Md. Shahrukh Khan Jihad

Md. Shahrukh Khan Jihad The mind is beautiful -When the thinking is beautiful - Then The world is beautiful.

সূরা বাকারা ❤️ মানবজীবনের পূর্ণাঙ্গ জীবন-বিধান পবিত্র আল কুরআন।
23/08/2023

সূরা বাকারা ❤️

মানবজীবনের পূর্ণাঙ্গ জীবন-বিধান পবিত্র আল কুরআন।

সূরা ফাতিহা❤️ মানবজীবনের পূর্ণাঙ্গ জীবন বিধান পবিত্র আল কুরআন
22/08/2023

সূরা ফাতিহা❤️

মানবজীবনের পূর্ণাঙ্গ জীবন বিধান পবিত্র আল কুরআন

29/09/2022
21/07/2022

Bay Of Bengal-

যারা বিড়াল ফেলে দেন তারা দয়া করে আরো একটু বড় করে ফেলবেন। এরা পশু আপনার রিজিকের সাথে এদের রিজিক যুক্ত তা মাথায় রাখবেন। নি...
19/07/2022

যারা বিড়াল ফেলে দেন তারা দয়া করে আরো একটু বড় করে ফেলবেন। এরা পশু আপনার রিজিকের সাথে এদের রিজিক যুক্ত তা মাথায় রাখবেন। নিজেদের সুখের জন্য আল্লাহকে অখুশি করিয়েন না।

23/06/2022

তওবা করে পুনরায় আবার পাপ করার আগে একবার ভেবে দেখবেন কাকে ওয়াদা দিয়ে আবার ওয়াদা ভঙ্গ করছেন।
দ্বিতীয় বার পাপ করার সময় আপনি ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গের কারণে মোনাফেক হবেন, আল্লাহর সাথে মিথ্যা আশ্বাস দেয়ার কারণে মিথ্যাবাদী হবেন।
তওবা করার পরে আপনি আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ।পুনরায় কিভাবে আবার পাপ করেন?
নিশ্চয়ই আল্লাহ তায়ালা ক্ষমাশীল ও দয়ালু💗

07/06/2022

এক মুসলমান অন্য মুসলমান ব্যক্তির ভাই। প্রত্যেক মুসলমানই আল্লাহর এ বানী জানে। কিন্তু সমস্যা হলো মতের অমিলে ঐক্যের অভাব।
মনে রাখবের মতের মিল নাও হতে পারে, তাই বলে কোনো মুসলিম আপনার শত্রু না। এখনই জেগে উঠুন এখনই ঐক্যের সময়।ইসলাম শান্তির ধর্ম, ইসলাম ঐক্যের ধর্ম।

তুমি মন খারাপ করো, ডিপ্রেশনে থাকো অথচ জীবনের সঠিক মানেই জানোনা, খোজোনা😓~পৃথিবী আল্লাহ তায়ালা সৃষ্টি করেছে, তারপর মানু্ষক...
29/05/2022

তুমি মন খারাপ করো, ডিপ্রেশনে থাকো অথচ জীবনের সঠিক মানেই জানোনা, খোজোনা😓

~পৃথিবী আল্লাহ তায়ালা সৃষ্টি করেছে, তারপর মানু্ষকে সৃষ্টি করে তাকে জ্ঞান দিয়েছে। এবং নির্দেশ দিয়েছে তোমরা আল্লাহর রিজিক হতে খাও ও পান করো। সে মানুষ আল্লাহর রিজিক হতেই খায়, কেউ সৎভাবে আল্লাহকে রাজি ও খুশি করার জন্য আর কেউ সম্পদকে (রিজিককে) ব্যবহার করে নতুন নতুন আভিজাত্যপূর্ণ যায়গার সন্ধানে মেতে থাকে। সে চায় অন্য মানুষের থেকে সে বড় হবে, অন্য মানুষের থেকে সমাজে আলাদা নাম কামাবে। আসলে আল্লাহর কাছে সব মানুষই তার বান্দা।

