News today 24

News today 24 সত্য প্রকাশে প্রতিশ্রুতিবদ্ধ
(11)

01/06/2026

খাগড়াছড়িতে বনবিভাগের কাছে বন্যপ্রাণী তুলে দিলেন প্রাণিপ্রেমী নবদ্বীপ চাকমা

খাগড়াছড়ি প্রতিনিধিঃ

খাগড়াছড়িতে শিশু থেকে নিজের ঘরে পরম মমতায় দুটি বানর, ছয়টি হরিণ এ একটি ভালুক স্বেচ্ছায় বনবিভাগের হাতে তুলে দিয়েছেন প্রাণিপ্রেমী নবদ্বীপ চাকমা।

মঙ্গলবার (৬ জানুয়ারী) বিকেলে খাগড়াছড়ি শহরের তেঁতুলতলাস্থ তাঁর নিজ বাড়িতে খাগড়াছড়ি বিভাগীয় বন কর্মকর্তা মোঃ ফরিদ মিঞার কাছে তিনি সানন্দে প্রাণিগুলো তুলে দেন। এসময় ডুলাহাজারা সাফারি পার্কের একজন প্রতিনিধিও উপস্থিত ছিলেন।

খাগড়াছড়ি জেলা পরিষদের সাবেক সদস্য ও জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক অনিমেষ চাকমা’র উদ্যোগেই মূলত প্রাণিগুলো সরকারি কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন হয়।
তিনি জানান, নবদ্বীপ চাকমা রাঙামাটির বাঘাইছড়িতে বেড়ে উঠেছেন। একসময় ইউপি সদস্যও ছিলেন। বাঘাইছড়িতে তিনি ছোটকাল থেকেই বন্যপ্রাণি দেখে আসছেন। দরিদ্র মানুষদেরকে হাটে-বাজারে শিকার করা হরিণের মাংস বিক্রিসহ নানা ধরণের প্রকৃতি ও প্রাণবিনাশী কর্মকান্ড থেকে বিরত রাখার চেষ্টা করে আসছেন।

নবদ্বীপ চাকমা জানান, এখন তিনি পেশায় একজন প্রথম শেণীর ঠিকাদার। খাগড়াছড়ি শহরেই থাকেন। বিভিন্ন মাধ্যমে খবর নিয়ে জীবিত ও আহত বন্যপ্রাণি সংগ্রহ করে তাদের লালন-পালন করে তিনি আনন্দ ও স্বস্তি লাভ করেন। ভগবান বুদ্ধের অমিয় বাণী ‘জীবহত্যা মহাপাপ’ এই নীতিবাক্য মেনে তিনি বন্যপ্রাণির জীবন রক্ষার চেষ্টা করেন।

নবদ্বীপ চাকমা জানান, আজকে হস্তান্তর করা হরিণগুলা তিনি একদম শিশুকাল থেকেই লালন পালন করেছেন। ভালুকটি আহত অবস্থায় পেয়েছেন। বানরগুলাও সুস্থ ছিল না। দীর্ঘদিন ধরে এগুলো যথাযথ কর্তৃপক্ষের হাতে তুলে দিতে চাচ্ছিলাম কিন্তু পথ ও মাধ্যম খুঁজে পাচ্ছিলাম না। অবশেষে অনিমেষ চাকমা রিঙ্কু বাবু’র মাধ্যমে প্রাণীগুলোর জীবনের একটি নিরাপদ ঠিকানা পেলাম বলে ভালো লাগছে।

খাগড়াছড়ির বিভাগীয় বন কর্মকর্তা মোঃ ফরিদ মিঞা জানান, পাহাড়ে বিপন্ন বন্যপ্রাণী রক্ষায় নবদ্ধীপ চাকমা এবং অনিমেষ চাকমা রিঙ্কু’র মতো প্রাণ-প্রকৃতির অনুঘটকদের এগিয়ে আসতে হবে। আমরাও উর্ধ্বতন কর্তৃপক্ষকে এই ধরনের সংগৃহীত বন্যপ্রাণী রক্ষাকারীদের উদ্বুদ্ধ করার প্রস্তাবনা পাঠাবো।

