Alert News.Com

Alert News.Com Scream Against Injustice

মালয়েশিয়ায় শতাধিক বাংলাদেশি আটকআন্তর্জাতিক ডেস্ক||এলার্ট নিউজ.কম২৭ মে ২০২৩, ২১:৩৬কুয়ালালামপুর, ছবি: রয়টার্সমালয়েশিয়ায় আই...
27/05/2023

মালয়েশিয়ায় শতাধিক বাংলাদেশি আটক

আন্তর্জাতিক ডেস্ক||এলার্ট নিউজ.কম

২৭ মে ২০২৩, ২১:৩৬

কুয়ালালামপুর, ছবি: রয়টার্স

মালয়েশিয়ায় আইনপ্রয়োগকারী সংস্থার হাতে ১৬২ জন নির্মাণ শ্রমিক আটক হয়েছেন। তাদের মধ্যে রয়েছেন ১১৮ বাংলাদেশি। গত ২৫ মে রাজধানী কুয়ালালামপুরের বুকিত কিয়ারা এলাকার একটি নির্মাণ স্থাপনায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে বলে জানায় দেশটির সরকার।

কুয়ালালামপুরের ফেডারেল টেরিটরি মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন সংস্থা দেওয়ান বান্দারায়া কুয়ালালামপুর (ডিবিকেএল) ২৬মে ফেসুবকে এক বিবৃতিতে জানিয়েছে, বৈধ নথি না থাকায় তাদের আটক করা হয়েছে। এদের মধ্যে ১১৮ জন বাংলাদেশি, ২৩ জন মিয়ানমারের, ইন্দোনেশিয়ার ১১ জন এবং ১০ জন পাকিস্তানের নাগরিক।

অভিযানে মালয়েশিয়ার রয়্যাল পুলিশ, কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট বোর্ড, ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগ, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট অ্যান্ড পাবলিক ক্লিনজিং করপোরেশন, নিরাপত্তা ও স্বাস্থ্য বিভাগ এবং মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ অংশ নেয়।

এ বিষয়ে ডিবিকেএল জানিয়েছে, কুয়ালালামপুরে অবৈধ অভিবাসীদের আটকের অভিযান অব্যাহত থাকবে। মালয়েশিয়ায় বৈধ কাগজপত্র না থাকাসহ বিভিন্ন অপরাধে প্রায়শই অভিযান পরিচালনা করে আসছে দেশটির প্রশাসন।

রাজধানীতে দিনমজুরের মরদেহ উদ্ধারএলার্ট নিউজ.কম|| রিপোর্ট২৭ মে ২০২৩, ১৭:০২আপডেট:১৭:০৩রাজধানীর মুগদায় মো. জালাল উদ্দিন (৪২...
27/05/2023

রাজধানীতে দিনমজুরের মরদেহ উদ্ধার

এলার্ট নিউজ.কম|| রিপোর্ট

২৭ মে ২০২৩, ১৭:০২আপডেট:১৭:০৩

রাজধানীর মুগদায় মো. জালাল উদ্দিন (৪২) নামে এক দিনমজুরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৬ মে) রাত সাড়ে ১১টার দিকে মুগদা থানার পূর্ব মানিকনগর থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মুবায়দুল ইসলাম এ তথ্য জানান।

পাবনার সাথিয়া উপজেলার বনগ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে জালাল।

এসআই বলেন, ‘মৃতের স্ত্রী পারভীন আক্তার বাসাবাড়িতে কাজ করেন। জালাল উদ্দিন বিয়ে বাড়িতে কাজ করতেন। একদিন কাজ করলে দুই দিন করতেন না। এছাড়াও দুই-তিনি মাসের বাসা ভাড়া বাকি। এসব নিয়ে সংসারে অশান্তি লেগে থাকতো। শুক্রবার রাতে জালাল উদ্দিনকে বাসায় রেখে ছেলে পারভেজ (১০) পাশে আত্মীয়ের বাড়ি যায় ভাত আনতে। ফিরে এসে দেখতে পায় তাদের বাবা ফ্যানের সঙ্গে গলায় বৈদুতিক তার পেঁচিয়ে ঝুলছে। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

