R Ä S I B

R Ä S I B ইতিহাস ঐতিহ্য ও গৌরবের সমন্বয়ে

10/10/2023

ক্যারিয়ার ও দ্বীনি আন্দোলন | ছাত্রশিবিরের শহীদ দিবসের অনুষ্ঠানে ড. শফিকুল ইসলাম মাসুদ

আমাদের দাবিসমূহ :১। ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ও সাধারণ মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে নির্দলীয় নিরপেক্ষ কেয়ার...
10/10/2023

আমাদের দাবিসমূহ :
১। ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ও সাধারণ মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে নির্দলীয় নিরপেক্ষ কেয়ারটেকার সরকারের অধীনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করতে হবে।

২। আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিঞা গোলাম পরোয়ার, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রফিকুল ইসলাম খান, সেলিম উদ্দীন, মানবাধিকার কর্মী আদিলুর রহমানসহ সকল আলেম ওলামা, ছাত্রনেতা ও বিরোধী দলীয় নেতা-কর্মীকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। ছাত্রশিবিরের গুম হওয়া ৫ জন নেতাকর্মীসহ সারাদেশে গুম হওয়া সকলকে ফিরিয়ে দিতে হবে। এ ছাড়া বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে সকল রাজনৈতিক মামলা প্রত্যাহার করতে হবে।

৩। ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যালয় ও সারা দেশের অফিসসমূহ দ্রুত সময়ের মধ্যে খুলে দিতে হবে। সেই সাথে ছাত্রসংগঠন হিসেবে সকল রাজনৈতিক ও ছাত্রবান্ধব কর্মসূচি নির্বিঘ্নে পালনের সুযোগ দিতে হবে।

৪। দেশের ক্যাম্পাসগুলোতে সকল ছাত্র সংগঠনের সহ-অবস্থান নিশ্চিত করা ও ছাত্রসংসদ নির্বাচন আয়োজনের মাধ্যমে ছাত্র রাজনীতির সুস্থ ধারা চালু করতে হবে। সেই সঙ্গে ক্যাম্পাসে অবস্থানরত সকল শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত করার মধ্য দিয়ে ক্যাম্পাসসমূহকে নিরাপদ করতে হবে।

৫। জাতীয় শিক্ষাক্রম রূপরেখা-২০২১ বাতিল করে নৈতিকতাসমৃদ্ধ, কারিগরি ও বাস্তবমুখী শিক্ষানীতি প্রণয়ন করতে হবে, যেখানে সকল পর্যায়ে ধর্মীয় ও নৈতিক শিক্ষা বাধ্যতামূলক থাকবে। সেই সাথে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে সংস্কার ও উন্নত করে আরও যুগোপযোগী করতে হবে।

৬। শিক্ষার সকল পর্যায়ে অর্থাৎ প্রাথমিক থেকে স্নাতক পর্যন্ত অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে। সুবিধা বঞ্চিত জনগোষ্ঠী বিশেষ করে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও রোহিঙ্গা জনগোষ্ঠীর শিশুদের অবৈতনিক শিক্ষা দান নিশ্চিত করতে হবে। সেই সাথে কাগজ-কলমসহ সকল প্রকার শিক্ষা উপকরণের মূল্য হ্রাস করতে হবে।

৭। দেশের মোট বাজেটের ২৫ ভাগ শিক্ষা খাতে বরাদ্দ দিতে হবে এবং শিক্ষা বাজেটের এক-চতুর্থাংশ গবেষণায় ব্যয় নিশ্চিত করতে হবে। সেই সাথে বেসরকারী বিশ্ববিদ্যালয়ে সরকারী ভ্যাট হ্রাস করতে হবে।

10/10/2023

ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলী বাহিনী কর্তৃক মুসলিমদের উপর গণহত্যার প্রতিবাদে রাজধানীর বায়তুল মোকাররম থেকে বিজয় নগর পানির ট্যাঙ্কি পর্যন্ত জামায়াতে ইসলামীর নেতৃত্বে সম্মিলিত ইসলামি দলসমূহের বিক্ষোভ মিছিল।

08/10/2023

ফ্যাসিবাদী আওয়ামী সরকারের পদত্যাগ, কেয়ারটেকার সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন এবং নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতকরণসহ ৭ দফা দাবিতে ইসলামী ছাত্রশিবিরের সংবাদ সম্মেলন।

