Chatgaiya RezaVai

Chatgaiya RezaVai আসসালামু আলাইকুম।
বদ্দা কি হবর?
চাটগাঁইয়া রেজাভাই'য়ুর পেইজত
তোয়ারে স্বাগতম। ☘️
(5)

23/01/2025

স্বাবলম্বী প্রজেক্ট - ৪৩
CBB Foundation 🌿❤️

এক যুগেরও পূর্বে মানব সেবার মহান ব্রত নিয়ে আমাদের যাত্রা শুরু হয়েছিলো। সেই সেবার অংশ হিসেবে অস্বচ্ছল পরিবারকে স্বচ্ছল করার উদ্দেশ্যে ২০২১সাল থেকে গৃহিত আমাদের উদ্যোগ স্বাবলম্বী প্রজেক্ট।

এবং এই প্রজেক্টের আওতায় আরও একটি পরিবারকে স্বচ্ছল করার উদ্দেশ্যে আমাদের সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতায় একটি ফুডকার্ট প্রদান সফলভাবে সম্পন্ন হলো।

আমাদের প্রবল আকাঙ্ক্ষা ২০৩০ সালের মধ্যে CTG BLOOD BANK এর স্বাবলম্বী প্রজেক্টের মাধ্যমে সুফল পাওয়া পরিবারের সংখ্যা এক হাজারে নিয়ে যাওয়া।

— ইনশা আল্লাহ্। দোয়া রাখবেন সকলে আমাদের জন্য।🤲🌿

11/01/2025

প্রকৃতির মাঝে 🌿 আলাদা একটা শান্তি, যা অন্য কোথাও পাওয়া যায় না 🥀

আস্থা ,বিশ্বাস ,এবং ভালোবাসায় ১২টি বছর! 🌿শুভ জন্মদিন CTG BLOOD BANK মোঃ রেজাউল হক কার্যকরী সদস্য সিটিজি ব্লাড ব্যাংক #আল...
12/12/2024

আস্থা ,বিশ্বাস ,এবং ভালোবাসায়
১২টি বছর! 🌿
শুভ জন্মদিন CTG BLOOD BANK
মোঃ রেজাউল হক
কার্যকরী সদস্য
সিটিজি ব্লাড ব্যাংক

#আলহামদুলিল্লাহ্‌!
দীর্ঘ আট বছর আমার পথ চলা প্রিয় সংগঠনে সাথে। আল্লাহর সন্তুষ্টির অর্জনের লক্ষ্যে আস্থা ভালোবাসা এবং জবাবদিহিতার সাথে আরো দীর্ঘ সময় কাজ করে যাবো ইনশাআল্লাহ্‌।

07/10/2024

এই যাবৎকালে আমার সাথে যারাই প্রেম করেছে , তাদের সবারই ভালো ঘরে বিয়ে কিংবা নতুন প্রেম হয়েছে। এবার তুমি ভেবে দেখো যা ভালো মনে করো।...

মানুষকে নিয়ে ওভার কনফিডেন্স দেখানো ভালো নয়! মানুষ শুরুতে যেমন দেখায় শেষটা তেমন থাকেনা...🙂
06/10/2024

মানুষকে নিয়ে ওভার কনফিডেন্স দেখানো ভালো নয়! মানুষ শুরুতে যেমন দেখায় শেষটা তেমন থাকেনা...🙂

15/07/2024

কোনো তর্কবিতর্ক ছাড়াই বলা যাবে--
এই দল সেরাদের সেরা 💙
🏆🔥

খুব সম্ভবত ২০০৬ সালে প্রথম বিশ্বকাপ ফুটবল বুঝতে শিখেছি। আমার বড় ভাইয়ার মুখে শুনেছি MESSI নামে একটা তারাকা এসেছে ফুটবল বিশ্ব কাঁপাতে তখন থেকে আর্জেন্টিনার প্রেমে পরেছি।