তিনি বলেন, ‘ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে রাখা হয়েছে।’

বুয়েট ক্যাম্পাসের ডাস্টবিন থেকে নবজাতকের মরদেহ উদ্ধারএলার্ট নিউজ.কম রিপোর্ট২৭ মে ২০২৩, ১৬:৪১রাজধানীর বুয়েট ক্যাম্পাসে ডা...
27/05/2023

বুয়েট ক্যাম্পাসের ডাস্টবিন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

এলার্ট নিউজ.কম রিপোর্ট

২৭ মে ২০২৩, ১৬:৪১

রাজধানীর বুয়েট ক্যাম্পাসে ডাচ বাংলা বুথের পাশে ডাস্টবিন থেকে কাপড়ে মোড়ানো নবজাতকের (পুত্র) মরদেহ উদ্ধার করেছে শাহবাগ থানা পুলিশ। নবজাতকটির বয়স আনুমানিক এক দিন। শনিবার (২৭ মে) বেলা ১১টার দিকে উদ্ধার করা হয়।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) দীপক বালা এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ‘আজ বেলা ১১টার দিকে সোহেল রানা নামে এক যুবক নবজাতকটিকে প্রথমে দেখতে পান, পরে তিনি আমাদের সংবাদ দেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মৃত ওই নবজাতকের মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে।’

কে বা কারা চুপিসারে মরদেহটি সেখানে ফেলে গেছেন; তা নিশ্চিত হওয়া যায়নি বলে জানান এসআই দীপক।

এলার্ট নিউজ.কম||লাইফস্টাইলপ্রশ্ন: আমার সাথে অন্যায় হলেও আমি মুখ ফুটে প্রতিবাদ করতে পারি না। পরবর্তীতে কেন আমি অন্যায়ের প...
27/05/2023

এলার্ট নিউজ.কম||লাইফস্টাইল

প্রশ্ন: আমার সাথে অন্যায় হলেও আমি মুখ ফুটে প্রতিবাদ করতে পারি না। পরবর্তীতে কেন আমি অন্যায়ের প্রতিবাদ করলাম না এটা নিয়ে মনঃকষ্টে ভুগতে থাকি। মনে মনে সেই পরিস্থিতিতে আমার কী বলা উচিত ছিল সেটা নিয়ে একা একা কথা বলি। কিন্তু এরপরেও দরকারের সময় আমি প্রতিবাদ করতে পারি না।

উত্তর: আপনার সমস্যাটি বুঝে আপনার প্রতিবাদের সাহস বাড়ানোর জন্য কিছু পরামর্শ দিচ্ছি-

১. নিজেকে নিজের দোষত্রুটিসহ মেনে নিন। নিজেকে তিরস্কার করা বন্ধ করুন, নিজের মানসিকতা এবং দায়িত্ব চেনার চেষ্টা করুন। তাহলেই আপনি ধীরে ধীরে নিজস্ব মতামতকে মূল্য দিতে পারবেন এবং অকপটে তা প্রকাশ করতে পারবেন।

২. নিজের ভাবনা, চিন্তা ও আবেগ-প্রতিক্রিয়া নিয়ে চিন্তা করুন। কেন আপনি অন্যায়ের প্রতিবাদ করতে পারছেন না, তা নিয়ে নিজের অভিজ্ঞতা ও ভাবনা নৈর্ব্যক্তিক বা নিরপেক্ষভাবে বিশ্লেষণ করতে চেষ্টা করুন।

৩. যথাযথ শব্দ এবং মনোভাব, অঙ্গভঙ্গি নির্ধারণ করে অন্যের কাছে নিজের ভাবনা প্রকাশের চেষ্টা করুন। অন্যের সাথে প্রতিবাদ করার সময় এই দক্ষতা গুরুত্বপূর্ণ।

৪. নিজের মধ্যে আত্মবিশ্বাস বাড়ানোর চেষ্টা করুন। পরিস্থিতির সামনে দাঁড়ানোর জন্য আত্মবিশ্বাস অতি গুরুত্বপূর্ণ।

