Mohammed Al Amin Elahee

Mohammed Al Amin Elahee Welcome to My Official page.

রাজধানীর কচুক্ষেতে পোষাক শ্রমিকদের বিক্ষোভে সেনাবাহিনী ও পুলিশের গাড়িতে আগুন!!খুব নিকট সময়ের ভিতরেই গোপালগঞ্জের পর ঢাকার...
31/10/2024

রাজধানীর কচুক্ষেতে পোষাক শ্রমিকদের বিক্ষোভে সেনাবাহিনী ও পুলিশের গাড়িতে আগুন!!

খুব নিকট সময়ের ভিতরেই গোপালগঞ্জের পর ঢাকার কচুক্ষেতে এই ঘটনা ঘটলো। শ্রমিকদের যদি কোন ন্যায্য দাবি-দাওয়া থাকে তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ন্যায্যতার ভিত্তিতে সমাধান করবেন এটাই তাদের কর্তব্য। কিন্তু বিক্ষোভকালে সেনাবাহিনী এবং পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ এটা যদি বিশেষ কোন উদ্দেশ্য সাধনের লক্ষ্যে হয়ে থাকে, দেশ এবং অর্থনীতিকে অস্থিতিশীল করার কোন ছক থেকে থাকে তাহলে বিষয়টি হালকাভাবে দেখার কোনই সুযোগ নেই।

Dr. Shafiqur Rahman
আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী।

31/10/2024
Shout out to my newest followers! Excited to have you onboard!Hafij Khan, Jhantu Bapari, Shatsi Parvin, Md Osman B
30/10/2024

Shout out to my newest followers! Excited to have you onboard!

Hafij Khan, Jhantu Bapari, Shatsi Parvin, Md Osman B

আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রব্বুল আলামীন আপনাদের এই সমস্ত কোরবানি বাংলার এই জমিনে দ্বীনের বিজয়ের...
03/05/2024

আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রব্বুল আলামীন আপনাদের এই সমস্ত কোরবানি বাংলার এই জমিনে দ্বীনের বিজয়ের জন্য কবুল করুন

'আসমানের অধিপতি যদি সন্তুষ্ট হয়ে যান, তাহলে জমিনের লোকগুলো অসন্তুষ্ট হলে কী এসে যায়....
05/04/2024

'আসমানের অধিপতি যদি সন্তুষ্ট হয়ে যান,
তাহলে জমিনের লোকগুলো অসন্তুষ্ট হলে কী এসে যায়....

প্রিয় মুফাসসিরে কুরআন প্রখ্যাত আলেমে দীন ও দায়ী ইলাল্লাহ মাওলানা লুৎফুর রহমান সাহেব ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ই...
03/03/2024

প্রিয় মুফাসসিরে কুরআন প্রখ্যাত আলেমে দীন ও দায়ী ইলাল্লাহ মাওলানা লুৎফুর রহমান সাহেব ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন। মহান আল্লাহ তাঁর নেক আমলগুলো কবুল করে নিন, ত্রুটি-বিচ্যুতি মাফ করে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। তাঁর পরিবারকে ধৈর্য ধারণের তাওফিক দিন, আমিন।

প্রভু হে! তুমি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালবাসো, আমাদের ক্ষমা করো।
25/02/2024

প্রভু হে! তুমি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালবাসো, আমাদের ক্ষমা করো।

20/10/2023

I have reached 200 followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাচ্ছিরে কুরআন, বিশ্ব-বরেণ্য আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত আল্লামা  লুৎফর রহমান...
17/08/2023

