OVI RAHA

OVI RAHA Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from OVI RAHA, Digital creator, Khulna, Phultala.

ফ্রিল্যান্সিং এর ভবিষ্যৎ কি:-সহজ ভাষায় বলতে গেলে, ফ্রিল্যান্সিং এর ভবিষ্যৎ অনেক সম্ভবনাময়। ফ্রিলান্সিং এর বর্তমান অবস্...
14/04/2024

ফ্রিল্যান্সিং এর ভবিষ্যৎ কি:-

সহজ ভাষায় বলতে গেলে, ফ্রিল্যান্সিং এর ভবিষ্যৎ অনেক সম্ভবনাময়। ফ্রিলান্সিং এর বর্তমান অবস্থা যেমন উজ্জল, ঠিক একই ভাবে আগামী দিন গুলোতে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার আরও নতুন নতুন সম্ভবনা তৈরি করবে। এখন মনে প্রশ্ন আসতে পারে, কিভাবে ফ্রিল্যান্সিং এর ভবিষ্যৎ কিভাবে ভাল? মার্কেট রিসার্চ রিপোর্টস & কনসাল্টিং প্রতিষ্ঠান Grand View Research এর তথ্য মতে ২০২০ সালে গ্লোবালি ফ্রিল্যান্সিং মার্কেটের ইকোনোমিক ভ্যালু ছিল ১.২ ট্রিলিয়ন ডলার, কিন্তু ২০২৮ সাল নাগাদ এই ভ্যালু হবে প্রায় ৩.৫ ট্রিলিয়ন ডলার, আবার ২০৩০ নাগাদ এই মার্কেট ভ্যালু ৫.১ ট্রিলিয়ন ডলার অতিক্রম করবে। এই তথ্য থেকে সহজেই বোঝা যায়, দিন দিন ফ্রিল্যান্সারদের চাহিদা কতটা বাড়বে।
Freelancing

📸 Mahfuzur Rahman Nayion

**ফ্রিল্যান্সিং (Freelancing) মূলত এমন একটি পেশা যেখানে আপনি ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ধরনের কাজ করে অর্থ উপার্জন করতে...
01/04/2024

**ফ্রিল্যান্সিং (Freelancing) মূলত এমন একটি পেশা যেখানে আপনি ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ধরনের কাজ করে অর্থ উপার্জন করতে পারবেন। এটি সাধারন চাকরির মতোই, কিন্তু ভিন্নতা হলো এখানে আপনি আপনার স্বাধীন মতো কাজ করতে পারবেন।

***অনেকেরই কনফিউশন থাকে যে আসলেই কি আমি ফ্রিল্যান্সিং (Freelancing) করতে পারবো? কি কি জিনিস দরকার এই কাজের জন্য? আসলে সত্যি কথা বলতে তেমন কিছুই লাগবে না আপনাকে এই পেশা শুরু করার জন্য। প্রথম যে জিনিসটা আপনার লাগবে সেটি হলো ইচ্ছাশক্তি ও ধৈর্য্য। এগুলো থাকলেই আপনি এই সেক্টরে নিমিষেই সফল হবেন।
***এটা সকলেরই প্রশ্ন যে কিভাবে ফ্রিল্যান্সিং শুরু করবেন। তো এই পেশায় ঢোকার জন্য আপনাকে প্রথমেই একটি নির্দিষ্ট বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে। এক্ষেত্রে আপনার যে কাজে আগ্রহ সব থেকে বেশি সে কাজটি বেছে নিবেন।

সোশ্যাল মিডিয়া আপনার জন্য কি⁉️কারো কাছে অনলাইন প্লাটফর্ম চমৎকার একটি কাজ ও বিনিয়োগের মাধ্যম, কারো কাছে হাসি আনন্দ- খোশ...
25/03/2024

সোশ্যাল মিডিয়া আপনার জন্য কি⁉️

কারো কাছে অনলাইন প্লাটফর্ম চমৎকার একটি কাজ ও বিনিয়োগের মাধ্যম, কারো কাছে হাসি আনন্দ- খোশ গল্পের মাধ্যম।

কিছু মানুষ অনলাইন ব্যবহার করে ইনকাম করে তার রিজিক প্রশস্ত করে। আর বাকিরা অনলাইনে টাকা এবং সময় নষ্ট করার মেশিন খুলে বসেছে।

