Entertainment By Xallik ツ

Entertainment By Xallik ツ Assalamualaikum wa-rahmatullah...


01/06/2024

যে শিক্ষা নারীকে ওড়না বিহীন করে দেয় এবং প্রাপ্তবয়স্ক পুরুষকে হাফপ্যান্ট পরতে শেখায়!
সে শিক্ষা কখনো জাতির মেরুদণ্ড হতে পারে না!

📍 কালাইয়া খাল, বাউফল,পটুয়াখালী© H.M. Junayad Islam Rakib
13/05/2024

📍 কালাইয়া খাল, বাউফল,পটুয়াখালী
© H.M. Junayad Islam Rakib

জাতি হিসেবে আমাদের কতটা অধপতন হয়েছে! মৃত ব্যাক্তিদেরও লুটপাট করতে দিধাবোধ করিনা।
12/05/2024

জাতি হিসেবে আমাদের কতটা অধপতন হয়েছে!
মৃত ব্যাক্তিদেরও লুটপাট করতে দিধাবোধ করিনা।

এই কেমন মৃত্যু আল্লাহ 😭😭আহ! দেখেই হৃদয়ে নাড়া দিয়ে উঠল! সিএনজির সিলিন্ডার থেকে আগুন লেগে মুহূর্তেই ড্রাইভার কংকাল হয়ে গে...
25/03/2024

এই কেমন মৃত্যু আল্লাহ 😭😭

আহ! দেখেই হৃদয়ে নাড়া দিয়ে উঠল! সিএনজির সিলিন্ডার থেকে আগুন লেগে মুহূর্তেই ড্রাইভার কংকাল হয়ে গেল! ড্রাইভার বের হওয়ার সুযোগ পর্যন্ত পায়নি! বসার মধ্যেই জীবন চলে গেল!! ছবিতে ড্রাইভার সিটে বসা দেখা যাচ্ছে৷

ঘটনাটি ঘটেছে কিছুক্ষণ পূর্বে৷ চন্দনাইশ গাছবাড়িয়া কলঘর এলাকায়৷ আল্লাহ চালককে জান্নাত নসীব করুন৷ তার পরিবারকে উত্তম বদলা নসীব করুন৷

আহ জীবন! মূহুর্তের মধ্যেই কি থেকে কি হয়ে গেলো! অথচ এই জীবন নিয়ে আমাদের কতশত আশা, আরও কত কি! মহান আল্লাহ তায়ালা আমাদেরকে হেফাজত করুন। আমীন।।

মিস্ত্রিকে বাড়িওয়ালা খুজতেছে 😂
18/03/2024

মিস্ত্রিকে বাড়িওয়ালা খুজতেছে 😂

Alor Disari আলোর দিশারী ツ
03/08/2023

Alor Disari আলোর দিশারী ツ

01/09/2022
29/08/2022

মেয়েদেরকে মেসেজ দেন কেন ?

আপনার লজ্জা শরম কিছু থাকলে কোন বেগানা নারীকে মেসেজ দিতেন না।

জনাব আপনার কল্যাণ কামনা করি তবে আপনার নীতিকে আমি ঘৃণা করি লজ্জা করেনা মেয়েদের ইনবক্সে মেসেজ দিতে?

দাড়ান! কে বলেছে মহিলাদেরকে ইনবক্সে সালাম দিতে!
সাওয়াব কামাই করতে আসছেন?
নাকি খাতির জমাতে আসছেন?

ছি!! বলতেও লজ্জা করে এত বড় বয়সের হয়ে, মেয়েদের সাথে ইনবক্সে খাতির করতে যান।
আরে আপনি যদি ঈমানওয়ালা নেককার একজন মানুষ হয়ে থাকেন, তবে আপনার চরিত্র এমন হবে কেন?

