Sharmin Rahman

Sharmin Rahman A negative mind will never give you a positive life.
(25)

20/12/2023


মানুষের অভিশাপ,বদদুয়া, নিঃশব্দে দুফোঁটা চোখের পানি, আকাশের দিকে তাকিয়ে একটা ভারী দীর্ঘশ্বাস-খুবই ভয়াবহ জিনিস।
আল্লাহ তায়ালার দরবারে যদি একটা বদদুয়া কবুল হয়ে যায়।যদি এক ফোঁটা চোখের পানি আরশ আজিমে পৌঁছায়।সেটাই আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে।
হাসবুনল্লাহু ওয়া নিমাল ওয়াকিল।

Let night adda😊😊1:37am💕❤️
17/12/2023

Let night adda😊😊
1:37am💕❤️

                  সব চেয়ে উওম সদকা হলো, মানুষকে পানি পান করানো।(আবু দাউদ:১৬৭৯)যে টাকা সদকা করবো, সেটা একদিন ফিরে আসবেই,...
17/12/2023


সব চেয়ে উওম সদকা হলো, মানুষকে পানি পান করানো।(আবু দাউদ:১৬৭৯)

যে টাকা সদকা করবো, সেটা একদিন ফিরে আসবেই, সাথে আনবে সুরক্ষা, সুস্বাস্থ্য, রিজিকের প্রাচুর্য। আমি খরচ করলে, আমার জন্য খরচ করা হবে।(শাইখ আতিখ উল্লাহ হাফি.)

শয়তানকে আমরা তিনবার সফল করি,
প্রথমবার, গুনাহ করে;
দ্বিতীয়বার, হতাশ হয়ে;
তৃতীয়বার, ইস্তিগফার ও তওবা না করে গুনাহ করতে থেকে।
তাই শয়তানকে ব্যর্থ করে আমরা যদি সফল হতে চাই এবং হতাশা থেকে বাঁচতে চাই, তাহলে আমাদেরকে আল্লাহর কাছে মাফ চাইতে হবে। আল্লাহ তাঁর রহমত থেকে নিরাশ হতে নিষেধ করেছেন এবং সকল গুনাহ মাফ করবেন বলে ঘোষণা দিয়ে রেখেছেন।
(শাহাদাত হুসাইন খান ফয়সাল রহ.)

আবু উমামা হতে বর্নিত, নবী (সা:) বলেছেন,যেটা মুমিনের তকদিরে নেই, সেই ক্ষতি থেকে রক্ষার জন্য প্রত্যেক মুমিনের উপর একশো ষাট জন ফেরেশতা মোতায়েন করা হয়। এমনকি সাত জন ফেরেশতার মাধ্যমে মুমিনের চক্ষুকে সুরক্ষা দেওয়া হয়, যেভাবে মাছি থেকে মধুকে সুরক্ষিত রাখা হয়।
যদি মানুষকে তার নিজের অবস্থার উপর এক মুহুর্তের জন্য ও ছেড়ে দেওয়া হতো, তাহলে জ্বীন-শয়তানরা তার ব্যাপক ক্ষয়ক্ষতি করতো।
(আল-কুরতুবি : ২০/৪ ; বই:হালাল হরর স্টোরিজ , পৃষ্ঠা:২৩৭)

17/12/2023

😘 ?? ?? ❤️
Some memories of Nuhad❤️❤️❤️
Miss you Abbatu😔♥️♥️

15/12/2023


আমি তো জন্মে ছিলাম ফুলের মতো পবিত্র একটি অন্তর নিয়ে, সেই অন্তর আজ দূষিত হয়েছে , নফসের ধোঁকায় পরে গুনাহ করতে গিয়ে।

15/12/2023

❤️ 😘 ❤️ ❤️
I am the সুন্দরীর 'নায়া' উচ্চারণ 🤣😂🤣😂

14/12/2023


একমাত্র আল্লাহ ছাড়া আপনি যাকে,যত গভীর ভালোবাসবেন সে আপনার অন্তরের তত গভীরেই আঘাত করবে। আল্লাহকে সর্বোচ্চ এবং মানুষকে লিমিটের মধ্যে রেখেই ভালোবাসুন।

14/12/2023

❤️ ❤️ ❤️ ❤️ ❤️
আমার ফোন যখন তার দখলে চলে যায় 🤣 তখন তার করা কিছু ভিডিও 😆 শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না 😊
Some videos she did when my phone went out 🤣😆 don't forget to watch till the end 😊

