১নং ছনধরা ইউনিয়ন খবর

১নং ছনধরা ইউনিয়ন খবর ১নং ছনধরা ইউনিয়ন খবর প্রচার করা হয়..
(1)

02/07/2024
25/06/2024

"অনবরত পাপ আপনাকে দরিদ্র ও হতাশ বানিয়ে ছাড়বে।"

ইবনুল কাইয়্যিম (রহ.)

[আল ফাওয়াইদ, পৃষ্ঠা: ৩৪০]

হরিণাদী মাদরাসার অধ্যক্ষ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত মো. আব্দুল মান্নান : ময়মনসিংহের ফুলপুরে হরিণাদী এমদাদীয়া ফাযিল মাদরাসা...
09/06/2024

হরিণাদী মাদরাসার অধ্যক্ষ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত
মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে হরিণাদী এমদাদীয়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আতাউল্লাহ ফকির সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন।
আজ রবিবার (৯ জুন) সকাল ১০টার দিকে ফুলপুর পৌরসভার বাসা থেকে মোটরসাইকেলে মাদরাসায় যাওয়ার পথে তালতলা নামক স্থানে সিএনজি চালিত অটোরিকশার সাথে সংঘর্ষে তিনি গুরুতর আহত হন।
পরে পথচারীরা উনাকে উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর উনাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। উনার বাম পায়ের হাঁটুর নিচে ভেঙে গেছে বলে জানা গেছে।
তিনি সকলের দোয়া চেয়েছেন।

টাংগাইলের বিখ্যাত বাদাইমা রবি চিংকু এই পৃথিবীতে ছেড়ে চলে গেলেন,😭 ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন৷আমরা শোকাহত পরিব...
24/05/2024

টাংগাইলের বিখ্যাত বাদাইমা রবি চিংকু এই পৃথিবীতে ছেড়ে চলে গেলেন,😭

ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন৷

আমরা শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা কামনা করছি।
আমরা গভীর ভাবে শোকাহত 😭
আল্লাহ্ রাব্বুল আল্লামীন তাঁকে জান্নাতবাসী করুক - আমিন 🤲

একটি শোক সংবাদ১ নং ছনধরা ইউনিয়ন হাটপাগলা (কামারকান্দায়) গ্রামের প্রবীন ব্যাক্তি নির্ভাশি মরহুম হাজী মোহাম্মদ রইছ উদ্দিন...
17/05/2024

একটি শোক সংবাদ
১ নং ছনধরা ইউনিয়ন হাটপাগলা (কামারকান্দায়) গ্রামের প্রবীন ব্যাক্তি নির্ভাশি মরহুম হাজী মোহাম্মদ রইছ উদ্দিন গতকাল আজ সন্ধ্যা ৬ঃ৫০ মিনিটে সম্মিলিত সামরিক হাসপাতাল CMH ঢাকা চিকিৎসাদিন অবস্থায় আল্লাহর ডাকে সাড়া দিয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন ।

ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহে রাজেউন ৷

উল্লেখ্য, সাবেক দুইবার মেম্বারঃ ছনধরা ইউনিয়ন পরিষদের ৪,৫,৬ নং ওয়ার্ডের ।

মরহুমের জানাজার নামাজঃ
আজ ১৭ই মে ২০২৪, শুক্রবার দুপুর ১১.০০টা নিজ বাড়ি হাটপাগলা (কামারকান্দায়) মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হবে।

আমরা শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা কামনা করছি।
আমরা গভীর ভাবে শোকাহত
আল্লাহ্ রাব্বুল আল্লামীন তাঁকে জান্নাতবাসী করুক - #আমিন

ফুলপুর উপজেলা পরিষদ নির্বাচনের চূড়ান্ত ফলাফল:এ নির্বাচনে চেয়ারম্যান:*মোহাম্মদ হাবিবুর রহমান - আনারস-৪৯৩৯১*মোঃ আতাউল করিম...
09/05/2024

ফুলপুর উপজেলা পরিষদ নির্বাচনের চূড়ান্ত ফলাফল:

এ নির্বাচনে চেয়ারম্যান:

