ETV ��সত্যের সন্ধানে একধাপ এগিয়ে..... সত্যের সন্ধানে একধাপ এগিয়ে

পরীক্ষার্থীদের নিকট থেকে টেস্ট পরীক্ষার নামে অতিরিক্ত ফি আদায় করা যাবে না
17/04/2024

পরীক্ষার্থীদের নিকট থেকে টেস্ট পরীক্ষার নামে অতিরিক্ত ফি আদায় করা যাবে না

06/03/2024

একটা সিগারেট আর একটা চা খাইতে গেলেও ৪-৫ টা পোলাপাইন নিয়া বাইর হওয়া জমিদার ছেলেটার ও একদিন একলা একলা দৌড়াদৌড়ি করতে হয় চাকরি খুঁজতে, চাকরি করতে।

দেশে আস্ত একটা সার্কেল রেখে গিয়ে কাউরে আবার একা একাই ঘুরতে হয় প্রবাস জীবনের পথে পথে ... এক গাদা বন্ধু বান্ধবী নিয়ে ক্যাম্পাসে ঘুরতে থাকা ছেলেমেয়েদেরও শেষমেষ জীবন নিয়া একা একাই সার্ভাইব করতে হয়।

মানুষের স্রোতে ভাসতে থাকা মানুষদেরও
একদিন না একদিন নিঃসঙ্গতারে কবুল বলে গ্রহণ করতে হয়...

এই হিসেব সময়ের? না মানুষের ?
তা এক অদ্ভুত গোলকধাঁধাই বটে!

'আলোকশূন্য নক্ষত্র '

Shi Mul

শুধুমাত্র জরুরী প্রয়োজনে পুলিশ, ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স সহায়তা পেতে ৯৯৯ নম্বরে ফোন করুন। অপ্রয়োজনে ফোন করে লাইন ব্...
28/12/2023

শুধুমাত্র জরুরী প্রয়োজনে পুলিশ, ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স সহায়তা পেতে ৯৯৯ নম্বরে ফোন করুন। অপ্রয়োজনে ফোন করে লাইন ব্যস্ত রাখবেন না। তাতে হয়তো সত্যিকার বিপদগ্রস্ত ব্যক্তির সহায়তা পেতে বিলম্ব হতে পারে।

❌🚫এলার্ট পোস্ট 🚫❌বিগত দু'একদিন যাবত ফ্রেন্ডলিস্টের অনেকের আইডি থেকে অনাকাঙ্ক্ষিত (18+) স্টোরি এবং পোস্ট করা হচ্ছে। এমনটা...
25/11/2023

❌🚫এলার্ট পোস্ট 🚫❌

বিগত দু'একদিন যাবত ফ্রেন্ডলিস্টের অনেকের আইডি থেকে অনাকাঙ্ক্ষিত (18+) স্টোরি এবং পোস্ট করা হচ্ছে। এমনটা হচ্ছে কারণ তাদের আইডি এখন স্ক্যামারদের দখলে। এর মেইন রিজন হলো তারা স্ক্যামারদের দেওয়া ফিশিং লিংকে ক্লিক করেছে। বর্তমানে বাংলাদেশে স্ক্যামারদের যে ফিশিং লিংকটি একটিভ রয়েছে সেটা হচ্ছে 'congratulation you selected to the interview. We will give 2000 taka per day. Please contact us this link' তারপর একটা লিংক দেওয়া হয়।আপনার ফোনের সিমে আসা মেসেজটি অনেকটা এরকম থাকে। অনেকে না বুঝে অথবা লোভে লিংকে ক্লিক করে থাকে। অনেক সময় এটি টেলিগ্রাম গ্রুপে নিয়ে যায়, অনেক সময় কোনো ইনফরমেশন দেয়না অথবা কোনো সাইটে নিয়ে যায়। এগুলো হলো ফিশিং লিংক। আপনার কাছে এমন মেসেজ এসে থাকলে ডিলেট করে দিবেন। আর আপনার ফ্রেন্ডলিস্টের ফ্রেন্ডের আইডি ইনফেক্টেড হয়ে থাকলে আনফলো দিয়ে আনফ্রেন্ড করে দিবেন। আপনার একটু সতর্কতা ই আপনাকে ভার্চুয়াল জগতে সিকিউর রাখতে সাহায্য করবে। ধন্যবাদ❤️

