মাঝি ভাই - Mazi Vai

মাঝি ভাই - Mazi Vai মাঝি ভাই - Mazi Vai "মানুষের পাশে, মানবতার সাথে "

"একাত্তরের স্মৃতি: রাজপথের বীর ✊🇧🇩এই ছবিটি আমাদের স্মরণ করিয়ে দেয় মুক্তিযুদ্ধের সেই দিনগুলোর কথা, যখন তরুণেরা দেশমাতৃক...
16/12/2024

"একাত্তরের স্মৃতি: রাজপথের বীর ✊🇧🇩
এই ছবিটি আমাদের স্মরণ করিয়ে দেয় মুক্তিযুদ্ধের সেই দিনগুলোর কথা, যখন তরুণেরা দেশমাতৃকার টানে জীবন হাতে নিয়ে বেরিয়ে পড়েছিল। অস্ত্রহীন হাতেও তারা ছিল অদম্য, ছিল স্বপ্ন দেখার সাহস।

আজ তাদের আত্মত্যাগের কারণেই আমরা স্বাধীন। বিজয়ের এই মাটিতে তাদের ঋণ শোধ করা সম্ভব নয়, তবে স্মরণ করাই আমাদের দায়িত্ব।

শ্রদ্ধা এবং ভালোবাসা সকল মুক্তিযোদ্ধাদের প্রতি।"
#1971

"ভালোবাসা মানে দুজনের একসাথে পথ চলার গল্প। কেউ চেষ্টা করলে উপায় ঠিক বের হয়ে যায়। কারণ সত্যিকারের ভালোবাসা ভাগ্যের ওপর...
16/12/2024

"ভালোবাসা মানে দুজনের একসাথে পথ চলার গল্প। কেউ চেষ্টা করলে উপায় ঠিক বের হয়ে যায়। কারণ সত্যিকারের ভালোবাসা ভাগ্যের ওপর ছাড়ে না, বরং সব বাধা পেরিয়ে এগিয়ে যায়। ❤️✨"

জীবনে সফল হতে হলে এমন বন্ধুদের সঙ্গ দরকার যারা আপনার উন্নতির কথা ভাববে, আপনার লক্ষ্য পূরণের জন্য অনুপ্রাণিত করবে।✅ ১। যে...
16/12/2024

জীবনে সফল হতে হলে এমন বন্ধুদের সঙ্গ দরকার যারা আপনার উন্নতির কথা ভাববে, আপনার লক্ষ্য পূরণের জন্য অনুপ্রাণিত করবে।

✅ ১। যে উপার্জনের কথা বলে।
✅ ২। যে বিনিয়োগের কথা বলে।
✅ ৩। যে সফল হওয়ার কথা বলে।
✅ ৪। যে ব্যবসা সম্পর্কে কথা বলে।
✅ ৫। যে আপনাকে কিছু শেখাতে পারে।
✅ ৬। যার বড় স্বপ্ন আছে।

👉 এমন বন্ধুদের সাথে সময় কাটান, যারা আপনাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবে। 🌟

"সেন্টমার্টিনের নীল আকাশ আর সাগরের ঢেউয়ের মাঝে হ্যামকে শুয়ে এক কাপ চা হাতে গুডমর্নিং... আহা! এটাই তো জীবনের আসল সৌন্দর...
15/12/2024

"সেন্টমার্টিনের নীল আকাশ আর সাগরের ঢেউয়ের মাঝে হ্যামকে শুয়ে এক কাপ চা হাতে গুডমর্নিং... আহা! এটাই তো জীবনের আসল সৌন্দর্য। 🌊☀️"

লাইক দিয়ে পাশে থাকুন ❤️
15/12/2024

লাইক দিয়ে পাশে থাকুন ❤️

" #অপেক্ষার_আলো" 🌟জীবনের প্রতিটি অধ্যায় আমাদের জন্য নতুন কিছু শিক্ষা নিয়ে আসে।জয়া, গ্রামের একজন শিক্ষিকা, তার জীবন উৎসর্...
15/12/2024

" #অপেক্ষার_আলো" 🌟

জীবনের প্রতিটি অধ্যায় আমাদের জন্য নতুন কিছু শিক্ষা নিয়ে আসে।
জয়া, গ্রামের একজন শিক্ষিকা, তার জীবন উৎসর্গ করেছিল ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ গড়ার জন্য। রাহাত, একজন হতদরিদ্র ছেলে, যাকে জয়া নিজের হাতে গড়ে তুলেছিল। কষ্ট, ত্যাগ আর অক্লান্ত পরিশ্রমের পর একদিন রাহাত তার জীবনের সাফল্য জয়ার হাতে তুলে দেয়।

জয়ার সেই প্রতীক্ষা পূর্ণ হয় যখন সে দেখে তার দেওয়া শিক্ষা আর ভালোবাসা রাহাতের জীবনে আলো ছড়িয়েছে।

#গল্পের_শিক্ষা:
"স্বপ্ন শুধু নিজের জন্য নয়, অন্যের জীবনেও আলো ছড়ানোই প্রকৃত সাফল্য।"

