দৈনিক নয়মাইল

দৈনিক নয়মাইল News & Information Page

17/10/2023

ত্রিমুখী সংঘর্ষে দুমরে মুচরে যায় গাড়ী, আহত হয়েছেন বেশকিছু যাত্রী।
আজ মঙ্গলবার দুপুর ৩টায় বগুড়া শাজাহানপুর উপজেলার নয়মাইল বাসষ্ট্যান্ডে বিপরীত দিক থেকে আসা ঢাকা মূখী সৌখিন এসি কোচটি রাস্তার ডিভাইডারে উল্টো পথে আসছিলো এমন সময় বগুড়াগামী কভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখী সংর্ঘষ হয় তার পিছনে থাকা আরেকটি কোচ এসে ধাক্কা দেয় এতে কভার্ড ভ্যানটি মাঝখানে পরে দুমরে মুরচে যায়, এতে কভার্ড ভ্যানে ড্রাইভার ও হেলপার সহ দুই কোচের অনেক যাত্রী আহত হয়েছে। ঘটনাস্থলে তাৎক্ষনিক হাইওয়ে পুলিশ ও শেরপুর ফায়ার সার্ভিস উপস্থিত হয়ে উদ্ধার কার্যক্রম চালায় এবং রাস্তায় যান চলাচল স্বাভাবিক করেন। তবে কোন মৃতের খবর পাওয়া যায়নি।

আগামী ২১ অক্টোবর পীর গিয়াস উদ্দিন আত তাহেরী শেরপুরে আসছেন।বগুড়ার শেরপুর উপজেলার ভাটরা ইয়াছন্নেছা হাফিজিয়া মাদ্রাসা ও এতি...
14/10/2023

আগামী ২১ অক্টোবর পীর গিয়াস উদ্দিন আত তাহেরী শেরপুরে আসছেন।
বগুড়ার শেরপুর উপজেলার ভাটরা ইয়াছন্নেছা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার বার্ষিক ওয়াজ মাহফিল আগামী ২১ অক্টোবর শনিবার দুপুরে অনুষ্ঠিত হবে। উক্ত বার্ষিক ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বাংলাদেশের খ্যাতিমান ইসলামী বক্তা পীর মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরী। উক্ত বার্ষিক ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মজিবর রহমান মজনু। মাহফিলে সভাপতিত্ব করবেন ভাটরা ইয়াছন্নেছা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা পরিচালনা কমিটির সভাপতি ও সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ্ব মুন্সী সাইফুল বারী ডাবলু। মাদ্রাসা ও এতিমখানা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব জিয়ন কুদ্দুস জানান প্রধান বক্তা পীর মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরী ঐদিন দুপুর ২ ঘটিকা থেকে ৪ ঘটিকা পর্যন্ত বক্তব্য রাখবেন ইনশাআল্লাহ। এতিমখানার অন্যতম পরিচালক আমেরিকা প্রবাসী প্রকৌশলী জুবায়ের কুদ্দুস বার্ষিক ওয়াজ মাহফিল সফল করার জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।
#দৈনিকনয়মাইল #শেরপুর #বগুড়া

12/10/2023
05/10/2023

মুহুর্তে মুহুর্তে আসছে বন্যার খবর, ভারতের সিকিম রাজ্যের বিভিন্ন এলাকা প্লাবিত হচ্ছে। বন্যার পানি আসছে বাংলাদেশেও।
#দৈনিকনয়মাইল #বন্যা

05/10/2023

নদী ভাঙ্গন-মুহুর্তেই বিলীন হয়ে যাচ্ছে উচু জমি, মানুষের মধ্যে বিরাজ করছে নানা আতংক।
#বন্যা

05/10/2023

সিকিমের পানি তিস্তায়। ব'ন্যা মোকাবি'লায় প্রস্তু'ত প্রশা'স'ন #দৈনিকনয়মাইল

ছোট্ট একটি টংঘর। সকাল থেকে রাত ৯টা পর্যন্ত চলে বিক্রি। এটা নিত্যদিনের চিত্র। তবে সন্ধ্যার পর দোকানে ভিড় বাড়তে থাকে। এ সম...
04/10/2023

