Sheik Shahidul Islam

Sheik Shahidul Islam Still alive

শিখে রাখুন শর্টকাট রডের এস্টিমেট দিতে পারবেন।10 mm = 0.616 kg/m = 3 suta12 mm = 0.888 kg/m = 4 suta16 mm = 1.579 kg/m = ...
30/11/2024

শিখে রাখুন শর্টকাট রডের এস্টিমেট দিতে পারবেন।

10 mm = 0.616 kg/m = 3 suta
12 mm = 0.888 kg/m = 4 suta
16 mm = 1.579 kg/m = 5 suta
20 mm = 2.466 kg/m = 6 suta
22 mm = 2.983 kg/m = 7 suta
25 mm = 3.854 kg/m = 8 suta

রডের ওজন
৮ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.১২০ কেজি।
১০ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.১৮৮ কেজি।
১২ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.২৭০৬ কেজি।
১৬ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.৪৮১২ কেজি।
২০ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.৭৫১৮ কেজি।
২২ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.৯০৯৭ কেজি।
২৫ মিলি মিটার এক ফুট রডের ওজন =১.১৭৪৭ কেজি।
উপরে যে কনভার্ট সিস্টেম দেয়া হয়েছে, এর প্রতিটি যদি আপনার জানা থাকে তাহলে বাস্তবে কাজ করা আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে।যেমন, ইঞ্জিনিয়ারিং সিস্টেমে রডের আন্তর্জাতিক হিসাব করা হয় kg/m এ।আবার বাংলাদেশে সাধারন লেবারদের সাথে কাজ করার সময় এই হিসাব জানা একান্তই জরুরী এছাড়া ও নিম্নোক্ত বিষয় টিও জেনে রাখুন . . .
8 mm -8.4 feet -1 kg
10 mm -5 feet -1 kg
12 mm -3.75 feet – 1 kg
16 mm -2.15feet -1kg
20 mm -1.80feet -1kg
22mm -1.1feet -1kg

রডের মাপ ফিট মেপে kg বের করা হয়………
এই সুত্রটি মনে রাখুন
( রডের ডায়া^2 /532)Xরডের রানিং দৈর্ঘ।
যেকোনো ডায়া রডের এক ফিটের ওজন বাহির হবে . এখনে অবশ্যই রডের ডায়া মিলি মিটারে উল্লেখ করতে হবে।

শেয়ার করে রাখুন।

Copied

28/11/2024

First half

28/11/2024
বাসায় মেহমান আসলে কীভাবে বুঝবেন তিনি খেয়ে এসেছেন নাকি খাবেন? উসমানি আমলে এটা বুঝার একটি উপায় ছিলো।বাসায় কোনো মেহমান আসলে...
06/11/2024

বাসায় মেহমান আসলে কীভাবে বুঝবেন তিনি খেয়ে এসেছেন নাকি খাবেন? উসমানি আমলে এটা বুঝার একটি উপায় ছিলো।

বাসায় কোনো মেহমান আসলে তাকে এক গ্লাস পানি এবং এক কাপ কফি দেয়া হতো। মেহমান যদি প্রথমে কফির কাপ হাতে নিতো, তাহলে ধরা হতো মেহমান খেয়ে এসেছেন। অন্যদিকে, মেহমান যদি আগে পানির গ্লাস হাতে নিতো, তাহলে ধরে নেয়া হতো মেহমান ক্ষুধার্ত, তিনি খাবেন। বাড়ির লোকজনকে তখন সিগনাল দেয়া হতো মেহমানের জন্য যেন খাবার প্রস্তুত করা হয়।

মেহমান খেয়ে আসলে তার জন্য ভারী খাবার প্রস্তুত না করে ফলমূল দেয়া হতো।

এই রীতি মেহমান যেমন জানতো, তেমনি মেজবানও। ফলে, এই ধরনের ভদ্রোচিত সাংকেতিক কমিউনিকেশনে কোনো অসুবিধা হতো না।

কালেক্টেড

Shout out to my newest followers! Excited to have you onboard!Tufail Ahamed, Md Rokib, Iktheir Hossein, Ismat Rita, Paye...
05/11/2024

Shout out to my newest followers! Excited to have you onboard!

