কিছু কথোপকথন

কিছু কথোপকথন WRITER

20/11/2023
13/11/2023

রাসূলুল্লাহ ﷺ বলেছেন:
“সওয়াবের আশায় কোন মুসলিম যখন তার পরিবার-পরিজনের জন্য ব্যয় করে,তা তার সদকা হিসাবে গণ্য হয়।”

[সহীহ বুখারী-৫৩৫১]

05/08/2023

কপি করে দেখান খুব সুন্দর ❤️💞⢤⠀⠀⠀⠀⠀⠀⠀⡀
⠀⠀⠀⠀⠀⠀⠀⠀⠀⠀⠀⠀⠇⠀⠀⠀⠀⠀⠀⣿⡄
⠀⠀⠀⠀⠠⢤⠀⠀⠀⠀⠀⠀⠀⢀⡀⠤⠂⠀⠀⢻⡟⠄
⠀⠀⠀⠀⠀⠁⠀⠀⢀⡠⠤⠒⢈⠁⡀⠀⣄⠠⠄⢸⣇
⠀⠀⠀⠀⠀⠀⠀⠈⠀⠀⠐⡇⢸⡀⡇⠀⠀⠃⠀⠀⣿
⠀⠀⠀⠀⠠⡗⠀⠀⠀⠀⠀⠙⢃⠉⠁⠀⠀⡀⠀⠀⢻⡆
⠀⠀⠀⠐⠁⠀⢀⡄⠀⠀⠀⠀⣾⡇⠀⠀⢸⣷⡄⠀⠸⣇
⠀⠀⠀⠀⠀⣰⢿⠁⠀⠀⠀⠀⢸⡇⠀⠀⠘⣿⠀⠀⠀⣿
⠈⠀⠀⠀⢀⡏⡾⠀⠀⠐⠀⠀⢸⣧⠀⡥⠀⢻⡇⠐⠀⢹⡆
⠇⠀⠐⠀⣸⠀⣇⠀⠀⠘⠀⠀⡸⣿⡀⠀⠀⠈⣿⠀⠀⢸⡇
⠸⡀⠀⢠⡇⠀⣿⣆⡀⠀⣀⣴⠇⢹⣷⣤⣤⣤⠇⠀⠀⠈⡇
⠀⠹⢶⠟⠀⠀⠘⠿⣿⡿⠟⠁⠀⠀⠙⠛⠛⠉⠀⠀⠀⠀⠃

13/07/2023

চিন্তা থেকে হেফাজতের দু’আ

حَسْبِيَ اللهُ لا إله إلا هو عَليه تَوَكّلْتُ وهو رَبُّ الْعَرشِ العَظِيْمِ

হাসবিয়্যাল্লা-হু লা-ইলাহা ইল্লা-হুওয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়াহুওয়া রাব্বুল আরশিল আযীম।

আল্লাহ্ই আমার জন্য যথেষ্ট, তিনি ব্যতীত কোন মা’বুদ নেই, তাঁর প্রতি ভরসা করেছি, তিনি মহান আরশের অধিপতি।

আবু দাঊদ

হযরত আবু দারদা (রাযিঃ) বলেন, যে ব্যক্তি সকাল বিকাল সাতবারঃ
"حَسْبِيَ اللهُ لا إله إلا هو عَليه تَوَكّلْتُ وهو رَبُّ الْعَرشِ العَظِيْمِ"

সত্য দিলে (অর্থাৎ আখিরাতের প্রতি একিন রাখিয়া) বলিবে, অথবা ফজিলতের প্রতি একিন ছাড়া এমনিই বলিবে, আল্লাহ্‌ তায়ালা তাহাকে (দুনিয়া আখিরাতের) সমস্ত চিন্তা হইতে হেফাজত করিবেন।

অর্থঃ ’আমার জন্য আল্লাহ্‌ তায়ালাই যথেষ্ট, তিনি ব্যতীত কোন মা’বুদ নাই, তাহারই উপর আমি ভরসা করিলাম, তিনিই আরশে আজীমের মালিক’ (আবু দাঊদ)

10/07/2023

নবী করিম সাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন,

'তোমরা তোমাদের ধনসম্পদ দিয়ে মানুষ কে বেষ্টন করতে পারবে না,কিন্তু তোমাদের চেহারার প্রশস্ততা আর সুন্দর চরিত্র তাদের বেষ্টন করতে পারে। '