*মোহাম্মদ হাবিবুর রহমান - আনারস-৪৯৩৯১
*মোঃ আতাউল করিম- ঘোড়া-৩৬২১৬
*এটিএম মনিরুল হাসান- মোটরসাইকেল-১৮৬৭
*মোহাম্মদ এমরান হাসান - হেলিকপ্টার-১৩৩১৩
*মোঃআফতাব উদ্দিন -দোয়াত কলম-৮১২

ভাইস চেয়ারম্যান পদে :
*মোঃ আব্দুছ সবুর- বৈদ্যুতিক বাল্ব-৬৯৬০৭
*মোঃ আবু সাঈদ - টিয়া পাখি-৯৫৮৩
*মাওলানা আজহারুল ইসলাম - তালা-৮১৭১
*মোঃ আমিনুল ইসলাম - টিউবওয়েল-১১৯১৪

মহিলা ভাইস চেয়ারম্যান পদে:

*মোছাঃ পান্না আক্তার - ফুটবল-৬২৯৭৯
*রোকেয়া পারভীন (লাকী) - কলস-৩৫৫০৮

অভিনন্দন ❤️ 🌹

08/05/2024

ফুলপুর উপজেলায় সকল কেন্দ্রের চুড়ান্ত ফলাফল :-
মোহাম্মদ হাবিবুর রহমান আনারস - ৪৯৪৯২
মোঃ আতাউল করিম রাসেল ঘোড়া - ৩৫৫৮২

30/04/2024

ছনধরা হাজী আব্দুল মজিদ উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল খেলা..

30/04/2024
24/04/2024

উপজেলা নির্বাচন নিয়ে যারা ঝগড়া করতে চাচ্ছেন,
একটু মাথায় রাখিয়েন কাল আমি/আপনি মারা গেছে,
ঐ ব্যক্তিটায় জানাজার নামাজ আসবে।
© Sulayman Kabir

নিজে জানুন।অন্যকে জানান।“Heat Wave" আসিতেছে?----------------------------------তাই সাবধান হোন।সম্ভবতঃ ৪০°-৫০° সে.।-------...
20/04/2024

নিজে জানুন।
অন্যকে জানান।

“Heat Wave" আসিতেছে?
----------------------------------
তাই সাবধান হোন।
সম্ভবতঃ ৪০°-৫০° সে.।
--------------------------------
স্বভাবিক পানি পান করুন।
ধীরে ধীরে।
ঠান্ডা পানি পান পরিহার করুন।
বরফ/বরফ পানি পুরোপুরিই পরিহার করুন।

বর্তমানে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুরে এই HEAT WAVE চলছে।

করণীয় ও পরিত্যজ্য--------

১) যখন তাপমাত্রা ৪০°সে-এ পৌঁছে তখন খুব ঠান্ডা পানি পান করতে নিষেধ করেন চিকিৎসকগণ। কারণ এতে রক্তনালী হঠাৎই সঙ্কুচিত হয়ে
হঠাৎই স্ট্রোক হতে পারে।

২) যখন বাহিরের তাপমাত্রা ৩৮°সে অতিক্রম করে তখন ঘরে চলে আসুন বা ছায়ায় অবস্থান করুন। ঠান্ডা পানি পান করবেন না। স্বভাবিক তাপের পানি পান করুন বা ঈষৎ গরম পানি।
তাও ধীরে ধীরে।

৩)ঘরে এসেই হাত-পা-মুখ ধুবেন না।হাত-মুখ ধোয়ার আগে একটু অপেক্ষা করুন। দেহকে ঘরের তাপের সাথে খাপ খেতে দিন।
অন্ততঃ আধা ঘন্টা অপেক্ষা করুন হাত-মুখ ধোযার আগে বা গোসলের আগে।

৪) অল্প অল্প করে বারে বারে স্বাভাবিক পানি পান করুন।জ্যুস বা এজাতীয় পানিয় পরিহার করুন। স্বাভাবিক শরবত,ডাব বা লবণ পানির শরবত পান করতে পারেন যদি তা আপনার জন্য অন্য কারণে নিষিদ্ধ না হয়ে থাকে।তবে তাও স্বল্প পরিমানে।

