পটিয়া পরিক্রমা

পটিয়া পরিক্রমা Contemporary news media including history, heritage, education-culture, economy-politics of Patiya. Stay tuned, keep yourself updated.
(2)

16/04/2024

এসএসসি /দাখিল পরীক্ষার্থীদের জন্য মাত্র ২০ দিনে কম্পিউটার অফিস প্রোগ্রাম কোর্সে ভর্তির জন্য আমাদের অফিসে যোগাযোগ করুন। 01812133266

14/03/2024
দীর্ঘ ১৫ বছরের অভিজ্ঞতা, অনেক ত্যাগ-তিতিক্ষার চড়াই উতরাই পেরিয়ে আমাদের প্রতিষ্ঠান আজ এক আস্থার নাম।  বন্ধুর এই পথচলায় আম...
10/03/2024

দীর্ঘ ১৫ বছরের অভিজ্ঞতা, অনেক ত্যাগ-তিতিক্ষার চড়াই উতরাই পেরিয়ে আমাদের প্রতিষ্ঠান আজ এক আস্থার নাম। বন্ধুর এই পথচলায় আমরা চেষ্টা করেছি আমাদের সর্বোচ্চ সেবা প্রদানে, যার প্রতিদানে আমরা পেয়েছি অকুণ্ঠ সমর্থন।

ব্যবসায়িক পরিমন্ডলের বাইরে সামাজিক দায়বদ্ধতা ছিল আমাদের প্রধান উদ্দেশ্য।

নতুন ব্যাচে ভর্তির জন্য আমাদের অফিসে যোগাযোগ করুন :

আশা কম্পিউটার ট্রেডার্স
আমির আলি শপিং, বিজিসি স্কুল গেইট, চন্দনাইশ, চট্টগ্রাম।
01812-133266

সকাল ৮ টার ব্যাচে ক্লাস চলাকালীন কম্পিউটার অফিস প্রোগ্রামের নতুন ব্যাচে ভর্তি চলছে।সুবিধা মত সময়ে ক্লাসের সুবিধা। আশা কম...
06/11/2023

সকাল ৮ টার ব্যাচে ক্লাস চলাকালীন

কম্পিউটার অফিস প্রোগ্রামের নতুন ব্যাচে ভর্তি চলছে।
সুবিধা মত সময়ে ক্লাসের সুবিধা।

আশা কম্পিউটার ট্রেডার্স
01812133266

৪৫তম বিসিএসের নিয়োগ কার্যক্রমের মাধ্যমে ২৩০৯ জন নেওয়া হলে এটিই হবে বিগত পাঁচ বিসিএসের মধ্যে সর্বোচ্চ পদসম্বলিত বিসিএস।...
14/12/2022

৪৫তম বিসিএসের নিয়োগ কার্যক্রমের মাধ্যমে ২৩০৯ জন নেওয়া হলে এটিই হবে বিগত পাঁচ বিসিএসের মধ্যে সর্বোচ্চ পদসম্বলিত বিসিএস। ৪৫তম বিসিএসে সবচেয়ে বেশি সংখ্যক জনবল নেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে, ৫৩৯ জন চিকিৎসক। সংখ্যার দিক থেকে এর পরেই আছে শিক্ষা ক্যাডার, ৪৩৭ জন।
আবেদনপত্র পূরণ ও ফি জমাদান শুরু ১০/১২/২০২২ খ্রি. তারিখ, সকাল ১০.০০ মিনিট থেকে।
আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় ৩১/১২/২০২২ খ্রি. তারিখ, সন্ধ্যা ৬.০০ মিনিট পর্যন্ত।
৪৫তম বিএসএস নিয়োগ আবেদনে প্রার্থীর বয়স (১ নভেম্বর ২০২২ তারিখে)
মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা, প্রতিবন্ধী প্রার্থী এবং বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের প্রার্থী ছাড়া, অন্যান্য সকল ক্যাডারের প্রার্থীর জন্য বয়স ২১ হতে ৩০ বছর (জন্ম তারিখ: ০২/১১/২০০১ থেকে ০২/১১/১৯৯২ খ্রি. তারিখের মধ্যে)।
মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র -কন্যা, প্রতিবন্ধী প্রার্থী এবং বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের প্রার্থীর জন্য বয়স ২১ হতে ৩২ বছর (জন্ম তারিখ: ০২/১১/২০০১ থেকে ০২/১১/১৯৯০ খ্রি. তারিখের মধ্যে)।

শোভনদন্ডীতে বন্ধুর স্ত্রীকে ধর্ষণের মামলায় যুবক কারাগারেপারিবারিক বিবাদ মীমাংসার কথা বলে বন্ধুর স্ত্রীকে ডেকে নিয়ে ধর্ষণ...
28/07/2022

শোভনদন্ডীতে বন্ধুর স্ত্রীকে ধর্ষণের মামলায় যুবক কারাগারে

পারিবারিক বিবাদ মীমাংসার কথা বলে বন্ধুর স্ত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার মোহাম্মদ সাজ্জাদ হোসেন আলভিকে (২৯) কারাগারে পাঠানো হয়েছে। তাঁর বিরুদ্ধে গত ১৬ জুলাই থানায় ধর্ষণ মামলা করেন ভুক্তভোগী গৃহবধূ।
গ্রেপ্তার সাজ্জাদ হোসেন আলভি শোভনদন্ডী ইউনিয়নের আদ মল্লপাড়া গ্রামের বাসিন্দা।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ধর্ষণের শিকার গৃহবধূর প্রায় চার বছর আগে বিয়ে হয়। তাঁর এক ছেলে রয়েছে। তাঁর স্বামীর বন্ধু সাজ্জাদ হোসেন তাঁদের ভাড়া বাসায় আসা-যাওয়া করতেন। স্বামীর সঙ্গে গৃহবধূর বিবাদ হলে অনেকবার মীমাংসা করেছেন তিনি। সম্প্রতি গৃহবধূর সঙ্গে স্বামীর আবারও বিবাদ হয়। বিষয়টি মীমাংসার জন্য গত ১৬ জুলাই বেলা ২টার দিকে পটিয়া বাসস্টেশন এলাকায় আলভি অ্যান্ড কোং নামের দোকানে যেতে বলেন সাজ্জাদ। তাঁর কথামতো সেখানে গেলে গৃহবধূকে কৌশলে তাঁর ভাড়া বাসায় নিয়ে যাওয়া হয়। ভাড়া বাসায় নেওয়ার পর তাঁকে ধর্ষণ করেন আলভি।

পটিয়া থানার পরিদর্শক ওসি (তদন্ত) রাশেদুল ইসলাম জানান, ধর্ষণের শিকার গৃহবধূর অভিযোগের পর মঙ্গলবার রাতে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে আদালতের মাধ্যমে আলভিকে জেলহাজতে পাঠানো হয়েছে। গৃহবধূকে শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

17/06/2022

সিলেটে বন্যার কারণে সারা দেশে ১৯ জুন থেকে শুরু হতে যাওয়া এসএসসি পরীক্ষা স্থগিত

আদমশুমারীতে প্রয়োজনীয় তথ্য দিয়ে সচেতনতার পরিচয় দিন :আজ ১৫ জুন হতে ২১ জুন পর্যন্ত তথ্য সংগ্রহকারী আপনার বাড়িতে তথ্য সংগ্র...
15/06/2022

আদমশুমারীতে প্রয়োজনীয় তথ্য দিয়ে সচেতনতার পরিচয় দিন :
আজ ১৫ জুন হতে ২১ জুন পর্যন্ত তথ্য সংগ্রহকারী আপনার বাড়িতে তথ্য সংগ্রহের জন্য যাবেন। সময় দিয়ে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করবেন।

আদমশুমারির বিষয় :