আপনি কেন মহিলাদেরকে মেসেজ করবেন?
আপনিও কি মাথায় টুপি মুখে দাঁড়ি গায়ে ইয়া বড় জুব্বা লাগিয়ে মেয়েদের সাথে প্রেম করতে মেসেজে খালি টুকা মারেন... লজ্জা করেনা বেহায়া কোথাকার?

বেগানা কোন পুরুষের সালামের জবাব দেওয়াও তো গোনাহ!
কি করতে এসেছেন ফেইসবুকে?
কোন বেগানা পুরুষ সে যত বড়ই দেখতে বুযূর্গ হোক না কেন তার সালামের জবাব দেওয়া ঠিক না।
অযথা পুরুষদের সালাম দেওয়াও গোনাহ, কে বলেছে ওয়াজীব তরক হবে?
শয়তান মনে মনে মাসআলা শেখায় আপনাদেরকে?

দরবেশগিরী শুধু পোষ্টে।
লেখার মধ্যে বড় হুজুর বড় বড় হাদিস লেখে আর ইনবক্সে মেয়েদের সালাম দেয়। আর বলে কেমন আছেন সম্মানিতা?
বাহ বাহ।
কত কৌশল নারী পটানোর।

আর কিছু মেয়ে আছে ফেইসবুকে নিজেদের বোরকা পড়া ছবি দেয় যাতে হুজুরগুলির এদের দেখলেই চুলকানী শুরু হয়ে যায়,কিন্তু কেনো??
প্রতিটি বোরকা পড়া প্রোফাইলের আইডিতে গায়রে মাহরামদের মেসেজের ঠেলাঠেলি কেনো??

বউ থাকলে সারাদিন বউয়ের সাথে প্রেম করেন সাওয়াব হবে,না থাকলে রোজা রাখেন।
ফেইসবুকে কেন এসব হ্যায় হ্যালো করতে এসেছেন।
সালাম কালাম কি নিজের হালাল মহিলাদের দিয়ে সাওয়াব কামাই করা যায়না ?
অপরিচিত বোরকা পড়া মেয়ে দেখলেই বাতাস দিতে মনে চায়
সম্মানিতা সম্মানিতা বলে?......

দয়া করে নীতি ঠিক করুন।
এসব দরবেশগিরী ছাড়ুন।
মনে রাখবেন গোপনে আল্লাহভীতি ছাড়া যে বলে আমি আল্লাহকে ভালবাসি সে মিথ্যুক ধোঁকাবাজ।

23/08/2022

- আমি কি কাউকে I Love You বলেছি.!🚫

- কারো সাথে Relationship stats দিয়েছি.!😋
- তবুও একদল লোক বলবে আমি নাকি প্রেম করি.!😒

বাবা..!😔ময়মনসিংহের ফুলপুরে মর্মান্তিক দূর্ঘটনায়  পুকুরে ডুবন্ত মাইক্রো বাস থেকে এভাবেই উদ্ধার করা হয় বুকে জড়িয়ে ধরা পিতা...
21/08/2022

বাবা..!😔

ময়মনসিংহের ফুলপুরে মর্মান্তিক দূর্ঘটনায় পুকুরে ডুবন্ত মাইক্রো বাস থেকে এভাবেই উদ্ধার করা হয় বুকে জড়িয়ে ধরা পিতার
ভালোবাসার রাজকন্যা'কে। এটাই,পিতৃত্য। প্রতিটি পিতার'ই সন্তানের প্রতি এমনই ভালোবাসা..!
(সংগৃহীত)

অবশেষে মারা গেল শাহিন ---মৃত্যুর আগে স্পষ্ট চিৎকার দিয়ে কিছু বলতে চেয়েছিলো ছেলেটি। কিন্তুু ভেতরে ধীরে ধীরে নিথর হয়ে যাওয়...
19/08/2022