পটিয়ায় কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে একজন নিহত।চট্টগ্রামের পটিয়ায় কিশোর গ্যাং চক্রের ছুরিকাঘাতে হৃদয় (২৩) নামের একজন নিহত হয়...
23/11/2023

পটিয়ায় কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে একজন নিহত।

চট্টগ্রামের পটিয়ায় কিশোর গ্যাং চক্রের ছুরিকাঘাতে হৃদয় (২৩) নামের একজন নিহত হয়েছেন। সে পটিয়া উপজেলার বড়লিয়া ইউনিয়নের মেলঘর গ্রামের কবির আহমদের পুত্র। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার আশিয়া বাংলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় সময় আশিয়া বাংলা বাজার এলাকায় কিশোর গ্যাংয়ের সদস্য অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া দেন। বিভিন্ন বিষয়ে তাদের দুই গ্রুপের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়৷ পুর্ব শত্রুতার জের ধরে হৃদয়কে অর্তকিতভাবে ছুরিকাঘাত করা হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ি ইনচার্জ নুরুল আলম জানিয়েছেন, ছুরিকাঘাতে ওই যুবকের নাড়িভুড়ি বের হয়ে গেছে। তবে কি কারণে এ ঘটনা ঘটেছে তা তিনি জানেন না।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ি ইনচার্জ নুরুল আলম জানিয়েছেন, ছুরিকাঘাতে ওই যুবকের নাড়িভুড়ি বের হয়ে গেছে। তবে কি কারণে এ ঘটনা ঘটেছে তা তিনি জানেন না।
©

23/11/2023

ভাবলাম ডিসেম্বরের ১ তারিখ ট্রেনে চড়ে বাড়ি যাবো কিন্তু ৫ মিনিটেই টিকেট বিক্রি শেষ

খুবই হতাশ🥱

মানুষ কতটা নিষ্টুর হলে একটা ছোট বাচ্চাকে প্রাণে মেরে ফেলার সাহস করে...সে কি দোষ করছিলো?  মানুষ রুপি হায়নাগুলোকে আইনের এন...
25/11/2022

মানুষ কতটা নিষ্টুর হলে একটা ছোট বাচ্চাকে প্রাণে মেরে ফেলার সাহস করে...সে কি দোষ করছিলো? মানুষ রুপি হায়নাগুলোকে আইনের এনে কঠোর তম শাস্তি প্রদান করা হউক..

আর্জেনটিনা -১সৌদি আরব -২
22/11/2022

আর্জেনটিনা -১
সৌদি আরব -২

পিরাজপুরে মায়ের মৃতদেহ বাড়িতে রেখে পরীক্ষা দিলো মেয়ে6TH NOVEMBER, 2022 2:56 PMমায়ের মৃতদেহ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষায় ...
06/11/2022

পিরাজপুরে মায়ের মৃতদেহ বাড়িতে রেখে পরীক্ষা দিলো মেয়ে

6TH NOVEMBER, 2022 2:56 PM

মায়ের মৃতদেহ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করলো শারমিন আক্তার নামে এক পরীক্ষার্থী। রোববার (৬ নভেম্বর) পিরোজপুরের ভান্ডারিয়ায় এইচএসসি পরীক্ষার প্রথম দিনে মাজিদা বেগম মহিলা কলেজের পরীক্ষাকেন্দ্রে এ ঘটনা ঘটে।

পরীক্ষার্থী শারমিন আক্তার উপজেলার ৭নং গৌরীপুর ইউনিয়নের উত্তর পৈকখালী গ্রামের ফারুক ফকিরের কন্যা। তিনি ভান্ডারিয়া সরকারি কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী।

মেয়ের চাচা আঃ মালেক ফকির জানান, শারমিনের মা শিউলি বেগম দীর্ঘ দিন যাবত লিভার ও কিডনি রোগে আক্রান্ত ছিলেন। শনিবার দিবাগত রাত দুইটা বিশ মিনিটে ঢাকার প্রাইম হাসপাতালে মারা যান। এরপর সকালে তার মৃতদেহ বাড়িতে নিয়ে আসা হয়েছে। মায়ে মৃতদেহ বাড়িতে রেখেই এইচএসসি পরীক্ষা দিচ্ছে শারমিন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জহিরুল ইসলাম জানান, ঘটনাটি আসলেই দুঃখ জনক। সহপাঠী ও পরীক্ষা কেন্দ্র সচিবদের সহযোগিতায় সে পরীক্ষা দেয়। এ ঘটনায় সবাই শোকাহত।

