Al-amin Abedi-الامين عابدي

Al-amin Abedi-الامين عابدي Director : AL-MADANI tv

'এইচএসসি/আলিম সংবর্ধনা ও ক্যারিয়ার গাইডলাইন  ওয়ার্কশপ' জাতীয় শিশু কিশোর সংগঠন ফুটন্ত ফুল আয়োজনে আগামি ১৬ই নভেম্বর'২৪ শনি...
14/11/2024

'এইচএসসি/আলিম সংবর্ধনা ও ক্যারিয়ার গাইডলাইন ওয়ার্কশপ' জাতীয় শিশু কিশোর সংগঠন ফুটন্ত ফুল আয়োজনে আগামি ১৬ই নভেম্বর'২৪ শনিবার অনুষ্ঠিত হবে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন -

ডাঃ মুহাম্মদ হাছান মুরাদ
বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক
হ্রদ রোগ বিভাগ,ইউ এস টি সি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন-

মুহাম্মদ নিজাম উদ্দীন নোমানী
প্রধান মুহাদ্দিস, ফরিদগঞ্জ মজিদিয়া কামিল
ফরিদগঞ্জ, চাঁদপুর।

এতে অনুষ্ঠিতব্য মেডিকেল/ইঞ্জিনিয়ারিং/ইউনিভার্সিটি/মেরিন এডমিশন টেস্ট ও ক্যারিয়ার নিয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন:

মুহাম্মদ আরফাতুল ইসলাম
৩৪ তম বিসিএস
সহকারী অধ্যাপক, বাকলিয়া সরকারি কলেজ।
পরিচালক, বিসিএস হেল্পলাইন।

কাজী মুহাম্মদ কফিল উদ্দিন
এমবিবিএস, ৩য় বর্ষ,চট্টগ্রাম মেডিকেল কলেজ।

মঞ্জুর মুর্শেদ
মেরিন অফিসার

মুহাম্মদ মিনহাজ
শিক্ষার্থী, এমবিবিএস, চট্টগ্রাম মেডিকেল কলেজ।

আবদুল্লাহ আল মুবিন,
শিক্ষার্থী, ম্যাটেরিয়ালস্ এন্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং।
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) ,

শেখ ফরিদ
শিক্ষার্থী, আইন বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
লেখক, আইকিউ ফ্যাক্টরস।

সভাপতিত্ব করবেন:

সভাপতি :

অধ্যক্ষ মুহাম্মদ হেলাল উদ্দিন আল-কাদেরী।
প্রিন্সিপাল, হাটহাজারী ওয়াদুদিয়া সুন্নিয়া ফাযিল মাদরাসা।
মহা-পরিচালক, জাতীয় শিশু-কিশোর সংগঠন ফুটন্ত ফুল।

একাকিত্ব ভয়ানক রকমের সুন্দর। আপনার হৃদয় চূর্ণবিচূর্ণ হয়ে যাবে৷ নতুন একটা হৃদয়ের জন্ম হবে৷ তবে আগের সেই আবেগ অনুভূতি কাজ ...
10/11/2024

একাকিত্ব ভয়ানক রকমের সুন্দর। আপনার হৃদয় চূর্ণবিচূর্ণ হয়ে যাবে৷ নতুন একটা হৃদয়ের জন্ম হবে৷ তবে আগের সেই আবেগ অনুভূতি কাজ করবেনা। উপযুক্ত জবাব দেয়ার সুযোগ থাকলেও, কাউকে জবাব দিতে ইচ্ছে করবেনা। কোথাও চেঁচামেচি হলে দূরে পালাতে ইচ্ছে করবে। ভরসা থাকবে কেবল মহান রবের উপর। উনিই সকল সমস্যার সমাধানকারী৷🥹😥
Al-amin Abedi

নীরবতা পরমের ভাষা🥰🖤😭
04/11/2024

নীরবতা পরমের ভাষা🥰🖤😭

06/10/2024

Allahu Akbar | Alhamdulillah | Subhan Allah | Al-amin Abedi

সমুদ্রের মতো বিশাল হোক আমার হৃদয়। 🇧🇩🥰
05/10/2024

সমুদ্রের মতো বিশাল হোক আমার হৃদয়। 🇧🇩🥰

ইনশাআল্লাহ একদিন বীরের বেশে আসবো।
04/10/2024

ইনশাআল্লাহ একদিন বীরের বেশে আসবো।

Cox's Bazar Sughandha point 😊
04/10/2024

Cox's Bazar Sughandha point 😊

Inani Point, Cox’s Bazar 🥰
04/10/2024

Inani Point, Cox’s Bazar 🥰

ইনশাআল্লাহ একদিন বীরের বেশে আসবো।
03/10/2024

ইনশাআল্লাহ একদিন বীরের বেশে আসবো।

Coming Soon 1M subscribers inshallah🥰
01/10/2024

Coming Soon 1M subscribers inshallah🥰

20/09/2024

মন্দিরের নিরাপত্তা দিবে বলে, মসজিদে হামলা চালায়। এরা কারা? ধিক্কার এদের প্রতি।

16/09/2024

আজ কুলকায়েনাতের সবাই খুশি আলহামদুলিল্লাহ। একমাত্র শয়তান ছাড়া।

একদিন সব শীতল হয়ে যাবে। অতৃপ্ত আত্মা তৃপ্ত হবে।  ক্লান্ত দেহ নিথর হয়ে যাবে৷ সেদিন হাজারো স্বপ্ন, আশা, ভালোবাসা মাটির সাথ...
13/09/2024

