Islamic Voice Channel ヅ

Islamic Voice Channel ヅ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Islamic Voice Channel ヅ, Digital creator, Puran Bogra.
(98)

26/01/2025
Jeli fish 🚯 very dangerous
13/03/2024

Jeli fish 🚯 very dangerous

ايش هذا اسمي سمك
10/03/2024

ايش هذا اسمي سمك

আলতা দিলাম শাড়ি দিলাম      দিলাম কানের দুল মন রাঙাতে বউকে দিলাম       মিষ্টি প্রেমের বোল।তবুও যেন প্রাণের বধুর     পাইন...
02/03/2024

আলতা দিলাম শাড়ি দিলাম
দিলাম কানের দুল
মন রাঙাতে বউকে দিলাম
মিষ্টি প্রেমের বোল।

তবুও যেন প্রাণের বধুর
পাইনা আমি মন
পাই না খুঁজে দোষ কি আমার
কি বা সে কারণ!

বিষন ক্ষুধায় খাইতে বসি
স্বাদের গোশত দিয়ে
তামা কাঁসা মাটির নহে
সোনার থালায় নিয়ে।

স্বাদ লাগেনা গিলতে গেলে
উল্টে আসে ভাত
পায়না খুজে রোগের কারণ
বৈদ্য কবিরাজ।

চন্দন কাঠের খাটের উপর
নরম জাজিম পেতে
ক্লান্ত হয়ে ঘুমাতে যাই
স্তব্ধ নিঝুম রাতে।

ঘুম আসে না রাত জাগিয়া
ছটফটিয়ে মরি
ঔষধ খেয়ে ও রোগ সারে না
কি হইল কি করি?

এত টাকা এত পয়সা
এত আয়োজন
নাই কেন তা ও আহার নিদ্রা
ঘরেও জ্বালাতন।

বিয়ের সময় আনা হারাম
যৌতুকের ঐ টাকা
কাল হয়ে আজ সংসারের সুখ
পরেছে মেঘে ঢাকা।

আসল কথা খাবার কেনা
সুদের টাকায় ভাই
তাই তো খাবার স্বাদ লাগে না
মুখে ও রুচি নাই।

ঘুম আসে না বিছানা আর
খাটের কি ভাই দোষ
ঘুম কেড়েছে হারাম পাপী
অভিশপ্ত ঘুষ।

হারাম টাকার রুপ দেখিয়া
কেউ ভুলো না ভাই
সুখ পাবে না কারণ তাতে
আল্লাহর রহমত নাই।

হারামে সুখ নেই
Jakir Entertainment ヅ𝓳𝕶
ছবি সংগৃহীত

04/01/2024

Saudi Arabia 🥰🥰

Sobai amar jonno dowa korben❤️
02/01/2024

Sobai amar jonno dowa korben❤️

30/12/2023
 #শিক্ষনীয়_পোষ্টঃ▪️৮ বছরের একটা বাচ্চা ছেলে ১ টাকার একটা কয়েন হাতে নিয়ে দোকানে গিয়ে বললো, আপনার দোকানে কি আল্লাহকে পাওয়া...
22/12/2023