৪০ মিনিট দেরিতে কেন্দ্রে আসায় পরিক্ষার হলে ডুকতে পারেনি পটিয়া সরকারি কলেজে শিক্ষার্থী সাহিন ইসলাম,বিভাগঃমানবিক।কেন্দ্রঃগ...
06/11/2022

৪০ মিনিট দেরিতে কেন্দ্রে আসায় পরিক্ষার হলে ডুকতে পারেনি পটিয়া সরকারি কলেজে শিক্ষার্থী সাহিন ইসলাম,বিভাগঃমানবিক।
কেন্দ্রঃগাছবাড়িয়া সরকারি কলেজ।

█▒▒▒ সর্বশেষ/Just In ▒▒▒█**মিয়ানমারের নতুন সরকার রোহিঙ্গাদের আগের চুক্তি অনুযায়ী ফেরত নেবে: পররাষ্ট্রমন্ত্রীp
20/10/2022

█▒▒▒ সর্বশেষ/Just In ▒▒▒█
**মিয়ানমারের নতুন সরকার রোহিঙ্গাদের আগের চুক্তি অনুযায়ী ফেরত নেবে: পররাষ্ট্রমন্ত্রীp

03/10/2022

লিটারে ১৪ টাকা কমল সয়াবিন তেলের দাম।

ভুল করে অন্য কেন্দ্রে যাওয়া এসএসসি পরীক্ষার্থীকে সরকারি গাড়িতে করে সঠিক কেন্দ্রে পৌছে দিলো ডেমরা ট্রাফিক পুলিশ-এসএসসি ও ...
15/09/2022

ভুল করে অন্য কেন্দ্রে যাওয়া এসএসসি পরীক্ষার্থীকে সরকারি গাড়িতে করে সঠিক কেন্দ্রে পৌছে দিলো ডেমরা ট্রাফিক পুলিশ
-
এসএসসি ও সমমানের পরীক্ষা-২০২২ এর প্রথম পরীক্ষার (বাংলা ১ম পত্র) দিনে আজ (১৫.০৯.২০২২ খ্রি.) সকাল আনুমানিক ১০:১৫ ঘটিকায় সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-ডেমরা জোন) মো: ইমরান হোসেন মোল্লার সরেজমিনে তদারকিকালে এক পরীক্ষার্থী অভিভাবক মাসহ ভুল করে শ্যামপুর সরকারি মডেল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে চলে আসে।

রোল মিলিয়ে দেখে তার কেন্দ্র মূলত শ্যামপুর ঢাকা ম্যাচ ফ্যাক্টরি সংলগ্ন বাকচর আদর্শ উচ্চ বিদ্যালয় যা ঐ কেন্দ্র থেকে প্রায় আধ ঘন্টা দুরত্বে অবস্থিত।

ওই পরীক্ষার্থীর সাথে তার মা সাথে থাকায় পরিস্থিতি ও সময় বিবেচনায় তাদের দুজনকে এসি ট্রাফিক-ডেমরা ইমরান নিজের সরকারি গাড়িতে করে বাকচর আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পৌঁছে দেন। এসময় টিআই জিএম মুছা কালিমুল্লা ও সঙ্গীয় সার্জেন্ট ইমরান সর্বাত্মক সহযোগিতা করেন।

যথাসময়ের আগেই পরীক্ষার্থী ও অভিভাবক নিরাপদে কেন্দ্রে পৌছাতে পারায় তারা ডেমরা ট্রাফিক পুলিশকে অসংখ্য ধন্যবাদ জানান।

15/09/2022

পুলিশ না থাকলে আজ কী হত!

মিম। এবারের এসএসসি পরীক্ষার্থী। ঠিকমতো প্রস্তুতি নিয়েছিলেন। সকাল ১১ টায় পরীক্ষা শুরু হবে।

হাতে কিছুটা সময় নিয়ে মিম উত্তরার নিজের কেন্দ্র ভেবে যেখানে আসেন, আদতে এটা তাঁর নয়। ভুল কেন্দ্রে এসে মিম নার্ভাস হয়ে যান।
এসে জানতে পারেন এটি মিমের কেন্দ্র নন। সঠিক পরীক্ষা কেন্দ্র যেতে গেলে সঠিক সময়ে পৌঁছানোই যাবে না।

