...
03/02/2025

বগুড়ার শেরপুরে প্রেমে সাড়া না পেয়ে স্কুলছাত্রীকে অ'প'হ'র'ণ।

বগুড়ার ধুনট উপজেলায় প্রেমে সাড়া না পেয়ে এক স্কুলছাত্রীকে ফাঁকা রাস্তা থেকে সিএনজি চালিত অটোরিকশায় অ'পহ'র'ণে'র অভিযোগে মা'মলা দায়ের হয়েছে।

শনিবার (০১ ফেব্রুয়ারি) অপহৃত স্কুলছাত্রীর বাবা উপজেলার মহিশুরা গ্রামের আব্দুর রাজ্জাক বাদি হয়ে ৬ জনের বি'রু'দ্ধে থানায় এ মা'মলা দায়ের করেন। এই মা'মলার আ'সামিরা হলেন, উপজেলার চরখুকমিয়া গ্রামের ছরোয়ার্দীর ছেলে মিরাজুল ইসলাম (২২) সহ ৬ জন।

মামলা সূত্রে জানা যায়, অপহৃত গোপালনগর ইউএকে উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী। প্রতিদিন বিদ্যালয়ে যাতায়াতের পথে মিরাজুল ইসলাম মেয়েটিকে প্রেম প্রস্তাব দেয়। কিন্ত মেয়েটি তার প্রেম প্রস্তাবে রাজী হয়নি। এতে ক্ষু'ব্ধ হয়ে মিরাজুল প্রায় মেয়েটিকে বিভিন্ন ভাবে উত্যক্ত করে। এ অবস্থায় মেয়েটি ৬ জানুয়ারী সকাল ১১টায় বাড়ি থেকে বিদ্যালয়ে রওনা হয়।

পথিমধ্যে মহিশুরা দর্গা মাজার এলাকায় পৌছলে ফাঁকা রাস্তা থেকে মেয়েটিকে সিএনজি চালিত অটোরিকশায় তুলে অপহরণ করেছে মিরাজুল ও তার লোকজন। মেয়েটিকে ফিরে পেতে তার স্বজনরা মিরাজুলের সাথে একাধিকবার যোগাযোগ করে ব্যর্থ হয়ে অবশেষ থানায় মা'মলা দায়ের করেন।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার ও এ ঘটনার সাথে জড়িতদের গ্রে'প্তারের চেষ্টা করা হচ্ছে।

বগুড়ায় মোটরসাইকেল-ট্রাকের সং/ঘ/র্ষে ৩ মোটরসাইকেল আরোহী নি/হ/ত।বগুড়ার আদমদীঘির সান্তাহারে মোটরসাইকেল-ট্রাকের সং'ঘ'র্ষে ৩ ...
03/02/2025

বগুড়ায় মোটরসাইকেল-ট্রাকের সং/ঘ/র্ষে ৩ মোটরসাইকেল আরোহী নি/হ/ত।

বগুড়ার আদমদীঘির সান্তাহারে মোটরসাইকেল-ট্রাকের সং'ঘ'র্ষে ৩ মোটরসাইকেল আরোহী নি'হ'ত হয়েছে। রবিবার (২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯ টায় উপজেলার সান্তাহার পৌর শহরের বাঁশ হাটি নওগাঁ-বগুড়া সড়কে এ দু'র্ঘটনা ঘটে।

নি'হ'ত'রা হলেন- দুপচাঁচিয়া উপজেলার কংকাই এলাকার আব্দুর রহমান মন্ডলের ছেলে আল হোসাইন মন্ডল (১৯), একই উপজেলার ছোটধাপ এলাকার জিয়াউর রহমানের ছেলে সাহ নেওয়াজ (১৮) ও কাহালু উপজেলার কাজিপাড়া এলাকার মঞ্জুর আলীর ছেলে মিথুন প্রামাণিক (১৯)।

এসব তথ্য নিশ্চিত করেছেন সান্তাহার পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক আজিমুল হক।

পুলিশের এই কর্মকর্তা জানান, রবিবার রাতে তিন মোটরসাইকেল আরোহী নওগাঁ বাণিজ্য মেলা থেকে নিজ বাড়িতে ফিরছিল। পথেমধ্যে সান্তাহার পৌর শহরের বাঁশহাটি এলাকায় নওগা-বগুড়া সড়কে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা এক আলু বোঝায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সং'ঘ'র্ষে পিষ্ট হয়ে ঘটনাস্থলে তারা মারা যান। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লা'শটি উদ্ধার করা হয়। এ ঘটনায় ট্রাকটি আ'ট'ক করা হয়েছে।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