ফ্যাসিবাদী আওয়ামী সরকারের পদত্যাগ, কেয়ারটেকার সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন এবং নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতকরণসহ ৭ দফা দাবি...
08/10/2023

ফ্যাসিবাদী আওয়ামী সরকারের পদত্যাগ, কেয়ারটেকার সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন এবং নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতকরণসহ ৭ দফা দাবিতে সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

আজ রোববার (৮ অক্টোবর) রাজধানীর এক মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্যের মাধ্যমে দাবিসমূহ তুলে ধরেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান। এ সময় সেক্রেটারি জেনারেল মঞ্জুরুল ইসলামসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

06/10/2023

কওমী আলিয়া সুন্নি আমরা সবাই একি মায়ের সন্তান;
মাওলানা মোস্তাক ফয়েজী

Islami Chhatrashibir পেকুয়া উপজেলা শাখার কর্মী সমাবেশ '২৩ সম্পন্ন আজ ২৮ সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার ইসলামী ছাত্রশিবির পে...
28/09/2023

Islami Chhatrashibir পেকুয়া উপজেলা শাখার কর্মী সমাবেশ '২৩ সম্পন্ন

আজ ২৮ সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার ইসলামী ছাত্রশিবির পেকুয়া উপজেলার কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির পেকুয়া উপজেলার সম্মানিত সভাপতি ইসমাঈল মুনিরী , প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংগ্রামী ছাত্রনেতা ছাত্রশিবির কক্সবাজার জেলার সম্মানিত সভাপতি আব্দুল মজিদ (আরমান) । উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ জামায়েত ইসলামী, পেকুয়া উপজেলার এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক নুরুজ্জামান মঞ্জুসহ স্থানীয় দায়িত্বশীলবৃন্দ

24/09/2023

ইসলামী ছাত্রশিবির মগনামা ইউনিয়ন শাখা ও পেকুয়া ইসলামিয়া আনোয়ার উলুম আলিম মাদ্রাসার যৌথ উদ্যোগে আয়োজিত শিক্ষা সফর প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনামুলক বক্তব্য রাখেন কক্সবাজার ১ (চকরিয়া-পেকুয়া) আসনের এমপি প্রার্থী জনাব আব্দুল্লাহ Abdullah Al Faruk

আরো উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির কক্সবাজার জেলা সেক্রেটারি মূসা ইবনে হোসাইন এবং পেকুয়া উপজেলা সভাপতি ইসমাইল মুনিরীসহ অন্যান্য দায়িত্বশীলবৃন্দ।

জাতিবিধ্বংসী শিক্ষানীতির বিরুদ্ধে অব্যাহত সংগ্রাম অনিবার্য~রাজিবুর রহমানএই ভূখণ্ডের দূর অতীতের দিকে তাকালে আমরা ইসলামী শ...
24/09/2023

জাতিবিধ্বংসী শিক্ষানীতির বিরুদ্ধে অব্যাহত সংগ্রাম অনিবার্য
~রাজিবুর রহমান

এই ভূখণ্ডের দূর অতীতের দিকে তাকালে আমরা ইসলামী শিক্ষাব্যবস্থার সোনালি ইতিহাস দেখতে পাই। আরব মুসলিম বণিক, সুফি-সাধক এবং ধর্ম প্রচারকগণের মাধ্যমে ব্যাপকভাবে ইসলামের প্রচার শুরু হয়েছিল উপমহাদেশে। ১২০৪ সালে ইখতিয়ার উদ্দিন মুহাম্মাদ বিন বখতিয়ার খিলজির মাধ্যমে এই অঞ্চলে মুসলিম শাসনের সূচনা হয়। তিনি মুসলিম দর্শনের ভিত্তিতে একটি শিক্ষাব্যবস্থা প্রবর্তন করেন, যা মুসলিম শাসনকালে ৬০০ বছরব্যাপী চালু ছিল। মুসলিম শাসকরা সাম্রাজ্যের সর্বত্র অসংখ্য মক্তব, মাদ্রাসা, স্কুল, কলেজ ও গ্রন্থাগার প্রতিষ্ঠা করেন। এরও পূর্বে মধ্যপ্রাচ্য ও অন্যান্য মুসলিম অধ্যুষিত দেশে যে ইসলামী শিক্ষাব্যবস্থা গড়ে ওঠেছিল, তা ভারতের কোনো কোনো অঞ্চলে খ্রিষ্টীয় অষ্টম শতাব্দীতেই প্রতিষ্ঠিত হয়েছিল। বাংলা ও ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠিত হওয়ার পূর্বেই পরিচিতি লাভ করেছিল ইসলামী শিক্ষাব্যবস্থা। ধর্মভিত্তিক মাদরাসা শিক্ষাকেই তখন প্রাধান্য দেওয়া হতো, যাতে সঠিকভাবে ইসলামী আকাইদভিত্তিক জ্ঞান অর্জন করে খাঁটি মুসলিম হিসেবে দায়িত্ব পালন করতে পারে।