নার্ভাস হয়ে পড়েন মিম। এ সময় উত্তরা পশ্চিম থানার পুলিশ এগিয়ে আসে। মিমকে বলা হয়, ‘তুমি চিন্তা করো না, মা আমরা তোমাকে ঠিক টাইমেই পোঁছে দিচ্ছি। ’ এরপর মিমকে নিয়ে পুলিশের গাড়িতে তোলা হয়। তাঁকে নিয়ে উত্তরা গার্লস স্কুল কেন্দ্রে রওনা হয় ওই গাড়ি।

ভুল কেন্দ্র থেকে বের করে পুলিশের গাড়িতে ওঠানো পর্যন্ত প্রতি মুহুর্তে বারবার মিমকে স্বাভাবিক রাখতে কথা বলে যাচ্ছিলেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) Mohammad Mohsin PPM স্যার

মানুষ মরার সংবাদ শুনে ছুটে চলি আমিআমার মৃত্যুতে তুমি আসবে কিনা জানি? islam (ppm)
15/09/2022

মানুষ মরার সংবাদ শুনে ছুটে চলি আমি
আমার মৃত্যুতে তুমি আসবে কিনা জানি?

islam (ppm)

বেচে থাকুক মানবতা!আজকে শাহজাহানপুর থানা এলাকায় আমি, এসআই শরিফুল ইসলাম স্যার সঙ্গীয় ফোর্সসহ মোবাইল ডিউটি করাকালীন সংবাদ প...
10/09/2022

বেচে থাকুক মানবতা!

আজকে শাহজাহানপুর থানা এলাকায় আমি, এসআই শরিফুল ইসলাম স্যার সঙ্গীয় ফোর্সসহ মোবাইল ডিউটি করাকালীন সংবাদ পাই বাগিচা মসজিদের নিকটে রেললাইনের পাশে একজন লোক অজ্ঞান হয়ে পড়ে আছে। হয়তো লোকটিকে কে বা কারা খাবারের সাথে বিষাক্ত কিছু মিশিয়ে অজ্ঞান করে তার টাকা পয়সা নিয়ে ফেলে রেখে গিয়েছে।আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে অনেক লোকের ভীড়ে এই লোকটিকে রাস্তায় দেখতে পেয়ে উদ্ধার করে আমাদের গাড়ীতে তুলে প্রচুর যানজটের মধ্যে ঢাকা মেডিকেলে নিয়ে যাই। ঢাকা মেডিকেলে নিয়ে গেলে ডাক্তার তাকে ওয়াস করার পর ৬০১ নাম্বার ওয়ার্ডে ভর্তি করাতে বলে। তারপর ওয়ার্ডে নিয়ে তাকে ভর্তি করিয়ে চিকিৎসা দেয়া হয়।

এক পর্যায়ে লোকটির জ্ঞান ফিরে আসলে তার নাম জানতে পারি আঃ মালেক, বয়স ২৫, বাড়ি কক্সবাজার চকোরিয়া। তার সাথে ৯০ হাজার টাকা ছিল, আসামীরা তাকে অজ্ঞান করে টাকা নিয়ে ঢাকার গাড়ীতে উঠিয়ে দিয়েছে। আর কিছুই মনে করতে পারছেনা। পরে তার পরিবারের সাথে যোগাযোগ করতে পেরেছি।

# হয়তো লোকটি আমার আপনার আত্মীয় হতে পারতো। অনেক লোক তার পাশে দাঁড়িয়ে আফসোস করছে কিন্তু কেউ হাসপাতালে নেয়ার ব্যবস্থা করছেনা। তাকে চিকিৎসা দেয়া কি শুধুই পুলিশের কাজ, আর কারো দায়িত্ব নেই? আপনি পুলিশকে যতোই খারাপ বলেন না কেন, একটি কথা মনে রাখতে হবে আপনি বিপদে পড়লে, রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে থাকলে আপনাকে বা আপনার লাশকে পুলিশ ছাড়া ধরার কেউ থকবে না। আমরা ৫ জন পুলিশ টীম ৫ ঘন্টার বেশি সময় লেগেছে কাজগুলো করতে। দায়িত্ব বলেন আর মানবতাই বলেন আমরা আছি আপনার পাশে।

ভালবাসা অবিরাম 💞
ASI Mohiuddin Jahangir

06/09/2022

মিয়ানমার সীমান্তে প্রস্তুত সৈনিকরা..যে কোন পরিস্থিতিতে প্রতিহত করা হবে মিয়ানমার আর্মিদের

11/07/2022

মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ‌ ।
পটিয়া ভাইয়ের দীগিপাড়