মানুষ ও জনসংখ্যা
পরিবার এবং বসবাসের ব্যবস্থা
ভাষা
ধর্ম
শিক্ষা
অর্থনৈতিক বৈশিষ্ট্য
মাইগ্রেশন
খানা

07/12/2021

নির্বাচনী পোস্টার, লিফলেট, হ্যান্ডবিল, স্টিকার, ব্যানারের জন্য যোগাযোগ করুন।

আশা কম্পিউটার ট্রেডার্স
01812-133266

মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি :অনলাইনে প্রাথমিক আবেদন ফরম পূরণ ও প্রিন্ট/পিডিএফ কপি সংগ্রহ : ০৩ নভেম্বর ...
01/11/2021

মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি :

অনলাইনে প্রাথমিক আবেদন ফরম পূরণ ও প্রিন্ট/পিডিএফ কপি সংগ্রহ : ০৩ নভেম্বর বিকাল ৪টা হতে ১৭ নভেম্বর রাত ১২টা পর্যন্ত
প্রাথমিক আবেদন ফি বাবদ ৩০০/ মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে জমা ১৮ তারিখ পর্যন্ত।
আবেদনের শিক্ষাগত যোগ্যতা : শুধুমাত্র জাতীয় বিশ্ববিদ্যালয় হতে ২০১৫ সাল হতে পরবর্তী পর্যন্ত চার বছর মেয়াদী অনার্স পরীক্ষায় ন্যূনতম জিপিএ ২.২৫ প্রাপ্ত অথবা ৪৫% নম্বর পেতে হবে।
শুধুমাত্র জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রিলিমিনারী টু মাস্টার্স (নিয়মিত) / ১ম পর্ব মাস্টার্স উর্ত্তীণ হতে হবে।

কোন অবস্থায় দ্বৈত ভর্তি থাকতে পারবে না।

বিস্তারিত তথ্যের জন্য : আশা কম্পিউটার ট্রেডার্স
01812-133266/ 01846-772644

অনার্স প্রফেশনাল ১ম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি : যাদের এসএসসি ও এইচএসসিতে মানবিক (2.5+2.5) এবং বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখায়...
08/09/2021

অনার্স প্রফেশনাল ১ম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি :
যাদের এসএসসি ও এইচএসসিতে মানবিক (2.5+2.5) এবং বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখায় (3.00+2.5) আছে তারা ভর্তি যোগ্য হিসেবে বিবেচিত হবে। এসএসসি 2016 থেকে 2018 এর মধ্যে এবং এইচএসসি 2018-2020 এর মধ্যে হতে হবে।
কোর্স সমূহ :
= বিবিএ
= বিএড (ব্যাচেলর অফ এডুকেশন)
= এএমটি (অ্যাপারেল ম্যানুফেকচার এন্ড টেকনোলজি
=ফ্যাশন ডিজাইন এন্ড টেকনোলজি
= নিটওয়ার ম্যানুফেকচার এন্ড টেকনোলজি (কেএমটি)
= কম্পিউটার সায়েন্স (সিএসই)
= ইলেকট্রোনিক্স এন্ড কমিউনিকেশন ইন্জিনিয়ারিং (ইসিই)
= ব্যাচেলর অফ ফাইন আটর্স (বিএফএ)
= টুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট
= থিয়েটার এন্ড মিডিয়া
= বিবিএ ইন এভিয়েশন
= বিএসসি ইন এরোনটিকেল এন্ড এভিয়েশন
ভর্তি আবেদন শুরু ১২ সেপ্টেম্বর বিকাল ৪টা হতে ২৮ সেপ্টেম্বর রাত ১২ টা পর্যন্ত
প্রাথমিক ভর্তি সরকারি আবেদন ফি ৩০০ টাকা।
ভর্তির সময় এসএসসি ও এইচএসসির রোল ও রেজিস্ট্রেশন নং এবং এক কপি ছবি সাথে আনবেন।
অনলাইন চার্জ ৬০ টাকা।
আশা কম্পিউটার ট্রেডার্স
01812-133266

নতুন ব্যাচে ভর্তি চলছে,ভর্তির সময় এনআইডি কার্ড/জন্মনিবন্ধন এর ফটোকপি ও ভর্তির ফি ১০০০ টাকা সাথে আনবেন।ক্লাস সময় : সকাল ০...
06/09/2021

নতুন ব্যাচে ভর্তি চলছে,

ভর্তির সময় এনআইডি কার্ড/জন্মনিবন্ধন এর ফটোকপি ও ভর্তির ফি ১০০০ টাকা সাথে আনবেন।
ক্লাস সময় : সকাল ০৭ টা হতে প্রতি ঘন্টা পরপর রাত ০৯ টা পর্যন্ত
বিস্তারিত জানতে নিচে দেয়া পোস্টার দেখুন।

16/07/2021

❐❐ চলমান ১১ টি নিয়োগ বিজ্ঞপ্তিঃ
০১।ডাক অধিদপ্তর, ঢাকাঃ
☞ পদসমূহঃ ৩০ ক্যাটাগরিতে ২৬৯টি পদ।
☞ আবেদনের সময়সিমাঃ ১১-০৮-২০২১ ইং।
☞ আবেদন লিংকঃ http://dgbpo.teletalk.com.bd

০২। জেলা প্রশাসকের কার্যালয়, চট্রগ্রামঃ
☞ পদসমূহঃ ০৭ ক্যাটাগরির ১৪০টি পদ।
☞ আবেদনের সময়সীমাঃ ১৮-০৭-২০২১ ইং।
☞ অনলাইনে আবেদনঃ http://dcctg.teletalk.com.bd


০৩। এনসিসি ব্যাংক লিমিটেডঃ
☞ পদের নামঃ Junior Officer (General).
☞ আবেদনের সময়সীমাঃ ২৫-০৭- ২০২১ ইং।
☞ অনলাইনে আবেদনঃ https://erecruitment.nccbank.com.bd

০৪। বিশেষ বিসিএস (স্বাস্থ্য ক্যাডার):
☞ পদের নাম ও পদসংখ্যাঃ জুনিয়র কনসালটেন্ট (এ্যানেসথেশিওলজি)- ৪০৯ টি পদ।
☞ আবেদনের সময়সীমাঃ ১৮-০৭-২০২১ থেকে ২৭-০৭-২০২১ ইং ।
☞ অনলাইনে আবেদনঃ http://bpsc.teletalk.com.bd

০৫। নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানী লিমিটেডঃ
☞ পদসমূহঃ ১০ ক্যাটাগরিতে ১০৩টি পদ।
☞ আবেদনের সময়সীমাঃ ১৪-০৮-২০২১ ইং।
☞ অনলাইনে আবেদনঃ http://nesco.teletalk.com.bd

০৬। বাংলাদেশ সেনাবাহিনীঃ
☞ পদের নামঃ ৫৭ তম বিএমএ স্পেশাল ( ইঞ্জিনিয়ার্স / সিগন্যাল / ইএমই / এইসি ) , ৩৫ তম ডিএসএসসি জেএজি ) এবং ৫০ তম ডিএসএসসি (আরভিএন্ডএফসি)।
☞ আবেদনের সময়সীমাঃ ২৪-০৭-২০২১ ইং।
☞ অনলাইনে আবেদনঃ https://joinbangladesharmy.army.mil.bd

০৭। বাংলাদেশ সেনাবাহিনীঃ
☞ পদের নামঃ ৭৮ তম ডিএসএসসি (এএমসি) ও ৬৫ তম ডিএসএসসি(এডিসিতে)
☞ আবেদনের সময়সীমাঃ ২৪-০৭-২০২১ ইং।
☞ অনলাইনে আবেদনঃ https://joinbangladesharmy.army.mil.bd