বিস্তারিত পড়তে কমেন্টে দেওয়া লিঙ্কে প্রবেশ করুন...

24/09/2023

আল্লাহকে যারা বেসেছে ভাল
দুঃখ কি আর তাদের থাকতে পারে।

যারা লয়েছে মুখে কোরানের বানী
হতাশা কি আর তাদের থাকতে পারে।

সামনে বাড়াল পা যারা আজ
নতুন পৃথিবী গড়তে
জানা তো আছে তাদের সবার
কত যে হবে লড়তে…
জীবনের সব পিছুটান তাই হেরে যায় বারে বারে!

মায়ের আদর বোনের হাসি
সংসার সুখ প্রিয়ারী মুখ
সব ছেড়ে চলে অজানার পথে
শত বেদনার সৃতি বয়ে যায় মুখে যোদ্ধার হাসি।

জীবন বাজী রেখে যে তারা
মরন দিয়েও সুখ
আনবে আনবে ভাঙ্গা মসনদে
রাশেদার সেরা যুগ……
শহীদি মিছিল চলে সম্মুখে রুখবে কে আজ তারে!

দুঃখ কি আর তাদের থাকতে পারে!
হতাশা কি আর তাদের থাকতে পারে।

📝কথা ও সুরঃ চৌধুরী গোলাম মাওলা ভাই
📢কন্ঠ: শিল্পী জুনাইদ কাদেরী


#আল্লাকে_যারা_বেসেছে_ভাল

রাজধানীতে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলে পুলিশের হামলা“বিদেশিদের কাছে ধরনা নয়, কেয়ারটেকার সরকা...
18/09/2023

রাজধানীতে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলে পুলিশের হামলা

“বিদেশিদের কাছে ধরনা নয়, কেয়ারটেকার সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুন”
-এডভোকেট ড. হেলাল উদ্দিন



18/09/2023

কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা, আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ আটককৃত সকল নেতাকর্মী ও আলেম-ওলামাদের মুক্তি এবং সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ



অবৈধ সরকারের পদত্যাগ ও সংসদ বিলুপ্ত, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ম...
18/09/2023

অবৈধ সরকারের পদত্যাগ ও সংসদ বিলুপ্ত, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির লক্ষ্যে ১ দফা দাবি আদায়ে বিএনপি ও যুগপৎ আন্দোলনের কর্মসূচীঃ

18/09/2023

এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করে ছাত্রশিবির কক্সবাজার জেলা শাখা।

10/09/2023

❝ একজন সতর্ককারী এসেছিলেন ❞

এমন একটি অসাধারন ডকুমেন্টারি জাতিকে উপহার দেওয়ার জন্য প্রিয় ভাইদেরকে কলিজা নিংড়ানো দোয়া, ভালবাসা ও কৃতজ্ঞতা জানাচ্ছি ।

অশেষ কৃতজ্ঞতা মূল পরিকল্পনাকারী ও স্পন্সর কমরেড মাহমুদ ও ডকুমেন্টারিটির নির্মাতা হাসিবুর রহমান, সরল কথা, মাহমুদুল হাসানসহ নেপথ্যের কারিগর হিসেবে যারা ছিলেন তাদের সকলের প্রতি ।

[তথ্য সমৃদ্ধ এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করার জন্য সকলের প্রতি অনুরোধ রইলো]

10/09/2023

Bangladesh Jamaat-e-Islami ঢাকা মহানগরী দক্ষিণের শান্তিপূর্ণ মিছিলে পুলিশের হামলা, অসংখ্য নেতা-কর্মী গ্রেফতার