৫. সাহসী হওয়ার প্রক্রিয়ায় আপনার কথা বলার দক্ষতা বাড়ানোর জন্য অনুশীলন ও প্রশিক্ষণের ব্যাপারটি গুরুত্বপূর্ণ। তাই ছোট ছোট পরিস্থিতিতে প্রতিবাদ করার চেষ্টা শুরু করুন। এই পরামর্শগুলো অনুসরণ করে আপনি ধীরে ধীরে প্রতিবাদ করার দক্ষতা অর্জন করতে পারবেন। তবে যদি আপনার মনে হয় যে আপনার সমস্যাটি আরও গভীর, তাহলে একজন পেশাদার মানসিক চিকিৎসকের সাথে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হলো।

প্রশ্ন: আমি সচ্ছল পরিবারের মেয়ে। কিন্তু আমি অন্যের বাসা থেকে গোপনে জিনিসপত্র সরিয়ে আনি। যেটাকে সোজা বাংলায় চুরি বলে। আমার অভাব নেই তাও চুরি করি। খুব বড় কোনও চুরি না। ছোটখাট জিনিস সবার অগোচরে নিয়ে আসি। এরপর প্রতিজ্ঞা করি যে আর এমন করবো না, কিন্তু সেই প্রতিজ্ঞা রাখতে পারি না। কীভাবে এই স্বভাব দূর করবো? এটা কি কোনো মানসিক অসুখ?

উত্তর: ক্লেপ্টোমানিয়া একটি মানসিক অসুখ, যার কারণে প্রয়োজন না থাকলেও কারোর মধ্যে চুরি করার অদম্য বাসনা তৈরি হয়। কিছু পরামর্শ মেনে চললে আপনি ধীরে ধীরে ক্লেপ্টোমানিয়ার সাথে মোকাবিলা করতে পারবেন-

১. এই সমস্যা দূর করার প্রথম ধাপ হলো একজন মানসিক চিকিৎসকের সাথে যোগাযোগ করা। তারা আপনার অবস্থার উপর ভিত্তি করে চিকিৎসা পরিকল্পনা প্রণয়ন করতে পারবেন। কিছু কিছু থেরাপি এবং ঔষধ এক্ষেত্রে অত্যন্ত সহায়ক।

২. ধ্যান, শ্বাসনিয়ম, ও চিন্তা-পরিবর্তন পদ্ধতি ব্যবহারের মাধ্যমে আপনি আপনার মধ্যে তৈরি হওয়া চুরি করার তীব্র ইচ্ছাকে মোকাবিলা করতে পারেন।

৩. ক্লেপ্টোমানিয়ার সাথে মোকাবিলা করার সময় সমর্থন গ্রুপের সাহায্য গুরুত্বপূর্ণ। এই গ্রুপগুলোর মাধ্যমে আপনি কাছাকাছি বা ভিন্ন ধরনের সমস্যায় ভুগছেন, এরকম অন্যান্য মানুষের অভিজ্ঞতা সম্পর্কে জানতে পারবেন এবং সেগুলো থেকে নিজের সমস্যা সম্পর্কে পরামর্শ ও সাহায্য পাবেন।

৪. নিজের কাজের দায়িত্ব নিজে গ্রহণ করতে পারলে চুরি করার তীব্র বাসনা কমে যাবে। সেজন্য নিজের আবেগ-অনুভূতি, আচার আচরণ ইত্যাদি নৈর্ব্যক্তিকভাবে পর্যবেক্ষণ করুন।

৫. পরিবার ও বন্ধুদের সঙ্গে আপনার সমস্যা শেয়ার করুন। তাহলেই তাদের পক্ষে সম্ভব আন্তরিকতার সাথে আপনাকে আপনার সমস্যা থেকে বেরিয়ে আসতে সাহায্য করা।