০৮। বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষঃ
☞ পদের নাম ও পদসংখ্যাঃ কম্পিউটার মুদ্রাক্ষরিক কাম অফিস সহকারী -২টি পদ।
☞ আবেদনের সময়সীমাঃ ২৯-০৭-২০২১ ইং।
☞ অনলাইনে আবেদনঃ https://erecruitment.bcc.gov.bd

০৯। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ঃ
☞ পদসমূহঃ ০৮ ক্যাটাগরির ৪০টি পদ।
☞ আবেদনের সময়সীমাঃ ২৬-০৭-২০২১ ইং।
☞ অনলাইনে আবেদনঃ http://modmr.teletalk.com.bd

১০। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনঃ
☞ পদসমূহঃ ০৮ ক্যাটাগরির পদ।
☞ আবেদনের সময়সীমাঃ ০২-০৮-২০২১ ইং।
☞ অনলাইনে আবেদনঃ http://bpc.teletalk.com.bd

১১। কারিগরি শিক্ষা অধিদপ্তরঃ
☞ পদসমূহঃ ২৪ ক্যাটাগরিতে ২৮১টি পদ (সকল পদে নিয়োগের নিমিত্ত লিখিত পরীক্ষা একই তারিখ ও সময়ে অনুষ্ঠিত হবে)।
☞ আবেদনের সময়সীমাঃ ৩১-০৭- ২০২১ ইং।
☞ আবেদন ফিঃ ১১২ টাকা, ৫৬ টাকা।
☞ অনলাইনে আবেদনঃ http://dter.teletalk.com.bd

আবেদন সম্পর্কিত যেকোন তথ্য জানতে https://www.facebook.com/mjabnasa

23/06/2021
মুক্তিযুদ্ধের সরাসরি বিরোধী ছিলেন হুইপ সামশুল হকহুইপ ও তাঁর পুত্র শারুনের গ্রেপ্তার দাবিতে আলটিমেটামমহান মুক্তিযুদ্ধের স...
07/06/2021

মুক্তিযুদ্ধের সরাসরি বিরোধী ছিলেন হুইপ সামশুল হক

হুইপ ও তাঁর পুত্র শারুনের গ্রেপ্তার দাবিতে আলটিমেটাম

মহান মুক্তিযুদ্ধের সময় যাঁরা বাংলাদেশের স্বাধীনতার সরাসরি বিরোধী ছিলেন জাতীয় সংসদের বর্তমান হুইপ ও চট্টগ্রামের পটিয়ার সংসদ সদস্য সামশুল হক তাঁদেরই একজন। বাংলাদেশকে অস্বীকারকারী সেই সামশুল হকের জাতীয় সংসদের মতো পবিত্র ও মহান জায়গায় প্রতিনিধিত্ব করার কোনো সুযোগ নেই। কারণ সামশুল হকরা মুক্তিযুদ্ধই বিশ্বাস করেন না।

kalerkanthoরবিবার (৬ জুন) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে পটিয়ার মুক্তিযোদ্ধা কমান্ডার ও প্রবীণ আওয়ামী লীগ নেতা সামছুদ্দিন আহম্মদকে হত্যার হুমকির প্রতিবাদে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের উপদেষ্টা ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভাস্কর রাশা এসব কথা বলেন। প্রতিবাদ সমাবেশে আরো বক্তব্য দেন মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আমিরুল ইসলাম বুলবুল, সাধারণ সম্পাদক মো. আল মামুন, আইনবিষয়ক সম্পাদক এ জেড ইউ প্রিন্স ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সনেট মাহমুদ। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ শেষে হুইপ সামশুল হককে সংসদ সদস্যপদ থেকে অব্যাহতি ও গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল করে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ থেকে সরকারের দৃষ্টি আকর্ষণ করে তিনটি দাবি উপস্থাপন করা হয়। এগুলো হলো সামছুদ্দিন আহম্মদকে হত্যার হুমকি দেওয়ার অপরাধে অবিলম্বে হুইপ সামশুল হক চৌধুরীকে দল থেকে বহিষ্কার ও গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান, বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ আওয়ামী লীগ নেতা দিদারুল আলমকে হত্যার হুমকিদাতা হুইপপুত্র শারুন হক চৌধুরীকে গ্রেপ্তার এবং সমগ্র দেশে বীর মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা, নির্যাতন ও হত্যা বন্ধ করার জন্য অবিলম্বে বীর মুক্তিযোদ্ধা পরিবার সুরক্ষা আইন প্রণয়ন।

বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের উপদেষ্টা ভাস্কর রাশা বলেন, ‘আজকে অত্যন্ত দুঃখজনক বিষয় নিয়ে আমরা এখানে দাঁড়িয়েছি। তা হলো একজন মুক্তিযোদ্ধাকে উলঙ্গ করে

পেটাবেন বলে হুমকি দিয়েছেন পটিয়ার সংসদ সদস্য সামশুল হক। হুইপ সামশুল হককে বলতে চাই, মুক্তিযুদ্ধ না হলে আপনি তো সংসদ সদস্য হতে পারতেন না। মুক্তিযুদ্ধ না হলে আপনি তো পটিয়ায় থেকে ছড়ি ঘোরাতে পারতেন না। অথচ মুক্তিযোদ্ধাকেই আপনি অপমান করছেন। আমার মনে হয়, আপনার সঙ্গে জামায়াতের সম্পর্ক থাকতে পারে। নয়তো বারবার কেন আপনি মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাকে প্রতিপক্ষ করছেন?’

ভাস্কর রাশা আরো বলেন, ‘বর্তমান সরকারের ভেতরে অনেক অনুপ্রবেশকারী আছে। আমার দেখা মুক্তিযুদ্ধের সরাসরি বিরোধী লোকদের মধ্যে একজন হলেন হুইপ সামশুল হক। আপনাকে বারবার দেখেছি মুক্তিযোদ্ধাদের ওপর আক্রমণ করতে। আপনি বারবার মুক্তিযুদ্ধ নিয়ে কটাক্ষ করেছেন। এই স্পর্ধা আপনি কোথা থেকে পাচ্ছেন?’

ভাস্কর রাশা বলেন, ‘মুক্তিযোদ্ধাকে অপমান করা মানে পুরো মুক্তিযুদ্ধকে অপমান করা। আর মুক্তিযুদ্ধকে অপমান করা মানে হলো বঙ্গবন্ধুকে অপমান করা। মুক্তিযোদ্ধাকে অপমান করা মানে বাংলাদেশকে অস্বীকার করা। বাংলাদেশকে অস্বীকারকারী হুইপ সামশুল হকের তো ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই।’ তিনি হুইপ সামশুল হককে সংসদ সদস্যপদ থেকে বহিষ্কারের দাবি জানান। তা না হলে অবিলম্বে ঢাকা থেকে পটিয়ার উদ্দেশে লং মার্চ করা হবে জানিয়ে তিনি বলেন, ‘সামশুল হককে জানিয়ে রাখা দরকার মুক্তিযুদ্ধের বাংলাদেশে রাজাকারের ঠাঁই নাই। তাঁকে এটি জানানোর জন্য আমাদের মুক্তিযুদ্ধ মঞ্চের বাংলাদেশজুড়ে যত কমিটি আছে, সব কমিটি দিয়ে কর্মসূচি ঘোষণা করা হবে। আমাদের এই আন্দোলনকে বেগবান করতে হবে। নয়তো তাঁরা লাগামহীনভাবে মুক্তিযুদ্ধকে কটাক্ষ করবেন।’

