20/01/2024
জীবনে এমন একটা জায়গায় পৌঁছে গেছি যেখানে সফলতা ছাড়া কেউ মূল্যায়ন করে না। শৈশব থেকে এখন পযন্ত শুনে আসছি ঐ ছেলে পারে তুমি পারো না কেন। ঐছেলে এটা করছে তুমি কেন এটা করো না। অন্যের সাথে তুলনা আর তুলনা। জীবনটা অন্যের সাথে তুলনা করতে করতে এতটুক আসছে।
আজ একটা পর্যায়ে আছি এখানে যদি সফল না হই তাহলেও ঐ তুলনাটাই শুনতে হবে পরিবার সমাজ আত্নীয় সবাইর কাছ থেকে যে সে পারছে তুমি কেন পারো নাই।কিন্তু কেউ এটা দেখবে না আমি কি চেষ্টা করেছি নাকি করি নাই।
মাঝে মধ্যে মনে হয় যদি সফল না হই তখন সবাইর এইসব কথা কিভাবে নিবো কিভাবে সকলের মধ্যে থাকবো।( আল্লাহ ভালো জানেন)
খুব খারাপ লাগে তখন যখন আমাকে অন্যের মধ্যে দিয়ে বিচার করা হয়। কেন আমি ত আমিই আমি কেন অন্যের মতো হবো 😞 অন্যের মতো হলে আমি আর আমি রইলাম কই। সবাই ত আর এক রকম হয়ে পৃথিবীতে আসে না। কারোর মেধা ভালো আর না হয় কারোর চেষ্টা ভালো সবাইত আর এক না।
খুব বলতে ইচ্ছে করে আমি অন্যের মতো হতে চাই না। আমি আমিই থাকতে চাই।