পার্থক্য হবে শুধু হিসেবের সময়, তখন আল্লাহ তায়ালা খুজবেন কে আল্লাহর নির্দেশকে মেনে তার রিজিক থেকে খায় ও পান করে আর কে আল্লাহর রিজিকের অপব্যবহার করে হিংসা ও অহমিকার মাধ্যমে সমাজে ভেদাভেদ তৈরি করে। তৈরি হও মানুষ, Salman মুক্তাদিরের কমেন্টের রিপ্লে খোজো অথচ জীবনের উদ্দেশ্য খোজো না, কেন,কিভাবে মানুষের সৃষ্টি-শেষ তা ভাবোনা। আল্লাহ তোমাদেরকে সঠিক বুঝ দান করুক।

রিজিকের চিন্তা করোনা, "কার কি রিজিক তা একমাত্র আল্লাহ তায়ালাই জানে কার কোথায় মৃত্যু হবে সে সম্পর্কেও একমাত্র সে অবগত" (সূরা লোকমান, আয়াত-৩৪)।
কোনো প্রশ্ন থাকলে কুরআনে খোজো। অর্থসহ পড়ে বুঝতে চেষ্টা করো। সকল কিছুর সমাধান একমাত্র কুরআনেই দেয়া আছে💗 যতই গোপন ও জটিল প্রশ্নহোক আল্লাহ তা পবিত্র কুরআন মানব জাতির একমাত্র জীবন বিধানে ব্যাখ্যা করেছেন।💖আলহামদুলিল্লাহ💖

27/05/2022

সুবহানআল্লাহ🥰 প্রিয় শহর, স্বপ্নের শহর💗

কেউ জানেনা আগামীকাল কি উপার্জন করবে এবং কেউ জানেনা সে কোন দেশে মৃত্যু বরণ করবে। আল- কুরআন
25/05/2022

কেউ জানেনা আগামীকাল কি উপার্জন করবে এবং কেউ জানেনা সে কোন দেশে মৃত্যু বরণ করবে।
আল- কুরআন

25/05/2022

আলহামদুলিল্লাহ- কালো মেঘ রহমত বর্ষণের নিদর্শন!!
বিশ্বাসীরাই ভয় করে- বিশ্বাসীরাই আল্লাহর উপর ভরসা রাখে!

21/04/2022

💗সূরা আল গাশিয়াহ (৮৮)💗
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।

ہَلۡ اَتٰىکَ حَدِیۡثُ الۡغَاشِیَۃِ ؕ﴿۱
তোমার নিকট কি কিয়ামতের সংবাদ আসিয়াছে ?

وُجُوۡہٌ یَّوۡمَئِذٍ خَاشِعَۃٌ ۙ﴿۲
অনেকের মুখমণ্ডল সেদিন হবে লাঞ্চিত,

عَامِلَۃٌ نَّاصِبَۃٌ ۙ﴿۳
ক্লিষ্ট, ক্লান্ত ,

تَصۡلٰی نَارًا حَامِیَۃً ۙ﴿۴
উহারা প্রবেশ করিবে জ্বলন্ত অগ্নিতে,

تُسۡقٰی مِنۡ عَیۡنٍ اٰنِیَۃٍ ؕ﴿۵
তাদেরকে ফুটন্ত নহর হইতে পান করান হইবে;

لَیۡسَ لَہُمۡ طَعَامٌ اِلَّا مِنۡ ضَرِیۡعٍ ۙ﴿۶
উহাদের জন্য খাদ্য থাকিবে না কণ্টকময় গুল্ম ব্যতীত,

لَّا یُسۡمِنُ وَ لَا یُغۡنِیۡ مِنۡ جُوۡعٍ ؕ﴿۷
যাহা উহাদেরকে পুষ্ট করিবে না এবং উহাদের ক্ষুধা নিবৃত্তি করিবে না।