আমিরুল ইসলাম বুলবুল বলেন, ‘আওয়ামী লীগের মধ্যে যেমন সূর্যসন্তানরা রয়েছেন, তেমনি আছে আবর্জনা ও উচ্ছিষ্ট। সামশুল হক চৌধুরী হচ্ছে এই আবর্জনা।’ সামশুল হক ও তাঁর ছেলে শারুন মিলে প্রধানমন্ত্রীর সব অর্জনকে ম্লান করে দিচ্ছেন বলে মন্তব্য করেন তিনি। আমিরুল ইসলাম বুলবুল আরো বলেন, ‘আমরা সামশুল হক চৌধুরীর কুশপুত্তলিকা ডাস্টবিনে নিক্ষেপ করেছিলাম। এর মাধ্যমে বোঝাতে চেয়েছি এই সমাজে সামশুল হক চৌধুরীর মতো আবর্জনা থাকতে পারে না। এই আবর্জনাগুলোর স্থান কখনো জাতীয় সংসদে হতে পারে না। আমরা অতীতে তাঁকে প্রতীকীভাবে ডাস্টবিনে নিক্ষেপ করেছিলাম। কিন্তু আগামীতে আমরা মুক্তিযুদ্ধের মঞ্চের নেতাকর্মীরা সামশুল হককে যেখানেই পাব সরাসরি ডাস্টবিনে নিক্ষেপ করব।’

আমিরুল ইসলাম বলেন, ‘হুইপ সামশুল হকের ছেলে নাজমুল করিম শারুন বিভিন্ন সময় সিনিয়র অনেক আওয়ামী লীগ নেতাকে অপদস্থ করেছেন। কিন্তু তাঁর বিচার হয়নি। মুক্তিযোদ্ধাদের সন্তানরা, মুক্তিযুদ্ধ মঞ্চের নেতারা এসব আর বরদাশত করবেন না। সামশুল হক মানবপাচার ও অর্থপাচারে জড়িত। এ ছাড়া বাংলাদেশে এমন কোনো দল নেই, যে দলে তিনি যোগ দেননি।’

মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক মো. আল মামুন বলেন, ‘হুইপ সামশুল হক ও তাঁর পরিবারের দুষ্কর্মের বিচার আগে করা হলে তাঁরা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সামছুদ্দিন আহম্মদকে পেটানোর হুমকি দিতে পারতেন না। সামশুল হক চৌধুরী সংসদ সদস্যপদ হারানোর মতো অপরাধ করেছেন। আমি তাঁকে আওয়ামী লীগ থেকেও বহিষ্কারের দাবি জানাই। কারণ, বাংলাদেশ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের সপক্ষের দল।’

আল মামুন আরো বলেন, সবাই জানে হুইপ একসময় জাতীয় পার্টি করতেন। এরপর বিএনপির রাজনীতি করেছেন। যখন যে দল ক্ষমতায় থাকেন তিনি সেই দলের রাজনীতি করেন। এখন সুবিধা নিতে আওয়ামী লীগে যোগদান করেছেন। অথচ ভেতরে ভেতরে বাংলাদেশ আওয়ামী লীগের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে তৎপরতা চালাচ্ছেন।

এ জেড ইউ প্রিন্স বলেন, বঙ্গবন্ধুর শাহাদাতের পরে জিয়া সরকার দ্বারা সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছেন চট্টগ্রামের পটিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও আওয়ামী লীগের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা সামছুদ্দিন আহম্মদ। তাঁকে পেটানোর হুমকি দিয়েছেন হুইপ। আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে এমন ঘটনা অবিশ্বাস্য। তিনি আরো বলেন, সামশুল হক চৌধুরী, তাঁর ভাই মোহাম্মদ আলী নবাব এবং পুত্র শারুন পটিয়াসহ বৃহত্তর চট্টগ্রামে এক ধরনের দখলদারি কায়েম করেছেন। একজন ব্যাংক কর্মকর্তা মৃত্যুর পর তাঁর স্ত্রী সংবাদ সম্মেলন করে শারুন চৌধুরীর বিরুদ্ধে হত্যার অভিযোগ করেছেন। একে ফরটিসেভেন অস্ত্র নিয়ে শারুন প্রকাশ্যে রাস্তায় নেমে প্রদর্শন করেছেন। একজন সংসদ সদস্যের পরিবার যেভাবে দস্যুতার সঙ্গে জড়িত, তা দেখে দেশের মানুষ হতভম্ব।

মানববন্ধন ও সমাবেশ শেষে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলকারীরা প্ল্যাকার্ড, ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে হুইপ সামশুলের দুই গালে জুতা মারো তালে তালে, বাংলার মাটিতে রাজাকার হুইপের ঠাঁই নাই বলে স্লোগান দেয়।

07/06/2021

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি ও পরীক্ষা সংক্রান্ত সকল কার্যক্রম আপতত স্থগিত আছে।অনার্স ও ডিগ্রী ভর্তির অনলাইন আবেদন পরে জানানো হবে।

এই গরুটি আজ সকালে কাঞ্চনাবাদ ইউনিয়নের ১নং ওয়ার্ড রাজু গার্মেন্টেসের পশ্চিম পাশে সূত্রধর পাড়ার (বারই পাড়া) নেপাল সূত্রধর ...
04/06/2021

এই গরুটি আজ সকালে কাঞ্চনাবাদ ইউনিয়নের ১নং ওয়ার্ড রাজু গার্মেন্টেসের পশ্চিম পাশে সূত্রধর পাড়ার (বারই পাড়া) নেপাল সূত্রধর এর স্ত্রী পেয়েছেন। সকাল থেকে অনেক চেষ্টা করেও মালিক খুজেঁ না পাওয়ায় চন্দনাইশ থানায় ডিউটি অফিসারকে জানানো হয়। বর্তমানে গরুটি থানায় নেয়ার অপেক্ষায় আছে।
উপযুক্ত মালিক চন্দনাইশ থানার ডিউটি অফিসার -01320-107891 অথবা দায়িত্বপ্রাপ্ত এসআই-01818-185104 এর সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ রইল।
পোস্টটি শেয়ার করে উপযুক্ত মালিক খুজেঁ পেতে সহায়তা করুন।

29/04/2021

‘তুমি কিছু করলে বসুন্ধরা গ্রুপ শেষ হয়ে যাবে’- আত্মহননের পথ বেছে নেওয়া তরুণী মোসারাত জাহান মুনিয়াকে এমন একটি বার্.....

28/04/2021

সম্প্রতি রাজধানীর গুলশানের একটি অভিজাত ফ্ল্যাট থেকে কলেজছাত্রী মোসারাত

মসজিদের জায়গায় মার্কেট নির্মাণের পাঁয়তারা :  হুইপ শামসুলের অনিয়মের শেষ নেই       -বাংলাদেশ প্রতিদিন‘চোরা না শোনে ধর্মের ...
18/04/2021

মসজিদের জায়গায় মার্কেট নির্মাণের পাঁয়তারা : হুইপ শামসুলের অনিয়মের শেষ নেই -বাংলাদেশ প্রতিদিন

‘চোরা না শোনে ধর্মের কাহিনি’ এ প্রবাদ বাক্যটির যেন জ্বলন্ত উদাহরণ চট্টগ্রাম-১২ পটিয়া আসনের এমপি ও হুইপ শামসুল হক চৌধুরী। নানা বিতর্কিত কর্মকান্ডে সমালোচিত হুইপ শামসুল হক চৌধুরী ও তার পুত্র নাজমুল হক চৌধুরী শারুনের বিরুদ্ধে এবার উঠেছে শত বছরের পুরনো পটিয়া থানা মসজিদ দখল করে বহুতল মার্কেট নির্মাণের অভিযোগ। শুধু তাই নয়, নিজের কার্যসিদ্ধির জন্য পাল্টে দিয়েছেন মসজিদের নামও। এমন অনৈতিক কার্যকলাপের প্রতিবাদ করায় হুইপ ও তার পুত্রের রোষানলে পড়েছেন পুলিশের কয়েকজন কর্মকর্তা। পটিয়া থানা পুলিশের মসজিদ দখল করে বহুতল মার্কেট নির্মাণকে কেন্দ্র করে পুলিশ প্রশাসনে দেখা দিয়েছে তীব্র অসন্তোষ।