জনবিচ্ছিন্ন আওয়ামী লীগের নগ্ন থাবায় মানবতা আজ ডুকরে কাঁদছে।
08/09/2023

জনবিচ্ছিন্ন আওয়ামী লীগের নগ্ন থাবায় মানবতা আজ ডুকরে কাঁদছে।

08/09/2023

শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী রহ.-এর জানাযায় বাধা, কেয়ারটেকার সরকার, নেতৃবৃন্দের মুক্তি ও সারাদেশে নেতা-কর্মীদের গ্রেফতারের প্রতিবাদে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ


07/09/2023

যতদিন পর্যন্ত আল্লাহর দ্বীন কায়েম না হবে ততদিন শান্তি আসবে না
-আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (রাহি.)

06/09/2023

ওলামায়ে কেরাম ও জামায়াতে ইমলামীসহ বিভিন্ন ইসলামী দলকে যারা বোমাবাজির জন্য দায়ি করে, তারা হয় জ্ঞানপাপী অথবা মতলববাজ
- শহীদ আব্দুল কাদের মোল্লা রাহিমাহুল্লাহ

#আর্কাইভ



06/09/2023

আগামী ৮ সেপ্টেম্বর ঢাকা মহানগরী এবং ১০ সেপ্টেম্বর অন্যান্য মহানগরীতে বিক্ষোভ মিছিলের ঘোষণা জামায়াতে ইসলামীর।

জাফরের নির্দেশনায় সড়ক নির্মাণের রাখা হয়েছে পেকুয়া উপজেলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে।বিস্তারিত:https://samakal.com/whole-...
05/09/2023

জাফরের নির্দেশনায় সড়ক নির্মাণের রাখা হয়েছে পেকুয়া উপজেলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে।

বিস্তারিত:
https://samakal.com/whole-country/article/2309194131

04/09/2023

"হাসিনা সরকার তিনটি মরণ ব্যাধিতে আক্রান্ত"
- শহীদ আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী হাফিজাহুল্লাহ

#আর্কাইভ: ২০০৯ সালে টিপাইমুখ বাঁধের বিরুদ্ধে জামায়াত আয়োজিত সমাবেশের বক্তব্য

#আল্লামা_সাঈদী_একটি_নাম_একটি_ইতিহাস
#আল্লামা_দেলাওয়ার_হোসাইন_সাঈদী



“যে মৃত্যু সৌভাগ্যের তা নিয়ে দুঃখবোধের কিছু নেই। আমার শাহাদাতের রক্তের বিনিময়ে দেশবাসী এবং যারা মাজলুম তারা সবাই উপকৃত হ...
03/09/2023

“যে মৃত্যু সৌভাগ্যের তা নিয়ে দুঃখবোধের কিছু নেই। আমার শাহাদাতের রক্তের বিনিময়ে দেশবাসী এবং যারা মাজলুম তারা সবাই উপকৃত হবে। এই রক্তের বিনিময়ে এ দেশে ইসলাম কায়েম সহজতর হবে।”

-শহীদ মীর কাসেম আলী রাহিমাহুল্লাহ

03/09/2023

আমি শিবিরের ভাইদেরকে স্মরণ করিয়ে দিতে চাই দোয়া পড়ে এবং তাবিজ দিয়ে সভ্যতার পরাজয় হয় না, এই সভ্যতা প্রতিটি ক্ষেত্রে প্রতিটি অঙ্গনে পরাজিত করতে হবে। যেমনটি আল্লাহর রাসুল সা: করেছিলেন তায়েফে ,যেমন করেছিলেন বদরে এবং উহুদে। আমি তোমাদেরকে এই সভ্যতাকে সমস্ত দিক থেকে গ্রহণ করবার জন্য এবং নতুন সভ্যতার বিজয়ী সৈনিক হবার জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানাচ্ছি।

- শহীদ মীর কাসেম আলী রাহি:
প্রতিষ্ঠাকালীন কেন্দ্রীয় সভাপতি

*সদস্য সম্মেলন ২০০৫

(আর্কাইভ থেকে)





ইসলামী ছাত্রশিবিরের ১ম কেন্দ্রীয় সভাপতি শহীদ মীর কাশেম আলী ভাইয়ের ৭ম শাহাদাতবার্ষিকীতে কবর জিয়ারত করেন ছাত্রশিবির ঢাকা জ...
03/09/2023

