HASIB

HASIB Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from HASIB, Video Creator, Patuakhali.
(1)

এক কথায় খুব সাধারণ,সাদা-মাটা আমি একজন।
কম কথা বলি।পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করি।বিলাসিতা পছন্দ করি না।আকাশ-কুসুম কল্পনা করি না। একা আর অন্ধকারে থাকতে ভালোবাসি।

04/12/2024
17/11/2024

অল্প ভুলেই মানুষ ছেড়ে যায়, অথচ হাজার ভুলের পরেও মহান আল্লাহ ক্ষমা করে দেন.!💙🌼

- সুবহানাল্লাহ.!🌸

26/10/2024

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

10/10/2024

প্রসাদ খাওয়া হারাম।

অমুসলিমদের ধর্মীয় অনুষ্ঠানে যাওয়া মুসলিমদের জন্য নিষেধ। তবে তাদের ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষে যদি মুসলিমদের বাড়িতে কোন খাবার আসে, সেই খাবার খাওয়া সাধারণত বৈধ। উত্তম হল উত্তম আখলাকের সাথে এড়িয়ে চলা। তবেঃ

১। যদি তাদের জবাইকৃত কোন প্রাণীর গোশত হয়
২। যদি তাদের মিথ্যা উপাস্যদের উৎসর্গ করা খাবার হয়
৩। যদি খাবারে কোন নাপাকি বা হারাম জিনিস মিশ্রিত থাকে
তাহলে এসব খাবার খাওয়া হারাম।

হিন্দুদের পূজার সময়ে কিছু কিছু খাবার মূর্তিকে উৎসর্গ করা হয়। যেটাকে প্রসাদ বলা হয়। এই প্রসাদ মুসলিমদের জন্য খাওয়া হারাম। কারণ এই খাবার গাইরুল্লাহ তথা আল্লাহ ছাড়া ভিন্ন উপাস্যের নামে উৎসর্গ করা হয়েছে। আর ভিন্ন উপাস্যদের জন্য উৎসর্গকৃত খাবারকে পবিত্র কুরআনকে একাধিকবার হারাম ঘোষণা করা হয়েছে।

আমাদের অনেক অবুঝ মুসলিমরা পূজার সময় প্রসাদ খেয়ে থাকেন। অথচ এই খাবার তাদের জন্য হারাম। মুসলিমদের জন্য এসব খাবার থেকে পরিপূর্ণ বিরত থাকা আবশ্যক।

তিনি তোমাদের উপর হারাম করেছেন, মৃত জীব, রক্ত, শুকর মাংস এবং সেসব জীব-জন্তু যা আল্লাহ ব্যাতীত অপর কারো নামে উৎসর্গ করা হয়। ( সুরা বাকারা, আয়াত ১৭৩) সূরা মায়েদা, সুরা আনআম, সুরা নাহলেও একই বক্তব্য এসেছে।

আল্লাহ মুসলিদেরকে বুঝার ও পালন করার তাওফিক দান করুন। আমিন।

© ইফতেখার সিফাত (হাফি.)

❤️
02/10/2024

❤️

01/10/2024

মোবাইলে জমে থাকা কিছু অপ্রয়োজনীয় Image delete করছিলাম, ফোনও বার বার জিজ্ঞাসা করছিলো, 'Are You Sure?' আমি তখন সত্যি অবাক হয়ে ভাবছিলাম, 'একটা মেশিনও তাঁর Storage এ থাকা Image এর সাথে সম্পর্ক শেষ করার আগে Confirmation চাইছে!'

আর আমরা মেশিন চালানো মানুষগুলো, কোনো সম্পর্ক শেষ করার আগে Confirmation তো দূরের কথা, একটা Information পর্যন্ত দেওয়ার সৌজন্য দেখাতে পারি না......

28/09/2024

ড. ইউনূসের ৪ দিনের সফরে দেশের জন্য ৭০০ কোটি ডলার অর্জন।

22/09/2024

"মেট্রোরেল"

আগে: ৬ মাসে আয় ১৮ কোটি টাকা !
বর্তমানে: ১৮ দিনে আয় ২০ কোটি টাকা!

19/06/2024

আমি রোবট হতে চাই। যার হৃদয় নেই, মস্তিষ্ক নেই, অনুভূতি নেই, ব্যথা নেই, যার কিছুই নেই।

19/06/2024

অনুরোধ করে কাউকে ধরে রাখা যায় না। যে প্রকৃত ভালোবাসে সে কখনো ছেড়ে যায় না।

22/03/2024

আজকাল মিথ্যা বলেই বেশী ভালোবাসা অর্জন হয়।

20/03/2024

এরিয়ে যাবেন না।

লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সাঃ)
আপনি ভাবতেই পারবেন না, আপনার একটা শেয়ারে কালেমাটি কতজন পড়বে।

14/03/2024

সাগরে ডুবে যাওয়ার পর, গলায় মুক্তা ঝুলিয়ে ফিরে আসার নাম জীবন।❤️

11/03/2024

আজ মাগরিবের আযান এর সাথে সাথে বন্ধ করে দেওয়া হবে সব জা'হান্নামের দরজা। আ-যা-ব বন্ধ করে দেওয়া হবে সব কবরবাসীদের। ৭০ গুণ করে দেওয়া হবে সব সওয়াব। আটকে ফেলা হবে সব শয়/তানদের। প্রত্যেকদিন ইফতারীতে কবুল করা হবে একটি করে দোয়া। এমন একটি রাত দ্বান করা হবে যে রাতে যে যা চাইবে তাই পাবে।

আল্লাহ এর পক্ষ থেকে তাঁর বান্দাদের প্রতি এই অফার শুধু এই মাসের জন্য। যে জগৎ দেখার ক্ষমতা আমাদের চোখের নেই, সেই জগতে ঘটে গেছে অনেক বড় বড় ঘটনা!

রমাদান মোবারক❤️

11/03/2024

মাগরিবের আজানের সাথে সাথে সকল কবরবাসীর কবরের আযাব বন্ধ হয়ে গেল।
রমজান মোবারক। 🖤

11/03/2024

দেশ-বিদেশে অবস্থানরত সকল ধর্মপ্রাণ মুসলিম ভাই-বোনদের প্রতি রইলো পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা।

11/03/2024

রমজান শান্তির মাস।এই রমজানে আমাদের মনের অস্থিরতা দূর হোক।আমাদের জীবনটা সুন্দর হোক!🖤

Address

Patuakhali

Alerts

Be the first to know and let us send you an email when HASIB posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category