03/02/2025
বিশেষ অভিযানে শাজাহানপুররের ৫ আওয়ামী লীগ নেতাকর্মী আটকবগুড়ার শাজাহানপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ইউনিয়ন আওয়ামী লীগে...
02/02/2025

বিশেষ অভিযানে শাজাহানপুররের ৫ আওয়ামী লীগ নেতাকর্মী আটক

বগুড়ার শাজাহানপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সহ ৫ জনকে আটক করেছে থানা পুলিশ।

শনিবার (১ ফেব্রুয়ারি) দিবাগত মধ্য রাত থেকে ভোররাত পর্যন্ত অভিযান চালিয়ে ৫ জনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ওসি ওয়াদুদ আলম।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার চোপীনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মন্ডল, খোট্রপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি রেজাউল করিম মহব্বত, খোট্টাপাড়া ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামিম হোসেন, উপজেলা যুবলীগের সদস্য আব্দুল হাকিম, উপজেলা যুবলীগের সাবেক সদস্য মাহফুজ (মাপু)।

এ ঘটনায় শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসি ওয়াদুদ আলম বলেন, বগুড়া সদর পুলিশের নেতৃত্বে রাতভর অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় ৫জনকে আটক করা হয়। আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে আদালতে পাঠানোর ব্যবস্থা নেয়া হচ্ছে। থানা পুলিশের এধরনের অভিযান অব‍্যাহত থাকবে।

02/02/2025

রোববার (২ ফেব্রুয়ারি) সকালে উদ্বোধন হয় বাউনিয়া খাল খননের কাজ।

02/02/2025

বগুড়ায় ছাত্রশিবিরের মিছিল শহর প্রদক্ষিণ।

02/02/2025

পিনাকী ভট্টাচার্যের Bogura - বগুড়া

ঢাকা-বগুড়া মহাসড়কের শাজাহানপুরের আড়িয়া এলাকায় ফোর লাইনের এক পাশে  প্রতিদিন সকালে বাজার বসে। এতে যানবাহন চলাচলে প্রতিবন...
02/02/2025

ঢাকা-বগুড়া মহাসড়কের শাজাহানপুরের আড়িয়া এলাকায় ফোর লাইনের এক পাশে প্রতিদিন সকালে বাজার বসে। এতে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতার তৈরি হয়। পাশাপাশি দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। এ বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে এলাকার সচেতন মহল।

আগামী ৬ ফেব্রুয়ারী বগুড়া শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের গোবিন্দপুর মাদ্রাসা মাঠে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশের প...
02/02/2025

আগামী ৬ ফেব্রুয়ারী বগুড়া শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের গোবিন্দপুর মাদ্রাসা মাঠে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশের পূর্ব প্রস্তুতীমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে প্রস্তুতীমূলক বক্তব্য রাখেন জনাব রফিকুল ইসলাম রফিক, কোষাধক্ষ্য, শাজাহানপুর উপজেলা বিএনপি, আরো উপস্থিত ছিলেন কামরুজ্জমান রাজা, সাবেক সাংগঠিনিক সম্পাদক, আমরুল ইউনিয়ন বিএনপি, সাজেদুর রহমান সাজু, যুগ্ম আহবায়ক, শাজাাহনপুর উপজেলা যুবদল, এছাড়াও ইউনিয়ন বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও অত্র এলাকার কৃষক এবং যুবসমাজ।

বগুড়া শহরের করতোয়া মাল্টিমিডিয়া স্কুল এন্ড কলেজ সামনে চেকপোস্ট চলাকালে মোঃ রাকিব মন্ডল (৩৪) নামের এক ব্যক্তি কে বার্মি...
02/02/2025

বগুড়া শহরের করতোয়া মাল্টিমিডিয়া স্কুল এন্ড কলেজ সামনে চেকপোস্ট চলাকালে মোঃ রাকিব মন্ডল (৩৪) নামের এক ব্যক্তি কে বার্মিজ চা কু সহ গ্রেফতার করে স্টেডিয়াম পুলিশ ফাঁড়ি বগুড়া।
জানা যায়,তিনি শহরের ফাপোড় মন্ডল পাড়ার মোঃ আঃ সালাম মন্ডল এর পুত্র।