আত-তারগিব ওয়াত তারহিব:২৬১৬

15/11/2022

••যে ব্যক্তি.......
হাউযে কাওসার থেকে একবার পানি পান করবে সে আর কখনো পিপা′সিত হবে না [ সহীহ্ বোখারী _ইফা_৬১৩০]•••
সুবহানাল্লাহ 💖

13/11/2022

💜 আবূ হুরাইরাহ (রাঃ) হতে বর্ণিত। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছেনঃ কালো জিরা ‘সাম’ ছাড়া যাবতীয় রোগের ঔষধ। আর ‘সাম’ অর্থ হল মৃত্যু ৷

[সহিহ বুখারীঃ ৫৬৮৮, (ই-ফা) ]

02/11/2022

" নিজের পাপ কখনো প্রকাশ করবেন না।"
পাপ করেছেন গোপন রাখুন, আল্লাহ মাফ করবেন, ইন-শা-আল্লাহ!!
★ রসূলুল্লাহ (সাঃ) বলেছেন, আমার সকল উম্মতকে মাফ করা হবে, তবে প্রকাশকারী ব্যাতীত।

[সহীহ বুখারী, হাদীস নং : ৬০৬৯]

02/11/2022

রাসূল ﷺ বলেন যে ব্যক্তি মিশুক, সহজ-সরল, নম্রভাষী ও সদাচারী। জাহান্নাম তার জন্য হারাম।

~তিরমিজি ২৪৮৮🌸

02/11/2022

নিয়মিত অল্প আমল আল্লাহর নিকট অনেক পছন্দনীয়!

- সহীহ বুখারী: ৬৪৬৪

02/11/2022

“বেশি বেশি আলহামদুলিল্লাহ্ পাঠ করুন
কেননা, আলহামদুলিল্লাহ্ মীযানের পাল্লাকে ভারী করে দেয় এবং সর্বোত্তম দো'য়া

(তিরমিযী-৫-৪৬২)

02/11/2022

"হে বনী আদম!
আকাশ চুম্বি পাপ করার পরও, তুমি যদি আমার কাছে ক্ষমা প্রর্থনা কর,
অবশ্যই আমি ক্ষমা করে দিব।"

("সুনান আত তিরমিজি~৩৫৪০,)📖

02/11/2022

আর জেনে রাখ, তোমাদের ধন সম্পদ এবং সন্তান-সন্ততি হল পরীক্ষা । অবশ্য আল্লাহর কাছেই রয়েছে বড় ধরনের প্রতিদান’।
(সূরা আনফাল : আয়াত-২৮)।

26/10/2022

রাসূলুল্লাহ ﷺ বলেছেন আল্লাহর ভয়ে ক্ৰন্দনকারী ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে না,যেরূপ দোহনকৃত দুধ আবার স্তনে ফিরিয়ে নেয়া যায় না।
তিরমিযী ২৩১১

25/10/2022

"হিজামা গ্রহণকারী কতোই উত্তম লোক!
সে দূষিত রক্ত বের করে মেরুদন্ড শক্ত করে ও দৃষ্টিশক্তি প্রখর করে!"
[সুনানে তিরমিযী; ২০৫৩]

25/10/2022

وَعَنِ ابْنِ عُمَرَ قَالَ قَالَ رَسُولُ اللهِ ﷺ الَّذِي تَفُوتُه صَلَاةُ الْعَصْرِ كَأَنَّمَا وُتِرَ أَهْلَه وَمَالَه. مُتَّفَقٌ عَلَيْهِ

ইবনু ‘উমার (রাঃ) থেকে বর্ণিতঃ:

রসূলুল্লাহ (সাঃ) বলেছেন: যে ব্যক্তির ‘আসরের সলাত ছুটে গেল তার গোটা পরিবার ও ধন সম্পদ যেন উজার হয়ে গেল।

(সহীহ বুখারী ৫৫২, মুসলিম/৬২৬)

22/10/2022

রাসুল সাঃ বলেছেন,
তুমি জানো, তুমি সঠিক, তবুও তর্কে যেও না।
বুখারীঃ৪০৭৯

20/10/2022

শিশুরা হলো জান্নাতের প্রজাপতি
- আর শিশুফুলের মধ্যে কন্যারা অধিক সুগন্ধিময়।💞
[বুখারী, মুসলিম, মেশকাত হা/৪৯৪৯]

🌼আমার আম্মিজান🌼  🌸ফাতিহা আয়াত🌸
18/10/2022

🌼আমার আম্মিজান🌼
🌸ফাতিহা আয়াত🌸

18/10/2022

উত্তম স্ত্রী তো সেই যার দিকে তাকিয়ে স্বামী আনন্দিত হয়। স্বামী কোন কিছু আদেশ করলে তা পালন করে এবং স্বামী যা অপছন্দ করেন স্ত্রী তা করে না।
----মিশাকাত ৩২৭২

18/10/2022

নবীজি মুচকি হাসতেন
মুচকি হাসি দেওয়া সুন্নত।
[বুখারীঃ৬০৯২]

17/10/2022

▫️রাসূল (ﷺ) বলেছেন -
তুমি দুনিয়াতে এমন ভাবে বসবাস করো, যেন তুমি একজন মু'সা'ফি'র!