"সবুজে মোড়ানো গ্রামের শীতের সকাল, কুয়াশার চাদরে ঢাকা প্রকৃতির এক শান্তিময় রূপ। জীবনের প্রকৃত সৌন্দর্য এখানেই লুকিয়ে।...
14/12/2024

"সবুজে মোড়ানো গ্রামের শীতের সকাল, কুয়াশার চাদরে ঢাকা প্রকৃতির এক শান্তিময় রূপ। জীবনের প্রকৃত সৌন্দর্য এখানেই লুকিয়ে। 🌿❄️"

"শীতের সকালের এই মিষ্টি মুহূর্তগুলো আমাদের শিকড়ের কথা মনে করিয়ে দেয়। গ্রামের মাটির ঘর, কুয়াশায় ঢাকা পথ, আর মা-মেয়ে...
13/12/2024

"শীতের সকালের এই মিষ্টি মুহূর্তগুলো আমাদের শিকড়ের কথা মনে করিয়ে দেয়। গ্রামের মাটির ঘর, কুয়াশায় ঢাকা পথ, আর মা-মেয়ের সম্পর্কের মধুরতা – এইসবই আমাদের জীবনের অমূল্য রত্ন। 🏡❄️"

"শীতের সকালের সোনালি আলো আর মাটির ঘরের উষ্ণতা – গ্রামের মায়াময় জীবন 🌄

12/12/2024

"জীবনের জটিল মোড়" এক সাহসী মেয়ের গল্প 🥰

এ ধরনের ইউনিক ইউনিক পিকচার , অথবা কোন আইডিয়া থেকে পিকচার জেনারেট যদি কারো দরকার হলে ইনবক্স করুন  অথবা কমেন্ট করুন।
12/12/2024

এ ধরনের ইউনিক ইউনিক পিকচার , অথবা কোন আইডিয়া থেকে পিকচার জেনারেট যদি কারো দরকার হলে ইনবক্স করুন অথবা কমেন্ট করুন।

🌙 আল্লাহর ওপর ভরসা করো, কারণ তিনিই সর্বশক্তিমান এবং সর্বজ্ঞানী। প্রতিটি পরীক্ষা আমাদের ঈমানকে শক্তিশালী করার জন্য একটি স...
12/12/2024

🌙 আল্লাহর ওপর ভরসা করো, কারণ তিনিই সর্বশক্তিমান এবং সর্বজ্ঞানী। প্রতিটি পরীক্ষা আমাদের ঈমানকে শক্তিশালী করার জন্য একটি সুযোগ। 🤲

গল্প: "চা দোকানের বুদ্ধিমান বালা ভাই"গ্রামের এক কোণে ছোট্ট একটা চা দোকান। দোকানের মালিক বালা ভাই। তবে বালা ভাই চা বিক্রি...
11/12/2024

গল্প: "চা দোকানের বুদ্ধিমান বালা ভাই"

গ্রামের এক কোণে ছোট্ট একটা চা দোকান। দোকানের মালিক বালা ভাই। তবে বালা ভাই চা বিক্রি করার চেয়ে গল্প বলে বেশি পরিচিত। গ্রামে কেউ নতুন কিছু ঘটালেই বালা ভাই তা নিয়ে বানিয়ে বানিয়ে মজার গল্প বানান।

একদিন গ্রামের এক ধনীর দুলাল তার দোকানে এসে ঢুকল। হাতে একটা দামী মোবাইল। বালা ভাই তখন চায়ের পাত্রে চা ঢালছিলেন।

ধনীর দুলাল: "বালা ভাই, এই দেখেন আমার নতুন মোবাইল। আইফোন ১৫!"

বালা ভাই (চায়ের কাপ রেখে): "ও মা! এত দামি মোবাইল! এটা দিয়ে কী করে?"

ধনীর দুলাল: "সব কিছু! ছবি তোলা, ভিডিও করা, লোকেশন দেখা, গেম খেলা… আর সব ফোনের থেকে এটা অনেক ফাস্ট।"

বালা ভাই: "তাই নাকি? মোবাইলটা কি চালাতে জানো?"

ধনীর দুলাল (হাসি দিয়ে): "হ্যাঁ, চালাতে জানি। আমি তো পড়ালেখা করি।"

বালা ভাই (গম্ভীর হয়ে): "তাহলে জেনে রাখো, মোবাইল যতই দামি হোক, সেটার ব্যাটারি শেষ হলে, এই চায়ের দোকানেই চার্জ দিতে আসতে হবে!"

ধনীর দুলাল চুপ হয়ে গেল। দোকানের সবাই হেসে উঠল।

পেছন থেকে এক গ্রামবাসী: "বালা ভাই, আপনি সত্যিই এক নম্বর! এই কারণে আপনার চায়ের দোকানে এত ভিড়!"