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাচ্ছিরে কুরআন, বিশ্ব-বরেণ্য আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত আল্লামা লুৎফর রহমান "মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকা" এর আমন্ত্রণে গতরাত (১৫/৮/২৩) ৯:১৫ মিনিটে আমেরিকার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন । ১৮-২০ আগস্ট আমেরিকার পেনসিলভিনিয়াতে অনুষ্ঠিতব্য "মুনা কনভেনশন ২০২৩" এ বাংলাদেশ কমিউনিটির প্রধান অতিথি হিসেবে তিনি বক্তব্য রাখবেন। এক মাসের এ দীর্ঘ সফরে আমেরিকার মুসলিম কমিউনিটির উদ্যোগে বিভিন্ন স্ট্যাটে ও মাসজিদে অনুষ্ঠিতব্য তাফসীরুল কুরআন মাহফিলে প্রধান অতিথি হিসেবে তিনি তাফসীর পেশ করবেন ।
আমেরিকার সফর শেষে কাতারের বাংলাদেশ কমিউনিটির আমন্ত্রণে ১৭ সেপ্টেম্বর ক্ষণজন্মা এই ইসলামিক স্কলার কাতার সফর করবেন। কাতারের কয়েকটি প্রোগ্রামে অংশগ্রহণ শেষে সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে তিনি দেশে ফিরে আসবেন ইন্ শা আল্লাহ। তিনি দেশ/বিদেশের সকল শুভাকাঙ্খীদের নিকট আন্তরিকভাবে দু'আ চেয়েছেন।

মহান আল্লাহ তা'য়ালা আমাদের প্রিয় দা'ঈ আল্লামাকে পরিপূর্ণ সুস্থতাসহ হায়াতে তাইয়্যেবা দান করুন - আমীন ইয়া রাব্বাল আ'লামীন।

15/08/2023

বিদায়! হে প্রিয় রাহবার || আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী

সোনার পাখিরা, একে একে উড়ে যায়
ভেঙ্গে ভেঙ্গে হৃদয়ের, সকল বাঁধন

14/08/2023

বুকটা ফেটে যাচ্ছে সত্যি কুরআনের পাখির বিদায় 😭😭 ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন

নবী সাঃ এর মেয়ে ফাতেমা রাঃ আমাদের মা নয়...❗সুন্নী আলেমদের দৃষ্টি আকর্ষণ করছি...! আপনারা ফাতেমা [রাঃ] কে মা ফাতেমা বলে ডা...
05/08/2022

নবী সাঃ এর মেয়ে ফাতেমা রাঃ আমাদের মা নয়...❗

সুন্নী আলেমদের দৃষ্টি আকর্ষণ করছি...! আপনারা ফাতেমা [রাঃ] কে মা ফাতেমা বলে ডাকেন এটা স্পষ্ট হারাম।

রাসূল(সাঃ) এর কন্যাদেরকে কি মা বলে ডাকা যাবে...❓

নবিজীর মেয়ে ফাতেমা (রাঃ) কে কি 'মা ফাতেমা' বলে ডাকা যাবে...❓

এর উত্তর হচ্ছে >না!
তাকে 'মা ফাতেমা' বলে ডাকা শোভনীয় নয়। এব্যাপারে মহান আল্লাহ নিজেই বলেনঃ
وَأَزْوَٰجُهُۥٓ أُمَّهَٰتُهُمْۗ
আর তাঁর (নবীর) স্ত্রীগণ তোমাদের মা।

[সুরা আল আহযাব, আয়াত ০৬]

মা মেয়ে কে এক সাথে মা বলে ডাকা যায় কি করে তুমার তো সামান্যতম জ্ঞান থাকা উচিত।

মা ফাতেমা [রাঃ] এবং মা আয়েশা [রাঃ] দুইজনেই আমাদের মা হয় কিভাবে...?

রাসূলুল্লাহ ﷺ এর কন্যা সন্তানও আমাদের মা, আবার তাঁর স্ত্রীও আমাদের মা, কিভাবে সম্ভব....❓

মা খাদিজা [রাঃ] আমাদের মা, আবার তার গর্ভজাত সন্তান ফাতেমাও [রাঃ] আমাদের মা!! এটা কোনোভাবেই সঠিক হওয়া যৌক্তিক নয়...।

পবিত্র কুরআনের সূরা আল আহযাবের 6 নম্বর আয়াতে আল্লাহ্‌ যেহেতু ঘোষণা দিয়েছেন, রাসূলুল্লাহ ﷺ এর স্ত্রীগণ হলেন তার উম্মতের মা।

