সত্যের বাণী-আল কুরআন

  • Home
  • সত্যের বাণী-আল কুরআন

সত্যের বাণী-আল কুরআন আসসালামুয়ালাইকুম
আসুন কুরআন ও সুন্ন

দীর্ঘ দশ বছর পর কারামুক্ত হলেন মাওলানা জসিম উদ্দীন র হ মা নি। কিন্তু যাবেন কোথায়? পরিবার হারিয়ে তো বহু আগেই নিঃস্ব। রব ত...
21/01/2024

দীর্ঘ দশ বছর পর কারামুক্ত হলেন মাওলানা জসিম উদ্দীন র হ মা নি। কিন্তু যাবেন কোথায়? পরিবার হারিয়ে তো বহু আগেই নিঃস্ব। রব তার এই সবর কবুল করুন। সব মুসিবত থেকে হেফাজতে রাখুন। আগামীর পথচলা সুন্দর করুন।

26/12/2023

'জান্নাতীদের কেউ কেউ জাহান্নামীদের দেখে বিস্ময় প্রকাশ করবে। বলবে, আরেহ, আপনারা জাহান্নামে গেলেন কী করে? অথচ আমরা আপনাদের কাছ থেকেই আদব কায়দা শিখেছিলাম, দ্বীনের জ্ঞান পেয়েছিলাম। এগুলোর বরকতেই তো আমরা জান্নাত পেয়েছি। কিন্তু আপনাদের এই অবস্থা কেন?'' তখন উত্তরে তারা বলবে, 'আমরা আমলের কথা বলতাম ঠিকই, কিন্তু নিজেরা করতাম না।'

— ইমাম শাবী (রহ.)
[মুসান্নাফ ইবনে আবী শাইবাহ, ১৩/৪]

23/12/2023

‘আবদুল্লাহ্‌ ইব্‌নু ‘আম্‌র (রাঃ) থেকে বর্ণিতঃ

এক ব্যক্তি এসে রাসুল (স.) -কে জিজ্ঞেস করল,
‘ইসলামের কোন্‌ কাজ সবচেয়ে উত্তম?’ তিনি বললেনঃ তুমি লোকদের খাদ্য খাওয়াবে এবং চেনা অচেনা সকলকে সালাম দিবে।

সহিহ বুখারী, হাদিস নং ২৮

21/12/2023

'“গীবত ঋণ থেকেও বেশি ক্ষতিকারক, কেননা ঋণ পূরণ করা যায়, কিন্তু গীবত কখনো পূরণ করা যায় না।”

- ইমাম সুফিয়ান ইবনু উয়াইনা (রহ.)
[হিলইয়াতুল আওলিয়া, ৭/২৭৫]

21/12/2023

এই দোয়াটি মুসা (আ.) উত্তম জীবিকার জন্য করেছিলেন। সেই দোয়াটিও আল্লাহ কবুল করেছেন।

رَبِّ إِنِّي لِمَا أَنزَلْتَ إِلَيَّ مِنْ خَيْرٍ فَقِير

উচ্চারণ: ‘রাব্বি ইন্নি লিমা আনজালতা ইলাইয়্যা মিন খাইরিন ফাকির।’

অর্থ: ‘হে আমার প্রভু! তুমি আমার প্রতি যে অনুগ্রহ নাজিল করবে, নিশ্চয় আমি তার মুখাপেক্ষী।’ (সুরা কাসাস: ২৪)

20/12/2023

"তোমরা যদি প্রকৃতভাবেই আল্লাহ্ তা’আলার উপর নির্ভরশীল হতে তাহলে পাখিদের যেভাবে রিযিক দেয়া হয় সেভাবে তোমাদেরকেও রিযিক দেয়া হতো। এরা সকালবেলা খালি পেটে বের হয় এবং সন্ধ্যা বেলায় ভরা পেটে ফিরে আসে।"

[আত-তিরমিজি, ২৩৪৪]

20/12/2023

“প্রতিটা মানুষই পরীক্ষার মধ্যে আছে। হয় নেয়ামতের পরীক্ষা—যেটা দিয়ে যাচাই করা হচ্ছে ব্যক্তি কতটা কৃতজ্ঞ, অথবা দুঃখ-দুর্দশার পরীক্ষা—যেটা দিয়ে যাচাই করা হচ্ছে ব্যক্তি কতটা ধৈর্যশীল।”