★★প্রচন্ড গরমে বা যদি আপনি খুবই ক্লান্ত থাকেন তবে ভুলেও বরফ মিশ্রিত পানি বা ফ্রিজের পানি পান করবেন না,যদিও ওইসময় ঠান্ডা পানি খুব ভালো লাগে।এটা শরীরে প্রশান্তি ভাব এনে দেয়।কিন্তু এতে হঠাৎই দুর্ঘটনা ঘটতে পারে।

© Mohit Ur Rahman Shanto

প্রচণ্ড তাপপ্রবাহের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৭ দিনের ছুটি।আগামী ২৮শে এপ্রিল রোজ রবিবার থেকে প্রতিষ্ঠান যথারীতি খোলা থাকবে...
20/04/2024

প্রচণ্ড তাপপ্রবাহের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৭ দিনের ছুটি।
আগামী ২৮শে এপ্রিল রোজ রবিবার থেকে প্রতিষ্ঠান যথারীতি খোলা থাকবে।

© মেরীগাই উচ্চ বিদ্যালয়

শোক সংবাদ একটি শোক সংবাদ ১ নং ছনধরা ইউনিয়ন রামসোনা খান বাড়ি নির্ভাশি মরহুম বদিউজ্জামান খান এর ছেলে মোহাম্মদ ফারুক খান ...
26/03/2024

শোক সংবাদ
একটি শোক সংবাদ
১ নং ছনধরা ইউনিয়ন রামসোনা খান বাড়ি নির্ভাশি মরহুম বদিউজ্জামান খান এর ছেলে মোহাম্মদ ফারুক খান স্যার আজ বেলা ১১.৩০ মিনিটে কাশিগঞ্জ বাজারে নিজ বাসায় আল্লাহর ডাকে সাড়া দিয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন ।

ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহে রাজেউন ৷

উল্লেখ্য, ছনধরা (কাশিগঞ্জ) বাজারের বিশিষ্ট ধান ব্যবসায়ী
ও শিক্ষকঃ ছনধরা আদর্শ কিন্ডার গার্ডেন (কেজি) স্কুলের সাবেক শিক্ষক ছিলেন।

মরহুমের জানাজার নামাজঃ
আজ ২৬ মার্চ ২০২৪, মঙ্গলবার, বিকাল ৪.০০টা ছনধরা ঈদগা মাঠে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হবে।

আমরা শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা কামনা করছি।
আমরা গভীর ভাবে শোকাহত
আল্লাহ্ রাব্বুল আল্লামীন তাঁকে জান্নাতবাসী করুক - #আমিন

বিট পুলিশিং সবাবিট নং ০১, ছনধরা ইউনিয়ন ফুলপুর থানা, ময়মনসিংহ বিট অফিসারের নাম্বার +8801710663423Mufakhkhir Uddin
25/03/2024

বিট পুলিশিং সবা
বিট নং ০১, ছনধরা ইউনিয়ন
ফুলপুর থানা, ময়মনসিংহ
বিট অফিসারের নাম্বার
+8801710663423
Mufakhkhir Uddin

ছনধরা বাজার ব্রিজ  🛣🌁নতুন সাজে প্রকৃতির সাথে 🌾🌱📸 ASK Sulayman
19/03/2024

ছনধরা বাজার ব্রিজ 🛣🌁
নতুন সাজে প্রকৃতির সাথে 🌾🌱
📸 ASK Sulayman

ফিতরা ১৪৪৫ হিজরীসর্বোচ্চ ফিতরা ৩৬০০/= টাকা এবং সর্বনিম্ন ১১৫/= টাকা।
14/03/2024

ফিতরা ১৪৪৫ হিজরী
সর্বোচ্চ ফিতরা ৩৬০০/= টাকা এবং সর্বনিম্ন ১১৫/= টাকা।

মালয়েশিয়ায় ট্রেন দুর্ঘটনায় ফুলপুরের ইমন নিহত, ইলিয়াস খানের সহযোগিতায় দেশে পৌঁছে তার মরদেহপ্রকাশের তারিখঃ ৭ মার্চ, ২০২৪মো...
12/03/2024