হঠাৎ ভাইরাল বাপ্পারাজের সেই ডায়লগ ‘চাচা হেনা কোথায়’একসময়ের জনপ্রিয় চিত্রনায়ক বাপ্পারাজ। দীর্ঘদিন ধরেই তিনি সিনেমা থেকে দ...
01/02/2025

হঠাৎ ভাইরাল বাপ্পারাজের সেই ডায়লগ ‘চাচা হেনা কোথায়’

একসময়ের জনপ্রিয় চিত্রনায়ক বাপ্পারাজ। দীর্ঘদিন ধরেই তিনি সিনেমা থেকে দূরে। তবে পর্দার আড়ালে থাকলেও প্রায়ই ভাইরাল হন এ অভিনেতা। কখনো তার অভিনীত ব্যর্থ প্রেমের চরিত্রের সঙ্গে ট্যাগলাইন লাগিয়ে দেওয়া হয়।

চাচা হেনা কোথায়

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ষড়যন্ত্রকারীরা বসে নেই, দাবি দাওয়ার উসিলায় ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। যে...
01/02/2025

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ষড়যন্ত্রকারীরা বসে নেই, দাবি দাওয়ার উসিলায় ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। যে কোন মুল্যে জনগণের পাশে থাকার এবং জনগণকে পাশে রাখতে দলের নেতাকর্মীদের আহ্বান জানান তিনি। বলেন, ঐক্যবদ্ধভাবে দেশের মানুষকে নিয়ে দেশকে আবার পূর্ণগঠন করবে বিএনপি।

শনিবার (১ ফেব্রুয়ারি) সোহাগপুর আব্বাসউদ্দিন খান কলেজ মাঠে হয় ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। এতে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

সম্মেলনে দেওয়া বক্তব্যে নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, যেহেতু বিএনপি সবচেয়ে বড় দল তাই তাদের দায়িত্বও বেশি। সেই দায়িত্ব সঠিকভাবে পালন করতে হলে দলের সকলকে যে কোনমুল্যে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি বলেন, ভোটের রায়ের মাধ্যমে যেই কাজটি হয় সেটিতে জবাবদিহিতা থাকে। গত পনের বছর ভোট ছিলো না, জবাবদিহিতা ছিল না বলেই প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিয়েছে পরাজিত শক্তি।

মানুষের যাতে সমর্থন এবং আস্থা বাড়ে সেভাবে চলতে হবে, তাহলে দল শক্তিশালী হবে বলে আবারও মনে করিয়ে দেন তারেক রহমান।

বগুড়ার শেরপুরে ৪টি ব্যাটারি ১টি অটোরিকশা সহ ৪ জন চো'র গ্রে/ফতার। জেলা পুলিশ বগুড়ার শেরপুর থানা কর্তৃক চু'রির মা'মলা তদ...
01/02/2025

বগুড়ার শেরপুরে ৪টি ব্যাটারি ১টি অটোরিকশা সহ ৪ জন চো'র গ্রে/ফতার।

জেলা পুলিশ বগুড়ার শেরপুর থানা কর্তৃক চু'রির মা'মলা তদন্তকালে চারটি চো'রাই ব্যাটারিসহ একটি অটোরিকশা ও চারজন চো'রকে গ্রে'প্তার করা হয়।

বগুড়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতারবগুড়ার গাবতলীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা এনামুল হককে (২৫) গ্রেফতার করেছে...
01/02/2025

বগুড়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার

বগুড়ার গাবতলীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা এনামুল হককে (২৫) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পাঁচকাতুলী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতার এনামুল হক উপজেলার পাঁচকাতুলী গ্রামের মৃত শাহজাহান আলী মন্ডলের ছেলে। তিনি রামেশ্বরপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি।

জানা যায়, গত ৫ আগস্টের পর হত্যা ও অগ্নিসংযোগের ঘটনায় উপজেলা মহিলা দলের সভানেত্রী সুরাইয়া জেরিন রনি বাদী হয়ে এনামুলসহ আরও অনেককে আসামি করে থানায় মামলা দায়ের করেন। এই মামলার পরিপ্রেক্ষিতে শনিবার সন্ধ্যায় পাঁচকাতুলী মন্ডল মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। গাবতলী মডেল থানার এসআই শরিফুল ইসলাম জানান, রাজনৈতিক মামলায় এনামুল হককে গ্রেফতার করা হয়েছে। তিনি থানা হেফাজতে রয়েছেন