13/12/2023


ইয়া আল্লাহ,
তোমাকে যেমন না দেখে বিশ্বাস করেছি, কিয়ামতের দিন তুমিও আমলনামা না দেখে ক্ষমা করে দিও।
আমিন।

13/12/2023

❤️ ❤️ ❤️ ❤️
TSports channel এর খেলার উদ্বোধনী লাইভ অনুষ্ঠানে নেহাক্কারের গানের সাথে তাহাদের দুই বোনের নাচ♥️♥️
বি:দ্র: শেষ পর্যন্ত দেখুন 😂
Their two sisters dance with Neha Kakkar's song in the opening live program of Tsports channel ♥️♥️
P.S.Watch till the end 😂

12/12/2023


যে নফল ত্যাগ করবে তার জন্য সুন্নত কঠিন হয়ে যাবে।যে সুন্নত ত্যাগ করতে থাকবে তার জন্য ফরজ কঠিন হয়ে যাবে। মাঝে মাঝে ফরজ ছুটে যাবে।আর যার ফরজ ছুটে যাবে তার জন্য হারামে লিপ্ত হওয়া পানিভাত হয়ে যাবে।

আল্লাহ পাক আমাদের সকলকে হেদায়েত নসিব করুন, আমিন।

12/12/2023

❤️ ❤️ ❤️
মাশাআল্লাহ, খেলার মাঝেও নামাজের তালিম ♥️ ♥️
Masha Allah, the list of prayers even in the midst of playing ♥️

আজকে যার এরকম অবস্থা হয় নি,সে নির্ঘাত এলিয়েন 🥶🥶The one who has not been in this condition today,she/he is definitely a...
12/12/2023

আজকে যার এরকম অবস্থা হয় নি,সে নির্ঘাত এলিয়েন 🥶🥶
The one who has not been in this condition today,she/he is definitely alien🥶🥶

10/12/2023


যাকে খুশি করার জন্য আমি আল্লাহকে অখুশি করেছি, অচিরেই সে ব্যক্তি অন্যকে খুশি করার জন্য আমাকে অখুশি করবে। পক্ষান্তরে আল্লাহকে খুশি করার জন্য পুরো জগৎকে অখুশি করলে , আল্লাহ অচিরেই গোটা জগৎকে আমার প্রতি খুশি করে দিবেন।
(আল্লাহুম্মাগফিরলী)

10/12/2023

😘 ?? 😘 😘 ❤️
VVIP দের দুষ্টামি ♥️♥️♥️♥️
The mischief of VVIP♥️♥️♥️♥️

09/12/2023

😘 ❤️ ?? ❤️ 😘 ❤️ 😘
ছানা-পোনাদের চড়ুইভাতি ♥️♥️♥️
Children's sparrow's ♥️♥️♥️

               ফর্সা আর সৌন্দর্য কখনোই এক বিষয় নয়। ফর্সা কেবল চামড়ার মাধ্যমে ফুটে উঠলেও, সৌন্দর্য ফুটে উঠতে প্রয়োজন ...
08/12/2023


ফর্সা আর সৌন্দর্য কখনোই এক বিষয় নয়। ফর্সা কেবল চামড়ার মাধ্যমে ফুটে উঠলেও, সৌন্দর্য ফুটে উঠতে প্রয়োজন আল্লাহর আনুগত্য ও উওম চরিত্র।
(ড. বিলাল ফিলিপস)

তুমি অন্যের জন্য উওম কামনা করো, সেটা তোমার জন্য কল্যাণ হয়ে ফিরে আসবে।
(হযরত আলী রা:)

আপনার দৃষ্টি,প্রতিটা কদম এবং প্রতিটা কথার ব্যাপারে যত্নশীর হন, কারণ নিশ্চিত ভাবেই এসবের ব্যাপারে কিয়ামতের ময়দানে আপনাকে জিজ্ঞাসা করা হবে।
(ইমাম ইবন জাওযি রাহিমাহুল্লাহ)

আমি আশ্চর্য হই ঐ ব্যক্তির উপর যে ফজরের নামাজের জন্য জাগ্রত হয় না। অথচ কাজে যাওয়ার জন্য ঠিকই জেগে ওঠে, কিভাবে সে রিজিকের জন্য ছুটে যায় , অথচ রিজিকদাতা কেই ভুলে থাকে।
(ড. মুহাম্মদ রাতিব নাবলসি)