৬. স্ট্রেস হ্রাস করার জন্য ধ্যান, শ্বাস নিয়ন্ত্রণ, ব্যায়াম বা অন্যান্য শারীরিক ক্রিয়াকলাপ অনুশীলন করুন। এই পরামর্শগুলো অনুসরণ করে আপনি ধীরে ধীরে ক্লেপ্টোম্যানিয়ার সমস্যায মোকাবিলা করতে এবং সামাজিক এবং ব্যক্তিগত জীবনে নিজের অবস্থান তৈরি করতে পারবেন। চিকিৎসা বা সমর্থনের জন্য মানসিক চিকিৎসকের সাথে যোগাযোগ রাখতে ভুলবেন না।

মেসির বাঁ পা নয়, রোনালদোর ডান পা চান হাল্যান্ডস্পোর্টস ডেস্ক||এলার্ট নিউজ.কম২৭ মে ২০২৩, ১৫:৫৫আর্লিং হাল্যান্ডইংল্যান্ডে ...
27/05/2023

মেসির বাঁ পা নয়, রোনালদোর ডান পা চান হাল্যান্ড

স্পোর্টস ডেস্ক||এলার্ট নিউজ.কম

২৭ মে ২০২৩, ১৫:৫৫

আর্লিং হাল্যান্ড
ইংল্যান্ডে পা রেখে নিজের জাত চেনাতে দেরি করেননি আর্লিং হাল্যান্ড। ম্যানচেস্টার সিটির জার্সিতে প্রথম মৌসুমেই ‘গোল মেশিন’ হয়ে উঠেছেন নরওয়েজিয়ান স্ট্রাইকার। সময়ের অন্যতম সেরা দুই ফুটবলার লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর উত্তরসূরি মনে করা হচ্ছে তাকে। লন্ডনে ল্যান্ডমার্ক হোটেলে ফুটবল লেখকদের ভোটে বর্ষসেরার (এফডব্লিউএ) পুরস্কার হাতে নিয়ে নানা প্রশ্নের উত্তর দিলেন তিনি, যেখানে এগিয়ে রাখলেন পর্তুগিজ উইঙ্গারকে।

এফডব্লিউএ’র নৈশভোজের ইভেন্টে দুটি অপশন দিয়ে একটি বেছে নিতে বলা হয় নানা প্রশ্নে। এর মধ্যে একটি প্রশ্ন ছিল ‘রোনালদোর ডান পা নাকি মেসির বাঁ পা’। আরও ভারসাম্যপূর্ণ শক্তি অর্জনে মেসির বাঁ পায়ের চেয়ে রোনালদোর ডান পা চাই জানান হাল্যান্ড, ‘(প্রশ্ন) কঠিন। আমার বাঁ পা যেহেতু ঠিক আছে, আমি ক্রিস্টিয়ানোর ডান পা নিতে চাই।’

৩৮ ম্যাচের প্রিমিয়ার লিগের এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়া হাল্যান্ড এবার সব প্রতিযোগিতা মিলিয়ে ৫২ গোল করেছেন। এরই মধ্যে প্রিমিয়ার লিগ শিরোপা নিশ্চিত করে ফেলেছেন। সামনে এফএ কাপ ও চ্যাম্পিয়নস লিগের ফাইনাল। ট্রেবল জয়ের হাতছানি। বিশ্বকাপ জয় নাকি ম্যানসিটির সঙ্গে ট্রেবল চান, এই প্রশ্নে ২২ বছর বয়সী স্ট্রাইকারের উত্তর, ‘নরওয়ের সঙ্গে বিশ্বকাপ জিততে পারা হবে বিরাট ব্যাপার। কিন্তু এটা এতটা বাস্তবসম্মত নয়। তাই আমি ট্রেবলই বেছে নেবো।’

এছাড়া জার্মান বুন্দেসলিগার চেয়ে প্রিমিয়ার লিগ শিরোপা এবং প্রিমিয়ার লিগের থেকে চ্যাম্পিয়নস লিগকে গুরুত্ব দিয়েছেন হাল্যান্ড।