( সহীহ্ বুখারী - ৬৪১৬ )

08/10/2022

গর্ভধারণের_সওয়াব 🌸🥀

তোমাদের কেউ কি এতে সন্তুষ্ট নও যে, যখন তোমাদের স্বামী তোমাদের প্রতি সন্তুষ্ট থাকা অবস্থায়,
তোমরা স্বামীর পক্ষ থেকে গর্ভধারীনী হও, তখন তোমরা আল্লাহর পথে রোযাদারের সমান সওয়াবের ভাগীদার হও।

আর যখন প্রসব বেদনা শুরু হয়, তখন আসমান ও জমিনের অধিবাসী কেউ জানে না, তার জন্য চক্ষু শীতলকারী কি পুরস্কার লুকায়িত থাকে।

আর যখন প্রসব হয়ে যায়, তখন নবজাতকের দুধপানের প্রতিটি ঢোক এবং প্রতিটি চোষণের বিনিময়ে একটি করে নেকী লেখা হয়।

আর যদি নবজাতকের কারণে জাগ্রত থাকতে হয়, তাহলে প্রতিটি রাতের বিনিময়ে সত্তরটি কৃতদাস আল্লাহর রাস্তায় তোমাদের সওয়াব দেওয়া হয়।

আলমু'জামুল আওসাত লিততাবরানী, হাদীস নং-৬৭৩৩©

╚═(﷽)═╝▫️দুনিয়ায় বিচরণকারী এমন কোনো প্রাণী নেই, যার রিজিকের দায়িত্ব আল্লাহ নেয়নি!((সূরাঃ হুদ আয়াত ১১/৬))
07/10/2022

╚═(﷽)═╝
▫️দুনিয়ায় বিচরণকারী এমন কোনো প্রাণী নেই, যার রিজিকের দায়িত্ব আল্লাহ নেয়নি!

((সূরাঃ হুদ আয়াত ১১/৬))

05/10/2022

কোন ব্যক্তি তার আমলের বিনিময়ে জান্নাতে যেতে
পারবেনা,
জান্নাতে যাবে শুধুমাত্র আল্লাহর রহমতের মাধ্যমে।
[সহীহ মুসলিমঃ-৬৮৫২]

02/10/2022

সন্তানকে ৫,০০০ টাকা দিয়ে ইংরেজী পড়াতে পারেন, কিন্তু ৫০০ টাকা দিয়ে কুরআন পড়াতে পারেন না। আপনার ঠিকানা তো বৃদ্ধাশ্রমই হওয়ার কথা!

29/09/2022

খানা খাওয়ার সুন্নাত সমূহ

১. উভয় হাত কব্জি পর্যন্ত ধোয়া। (আবু দাউদ, হাদীস নং- ৩৭৬১)

২. দস্তরখানা বিছিয়ে খানা খাওয়া। (বুখারী শরীফ, হাদীস নং- ৫৩৮৬)

বি.দ্র.(ক) প্রথমে খানা তথা আল্লাহর নেয়ামতের দিকে মুখাপেক্ষী হয়ে বসা, তারপর দস্তরখানা বিছানো। (বুখারী শরীফ, হাদীস নং- ৫৩৮৫, ৫৩৯৯)

(খ) দস্তরখানা খুব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা উচিত। এর উপর ঝুটা (উচ্ছিষ্ট খাবার) হাড্ডি ইত্যাদি না ফেলা বা তাতে পা না রাখা উচিত। (মুসলিম হাদীস নং- ২০৩৩)

৩. (উঁচু স্বরে) বিসমিল্লাহ পড়া।(বুখারী শরীফ, হাদীস নং- ৫৩৭৬)

৪. ডান হাত দিয়ে খাওয়া। (বুখারী, হাদীস নং- ৫৩৭৬/ মুসলিম, হাদীস নং- ২০২০)