হুইপ ও তার পুত্রের এমন অপকর্ম নিয়ে মুখ খোলতে চান না পুলিশ প্রশাসনের কেউ। তবে নাম প্রকাশ না করার শর্তে পুলিশের এক কর্মকর্তা বলেন, ‘পটিয়া থানা জামে মসজিদের ২২ গন্ডা জমি দখল করে তাতে ১০ তলা অভিজাত মার্কেট নির্মাণের পাঁয়তারা করছে স্থানীয় এমপি শামসুল হক চৌধুরী ও তার পুত্র শারুন চৌধুরী। এরই মধ্যে তাদের অনুসারী এক নেতাকে দিয়ে কথিত মসজিদ পরিচালনা কমিটি গঠন করেছে। পরিবর্তন করে দিয়েছে মসজিদের নাম। তাদের নিয়ন্ত্রণাধীন কথিত মসজিদ কমিটি বিএনপি-জামায়াতের পৃষ্ঠপোষকতাকারী প্রতিষ্ঠানের সঙ্গে ডেভেলপমেন্ট চুক্তিও করেছে। এরই মধ্যে মসজিদ ভেঙে ১০ তলা মার্কেট করে তাতে ৪০০টি দোকান তৈরির আনুষ্ঠানিকতা শেষ করেছে। একেকটি দোকান বরাদ্দ দেওয়ার জন্য ৩০ থেকে ৪০ লাখ টাকা নেওয়া হচ্ছে। বহুতল এ মার্কেট থেকে দেড় শ কোটি টাকা লুটপাটের পরিকল্পনা রয়েছে হুইপ পরিবারের। তাদের এমন অপকর্মের প্রতিবাদ করায় হুইপ ও তার পুত্রের রোষানলে পড়েছেন কয়েকজন পুলিশ কর্মকর্তা। এ নিয়ে পুলিশে চরম অসন্তোষ চলছে।’ নাম প্রকাশ না করার শর্তে পটিয়া আওয়ামী লীগের এক নেতা বলেন, ‘ছোটকাল থেকে এটি থানা মসজিদ হিসেবে চিনে আসছি। কয়েক বছর আগে হুইপ ও তার পুত্র নেপথ্যে থেকে দখল করে নেয় ওই মসজিদের জায়গা। গঠন করে নতুন মসজিদ কমিটি। পরিবর্তন করে ফেলে মসজিদের নামও। এর মধ্যে মসজিদ ভেঙে মার্কেট নির্মাণের আনুষ্ঠানিকতা শেষ করেছে। তাদের এমন অপকর্মে আমরা বিব্রত।’ অনুসন্ধানে জানা যায়, ১৮৯০ সালে ২২ গন্ডা জমির ওপর প্রতিষ্ঠিত হয় ‘পটিয়া থানা জামে মসজিদ’। প্রতিষ্ঠার পর থেকে পটিয়া সার্কেলের এএসপি কিংবা থানার অফিসার ইনচার্জ সভাপতি এবং মুসল্লিদের পক্ষ থেকে একজন সেক্রেটারি নির্বাচিত হয়ে মসজিদ পরিচালিত হয়ে আসছে। ১৯৯৪ সালে পটিয়া থানার অফিসার ইনচার্জ ও এ আহমদের যৌথ স্বাক্ষরে জনতা ব্যাংকের পটিয়া শাখায় ‘থানা মসজিদের’ নামে একটি যৌথ হিসাবও খোলা হয়। সরকারি বিভিন্ন দলিলেও স্থাপনাটি ‘পটিয়া থানা জামে মসজিদ’ হিসেবে উল্লেখ রয়েছে। গত এক দশকে পটিয়ার প্রাণকেন্দ্রে জমির দাম বেড়ে যায় কয়েক গুণ। ফলে ‘পটিয়া থানা জামে মসজিদ’-এর জায়গার ওপর কুদৃষ্টি পড়ে স্থানীয় এমপি শামসুল হক চৌধুরী ও তার পুত্রের। মসজিদের জায়গা দখল করতে নিয়ম-নীতির তোয়াক্কা না করে ২০১৩ সালে এমপি তার অনুসারী এবং তৎকালীন পৌর মেয়র হারুনুর রশিদকে সভাপতি করে সাত সদস্য বিশিষ্ট কথিত মসজিদ পরিচালনা কমিটি গঠন করে। মসজিদের ওই জায়গায় ১০ তলা বহুতল মার্কেট নির্মাণের উদ্যোগ নেয় হুইপ ও তাদের অনুসারীরা। ৫০:৫০ চুক্তিতে মার্কেট নির্মাণের জন্য চুক্তি করা হয় বিএনপি ও জামায়াতের পৃষ্ঠপোষকতাকারী প্রতিষ্ঠান ‘নুসরাত ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডে’-এর সঙ্গে। এ ডেভেলপার কোম্পানির মালিকদের একজন হচ্ছেন উপজেলা বিএনপির নেতা শফিকুল ইসলাম চেয়ারম্যান। কোম্পানির বাকি মালিকরাও বিএনপি-জামায়াতের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। ২০১৮ সালে পটিয়া থানা জামে মসজিদের নাম পাল্টে ‘পটিয়া থানা ছদু তালুকদার জামে মসজিদ কমপ্লেক্স’ নামকরণ করে হুইপ পরিবার ও তার অনুসারীরা। অবৈধভাবে গঠিত কথিত মসজিদ কমিটি বাতিল এবং নুসরাত ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের সঙ্গে করা চুক্তি বাতিলের জন্য আদালতে মামলা দায়ের করা হয়। ২০১৯ সালে পটিয়ার সিনিয়র সহকারী জজ প্রথম আদালত প্রদত্ত এক রায়ে ‘পটিয়া থানা ছদু তালুকদার জামে মসজিদ’ ও ‘নুসরাত ডেভেলপমেন্ট কোম্পানী লিমিটেডে’র সঙ্গে করা চুক্তি অবৈধ এবং কথিত সোলেহনামা সবকিছু অবৈধ ঘোষণা করেন। কিন্তু এ রায়ের তোয়াক্কা না করে হুইপ শামসুল হক চৌধুরী, তার পুত্র নাজমুল হক চৌধুরী শারুন এবং তাদের অনুসারীরা মসজিদের জায়গায় ১০ তলা মার্কেট করার পাঁয়তারা চালাচ্ছে। দোকান বরাদ্দের নামে বিভিন্ন জনের কাছ থেকে নেওয়া হচ্ছে দোকান প্রতি ৩০ থেকে ৪০ লাখ টাকা। ‘পটিয়া থানা ছদু তালুকদার জামে মসজিদ কমপ্লেক্স’ থেকে দেড় শ কোটি টাকা হাতিয়ে নেওয়ার পাঁয়তারা চলছে বলে জানা গেছে। নাম প্রকাশ না করার শর্তে এক পুলিশ কর্মকর্তা বলেন, হুইপ শামসুল হক চৌধুরীর অনুসারী হারুনুর রশীদের বাড়ি পটিয়া থানা মসজিদ থেকে কমপক্ষে ৪ কিলোমিটার দূরে। তিনি কোনো সময়ই পটিয়া থানা মসজিদ কমিটির দায়িত্বে ছিলেন না। মূলত পটিয়া থানা জামে মসজিদের জমি আত্মসাৎ করতেই হঠাৎ করে তাকে সভাপতি করে কথিত মসজিদ কমিটি গঠন করা হয়েছে। কথিত এ কমিটির নেপথ্যে রয়েছে হুইপ শামসুল হক চৌধুরী ও তার পুত্র শারুনের দেড় শ কোটি টাকার বাণিজ্য।

