21/01/2023
তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি,অতিদ্রুত পরিবর্তন করা হোক,মাদ্রাসায় এবতেদায়ী ও দাখিলের ও স্কুলের পাঠ্য পুস্তকে ভিন্ন ধর্মের প্রতিমার ছবি, ও লেখকের প্রবন্ধ দিয়ে ইসলামের সাথে তামাশা বন্ধ করুন !!
সকল ধর্মের প্রতি শ্রদ্ধা রেখে বলতেছি,
নিঃসন্দেহে আলিয়া মাদ্রাসা শুধুমাত্র মুসলমানদের ধর্মীয় প্রতিষ্ঠান।এখানে তো আর হিন্দু বৌদ্ধ খৃষ্টানদের বাচ্চারা পড়ে না।তাহলে কোন যুক্তিতে মাদ্রাসার সিলেবাসে এসব ঢুকানো হলো...? তাও আবার ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে কুটুক্তী মূলক কথা
আল্লাহ এমন দাজ্জাল ফেরাউন থেকে তুমি জাতিকে রক্ষা করেন,??
নতুন বছরের জন্য প্রস্তুত করা হয়েছে৷
এটা কি মুসলিম রাষ্ট্র নাকি???
📖 ক্লাস টু এর বই থেকে
প্রিয় নবীর সংক্ষিপ্ত জীবনী বাদ দিয়েছে।
📖 ক্লাস থ্রি এর বই থেকে
খলিফা আবু বক্কর এর জীবনী বাদ দিয়েছে।
📖 ক্লাস ফোর এর বই থেকে
খলিফা ওমর (রা) এর জীবন বাদ দিয়েছে।
📖 ক্লাস ফাইভ এর বই থেকে
নবীজির বিদায় হজের ভাষণের সংক্ষিপ্ত বর্ণনা বাদ দিয়েছে পাশাপাশি সংযুক্ত করেছে বই নামের একটি কবিতা যা কোরআন বিরোধী।
📖 ক্লাস সিক্স এর বইতে সংযুক্ত করেছে লাল গরু নামের একটি গল্প, যা মুসলিমদের বাধ্য করছে গরুকে মা বলে সম্বোধন করতে,পাশাপাশি শিক্ষা দিচ্ছে গরু জবাই করা একটি মহা অন্যায়।
📖 ক্লাস সেভেন এর বই তে সংযুক্ত করেছে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লিখিত লালো নামের একটি গল্প, যা মুসলিমদের কালী পূজা করতে উদ্বুদ্ধ করছে।
📖 ক্লাস এইট এর বই তে আরো সংযুক্ত করা হয়েছে হিন্দুদের রামায়ণ নামের গ্রন্থ। যা সরাসরি মুসলিমদের হিন্দু ধর্মের প্রতি আকৃষ্ট করছে ।
একজন মুসলিম হিসাবে এই সকল মুসলিম বিদ্বেষী কাজের তীব্র প্রতিবাদ জানাই।
মাননীয় শিক্ষামন্ত্রী দিপুমনির কাছে জোরালো ভাবে আবেদন করছি ।
এই হিন্দুত্ববাদী বই পাল্টিয়ে নতুন বই জাতিকে উপহার দিন ....!!