ইসলামী ছাত্রশিবিরের ১ম কেন্দ্রীয় সভাপতি শহীদ মীর কাশেম আলী ভাইয়ের ৭ম শাহাদাতবার্ষিকীতে কবর জিয়ারত করেন ছাত্রশিবির ঢাকা জেলা উত্তর শাখা।

বাংলাদেশের ছাত্র ইসলামী আন্দোলনের ইতিহাস লিখতে গেলে যার নাম সবার আগে আসবে তিনি হচ্ছেন ‘শহীদ মীর কাসেম আলী মিন্টু’; একজন ...
03/09/2023

বাংলাদেশের ছাত্র ইসলামী আন্দোলনের ইতিহাস লিখতে গেলে যার নাম সবার আগে আসবে তিনি হচ্ছেন ‘শহীদ মীর কাসেম আলী মিন্টু’; একজন ক্ষণজন্মা প্রতিভাবান উজ্জ্বল নক্ষত্র হিসেবে পরিচিত। যিনি এদেশের ছাত্র জনতার প্রিয় কাফেলা ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠাতা কেন্দ্রীয় সভাপতি। তিনি প্রখ্যাত রাজনীতিবিদ, সংগঠক, শিল্প উদ্যোক্তা, সাংস্কৃতিক সংগঠক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিষ্ঠাতা, জনকল্যাণ ও সমাজকল্যাণমূলক অসংখ্য প্রতিষ্ঠানের উদ্ভাবক হিসেবেই সকলের নিকট পরিচিত ও সমাদৃত।

শহীদ মীর কাসেম আলী বাংলাদেশকে মেধা, যোগ্যতা দিয়ে সাধ্যমতো সাজানোর কারিগর হিসেবে নিরলসভাবে কাজ করে গিয়েছেন। তিনি শুধু একজন রাজনীতিবিদই নন, দেশে-বিদেশে তিনি একজন উদ্যোক্তা, সফল ব্যবসায়ী হিসেবে সমাদৃত। বিশেষ করে বাংলাদেশের পর্যটন শিল্পে তাঁর ভূমিকা অনস্বীকার্য। তিনি একটি স্বপ্নের বাংলাদেশ গড়তে দিন রাত পরিশ্রম করে গিয়েছেন। একজন দেশপ্রেমিক ও উন্নয়নবান্ধব লোক শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছেন, তা ইতিহাসের এক অপদৃষ্টান্ত হয়ে থাকবে।

তিনি ১৯৫২ সালের ৩১ ডিসেম্বর মানিকগঞ্জ জেলার, হরিরামপুর থানার, সূতালরী গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মৃত মীর তৈয়ব আলী ও মাতা মৃত রাবেয়া আখতার। পারিবারিকভাবে আদর করে তাঁকে পেয়ারু নামে ডাকতো। তারা ছিলেন ৪ ভাই ১ বোন। জনাব মিন্টু ১৯৭৯ সালে খন্দকার আয়েশা খাতুনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের ১ ছেলে, ৩ মেয়ে। শহীদ মীর কাসেম আলীর বাবা সরকারি চাকুরি করতেন বিধায় বরিশাল সরকারী প্রাথমিক বিদ্যালয় দিয়ে প্রাথমিক শিক্ষার হাতে খড়ি তাঁর। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গ্রেজুয়েশন সম্পন্ন করেন।

মানবতার কল্যাণে নিবেদিত শহীদ মীর কাসেম আলী ছাত্রদের অধিকার আদায়ের লড়াইয়ে ছিলেন প্রথম কাতারে। ১৯৭৭ সালে ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠা হলে তিনি এর কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করেন। ১৯৭৯ সালে জামায়াতে ইসলামীতে যোগদান করেন। এরপর কেন্দ্রীয় মজলিসে শুরা, কর্মপরিষদ ও নির্বাহী পরিষদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