তিনি জানান, সাফারি পার্কের প্রতিনিধিকে অনুরোধ করে ডেকে আনা হয়েছে। প্রাণিগুলো যতো শিগগির তাঁদের কাছে পৌছে দেয়া হবে।

উল্লেখ্য, প্রাণিগুলো হস্তান্তরের সময় নবদ্ধীপ চাকমা’র পরিবারের সবার চোখে জল নামলেও প্রত্যক্ষদর্শীরা তাঁদের মনভরা ভালোবাসা জানান।

সংরক্ষিত বন রক্ষায়  জিরো টলারেন্স : বুমু বনাঞ্চলে অবৈধ স্থাপনা উচ্ছেদ । সংরক্ষিত বন রক্ষায় জিরো টলারেন্স নীতি ঘোষণা করে...
01/06/2026

সংরক্ষিত বন রক্ষায় জিরো টলারেন্স : বুমু বনাঞ্চলে অবৈধ স্থাপনা উচ্ছেদ ।

সংরক্ষিত বন রক্ষায় জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে বন বিভাগ। এরই অংশ হিসেবে বান্দরবানের লামা বন বিভাগের আওতাধীন বমু সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
৫ জানুয়ারি সোমবার সকালে বমু সংরক্ষিত বনাঞ্চলের চুড়ইবিল এলাকায় সামাজিক বনায়নের ভেতরে গড়ে ওঠা একটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন বমু বিট কর্মকর্তা মোহাম্মদ আলতাফ হোসেন। অভিযানে তাঁর সঙ্গে বনপ্রহরীরা উপস্থিত ছিলেন। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই অবৈধ স্থাপনাটি অপসারণ করা হয়।
এ সময় স্থানীয় সামাজিক বনায়নের সভাপতি মোহাম্মদ রুহুল আমিন, সাধারণ সম্পাদক আবু বক্কর ছিদ্দিক, উপকারভোগী সদস্যবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বিট কর্মকর্তা মোহাম্মদ আলতাফ হোসেন বলেন, সংরক্ষিত বনাঞ্চল রাষ্ট্রীয় সম্পদ। এই বনভূমি রক্ষা করা আইনগত ও নৈতিক দায়িত্ব। ভবিষ্যতে সংরক্ষিত বনাঞ্চলে কোনো ধরনের অবৈধ দখল, স্থাপনা নির্মাণ কিংবা বন উজাড়ের চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরও জানান, বন আইন ১৯২৭ এবং সামাজিক বনায়ন বিধিমালা ২০০৪ অনুযায়ী সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ স্থাপনা নির্মাণ ও ভূমির অপব্যবহার শাস্তিযোগ্য অপরাধ।
স্থানীয় সচেতন মহল ও পরিবেশবিদরা মনে করছেন, বনভূমি দখল ও অবৈধ স্থাপনার বিরুদ্ধে এমন উদ্যোগ পরিবেশ সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখবে। তারা নিয়মিত নজরদারি ও স্থানীয় জনগণের অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

লালমনিরহাট সদর আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীর উদ্যোগে জেলায় কর্মরত সাংবাদিকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠ...
01/06/2026

লালমনিরহাট সদর আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীর উদ্যোগে জেলায় কর্মরত সাংবাদিকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
রংপুর।

আজ (৫ জানুয়ারি )সোমবার সকালে লালমনিরহাট জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় হামার বাড়ি হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি ও নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।

এ সময় তিনি উপস্থিত সাংবাদিকদের নিকট লালমনিরহাটের উন্নয়ন ভাবনা নিয়ে বক্তব্য রাখেন। এবং জেলার উন্নয়নে সাংবাদিকদের নিকট নানারকম পরামর্শ শোনেন। এ সময় উপস্থিত সাংবাদিকরা লালমনিরহাটের উন্নয়নকল্পে কি প্রতিবন্ধকতা রয়েছে তা তুলে ধরেন।
এ মতবিনিময় সভায় প্রেসক্লাব লালমনিরহাটের আহ্বায়ক এটিএন বাংলা ও সমকালের জেলা প্রতিনিধি আনোয়ার হোসেন স্বপন ও সদস্য সচিব বৈশাখী টেলিভিশনের জেলা সংবাদদাতা তৌহিদুল ইসলাম তৌহিদ সহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।এ সময় জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন,দপ্তর সম্পাদক জয়নুল আবেদীন স্বপন উপস্থিত ছিলেন।