وُجُوۡہٌ یَّوۡمَئِذٍ نَّاعِمَۃٌ ۙ﴿۸
অনেক মুখমণ্ডল সেই দিন হইবে আনন্দোজ্জ্বল,

لِّسَعۡیِہَا رَاضِیَۃٌ ۙ﴿۹
নিজেদের কর্ম-সাফল্যে পরিতৃপ্ত,

فِیۡ جَنَّۃٍ عَالِیَۃٍ ﴿ۙ۱۰
সুমহান জান্নাতে-

لَّا تَسۡمَعُ فِیۡہَا لَاغِیَۃً ﴿ؕ۱۱
সেখানে তাহারা অসার বাক্য শুনিবে না,

فِیۡہَا عَیۡنٌ جَارِیَۃٌ ﴿ۘ۱۲
সেখানে থাকবে প্রবাহিত ঝরণা,

فِیۡہَا سُرُرٌ مَّرۡفُوۡعَۃٌ ﴿ۙ۱۳
উন্নত মর্যাদাসম্পন্ন শয্যা,

وَّ اَکۡوَابٌ مَّوۡضُوۡعَۃٌ ﴿ۙ۱۴
প্রস্তুত থাকিবে পানপাত্র,

وَّ نَمَارِقُ مَصۡفُوۡفَۃٌ ﴿ۙ۱۵
সারি সারি উপাধান,

وَّ زَرَابِیُّ مَبۡثُوۡثَۃٌ ﴿ؕ۱۶
এবং বিছান গালিচা;

اَفَلَا یَنۡظُرُوۡنَ اِلَی الۡاِبِلِ کَیۡفَ خُلِقَتۡ ﴿ٝ۱۷
তবে কি উহারা দৃষ্টিপাত করে না উটের দিকে, কিভাবে উহাকে সৃষ্টি করা হইয়াছে ?

وَ اِلَی السَّمَآءِ کَیۡفَ رُفِعَتۡ ﴿ٝ۱۸
এবং আকাশের দিকে, কিভাবে উহাকে ঊর্ধ্বে প্রতিষ্ঠিত করা হইয়াছে ?

وَ اِلَی الۡجِبَالِ کَیۡفَ نُصِبَتۡ ﴿ٝ۱۹
এবং পর্বতমালার দিকে, কিভাবে উহাকে স্থাপন করা হইয়াছে ?

وَ اِلَی الۡاَرۡضِ کَیۡفَ سُطِحَتۡ ﴿ٝ۲۰
এবং ভূতলের দিকে, কিভাবে উহাকে বিস্তৃত করা হইয়াছে ?

فَذَکِّرۡ ۟ؕ اِنَّمَاۤ اَنۡتَ مُذَکِّرٌ ﴿ؕ۲۱
অতএব তুমি উপদেশ দাও; তুমি তো একজন উপদেশদাতা,

لَسۡتَ عَلَیۡہِمۡ بِمُصَۜیۡطِرٍ ﴿ۙ۲۲
তুমি উহাদের কর্ম নিয়ন্ত্রক নও।

اِلَّا مَنۡ تَوَلّٰی وَ کَفَرَ ﴿ۙ۲۳
তবে কেহ মুখ ফিরাইয়া লইলে ও কুফরী করিলে

فَیُعَذِّبُہُ اللّٰہُ الۡعَذَابَ الۡاَکۡبَرَ ﴿ؕ۲۴
আল্লাহ্ উহাকে দিবেন মহাশাস্তি।

اِنَّ اِلَیۡنَاۤ اِیَابَہُمۡ ﴿ۙ۲۵
উহাদের প্রত্যাবর্তন আমারই নিকট;

ثُمَّ اِنَّ عَلَیۡنَا حِسَابَہُمۡ ﴿٪۲۶
অতঃপর উহাদের হিসাব-নিকাশ আমারই কাজ।

সূরা আল গাশিয়াহ
আয়াত ২৬

21/04/2022

💗সূরা আল- আলা (৮৭)💗
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।

سَبِّحِ اسۡمَ رَبِّکَ الۡاَعۡلَی ۙ﴿۱
তুমি তোমার সুমহান প্রতিপালকের নামের পবিত্রতা ও মহিমা ঘোষণা কর,