মালয়েশিয়ায় ট্রেন দুর্ঘটনায় ফুলপুরের ইমন নিহত, ইলিয়াস খানের সহযোগিতায় দেশে পৌঁছে তার মরদেহ
প্রকাশের তারিখঃ ৭ মার্চ, ২০২৪
মো. আব্দুল মান্নান মালয়েশিয়ায় ট্রেন দুর্ঘটনায় ময়মনসিংহের ফুলপুর উপজেলার ছনধরা পশ্চিমপাড়া গ্রামের ইমন (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। চলতি বছর ২১ ফেব্রুয়ারি মালয়েশিয়ান সময় সকাল সাড়ে ১১টার দিকে পেলাবুহান উতারায় ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়। ইমন (অবিবাহিত) ছনধরা গ্রামের হেলাল উদ্দিন ও রাবেয়া দম্পত্তির বড় ছেলে। মালয়েশিয়ান একটি গণমাধ্যম জানায়, জালান পেলাবুহান উতারার ফ্যাক্টরির সামনে ট্র্যাকের পাশে মৃত ওই যুবকের দুই পায়ে হাঁটুর নিচে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। দক্ষিণ ক্লাং জেলা পুলিশের সহকারী কমিশনার চা হুং ফং এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ভুক্তভোগী একজন বিদেশী পুরুষ। পুলিশ তার ব্যাপারে অপরাধের কোন উপাদান খুঁজে পায়নি এবং মামলাটিকে আকস্মিক মৃত্যু হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়েছে। পরে মিডিয়ার মাধ্যমে ৪ দিন পর খবর পেয়ে নিহতের পরিবার তাকে শনাক্ত করেন। পরে ইমনের মরদেহ দেশে আনতে চাইলে দালালরা তাদের নিকট আড়াই লাখ টাকা দাবি করে। এসময় অল্প শোকে কাতর, অধিক শোকে পাথর অবস্থা হয়ে যায় ইমনের পরিবার। বিষয়টি চাইল্ড হ্যাভেন একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদল নেতা মোজাম্মেল হক আশিক খানের বিবেকে নাড়া দেয়। তিনি জানতে পেরে আমেরিকায় তার বড়ভাই ইলিয়াস খানকে জানান যে, দালালদের আড়াই লাখ টাকা দাবির কারণে ইমনকে দেশে আনতে পারছে না তার পরিবার। এ সংবাদ পেয়ে ইলিয়াস খান