আগামী ৩ জুন ওয়েম্বলিতে ম্যানইউর বিপক্ষে এফএ কাপ ফাইনাল খেলবে সিটিজেনরা। এর সাত দিন পর ইস্তানবুলে চ্যাম্পিয়নস লিগে তাদের প্রতিপক্ষ ইন্টার মিলান।

আসন্ন সংসদ অধিবেশনে তামাক আইনের সংশোধনী পাসের দাবি জ‌্যেষ্ঠ প্রতিবেদক || এলার্ট নিউজ.কম প্রকাশিত: ১৫:৪৮, ২৭ মে ২০২৩  ইউন...
27/05/2023

আসন্ন সংসদ অধিবেশনে তামাক আইনের সংশোধনী পাসের দাবি

জ‌্যেষ্ঠ প্রতিবেদক || এলার্ট নিউজ.কম

প্রকাশিত: ১৫:৪৮, ২৭ মে ২০২৩

ইউনাইটেড ফোরাম অ্যাগেইনস্ট টোব্যাকো এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের পক্ষ থেকে স্বাস্থ্য মন্ত্রণালয় প্রণীত তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনী আগামী জাতীয় সংসদ অধিবেশনে উত্থাপন এবং সংসদে চূড়ান্ত আইনে পরিণত করার দাবি জানানো হয়েছে।

শনিবার (২৭ মে) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। ইউনাইটেড ফোরাম অ্যাগেইনস্ট টোব্যাকো এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ যৌথভাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

সংবাদ সম্মেলনে ইউনাইটেড ফোরাম এগেইনস্ট টোব্যাকো এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ-এর পক্ষ থেকে জানানো হয়, আমাদের দেশে ৩ কোটি ৭৮ লাখ প্রাপ্তবয়স্ক মানুষ তামাক ব্যবহার করেন। কর্মক্ষেত্রসহ পাবলিক প্লেস ও গণপরিবহনে পরোক্ষ ধূমপানের শিকার হন ৩ কোটি ৮৪ লাখ প্রাপ্তবয়স্ক মানুষ। আর তামাকজনিত বিভিন্ন রোগে প্রতিবছর প্রায় ১ লাখ ৬১ হাজার মানুষের মৃত্যু হয়। এছাড়া, তামাক ব্যবহারের দিক থেকে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার শীর্ষে। এর কারণ বাংলাদেশ ধূমপানমুক্ত পরিবেশ এবং তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন ও প্রণোদনা নিষিদ্ধ করার ক্ষেত্রে এখনও সর্বোত্তম মান অর্জন করতে পারেনি বাংলাদেশ। তাই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় প্রণীত সংশোধনীটি আসন্ন সংসদ অধিবেশনে উত্থাপন এবং সংসদ সদস্যদের ভোটে পাশ করে চূড়ান্ত করা হলে বিদ্যমান তামাক নিয়ন্ত্রণ আইনের দুর্বলতাগুলো দূর হবে।

সংবাদ সম্মেলন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের মহাসচিব অধ্যাপক খন্দকার আব্দুল আউয়াল রিজভী বলেন, তামাকজাত দ্রব্য ব্যবহারের কারণে আমাদের দেশে অসংক্রামক রোগ যেমন- হৃদরোগ, স্ট্রোক, ডায়াবেটিস, ক্যান্সার ও শাসতন্ত্রের দীর্ঘমেয়াদী রোগ ইত্যাদি বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে দেশে মোট মৃত্যুর ৬৭ শতাংশই অসংক্রামক রোগের কারণে ঘটছে। আর এই অসংক্রামক রোগ সৃষ্টির কারণ মূলত ধূমপান ও তামাকজাত পণ্যের ব্যবহার। তাই এই অকাল মৃত্যু ঠেকাতে আসন্ন সংসদ অধিবেশনেই স্বাস্থ্য মন্ত্রণালয় প্রণীত তামাক নিয়ন্ত্রণ আইনের খসড়াটি জাতীয় সংসদে উত্থাপন এবং পাস করার জোর দাবি জানাচ্ছি।