#শিক্ষনীয়_পোষ্টঃ
▪️৮ বছরের একটা বাচ্চা ছেলে ১ টাকার একটা কয়েন হাতে নিয়ে দোকানে গিয়ে বললো, আপনার দোকানে কি আল্লাহকে পাওয়া যাবে?
দোকানদার একথা শুনে কয়েনটি ছুড়ে ফেলে দিয়ে তাড়িয়ে দিলো ছেলেটিকে।
▪️ছেলেটি পাশের দোকানে গিয়ে ১ টাকা দিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইলো! এই ছেলে ১ টাকা দিয়ে কি চাও তুমি? আমি আল্লাহকে চাই। আপনার দোকানে আছে? দ্বিতীয় দোকানদারও তাড়িয়ে দিলো।
▪️কিন্তু, অবুঝ ছেলেটি হাল ছাড়লো না। একটার পর একটা দোকানে ঘুরতে লাগলো। ঘুরতে ঘুরতে চল্লিশটা দোকান ঘোরার পর এক বয়স্ক দোকানদার জিজ্ঞাসা করলো, তুমি আল্লাহকে কিনতে চাও কেন? কি করবে আল্লাহকে দিয়ে?
এই প্রথম কোন দোকানদারের মুখে এরকম প্রশ্ন শুনে ছেলেটির চোখেমুখে আশার আলো ফুটে উঠলো৷ নিশ্চয়ই এই দোকানে আল্লাহকে পাওয়া যাবে! হতচকিত কণ্ঠে উত্তর দিলো, আমার তো বাবা নাই, এই দুনিয়াতে আমার মা ছাড়া আর কেউ নাই। আমার মা সারাদিন কাজ করে আমার জন্য খাবার নিয়ে আসে। আমার মা এখন হাসপাতালে। মা মরে গেলে আমি খাবো কি? ডাক্তার বলেছে, একমাত্র আল্লাহই পারে আমার মাকে বাঁচাতে। আপনার দোকানে কি আল্লাহকে পাওয়া যাবে?
--হ্যাঁ পাওয়া যাবে!
কত টাকা আছে তোমার কাছে?
মাত্র এক টাকা।
সমস্যা নেই। এক টাকাতেই আল্লাহকে পাওয়া যাবে।
▪️দোকানদার বাচ্চাটির কাছ থেকে এক টাকা নিয়ে খুঁজে দেখলো এক টাকায় এক গ্লাস পানি ছাড়া বিক্রি করার মতো কিছুই নেই। তাই ছেলেটিকে ফিল্টার থেকে এক গ্লাস পানি ধরিয়ে দিয়ে বললো, এই পানিটা খাওয়ালেই তোমার মা সুস্থ হয়ে যাবে।
▪️পরের দিন একদল মেডিকেল স্পেশালিষ্ট ঢুকলো সেই হাসপাতালে। ছেলেটির মায়ের অপারেশন হলো। খুব দ্রুতই তিনি সুস্থ হয়ে উঠলেন। ডিসচার্জ এর কাগজে হাসপাতালের বিল দেখে মহিলার অজ্ঞান হবার মতো অবস্থা।
ডাক্তার উনাকে আশ্বস্ত করে বললো, টেনশনের কিছু নেই। একজন বয়স্ক ভদ্রলোক আপনার সব বিল পরিশোধ করে দিয়েছেন। সাথে একটা চিঠি দিয়েছেন।
মহিলাটি চিঠি খুলে পড়ে দেখলো তাতে লেখা,
"আমাকে ধন্যবাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই, আপনাকে বাঁচিয়েছেন স্বয়ং আল্লাহ। আমি তো শুধু উসিলা মাত্র। ধন্যবাদ দিলে দিন আপনার অবুঝ বাচ্চাটিকে। যে একটাকা হাতে নিয়ে অবুঝের মতো আল্লাহকে খুঁজে বেড়িয়েছে। তার বুকভরা বিশ্বাস ছিলো, একমাত্র আল্লাহই পারে আপনাকে বাঁচাতে।
এর নামই বিশ্বাস এর নামই ঈমান।
আল্লাহকে খুঁজে পেতে কোটি টাকা দান খয়রাত করতে হয়না, বিশ্বাস নিয়ে মন থেকে খুঁজলে এক টাকাতেও পাওয়া যায়।"
আসুন না, সবাই সর্ব অবস্থায় সকল বিপদ-আপদে আল্লাহ তায়ালার উপর বিশ্বাস ও ভরসা রেখে তাহার নিকট সাহায্য প্রার্থনা করি ও তাঁর কাছে ক্ষমা চাই..!!!
আমীন! ©️

আজ থেকে ২০০ বছর পর আমার বাড়িতে, আমার ঘরে যারা বসবাস করবে, যারা আমার জায়গা জমি ভোগ করবে আমি তাদের চিনিনা। তারাও আমাকে চিন...
22/12/2023