সেই হুইপপুত্রের গোপন ব্যবসার বলি হলেন তরুণ২৫ কোটি টাকা ঋণের বিপরীতে প্রায় ৩৮ কোটি টাকা পরিশোধ করেও নিষ্কৃতি মেলেনিহুইপপু...
15/04/2021

সেই হুইপপুত্রের গোপন ব্যবসার বলি হলেন তরুণ
২৫ কোটি টাকা ঋণের বিপরীতে প্রায় ৩৮ কোটি টাকা পরিশোধ করেও নিষ্কৃতি মেলেনি

হুইপপুত্রের গোপন ব্যবসার বলি হলেন তরুণ ব্যাংকার ও ব্যবসায়ী আব্দুল মোর্শেদ চৌধুরী। ২৫ কোটি টাকা ঋণের বিপরীতে প্রায় ৩৮ কোটি টাকা পরিশোধ করেও নিষ্কৃতি মেলেনি এই ব্যাংক কর্মকর্তার। তাঁকে বেছে নিতে হয়েছে আত্মহননের পথ। এ ঘটনা নিয়ে বন্দরনগরী চট্টগ্রামে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

অনুসন্ধানকালে ঘটনার নেপথ্যে নতুন নতুন তথ্য বেরিয়ে আসছে। কেঁচো খুঁড়তে বেরিয়ে আসতে শুরু করেছে সাপ। তরুণ ব্যাংকার আব্দুল মোর্শেদ চৌধুরীর মৃত্যুর সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে প্রধানমন্ত্রীর কাছে বিচার চেয়েছেন ওই ব্যাংকারের স্ত্রী শিক্ষিকা ইশরাত জাহান চৌধুরী ও মা নুর নাহার।

জানা যায়, জাতীয় সংসদের আলোচিত হুইপ শামসুল হক চৌধুরীর পুত্র নাজমুল হক চৌধুরী ওরফে শারুন চৌধুরী এর আগেও নানা কারণে বিতর্কিত। অস্ত্র উঁচিয়ে ফেসবুকে মহড়ার ছবি প্রকাশ, কখনো গোপন আস্তানায় আকণ্ঠ পান করে ডুবে থাকা কিংবা বাবার চেয়েও বয়স্ক মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতাকে ‘থাপ্পড় মেরে দাঁত ফেলে দেওয়া’র হুমকি—এমন বিতর্কের কোনো শেষ নেই তাঁকে নিয়ে। এই শারুন চৌধুরী এবার নিজেকে জড়ালেন তরুণ ব্যাংকারের মৃত্যু নিয়ে বিতর্কে।

সূত্র জানায়, নানা গোপন ব্যবসায় জড়িত শারুন চৌধুরীসহ তাঁর কয়েকজন বন্ধু। তাঁদের সেই ব্যবসায় ধার নিয়ে পুঁজি খাটিয়ে আসল ও সুদসহ বিপুল টাকা পরিশোধ করেও সরল বিশ্বাসের বলি হন ব্যাংকার আব্দুল মোর্শেদ চৌধুরী। সরল বিশ্বাসে জমা দেওয়া জামানতের চেক ফিরিয়ে নেননি তিনি। এতে ওই সব চেকের বিপরীতে বারবার লাভের টাকা দাবি করে চক্রটি। অব্যাহত রাখে বাসায় হামলা, উপর্যুপরি মামলা, অপহরণসহ নানা হুমকি। রাজনৈতিক ও প্রশাসনিকভাবেও চাপ দেওয়া হয়। নানামুখী চাপে উদভ্রান্ত ওই ব্যাংকার বাধ্য হয়ে আত্মহত্যা করে মুক্তি খোঁজেন। অবিরত হুমকিতে ভীতসন্ত্রস্ত এই তরুণের আত্মহত্যার নেপথ্যের সত্যতা খুঁজতে পুলিশের গোয়েন্দা সংস্থাকে (ডিবি) দায়িত্ব দেওয়া হয়েছে।

স্ত্রী ইশরাতের অভিযোগ অনুসন্ধানে নেমেই এই আত্মহননের পূর্বাপর ঘটনায় নানা পর্যায়ে পাওয়া গেছে যুবলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও চিটাগাং চেম্বারের বর্তমান ও সাবেক দুই পরিচালকসহ ছাত্রলীগ ও যুবলীগের কয়েকজন নেতার নাম। ব্যবসায় পুঁজি লগ্নি এবং পরে মানসিক চাপে আত্মহত্যার এই ঘটনার আগে মধ্যস্থতায় উদ্যোগী হন একজন সাবেক এমপিও।

কিন্তু শেষ পর্যন্ত আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হন ওই ব্যাংকার, যা তাঁর সুইসাইড নোটে স্পষ্ট করে লেখা রয়েছে।

আত্মহত্যার ঘটনায় চারজনকে আসামি করে স্ত্রী ইশরাত জাহান চৌধুরী বাদী হয়ে পাঁচলাইশ থানায় মামলা করেন। মামলায় নির্যাতন-আত্মহত্যার প্ররোচনার অভিযোগ উঠেছে যুবলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শহীদুল হক চৌধুরী রাসেল, চিটাগাং চেম্বারের সাবেক দুই পরিচালক জাবেদ ইকবাল, তাঁর ভাই পারভেজ ইকবাল ও নাইম উদ্দিন সাকিব নামে চারজনের বিরুদ্ধে। অভিযোগ দায়েরের পাঁচ দিন পার হলেও আসামিরা রয়ে গেছেন গ্রেপ্তারের বাইরে। পাঁচলাইশ থানার ওসি আবুল কাশেম ভুইয়া জানান, ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এদিকে আসামিদের বিরুদ্ধে নিজের ও তাঁর স্বামী-সন্তানের পাসপোর্ট আটকে রাখার অভিযোগ করেছেন ইশরাত জাহান। তাঁর অফিস ও বাড়িতে দফায় দফায় হামলা, মামলা ও অপহরণের হুমকির অভিযোগ এনেছেন অসহায় এই নারী।

ঘটনার পরম্পরা :

২০১৯ সালের ২৯ মে চিটাগাং চেম্বারের সাবেক দুই পরিচালক হুইপপুত্র শারুণ চৌধুরীকে সঙ্গে নিয়ে দুটি গাড়িতে করে ১০-১২ জন যুবক ব্যাংকার মোর্শেদের বাসায় আসেন। পারভেজ ইকবাল দলের অন্যদের নিয়ে লিফটে করে ওপরে উঠে বাসার দরজা ধাক্কাতে থাকেন। এ সময় দরজা খুলতে না চাইলে লাথি মারতে থাকেন তাঁরা। নিজের ও শিশুকন্যার নিরাপত্তার জন্য দরজা খুলতে না চাইলেও দরজার অন্য প্রান্ত থেকে হুমকি দিয়ে পারভেজ ইকবাল দরজা খুলতে চাপ দিতে থাকেন। উত্তেজিত পারভেজ ব্যাংকারের স্ত্রীর উদ্দেশে বলতে থাকেন, ‘আমরা আপনাকে আটকে রেখে ওকে (মোর্শেদ) আনব।’ এ সময় ভবনটির নিচে নাম্বার প্লেটবিহীন গাড়িতে হুইপপুত্র শারুন চৌধুরী ও সাবেক ছাত্রনেতা আরশেদুল আলম বাচ্চু বসা ছিলেন বলেও জানান তিনি। ভীতসন্ত্রস্ত হয়ে ব্যাংকার মোর্শেদ তাঁর স্ত্রী-সন্তানসহ পালিয়ে নিকটাত্মীয়ের বাসায় আশ্রয় নেন। সহযোগিতা চান পুলিশের কাছে। থানায় জিডিও করেন, কিন্তু শেষরক্ষা পাননি মোর্শেদ। পরিবারটি এখনো নিরাপত্তাহীনতায় রয়েছে।