দীঘিনালায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিএনপির দোয়া  দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি খাগড়াছড়ির দীঘিনালা উপজেল...
01/06/2026

দীঘিনালায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিএনপির দোয়া

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় ১নং মেরুং ইউনিয়নে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত ও জান্নাতুল ফেরদৌস কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সন্ধ্যা ৬টায় ১নং মেরুং ইউনিয়নের মধ্য বোয়ালখালী উত্তর শাখা বিএনপি অফিসে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে মরহুমার আত্মার শান্তি ও আল্লাহর কাছে জান্নাতুল ফেরদৌস নসিবের জন্য বিশেষ মোনাজাত করা হয়।
দোয়া মাহফিল পরিচালনা করেন মধ্য বোয়ালখালী বাজার মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল্লাহ আল মামুন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি শফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবদুল রহিম, সহ-সভাপতি শান্তি প্রিয় চাকমা, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন ১নং মেরুং ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ইউনুস, সহ-সভাপতি মোঃ সেলিম মিয়া, শ্রমিক দলের সভাপতি মোঃ নজরুল ইসলাম এবং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ সুমন মিয়া।
দোয়া মাহফিলটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম।
১নং মেরুং ইউনিয়ন উত্তর শাখা বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে এই দোয়া আয়োজন করা হয়।

01/06/2026

নীলফামারীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল


সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও আপোষহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা এবং শহীদ গোলাম রাব্বানী, শহীদ আতিকসহ দেশের গণতান্ত্রিক আন্দোলনে আত্মোৎসর্গকারী সকল শহীদের স্মরণে নীলফামারীতে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) বিকাল তিন ঘটিকায় দুবাছুরী দ্বিমুখী মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে আয়োজিত এ দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী ও নীলফামারী-২ আসন থেকে নির্বাচনে অংশগ্রহণকারী ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব এ.এইচ.এম. সাইফুল্লাহ রুবেল। এছাড়াও জেলা যুবদলের নেতা শাহাদাত হোসেন চৌধুরীসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং যুবদলের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে বক্তারা মরহুমা বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর আপসহীন নেতৃত্ব এবং দেশের মানুষের অধিকার আদায়ে তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে গণতান্ত্রিক আন্দোলনে আত্মোৎসর্গকারী সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরাসকে মার্কিন আগ্রাসী বাহিনী তুলে নেওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির...
01/06/2026

প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরাসকে মার্কিন আগ্রাসী বাহিনী তুলে নেওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির তীব্র নিন্দা

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ গত রবিবার ( ৪ জানুয়ারি) বাংলাদেশ গণমুক্তি পার্টি (বিজিপি)' সভাপতি এম এ আলীম সরকার এবং সাধারণ সম্পাদক লেখক অমুল্য কুমার বৈদ্য এক যৌথ বিবৃতিতে বলেন, গত শনিবার,৩ জানুয়ারি ২০২৬,ভোর রাতে যুক্তরাষ্ট্রের আগ্রাসী বাহিনী ভেনিজুয়েলার রাজধানী সহ কয়েকটি প্রদেশে ঘুমন্ত মানুষের উপর বোমা হামলা চালিয়ে ভেনিজুয়েলার নির্বাচিত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে মার্কিন বাহিনী জোরপূর্বক তুলে নিয়ে যায় যুক্তরাষ্ট্রে। নিউইয়র্কে ।খবর আইবিএননিউজ ।

বাংলাদেশ গণমুক্তি পার্টি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে নগ্ন হস্তক্ষেপ এবং আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ ও রাষ্ট্রীয় সার্বভৌমত্বের চরম লঙ্ঘন।