— বিশর্‌ বিন আল-হারিছ (রহ.)
[শুআবুল ঈমান, ৪১৭২]

20/12/2023

যে ব্যক্তি গুনাহ করতে গিয়ে আল্লাহর ব্যাপারে লজ্জা পায়, তাঁর সাথে সাক্ষাতের দিনে আল্লাহ তাকে শাস্তি দিতে লজ্জা পাবেন।

— ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ
[ আলজাওয়াবুল কাফী: ১/৬৯ ]

24/08/2023

সমকামী ব্যক্তি আকাশের প্রতি ফোঁটা পানি দিয়ে গোসল করলেও আল্লাহর সামনে নাপাক অবস্থায় উঠবে ৷😢

ইবনুল জাওযী; যাম্মুল হাওয়া, ২০৮✅

20/08/2023

যে ব্যক্তি এই দুনিয়ায় আল্লাহর যিকর, তাওহীদ এবং ইস্তিগফারের মাধ্যমে তার শয়তানকে শাস্তি দেয় না; আখিরাতে তার শয়তান তাকে জাহান্নামের আগুন দিয়ে শাস্তি দেবে।

– ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ
[বাদায়েউল ফাওয়ায়েদ: ৩/৭৯৩]

17/08/2023

🌸খাবার খাওয়ার সুন্নত সমূহ 🌸

১. দস্তরখানা বিছানো (বুখারী ৫৪১৫)
২.দু'হাতের কব্জি পর্যন্ত ধোয়া (তিরমিজি ১৮৪৬)
৩.খাওয়ার পূর্বে দোয়া পড়া(বিসমিল্লাহ) (তিরমিজি ১৮৫৬)
৪.ডান হাত দিয়ে খাওয়া (বুখারী ৫৩৭৬)
৫.নিজের সামনে থেকে খাওয়া(৫৩৭৬)
৬.তিন আঙুল দিয়ে খাওয়া (রুটির ক্ষেত্রে) (মুসলিম ৫৪১৭)
৭.সুন্নতি তরিকা অনুযায়ী বসা(এক হাটু তুলে বা তাশাহুদের আকৃতিতে) (ফাতহুল বারী ৯/৫৪২)
৮.হেলান দিয়ে না খাওয়া(তিরমিজি ১৮৩০)
৯.খাবারে কোন রকম দোষ ত্রুটি না ধরা(বুখারী ৫৪০৯)
১০. যদি লোকমা পরে যায় তাহলে তা তুলে পরিস্কার করে খাওয়া (মুসলিম ৫৪২১)
১১. পাত্র ও আঙুল চেটে খাওয়া(মুসলিম ৫৪২০)
১২.অত্যাধিক গরম খাদ্য না খাওয়া(মুসতাদরাক ৭১২৫)
১৩.খাওয়ার পর দোয়া পড়া(আলহামদুলিল্লাহ) (৩৪৫৭)
১৪.খাওয়ার পর হাত ধোয়া ও কুলি করা(বুখারী ৫৪৫৪)

