পেকুয়া উপজেলার টৈটং ইউপির বকসুমোড়া এলাকার বাসিন্দা ভুক্তভোগী আবু সুফিয়ান মোস্তফা কামাল দাবী করেন, তাদের খতিয়ানভুক্ত জমিতে জোরপূর্বক অবৈধভাবে খাল খনন কাজ শুরু করেছে চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী।
এই বিষয়ে লিখিত অভিযোগ দিয়েও কোন ধরণের প্রতিকার পাচ্ছেনা বলে জানান মোস্তফা কামাল।
বিস্তারিত শুনুন----
আগামীকাল শুক্রবার বিকেল ৩টায় পেকুয়া উপজেলা চেয়ারম্যান গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের সবচেয়ে বড় ম্যাচ প্রিমিয়ারলীগের দল কিষোয়ান এফসি বনাম প্রান্তিক স্পোর্টিং ক্লাব কুমিল্লা★
নিজ পরিবারের হাতে হত্যার শিকার হতে পারেন, হত্যার পর নিহত জাকের হোসেন মিয়ার পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির কথা জানতে পেরে বাদী নাহারু বেগমের বাড়িতে আশ্রয় নিলেন আসামী শফিকা বেগমের মেয়ে ও মিরাজের বোন নাহিদা সোলতানা।
এছাড়াও আসামীর প্রবাসী পরিবারের ভাইদের উপর হামলা ও আহত করার ঘটনাটি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হলে তা সম্পূর্ণ সাজানো ও মিথ্যা দাবী করে বিবৃতি দিয়েছেন বাদি নাহারু বেগম ও ছেলে মোঃ নাওশা মিয়া।
আসামীর পরিবার নিজেরাই নিজেরা ঘটনা ঘটিয়ে মিথ্যা মামলা সাজানোর জন্য হাসপাতালে ভর্তি হয়েছে বলে জানান।
পেকুয়া সদর হরিণাফাঁড়ি খাস পাড়ায় এই ঘটনা ঘটে।
উল্লেখ্য গত ৩ নভেম্বর পেকুয়া সদর হরিণাফাঁড়ি খাস পাড়া এলাকায় আ,লীগ নেতা জাকের হোসেন মিয়াকে কুপিয়ে হত্যা করে তার প্রতিবেশিরা। এই ঘটনায় ১নং আসামীকে আটক হয়।
★পুলিশ ঘটনাটি তদন্ত করছেন★
জায়গা জবর দখল চেষ্টা, চাঁদাদাবীর ও মারধরের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে মনজুর ও তার প্রবাসী ভাইয়েরা---
ওই সময় সাবেক ইউপি সদস্য উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক হাসিনা বেগমও বক্তব্য রাখেন---
পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের মটকাভাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবার বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেছেন---
পেকুয়ায় দীর্ঘবছরের ভোগদখলীয় জায়গা জবরদখলের অভিযোগ উঠেছে উত্তর মেহেরনামা চর পাড়া এলাকার মৃত আমিন শরীফের ছেলে মো.হোছাইন ও মোহাম্মদ ইয়াছিনের বিরুদ্ধে।
এ ঘটনায় ভুক্তভোগী মনোয়ারা বেগম বাদী হয়ে পেকুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের মেহেরনামা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ সামশুদৌহাকে হত্যাচেষ্টা চালিয়েছে একই স্কুলের নৈশ প্রহরী মোঃ রাশেদুজ্জামান নামে এক যুবক।
স্কুলে সঠিক সময়ে দায়িত্ব পালন না করে বিভিন্ন চুরির ঘটনায় জড়িত থাকায় তার প্রতিবাদ করায় তাঁকে হত্যাচেষ্টা করা হয়েছে বলে শিক্ষক জানিয়েছেন---
বিস্তারিত শিক্ষকের মুখ থেকে শুনুন---
পেকুয়ায় ৪জন বিশিষ্ট ব্যক্তিবর্গকে গণ সংবর্ধনা দিয়েছে স্থানীয় এলাকাবাসী।
এলাকাবাসীর পক্ষে আবদুল্লাহ আল মোবস্বের মানিকের সার্বিক তত্ত্বাবধায়নে পরিবেশকর্মী ও সাংবাদিক দেলোয়ার হোসেনের পরিচালনায় সদ্য উপজেলা কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক মনোনীত H M Rashedul Kabir, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির বিপুল ভোটে সদ্য নির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্য Adv Zahed Hussen, কক্সবাজার জেলা আইনজীবী ক্লার্ক সমিতির বিপুল ভোটে নির্বাচিত সভাপতি Ataul Islam ও সরকারি চাকরি ফরেস্টার এ যোগদানকারী মেধাবী ছাত্র Mohammed Azizur Rahman কে গণ সংবর্ধনা দেয়া হয়।
ওই সময় আমি ছাড়াও সাজ্জাদ পেকুয়া ও MD Jafar Alom বক্তব্য রাখেন।
পেকুয়ায় পিতা পুত্রসহ তিন জনকে কুপিয়ে জখম
কক্সবাজারের পেকুয়ায় পিতা পুত্রসহ তিন জনকে কুপিয়ে জখম করেছে দূর্বৃত্তরা।