৫. খানার মজলিসে বয়সের দিক দিয়ে যিনি বড় এবং বুযুর্গ, তাঁর দ্বারা খানা শুরু করানো। (মুসলিম, হাদীস নং- ২০১৭)

৬. খাদ্য এক ধরনের হলে নিজের সম্মুখ হতে খাওয়া।(বুখারী শরীফ, হাদীস নং- ৫৩৭৬)

৭.খাদ্যের কোন অংশ পড়ে গেলে উঠিয়ে (প্রয়োজনে পরিষ্কার করে) খাওয়া।(মুসলিম, হাদীস নং- ২০৩৩)

৮. হেলান দিয়ে বসে না খাওয়া।(বুখারী শরীফ, হাদীস নং- ৫৩৯৮)

৯. খাদ্যের ত্রুটি বের না করা।(বুখারী শরীফ, হাদীস নং- ৫৪০৯)

১০. জুতা পরিহিত থাকলে জুতা খুলে খানা খাওয়া।(মুস্তাদরাকে হাকেম, হাদীস নং- ৭১২৯)

১১. খানার সময় তিনভাবে বসা যায়।

ক. উভয় হাঁটু উঠিয়ে এবং পদ যুগলে ভর করে। (মুসলিম, হাদীস নং- ২০৪৪)

খ. এক হাঁটু উঠিয়ে এবং অপর হাঁটু বিছিয়ে। (শরহুস্‌ সুন্নাহ, হাদীস নং- ৩৫৭৭)

গ. উভয় হাঁটু বিছিয়ে অর্থাৎ নামাযে বসার ন্যায় বসে সামান্য সম্মুখ পানে ঝুঁকে আহার করা। (আবু দাউদ, হাদীস নং- ৩৭৭৩)

বি.দ্র. উযরের কারণে আসন দিয়ে বসারও অনুমতি আছে।(সূরা নূর, আয়াত-৬১/ আল ইতহাফ, ৫ : ৪৮০)

১২. আহার গ্রহণ শেষে খানার পাত্রসমূহ আঙ্গুল দ্বারা ভালভাবে চেটে পরিস্কার করে খাওয়া। এতে খাবারের পাত্রসমূহ আহারকারীর জন্য মাগফিরাত কামনায় মহান আল্লাহর দরবারে দু‘আ করে। হাতের আঙ্গুলসমূহ যথাক্রমে মধ্যমা, শাহাদাত, বৃদ্ধা চেটে খাওয়া।(মুসলিম, হাদীস নং- ২০৩৩/ তিরমিযী, হাদীস নং- ১৮০৪/ তাবরানী আউসাত, হাদীস নং- ১৬৪৯)

১৩. খানা শেষে এই দু‘আ পড়াঃ

اَلْحَمْدُ لِلّٰهِ الَّذِيْ اَطْعَمَنَا وَسَقَانَا وَجَعَلَنَا مُسْلِمِيْنَ.
(আবু দাউদ, হাদীস নং-৩৮৫০)

১৪. খানা শেষে আগে দস্তরখানা উঠিয়ে তারপর নিজে উঠা। (ইবনে মাজাহ, হাদীস নং- ৩২৯৫)

১৫. দস্তরখানা ও অবশিষ্ট খানা উঠানোর সময় এই দু‘আ পড়াঃ

اَلْحَمْدُ لِلّٰهِ

08/09/2022

❝রাসূল ﷺ বলেন যে ব্যক্তি মিশুক, সহজ-সরল, নম্রভাষী ও সদাচারী। জাহান্নাম তার জন্য হারাম।❞

~তিরমিজি ২৪৮৮🌸

07/09/2022

বেশি বেশি আলহামদুলিল্লাহ্ পাঠ করুন!
কেননা, আলহামদুলিল্লাহ্ মীযানের পাল্লাকে ভারী করে দেয় এবং সর্বোত্তম দো'য়া🤲

~ [তিরমিযী-৫/৪৬২] ~

04/09/2022

আবু হুরায়রা (রা) হতে বর্ণিত । তিনি বলেন,

রাসূলুল্লাহ (সা) বলেছেনঃ

এক মুমিন অন্য মুমিন ভাই
এর জন্য আয়না তুল্য

(দোষের কথা তাকে ধরিয়ে দিবে কিন্তু অন্যের কাছে তা গোপন রাখবে) ।

[আবু দাউদঃ ৪৯১৮; তিরমিযীঃ ১৯২৯]

Address

Pirojpur

Telephone

+8801867640495

Website

Alerts

Be the first to know and let us send you an email when কিছু কথোপকথন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other Book & Magazine Distributors in Pirojpur

Show All