17/08/2023

স্ত্রীলোক রাগান্বিত হলে আমরাও তাদের জবাব দিতে শুরু করি৷ ফলে সংসারে এমন সব অশান্তির সূচনা ঘটে যা চাইলে খুব সহজেই এড়িয়ে যাওয়া যেতো।এটি একটি পুরুষের শানে বেমানান কাজ যে সে তার স্ত্রীর কথার পিঠে কথা লাগিয়ে তর্ক জুড়ে দিবে। সংসারের বিভিন্ন বিষয়ে টুকটাক রাগ দেখানো, চেচামেচি করা স্ত্রীদের অধীকার।
কথিত আছে যে, এক ব্যক্তি তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ নিয়ে খলীফা ‘উমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু 'আনহুর বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হলো। বাড়ির কাছাকাছি আসতেই তিনি শুনতে পেলেন হযরত উমারের (রা.) স্ত্রী তাঁর সাথে ঝগড়া করছেন আর খলীফা উমার (রা) নীরবে সব শুনে যাচ্ছেন।
এ অবস্থা বুঝতে পেরে লোকটি আর কোনো সাড়া শব্দ না করে, খলীফার সাথে সাক্ষাৎ ও তাঁর নিকট অভিযোগ না করেই ফিরে যেতে উদ্যত হলো। সে ভাবল, আমীরুল মুমিনীন খলীফাতুল মুসলিমীন উমারের (রা) মতো ব্যক্তিত্বের অবস্থা যদি এই হয়, যিনি অত্যন্ত কঠোর, যাকে সবাই ভয় পায়, তা হলে আমার মতো সাধারণ মানুষের অবস্থা আর কী হতে পারে?
ঠিক এমন সময় হযরত উমার (রা.) ঘরের দরজায় এসে দেখলেন একজন লোক চলে যাচ্ছে। তিনি লোকটিকে ডেকে জিজ্ঞেস করলেন, "তোমার প্রয়োজনের কথা না বলেই তুমি চলে যাচ্ছ কেন?" লোকটি জবাব দিল, "যার জন্য আমি এসেছিলাম, সে জবাব আমি পেয়ে গেছি। আমার স্ত্রী আমার সাথে উঁচু গলায় কথা বলে । সে অভিযোগ নিয়েই আমি এসেছিলাম। কিন্তু এখন দেখছি আপনার অবস্থাও আমার মতোই।"
"উমার (রা) উত্তর দিলেন, "আমি সহ্য করে নিই। কারণ আমার ওপর তার অনেক অধিকার রয়েছে। সে আমার খাবার তৈরি করে, রুটি তৈরি করে, কাপড় ধুয়ে দেয়, আমার সন্তানকে দুগ্ধপান করায়, তাদের লালন-পালন করে, আমার হৃদয়ে শান্তি আনে, অনেক কিছুই করে, তাই একটু সহ্য করে নিই।"
এটা শুনে লোকটি বলল, "হে আমীরুল মুমিনীন, আমার স্ত্রীও তো অনুরূপ"। উমার (রা.) বললেন, "তা হলে সহ্য করে নাও ভাই, তারা তো সামান্য সময়ই রাগান্বিত থাকে।"
[এ ঘটনাটি উল্লেখ করেছেন শাইখ সুলাইমান ইবন মুহাম্মাদ আল-বুজাইলিনী, আল-হাশিয়া (আলা শাবছিল মিনহাজ, ৩/৪৪১-৪৪২। আরও উল্লোখ করেছেন আবুল লাইছ আস-সাদী আল- হানাফী, তাম্বীহুল গাফেলীন বি আহানীসি সাইদিল আম্বিয়া ওয়াল মুরসালীন, পৃ. ৫১৭ এবং হাজার আল-হাইসামী, আয-যাওয়াজির কী ইকতিরামিল কাবাইর, ২/৮০]

16/08/2023

যে ব্যক্তি অন্যের জন্য দোয়া করে.ফেরেশতারা তাঁর জন্য দোয়া করেন
আলহামদুলিল্লাহ

[আবু দাউদ - ১৫৩৪]

16/08/2023

কোনটা বেশি শোকের
ক. ১৫ আগষ্ট
খ. ১৪ আগষ্ট
গ. দুটোই

16/08/2023

“নিজেকে কঠিন জীবনে অভ্যস্ত করো, কারন
বিলাসিতা চিরস্থায়ী হয় না।”

উমর ইবনুল খাত্তাব (রা.)
(হিলইয়াতুল আউলিয়া, ১০ম খন্ড, পৃষ্ঠা: ২৪২)

এ কেমন রাজাকার , যার জন্য লাখো মানুষের বুকফাটা আর্তনাদ ?বেইমানদের কাছে তিনি নিন্দিত কিন্তু ইমানদারদের কাছে তিনি নন্দিত ।...
15/08/2023

এ কেমন রাজাকার , যার জন্য লাখো মানুষের বুকফাটা আর্তনাদ ?
বেইমানদের কাছে তিনি নিন্দিত কিন্তু ইমানদারদের কাছে তিনি নন্দিত ।
কোটি মোমিনের হৃদয় রাজ্যের বাদশাহর শেষ বিদায়তো এমনই হওয়ার কথা ।

না ফেরার দেশে চলে গেলেন দেলওয়ার হোসেন সাঈদীইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
14/08/2023