বালা ভাই (হাসি দিয়ে): "ভাই, মোবাইল দামী হলেও, চার্জ ছাড়া চলে না। ঠিক তেমনি, আমাদের জীবনে বুদ্ধি আর হাসি ছাড়া সবই বন্ধ হয়ে যায়।"

গ্রামের সবাই আরও জোরে হেসে উঠল। আর বালা ভাই চায়ের কাপ হাতে নিলেন, যেন কিছুই হয়নি।

মোরাল:
জীবনে যতই আধুনিক হোক, চায়ের দোকান আর বুদ্ধিমানের কথা জীবনের চার্জার হিসেবে কাজ করে!

11/12/2024
"প্রতিদিনের দৌঁড়ঝাঁপের মাঝে আমরা ভুলে যাই আমাদের শেকড়ের কথা।গ্রামের সেই প্রাকৃতিক সৌন্দর্য, শান্ত সকালের মিষ্টি বাতাস, আ...
10/12/2024

"প্রতিদিনের দৌঁড়ঝাঁপের মাঝে আমরা ভুলে যাই আমাদের শেকড়ের কথা।
গ্রামের সেই প্রাকৃতিক সৌন্দর্য, শান্ত সকালের মিষ্টি বাতাস, আর প্রকৃতির সঙ্গে মিশে থাকা সেই সোনালি মুহূর্তগুলো।
চলুন, ফিরে যাই আমাদের শেকড়ে। জীবনের ছোট ছোট আনন্দগুলো আবার খুঁজে নিই। 🌾🌞

👉 মাঝি ভাই - MAZI VAI
'মানুষের পাশে, মানবতার সাথে।'

"

গল্প: মাঝি ভাইয়ের বড় স্বপ্নএকটি ছোট্ট নদীর তীরে একটি ছোট্ট গ্রামে বাস করত মাঝি ভাই। সে তার বাবার সঙ্গে নদীতে নৌকা চালিয়ে...
08/12/2024

গল্প: মাঝি ভাইয়ের বড় স্বপ্ন

একটি ছোট্ট নদীর তীরে একটি ছোট্ট গ্রামে বাস করত মাঝি ভাই। সে তার বাবার সঙ্গে নদীতে নৌকা চালিয়ে জীবিকা নির্বাহ করত। মাঝি ভাইয়ের স্বপ্ন ছিল একদিন সে বড় হয়ে নৌকা ছাড়িয়ে আকাশে ড্রোন উড়িয়ে দুনিয়ার নানা সৌন্দর্য ক্যামেরায় বন্দি করবে।

প্রতিদিনের মতো মাঝি ভাই তার নৌকায় বসে সূর্যাস্ত দেখত। নদীর স্বচ্ছ পানিতে সূর্যের প্রতিফলন, চারপাশের সবুজ প্রকৃতি, আর পাখিদের কলরব তার হৃদয়ে স্বপ্নের রঙ ছড়িয়ে দিত।

একদিন, একটি শহরের মানুষ তার গ্রামে এসে ড্রোন দিয়ে নদীর ভিডিও করছিল। মাঝি ভাই মুগ্ধ হয়ে দেখছিল সেই দৃশ্য। সেই মুহূর্তে সে প্রতিজ্ঞা করল, যেভাবেই হোক, সে একদিন ড্রোন চালানো শিখবে। তার বাবার নৌকায় বসেই সে নিজের গ্রামের সৌন্দর্য সবার সামনে তুলে ধরবে।

মাঝি ভাইয়ের এই স্বপ্ন তাকে নতুনভাবে জীবন দেখার অনুপ্রেরণা দিল। সে শুরু করল নিজের চেষ্টায় ড্রোন সম্পর্কে জানার, নতুন নতুন ভিডিও দেখার। গ্রামের মানুষ তার ইচ্ছাশক্তি দেখে মুগ্ধ হল। তারা তাকে সাহায্য করতে লাগল।

অবশেষে একদিন মাঝি ভাই নিজের স্বপ্ন পূরণ করতে সক্ষম হল। তার ড্রোন দিয়ে সে তার গ্রামের সৌন্দর্য সারা বিশ্বে ছড়িয়ে দিল। সবাই তার গ্রামের রূপ দেখে মুগ্ধ হল।

মাঝি ভাই বুঝল, ছোট্ট গ্রাম কিংবা ছোট্ট নৌকা থেকেও বড় স্বপ্ন দেখা যায়। স্বপ্ন পূরণ করতে হলে শুধু দরকার বিশ্বাস আর চেষ্টার।

"মানুষের পাশে, মানবতার সাথে।মাঝি ভাই-এর গল্পগুলো জীবনের কথা বলে, মানবতার কথা বলে।চলুন, একসাথে এগিয়ে যাই।                ...
08/12/2024

"মানুষের পাশে, মানবতার সাথে।
মাঝি ভাই-এর গল্পগুলো জীবনের কথা বলে, মানবতার কথা বলে।
চলুন, একসাথে এগিয়ে যাই।

Address

Patuakhali

Alerts

Be the first to know and let us send you an email when মাঝি ভাই - Mazi Vai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share