الَّذِیۡ خَلَقَ فَسَوّٰی ۪ۙ﴿۲
যিনি সৃষ্টি করেন ও সুঠাম করেন।

وَ الَّذِیۡ قَدَّرَ فَہَدٰی ۪ۙ﴿۳
এবং যিনি পরিমিত বিকাশ সাধন করেন ও পথনির্দেশ করেন,

وَ الَّذِیۡۤ اَخۡرَجَ الۡمَرۡعٰی ۪ۙ﴿۴
এবং যিনি তৃণাদি উৎপন্ন করেন,

فَجَعَلَہٗ غُثَآءً اَحۡوٰی ؕ﴿۵
পরে উহাকে ধূসর আবর্জনায় পরিণত করেন।

سَنُقۡرِئُکَ فَلَا تَنۡسٰۤی ۙ﴿۶
নিশ্চয় আমি তোমাকে পাঠ করাইব, ফলে তুমি বিস্মৃত হইবে না,

اِلَّا مَا شَآءَ اللّٰہُ ؕ اِنَّہٗ یَعۡلَمُ الۡجَہۡرَ وَ مَا یَخۡفٰی ؕ﴿۷
আল্লাহ্ যাহা ইচ্ছা করিবেন তাহা ব্যতীত। তিনি জানেন যাহা প্রকাশ্য ও যাহা গোপনীয়।

وَ نُیَسِّرُکَ لِلۡیُسۡرٰی ۚ﴿ۖ۸
আমি তোমার জন্য সুগম করিয়া দিব সহজ পথ।

فَذَکِّرۡ اِنۡ نَّفَعَتِ الذِّکۡرٰی ؕ﴿۹
উপদেশ যদি ফলপ্রসূ হয় তবে উপদেশ দাও;

سَیَذَّکَّرُ مَنۡ یَّخۡشٰی ﴿ۙ۱۰
যে ভয় করে সে উপদেশ গ্রহণ করিবে।

وَ یَتَجَنَّبُہَا الۡاَشۡقَی ﴿ۙ۱۱
আর উহা উপেক্ষা করিবে যে নিতান্ত হতভাগ্য,

الَّذِیۡ یَصۡلَی النَّارَ الۡکُبۡرٰی ﴿ۚ۱۲
যে মহাঅগ্নিতে প্রবেশ করিবে,

ثُمَّ لَا یَمُوۡتُ فِیۡہَا وَ لَا یَحۡیٰی ﴿ؕ۱۳
অতঃপর সেখানে সে মরিবেও না, বাঁচিবেও না।

قَدۡ اَفۡلَحَ مَنۡ تَزَکّٰی ﴿ۙ۱۴
নিশ্চয় সাফল্য লাভ করিবে যে পবিত্রতা অর্জন করে।

وَ ذَکَرَ اسۡمَ رَبِّہٖ فَصَلّٰی ﴿ؕ۱۵
এবং তাহার প্রতিপালকের নাম স্মরণ করে ও সালাত কায়েম করে।

بَلۡ تُؤۡثِرُوۡنَ الۡحَیٰوۃَ الدُّنۡیَا ﴿۫ۖ۱۶
কিন্তু তোমরা পার্থিব জীবনকে প্রাধান্য দাও,

وَ الۡاٰخِرَۃُ خَیۡرٌ وَّ اَبۡقٰی ﴿ؕ۱۷
অথচ আখিরাতই উৎকৃষ্টতর এবং স্থায়ী।

اِنَّ ہٰذَا لَفِی الصُّحُفِ الۡاُوۡلٰی ﴿ۙ۱۸
ইহা তো আছে পূর্ববর্তী গ্রন্থে

صُحُفِ اِبۡرٰہِیۡمَ وَ مُوۡسٰی ﴿٪۱۹
ইব্রাহীম ও মূসার গ্রন্থে।

আলহামদুলিল্লাহ-এই পবিত্র শাবান মাসের মধ্য রজনীতে সবাই সবার জন্য দোয়া করবেন। হাদিসে বর্নিত শাবান মাসের এই দিনে 💖আল্লাহ তা...
18/03/2022