না ফেরার দেশে চলে গেলেন

দেলওয়ার হোসেন সাঈদী
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

14/08/2023

আল্লাহ তায়ালা বলেন,
হে আমার বান্দাগন,আমি যাকে হিদায়াত (সৎপথ) দিয়েছি,সে ছাড়া তোমরা সকলেই পথভ্রষ্ট। সুতরাং আমার কাছে হিদায়াত চাও,আমি তোমাদের হিদায়াত দান করবো।
(মুসলিম-৬৪৬৬,সহীহ জামে-৪৩৪৫)

14/08/2023

হে আমার রব! আমাকে মাফ করে দিন ও আমার উপর আপনার রহমত বর্ষণ করুন। নিশ্চয়ই আপনি সর্বাধিক দয়ালু। [সূরা মুমিনুন: ১১৮]🤲

12/08/2023

"আমি তো ইচ্ছে করলে মেঘ থেকে লবণাক্ত পানি বর্ষণ করতে পারি, তাহলে তোমরা কেনো শুকরিয়া আদায় করো না।" [সূরা-ওয়াক্কিয়া, ৭০]

09/08/2023

যখন আবু লাহাব নবীকে অভিশাপ দিচ্ছিল তখন নবী চুপ ছিলেন। স্বয়ং আল্লাহ বলেন,
" তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব্ব"
" ধ্বংস হোক আবু লাহাব ও তার দুই হাত"

যখন তারা বলল, মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) তো নির্বংশ (আবতার) তখন আল্লাহ জবাব পাঠালেন,
"ইন্না শা-নি আকা হুয়াল আবতার"
"নিশ্চয় তারাই নির্বংশ"
আল্লাহ কখনোই তার রাসূলকে নাম ধরে ডাকেন নি। ইয়া আয়্যুহান নাবী, ইয়া আয়্যুহার রসূল, ইয়াসীন, মুজাম্মিল সহ আরো অনেক পরোক্ষ নামে সম্বোধন করেছেন।

কোন মানুষের পক্ষে প্রিয় রাসূল (সাল্লালাহু আলাইহি ওয়াসাল্লাম) এর প্রকৃত মান-মর্যাদা অনুধাবন করা সম্ভব নয়। রাসূল (সাল্লালাহু আলাইহি ওয়াসাল্লাম) কে নিয়ে যখনি কেউ কটুক্তি করেছেন স্বয়ং সৃষ্টি জগতের সকল ক্ষমতার অধিকারী আল্লাহ তা-আলা তার জবাব নিজে দিয়েছেন। ভাবতে পারেন? মহান আল্লাহ তা-আলা স্বয়ং তাকে হুমকি দিয়েছেন।
শুধু সেই সময় নয়, শুধু এবার নয়, শুধু আপনার জীবনকালেই নয়, বরং আপনার মরে যাওয়ার পরও কেয়ামত পর্যন্ত যত হাজার কোটি বার কেউ রাসূল কে কটুক্তি করবে তত হাজার কোটি বার আমার রব স্বয়ং নিজে তাকে অভিশপ্ত করে দিবেন। কারন আল্লাহু ঘোষণা দিয়েছেন,
" হে রাসূল। নিঃশ্চই উপহাসকারীদের জন্য আপনার পক্ষ হতে আমি(আল্লাহ) যথেষ্ট।"

সংগ্রহীত

10/05/2023

❝শয়তান তখনই আনন্দিত হয়, যখন সে মু'মিনকে হতাশ দেখে।❞

- ইমাম ইবনুল কাইয়্যিম (রহ.)
[তরিকুল হিজরাতাইন, ১/৪১৮]

07/05/2023

হাসান আল বসরী রাহিমাহুল্লাহ বলেন, দুনিয়াবী জীবন তিনদিনের।

১. গতকাল : যা ইতিমধ্যে অতিক্রান্ত হয়েছে।
২. আগামীকাল : সম্ভবত তুমি তার নাগাল পাবে না।
৩. আজ : তোমার যা করার তা আজই কর।

[ আয যুহুদ : ১৯৭ ]

20/04/2023

তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম!

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে ঈদের চাঁদ দেখা গিয়েছে।
কাল সৌদিতে ঈদুল ফিতর।
অর্থাৎ, বাংলায় ঈদ আগামী শনিবার,
ইং শা আল্লাহ!

Address


Alerts

Be the first to know and let us send you an email when সত্যের বাণী-আল কুরআন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সত্যের বাণী-আল কুরআন:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share