Tufail Ahamed, Md Rokib, Iktheir Hossein, Ismat Rita, Payel Chowdhury, MD Monsur, MD Hadishur Rahman

03/11/2024

হযরত মুহাম্মদ সাঃ যুদ্ধের ময়দানে যুদ্ধ করছেন, এমন সময় হযরত আলী রাঃএর পায়ে একটা তীর এসে বিঁধলো। হযরত আলী রাঃ তীব্র ব্যথায় ছটফট করছেন, অন্যান্য সাহাবী যোদ্ধাগণ হযরত আলীর পায়ের থেকে তীরটা টেনে বের করবার চেষ্টা করছেন, খুব রক্তপাত হচ্ছে, হযরত আলী ব্যাথায় চিৎকার করছেন, কিছুতেই উনি তীরটা টেনে বের করতে দিচ্ছেন না। নামাজের ওয়াক্ত শুরু হল। সবাই অজু করে নামাজে দাঁড়ানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। ওই অবস্থাতেই হযরত আলী নামাজে দাঁড়ালেন। হযরত মুহাম্মদ সাঃ এক সাহাবীকে ডেকে চুপিচুপি বললেন, হযরত আলী যখন নামাজের মধ্যে মশগুল হয়ে যাবে, তখন তুমি তীরটা টেনে বের করে ফেলবে। ওই সাহাবী, মহানবীর কথা মত তাই করলেন। বহুত রক্ত বেরোলো, ওই সাহাবী তীরটা টেনে বের করে ফেললেন। হযরত আলী রাদিয়াল্লাহু তা'আলা আনহু নামাজে এতই মশগুল ছিলেন কিছুই টের পেলেন না। সুবহানাল্লাহ। মহানবী জানতেন, হযরত আলীর এই নামাজের মধ্যে মশগুল থাকার কথা। উনি নামাজের মধ্যে এতটাই মশগুল থাকতেন আল্লাহর ধ্যানে, দুনিয়ার সমস্ত কিছু উনি ভুলে যেতেন। এই থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত, নামাজের মধ্যে আল্লাহর ধ্যানে কতটা মশগুল থাকতে হবে, তখন দিন দুনিয়ার সমস্ত কিছু ভুলে যেতে হবে। হে আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন। আমিন।

হরিশংকর জলদাস আমাদের পতেংগার সন্তান।এই প্রথম ওনার কোন সাহিত্য কর্ম পড়লাম।সমাজের নিম্ন বর্ণের মানুষের সুখ তার লেখনীতে সব...
30/10/2024

হরিশংকর জলদাস আমাদের পতেংগার সন্তান।এই প্রথম ওনার কোন সাহিত্য কর্ম পড়লাম।সমাজের নিম্ন বর্ণের মানুষের সুখ তার লেখনীতে সবসময় প্রাধান্য পেয়ে থাকে।

আপনারা চাইলে ওনার এই বইটি পড়তে পারেন।আশা করি ভালোই লাগবে আপনাদের।

“সুখলতার ঘর নেই” হরিশংকর জলদাসের একটি হৃদয়বিদারক ও শক্তিশালী উপন্যাস, যেখানে সমাজের প্রান্তিক শ্রেণির মানুষের জীবনসংগ্রাম, বঞ্চনা এবং নিপীড়নের বাস্তবচিত্র গভীরভাবে তুলে ধরা হয়েছে। এই উপন্যাসের প্রধান চরিত্র সুখলতা, একজন হরিজন নারী, যিনি শুধু দরিদ্র নন, বরং সমাজের অবজ্ঞা এবং নির্মমতার শিকার।

সুখলতা একজন হরিজন হিসেবে নিম্নবর্ণের একজন নারী, সমাজে যাঁদের অস্তিত্ব প্রায় অদৃশ্য, অথচ তাদের শ্রমেই সমাজ গড়ে উঠেছে। হরিশংকর জলদাস তার লেখনীর মাধ্যমে হরিজন শ্রেণির মানুষদের অবস্থা, তাদের জীবনযাপন, সমাজের অবজ্ঞা, নির্যাতন এবং তাদের প্রতি উচ্চবর্ণের মানুষের বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গি স্পষ্টভাবে তুলে ধরেছেন। সুখলতার জীবনের সংকট, অর্থনৈতিক অভাব, এবং মর্যাদার জন্য তাঁর লড়াই একটি গভীর বার্তা বহন করে।