👉তাহলে আপনি আসলে কি করছেন❓

২০২৪ সালে স্টুডেন্ট থাকা অবস্থায় ফ্রিল্যান্সিং শুরু করা প্রয়োজন কেন⁉️সময়ের সাথে সাথে সবকিছু ইন্টারনেট ভিত্তিক হয়ে যাচ্...
19/03/2024

২০২৪ সালে স্টুডেন্ট থাকা অবস্থায় ফ্রিল্যান্সিং শুরু করা প্রয়োজন কেন⁉️

সময়ের সাথে সাথে সবকিছু ইন্টারনেট ভিত্তিক হয়ে যাচ্ছে ,ব্যতিক্রম নয় কর্মক্ষেত্রেও। বর্তমানে তরুণরা স্নাতক শেষ করে চাকরির প্রত্যাশায় বসে না থেকে অনলাইনে ক্যারিয়ার গড়ে উপার্জন করছে এবং তৈরি করছে চমৎকার ক্যারিয়ার।

একটা সময় ছিল যখন আমরা ভাবতাম ক্যারিয়ার মানেই চাকরি। কিন্তু বর্তমানে 2024 এ ক্যারিয়ার গড়ার অন্যতম গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হচ্ছে অনলাইন।
আপনি চাকরি করে যত টাকা ইনকাম করতে পারবেন এর চেয়ে বেশি ইনকাম করতে পারবেন অনলাইনে কাজ করার মাধ্যমে।

বাংলাদেশী অহরহ তরুণ রয়েছে যারা নিজেদেরকে সাকসেসফুল web designer, web developer, graphic designer, digital marketing experts, SEO specialist, video editor ইত্যাদি প্রফেশনে নিজেদের অবস্থান পাকাপোক্ত করেছে।

সুতরাং 2024 এ আমাদের সবার উচিত গতানুগতিক চিন্তা চেতনা থেকে বের হয়ে অনলাইনের এই বিশাল জগতকে কাজে লাগিয়ে নিজেদের Career development করা।

16/03/2024

কথায় কথায় মানুষ বলে ভাগ্যে যা আছে তাই হবে... বিশ্বাস করেন আপনার ছোট্ট একটা চেষ্টা আপনার ভাগ্য বদলে দিতে পারে।

টেবিলের উপরে রাখা গ্লাসের পানি আপনা আপনি আপনার মুখে এসে ঢুকবে না। উঠে বসুন, গ্লাস হাতে নেন, পানি পান করুন। ভাগ্যের ওপরে ছেড়ে না দিয়ে, ভাগ্য বদলের চেষ্টা করুন দু'আ করুন!

“মানুষ যা চায় তাই কি পায়?”
“মানুষ তাই পায় যার জন্য সে চেষ্টা করে”❤️

🔺লেখাপড়া করার পাশাপাশি স্কিল বাড়ান।মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট শিখুন। গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ডি...
15/03/2024

🔺লেখাপড়া করার পাশাপাশি স্কিল বাড়ান।

মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট শিখুন। গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং যা ভালো লাগে শিখুন। বর্তমান ইন্টারনেটের দুনিয়ায় এগুলা শিখা ব্যাপার না! দরকার আপনার চেষ্টা আর ইচ্ছা!

প্রতিদিন কমপক্ষে ১ ঘণ্টা রাখুন স্কিল বাড়ানোর জন্য! সময় গেলে ভাগ্যকে দোষ দিয়ে লাভ নেই!
না হলে, দুই বেলা ভাতের বিনিময়ে পড়াতে চাই এই রকম পোস্টের সংখ্যা বাড়বে।

তথ্য-প্রযুক্তিতে দক্ষ হলে দেশ ও বিদেশ সব জায়গায় কিছু করে খেতে পারবেন। বেকার থাকতে হবে না।

জীবন আপনার, সিদ্ধান্তও আপনার।

পৃথিবীর সবচেয়ে বড় মোটিভেশন টাকা,"টাকাই সব,আবার টাকা সব না"টাকা দিয়ে সুখ কিনা যায় না আবার টাকা ছাড়া কিছুই পাওয়া যায় না।  ...
14/03/2024

পৃথিবীর সবচেয়ে বড় মোটিভেশন টাকা,
"টাকাই সব,আবার টাকা সব না"
টাকা দিয়ে সুখ কিনা যায় না
আবার টাকা ছাড়া কিছুই পাওয়া যায় না।

চলুন ফ্রিল্যান্সিং সম্পর্কে ছোট করে ধারণা নেই 👍👉ফ্রিল্যান্সিং এমন একটি বিষয় যার সফলতা নির্ভর করে নিজের কাজের উপর, আমরা য...
13/03/2024

চলুন ফ্রিল্যান্সিং সম্পর্কে ছোট করে ধারণা নেই 👍

👉ফ্রিল্যান্সিং এমন একটি বিষয় যার সফলতা নির্ভর করে নিজের কাজের উপর, আমরা যদি সঠিক গাইডলাইন পাই তাহলে আমরা
সহজে সফল হতে পারবো !!!