হে আল্লাহ! আপনি যদি দুনিয়ায় আমাকে এ জন্য বিখ্যাত করে থাকেন যে আখিরাতে আমাকে লাঞ্চিত করবেন, তাহলে এ খ্যাতি আমার থেকে ছিনিয়ে নিন।
(বিশর হাফি রাহিমাহুল্লাহ
বাইহাক্বীর 'আয-যুহদুল কাবীর':১৪৭)

মানুষ নাকি তার সামান্য অতীতকে ভুলতে পারে না ,অথচ বান্দা দুনিয়ামুখী হয়ে তার সৃষ্টিকর্তাকেই ভুলে যায়।
(আমাতুল্লাহ গুরাবা নাবা )

আস্তাগফিরুল্লাহ
হে আমার মহান রব আমাদের সকলকে হেদায়েত নসিব করুন।

                  বন্ধুত্ব করো তাদের সাথে যারা সকাল সন্ধ্যা আল্লাহর পথে মানুষকে ডাকে।(সূরা ইব্রাহীম:২৭-২৮)যদি তুমি জানতে...
07/12/2023


বন্ধুত্ব করো তাদের সাথে যারা সকাল সন্ধ্যা আল্লাহর পথে মানুষকে ডাকে।(সূরা ইব্রাহীম:২৭-২৮)

যদি তুমি জানতে চাও কে তোমাকে সত্যিকার অর্থে ভালোবাসে? তাহলে খেয়াল করে দেখো,কে তোমাকে পাপের দিকে ডাকে,আর কে বিরত রাখে।
(ড. বিলাল ফিলিপস)

তুমি প্রয়োজনীয় কথা ছাড়া বাকি সময় চুপ থাকো , এতে তুমি শয়তানের উপর বিজয় লাভ করতে পারবে।(হযরত আবু সাঈদ খুদরী (র:) )

কাউকে আপনার চেয়ে ভাগ্যবান মনে করে নিজের জন্য আফসোস করবেন না, কারণ আপনার ভাগ্যে তাই আছে যা আপনার জন্য কল্যাণকর।
(ড. বিলাল ফিলিপস হাফি.)

যে ব্যক্তি কাউকে গীবত করা থেকে বাঁধা দিবে,ও ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্ত করা আল্লাহর জন্য হক(জরুরী) হয়ে যায়।(বায়হাকি:৭৬৪৩)

ঘুম ভাঙার পর যদি নিজেকে কবরের বদলে মাটির উপরে পাই, নিশ্চিত হবো, আল্লাহ আমাকে নতুন জীবন দান করেছেন। প্রতিটি সেকেন্ডকে গনিমত মনে করে কাজে লাগাতে সচেষ্ট হবো, ইনশাআল্লাহ।
(শায়খ আতীক উল্লাহ)

কিয়ামতের আলামত সমূহ থেকে কিছু আলামত হচ্ছে, মানুষের জ্ঞান হ্রাস পাবে, আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে এবং মানুষের মধ্যে পেরেশানি বৃদ্ধি পেতে থাকবে।
(আল ফিতান:নুয়াইম বিন হাম্মাদ -১১২)

মুখোমুখি সাক্ষাতে মনের ঘৃনা আক্রোশ মুছে যায়, তখন যেন একজন অন্যজনের চোখের দিকে তাকালেই হৃদয়গুলোর মাঝে সমঝোতা এসে পড়ে।
(-ইবন হাযম রাহিমাহুল্লাহ
আল-আখলাক ওয়াস-সিয়ার :১৭৮)

জীবন একটাই , সুযোগ একবারই।একটু যাচাই বাছাই করে ইবাদত করেন।অর্থ সহ একটু কুরআন হাদীস পড়লে আপনি আলেম বা মুফতি হয়তো হতে পারবেন না। কিন্তু অন্তত এতো টুকু বুঝতে শিখবেন, কোন আলেম ভুল বা মিথ্যে বলে ,আর কোন আলেম সত্যি বলে।
(ড. খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রাহি. )