আমরা মনে করি, কোনো দেশের নির্বাচিত রাষ্ট্রপ্রধানকে জোরপূর্বক অপহরণ বা আটক করার অধিকার কোনো সাম্রাজ্যবাদী শক্তির নেই। এ ধরনের আগ্রাসী কর্মকাণ্ড বিশ্বশান্তি ও আন্তর্জাতিক সম্পর্ককে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে এবং শক্তির রাজনীতিকে আরও উসকে দেয়। ভেনেজুয়েলার তেল সম্পদ লুটপাট করার জন্য ট্রাম্প এ আগ্রাসী ঘটনা ঘটিয়েছে। যুক্তরাষ্ট্র পৃথিবীর মানবজাতির শত্রু।যুক্তরাষ্ট্রের যারা সহযোগী তারাও মানবজাতির শত্রু। ভেনেজুয়েলায় আগ্রাসী সামরিক আক্রমণে যুক্তরাষ্ট্রের আসল চরিত্র ফুটে উঠেছে।

বাংলাদেশ গণমুক্তি পার্টি ভেনিজুয়েলার জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার এবং তাদের নির্বাচিত নেতৃত্বের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করছে। একই সঙ্গে আমরা আন্তর্জাতিক সম্প্রদায় ও জাতিসংঘের প্রতি আহ্বান জানাই—এই ঘটনার নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করা হোক এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনা হোক।

সাম্রাজ্যবাদবিরোধী সংগ্রাম, জাতীয় স্বাধীনতা ও গণতন্ত্রের পক্ষে বাংলাদেশ গণমুক্তি পার্টি দৃঢ়ভাবে অবস্থান নিতে থাকবে।

প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরাসকে যুক্তরাষ্ট্রের আগ্রাসী বাহিনী তুলে নেওয়ায়  আপিবাঅ”র তীব্র নি...
01/06/2026

প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরাসকে যুক্তরাষ্ট্রের আগ্রাসী বাহিনী তুলে নেওয়ায় আপিবাঅ”র তীব্র নিন্দা

বাপসনিউজঃ

আমেরিকান প্রেসক্লাব অব বাংলাদেশ অরিজিনের সভাপতি সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন এবং সাধারণ সম্পাদক সাংবাদিক হেলাল মাহমুদ এক যৌথ বিবৃতিতে বলেন, গত শনিবার,৩ জানুয়ারি ২০২৬,ভোর রাতে যুক্তরাষ্ট্রের আগ্রাসী বাহিনী ভেনিজুয়েলার রাজধানী সহ কয়েকটি প্রদেশে ঘুমন্ত মানুষের উপর বোমা হামলা চালিয়ে ভেনিজুয়েলার নির্বাচিত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে যুক্তরাষ্ট্রের সেনা বাহিনী জোরপূর্বক তুলে নিয়ে যায় যুক্তরাষ্ট্রে। নিউইয়র্কে ।খবর আইবিএননিউজ ।

আমেরিকান প্রেসক্লাব অব বাংলাদেশ অরিজিন এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে নগ্ন হস্তক্ষেপ এবং আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ ও রাষ্ট্রীয় সার্বভৌমত্বের চরম লঙ্ঘন।

আমরা মনে করি, কোনো দেশের নির্বাচিত রাষ্ট্রপ্রধানকে জোরপূর্বক অপহরণ বা আটক করার অধিকার কোনো সাম্রাজ্যবাদী শক্তির নেই। এ ধরনের আগ্রাসী কর্মকাণ্ড বিশ্বশান্তি ও আন্তর্জাতিক সম্পর্ককে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে এবং শক্তির রাজনীতিকে আরও উসকে দেয়। ভেনেজুয়েলার তেল সম্পদ লুটপাট করার জন্য ট্রাম্প এ আগ্রাসী ঘটনা ঘটিয়েছে। যুক্তরাষ্ট্র পৃথিবীর মানবজাতির শত্রু।যুক্তরাষ্ট্রের যারা সহযোগী তারাও মানবজাতির শত্রু। ভেনেজুয়েলায় আগ্রাসী সামরিক আক্রমণে যুক্তরাষ্ট্রের আসল চরিত্র ফুটে উঠেছে।