সুখলতা জীবনের প্রতিটি পদক্ষেপে লাঞ্ছনা ও বঞ্চনার শিকার। তার জীবনে নিরাপত্তা নেই, নেই কোনো আশ্রয়স্থল। সমাজের উচ্চবর্ণের মানুষদের জন্য তিনি অপ্রয়োজনীয় এবং প্রায় অদৃশ্য। সুখলতার জীবন একটি প্রতীকী উপস্থাপনা, যা সামাজিক অন্যায়, বৈষম্য এবং কুসংস্কারকে চ্যালেঞ্জ জানায়।
সুখলতার ঘর নেই” নামটি একটি বাস্তবিক ঘরের অভাব বোঝালেও তার অর্থ আরো গভীর। এখানে “ঘর” বলতে বোঝানো হয়েছে সুরক্ষা, সামাজিক মর্যাদা, এবং একটি স্থায়ী আশ্রয়ের প্রতীক, যা সমাজের প্রান্তিক মানুষের জন্য অধরাই রয়ে যায়। সুখলতা আসলে সমাজের সেই সমস্ত মানুষদের প্রতিনিধিত্ব করেন, যাদের জন্য কোনো স্থায়ী আশ্রয় বা মর্যাদাপূর্ণ স্থান নেই সমাজে এবং দেশে।

“সুখলতার ঘর নেই” শুধু একটি সাহিত্যকর্ম নয়; এটি সমাজের দর্পণ, যা আমাদের চোখে বাস্তবতার কঠিন রূপ তুলে ধরে। এই উপন্যাস সমাজের বঞ্চিত মানুষদের কষ্ট ও সংগ্রামের প্রতি আমাদের মনোযোগ আকর্ষণ করে এবং সমাজের অন্যায় আচরণের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে আমাদের বিবেককে জাগ্রত করে।

Shout out to my newest followers! Excited to have you onboard!Sazia Afreen Sara, Rubina Haroon, Rokshana Anowar
30/10/2024

Shout out to my newest followers! Excited to have you onboard!

Sazia Afreen Sara, Rubina Haroon, Rokshana Anowar

খোলা আকাশ
28/10/2024

খোলা আকাশ

গোধূলী!
28/10/2024

গোধূলী!

27/10/2024

অনেকদিন পর পেইজে আসলাম !

I have reached 100 followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉
21/01/2024

I have reached 100 followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉

03/10/2023

Turf football29/09/2023
29/09/2023

Turf football
29/09/2023

বিশ্বকাপে সাকিব আল হাসানের সাথে যারা তামিম ইকবাল এর তুলনা করছেন প্রথমেই বলে রাখি তামিম প্রফেশনাল ব্যাটার অপরদিকে সাকিব অ...
29/09/2023

বিশ্বকাপে সাকিব আল হাসানের সাথে যারা তামিম ইকবাল এর তুলনা করছেন প্রথমেই বলে রাখি তামিম প্রফেশনাল ব্যাটার অপরদিকে সাকিব অলরাউন্ডার তাদের বিশ্বকাপের সমীকরণ তুলে ধরা হলোঃ-

বিশ্বকাপে তামিম ইকবাল: বিশ্বকাপে সাকিব:

ব্যাটিং পজিশন ০১ ব্যাটিং পজিশন ৩,৪😱
ম্যাচ সংখ্যা ২৯ ম্যাচ সংখ্যা ২৯
মোট রান ৭১৮ মোট রান ১১৪৬
সেঞ্চুরি ০০ সেঞ্চুরি ০২
ডাক ০৩ ডাক ০১
গড় ২৪.৭৬ গড় ৪৫.৮৪
সর্বোচ্চ রান ৯৫ সর্বোচ্চ রান ১২৪*
উইকেট ৩৪

আবেগ নয় পরিসংখ্যান দেখুন
Source - google

Address

East Katgor, North Patenga
Patenga
4204

Alerts

Be the first to know and let us send you an email when Sheik Shahidul Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sheik Shahidul Islam:

Videos

Share