Subash Mardy

Subash Mardy I am a Professional Digital Marketer, Content Writer and logo Designer Expert .

"আবেগ হলো মোমবাতি যা অল্প কিছুক্ষণ পরে নিবে যায়,, 🖤🥀আর বিবেক হলো সূর্যের আলো যা কখনো নিভে না,, 💪🔥তাই আবেগ নয়, বিবেক দিয়ে...
17/10/2023

"আবেগ হলো মোমবাতি যা অল্প কিছুক্ষণ পরে নিবে যায়,, 🖤🥀

আর বিবেক হলো সূর্যের আলো যা কখনো নিভে না,, 💪🔥

তাই আবেগ নয়, বিবেক দিয়ে কাজ করুন। 🙂✅

⏰আপনার সময়কে সঠিক কাজে ব্যবহার করুন⏰✡️দেখবেন  #সময় আপনাকে সঠিক জায়গায় পৌঁছে দিয়েছে🎯
17/10/2023

⏰আপনার সময়কে সঠিক কাজে ব্যবহার করুন⏰

✡️দেখবেন #সময় আপনাকে সঠিক জায়গায় পৌঁছে দিয়েছে🎯

14/10/2023
ফ্রিল্যান্সিং দিন বদল এর গান🥰💪ঘরে বসে কাজ করা যায় ,সংসার দেখভাল তো করা যায়, পাশাপাশি আয় ও মন্দ নয়❤💚✡পরিবেশটা যেমন নি...
14/10/2023

ফ্রিল্যান্সিং দিন বদল এর গান🥰💪

ঘরে বসে কাজ করা যায় ,সংসার দেখভাল তো করা যায়, পাশাপাশি আয় ও মন্দ নয়❤💚✡

পরিবেশটা যেমন নিরাপদ ,তেমনি ৯ টা থেকে ৫ টা পর্যন্ত অফিসের ঝামেলা নেই। সব মিলিয়ে নারীদের জন্য ফ্রিল্যান্সিং আদর্শ পেশা হয়ে উঠেছে।

দিন দিন নারী ফ্রিল্যান্সারের সংখ্যা বাড়ছে ✡ ✡
#ফ্রিল্যান্সিং #জীবনের #ধৈর্য #শ্রম

ফ্রিল্যান্সিং নিয়ে কিছু কথাঃআমি কি ফ্রিল্যান্সিং পারবো?আমার ফ্যামিলি তো রাজি হবে না। আমার কাছে তো কোনো টাকা নাই। তাহলে আ...
13/10/2023

ফ্রিল্যান্সিং নিয়ে কিছু কথাঃ
আমি কি ফ্রিল্যান্সিং পারবো?
আমার ফ্যামিলি তো রাজি হবে না। আমার কাছে তো কোনো টাকা নাই।
তাহলে আমি কেমনে #ফ্রিল্যান্সিং করব??
ফ্রিল্যান্সিং করতে লাগে শুধু ধৈর্য আর কাজ করার প্রবল ইচ্ছা।
✅ যদি আপনার এই ২টা জিনিস থাকে তাহলে আপনি ফ্রিলান্সার হতে পারবেন।
আর ফ্যামিলি মানবে না এটাই স্বাভাবিক। কারণ,তাদের এই বিষয়ে কোনো ধারণাই নেই। তাদেরকে ভালো করে বুঝাতে হবে। তাহলে তারা অবশ্যই বুঝবে
আর টাকা নেই?
না থাকাটা স্বাভাবিক। কারণ, টাকা থাকলে তো আর কাজ করতেন না।
#কষ্ট, #শ্রম আর #ধৈর্য ছাড়া ভালো কিছু করা সম্ভব না।
নিতে শিখুন।
দেখবেন জীবন আপনাকে অনেক ভালো কিছু দিবে।
তাই আর দেরি কিসের আজকেই শুরু করুন আপনার #জীবনের প্রথম ধাপ।

একজন ফ্রিল্যান্সার-এর ভবিষ্যৎ কেমন? দেখা যায়, কয়েক বছর ফ্রিল্যান্সিং করে অন্য পেশায় নিয়োজিত হয়ে যায়। কেন?ব্যাক্তিগতভাবে ...
12/10/2023

একজন ফ্রিল্যান্সার-এর ভবিষ্যৎ কেমন? দেখা যায়, কয়েক বছর ফ্রিল্যান্সিং করে অন্য পেশায় নিয়োজিত হয়ে যায়। কেন?