একদিন সব শীতল হয়ে যাবে। অতৃপ্ত আত্মা তৃপ্ত হবে। ক্লান্ত দেহ নিথর হয়ে যাবে৷ সেদিন হাজারো স্বপ্ন, আশা, ভালোবাসা মাটির সাথে মিশে একাকার হয়ে যাবে৷

12/09/2024

ফ্যাসিবাদী সরকারের পতন হয়েছে ঠিক, তবে ফ্যাসিজমের বিদায় হয়নি৷ পাপী বিদায় নিলেও পাপ বিদায় নেয়নি৷ ফ্যাসিজম মানুষের রক্তের সাথে মিশে গেছে। মাজারে হামলা এর বড় প্রমাণ৷ অনেকেতো মাজারের কতৃত্ব দখল নিচ্ছে৷ মাজারের এতো এতো টাকা পয়সার লোভ সামলায় কি করে। ছাত্রজনতার গণ অভ্যুত্থানকে প্রশ্নের সম্মুখীন করছে এরা। তারাতো মনে করছে তারাই দেশ স্বাধীন করেছে। খুবই হাস্যকর। দাঙ্গা হাঙ্গামা এখনই বন্ধ করুন। নাহলে মোক্ষম জবাব আসবে৷

পবিত্র ঈদে মিলাদুন্নবী সা. এর শুভেচ্ছা।
08/09/2024

পবিত্র ঈদে মিলাদুন্নবী সা. এর শুভেচ্ছা।

08/09/2024

আস্সালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ।
দেশ গড়ার অঙ্গিকার করে, ভাঙছেন কেনো ভাই?
বাংলাদেশ ৩৬০ আউলিয়ার পুণ্যভূমি। এই ৩৬০ আউলিয়ার অন্যতম হলেন হজরত শাহ পরাণ র.। আপনি দলবল নিয়ে চলে গেলেন, হামলা চালালেন। কি ম্যাসেজ দিচ্ছেন? নাকি ইসলামের শত্রুদের উস্কে দিচ্ছেন। আপনার মতের সাথে মিল না থাকতে পারে। অথবা ওখানে ইসলাম বিরোধী কর্মকাণ্ড হয়৷ আপনি কি পারতেন না আলোচনা করে, সমাধান করতে? সাম্যতা বজায় রাখতে পারতেন না? না আপনি কি করলেন? দাঙ্গা হাঙ্গামা করলেন৷ মুসলমান হয়ে মুসলমানদের উপর আক্রমণ! কি ভয়ংকর রে বাবা৷ অথচ প্রিয় নবি সা. এর কড়া নিষেধাজ্ঞা আছে, এই বিষয় নিয়ে। মুহুর্তেই সব ভুলে গেলেন? বাংলাদেশে ফ্যাসিবাদের অবসান ঘটেছে৷ নতুন ফ্যাসিবাদ নিয়মকে প্রতিনিধিত্ব করবেন না৷ কারো অধিকার ক্ষুন্ন করবেন না৷ মুসলমান মুসলমানের ভাই৷ কাধে কাধ মিলিয়ে চলুন৷ এদেশে ইসলাম ব্যবস্থা কায়েম করুন৷ নিজেদের মধ্যে শত্রুতা ভুলে, নতুন বাংলাদেশ গড়ার অঙ্গিকার নিন। আকিদা যার যার হতেই পারে৷ কিন্তু দ্বীন ইসলাম সবার৷ মতানৈক্য, মতপার্থক্য এখনকার নয়। এটা অনেক পুরোনো৷ তাই এসব ভুলে, এক হয়ে যান। আল্লাহ হাফেজ।

অনুরোধে:-
মুহাম্মদ আল-আমিন আবেদী
বি.এ (অনার্স) এম.এ

Coming soon special nasheed... Inshaallah.Stay tune: AL-MADANI tv
07/09/2024

Coming soon special nasheed... Inshaallah.
Stay tune: AL-MADANI tv

বাংলাদেশের থাইল্যান্ড 😊
04/09/2024

বাংলাদেশের থাইল্যান্ড 😊

Address

Chittagong

Telephone

+8801775824706

Website

Alerts

Be the first to know and let us send you an email when Al-amin Abedi-الامين عابدي posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Al-amin Abedi-الامين عابدي:

Videos

Share