মালয়েশিয়ায় তার বন্ধু মামুন বিন মান্নানের নিকট ফোন দেন।

ইলিয়াস খান বাংলাদেশ কেন্দ্রীয় যুবদলের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক। আমেরিকায় তার বড় ব্যবসা রয়েছে। নকলা-নালিতাবাড়ী আসনে জাতীয় সংসদ সদস্য পদে নির্বাচন করার ইচ্ছা নিয়ে তিনি কাজ করে যাচ্ছেন বলে জানা গেছে। সেই ইলিয়াস খান তার বন্ধু মামুন বিন মান্নানকে বলে ছনধরার ইমনের মরদেহ বিনা টাকায় দেশে আনার ব্যবস্থা করেন। জানা যায়, মামুন হলেন নান্দাইলের কৃতি সন্তান ও ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য। তিনিও নান্দাইল থেকে এমপি পদে নির্বাচন করার লক্ষ্যে সুদূর প্রসারি পরিকল্পনায় জনহিতকর কাজকাম করছেন। মালয়েশিয়ায় তার বড় ব্যবসা রয়েছে। পরে ইমনের মরদেহ যাতে বিনা টাকায় দেশে পাঠানো যায় এ ব্যাপারে মামুন মালয়েশিয়া প্রশাসন বিভাগ, মালয়েশিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও ইমন যে কোম্পানিতে চাকরি করতো ওখানে অর্থাৎ প্রয়োজনীয় সব জায়গায় যোগাযোগ করে ডকুমেন্টস-এর মাধ্যমে ইমনের লাশ শনাক্ত করে বাংলাদেশে পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করেন। তার সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করেছেন রায়হান শরীফ হলুদ। উনাদের সহযোগিতায় অবশেষে বিনা টাকায় ইমনকে দেশে আনা হয়। আড়াই লাখ টাকা সংগ্রহের যন্ত্রণা থেকে রক্ষা পায় ইমনের পরিবার। মৃত্যুর প্রায় ১৫ দিন পর গতকাল বুধবার (৬ মার্চ) রাতে ইমনের মরদেহ বাড়িতে এসে পৌঁছে। এসময় তাদের বাড়িসহ এলাকায় এক হৃদয়বিদারক পরিবেশের অবতারণা হয়। সে মাত্র ৬ মাস আগে সাড়ে ৪ লাখ টাকা খরচ করে মালয়েশিয়ায় গিয়েছিল। কিন্তু ৫ মাস পর্যন্ত দালালরা তাকে কোন কাজ দিতে পারেনি। দীর্ঘদিন বসা থাকার পর জানুয়ারিতে কাজ পেয়ে ৪০ হাজার টাকা সে বাড়িতে পাঠিয়েছিল কিন্তু ভাগ্যের লেখা যায় না দেখা, যায় না কভু জানা। আজ বৃহস্পতিবার (৭ মার্চ) সকাল ১০ টায় ছনধরা কবরস্থান মাঠে জানাজাশেষে তাকে ওই কবরস্থানেই দাফন করা হয়েছে। জানাজায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ওহে মৃত্যু তুমি কতো সন্নিকটে"!?😭ছোট  ভাই ইমন ট্রেন দূর্ঘটনায় গত ২১ ই ফেব্রুয়ারী মালোশিয়ায় ইন্তেকাল ফরমায়াছেন।ইন্না লিল্ল...
06/03/2024

ওহে মৃত্যু তুমি কতো সন্নিকটে"!?😭
ছোট ভাই ইমন ট্রেন দূর্ঘটনায় গত ২১ ই ফেব্রুয়ারী মালোশিয়ায় ইন্তেকাল ফরমায়াছেন।
ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন।🤲

👉জানাজা সময় আগামীকাল সকাল ৯:০০ ঘটিকায় ছনধরা কবরস্থানে অনুষ্ঠিত হইবে।
সকলের উপস্থিতি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের জন্য দোয়া চাই।

শোক সংবাদ ছনধরা পশ্চিমপাড়া মোঃ হেলাল উদ্দিনের বড় ছেলে মোঃ ইমন কালকে মালোশিয়া ট্রেন এক্সিডেন্টে মারা গেছেন নিজ বাসভবনে ই...
21/02/2024

শোক সংবাদ
ছনধরা পশ্চিমপাড়া মোঃ হেলাল উদ্দিনের বড় ছেলে মোঃ ইমন
কালকে মালোশিয়া ট্রেন এক্সিডেন্টে মারা গেছেন
নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন।
ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহে রাজেউন ৷

উনি ছনধরা হাজী আঃ মজিদ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ছিলো ।

আমরা শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা কামনা করছি।
আমরা গভীর ভাবে শোকাহত
আল্লাহ্ রাব্বুল আল্লামীন তাঁকে জান্নাতবাসী করুক - #আমিন

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসপ্রতি বছর ২১শে ফেব্রুয়ারি পালিত আন্তর্জাতিক দিবসভাষা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হল একুশে ফেব্র...
20/02/2024

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

প্রতি বছর ২১শে ফেব্রুয়ারি পালিত আন্তর্জাতিক দিবস
ভাষা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হল একুশে ফেব্রুয়ারি বাংলাদেশ ও পশ্চিমবঙ্গসহ সমস্ত বাংলাভাষী অঞ্চলে পালিত একটি বিশেষ দিবস, যা ১৯৯৯ খ্রিস্টাব্দের ১৭ নভেম্বরে জাতিসংঘ কর্তৃক গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী [১] প্রতিবছর ২১শে ফেব্রুয়ারি বিশ্বব্যাপী পালন করা হয়। এটি শহীদ দিবস হিসাবেও পরিচিত। এ দিনটি বাঙালি জনগণের ভাষা আন্দোলনের মর্মন্তুদ ও গৌরবোজ্জ্বল স্মৃতিবিজড়িত একটি দিন হিসেবে চিহ্নিত হয়ে আছে। ১৯৫২ সালে এইদিনে (৮ ফাল্গুন, ১৩৫৮, বৃহস্পতিবার) বাংলাকে তৎকালীন পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা করার দাবিতে ঢাকায় আন্দোলনরত ছাত্রদের ওপর পুলিশের গুলিবর্ষণে অনেক তরুণ ছাত্র শহীদ হন। যাঁদের মধ্যে রফিক, জব্বার, শফিউর, সালাম, বরকত উল্লেখযোগ্য এবং এই কারণে এ দিনটি শহীদ দিবস হিসেবে চিহ্নিত হয়ে আসছে।