ব্যাক্তিগতভাবে আমি গত ২ বছর সরাসরি ফ্রিল্যান্সিং বিষয়ক ট্রেনিং এবং স্টুডেন্ট ম্যানেজমেন্ট নিয়ে কাজ করি। প্রতি মাসে অন্তত নতুন এবং পুরাতন মিলে ৭/৮০০ শিক্ষার্থী ম্যানেজ করতে হয়। তাদের কাছ থেকে দেখা এবং অভিজ্ঞতা থেকে আমি যা ভাবি বা যে বুঝি তাই শেয়ার করছি--



ফ্রিল্যান্সিং এর সাথে যেহেতু দেশের বাজার ব্যবস্থার কোনো প্রকার সম্পৃক্ততা নেই, তাই এই পেশাটি অনেকটা সেইফ এবং এখান থেকে অনেক আয় করা যায়, যদি আপনার অভিজ্ঞতা এবং কাজের স্কিল সেরকম হয় থাকে।
একেকজন অভিজ্ঞ ফ্রিল্যান্সার প্রতিমাসে কম হলেও ২ হাজার ডলার থেকে শুরু করে ৪/৫ হাজার ডলার আয় করেন। ক্ষেত্র বিশেষে তা বেশি-কমও হতে পারে। এখন কথা হলো প্রতি মাসে যদি ২/৩ হাজার ডলার উপার্জন হয়, তাহলে কি দরকার শুধু শুধু ফ্রিল্যান্সিং বাদ দিয়ে অন্যের কোম্পানীতে জব করা বা নিজে কোম্পানী খোলা।
এই ধরনের ফ্রিল্যান্সাররা একটা সময় এতো কাজের অর্ডার পান যে নিজে একা করতে পারেন না। কারন তাদের প্রোফাইলগুলো ক্লায়েন্টদের কাছে কাংখিত বস্তু হয়ে উঠে। প্রতিদিন দেখা যায় ৫/৭/১০ টার মতো কাজ ক্যান্সেল করতে হয়। এভাবে মাসে হয়তো দেখা যায় ১০০ এর বেশী কাজ বাতিল করতে হয়। এই ধরনের পরিস্থিতি যখন নিয়মিত হতে থাকে তখনই তাদের মনে হয় একটা ছোটো-খাটো টিম করে কাজ করলে এই আয়গুলো যোগ হবে। তাই তারা অনেক সময় নিজে কাজ বাদ দিয়ে অধিনস্থ ফ্রিল্যান্সার নিয়োগ করেন।
আবার অনেকে কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়েন। নিয়মিত কম্পিউটারে ১২/১৫ ঘন্টা কাজ করে একটা সময় এসে চোখ, মেরুদন্ডে সমস্যায় ভোগেন। তাই দেখা যায় ফ্রিল্যান্সিং শুরু করার ৫/৭ বা ১০ বছর পর কাজ বন্ধ করে অন্য কোনো কাজ বা ব্যবসায় নেমে পড়েন। তবে তারা যাই করেন না কেনো ফিক্সড কিছু ক্লায়েন্ট এর কাজ নিয়মিত করেন যাতে একটা নির্দিষ্ট পরিমান টাকা তার একাউন্টে প্রবেশ করে।
ভবিষ্যতের কথা যদি বলি ফ্রিল্যান্সিং এর ভবিষ্যত খুবই ভালো। বর্তমানে এশিয়ান দেশগুলোতে ফ্রিল্যান্সিং এর জনপ্রিয়তা আকাশ্চুম্বি যদিও তা আমেরিকা, ইউরোপ এবং ওশেনিয়ার দেশগুলোতে বহুকাল ধরে চলে আসতেছে। আমরা জানি যে এশিয়ান দেশগুলো বিশেষ করে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলংকা, ভিয়েতনাম এ কাজের মজুরি উন্নত দেশগুলোর তুলনায় অনেক কম। ফ্রিল্যান্সিং মার্কেট এর ৯০ শতাংশ কাজই যেহেতু উন্নতদেশগুলোর উপর নির্ভর, তাই কাজ কাজের স্কিল যদি ভালো থাকে, তাহলে কাজ পাওয়ার সম্ভাবনা অনেক বেশি।
দেশের ভিতরে যতোই গন্ডগোল আর গোলযোগ থাকুক না কেনো, ফ্রিল্যান্সিং এর কাজ করতে কোনো সমস্যা নেই। শুধু আপনার ইন্টারনেট কানেকশন থাকলেই চলবে।
যদি আপনি আপনার দক্ষতা আপ-টু-ডেট রাখেন, তাহলে ফ্রিল্যান্সিংয়ে কাজ পেতে আপনাকে তেমন বেগ পেতে হবেনা। আপনার স্কিল মোটামুটি মানের হলে প্রতি মাসে ৫০০ ডলার আয় করা যায়, আর স্কিল আরো ভালো হলে ১০০০ ডলার নিয়মিতভাবে আয় করা তেমন কিছু না।
আমি এমন অনেককেই চিনি যারা দেশের শীর্ষস্থানীয় ভার্সিটি থেকে অনার্স, মাস্টার্স করে পরবর্তীতে গ্রাফিক ডিজাইন বা ওয়েব ডিজাইন বা এ্যাপস ডেভেলপমেন্ট নিয়ে ফ্রিল্যান্সার হিসেবে কাজ করছেন।
তবে আপনাকে হতে হবে আত্মবিশ্বাস, দক্ষ, নিয়মানুবর্তী আর পরিশ্রমী। তাহলেই আপনি ফ্রিল্যান্সার হিসেবে একটি সফল ক্যারিয়ার গড়ে তুলতে পারবেন।