কর্মজীবনে মীর কাসেম আলী ১৯৭৮ সালে আন্তর্জাতিক সংস্থা রাবেতা আলম আল ইসলামীর কান্ট্রি ডিরেক্টর হিসেবে যোগদান করেন। ইসলামী আন্দোলনের এই সিপাহসালার দ্বীনের দাওয়াত ও জনসেবার কাজে পৃথিবীর সমস্ত ইসলামী দেশ, এশিয়া, ইউরোপ, আমেরিকা, আফ্রিকা ভ্রমণ করেন। তিনি ছিলেন আধুনিক বাংলাদেশে ইসলামী বিপ্লবের ব্যতিক্রমি এক স্বপ্নদ্রষ্টা। বাংলাদেশে যারা ইসলামী বিপ্লবের স্বপ্ন দেখে তাদেরকে শুধুমাত্র রাজনীতি, ওয়াজ মাহফিলের ভিতর সীমাবদ্ধ না রেখে ব্যবসা-বাণিজ্য, সমাজসেবা, শিক্ষা, মিডিয়া, সাংস্কৃতিক কর্মকাণ্ড ইত্যাদির ভেতর নিয়ে এসে সবকিছুকে ইসলামের আলোকে সাজানোর এক প্রবল বাসনা ছিল শহীদ মীর কাসেম আলীর। সফলও হয়েছেন। যা বাংলাদেশের ইসলামী রাজনীতির ক্ষেত্রে নতুন এক ডাইমেনশন সৃষ্টি করেছে।

শহীদ মীর কাসেম আলী, যিনি বাংলাদেশের রাজনৈতিক দল জামায়াতে ইসলামী’র একজন নেতা এবং মিথ্যা এবং রাজনৈতিক প্রভাবান্বিত প্রসিকিউশনের একজন ভিকটিম, তাঁকে ২০১৪ সালের ২ নভেম্বর মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়। এবং ২০১৬ সালের ৩ সেপ্টেম্বর ফাঁসি কার্যকর করে তাঁকে শহীদি মিছিলে অন্তর্ভূক্ত করা হয়। আমাদের সিপাহসালার ময়দানেও সর্বাগ্রে, শহীদের সারিতেও অগ্রগন্য। আলহামদুলিল্লাহ।

মানবতার কল্যাণে নিবেদিত প্রাণ শহীদ মীর কাসেম আলী দেশবাসীর হৃদয়ে স্থান করে নিয়েছেন তাঁর কর্মের মাধ্যমে। জনগণের অধিকার প্রতিষ্ঠা ও গণতান্ত্রিক আন্দোলনে রেখেছেন বলিষ্ঠ ভূমিকা। তিনি ছিলেন দূর্নীতিমুক্ত ও ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণের সংগ্রামে অগ্রসেনানী। একটি সুখী-সমৃদ্ধশালী, কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় তাঁর সততা, দক্ষতা দেশপ্রেমের ঐতিহাসিক দৃষ্টান্ত জাতি গভীর শ্রদ্ধার সাথে স্বরণ করবে। মানুষের হৃদয়ে এই মহান সংগ্রামী প্রাণপুরুষ বেঁচে থাকবেন আজীবন।



03/09/2023

"সেপ্টেম্বরেই বিরোধী দলের সাথে আন্দোলনে নামবে জামায়াতে ইসলামী"

~ Dr. Syeed Abdullah Muhammad Taher
Nayebe Amir, Bangladesh Jamaat-e-Islami



01/09/2023

এভাবে তো চিন্তা করে দেখিনি

মুসলমান হিসেবে আমরা শপথবাক্য পাঠকরি মহান আল্লাহ তা'য়ালার নামে।কিন্তু ছাত্রলীগ আজ সোহরাওয়ার্দী উদ্যানে শপথবাক্য পাঠ করেছে...
01/09/2023

মুসলমান হিসেবে আমরা শপথবাক্য পাঠকরি মহান আল্লাহ তা'য়ালার নামে।

কিন্তু ছাত্রলীগ আজ সোহরাওয়ার্দী উদ্যানে শপথবাক্য পাঠ করেছে শেখ হাসিনার নামে!!

শপথের শুরুতে বিসমিল্লাহ নেই, পুরো শপথে একবারো ইনশাআল্লাহ বলেনি!!

এ কেমন শপথ??