৫ জন নিহত (৫ জন ওই সিএনজি তে ছিলেন

একজন বেনজির আহমেদ আছে বলেই বাংলাদেশ আজ জঙ্গি ও মাদক মুক্তের পথে।
14/12/2021

একজন বেনজির আহমেদ আছে বলেই বাংলাদেশ আজ জঙ্গি ও মাদক মুক্তের পথে।

03/12/2021

২০০ কেজি স্বর্ণ দিয়ে তৈরি হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় কোরআন শরীফ।

আলহামদুলিল্লাহ 🥰🥀

11/11/2021
বহদ্দারহাট ফ্লাইওভারের র‍্যাম্পের পিলারে ফাটল একটি গুজব!!============================================অবশেষে বহদ্দারহাট ফ...
28/10/2021

বহদ্দারহাট ফ্লাইওভারের র‍্যাম্পের পিলারে ফাটল একটি গুজব!!
============================================
অবশেষে বহদ্দারহাট ফ্লাইওভারের কালুরঘাট মুখি র‍্যাম্পের পিলারে ফাটল নিয়ে সৃষ্ট জটিলতার অবসান হল। গতকাল চট্টগ্রামের বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ার টিম 'র‍্যাম্পের পিলার' পরিদর্শন করার পরবর্তী আজকে ঢাকার বিশেষজ্ঞ টিম পরিদর্শন করেন।
আজ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত উল্লেখ করা হয়েছে। তাদের ভাষ্যমতে পিলার ক্র‍্যাক করে নাই। ফাটলের বিষয়টা আগে থেকেই ছিল এবং সেটা দুই শাটালের মধ্যবর্তী জায়গার জোড়া। পিলার ঢালাইয়ের সময় দুই শাটারের মাঝামাঝি জোড়াতে যে ফোমগুলো দেয়া হয়েছিল সেটা উঠে যাওয়ায় জোড়া বরাবর ফাটলের মতন দেখা যাচ্ছে। "রোড রেসট্রিকশন বেরিয়ার" বসিয়ে দুই একদিনের মধ্যে ফ্লাইওভার যান চলাচলের জন্য খুলে দেয়া হবে।
(সংগৃহীত)

ব্রেকিং নিউজ--চট্টগ্রাম-কক্সবাজার রোডে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা চকরিয়া ফাঁসিয়াখালী ক্যাম্প এর দক্ষিণে, কয়েকজনের অবস্থা বে...
26/10/2021

ব্রেকিং নিউজ--

চট্টগ্রাম-কক্সবাজার রোডে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা চকরিয়া ফাঁসিয়াখালী ক্যাম্প এর দক্ষিণে, কয়েকজনের অবস্থা বেশি খারাপ।

কক্সবাজার থেকে চিটাগাং এর উদ্দেশ্যে হানিফ পরিবহনে ২ঃ৩০ এর গাড়িতে আপনার কোনো পরিচিত উঠে থাকলে,জরুরি খবর নেন। আল্লাহ রক্ষা করুক।

21/10/2021

█▒▒▒ সর্বশেষ/Just In ▒▒▒█
**গ্রাহক ভোগান্তি বিবেচনায় বৈধ-অবৈধ কোনো মোবাইল ফোনই বন্ধ হবে না: টেলিযোগাযোগ মন্ত্রী

06/10/2021

- This is the beauty of Islam ❤️😍

- Don’t miss the end 🖤

- Video Credit : Dumb TV

04/10/2021

█▒▒▒▒▒▒█
মুহাম্মদ (সা.) -এর ব্যাঙ্গাত্মক চিত্র আঁকা সুইডিশ কার্টুনিস্ট লার্স ভিল্কসর সড়ক দুর্ঘটনায় মৃত্যু - সূত্র বিবিসি

26/09/2021

পটিয়ায় নোঙর রেস্তোরাঁয় আগুন

অবশেষে চট্টগ্রাম থেকে আসামী ধরলাম ! তারে নিয়ে ডিনার করলাম আর গল্প শুনলাম!গল্পের নাম : বড় ভাই!শরিফুল ইসলাম বাবুর নামে ৪টা...
26/09/2021

অবশেষে চট্টগ্রাম থেকে আসামী ধরলাম ! তারে নিয়ে ডিনার করলাম আর গল্প শুনলাম!
গল্পের নাম : বড় ভাই!