অর্থাৎ রাসূলুল্লাহ ﷺ এর স্ত্রীগণের একজন খাদিজা [রাঃ] হলেন আমাদের মা এবং তাঁর গর্ভজাত কন্যা সন্তান ফাতেমা [রাঃ] হলেন আমাদের বোন সমতুল্য । কাজেই বোনকে মা ডাকা অনুচিত বলে আমি মনে করছি।

তাছাড়া নবীদের স্ত্রীদের মুমিনদের জন্য বিয়ে করা হারাম করা হয়েছে...। কারন নবীদের স্ত্রীরা হচ্ছে মুমিনদের জন্য মা।

আর মা বিয়ে করা হারাম এটা সকলেই জানে....! তাই যদি হতো..ফাতেমা মুমিনদের মা তাহলে তো আলী রাঃ ফাতেমাকে বিয়ে করতে পারতো না। কারন তাহলে সেটা হারাম হয়ে যেতো....।

কারন ফাতেমা নবী সাঃ এর মেয়ে...তাই নবী সাঃ এর মেয়েদের মা বলে ডাকা যাবে না...। কারন নবীদের স্ত্রীগন হচ্ছে আমাদের মা..তাই নবীদের স্ত্রীদের মুমিনদের বিয়ে করা হারাম ছিলো..।

তার মেয়েদেরকে নয়.....।

একটু চিন্তা করলেই বোঝা যাবে রাসূলুল্লাহ ﷺ এর চারটি কন্যা ছিলেন । তাঁদের মধ্যে শুধুমাত্র ফাতেমা (রাঃ) কেই কেনো মা বলা হয়? আসলে এটা হল শিয়াদের থেকে আমদানীকৃত একটি ভ্রান্ত আকিদা, যারা হযরত আলী (রাঃ) কে বাবা বলে ডাকেন, আর ফাতেমা (রাঃ) কে মা বলে ডাকেন এবং এই বাবা-মা এর পূজা করেন ।

আর আপনি যদি হাদীসের গ্রন্থগুলি পড়েন তাহলে দেখবেন যে, নবিজীর স্ত্রীগণ যেসকল হাদীসগুলি বর্ণনা করেছেন, সেখানে বলা হয়েছে যে উম্মুল মুমিনিন...(অর্থাৎ মুমিনদের মা) অমুক থেকে বর্ণিত! যা পবিত্র কুর'আনের উল্লেখিত আয়াতটির (৩৩:৬) সাথে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ!!
কিন্তু ফাতেমা (রা:) থেকে বর্ণিত অনেক সহীহ হাদীস আছে, যার কোনো একটি হাদীসেও এটা বলা হয়নি যে, 'মা ফাতেমা' (রা:) থেকে বর্ণিত।

জ্ঞাতব্য

আর তিনি নবিজীর কন্যা ফাতেমা রাদিঃ শুধুমাত্র ঈমাম হাসান ও হুসাইন (রা:) এঁদের মা! এছাড়া আমরা মুমিন মুসলমানরা তাকে শুধুমাত্র ফাতেমা রাদি'আল্লাহু তা'আলা আনহা বলেই সম্মান প্রদর্শন করবো।
*মা* ফাতেমা বলে নয়।

কাজেই ফাতেমা রদিয়াল্লাহু আনহা বলে সম্বোধন করাই সর্বোত্তম। এবং যা কুরআন সুন্নাহ সাংঘর্ষিক নয়।

😇তবে যে বাড়াবাড়ি করে এরপর মন্দ কর্মের পরিবর্তে সৎকর্ম করে। নিশ্চয় আমি ক্ষমাশীল, পরম দয়ালু।
(সূরাঃ নমল, আয়াতঃ ১১)

আল্লাহ তায়ালা আমাদেরকে সঠিক বিষয়টা বুঝার তৌফিক দান করুন,আমিন।

08/03/2022

এমন কাউকে বিয়ে করো যে তোমাকে উৎসাহিত করবে, তোমার ইমান উন্নত করবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে, আল্লাহর নিকটবর্তী করবে

11/02/2022

Address

Puran Bogra
5800

Telephone

+8801710225513

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mohammed Al Amin Elahee posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mohammed Al Amin Elahee:

Videos

Share

Category