প্রধান উপদেষ্টা বইমেলা উদ্বোধন করবেন আজরাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্ম...
01/02/2025

প্রধান উপদেষ্টা বইমেলা উদ্বোধন করবেন আজ

রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস অমর একুশে বইমেলার উদ্বোধন করবেন আজ শনিবার (১ ফেব্রুয়ারি)। অমর একুশে বইমেলা কমিটির সদস্য সচিব ড. সরকার আমিন গতকাল বৃহস্পতিবার বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ১ ফেব্রুয়ারি বিকেল ৩টায় বইমেলার উদ্বোধন করবেন।’

এ বছরের বইমেলার প্রতিপাদ্য বিষয় ‘জুলাই গণঅভ্যুত্থান : নতুন বাংলাদেশ নির্মাণ’।

বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেবেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ও স্বাগত বক্তব্য দেবেন বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম।

বইমেলায় অংশগ্রহণকারী ৭০৮ জন প্রকাশকের মধ্যে ৯৯টি স্টল বাংলা একাডেমি প্রাঙ্গণে, ৬০৯টি সোহরাওয়ার্দী উদ্যানে নির্মাণ করা হবে। গত বছর বইমেলায় ৬৩৫টি প্রতিষ্ঠানকে মোট ৯৩৭টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছিল। মেলায় ৩৭টি প্যাভিলিয়ন থাকবে। একটি বাংলা একাডেমিতে ও ৩৬টি সোহরাওয়ার্দী উদ্যানে। লিটল ম্যাগাজিন কর্নারটি সোহরাওয়ার্দী উদ্যানের উন্মুক্ত মঞ্চের কাছে গাছের নিচে থাকবে, তাতে প্রায় ১৩০টি লিটল ম্যাগাজিন স্টল থাকবে।

বাংলা একাডেমির মহাপরিচালক ও কমিটির সভাপতি ড. মোহাম্মদ আজম ও বাংলা একাডেমির সচিব ড. মো. সেলিম রেজাও সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন।

বইমেলার বিন্যাস গত বছরের মতোই থাকবে জানিয়ে সরকার আমিন বলেন, ‘মেট্রোরেল স্টেশনের কাছাকাছি হওয়ায় বহির্গমন গেটটি মন্দিরের গেটের কাছাকাছি সরানো হয়েছে।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, দোয়েল চত্বর, এমআরটি বেসিং প্ল্যান্ট ও ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের কাছে প্রবেশ ও বের হওয়ার জন্য চারটি পয়েন্ট থাকবে।

সরকার আমিন জানান, মেলার সীমানা বরাবর খাবারের স্টলের আয়োজন করা হবে ও মেলাপ্রাঙ্গণে ৩০টি শৌচাগার স্থাপন করা হয়েছে, যা মেলার ইতিহাসে সর্বোচ্চ।

পুলিশ, র‌্যাব, আনসার ও গোয়েন্দা সংস্থার সদস্যদের দ্বারা নিরাপত্তা নিশ্চিত করা হবে। অনুষ্ঠানস্থলে তিন শতাধিক সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে এবং সব প্রবেশ ও বের হওয়ার পথে আর্চওয়ে স্থাপন করা হবে।

বিগত বছরগুলোর মতো এবারও মেলার মূল মঞ্চ হবে বাংলা একাডেমি প্রাঙ্গণে, বই খোলা ও ‘লেখক বলছি’ মঞ্চ স্থাপন করা হবে সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে।

মূল মঞ্চে প্রতিদিন বিকেল ৪টায় সেমিনার ও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ৮ ও ১৫ ফেব্রুয়ারি বাদে শুক্র ও শনিবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলবে বিশেষ ‘শিশু প্রহর’। প্রতিবছরের মতো এবারও মেলার কার্যক্রমের অংশ হিসেবে শিশু-কিশোরদের জন্য শিল্পাচার্য, আবৃত্তি ও সংগীত প্রতিযোগিতাসহ বিভিন্ন বিনোদনমূলক কার্যক্রমের আয়োজন করা হবে।