একটা আর্জেন্টিনা পতাকার জন্য অনেক কান্না করছিলাম তখন। তৎকালীন সময় আর্জেন্টিনার পতাকার মত দেখতে দোকানে কিছু বাজারের পলিথিন পাওয়া যেতো, সেই পলিথিন ব্লে*ড দিয়ে কে টে সমান করে বৃষ্টিতে ভিজে ভিজে একটা বাঁশ দিয়ে বাড়ির উঠানে দাড় করায় দিয়েছিলাম।

সেইদিন থেকে প্রতিটা বিশ্বকাপে আর্জেন্টিনার হার দেখে কত ধিক্কার কত কটু কথা শুনেছি। তবে বিশ্বাস ছিলো মেসি একদিন ফুটবল বিশ্ব রাজত্ব করবে। ২০২০ সাল থেকেই জয়জয়কার শুরু.....

07/06/2024

মানুষ এমনও হয়?
আল্লাহ! কিভাবে সম্ভব!
এমন নিষ্পাপ শিশু আমার নিজের ঘরেও আছে! কি দোষ ছিলো এই শিশুটার!

হাত পা বেঁ ধে বস্তায় মুড়িয়ে পানিতে ফেলে হ ত্যা! হাই আল্লাহ তাদের স্থান কোন জাহা ন্নামে রেখেছেন?

03/06/2024

মাশা আল্লাহ্ ❤️
সুন্দর এবং গুছানো চমৎকার বক্তব্য
সৈয়্যদ হাসান আযহারী হুজুর🔰

"সচেতন নাগরিক সমাজ" কতৃক আয়োজিত এনজিওদের দেশবিরোধী অপতৎপরতা সচেতন নাগরিকদের করণীয় শীর্ষক "জাতীয় সেমিনার"

সামনে সেল্ফি নিচ্ছে যে ওটা শুধু আমার🥰 বাকী সব আপনারা মিলে মিশে ভাগে যোগে নিয়েন নিন।।😁
12/05/2024

সামনে সেল্ফি নিচ্ছে যে ওটা শুধু আমার🥰 বাকী সব আপনারা মিলে মিশে ভাগে যোগে নিয়েন নিন।।😁

06/05/2024

আমার এক কাজিন ৪০+ স্যালারি পেতো।
বিয়ে হবার পর স্বামীকে আর পাত্তা দিতো না৷
একটা মেয়ে বাচ্চা হবার পর। মেয়ে নিজেই স্বামী কে ডিভোর্স দেয়।
কারণ পুরো ফ্যামিলি মেয়ের পক্ষে৷.
এভাবে ২/৩ বছর যাবার পর মেয়ে বুঝতে পারিবারে তার দাম ৪০ হাজার টাকা স্যালারির কারণে৷ একটা সময় চরম একাকিত্ব অসহ্য হলে বিয়ের কথা বলে।
০৭ বছরেও একটা পাত্র জুগাতে পারেনি। ঐ মেয়ে তখন হারে হারে টের পায় বাস্তবতা কত কঠিন।
এটাও টের পায় পুরুষ কে প্রতিপক্ষ ভেবে নিজের পায়ে কুড়াল মারলো।
যে পুরুষ কে তুচ্ছতাচ্ছিল্য করে ডিভোর্স দিলো। ঐ ছেলে ৩ মাসের মাথায় ঠিকই একটা অবিবাহিত মেয়ে বিয়ে করে নেয়।
একটা পর্যায়ে পরিবার অতিষ্ঠ হয়ে যায়। বাবা অসুস্থ হয়ে যায় এসব টেনশনে মেয়ের দ্বিতীয় বিয়ে দেবার জন্য। সংসারে এত গেঞ্জাম লেগেছে যে। ২ ভাই বিয়ে করে বাসা থেকে বের হয়ে যায়।
শেষ পর্যন্ত একটা মেয়ের লাইফ পর্যন্ত নষ্ট হয়নি। সাথে মা বাবাও তিলে তিলে শেষ।
একটা সময় নিজ কন্যার গ্রেজুয়েশন নিয়ে আত্মীয় স্বজন মহলে গর্ব করতো। এখন বিড়ালের মত মুখ লুকিয়ে হাফ ছাড়ে।
আমাদের বাকি খালাদের অল্পশিক্ষিত মেয়েদের সংসার দেখে আফসোস করে। কী ভয়ংকর বাস্তবতা। একটা সময় আমার অল্পশিক্ষিত যে খালাতো বোনরা এই শহুরে খালাতো বোনের গ্রেজুয়েশন দেখে আফসোস করতো।
ভাবতো আমরা পিছিয়ে আছি। ঐ মেয়ে জব করে সেটেল।
আজ ঐ মেয়ে আফসোস করে ক্যানো অল্পশিক্ষিত থেকে বিয়ে হলো না।
ক্যানো যৌবনের আনন্দ থেকে বঞ্চিত হলো। ক্যানো পরিবার আর সংসারের ছোয়া থেকে বঞ্চিত হলো।
এই ফেমিনিজম কত লাখ মেয়ের জীবন নষ্ট করেছে। সেটার হিসাব নেই। আর এই কারণেই শেষ পর্যায়ে তারা কট্টর ধর্ম বিদ্বেষী হয়ে পড়ে। কট্টর পুরুষ বিদ্বেষী হয়ে পড়ে৷
✍️যুহদ