👉ফ্রিল্যান্সিং কি???

👉ফ্রিল্যান্সিং শব্দটির বাংলা আভিধানিক অর্থ “মুক্ত পেশাজীবী”।

👉ফ্রিল্যান্সিং শব্দটির প্রথমেই “ফ্রী” কথাটি আছে, যার মানে হল এটি পুরোপুরি স্বাধীন একটি পেশা।

👉ফ্রিল্যান্সিং মানে স্থায়ীভাবে কোন কম্পানি বা কোন ব্যাক্তির অধীনে না থেকে নিজের মতো করে কাজ করা, নিজের পছন্দের কৌশলে, নিজের সুবিধামত সময়ে কাজ করা, এখানে আপনি যেকোনো একটি কাজের বিষয়ে দক্ষ হলে সেই কাজটি করতে পারবেন।

👉আমরা চাইলেই একটি সঠিক এবং চুড়ান্ত সিদ্ধান্তের মাধ্যমে নিজেদের ক্যারিয়ার গড়ার রাস্তা তৈরি করে নিতে পারি।

👉মাথায় রাখবেন, একটি চূড়ান্ত সিদ্ধান্তই হতে পারে
আপনার সুন্দর একটি ভবিষ্যৎ।




🍁 Fear বা ভয় হলো মানুষের সবচেয়ে বড় শত্রু। আমি পারবো না, আমার দ্বারা হবে না, এ কাজ করা কঠিন। এ জাতীয় ভয়গুলো আমাদের উন্নতি...
12/03/2024

🍁 Fear বা ভয় হলো মানুষের সবচেয়ে বড় শত্রু। আমি পারবো না, আমার দ্বারা হবে না, এ কাজ করা কঠিন। এ জাতীয় ভয়গুলো আমাদের উন্নতির পথে কঠিনতম বাধা।

🍁Mindset হলো আমাদের চরিত্রের অন্যতম আর একটি শত্রু। কোন কাজে মনস্থির করে রাখা,
তার বাইরে না যাওয়া, কোন কাজে সন্তুষ্ট থাকা জীবনে সাফল্য অর্জনের পথে ভয়ানক বাধা।

"লক্ষ্যে পৌঁছাতে হলে আমাদের পরিকল্পনা-দিয়ে-তৈরী গাড়িতে চড়তে হবে। এটার ওপর আমাদের পূর্ণ ভাবে বিশ্বাস রেখে নাছোড়বান্দার মত...
10/03/2024

"লক্ষ্যে পৌঁছাতে হলে আমাদের পরিকল্পনা-দিয়ে-তৈরী গাড়িতে চড়তে হবে।

এটার ওপর আমাদের পূর্ণ ভাবে বিশ্বাস রেখে নাছোড়বান্দার মত এগিয়ে যেতে হবে।
এটা ছাড়া সাফল্যের আর কোনও পথ নেই”

05/12/2023
ফিল্যান্সিং মানে কি?ফ্রিল্যান্সিং শব্দের অর্থই হচ্ছে মুক্ত পেশা। অর্থাৎ কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠান বা ব্যক্তির আদেশ অনুযা...
03/11/2023

ফিল্যান্সিং মানে কি?

ফ্রিল্যান্সিং শব্দের অর্থই হচ্ছে মুক্ত পেশা। অর্থাৎ কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠান বা ব্যক্তির আদেশ অনুযায়ী কারো কাজ না করাকেই ফ্রিল্যান্সিং বলে। মূলত যারা এ ধরনের কাজ করে থাকে তাদেরকে ফ্রিল্যান্সার বলা হয়।

Address

Khulna
Phultala
9000

Telephone

+8801939304722

Website

Alerts

Be the first to know and let us send you an email when OVI RAHA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to OVI RAHA:

Share


Other Digital creator in Phultala

Show All