২৬ জুন (সোমবার) দুপুর ২ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের আলহাজ্ব কবির আহম্মদ চৌধুরী বাজারের শাহ আমানত হোটেল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
হামলায় উপজেলার সদর ইউনিয়নের ছিরাদিয়া এলাকার মৃত বাদশা মিয়ার ছেলে হেলাল উদ্দিন (৬৭), তার ছেলে হেফাজ উদ্দিন টুটুল (২৬) ও কামাল উদ্দিনের ছেলে মিন্টু (৩০) গুরুতর আহত হয়। পরে জখম অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
আহত হেলাল উদ্দিন বলেন, আমি পেকুয়া বাজারে আসা মাত্র পূর্ব শত্রুতার জের ধরে পশ্চিম গোঁয়াখালী দ্বিয়াপাড়া পাড়া এলাকার মৃত আফতাব উদ্দিনের ছেলে আমিরুল হক চৌধুরী রুবেল, আমিরুল হক চৌধুরী রাশেদ, আমিরুল হক চৌধুরী রাশেল, দুলা মিয়ার ছেলে আছু,ছিদ্দিক আহমদের ছেলে শফি আলম, ফজল
গত ২১ জুন দৈনিক রুপসী গ্রাম পত্রিকায় প্রকাশিত পেকুয়ায় বিধবার জমি জবর দখলের অভিযোগ ছাত্রলীগ নেতাসহ প্রভাবশালীদের বিরুদ্ধে শীর্ষক সংবাদের প্রতিবাদ জানিয়েছেন মোঃ পারভেজ আলম প্রকাশ আলম শাহ---
জায়গা জবর দখল করার শওকত আরা পাখি নামে মহিলাটি মিথ্যা অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে বলে দাবী করে আরে বলেন----
পেকুয়া উপজেলার টৈটং ইউপির খলিপার মোড়া এলাকায় এক অসহায় পরিবারের উপর নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগীরা জানিয়েছেন----
মগনামা ফুলতলা থেকে আনসার মাঝিকে অপহরণ করে জোরপূর্বক খালি ষ্টাম্প আদায় করার অভিযোগ উঠেছে বারবাকিয়া ইউনিয়নের পূর্ব জালিয়াকাটা এলাকার মৃত ফরোখ আহমদের ছেলে এহেছান
উল্লাহ ও মগনামা ইউনিয়নের ফুলতলা এলাকার মৃত জাকের আহমদের ছেলে আব্দু রহিমের বিরুদ্ধে।
বিস্তারিত শুনুন ভিডিওতে...
পেকুয়ায় প্রবাসী স্বামীর পরকিয়ায় স্ত্রীর মামলা, আদালতের নির্দেশে পাসপোর্ট জব্দ
----
কক্সবাজারের পেকুয়ায় বিবাহ বিচ্ছেদ ও দেনমোহর আদায় মামলা করার পর বিজ্ঞ আদালতের আদেশে প্রবাসী স্বামী মিরাজ উদ্দিনের পাসপোর্ট জব্দ করেছে থানা পুলিশ।
পরকিয়ার অভিযোগ এনে বিজ্ঞ পারিবারিক জজ আদালত চকরিয়ায় স্বামীর বিরুদ্ধে মামলাটি করেন পেকুয়া সদর সিকদার পাড়ার মৃত শফিউল আলমের মেয়ে সাবিনা ইয়াসমিন আফিফা।
অভিযুক্ত মিরাজ বারবাকিয়া ইউপির বোধামাঝির ঘোনা এলাকার আবুল বশরের ছেলে।
পারিবারিক জজ আদালত চকরিয়ায় সাবিনা ইয়াসমিন দেনমোহর মামলা (৩৫/২৩) করার পর বিজ্ঞ আদালতের নির্দেশে বুধবার (৫ এপ্রিল) পেকুয়া থানার এএসআই রইস বিবাদী মিরাজের বাড়িতে গিয়ে তার পাসপোর্টটি জব্দ করেন।
ভুক্তভোগী সাবিনা তার মামলায় উল্লেখ করেন, বিগত ২০২১ সালে পারিবারিকভাবে ইতালী প্রবাসী মিরাজের সাথে বিবাহবন্ধ
দোকানের মালামাল চুরি করে সরালেন চোর, এরপর আবারো চুরি করতে ডুকলেন---
হাতে নাতে ধরা পড়ার পর ইউপি সদস্যের সামনে স্বীকারও করলেন---
এরপর উল্টো দোকানদার ও তার পিতার নামে বিজ্ঞ আদালতে মিথ্যাভাবে মামলা দায়ের করে হয়রানি করার অভিযোগ করেছেন দোকানদার রবিউল আলমের পিতা দেলোয়ার হোসেন।
পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউপির পশ্চিম বোধামাঝির এলাকা সংলগ্ন রাবারড্যাম সংলগ্ন দোকানে চুরির ঘটনা ঘটে।
একই এলাকার মৃত জামাল উদ্দিনের ছেলে নুরুল আমিন প্রকাশ গুরা মিয়া দোকানের টিভিসহ মালামাল ও নগদ প্রায় ১১হাজার টাকা চুরি করেন বলে অভিযোগ ভুক্তভোগী দেলোয়ার হোসেনের।
এ সময় তিনি আরো বলেন, গুরা মিয়া আমার দোকানসহ আরো বেশ কয়েকটি দোকান চুরি করেছে। তা এখনো অব্যাহত রেখেছে। চুরির মালামালগুলো হজম করে তার ভাই ও পিতা মাতা।
মালামাল চুরির পর তার পরিবার থেকে মধ্যস্ততার কথা বলে সময়ক্ষেপন করে বিজ্
পেকুয়া বাজারের বিশিষ্ঠ ব্যবসায়ী আবু ছিদ্দিককে মুঠোফোনে হুমকি দিলেন জেলা ছাত্রলীগ নেতা শওকত।
এছাড়াও শওকতের পক্ষ হয়ে পেকুয়া থানার এসআই মিন্নতও প্রকাশ্যে হুমকি প্রদান করেন তাকে।
সাংবাদিকদের কার্যালয়ে এসে এমন অভিযোগ জানান উক্ত ব্যবসায়ী।