১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি শহীদদের স্মৃতিতে বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলা প্রাঙ্গণে অবস্থিত শহীদ মিনার।

বিসমিল্লাহির রাহমানির রাহিম নারায়ে তাকবির,   আল্লাহু আকবারআগামী ২২ ফেব্রুয়ারী ২০২৪ইং০৯ ফাল্গুন, ১৪৩০ বঙ্গাব্দবৃহস্পতিবা...
17/02/2024

বিসমিল্লাহির রাহমানির রাহিম
নারায়ে তাকবির, আল্লাহু আকবার
আগামী ২২ ফেব্রুয়ারী ২০২৪ইং
০৯ ফাল্গুন, ১৪৩০ বঙ্গাব্দ
বৃহস্পতিবার

পশ্চিম লাউয়ারী জামে মসজিদ
পোঃ ছনধরা বাজার, উপজেলা-ফুলপুর, জেলা-মোমেনশাহী এর উদ্যোগে
ইসলামী সম্মেলন
স্থানঃ মসজিদ ময়দান।
সময়: বাদ আছর হইতে মধ্যরাত পর্যন্ত।

উলামায়ে কেরামগণ ওয়াজ ফরমাইবেন
উক্ত মোবারক মাহফিলে আপনারা সকলেই আমন্ত্রিত।
উক্ত ইসলামী মহাসম্মেলনে দলে দলে যোগ দিয়ে দুনিয়া ও আখিরাতের সোয়াব হাসিল করুন ।

বিসমিল্লাহির রাহমানির রাহিম নারায়ে তাকবির,   আল্লাহু আকবারআগামী ২৩ ফেব্রুয়ারী ২০২৪ইং১০ ফাল্গুন, ১৪৩০ বঙ্গাব্দশুক্রবার হ...
13/02/2024

বিসমিল্লাহির রাহমানির রাহিম
নারায়ে তাকবির, আল্লাহু আকবার
আগামী ২৩ ফেব্রুয়ারী ২০২৪ইং
১০ ফাল্গুন, ১৪৩০ বঙ্গাব্দ
শুক্রবার

হরিনাদী এমদাদীয়া নূরানীয়া ও হাফিজিয়া মাদ্রাসা
পোঃ হরিনাদী, উপজেলা: ফুলপুর, ময়মনসিংহ এর উদ্যোগে

তাফসীরুল কোরআন মার্ফিল।
স্থানঃ মাদ্রাসা প্রাঙ্গণ,
বাদ আসর হইতে পরদিন ফজর পর্যন্ত।

#প্রধান_বক্তা,
বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আন্তর্জাতিক খ্যাতীসম্পন্ন, মোফাচ্ছিরে কুরআন
মুফতি গোলাম কবীর আজহারী সাহেব ঢাকা।
তাফসীরুল কোরআন এন্ড কোরআন এক্স সাইন্স আল আজাহার বিশ্ববিদ্যালয়, মিশর।
#প্রধান_নেহেয়ান,
আল্লামা আব্দুল হক সাহেব দাঃ বাঃ
মুহতামিম ও শাইখুল হাদিস, জামিয়া ফয়জুর রহমান (রহঃ) বড় মসজিদ, ময়মনসিংহ।

#বিশেষ_বক্তা,
বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মোফাচ্ছিরে কুরআন
মুফতি শরীফ আহমদ উল্লাহ, হাফিজাহুল্লাহ সাহেব
গতিব, মুন্সী জামে মসজিদ, ডেমরা, ঢাকা।