আয়োজকরা জানিয়েছেন, এই বছর অমর একুশে বইমেলা পরিবেশবান্ধব এবং শূন্য-বর্জ্য হওয়ার লক্ষ্যে পরিচালিত হচ্ছে। ‘সব অংশগ্রহণকারী এবং বইমেলার অংশীদারদের একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের পরিবর্তে পাট, কাপড় ও কাগজের মতো টেকসই উপকরণ ব্যবহার করার জন্য উৎসাহিত ও অনুরোধ করা হচ্ছে।’

বইমেলা প্রতি কর্মদিবসে সবার জন্য বিকেল ৩টা থেকে রাত ৯টা এবং সরকারি ছুটির দিনে বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত উন্মুক্ত থাকবে। দুপুরের খাবার ও নামাজের জন্য এক ঘণ্টা বিরতি থাকবে। ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মেলা সকাল ৮টা থেকে শুরু হয়ে রাত ৯টা পর্যন্ত চলবে।
পূর্ববর্তী ঐতিহ্য অনুসরণ করে, ২০২৪ সাল থেকে বেশ কয়েকটি গুণগত মানসম্পন্ন প্রকাশনার জন্য চিত্তরঞ্জন সাহা স্মৃতি পুরষ্কার, শৈল্পিক উৎকর্ষতায় মুনির চৌধুরী স্মৃতি পুরস্কার, শিশু সাহিত্যে রোকনুজ্জামান খান দাদাভাই স্মৃতি পুরস্কার ও নান্দনিক স্টল ডিজাইনের জন্য কাইয়ুম চৌধুরী স্মৃতি পুরস্কার এবারও থাকবে।

01/02/2025

শেরপুর শহরে ফ্লাইওভার নির্মাণের দাবীতে মানববন্ধনে বক্তব্য রাখছেন সাবেক এমপি গোলাম মোহাম্মাদ সিরাজ

আটকের পর যুবদল নেতার মৃত্যু: তদন্তের নির্দেশ সরকারেরকুমিল্লায় যৌথ বাহিনীর অভিযানে আটক যুবদল নেতা তৌহিদুল ইসলামের (৪৫) মৃ...
01/02/2025

আটকের পর যুবদল নেতার মৃত্যু: তদন্তের নির্দেশ সরকারের

কুমিল্লায় যৌথ বাহিনীর অভিযানে আটক যুবদল নেতা তৌহিদুল ইসলামের (৪৫) মৃত্যুর ঘটনায় দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

শনিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বরাত দিয়ে প্রেস উইং জানায়, যেকোনো ধরনের হেফাজতে নির্যাতন ও হত্যা কঠোরভাবে নিন্দনীয়।

বর্তমান সরকারে দেশের শীর্ষস্থানীয় মানবাধিকার কর্মীরা রয়েছেন জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, জাতীয় জীবনের প্রতিটি স্তরে মানবাধিকার রক্ষা করা আমাদের সরকারের অন্যতম প্রধান লক্ষ্য।

দেশের বিচার ব্যবস্থার সংস্কারের লক্ষ্যে সরকার ইতোমধ্যে কয়েকটি কমিশন গঠন করেছে, যাদের বেশিরভাগই প্রতিবেদন জমা দিয়েছে বলেও জানায় প্রেস উইং।

এর আগে শুক্রবার যৌথ বাহিনীর পরিচয়ে গভীর রাতে বাড়ি থেকে তুলে নেওয়ার পর হাসপাতালে তৌহিদুল ইসলাম (৪৫) নামে এক যুবদল নেতার মৃত্যু হয়। নিহত তৌহিদুল জেলার আদর্শ সদর উপজেলার পাঁচথুবি ইউনিয়নের ইটাল্লা গ্রামের মৃত মোখলেছুর রহমানের ছেলে এবং ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ছিলেন।

ওই যুবদল নেতার ভাই আবুল কালাম আজাদ টিপু সাংবাদিকদের বলেন, আমার বাবা চার দিন আগে মারা গেছেন। শুক্রবার ছিল তার কুলখানি। এরই মধ্যে বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে সেনাবাহিনীর তিনটি গাড়ি ও একটি লাল রঙের গাড়ি আমাদের বাড়ি আসে। এ সময় পোশাক ও সিভিলে থাকা কয়েকজন আমার ভাইয়ের কাছে অস্ত্র আছে– এমন অভিযোগে রুমে রুমে তল্লাশি করে। তার কাছে অস্ত্র নেই– আমরা বারবার বলার পরও তারা তৌহিদকে ধরে নিয়ে যায়। সকাল থেকে আমরা থানায় ভাইয়ের খোঁজ নিয়েও পাইনি।