ইশরাত বলেন, ‘২০১৮ সালের মে মাসে আমার স্বামীকে পাঁচলাইশের এমএম টাওয়ারে নিয়ে যায় সৈয়দ সাকিন সাঈম উদ্দীন। সেখানে অস্ত্রের মুখে জিম্মি করে শারীরিক নির্যাতন, আমাকে বেঁধে ১২ কোটি টাকা অতিরিক্ত দাবি করে জোরপূর্বক স্ট্যাম্পে সই নেওয়া হয়েছিল। আমার ও মেয়ের পাসপোর্ট নিয়ে নেওয়া হয়। ২০১৯ সালে বাসায় হামলার ব্যাপারে মামলা করা হয়। বাসায় আক্রমণ, মেয়েকে অপহরণ, আমার স্বামীকে খুন করবে বলে অনেকবার প্রকাশ্যে হুমকি দেওয়া হয়। আপস ও আলোচনার কথা বলে গত ২০১৯ সালের ২৭ সেপ্টেম্বর সাকিব অস্ত্রের মুখে ৮৪টি চেকে জোরপূর্বক সই নিয়ে নেন। আমাদের ছয়টি অলিখিত ও স্বাক্ষরিত নন-জুডিশিয়াল স্ট্যাম্প রয়েছে তাদের কাছে।’

ইশরাত বলেন, ‘হুমকিদাতাদের অর্থবিত্ত ও রাজনৈতিক প্রভাব-প্রতিপত্তির কারণে আমরা চরম অসহায়। আমি নিজের ও মেয়ের জীবন, মান-ইজ্জত নিয়ে চরম শঙ্কিত।’ তিনি আরো বলেন, ‘মিথ্যা পাওনার দাবিতে সাকিব আমার ও আমার স্বামীর বিরুদ্ধে আটটি মামলা করেছিল। অভিযোগ মিথ্যা প্রমাণিত হওয়ায় সব কটি মামলায় আমি খালাস পেয়েছি। আমার স্বামীর বিরুদ্ধে অভিযোগও খালাসের প্রক্রিয়ায় ছিল।’

পুলিশ সব কিছুই জানত : ইশরাত জাহান চৌধুরী বলেন, সব কিছুই পুলিশ জানত। ডিসি অফিসে সমঝোতা বৈঠক ও চুক্তি হয়। বাচ্চুসহ উপস্থিত থেকেই চুক্তি হয়।

এ ব্যাপারে সিএমপির ডিসি বিজয় বসাক বলেন, ব্যাংক কর্মকর্তা মোর্শেদ ও তাঁর স্ত্রী তাঁদের বাসায় হামলার ঘটনায় জিডি করার পরেই উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে সহযোগিতার জন্য এসেছিলেন। বাসায় হামলার ঘটনাটির পরই বৈঠক হয়। উভয় পক্ষের হয়ে সমঝোতার মধ্যস্থতাকারী নিকটাত্মীয় ব্যবসায়ী আজম খান, মোর্শেদ ও তাঁর বড় ভাই আশরাফ একাধিক সমঝোতা বৈঠকে বসেন। পারভেজ ইকবালরা পাওনার জন্য মামলা করে মোর্শেদের ব্যাংকের চাকরিচ্যুতি এবং তাঁর স্ত্রীকে চাকরিতে যেতে বাধা দেওয়ার মতো পরিস্থিতি তৈরি করেছিলেন। তিনি বলেন, ‘মামলা করলে চাকরির ক্ষেত্রে সমস্যা হবে—এমনটি জানিয়ে মোর্শেদ সহযোগিতা চাইলে দুই পক্ষে সমঝোতার চেষ্টা করি। দুই পক্ষের সমঝোতার কাগজ অনুযায়ী দেনা পরিশোধ প্রক্রিয়া হচ্ছিল।’

যুবনেতার হুমকি :

এ ঘটনার প্রায় দুই বছর পরেও দফায় দফায় আসল ও সুদ পরিশোধের পরেও অতিরিক্ত টাকার জন্য যুবলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রাসেল টেলিফোনে চাপ দিতে থাকেন বলে অভিযোগ করেন ব্যাংকার মোর্শেদের স্ত্রী ইশরাত। পারভেজ ও জাবেদের হয়ে টেলিফোনে রাসেলের হুমকির এক দিন পরই ব্যাংক কর্মকর্তা মোর্শেদ আত্মহত্যা করেন। তাই মামলায় রাসেলকে অভিযুক্ত করা হয় বলে জানান ইশরাত। এসংক্রান্ত অডিও রেকর্ডে রাসেলকে বলতে শোনা যায়, ‘বিজয় (পুলিশের ডিসি বিজয় বসাক) পুলিশে চাকরি করে। আজ এখানে আছে তো কাল চলে যাবে। আমি কিন্তু চট্টগ্রামে থাকব। আমার সাথে এগুলো করলে বিপদ হয়ে যাবে।’ টেলিফোনে হুমকির প্রসঙ্গে যুবনেতা রাসেল জানান, তাঁর ছোটবেলার বন্ধু জাবেদ ইকবালের অনুরোধে দুই পক্ষের অঙ্গীকারনামা দেখে তিনি মধ্যস্থতা করতে রাজি হন।

ব্যবসা নিয়ে ধোঁয়াশা : মুঠোফোন আলাপচারিতায় প্রতিশ্রুত সময়ের মধ্যেই দেনা পরিশোধের ব্যাপারে বারবার আশ্বস্ত করতে গিয়ে মোর্শেদ এই যুবনেতাকে বলতে থাকেন এক কাস্টমারের কথা। প্রশ্ন দেখা দিয়েছে, কে সেই কাস্টমার? এত কোটি টাকা বিনিয়োগ কোন ব্যবসায় করা হয়েছিল, তা কি জানতেন? এমন প্রশ্নের সদুত্তর দিতে পারেননি যুবলীগ নেতা রাসেল।

কিভাবে যুক্ত হলেন হুইপপুত্র :

কী ব্যবসা ছিল তাঁদের? এটি কি সুদের লগ্নির ব্যবসা? যদি তা হয়ে থাকে, তাহলে এখানে হুইপপুত্র কিংবা অন্যদের কার মূলধন বা লভ্যাংশ আসলে কত ছিল? প্রশ্ন দেখা দিয়েছে এসব নিয়ে। হুইপপুত্র শারুন চৌধুরী কিভাবে এই ব্যবসা বা লেনদেনের সঙ্গে যুক্ত হলেন, তা অনুসন্ধানকালে উঠে এসেছে নানা তথ্য। মোর্শেদের স্ত্রী ইশরাত বলেন, ‘শারুনের সঙ্গে সরাসরি আমার স্বামীর কোনো লেনদেন ছিল না। মোর্শেদের সঙ্গে সরাসরি লেনদেন না থাকলেও শারুন চৌধুরী, বাচ্চু ও রাসেল কেন এ রকম টর্চার করল, তার জবাব মিলছে না।’ ইশরাত বলেন, শারুন চৌধুরী কেন উপর্যুপরি সক্রিয় হলেন, এই নিয়ে জানতে মোর্শেদই একদিন প্রশ্ন করেছিলেন। সেই প্রশ্নে শারুণ তখন জবাব দিয়েছিলেন, ‘সরাসরি লেনদেন আমি করিনি। পারভেজের মাধ্যমে বিনিয়োগ করেছি।’

আরেক এমপির মধ্যস্থতা :