07/12/2023

😘 ❤️ ❤️ ??
Gathering of little stars ♥️♥️♥️

06/12/2023


পৃথিবীর সবাই আপনার সাথে বেইমানি করলেও,
আপনার নেক আমল আপনার সাথে বেইমানি করবে না।

              রাসুল (সা:) বলেছেন, কেউ অন্যের ক্ষতি করলে আল্লাহ তাঁর ক্ষতিসাধন করবেন, কেউ অযুক্তিকভাবে কারো বিরোধীতা করলে...
05/12/2023


রাসুল (সা:) বলেছেন, কেউ অন্যের ক্ষতি করলে আল্লাহ তাঁর ক্ষতিসাধন করবেন, কেউ অযুক্তিকভাবে কারো বিরোধীতা করলে, আল্লাহ তাঁর বিরোধী হবেন।
(আবু দাউদ:৩৬৩৫)

যে ব্যক্তি ওযুর শুরুতে বিসমিল্লাহ বলেনি তাঁর ওযু হয়নি।(তিরমিযি:২৫)

রাসুল (সা:) বলেন, তোমাদের কেউ উওম রুপে ওযু করে , মসজিদের উদ্দেশ্যে বের হলে,সে যেন তাঁর দু'হাতের আঙ্গুল না মটকায়। কেননা সে তখন সালাতের মধ্যেই থাকে।
(আবু দাউদ:৫৬২)

রাসুল (সা:) বলেন, নামাজে থাকা অবস্থায়ও দুটি কালো প্রানী অর্থাৎ সাপ এবং বিছা হত্যা করার আদেশ দিয়েছেন।
( সুনানে আত তিরমিযি : ৬১০)

রাসুল (সা:) বলেছেন,যখন তোমাদের কেউ ঘুম থেকে উঠবে, তখন সে যেন নাকে পানি দিয়ে তিন বার নাক ঝেড়ে নেয়। কেননা, শয়তান তার নাকের ভেতর রাত্রি যাপন করে।(মুসলিম:২৩৮)

আল্লাহ তায়ালা বলেন ,আদম সন্তান আমাকে কষ্ট দিয়ে থাকে , তাঁরা যুগ বা কালকে গালি দেয় ,অথচ আমিই দাহর অর্থাৎ যুগ বা কাল । আমার হাতেই (কালের পরিবর্তনের ) ক্ষমতা।দিন রাত্রির পরিবর্তন আমিই করে থাকি।
(বুখারী:৪৮২৬, মুসলিম:২২৪৬, আবু দাউদ:৫২৭৪, আহমাদ:৭২৪৫, সহীহাহ:৫৩১, সহীহ আল জামি:৪৩৪৩)

সুবহানাল্লাহ , আলহামদুলিল্লাহ,আল্লাহু আকবার
আল্লাহুম্মাগফিরলী ।

05/12/2023

😘 ?? ❤️ ❤️ 😘 😘
রেস্টুরেন্টের খাবারগুলো মোটামুটি ভালোই ছিলো কিন্তু ভুলেও বাসায় নিয়ে খাওয়ার কথা ভাববেন না, তাইলেই খাবার আর খাওয়ার উপযুক্ত থাকবে না।
Restaurant foods were pretty good but don't think of taking home and eating ,so food won't be worth eating.

03/12/2023

😘 ?? 😘
When Nuho gets angry 😊😊

01/12/2023


ইয়া রব,
আমাকে এমন হৃদয় দান করুন ,যে হৃদয় কখনো আপনার ফয়সালায় অসন্তুষ্ট হবে না।

                নবী (সা:) বলেছেন, মজলুমের ফরিয়াদ থেকে সতর্ক থেকো, কারণ মজলুমের ফরিয়াদ ও আল্লাহর মধ্যে কোন পর্দা থাকে ন...
30/11/2023


নবী (সা:) বলেছেন, মজলুমের ফরিয়াদ থেকে সতর্ক থেকো, কারণ মজলুমের ফরিয়াদ ও আল্লাহর মধ্যে কোন পর্দা থাকে না। (বুখারী:১৪৯৬)

রাসুল (সা:) বলেছেন,যে ব্যক্তি ধোঁকাবাজি করে, আমার সাথে তার কোন সম্পর্ক নেই।
(মুসলিম:১৮৫)

আল্লাহ বলেন, চোখের গোপন চাহনি এবং হৃদয়ের অপ্রকাশিত কল্পনা সম্পর্কে ও তিনি জানেন।
(সূরা আল মুমিন আয়াত:১৯)