শরিফুল ইসলাম বাবুর নামে ৪টা জিআর গ্রেফতারী ওয়ারেন্ট !গত ০৪ বছর যাবৎ সে চট্টগ্রামে শহরে পালিয়ে বেড়াচ্ছে, তার ভাষ্য মতে টাকার অভাবে জামিন করাতে পারে না! আপাতত কিছু একটা করে জীবিকা নির্বাহ করছে! তার মা অসুস্থ কিন্তু তারপরেও বাড়িতে আসে না মামলা আর ওয়ারেন্টের ভয়ে! তার মামা বিদেশ থেকে মাঝে মাঝে মায়ের জন্য ঔষদের টাকা পাঠায় সে ও কিছু পাঠায়! এভাবেই চলতে থাকে তার জীবন!

জিজ্ঞাসা করলাম এত মামলা এত্ত ওয়ারেন্ট কেন?
উত্তরে:- স্যার এলাকার কিছু কিছু বড় ভাইদের কথা শুনে বেপরোয়া হয়ে গেছিলাম, তাই আজ আমার এই অবস্থা!

দাখিল পাশ করে পরিবারের দায়িত্ব না নিয়ে না বুঝেই এলাকার স্থানীয় কিছু বড় ভাইদের পাল্লায় পরে দুস্কৃতিকারীর তালিকায় নাম উঠলো! তারা ৫০ টাকা ১০০ টাকা দিতো তাদের সাথে সারাদিন থাকতাম, তাদের সাথে যাইতাম, কথামত চলতাম তারা মারামারি কাটাকাটি করতো, আমিও করতাম!
তারপর থেকে একদিন আমি হয়ে গেলাম তালিকাভুক্ত সন্ত্রাসী ....বাকীটা ইতিহাস!

বর্তমানে বড় ভাইয়েরা টাকা খরচ করে সব চলে গেছে বিদেশে আমি হয়ে গেলাম পরিশেষে......!😢😢!

আল্লাহপাক সবাইকে সু-বুদ্ধিগুণ ও সঠিক পথে চলার তৌফিক দান করুক!

https://m.facebook.com/story.php?story_fbid=4506672516088080&id=100002361282022

23/09/2021

ব্রেকিং নিউজ :
>

২০২১ সালের ইউনিয়ন পরিষদের ২য় ও ৩য় ধাপের নির্বাচনের তফসিল ঘোষণা আগামী ২৯ শে সেপ্টেম্বর রোজ বুধবার ।।

সূত্র : ইসি সচিব , বাংলাদেশ নির্বাচন কমিশন ।।

এক অনন্যসাধারণ ঘটনা পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেঃ সময় রাত ২.২৫ মিনিট ২১/০৯/২১।ঢাকা থেকে কক্সবাজারগামী একটি রিলাক্স ...
21/09/2021

এক অনন্যসাধারণ ঘটনা পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেঃ

সময় রাত ২.২৫ মিনিট ২১/০৯/২১।ঢাকা থেকে কক্সবাজারগামী একটি রিলাক্স পরিবহনের বাস পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রবেশ করে। বাসের যাত্রীরা আমাদের জরুরি বিভাগে এসে জানায়, বাসে একজন প্রসূতি মা আছেন যার প্রসব-বেদনা শুরু হয়েছে। আমরা যাতে গিয়ে উনাকে দেখি। সাথে সাথে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত মিডওয়াইফ বিবি হালিমা ও শরিফা জেসমিনকে সাথে নিয়ে রোগীকে দেখতে গেলে দেখা যায়, উনার ডেলিভারি হবার পথে। তারপর মিডওয়াইফের সহায়তায় প্রসূতি মায়ের ডেলিভারি সম্পন্ন করা হয় বাসের মধ্যেই কোন ঝামেলাহীন ভাবেই। পরে বাচ্চা এবং মাকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে প্রসব পরবর্তী চিকিৎসা প্রদান করা হয়। আমাদের সাথে আরো সহায়তা করেন উপ- সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার অজয় কুমার শীল, ওয়ার্ডবয় হাসান ও রিন্টু নাথ।

পরে জানা যায়, রোগীনি তার স্বামীসহ নারায়ণগঞ্জ সাইনবোর্ড এলাকা থেকে চকরিয়া বাপেরবাড়ি যাচ্ছিলেন। ইতোমধ্যে প্রসববেদনা উঠলে বাসের অন্য যাত্রীদের সহায়তায় পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে পৌছায়।

Address

Patiya Zone
Patiya
CHITTAGONG

Alerts

Be the first to know and let us send you an email when ETV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category



You may also like