ডিজিটাল মার্কেটিং কি ?ডিজিটাল  হচ্ছে মূলত ইলেকট্রনিক মিডিয়ার যার মাধ্যমে নিজের ব্যবসা প্রতিষ্ঠানের প্রচার বা প্রসার করা...
06/07/2023

ডিজিটাল মার্কেটিং কি ?
ডিজিটাল হচ্ছে মূলত ইলেকট্রনিক
মিডিয়ার যার মাধ্যমে নিজের ব্যবসা প্রতিষ্ঠানের প্রচার বা প্রসার করা। যেমন: সোশ্যাল মিডিয়া, সার্চ ইঞ্জিন মার্কেটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের,ইমেইল মার্কেটিং এর মাধ্যমে হতে পারে।বর্তমানে আমরা ইন্টারনেট ব্যবহার করে ঘরে বাইরে দূর-দূরান্তে মানুষের সাথে কথা বলতে পারছি এছাড়া ও তাদের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তাদেরকে আমারা দেখতে পারছি।এখন সাধারনত ইন্টারনেট ব্যবস্থা কে কাজে লাগিয়ে অনলাইনের মাধ্যমে ঘরে বসে বেশি ভাগ মানুষ পণ্য কেনা কাটা করা বা প্রতিষ্ঠানের মার্কেটিং করাকে বলা হয় ডিজিটাল মার্কেটিং।

ডিজিটাল মার্কেটিং কেন করব ?
ডিজিটাল মার্কেটিং করা হয় ওয়েবসাইট , ব্লগ, ফেসবুক পেইজ, ইউটিউব ভিডিও ইত্যাদির মাধ্যমে যেখানে সরাসরি কাস্টমার তাদের অভিজ্ঞতা প্রকাশ করতে পারে। যার মাধ্যমে তাদের সাথে সহজে সম্পর্ক তৈরি হয়। যাতে করে আপনার একটি পণ্য উৎপাদনের প্রতিষ্ঠান রয়েছে। সেটা শুধু আশেপাশের মানুষ শুধু জানে আপনার প্রতিষ্ঠান আছে। কিন্তু দূর-দূরান্তের খুব বেশি ভাগ লোক জানে না। তাহলে এই ব্যবসা প্রতিষ্ঠান প্রচার করতে হবে আর এই জন্য জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো যেমন ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম এদের মত ওয়েবসাইটগুলো আপনার ব্যবসা প্রতিষ্ঠানের প্রচার করে। আর এর মধ্যে আপনার ব্যবসা পরিধি ও বাড়বে এবং অনেক কাস্টমার তৈরি হয়ে যাবে। যা ব্যবসাটি দ্রুত বড় করতে সাহায্য করবে। তাছাড়াও এর মাধ্যমে আপনার ব্যবসা প্রতিষ্ঠান আরও অনেক মানুষ চিনবে এর মাধ্যমে।

Address

Patnitala

6540

Alerts

Be the first to know and let us send you an email when Subash Mardy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Subash Mardy:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share