আমেরিকান প্রেসক্লাব অব বাংলাদেশ অরিজিন ভেনেজুয়েলার জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার এবং তাদের নির্বাচিত নেতৃত্বের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করছে। একই সঙ্গে আমরা আন্তর্জাতিক সম্প্রদায় ও জাতিসংঘের প্রতি আহ্বান জানাই—এই ঘটনার নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করা হোক এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনা হোক।

সাম্রাজ্যবাদবিরোধী সংগ্রাম, জাতীয় স্বাধীনতা ও গণতন্ত্রের পক্ষে নিউজ পোর্টাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন দৃঢ়ভাবে অবস্থান নিতে থাকবে।

01/05/2026
কম্বলে লুকিয়ে ফেন্সিডিল পাচারকালে গোদাগাড়ী ইউপি সদস্যসহ দুইজন গ্রেফতার করেছে ডিএনসি বগুড়াকম্বলের ভেতরে লুকিয়ে ফেন্সিডিল ...
01/05/2026

কম্বলে লুকিয়ে ফেন্সিডিল পাচারকালে গোদাগাড়ী ইউপি সদস্যসহ দুইজন গ্রেফতার করেছে ডিএনসি বগুড়া

কম্বলের ভেতরে লুকিয়ে ফেন্সিডিল পাচারের সময় রাজশাহীর গোদাগাড়ী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মালেকসহ দুইজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বগুড়া।
গ্রেফতারকৃতরা হলেন— রাজশাহীর গোদাগাড়ী উপজেলার গোদাগাড়ী ইউনিয়নের পানিহার আই হাই রাহী গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে মো. আব্দুল মালেক (৪৫) এবং একই গ্রামের মো. আজাদ আলীর ছেলে আনোয়ার হোসেন (৩০)।
ডিএনসি সূত্রে জানা যায়, শনিবার (৪ জানুয়ারি ২০২৬) বিকেল ৪টা থেকে ৫টার মধ্যে ডিএনসি বগুড়া জেলা কার্যালয়ের ‘খ’ সার্কেলের একটি দল বগুড়ার শিবগঞ্জ থানাধীন মুরাদপুর (পল্লী বিদ্যুৎ) এলাকায় রংপুর–বগুড়া মহাসড়কের পূর্ব পাশে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় হরিপুর (ঠাকুরগাঁও) থেকে চাঁপাইনবাবগঞ্জগামী বিআরটিসি নামীয় একটি যাত্রীবাহী বাসে (রেজিঃ ঢাকা মেট্রো-ব-১৫-৪৭৭১) তল্লাশি চালানো হয়।
তল্লাশিকালে বাসটির একটি নীল-কালো রঙের ট্রাভেল ব্যাগের ভেতরে থাকা দুইটি পুরাতন কম্বলে মোড়ানো অবস্থায় কোডিনযুক্ত অবৈধ মাদক ফেন্সিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ফেন্সিডিলের পরিমাণ ২৫ বোতল, প্রতিটি ১০০ মিলিলিটার করে মোট ২.৫ লিটার।
এ সময় মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি পুরাতন স্যামসাং স্মার্টফোন এবং জিডিএল ও লাভা নামীয় দুইটি বাটন মোবাইল ফোন (সিমসহ) জব্দ করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। ডিএনসি কর্তৃপক্ষ জানায়, মাদকমুক্ত বাংলাদেশ গড়তে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

01/05/2026

সুবর্ণচরে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

নোয়াখালী থেকে আমাদের প্রতিনিধি আহসান হাবীব এর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট

নোয়াখালী সুবর্ণচর উপজেলার চর ওয়াপদা ইউনিয়নের ৭নং ওয়ার্ড ধানেরশীষ গ্রামে জোরপূর্বক জমি দখল, মাছের খামার ও মালামাল লুটপাটের চেষ্টার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী পরিবার।

রবিবার (৪ জানুয়ারি) বিকাল ৪ টার দিকে সুবর্ণচর উপজেলা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী পরিবারের সদস্য জোসনা বেগম।

