27/01/2024
আমার কলমটা নাও, লেখো ছন্দপতন
যুদ্ধে ইস্তফা দিয়ে ফিরে আসা যুবকের অর্ধপুরাতন
মুখ; মনে করো আর লেখো ঢেউহীন সমুদ্রের আখ্যান
লিখতে লিখতে যদি ঘুমিয়ে পড়ো
জেগে উঠো না আর, যেসব মুখ তুমি দেখবে
তারা কেউ তোমাকে মনে রাখেনা এখন
তুমি একটা তেলাপোকার মতো, সামান্য কীট
যার অস্তিত্ব টের পেলে ছিটকে পড়ে যুবতীর চোখ থেকে
ভয় আর ঘৃণা, সেই তুমি আদতে আমারই রুপান্তর
লিখতে লিখতে ঘুমিয়ে পড়েছো তাই
প্রত্যাশার ভিতরে আমি রয়ে গেছি, আমার আর নির্বাণ নাই।