ইশরাত বলেন, ‘দলবল নিয়ে বাসায় হামলার পরে আমরা নিকটাত্মীয় ব্যবসায়ী আজম খানের বাসায় আশ্রয় নিয়েছিলাম। তিনি মধ্যস্থতায় এগিয়ে আসেন। একপর্যায়ে সীতাকুণ্ডের এমপি দিদারুল আলমও ঘনিষ্ঠ আত্মীয় হিসেবে মধ্যস্থতার চেষ্টা করেন।’ এমপি দিদারুল আলম জানান, তাঁর কন্যার শ্বশুরবাড়িতেও একবার জাবেদ ইকবাল অনুরোধ করেন সমঝোতার। কিন্তু শেষ পর্যন্ত জাবেদ ইকবালের ভাই পারভেজের অনাগ্রহে এমপি দিদারের সেই উদ্যোগ ভেস্তে যায় বলে জানান মোর্শেদের স্ত্রী।

শারুন চৌধুরী এই প্রক্রিয়ায় কিভাবে যুক্ত হলেন জানতে চাইলে এসপি বিজয় বসাক জানান, জামানত বাবদ চেক গ্রহণের বিপরীতে ব্যবসায় পারভেজের মাধ্যমে শারুন বিনিয়োগ করেন এবং পারভেজকে তাঁর পাওনা টাকার জন্য চাপ দেন। যেহেতু মোর্শেদের কাছে সরাসরি পাওনাদার নয়, সেহেতু সমঝোতা বৈঠকে শারুনকে আসতে দেওয়া হয়নি বলে জানান ডিসি।

পারভেজের দাবি মেনে নেন মোর্শেদ : আজম খান বলেন, মৃত্যুর আগে ৭ এপ্রিল এক দফায় দুই কোটি টাকা লেনদেনের কথা হয়েছিল। এই টাকা ব্যাংকে ট্রান্সফার দেওয়ার বিষয়টিও নিশ্চিত করেছিলেন মোর্শেদ, বলেন আজম খান। তিনি আরো বলেন, এর পর থেকে পারভেজ ও জাবেদদের ফোন করেও আর পাওয়া যায়নি।

আজম বলেন, ‘আমি মধ্যস্থতা করার পর থেকে সাড়ে পাঁচ থেকে ছয় কোটি টাকা সুদসহ পেমেন্ট হয়েছে। এরপর সাত কোটি টাকা দাবি করছিলেন পারভেজ। মোর্শেদ অ্যাগ্রিও করেছিল।’ এমপি দিদারুল আলম বলেন, ‘২০১৩-১৪ সাল থেকেই এই লেনদেন হয়ে আসছিল বলে জেনেছি।’

শারুন-বাচ্চুর সম্পৃক্ততা :

ব্যাংকার মোরশেদ চৌধুরীর সঙ্গে এই বিনিয়োগ, বাসায় হামলা, টাকা উদ্ধার প্রক্রিয়ায় শারুনের সঙ্গে বাচ্চুর নাম উঠে এসেছে। একাধিক মুঠোফোন আলাপ ও পুলিশের ডিসির কক্ষে অনুষ্ঠিত সমঝোতা বৈঠকে বাচ্চুর উপস্থিত থাকার তথ্য পাওয়া যায়। শারুন ও বাচ্চু এক সমঝোতা বৈঠকে বসার কথা স্বীকার করেন আজম খান।

কেন আসামি নন শারুন ও বাচ্চু? : তবে কেন এই মামলায় হুইপপুত্র শারুন চৌধুরী কিংবা সাবেক ছাত্রনেতা আরশাদ বাচ্চুকে আসামি করা হলো না? এই প্রশ্নের জবাবে মোর্শেদের স্ত্রী ইশরাত জাহান চৌধুরী জানান, শারুন চৌধুরী ও বাচ্চু ২০১৯ সালে বাসায় হামলার ঘটনায় উপস্থিত থাকলেও এদের সঙ্গে সরাসরি মোর্শেদের টাকার লেনদেনের কোনো প্রমাণ নেই। অডিও ভয়েস কিংবা অন্য কোনো সম্পৃক্ততার প্রমাণ আছে কি না, তা পরবর্তী সময়ে হয়তো পুলিশি তদন্তে বেরিয়ে আসতে পারে। ইশরাত বলেন, ‘আমি সাক্ষ্য-প্রমাণ হাতে নিয়েই কাউকে অভিযুক্ত করতে চাই। তা ছাড়া বিষয়টি পুলিশ তদন্ত করে বের করে আনলেই যথার্থ হয়।’

সুইসাইড নোট :

ইশরাত জাহান চৌধুরী অভিযোগ করেন, ‘আমার স্বামী মোর্শেদ ব্যবসার জন্য বিভিন্ন দফায় ২৫ কোটি টাকা ধার নেন। বিপরীতে তাদের কাছে লাভসহ ৩৮ কোটি টাকা পরিশোধ করেন। কিন্তু তারা বেশি লভ্যাংশের দাবিতে স্বামীর ওপর মানসিক চাপ, রাজনৈতিক ও প্রশাসনিক চাপ প্রয়োগ করতে থাকে। অনৈতিক মানসিক চাপ সহ্য করতে না পেরে মোর্শেদ আত্মহত্যা করে। সুইসাইড নোটে সে সব ঘটনা বলে গেছে।’

সুইসাইড নোটে মোর্শেদ উল্লেখ করেন, ‘আর পারছি না। সত্যি আর নিতে পারছি না। প্রতিদিন একবার করে মরছি। কিছু লোকের অমানুষিক প্রেসার আমি আর নিতে পারছি না। প্লিজ, সবাই আমাকে ক্ষমা করে দিয়ো। আমার জুমকে (মেয়ে) সবাই দেখে রেখো। আল্লাহ হাফেজ।’

সূত্র: কালের কন্ঠ

হারনো বিজ্ঞপ্তিঃমো; হানিফুল হক।বয়স ১৪ পটিয়াস্থ শোভনদন্ডী নূরানী মাদ্রাসায় হিফজ বিভাগের পড়ে। আজ ০৭.০৩.২০২১ তারিখ (সকাল ১০...
07/03/2021

হারনো বিজ্ঞপ্তিঃ
মো; হানিফুল হক।
বয়স ১৪ পটিয়াস্থ শোভনদন্ডী নূরানী মাদ্রাসায় হিফজ বিভাগের পড়ে।
আজ ০৭.০৩.২০২১ তারিখ (সকাল ১০ টা) থেকে কোন খোঁজ পাওয়া যাচ্ছেনা।
তার সাথে একজন সহপাঠী ছিল।
কেউ যদি সন্ধান পেয়ে থাকেন তাহলে যোগাযোগ করুন।
মোবাইল নংঃ ০১৮২৯৬৬৫২৮৭

02/03/2021

পটিয়া পৌরসভার যারা ২০১৯ সালে নতুন ভোটার হয়েছেন, তাদের স্মার্ট কার্ড রাহাত আলী স্কুলে বিতরণ করা হবে।
তারিখঃ ০৩-০৩-২০২১ ইং
সকাল ১০ ঘটিকায়।

Address

Patiya
Patiya

Telephone

+8801300061555

Website

Alerts

Be the first to know and let us send you an email when পটিয়া পরিক্রমা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to পটিয়া পরিক্রমা:

Videos

Share

পটিয়া পরিক্রমা

পটিয়ার ইতিহাস,ঐতিহ্য, শিক্ষা-সংস্কৃতি, অর্থনীতি-রাজনীতি সহ সমসাময়িক সংবাদ মাধ্যম। পটিয়া পরিক্রমার সাথে থাকুন, নিজেকে আপডেট রাখুন


Other Social Media Agencies in Patiya

Show All

You may also like