তিনি আরও বলেন, শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে কোতোয়ালি মডেল থানার এসআই মোরশেদ মোবাইল ফোনে আমাদের জানান, শহরতলির গোমতীপারের গোমতী বিলাস নামক স্থান থেকে আমার ভাইকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়েছেন। আমরা হাসপাতালে গিয়ে ভাইয়ের মরদেহ দেখতে পাই। তাঁর শরীরে আঘাতের চিহ্ন ছিল।

হাসপাতালের সামনে আহাজারি করে আজাদ বলেন, রাজনীতির জন্য আমার ভাই কোটি কোটি টাকা ব্যয় করেছেন। তাকে কেন এভাবে মারা হলো? এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন তিনি।

এসআই মোরশেদ বলেন, শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে গোমতীপারের ঝাকুনিপাড়ার গোমতী বিলাসে গিয়ে যখন সেনাবাহিনীর উপস্থিতিতে তৌহিদকে গাড়িতে ওঠাই, তখনও তার প্রাণ ছিল। হাসপাতালে আনার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তানভীর আহমেদ বলেন, শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ তৌহিদুল ইসলামকে জরুরি বিভাগে নিয়ে আসে। পরীক্ষা-নিরীক্ষা শেষে দেখা যায়, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক বলেন, সেনাবাহিনীর সদস্যরা ওই ব্যক্তিকে পুলিশের কাছে হস্তান্তর করার সময় সে অসুস্থ বোধ করায় হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে। তিনি বলেন, পরিবার থেকে এখনও লিখিত অভিযোগ না পেলেও পুরো বিষয়টি তদন্ত করা হচ্ছে।

ওসি মহিনুল ইসলাম বলেন, ময়নাতদন্তের পর সন্ধ্যায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ওই ব্যক্তির বিরুদ্ধে ২০১৮ সালের বিশেষ ক্ষমতা আইনে থানায় একটি মামলা আছে।

এ বিষয়ে কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের আহ্বায়ক আনোয়ারুল হক বলেন, যুবদল নেতা তৌহিদ তাদের দলের একজন সৎ ও নিবেদিত নেতা ছিলেন। রাজনীতির পাশাপাশি সে একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন। তার দুই মেয়ে রয়েছে। সে অস্ত্রধারী হলে আইনগত ব্যবস্থা নেওয়া যেত। তার মৃত্যুর বিষয়টি তদন্তের দাবি করছি

শহীদ চান্দু স্টেডিয়াম পরিদর্শনে আসছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিবগুড়া জেলা সুইমিংপুল ও শহীদ চান্দু স্টেডিয়াম পর...
01/02/2025

শহীদ চান্দু স্টেডিয়াম পরিদর্শনে আসছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব

গুড়া জেলা সুইমিংপুল ও শহীদ চান্দু স্টেডিয়াম পরিদর্শন করবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জনাব ড. শেখ মোহাম্মদ জোবায়েদ হোসেন। ১ ফেব্রুয়ারি (শনিবার) ব সকাল ১০.৩০টায় তিনি স্থাপনা দুটি পরিদর্শন করবেন।
এর আগে তিনি সকাল ১০টায় যুব উন্নয়ন অধিদপ্তর পরিচালিত শিক্ষিত কর্মপ্রত্যাশি যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি প্রকল্পের কার্যক্রম পরিদর্শন ও প্রশিক্ষণার্থীদের সাথে মতবিনিময় করবেন।
বেলা ১১টায় শহীদ চান্দু স্টেডিয়াম সংলগ্ন মাঠে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা ও আনন্দ উৎসবে অংশগ্রহন করেন। পরে ১১.৩০টায় তিনি যুব উন্নয়ন অধিদপ্তর ও জেলা প্রশাসন আয়োজিত তারুণ্যের উৎসব উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে যোগদান করবেন।
বগুড়া জেলা সুইমিংপুল ও শহীদ চান্দু স্টেডিয়াম সংস্কারের জন্য এই সফর খুবই গুরুত্বপূর্ন বলে মনে করা হচ্ছে।

Address

Bogura
5800

Alerts

Be the first to know and let us send you an email when দৈনিক বগুড়া বুলেটিন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to দৈনিক বগুড়া বুলেটিন:

Videos

Share

দৈনিক নয়মাইল

আমাদের নয়মাইল