'আমি তোমাদের কি জাহান্নামীদের কথা বলবো না? তাঁরা হলো,যারা অনর্থক কথা নিয়ে বিবাদ করে,আর যারা বদমেজাজি অহংকারী'।
(মুসলিম, মিশকাত:৫১০৬)

রাসুল (সা:) বলেছেন, তোমরা ক্ষুধার্তকে খাবার দাও, রোগীর সেবা করো এবং কষ্টে পতিতকে উদ্ধার করো।
(বুখারী:৫৬৪৯)

রাসুল (সা:) বলেছেন, টাকা পয়সা ধরে রেখো না, তাহলে মহান আল্লাহ তায়ালাও তার নিয়ামত সমূহ ধরে রাখবেন,যা পারো দান করতে থাকো।
(বুখারী:১৪৩৪, মুসলিম:১০২৯)

তোমাদের খাবার আহার কালে যদি লুকমা পরে যায়, তাহলে ময়লা ফেলে তা ভক্ষন করো। শয়তানের জন্য ফেলে রেখো না।
(তিরমিযি:১৯১৫, ইবনে মাজাহ:৩৪০৩)

জান্নাতের সব চেয়ে বড় পাওয়া হচ্ছে, আল্লাহ নিজে সালাম দিবেন জান্নাতিদের।
(সূরা ইয়াসিন:৫৮)
(সুবহানাল্লাহ)

28/11/2023


জান্নাত না থাকলে আসলে অনেক অবিচার হতো..
কারন এই পৃথিবী অনেকের কাছে জাহান্নাম হয়ে গিয়েছে।আর দ্বীনের বুঝ থাকার কারণে তাঁরা আত্মহত্যা বেছে নিতে পারে না।আর জান্নাত আছে বলেই ,সব মেনে-সয়ে তাঁরা অগোছালো অন্তর নিয়ে , গুছানো জীবনের অভিনয় করে পার করে দিচ্ছে গোটা জীবন।

27/11/2023


যে পরিমাণ ঘরে থাকি😊
কোন দিন জানি না ফার্নিচার হয়ে যাই 🙄

25/11/2023


অথচ কাল থেকে ভালো হয়ে যাওয়ার দৃঢ় ইচ্ছে নিয়ে
কতো গলিত, পঁচা দেহ নিথর হয়ে পড়ে রয়েছে..
দূরের ওই ঘন বাঁশ বাগান টায়...
আস্তাগফিরুল্লাহ 😞
আল্লাহুম্মাগফিরলী 😢

24/11/2023


হে আল্লাহ,
যদিও আমি আপনার রহমত পর্যন্ত পৌঁছার যোগ্য না...
কিন্তু আপনার রহমত তো আমার পর্যন্ত পৌঁছার যোগ্য...
আমিন...

22/11/2023


একাকী অবস্থায়..
আপনার চরিত্রই আপনার আসল রূপ..
একাকী থাকা অবস্থায় আপনার কাজকর্ম যেমন..
আল্লাহর নিকট আপনার সত্যিকার মর্যাদাও তেমন..
আস্তাগফিরুল্লাহ
আল্লাহ তায়ালা আমাদের সকলকে সমস্ত পাপ কর্ম থেকে হেফাজত করুন।(আমিন)

              যদি রোজ ফজরের আজানের সময় কোন এলার্ম ছাড়াই আপনার ঘুম ভেঙে যায় , তবে বুঝে নিবেন আপনার ইবাদত আল্লাহর কাছে ...
21/11/2023


যদি রোজ ফজরের আজানের সময় কোন এলার্ম ছাড়াই আপনার ঘুম ভেঙে যায় , তবে বুঝে নিবেন আপনার ইবাদত আল্লাহর কাছে অধিক প্রিয়।
(মাওলানা তারিক জামিল)

যে ব্যক্তি রাতে সালাত আদায়ের ইচ্ছা করার সত্যেও ঘুম তাকে পরাভূত করে দিলো, তার আমলনামায় রাতে সালাত আদায়ের সওয়াবই লিখা হবে, তার জন্য ঘুম সদাক্বাহ হিসেবে গণ্য হবে।
(হযরত মুহাম্মদ (সা:) , সুনানে আবু দাউদ:১৩১৪)