01/09/2023

ছাত্রশিবির ইসলাম প্রতিষ্ঠার সংগ্রাম চালিয়ে যাবে
-ডা: সৈয়দ আব্দুল্লাহ মু: তাহের
সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির

জাতীয় ছাত্রসমাবেশ, ২০০৬
(আর্কাইভ থেকে)




01/09/2023

ফিরে দেখা ঐতিহাসিক ছাত্র সমাবেশ ২০০৬

"আমার কাছে এটা কোনো বিষয় নয় যে, আমি কোথায় মরতে যাচ্ছি এবং কীভাবে যালিমরা আমার মৃত্যুদণ্ড দেবে। আমিতো এতেই সন্তুষ্ট যে...
01/09/2023

"আমার কাছে এটা কোনো বিষয় নয় যে, আমি কোথায় মরতে যাচ্ছি এবং কীভাবে যালিমরা আমার মৃত্যুদণ্ড দেবে। আমিতো এতেই সন্তুষ্ট যে, আমি আল্লাহর একজন অনুগত বান্দা হিসাবে শাহাদতের পেয়ালা পান করতে যাচ্ছি।"

-সাইয়্যেদ কুতুব শহীদ (রহ.)
[৮ অক্টোবর ১৯০৬- ২৯ আগস্ট ১৯৬৬]

31/08/2023

ছাত্রলীগ নাকি স্মরণকালের বৃহত্তম সমাবেশ করবে। এটা নিয়ে কয়েকদিন যাবত যা বকবকানি শুরু হয়েছে!

আচ্ছা, এই সমাবেশ উপলক্ষে দেশের কোথাও পরিবহন ধর্মঘট ডাকা হয়েছে? জেলা উপজেলায় গণগ্রেফতার করা হয়েছে? ঢাকার আবাসিক হোটেল মেসে অভিযান চালানো হয়েছে? সমাবেশস্থলের আশেপাশে সকল খাবারের দোকান, চায়ের দোকান বন্ধ করে দেয়ার নির্দেশ দেয়া হয়েছে? সমাবেশের পুলিশি অনুমতি নিয়ে এখনো চূড়ান্ত কোন সিদ্ধান্ত নিয়ে ধোঁয়াশা রয়েছে? মঞ্চ বানানোর দায়িত্বে থাকা কর্মচারীদের পুলিশি হুমকী দেয়া হয়েছে?
মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে দেয়া হবে?

যদি সব প্রশ্নের উত্তর না হয়, তাহলে রাজনীতিতে তোমরা দুধের বাচ্চা। দুধের বাচ্চাদের এসব আউল ফাউল বকবকানি কোন প্রকার গুরুত্ব বহন করে না।

▪️ছাত্রলীগের দুঃসময়ে দায়িত্ব পালন করা প্রায় এক ডজন সভাপতি - সাধারণ সম্পাদক বিএনপিতে যোগদান করে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন/ করছেন। এছাড়া, আরও কয়েকজন অন্যান্য রাজনৈতিক দলে রয়েছেন।

▪️ছাত্রদলের একজন সাবেক সভাপতি /সাধারণ সম্পাদকও আওয়ামীলীগে যোগদান করেছে এমন নজির কেউ দেখাতে পারবে?

বিরোধীদলীয় রাজনীতি না করা এসব সুসময়ের পাখির ছানাদের অসভ্য কিচিরমিচির স্রেফ বিরক্তিকর।

(সংগৃহীত)

31/08/2023

মৃত্যুতে
ইন্না-লিল্লাহ পড়লে বহিস্কার, আলহামদুলিল্লাহ লিখলে গ্রেফতার। তাহলে কি করতে হবে?

আজব দেশের গজব এক কানুন!

28/08/2023

স্বৈরাচারীর পতন - শহীদ আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী (রাহি:)



28/08/2023

"যুবকের চরিত্র"
-আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (রাহি.)

পেকুয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জননেতা অধ্যাপক নুরুজজামান মন্জু ভাইয়ের পক্ষ থেকে এইচএসসি, আলিম ও সমমানের সকল...
27/08/2023

পেকুয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জননেতা অধ্যাপক নুরুজজামান মন্জু ভাইয়ের পক্ষ থেকে এইচএসসি, আলিম ও সমমানের সকল পরীক্ষার্থীদের দোয়া ও শুভেচ্ছা।

26/08/2023



26/08/2023

আজ ১৯৪১ সালের ২৬ আগস্ট। এই দিনে পাকিস্তানের লাহোরের ইসলামীয়া পার্কে জামায়াতে ইসলামী প্রতিষ্ঠা লাভ করে।

Address

Pekua

Telephone

+8801609461076

Website

Alerts

Be the first to know and let us send you an email when R Ä S I B posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to R Ä S I B:

Videos

Share

Category


Other Magazines in Pekua

Show All