ভুল পরীক্ষা কেন্দ্রে, মিমকে গাড়িতে নিয়ে ছুটল পুলিশ!
মিম। এবারের এসএসসি পরীক্ষার্থী। ঠিকমতো প্রস্তুতি নিয়েছিলেন। সকাল ১১ টায় পরীক্ষা শুরু হবে।
হাতে কিছুটা সময় নিয়ে মিম উত্তরার নিজের কেন্দ্র ভেবে যেখানে আসেন, আদতে এটা তাঁর নয়। ভুল কেন্দ্রে এসে মিম নার্ভাস হয়ে যান।
এসে জানতে পারেন এটি মিমের কেন্দ্র নন। সঠিক পরীক্ষা কেন্দ্র যেতে গেলে সঠিক সময়ে পৌঁছানোই যাবে না।
নার্ভাস হয়ে পড়েন মিম। এ সময় উত্তরা পশ্চিম থানার পুলিশ এগিয়ে আসে। মিমকে বলা হয়, ‘তুমি চিন্তা করো না, মা আমরা তোমাকে ঠিক টাইমেই পোঁছে দিচ্ছি। ’ এরপর মিমকে নিয়ে পুলিশের গাড়িতে তোলা হয়। তাঁকে নিয়ে উত্তরা গার্লস স্কুল কেন্দ্রে রওনা হয় ওই গাড়ি।
ভুল কেন্দ্র থেকে বের করে পুলিশের গাড়িতে ওঠানো পর্যন্ত প্রতি মুহুর্তে বারবার মিমকে স্বাভাবিক রাখতে কথা বলে যাচ্ছিলেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্ম
প্রিয় শায়েখের কন্ঠে উনার প্রিয় নাত। আহ! কি মধুর কন্ঠ!
প্রিয় শায়েখের কন্ঠে উনার প্রিয় নাত। আহ! কি মধুর কন্ঠ!
আমার মনের ঘরেতে রেখেছি যারে...
দুজাহানের বাদশাহ নবী কামলিওয়ালারে।💚🥰
International Mother Language Day (part-2)
Class:9-10
Unit:3, lesson :4
English 1st Paper
Conducted by: Abu Saleh Nur Uddin
ফেইসবুক আইডিকে ফেইসবুক পেইজ বানান খুব সহজে