ছোট্ট একটি টংঘর। সকাল থেকে রাত ৯টা পর্যন্ত চলে বিক্রি। এটা নিত্যদিনের চিত্র। তবে সন্ধ্যার পর দোকানে ভিড় বাড়তে থাকে। এ সময় একটু দম ফেলার ফুরসত পান না দোকানি। বলছিলাম বগুড়া জেলার শাজাহানপুর উপজেলা নয়মাইল হাট এলাকার চায়ের দোকানি সিরাজুল ইসলামের কথা। ঢাকা-বগুড়া মহাসড়কের পাশে সিরাজের চা দোকানের খ্যাতি অত্র এলাকা জুড়ে। সকাল-রাত প্রায় সব বয়সী লোক চায়ের জন্য ভিড় করে তার দোকানে। এলাকাবাসী জানায় এখানকার চায়ের অতুলনীয় স্বাদ নিতে আসি। এখানকার চা অন্য সব দোকানের থেকে আলাদা। একবার খেলেই মুখে এর স্বাদ অনেক দিন লেগে থাকে। সন্ধ্যার পরে চা খেতে হলে সিরিয়াল নিতে হয়। সু-স্বাদু এই রেসিপি জানতে চাইলে সিরাজুল ইসলাম জানান চা’য়ে টেস্ট আনার জন্য আলাদা কিছু ব্যবহার করি না। দুধ জ্বাল দিয়ে গাঢ় করে লিগার দেই। প্রসঙ্গত, সিরাজুলের সুস্বাধু চা খেতে আসতে হবে বগুড়ার শাজাহানপুর উপজেলার ঢাকা-বগুড়া হাইওয়ের নয়মাইল বাসস্ট্যান্ডে করতোয়া রোডের উত্তর পার্শ্বে । এখানে এসে যে কাউকে জিজ্ঞাসা করলে সিরাজুলের চা স্টোরটি দেখিয়ে দেবে।

04/10/2023
02/10/2023

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর তৃতীয় টার্মিনাল

02/10/2023

রাতারগুল এখন বগুড়ায় নন্দীগ্রামে | Sobuj The Bhaijaan | Nandigram Upazila Bogura
#বগুড়া #দৈনিকনয়মাইল #রাতারগুল #শাজাহানপুর

01/10/2023

বগুড়ার শাজাহানপুরের জামাদারপুকুরে নিখোঁজের ১৩ দিন পর যুবকের মপর*দেহ উদ্ধারে পুলিশ। চাঞ্চল্যকর তথ্য দিল হত্যাকারী। খবর টি নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে।

29/09/2023

মীরসরাইয়ের নিজামপুর পুলিশ তদন্ত এলাকায় হাইস-প্রাইভেটকার সংঘর্ষে পুলিশ কর্মকর্তা নিহত।

24/09/2023
20/09/2023

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা নিয়ে মুক্তি পেলো 'বিলিয়ন ডলার হাইস্ট' | Billion Dollar Heist, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি | The Bangladesh Bank Heist/ The Billion Dollar Heist
#দৈনিকনয়মাইল

20/09/2023

চোখ লাল কিসে!! পিরিতের বিষে নাকি অন্তরের দোষে!!!
#দৈনিকনয়মাইল #দৈনিক #বগুড়া

20/09/2023

এক কেজি ইলিশের আহরণে খরচ কত? | Chattogram Hilsha | Ekhon TV
কেন ইলিশের দাম এতো বেশি?; এক কেজি ইলিশের আহরণে খরচ কত?

সমুদ্র থেকে আহরণ ব্যয় ছাড়া মোটা দাগে আর কোন ব্যয় নেই জাতীয় মাছ ইলিশে। এক কেজি ইলিশের আহরণ ব্যয় আসলে কত? বড় ট্রলার ১৫ দিনের সাগরযাত্রায় মাঝিমাল্লার খাদ্য, বরফ, জ্বালানি মিলে খরচ পড়ে ৩ থেকে ৪ লাখ টাকা। ভাগ্য সুপ্রসন্ন হলে, জালে ধরা পড়ে রুপালি ইলিশ-আহরণ ব্যয় দাঁড়ায় কেজিতে মাত্র ২০০-৫০০ টাকা।
#এখনটিভি িভি #এখন #দৈনিকনয়মাইল

20/09/2023

থার্ড টার্মিনাল ঘিরে বিদেশি এয়ারলাইন্সের চোখ বাংলাদেশে | কী নেই এখানে?