আলহামদুলিল্লাহ-
এই পবিত্র শাবান মাসের মধ্য রজনীতে সবাই সবার জন্য দোয়া করবেন। হাদিসে বর্নিত শাবান মাসের এই দিনে 💖আল্লাহ তায়ালা💖 প্রথম আসমানে নেমে আসেন এবং পৃথিবীর সকল মানুষকে সাধারণ ক্ষমা দান করেন (শিরককারী ব্যাতিত)।
আজকে সবাই সবার জন্য মনখুলে দোয়া করবেন। কারো মনে কষ্ট দিয়ে থাকলে তারা আমাকে ক্ষমা করবেন🤲🍁

04/01/2022

মানুষ চেনা দায় গিরগিটির থেকেও অধিক রঙ নিয়ে মানব জন্মায়।

🔥🔥আপডেট অভিযান-১০নিহত ৩০ জন, দগ্ধ শতাধিক, নিখোঁজ অর্ধশত।ঢাকা থেকে বরগুনাগামী অভিযান -১০ লঞ্চের ইঞ্জিন বিস্ফোরণে ভয়াবহ অগ...
24/12/2021

🔥🔥আপডেট অভিযান-১০

নিহত ৩০ জন, দগ্ধ শতাধিক, নিখোঁজ অর্ধশত।
ঢাকা থেকে বরগুনাগামী অভিযান -১০ লঞ্চের ইঞ্জিন বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকান্ড ঘটে।
আল্লাহ সবাইকে হেদায়েত করুন! আমিন🌿

Congratulations to the U-19 Bangladesh Women's national Football team on becoming the champion of SAFF U-19 Women's Cham...
22/12/2021

Congratulations to the U-19 Bangladesh Women's national Football team on becoming the champion of SAFF U-19 Women's Championship. Best wishes for the future. 🇧🇩🇧🇩🏆🇧🇩🇧🇩

04/12/2021

সুন্দর একটি শীতের সন্ধ্যা-

01/12/2021

বালের জ্যাম, বালেরদ্যাশ উন্নত আমার।

29/11/2021

পলিমাটি দিয়ে তৈরি নারী, যেখানে জোয়ার আসে সেখানেই ভাসে।

23/11/2021

সৃষ্টিকর্তা কখনো কাউকে দুঃখ দেয়না-
দুঃখ শয়তানের ছলনা যা তোমাকে সৃষ্টিকর্তার থেকেই দূরে সরিয়ে নেবে।

Love Yourself as you love the earth.
21/11/2021

Love Yourself as you love the earth.

01/11/2021
31/10/2021

"নব-জীবনের বাসর-দুয়ারে কবে 'প্রিয়া' 'বধূ' হবে-
সেই সুখে, প্রিয়, সাজিয়াছি বর মৃত্যুর উৎসবে!"

চক্রবাক- কাজী নজরুল ইসলাম (প্রেমিক কবি)

31/10/2021

আলহামদুলিল্লাহ্

24/10/2021

টাকার নেশা আছে যার -সুখ নাই মোটেও তার!

সকল ভালো শিক্ষকদের জন্য রইলো দোয়া ও ভালোবাসা! একজন ভালো মানুষই একজন ভালো শিক্ষক💐
05/10/2021

সকল ভালো শিক্ষকদের জন্য রইলো দোয়া ও ভালোবাসা!
একজন ভালো মানুষই একজন ভালো শিক্ষক💐

'Smile' Is The Power Of Happiness😊
10/08/2021

'Smile' Is The Power Of Happiness😊

02/08/2021

হায়রে পৃথিবী - মানুষ নামক অমানুষের কারণে প্রাণীটির এই অবস্থা। প্রাণীদের প্রতি সদয়হোন।

Address

Muslim Road
Patharghata
8720

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md. Shahrukh Khan Jihad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share