গতকাল রাতে পটুয়াখালীর নিউমার্কেট এলাকায় আগুন লেগে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে।
পটুয়াখালী সদর, বরিশালের বাকেরগঞ্জ ও বরগুনার আমতলী ফায়ার স্টেশনের ছয়টি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।
ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো যানা যায় নাই। ফায়ারসার্ভিস মুখপাত্র জানান, তদন্তের পরে জানা যাবে ক্ষয়ক্ষতির পরিমান।
𝕿𝖍𝖊 𝕻𝖆𝖙𝖚𝖆𝖐𝖍𝖆𝖑𝖎 𝕿𝖎𝖒𝖊𝖘
ঢাকা, রায়েরবাগ, মেরাজ নগর, মাদ্রাসা রোডে এক বৃদ্ধা মহিলাকে ১১ জুলাই ভোররাতে তার পরিবারের সদস্যরা রেখে গিয়েছে। বৃদ্ধা মহিলা এতুটুকুই বলতে পারে,
তার ছেলের, মেয়ের নাম সাথী। সাথী তাকে নিতে আসবে।
স্থানীয় থানায় পুরো ঘটনাটি জানানো হলে তারা সমাজসেবা অধিদপ্তরে জানানোর জন্য বলে। ৩৩৩ এ একাধিক বার ফোন করা হয়েছে। তারা বলে আপনার সিরিয়াল ১৫০+ নাম্বারের পিছনে একঘন্টা পরে আবার কল করুন।
উনার পরিবারের লোকজনের সাথে যোগাযোগ করিয়ে দিতে পারেন কিংবা উনার দায়িত্ব নিতে পারেন এমন কোন সংগঠন বা ব্যক্তি সাহায্য করলে বৃদ্ধা খুব উপকৃত হবেন।
যোগাযোগ :01794290765
কঠোর লকডাউনের প্রথম ২৪ ঘন্টা।
𝕿𝖍𝖊 𝕻𝖆𝖙𝖚𝖆𝖐𝖍𝖆𝖑𝖎 𝕿𝖎𝖒𝖊𝖘
ঘুর্নিঝড় ইয়াশ এর প্রভাবে পটুয়াখালীর বর্তমান অবস্থা ।
𝕿𝖍𝖊 𝕻𝖆𝖙𝖚𝖆𝖐𝖍𝖆𝖑𝖎 𝕿𝖎𝖒𝖊𝖘
Dos the Ramadan and the believers [রমজান ও মুমিনগণ]
রমজান ও পবিত্র ঈদুল ফিতরে মুসলিমদের প্রয়জনীয় প্রশ্ন ও উত্তর সংবলিত অনুষ্ঠান ।
করোনার চিকিৎসা সংক্রান্ত বিস্তারিত জানতে চোখ রাখুন ভিডিওটিতে। 𝕿𝖍𝖊 𝕻𝖆𝖙𝖚𝖆𝖐𝖍𝖆𝖑𝖎 𝕿𝖎𝖒𝖊𝖘
করোনার চিকিৎসা সংক্রান্ত বিস্তারিত জানতে চোখ রাখুন ভিডিওটিতে।
ডাঃ মুমিনুল ইসলাম।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়।
প্রচারে--𝕿𝖍𝖊 𝕻𝖆𝖙𝖚𝖆𝖐𝖍𝖆𝖑𝖎 𝕿𝖎𝖒𝖊𝖘
মাদরাসার দৃশ্য। 𝕿𝖍𝖊 𝕻𝖆𝖙𝖚𝖆𝖐𝖍𝖆𝖑𝖎 𝕿𝖎𝖒𝖊𝖘
ফজরের জামাত শেষ করে দেখা যাচ্ছে, ছাত্রদের চোখে ঘুম। শিক্ষক কৌশল করে খেলার ছলে ঘুম ভাঙ্গালো ছাত্রদের ।
ধন্যবাদ এই শিক্ষক কে যিনি তার হিকমতের দ্বারা ছাত্রদের পরিচালনা করছেন।
𝕿𝖍𝖊 𝕻𝖆𝖙𝖚𝖆𝖐𝖍𝖆𝖑𝖎 𝕿𝖎𝖒𝖊𝖘
স্বাস্থ্য বিধি উপেক্ষা করেই পটুয়াখালীতে চলছে গরুর হাট।
পটুয়াখালীর দুমকি উপজেলাধীন মুরাদিয়ায় স্বাস্থ্য বিধি উপেক্ষা করেই চলছে গরুর হাট ।
𝕿𝖍𝖊 𝕻𝖆𝖙𝖚𝖆𝖐𝖍𝖆𝖑𝖎 𝕿𝖎𝖒𝖊𝖘 এর ক্যামেরায় ধারণ করেছেন আমাদের নিজস্ব রিপোর্টার শাহীন আলম।
𝕿𝖍𝖊 𝕻𝖆𝖙𝖚𝖆𝖐𝖍𝖆𝖑𝖎 𝕿𝖎𝖒𝖊𝖘
বল করছেন কাটার মাস্টার ছাব্বির। (অনুর্ধ-১৬)⚾
অনুশীলন রত অবস্থায় তরুন কাটার মাস্টার সাব্বির রহমান। (অনুর্ধ-১৬)⚾
খেলা চলছে। (১ম শ্রেণী, অনুর্ধ-১৪,১৬,১৮,ঘরোয়া ক্রিকেট) 🏏