#দৈনিকনয়মাইল

20/09/2023

জাতিসংঘ সাধারণ পরিষদে উচ্চ পর্যায়ের বিতর্ক শুরু

জাতিসংঘ নিরাপত্তা পরিষদসহ আন্তর্জাতিক সব প্রতিষ্ঠানের সংস্কারের আহ্বান জানিয়েছেন সংস্থাটির মহাসচিব আন্তেনিও গুতেরেস। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনের উচ্চ পর্যায়ের বিতর্ক শুরুর আগে দেয়া ভাষণে এই আহ্বান জানান তিনি। এদিকে, বিশ্বজুড়ে তৈরি হওয়া নানাবিধ সংকট ও চ্যালেঞ্জ মোকাবিলায় ঐক্যের ডাক দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

#দৈনিকনয়মাইল

20/09/2023

খালেদা জিয়ার দ*ন্ড স্থগিত করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রণালয়

#খবর #আজকের #বিএনপি #খবরআজকের #শেখহাসিনার #খবরআজকের #আজকের #বিএনপি #খবরআজকের #শেখহাসিনার
#দৈনিকনয়মাইল

20/09/2023
20/09/2023
20/09/2023

‘আমার অনুগ্রহে চেয়ারে বসে এখন উপাচার্য আমাকেই চেনে না’, অডিও ফাঁস

20/07/2023

এই গরমে শরীরের ক্লান্তি দূর করতে এ্যালোভেরার শরবত খুবই উপকারী। প্রতি সোমবার ও বৃহস্পতিবার নয়মাইল হাটে পাবেন এ্যালোভেরার শরবত।

ভর্তি চলছে!!!!!                                        ভর্তি চলছে!!!!!আশরাফিয়া উন্মুক্ত ক্বওমী মাদ্রাসানয়মাইল, শাজাহান...
20/07/2023

ভর্তি চলছে!!!!! ভর্তি চলছে!!!!!
আশরাফিয়া উন্মুক্ত ক্বওমী মাদ্রাসা
নয়মাইল, শাজাহানপুর, বগুড়া।
বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন।
০১৭১৩ ৭৯০৩২৮, ০১৭১২ ৫১৪২২৩

গৌরব ও ঐতিহ্যের ৮৪ বছর পেরিয়ে ৮৫ বছরে পদার্পণ।উত্তর বঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া।
09/07/2023

গৌরব ও ঐতিহ্যের ৮৪ বছর পেরিয়ে ৮৫ বছরে পদার্পণ।

উত্তর বঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া।

বগুড়ার দই পেল জিআই পণ্যের মর্যাদা।বগুড়ার দই ১৫তম পণ্য হিসেবে জিআই পণ্যের মর্যাদা পেল। গত শতকের সত্তরের দশকে জিনিসপত্রের ...
07/07/2023

বগুড়ার দই পেল জিআই পণ্যের মর্যাদা।
বগুড়ার দই ১৫তম পণ্য হিসেবে জিআই পণ্যের মর্যাদা পেল।

গত শতকের সত্তরের দশকে জিনিসপত্রের দাম যখন চড়চড় করে বাড়ছিল, সেই সময় বগুড়ার শেরপুরের বিখ্যাত দইয়ের দাম ১ টাকা ২৫ পয়সা থেকে একলাফে ৫ টাকায় ওঠে। দইয়ের স্বাদ সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যায়। তখন এ নিয়ে গান বেঁধেছিলেন বগুড়ার বিখ্যাত গানের দল বগুড়া ইয়ুথ কয়্যারের শিল্পী, গীতিকার ও সুরকার তৌফিকুল আলম টিপু। গানের কথা—‘গোবরা তুই খ্যায়া যা শেরপুরের দই, পাঁচ শিকা আছলো এখন পাঁচ টেকায় লই।’

বগুড়ার বিখ্যাত সেই সরার দই এবার পেল ভৌগোলিক নির্দেশক (জিআই) হিসেবে স্বীকৃতি। শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তরের (ডিপিডিটি) ২৬ জুনের সভায় এ অনুমোদন দেওয়া হয়। ওই দিন বগুড়ার দই ছাড়া জিআই স্বীকৃতি পাওয়া অন্য পণ্যগুলো হলো শেরপুর জেলার তুলসীমালা ধান, চাঁপাইনবাবগঞ্জের ল্যাংড়া ও আশ্বিনা আম। এ নিয়ে দেশের ১৫টি পণ্য জিআই স্বীকৃতি পেল।

সূত্র: প্রথম আলো

06/07/2023

সংসারের যাতাকলে ভুলেই গেছি ছোট বেলা।

06/07/2023

কুদ্দুস এ!! কুদ্দুস কুদ্দুস রে!!!!

30/11/2022

বগুড়া শাজাহানপুর উপজেলার নয়মাইলে হাইওয়ে পুলিশের বিশেষ অভিযান উল্টোপথে আসা বিভিন্ন যানবাহন আটক করে মামলা দেন।
ধন্যবাদ হাইওয়ে পুলিশ 👍

Address

Noymile, Shajahanpur, Bogra
Puran Bogra
5800

Alerts

Be the first to know and let us send you an email when দৈনিক নয়মাইল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to দৈনিক নয়মাইল:

Videos

Share

দৈনিক নয়মাইল

আমাদের নয়মাইল



You may also like