আর যে লোক প্রতিনিয়ত ইচ্ছে করেই সূর্যদয়ের পরে ঘুম থেকে উঠে ফজরের সালাত পরে, তাহলে সে এমন আমল করলো যে আমলের নির্দেশ আল্লাহ ও আল্লাহর রাসূল দেননি। তার এ সালাত তার উপর নিক্ষিপ্ত করা হবে। তার সালাত কবুল হবে না। কিয়ামতের দিন তার সালাত তার মুখে মারা হবে।যদি সে এভাবে হাজার বার ও সালাত পড়ে তাহলেও আল্লাহ সুবহানাহু তাআলা তা কবুল করবেন না। (ইমাম ইবনু উসাইমিন রহ:)

ফজরের নামাজ সময় মতো পড়তে না পারলে বা ছুটে গেলে বুঝতে হবে : আমি ভয়াবহ কোন গুনাহে লিপ্ত।
দ্রুত নিজের কাজকর্ম সংশোধনে মনোযোগী হওয়া জরুরী। আল্লাহ তায়ালা শুধু তার প্রিয় আর বিশেষ বান্দাদেরই ফজরের জন্য জাগিয়ে দেন।
ফজর পড়াটা মুনাফিকের জন্য খুবই কষ্টকর এক কাজ।
(শাইখ আতিখ উল্লাহ হাফি:)

আমি আশ্চর্য হই ঐ ব্যক্তির উপর যে ফজরের নামাজের জন্য জাগ্রত হয় না। অথচ কাজে যাওয়ার জন্য ঠিকই জেগে ওঠে। কিভাবে সে রিজিকের জন্য ছুটে যায় অথচ রিজিকদাতা কেই ভুলে থাকে।
(ড. মুহাম্মদ রাতিব নাবলসি )

কি অদ্ভুত তাই না!!
আপনি সারা রাত জাগেন ঘুম আসে না । আবার সেই আপনিই ফজর পড়তে পারেন না,কারণ আপনার ঘুম ভেঙে না।(আস্তাগফিরুল্লাহ)

হে আমার মহান রব আমাদের সকলকে হেদায়েত নসিব করুন।(আমিন)

20/11/2023


যদি কারো সাথে বন্ধুত্ব শেষ হয়ে যায়, তবে তার গোপন কথাগুলো গোপন রেখো, এটা একটি আমানত।

এক ব্যক্তি নামাজ পড়েন, রোজা রাখেন,হজ্ব করেন,যাকাত দেন কিন্তু তিনি বিশ্বাস করেন মূর্তি পূজা ,নবী পূজা,অলীপুজাসহ অন্যান্য...
19/11/2023

এক ব্যক্তি নামাজ পড়েন, রোজা রাখেন,হজ্ব করেন,যাকাত দেন কিন্তু তিনি বিশ্বাস করেন মূর্তি পূজা ,নবী পূজা,অলীপুজাসহ অন্যান্য সকল ধর্ম সবই ঠিক ।সব ধর্মের মাধ্যমেই আল্লাহকে পাওয়া যায়। তিনি তাঁর নামাজ,রোজা,হজ্বসহ কাফের।
(ড.খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রাহি:)

তোমার যদি এমন বন্ধু থাকে যে তোমাকে আল্লাহর আনুগত্যের ব্যাপারে সাহায্য করে তাকে যেতে দিবে না। (ইমাম শাফেয়ী রাহিমাহুল্লাহ)

শুধু বিয়ে করাটা কঠিন কোন কাজ নয়।আসল চ্যালেন্জটা হলো এমন একজন সঠিক সঙ্গী খুঁজে পাওয়া , যে আপনার ইমানকে আরো বৃদ্ধি করতে এবং আল্লাহকে বেশি বেশি স্মরন করতে আপনাকে সহায়তা করবে। (ড.বিলাল ফিলিপস)

আজকের কাজ কাল করবো, বলে রেখে দিও না। এতে ক্রমে অনেক কাজ জমে যাবে।
(হযরত ওমর রা:)

দুনিয়ার মানুষকে খুশি রাখা কঠিন আর খুশি ধরে রাখা আরও কঠিন। কিন্তু মহান আল্লাহকে সন্তুষ্ট রাখা খুব সহজ আর ধরে রাখা আরও সহজ। তিনি শত পাপ ও অবাধ্যতার পরেও বান্দার তওবার জন্য অপেক্ষা করেন।
(ড. খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রাহি:)