এছাড়া, ইউনাইটেড ফোরাম এগেইনস্ট টোব্যাকো এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশসহ বিভিন্ন তামাক বিরোধী সংগঠন ও ১৫ হাজারের বেশি ব্যক্তি ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ (২০১৩ সালে সংশোধিত) যুগোপযোগী করে বৈশ্বিক মানদণ্ডে উন্নীত করতে ছয়টি বিষয় অন্তর্ভূক্ত করার সুপারিশ করে। সেগুলো হলো- আইনের ধারা ৪ ও ৭ বিলুপ্ত করা, অর্থাৎ সকল পাবলিক প্লেস ও গণপরিবহনে ‘ধূমপানের জন্য নির্ধারিত স্থান’ নিষিদ্ধ করা; তামাকজাত দ্রব্যের বিক্রয়স্থলে তামাকজাত পণ‌্য প্রর্দশন নিষিদ্ধ করা; তামাক কোম্পানির যেকোনো ধরনের সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচি পুরোপুরি নিষিদ্ধ করা; তামাকজাত দ্রব্যের প্যাকেট বা কৌটায় সচিত্র স্বাস্থ্য সতর্কবার্তার আকার ৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৯০ শতাংশ করা; বিড়ি-সিগারেটের খুচরা শলাকা, মোড়কবিহীন এবং খোলা ধোঁয়াবিহীন তামাকজাত দ্রব্য বিক্রি নিষিদ্ধ করা এবং ই-সিগারেটসহ সকল ইমার্জিং ট্যোব্যাকো প্রোডাক্টস্ পুরোপুরি নিষিদ্ধ করা।

সংবাদ সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইন্সটিটিউটের রেজিস্ট্রার (ক্লিনিক্যাল রিসার্চ) ডা. শেখ মোহাম্মদ মাহবুবুস সোবহান। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্যান্সার সোসাইটি’র সাংগঠনিক সম্পাদক ডা. আব্দুল্লাহ আল নোমান, বাংলাদেশ লাং ফাউন্ডেশনের এন্টি-টোব্যাকো সেলের সদস্য সচিব ডা. মো. শাখাওয়াত হোসেনসহ গণমাধ্যম কর্মীরা।

ভিনিসিউসের সমর্থনে আফ্রিকার দুই দেশের সাথে খেলবে ব্রাজিল ক্রীড়া ডেস্ক || এলার্ট নিউজ.কম প্রকাশিত: ১৫:২৬, ২৭ মে ২০২৩   আপ...
27/05/2023

ভিনিসিউসের সমর্থনে আফ্রিকার দুই দেশের সাথে খেলবে ব্রাজিল

ক্রীড়া ডেস্ক || এলার্ট নিউজ.কম

প্রকাশিত: ১৫:২৬, ২৭ মে ২০২৩ আপডেট: ১৫:২৮, ২৭ মে ২০২৩

স্প্যানিশ লা লিগায় চলতি মৌসুমে পাঁচ-পাঁচবার বর্ণবাদের শিকার হন ব্রাজিলিয়ান স্ট্রাইকার ভিনিসিউস জুনিয়র। সবশেষ ভ্যালেন্সিয়ার বিপক্ষে বর্ণবাদের শিকার হওয়ার পর তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে মুখ খোলেন। কাঠগড়ায় দাড় করিয়ে দেন লা লিগা, স্প্যানিশ ফুটবল ফেডারেশন ও স্পেনকে। এরপর সারা বিশ্বই বর্ণবাদের বিপক্ষে এবং তার পক্ষে অবস্থান নেয়। ব্রাজিলও ভিনিসিউসের সমর্থনে কড়া প্রতিবাদ জানায়।

এবার বর্ণবাদের শিকার হওয়া ভিনির জন্য আফ্রিকার দুটি দেশের সঙ্গে প্রীতি ম্যাচ খেলার সিদ্ধান্ত নিয়েছে ব্রাজিল জাতীয় ফুটবল দল। দল দুটি হলো গিনি ও সেনেগাল।

আগামী ১৭ জুন বার্সেলোনায় গিনির বিপক্ষে খেলবে ব্রাজিল। এরপর ২০ জুন পর্তুগালের রাজধানী লিসবনে সেনেগালের বিপক্ষে খেলবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