আজ থেকে ২০০ বছর পর আমার বাড়িতে, আমার ঘরে যারা বসবাস করবে, যারা আমার জায়গা জমি ভোগ করবে আমি তাদের চিনিনা।
তারাও আমাকে চিনবেনা।
কারন তাদের জন্মের অনেক আগেই আমি কবরবাসি হয়ে যাব।
আর ততদিন মুছে যাবে আমার নাম নিশানা।
কবরটাও নিশ্চিহ্ন হয়ে যাবে।
আমার সন্তানরা যতদিন বেঁচে থাকবে ততদিন তারা হয়ত মনে পড়লে দীর্ঘ নিশ্বাস ফেলবে!

কিন্তু তাদের মৃত্যুর পর তাদের সন্তানরা তাদের যতটুকু মিস করবে আমাকে ততটুকু মিস করবে না।
হয়ত বাবার কবর জিয়ারত করে দোয়া করার সময় দাদার জন্যও একটু করবে।
কিন্তু তার পরের প্রজন্ম আর মনে রাখবেনা।

প্রায় ২০০ বছর আগে মারা গেছে আমার দাদার দাদা।
যিনি আমার পূর্ব পুরুষদের জন্য ঘর বাড়ি, জায়গা জমি রেখে গেছেন। একিই বাড়ি, একিই জায়গা জমি আমরা এখন ভোগ করছি।
কিন্তু উনার কবরটা কোথায় সেটা আমরা জানিনা।
হয়ত আমার দাদার পিতা জানতেন।
কিন্তু দাদার পিতা তো বেঁচে নেই, দাদাও বেঁচে নেই।

তবে সাত পাঁচ করে যে সম্পদের পাহাড় গড়েছেন সেটা কবরে নিয়ে যেতে পারবেননা।
আর যাদের জন্য রেখে যাচ্ছেন তারা ও আপনাকে মনে রাখবেনা এটা নিশ্চিত!

অন্যের সম্পত্তি জবর দখল করে ভাবছেন আপনি জিতে গেছেন?
সুদ, ঘুষ, কমিশন বাণিজ্য করে সম্পদের পাহাড় গড়ে ভাবছেন আপনি জিতে গেছেন?
তাহলে আপনি আস্ত একটা বোকা !
এই শব্দটা ব্যবহার করার জন্য স্যরি!
ক্ষমা করবেন।
আমাদের সময় খুব কম! তাই এই সুদ, ঘুষ ,দুর্নীতি ক্ষমতার অপব্যবহার , সম্পত্তি নিয়ে বিবাদ ইত্যাদি । কোন লাভ নেই ভাইজান ।। সময় থাকা কালীন ভালো হয়ে কবরের খোরাক সংগ্রহ করুন ঐটাই বুদ্ধিমানের কাজ।। আসুন নিজেকে সৎ মানুষ হিসেবে তৈরি করি পরকালের জন্য পূর্ণতা সন্ধয় করি।। ঐটাই আপনার জন্য প্রকৃত সম্পদ।।
আল্লাহ রাব্বুল আলামীন আমাদের সবাইকে ক্ষমা করে দাও।

আমিন.......©

18/12/2023

🚀আমাদের লক্ষ্য সামনে এগিয়ে যাওয়া
তাই সবাই সবাই কে ফলো করে সহযোগিতা করি 🫂

🚀

14/12/2023

🫂এক দিন আমাদের পেইজ ও বড় হবে ইনশাআল্লাহ
সবাই সবাইকে ফলো দিয়ে উপর উঠার সহযোগিতা করি।

🫰🌊

04/12/2023

~সহযোগিতার হাত বাড়িয়ে দিলে ইনশাল্লাহ সবাই এগিয়ে যাবো এক দিন.

Address

Puran Bogra

Telephone

+8801776957387

Website

Alerts

Be the first to know and let us send you an email when Islamic Voice Channel ヅ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Islamic Voice Channel ヅ:

Share