আস্তাগফিরুল্লাহ। হে আল্লাহ , আমাদের সকলকে হেদায়েত নসিব করুন । আমিন।

16/11/2023


আপনি যেটাকে নিজের 'যোগ্যতা' ভাবেন তা আসলে আল্লাহর 'দয়া'। তিনি দয়া করেন বলেই আপনি কাজটা ভালো পারেন।

              রাসুল (সা:) বলেছেন,এমন এক সময় আসবে যখন মুসলমানদের জন্য ঈমান ধরে রাখা, জলন্ত কয়লা হাতের মধ্যে রাখার ন্যায...
15/11/2023


রাসুল (সা:) বলেছেন,এমন এক সময় আসবে যখন মুসলমানদের জন্য ঈমান ধরে রাখা, জলন্ত কয়লা হাতের মধ্যে রাখার ন্যায় কঠিন হবে।
(সুনানে তিরমিযি:২২৬০)

রাসুল (সা:) বলেছেন, না জেনে তোমরা কারোর প্রতি খারাপ ধারণা রেখো না, এটা সব চেয়ে বড় গুনাহ।
( সহীহ বুখারী:৫১৪৩)

নিশ্চয়ই আল্লাহ তায়ালা অহংকারীদের পছন্দ করেন না।(সূরা লোকমান:১৮)

রাসুল (সা:) বলেছেন, তোমরা একত্রে খাও,একা একা খেয়ো না, কেননা একত্রে খাওয়ার মাঝে বরকত রয়েছে।(ইবনে মাজাহ ,খন্ড-৪, পৃষ্ঠা -২১, হাদীস:৩২৮৭)

রাসুল (সা:) বলেছেন, কিয়ামতের দিন সে ব্যক্তি আল্লাহর কাছে অধিক ঘৃনিত হবে,যার দুর্ব্যাবহারের কারনে লোকজন তাঁর সাথে মেলামেশা পরিত্যাগ করে।(আবু দাউদ: আদব অধ্যায় :৪৭১৬)

যখন তোমরা প্রশংসাকারীদের দেখবে তখন তোমরা তাদের মুখে মাটি ছুরে মারবে।
(মুসলিম:৩০০২, আবু দাউদ:৪৮০৪)

রাসুল (সা:) তার পাকা চুল উপরে ফেলতে নিষেধ করেছেন।
তিনি আরো বলেন,'এটি মুসলিমের নূর'।
(তিরমিযি:২৮২১)

হে আল্লাহ,
দয়া করে আমাদেরকে , ঈমান নিয়ে,আমল নিয়ে তোমার কাছে যাওয়ার তৌফিক দান করিও। (আমিন)

14/11/2023

😘 😘 😘
Some videos of my little papa😍😍😘😘

            যে প্রাচুর্য কুপথে টানে , দারিদ্র্যতা তার চেয়ে হাজার গুণ ভালো।(হযরত আলী রা:)হেদায়েত হলো আল্লাহর কাছে পানি ...
13/11/2023


যে প্রাচুর্য কুপথে টানে , দারিদ্র্যতা তার চেয়ে হাজার গুণ ভালো।(হযরত আলী রা:)

হেদায়েত হলো আল্লাহর কাছে পানি চাওয়ার মতো, পানি যেমন বারবার খেতে হয়, হেদায়েত ও তেমনি বারবার চাইতে হয়।(উস্তাদ নোমান আলী খান)

চুপ থাকলে মূর্খকে ও জ্ঞানী বলে মনে হয় কিন্তু বেশি কথা বললে জ্ঞানীকে মূর্খ মনে হয়।(হযরত আলী রা:)

কুরআন আমাকে কি শেখায় জানেন? কুরআন আমাকে শেখায়, বিপুল ঐশ্বর্যশালী ব্যাক্তি (ফেরাউন) জীবনে চরম ভাবে ব্যর্থ হতে পারে এবং একজন গৃহহীন ব্যাক্তি (ইব্রাহিম আলাইহিস সালাম) পেতে পারেন মহাসাফল্য । কুরআন আমাকে শেখায় সাফল্যের সাথে ধন সম্পদের এবং ব্যর্থতার সাথে দারিদ্র্যের কোনই সম্পর্ক নেই।
(উস্তাদ নোমান আলী খান)

Address

Patuakhali

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sharmin Rahman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sharmin Rahman:

Videos

Share


Other Digital creator in Patuakhali

Show All