এছাড়া ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) বর্ণবাদের বিপক্ষে জাতীয় ক্যাম্পেইনের আয়োজন করতে যাচ্ছে তাদের লিগগুলোতে। এটার জন্য তারা একটি স্লোগানও ঠিক করেছে, ‘"There is no game with racism (বর্ণবাদের সঙ্গে কোনো খেলা চলতে পারে না)।

ব্রাজিল ফুটবল কনফেডারেশনের নতুন সভাপতি এডনাল্ডো রদ্রিগুয়েজ দায়িত্ব নেওয়ার পর থেকেই বর্ণবাদের বিপক্ষে জোরালো অবস্থান নিয়ে কাজ করছেন। ইতোমধ্যে স্টেডিয়ামে বর্ণবাদমূলক কর্মকাণ্ডের জন্য কঠোর শাস্তিও দিয়েছেন তিনি।

মার্চে এ বিষয়ে তিনি বলেছিলেন, ‘বিশ্বব্যাপী বর্ণবাদের বিরুদ্ধে লড়াইয়ে ব্রাজিল নেতৃত্ব দিবে।’

দুটি প্রীতি ম্যাচে খেলতে সম্মতি দিয়েছেন ভিনিসিউস। এমনটাই জানিয়েছে সিবিএফ।

এদিকে বিশ্বকাপের পর থেকে ব্রাজিল জাতীয় দলের কোচের পদ শূন্য আছে। সেক্ষেত্রে প্রীতি ম্যাচে ব্রাজিল দলের কোচের ভূমিকায় দেখা যেতে পারে অনূর্ধ্ব-২০ দলের কোচ রামন মেঞ্জেসকে। যদিও তিনি বর্তমানে আর্জেন্টিনায় আছেন অনূর্ধ্ব-২০ দলের সঙ্গে। সেখানে ব্রাজিল খেলছে যুব বিশ্বকাপে। প্রীতি ম্যাচের আগে তিনি দিন পাঁচেকের জন্য জাতীয় দলের সঙ্গে যুক্ত হবেন।

ঘরের দরজা বন্ধ, মায়ের মরদেহের পাশে কাঁদছিলো শিশু সন্তান  নিজস্ব প্রতিবেদক, গাজীপুর  || এলার্ট নিউজ.কম প্রকাশিত: ১৫:১৫, ২...
27/05/2023

ঘরের দরজা বন্ধ, মায়ের মরদেহের পাশে কাঁদছিলো শিশু সন্তান

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর || এলার্ট নিউজ.কম

প্রকাশিত: ১৫:১৫, ২৭ মে ২০২৩ আপডেট: ১৫:১৫, ২৭ মে ২০২৩

গাজীপুরের কোনাবাড়ি দক্ষিণ হরিণাচালা এলাকায় মরিয়ম খাতুন (৩৩) নামে এক নারীর গলায় গামছা পেঁচানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৭ মে) সকাল ৮ টায় তার মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে রাতের কোন একসময় হত্যা করে পালিয়েছে স্বামী।

নিহত মরিয়ম দিনাজপুর নবাবগঞ্জের হরিপুর গ্রামের শফিজ উদ্দিনের মেয়ে । স্বামী জয়নালসহ স্থানীয় ইকবালের বাড়িতে ভাড়া থাকতেন তিনি৷