স্বামী পরিত্যক্ত নারীর বাড়িতে ডাকাতির ঘটনায় তথ্যপ্রযুক্তির সহায়তায় ৫ ডাকাত গ্রেফতারকালাই(জয়পুরহাট) প্রতিনিধি:জয়পুরহাটের ...
01/05/2026

স্বামী পরিত্যক্ত নারীর বাড়িতে ডাকাতির ঘটনায় তথ্যপ্রযুক্তির সহায়তায় ৫ ডাকাত গ্রেফতার

কালাই(জয়পুরহাট) প্রতিনিধি:

জয়পুরহাটের কালাই উপজেলায় স্বামী পরিত্যক্ত এক নারীর বাড়িতে সংঘটিত চাঞ্চল্যকর ডাকাতির ঘটনায় ৫ জন পেশাদার ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। ৬ ভরি স্বর্ণালংকার ও নগদ ৭ লাখ টাকা লুটের এই ঘটনায় তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে শনিবার দিবাগত রাতে বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
রোববার (৪ জানুয়ারি) দুপুর ১২টার দিকে কালাই থানা চত্বরে আয়োজিত এক প্রেস কনফারেন্সে জয়পুরহাট জেলা পুলিশ সুপার মিনা মাহমুদা সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গ্রেফতারকৃতরা সবাই সংঘবদ্ধ ও অভিজ্ঞ ডাকাত দলের সদস্য। তাদের বিরুদ্ধে আশপাশের জেলাগুলোতে একাধিক মামলা চলমান রয়েছে।

গ্রেফতার হওয়া ডাকাতরা হলেন কালাই উপজেলার নান্দাইল পূর্বপাড়া গ্রামের আব্দুল মোত্তালেব (৬০) ও মোহাম্মদ আলী (৪০), একই উপজেলার দেওগ্রাম এলাকার সবুজ মিয়া (২৮) ও আঞ্জুমান (২৮), এবং বগুড়ার শিবগঞ্জ উপজেলার বেলঘরিয়া গ্রামের বিপুল (২৮)।
পুলিশ সুপার জানান, গত ১৭ ডিসেম্বর গভীর রাতে ওই ডাকাত চক্র নান্দাইল পূর্বপাড়া গ্রামের স্বামী পরিত্যক্ত নারী শাহানার বেগমের বাড়িতে প্রবেশ করে। শয়নকক্ষের বারান্দার গ্রীলের তালা কেটে তারা ভেতরে ঢোকে এবং চাকু দেখিয়ে ভয়ভীতি প্রদর্শনের পাশাপাশি মারধর করে। একপর্যায়ে স্টিলের আলমারি ভেঙে ৬ ভরি স্বর্ণালংকার, নগদ ৭ লাখ টাকা এবং কানে থাকা স্বর্ণের রিং লুট করে পালিয়ে যায়।

ডাকাতদের হামলায় গুরুতর আহত শাহানার বেগমকে পরে প্রতিবেশীরা উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ঘটনার কয়েকদিন পর ২৫ ডিসেম্বর তিনি নিজে বাদী হয়ে কালাই থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পরপরই পুলিশ তদন্ত শুরু করে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় ডাকাতদের অবস্থান শনাক্ত করতে সক্ষম হয়।

অভিযানের সময় ডাকাতির কাজে ব্যবহৃত তালা কাটার যন্ত্র, ধারালো ছোরা, হাতুড়ি ও প্লাস উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা সবাই ঘটনার সঙ্গে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে বলে জানান পুলিশ সুপার।

তিনি আরও বলেন, গ্রেফতারকৃত পাঁচজনের প্রত্যেকের বিরুদ্ধেই বিভিন্ন থানায় ৮ থেকে ৯টি করে মামলা রয়েছে। তারা দীর্ঘদিন ধরে পেশাদারভাবে ডাকাতি করে আসছিল। এই চক্রকে গ্রেফতারের ফলে এলাকায় ডাকাতি ও ছিনতাইয়ের মতো অপরাধ উল্লেখযোগ্যভাবে কমে আসবে বলে পুলিশ আশাবাদী।

Address

Chattanooga, TN

Telephone

+8801312755177

Website

Alerts

Be the first to know and let us send you an email when News today 24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to News today 24:

Share