প্রিয় হুজুর বাংলার গর্জন আল্লামা মামুনুল হক সাহেব মুক্তি পেয়েছেন।
02/05/2024

প্রিয় হুজুর বাংলার গর্জন আল্লামা মামুনুল হক সাহেব মুক্তি পেয়েছেন।

01/05/2024

শ্রমিক দিবসে নিজেই অফিসে ডিউটিরত অবস্থায় স্যালুট জানাচ্ছি আমাদের প্রত্যেকের ঘরে বিনা বেতনে নিঃস্বার্থ কাজ করা রান্নাঘরের সেইসকল মা বোন ভাবিদের...

জ~ঙ্গি বলে আখ্যায়িত করা সেই মোল্লাদের দেশ❤️ ইসলামি শাসন চালু হওয়ার সাথে সাথে অবিশ্বাস্য পরিবর্তন এসেছে। যুদ্ধবিধ্বস্ত এই...
29/04/2024

জ~ঙ্গি বলে আখ্যায়িত করা সেই মোল্লাদের দেশ❤️ ইসলামি শাসন চালু হওয়ার সাথে সাথে অবিশ্বাস্য পরিবর্তন এসেছে। যুদ্ধবিধ্বস্ত এই দেশ খুব অল্পদিনেই ঘুরে দাড়িয়েছে।👌
অথচ কত মুখে কত কথা!

26/04/2024

হযরত থানভী রহ.-এর কাছে এক ব্যক্তি চিঠি লিখল, হযরত আমি আপনার সাথে দেখা করতে চাই। কিন্তু আমার মুখে দাঁড়ি নাই, প্যান্ট-শার্ট পরি, তাই সংকোচবোধ করছি।

হযরত লিখলেন, আপনি কিছু প্রকাশ্য গুনাহের সাথে জড়িত, আমি কিছু গোপন গুনাহের সাথে জড়িত, তাই এক গুনাহগার আরেক গুনাহগারের সাথে দেখা করতে পারে। ফলে চলে আসুন।

ছয় মাস পরে লোকটা দেখা করতে আসলে হযরত বললেন, আপনার চিঠির বর্ণনার সাথে তো আপনার সুরতের মিল নাই?!

সে বলল, হযরত আপনার বিনয় আমার জীবনকে পরিবর্তন করে দিয়েছে।

23/04/2024

পটিয়া তোফাইল আলী মুন্সিরো বাড়ি গুষ্টি একাংশের ঈদ উদযাপন-২০২৪
ব্যস্ততার কারণে লেট আপলোড।

পুরো ভিডিও না দেখলে ব্লগে দুইটা ভুল খুঁজে পাবেন না...

তিন চাচা-ভাতিজা বন্ধুবর Mizanur Jishan MD Shapikur Rahman
18/04/2024

তিন চাচা-ভাতিজা
বন্ধুবর Mizanur Jishan MD Shapikur Rahman

Address

ZAHID VILLA PATIYA
Patiya
4370

Alerts

Be the first to know and let us send you an email when Chatgaiya RezaVai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Chatgaiya RezaVai:

Videos

Share