অবশেষে মারা গেল শাহিন ---
মৃত্যুর আগে স্পষ্ট চিৎকার দিয়ে কিছু বলতে চেয়েছিলো ছেলেটি। কিন্তুু ভেতরে ধীরে ধীরে নিথর হয়ে যাওয়া শরীরের সমস্ত শক্তি দিয়েও সে বলতে পারেনি।
যশোরের কেশবপুরের অত্যন্ত দরিদ্র পরিবারে মা, ছোট ভাই, বোনকে নিয়ে বসবাস করতো ছেলেটি। বয়স ১২ কি ১৩, একটি ব্যাটারি চালিত অটোরিকশা চালিয়ে মা আর ছোট দুটো ভাই বোন নিয়ে কোন রকম চলে যেতো। মাদকসেবি কিছু বখাটে তার রিকশাটিকে ছিনতাই করে নিয়ে যেতে চাইলে ছেলেটি বাঁধা দিলে তাকে কুপিয়ে জখম করে।। পরবর্তীতে ছেলেটি মারা যায়।

তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।।।

যদি দিনের পর দিন সেঁজদায় আর দোয়ায় কাঁদতে কাঁদতে তোমার চোখের পানি শুকিয়ে যায়। যদি গভীর রাতে তাহাজ্জুদের জায়নামাজে অ...
19/08/2022

যদি দিনের পর দিন সেঁজদায় আর দোয়ায় কাঁদতে কাঁদতে তোমার চোখের পানি শুকিয়ে যায়। যদি গভীর রাতে তাহাজ্জুদের জায়নামাজে অতি বিনীয় আর বিশ্বাসের সাথে দোয়া করেই যাও। আর তার পরেও যদি তোমার মনের চাওয়া গুলো অপূর্নয় থেকে যায়।যদি আরসে আজিম থেকে কোনো ফয়সালা না আসে,যদি তোমার ডাকে তোমার প্রভু সাড়া না দেয়!!! তবুও হাল ছেড়ে দিয়ো না হে মুমিন!!ধৈর্য্য হারা হয়ে যেয়ো না হে ধৈর্যশীল!!!তবুও যেনো হতাশ হয়ে যেয়ো না হে বিশ্বাসী!! সাহায্য আসবে।আসবেই। তুমি কি জানো না হে মুমিন তিনি পরম করুনাময় অসীম দয়ালু। তুমি কি জানো না হে বিশ্বাসী তিনি সমস্ত চাওয়া পাওয়া গুলো পূরনের ক্ষমতা রাখেন। তুমি কি জানো না, তিনিই তোমার মালিক যে তোমাকে ভালো বেসে সৃষ্টি করেছেন। তবে এত সংসয় কিসের?? মনে রেখো হে বিশ্বাসী দোয়া করতে পারাটাই দোয়া কবুলের পূর্বাবাস। তুমি কি জানো না কষ্টের সাথেই রয়েছে সস্তি,দুঃখের পরেই আসে সুখ। বুক চাপা কষ্টগুলো রবের দরবারে কান্না হয়ে ঝরে পড়তে দিন। যত ইচ্ছে হয় রবের দরবারে কাঁদুন! রবের দরবারে এক বিন্দু অশ্রুকণাও বিফলে যাবে না। ইনশাআল্লাহ।
তিনি জানেন তোমার মন কি চায়, তোমার আত্তা কি চায়। বিশ্বাস রাখো, ধৈর্যধারন করো জয় তোমারই হবে।
ইনশাআল্লাহ।

,,,,,,,,,,সংগৃহীত।

10/05/2022

18/04/2022

সময়ের ব‍্যবধানে কত আপন মানুষ ও অপরিচিত হয়ে গেল________🥀🥀😌
17/04/2022

সময়ের ব‍্যবধানে কত আপন মানুষ ও

অপরিচিত হয়ে গেল________🥀🥀😌

Address

Patuakhali

Telephone

+8801308006203

Website

Alerts

Be the first to know and let us send you an email when Entertainment By Xallik ツ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Entertainment By Xallik ツ:

Videos

Share

Category