𝕿𝖍𝖊 𝕻𝖆𝖙𝖚𝖆𝖐𝖍𝖆𝖑𝖎 𝕿𝖎𝖒𝖊𝖘
𝕿𝖍𝖊 𝕻𝖆𝖙𝖚𝖆𝖐𝖍𝖆𝖑𝖎 𝕿𝖎𝖒𝖊𝖘
ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন।
মল্লিকা রেস্তোরাঁর সামনে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন। 🚫
সারা দেশে লাগাতার নৃশংসভাবে নারী ধর্ষন ও নারী নির্যাতনের প্রতিবাদে পটুয়াখালীতে শত শত নারী শিক্ষার্থীদের মানববন্ধন অনুষ্ঠিত।
আজ ০৭ অক্টোবর বুধবার সকাল ১০ টায় সাগর কন্যা পুলিশ সুপার মার্কেটের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধনে সারা দেশে নারী ও শিশু ধর্ষন ঘটনার তীব্র নিন্দা ও ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবী করেন আন্দোলনকারীরা। এতে বক্তব্য রাখেন কলেজ শিক্ষার্থী তাসনিয়া তানহা, তাসমিয়া তাবাসসুম লিসা, মারিয়া তাসমিম প্রমি, তামান্না, জেবা ফারিয়া আলভী এবং স্কুল শিক্ষার্থী খন্দকার মাইশা, আয়শা সিদ্দিকা দিনা, রাবেয়া বশরী স্নেহা প্রমুখ।
𝕿𝖍𝖊 𝕻𝖆𝖙𝖚𝖆𝖐𝖍𝖆𝖑𝖎 𝕿𝖎𝖒𝖊𝖘
'বিজ্ঞান ভিত্তিক অসাম্প্রদায়িক বৈষম্যহীন শিক্ষা চাই' দাবীতে মানববন্ধন।
'বিজ্ঞান ভিত্তিক অসাম্প্রদায়িক বৈষম্যহীন শিক্ষা চাই' দাবীতে মানববন্ধন।
স্বাধীন বাংলাদেশে একই ধারায় গণমুখী বিজ্ঞান ভিত্তিক অসাম্প্রদায়িক বৈষম্যহীন শিক্ষা চাই' দাবীতে পটুয়াখালীতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে ছাত্র ইউনিয়ন। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় পটুয়াখালী প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন পালিত হয়।
জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি এস এ হাই আকনের সঞ্চালনায় মানববন্ধন পালনকালে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন জেলা বাংলাদেশ কমিউনিস্ট পার্টির জেলার সভাপতি কমরেড মোতালেব মোল্লা, জেলা সমন্বয়ক অ্যাড. জহিরুল আলম স্বপ্ন , সহ সাধারণ সম্পাদক শুভাশ নাগ, জেলা ছাত্র ইউনিয়নের যুগ্ম আহবায়ক সাদিয়া সুলতানা প্রমুখ।
এসময় জেলা জাসদ, ছাত্র ইউনিয়ন ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ধনীর ছেলে-মেয়েরা স্মার্ট ফোনের মা
'বিজ্ঞান ভিত্তিক অসাম্প্রদায়িক বৈষম্যহীন শিক্ষা চাই' দাবীতে মানববন্ধন।
'বিজ্ঞান ভিত্তিক অসাম্প্রদায়িক বৈষম্যহীন শিক্ষা চাই' দাবীতে মানববন্ধন।
স্বাধীন বাংলাদেশে একই ধারায় গণমুখী বিজ্ঞান ভিত্তিক অসাম্প্রদায়িক বৈষম্যহীন শিক্ষা চাই' দাবীতে পটুয়াখালীতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে ছাত্র ইউনিয়ন। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় পটুয়াখালী প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন পালিত হয়।
জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি এস এ হাই আকনের সঞ্চালনায় মানববন্ধন পালনকালে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন জেলা বাংলাদেশ কমিউনিস্ট পার্টির জেলার সভাপতি কমরেড মোতালেব মোল্লা, জেলা সমন্বয়ক অ্যাড. জহিরুল আলম স্বপ্ন , সহ সাধারণ সম্পাদক শুভাশ নাগ, জেলা ছাত্র ইউনিয়নের যুগ্ম আহবায়ক সাদিয়া সুলতানা প্রমুখ।
এসময় জেলা জাসদ, ছাত্র ইউনিয়ন ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ধনীর ছেলে-মেয়েরা স্মার্ট ফোনের মা
আসুন আমরা সাইফুলের পাশে দাড়াই! 🤝
পটুয়াখালীর অনেকেই ওকে চিনবেন, আমাদের সবার চেনা মুখ মোঃ সাইফুল ইসলাম। ও পেশায় একজন বাদাম বিক্রেতা। ও দৃষ্টি প্রতিবন্ধী, ওর এক চোখে সমস্যা। ওর বাবা নেই, মা আছে এবং ওর সংসারের সব খরচ ও চালায় তাও শুধু মাত্র বাদাম বিক্রি করে। এখন এই বাদাম বিক্রির টাকায় ওর সংসার টানতে অনেক কষ্ট হচ্ছে। সকল ভাইবোন দের অনুরোধ রইলো সাইফুল এর পাশে দাড়ানোর জন্য, ওর পরিবারের পাশে দাড়ানোর জন।
সাইফুল এর বাসার ঠিকানাঃ- ছোট চৌরাস্তা, পটুয়াখালী।
রমিম মৃধা।
𝕿𝖍𝖊 𝕻𝖆𝖙𝖚𝖆𝖐𝖍𝖆𝖑𝖎 𝕿𝖎𝖒𝖊𝖘
পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র নিয়ে ডকুমেন্টারি (০২)। ⚡
পটুয়াখালীর কলাপাড়ায় নির্মিতব্য তাপ বিদ্যুৎ কেন্দ্র। যা কয়লা থেকে উৎপাদন করা হবে। 🏭
𝕿𝖍𝖊 𝕻𝖆𝖙𝖚𝖆𝖐𝖍𝖆𝖑𝖎 𝕿𝖎𝖒𝖊𝖘
এরাই হলো ঘুষখোর বানানোর কারিগর। এদেরকে সব জায়গা থেকে বয়কট করতে হবে। 🚫
এরাই হলো ঘুষখোর বানানোর কারিগর। ❌
বাউফলের ধানদি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুর মোর্শেদ মার্কশিট ও প্রশংসাপত্র’র জন্য শিক্ষার্থীদের কাছ থেকে অবৈধভাবে ৫০০ টাকা করে নিচ্ছে। টাকাটা তারা কোন খাতে নিচ্ছে শিক্ষার্থীরা এর জবাব চাইলে অসংলগ্ন কথা শুনতে হচ্ছে তাদের। 𝕿𝖍𝖊 𝕻𝖆𝖙𝖚𝖆𝖐𝖍𝖆𝖑𝖎 𝕿𝖎𝖒𝖊𝖘 এর মাধ্যমে কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এদের বিরুদ্ধে যেন কঠোর ব্যবস্থা নেওয়া হয়।
পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র নিয়ে ডকুমেন্টরী। ⚡
পটুয়াখালীর পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রটি সরকারি অনুমোদন মোতাবেক ২০১৯ সালের ডিসেম্বরে শেষ হওয়ার কথা ছিল যেটি এখন পর্যন্ত অসম্পূর্ণ। জ্ঞাতব্য যে, পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ কয়লা থেকে উৎপাদন করা হবে।