হাফেজ হযরত মাওঃ মুফতী নজরুল ইসলাম উবাইদা সাহেব
ইমাম ও খতিব, কোনাবাড়ী চেয়ারম্যান বাড়ী জামে মসজিদ, গাজীপুর, ঢাকা

স্থানীয় উলামায়ে কেরামগণ ওয়াজ ফরমাইবেন
উক্ত মোবারক মাহফিলে আপনারা সকলেই আমন্ত্রিত।
উক্ত ইসলামী মহাসম্মেলনে দলে দলে যোগ দিয়ে দুনিয়া ও আখিরাতের সোয়াব হাসিল করুন ।

26/01/2024

হাটপাগলা বায়তুল জান্নাত জামে মসজিদ
হাটপাগলা, ফুলপুর, ময়মনসিংহ এর

উদ্যোগে বার্ষিক ইসলামী মহা সম্মেলন (বড় সবা) অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বিজ্ঞপ্তিঅষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা ২০২৩ এর প্রিলিমিনারি টেস্টের তারিখ ১৫ মার্চ ২০২৪ খ্রি: (শুক্রবার)
25/01/2024

বিজ্ঞপ্তি

অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা ২০২৩ এর প্রিলিমিনারি টেস্টের তারিখ ১৫ মার্চ ২০২৪ খ্রি: (শুক্রবার)

বিশ্ব ইজতেমা আগামী ২-৩-৪- ফেব্রুয়ারি ২০২৪ইং তারিখে আলেম-ওলামাদের তত্ত্বাবধানে বিদেশি মেহমান ও বাংলাদেশের ৬৪ জেলা একসাথে...
18/01/2024

বিশ্ব ইজতেমা আগামী ২-৩-৪- ফেব্রুয়ারি ২০২৪ইং তারিখে আলেম-ওলামাদের তত্ত্বাবধানে বিদেশি মেহমান ও বাংলাদেশের ৬৪ জেলা একসাথে দুটি মাঠে এই বছর বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।
১. টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দান।
২. উত্তরা ১৫ নং সেক্টর দিয়াবাড়ি মাঠ।

বয়ানের মেম্বার থাকবে টঙ্গী বিশ্ব ইজতেমার মাঠে আধুনিক প্রযুক্তি মাইক সাউন্ড সিস্টেমের মাধ্যমে। টঙ্গী ময়দান ও দিয়াবাড়ি মাঠের সাথীরা একসাথে বয়ান শুনবেন ও অন্যান্য আমলে অংশগ্রহণ করবেন।

💥 শুধুমাত্র নামাজ জন্য দুই ময়দানে আলাদা ভাবে
৫ ওয়াক্ত নামাজের আজান ও জামাত এবং জুমা’র নামাজ মুসুল্লিরা অংশ গ্রহণ করবেন।

বড়রা এই সিদ্ধান্ত নিয়েছেন টঙ্গী বিশ্ব ইজতেমার ময়দানে দেশি-বিদেশি বেশি সাথী উপস্থিতি হওয়ার কারণে।

পরবর্তীতে ময়দানের ম্যাপ আসলে আপনার জেলা টঙ্গী ময়দানে না-কি দিয়াবাড়ি মাঠে অবস্থান করবে জানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ।

বেশি বেশি বিশ্ব ইজতেমা কামিয়াবির জন্য দোয়া করি ও দাওয়াত দিতে থাকি এবং এই পোস্টটি শেয়ার করি।

বিশ্ব ইজতেমা আগামী ২,৩,৪ই ফেব্রুয়ারি ২০২৪ই তারিখে অনুষ্ঠিত হবে। ইনশাআল্লাহ।

Address

গ্রামঃছনধরা, পোষ্ট অফিসঃ ছনধরা+হরিনাদি বাজার , উপজেলাঃফুলপুর, জেলাঃময়মনসিংহ, ঢাকা, বাংলাদেশ
Phulpur Upazila
2250

Alerts

Be the first to know and let us send you an email when ১নং ছনধরা ইউনিয়ন খবর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share



You may also like