01/11/2025
গ্রামের উৎসবের প্রাণ ঢোল-বাশি আর ব্যান্ড পার্টি। কিন্তু আজকাল সেই সুরে শোনা যায় নিঃশব্দ। সৃষ্টিশীল পেশা হিসেবে যাদের নাম গ্রামের ব্যান্ড শিল্পী, তারা জীবিকার তাগিদে অন্য কাজে মন দিয়েছেন। উৎসবের মঞ্চগুলো এখন ফাঁকা, নতুন প্রজন্মের আগ্রহ নেই। পুরনো ঢোল-বাশি আর তবলার সুর এখন শুধু স্মৃতির মধ্যে বেঁচে আছে, আর গ্রামের ব্যান্ড পার্টি হারিয়ে যাচ্ছে ক্রমেই।