পুলিশ ও এলাকাবাসী জানায়, নিহতের স্বামী ইকবাল যাত্রীবাহী বাস আজমেরি পরিবহনের সুপারভাইজার। ইকবাল শুক্রবার রাত ১০ টায় বাসায় এসে দরজা লাগিয়ে ঘুমিয়ে পড়ে। আজ (শনিবার) সকাল ৭ টার দিকে পাশের রুমের ভাড়াটিয়া করুণা বেগম রুমের ভিতর ইকবালের মেয়ে নুসরাত জাহান মায়ার (৪) ডাকাডাকি ও কান্নার শব্দ শুনতে পান। দেখতে পান রুমের দরজা বাইরের থেকে ছিটকানি লাগানো। দরজা খুলে দেখেন গলায় গামছা পেঁচানো অবস্থায় ফ্লোরের উপর পড়ে আছেন মরিয়ম। পরে বাসার লোকজন জরুরী সেবা ৯৯৯ এ কল করে জানালে কোনাবাড়ি থানা পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কে এম আশরাফ উদ্দিন বলেন, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে তার স্বামী গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বসিক নির্বাচন: আ.লীগের নির্বাচনী টিমের বর্ধিত সভায় প্রার্থীই অনুপস্থিত নিজস্ব প্রতিবেদক, বরিশাল || এলার্ট নিউজ.কম প্রকাশ...
26/05/2023

বসিক নির্বাচন: আ.লীগের নির্বাচনী টিমের বর্ধিত সভায় প্রার্থীই অনুপস্থিত

নিজস্ব প্রতিবেদক, বরিশাল || এলার্ট নিউজ.কম

প্রকাশিত: ২৩:৫৭, ২৬ মে ২০২৩ আপডেট: ২৩:৫৯, ২৬ মে ২০২৩

বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর নির্বাচনী টিমের বিশেষ বর্ধিত সভায় অনুপস্থিত ছিলেন প্রার্থী নিজেই। এ নিয়ে স্থানীয় আওয়ামী লীগে অভ্যন্তরীণ দ্বন্দ্ব আরও চরম আকার ধারণ করছে বলে ধারণা নগরবাসীর।

শুক্রবার (২৬ মে) বিকেলে গৌরনদী উপজেলায় বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা হয়।

গত ২১ মে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন ও দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লাব বড়ুয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ২৬ মে গৌরনদী উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা গঠিত বরিশাল সিটি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর নির্বাচনী পরিচালনা টিমের সভা হবে। সভায় আওয়ামী লীগের প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত উপস্থিত থাকবেন।

আজ প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত নিজেই বর্ধিত সভায় যাননি। বরিশাল মহানগর আওয়ামী লীগের অন্যান্য সদস্য সভায় উপস্থিত থাকলেও ছিলেন না বরিশাল সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।

শুক্রবার বিকেল ৪টায় শুরু হওয়া সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সিনিয়র সদস্য ও বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আবুল হাসানাত আবদুল্লাহ্ এমপি। তিনি সভায় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে বলেছেন, আমরা ঐক্যবদ্ধভাবে যেকোন মূল্যে নৌকার প্রার্থী খোকন সেরনিয়াবাতকে জয়ী করব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকার বিকল্প নেই।

গৌরনদী পৌরসভা মাঠে বিশেষ বর্ধিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন—দলের প্রসিডিয়াম সদস্য আব্দুর রহমান ও জাহাঙ্গীর কবির নানক, বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক ও কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক, সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ, রুবিনা মিরা, সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, মহানগর আওয়ামী লীগের সভাপতি এবং জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর হোসেন।

যার জন্য আওয়ামী লীগের নির্বাচনী পরিচালনা কমিটির এ সভা, তিনি উপস্থিত না থাকায় বরিশাল আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে ঐক্যের ঘাটতি দৃশ্যমান হয়েছে বলে মনে করছেন নগরবাসী।

আজকের এ সভার দিকে নজর ছিল বরিশাল আওয়ামী লীগের নেতাকর্মীদের। প্রার্থী খোকন সেরনিয়াবাত ওই সভায় উপস্থিত না থাকায় বরিশাল সিটি নির্বাচন ঘিরে এখানে আওয়ামী লীগে বিরাজমান দ্বন্দ্ব আরও ঘনীভূত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে, আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ঘোষণার দিন থেকেই এখন পর্যন্ত স্থানীয় পর্যায়ে আওয়ামী লীগের রাজনীতি দুই ভাগে বিভক্ত। আজকের ঘটনা বিভক্তি আরও প্রকট করলো বলে মনে করছে সচেতন মহল।

আওয়ামী লীগের প্রার্থীর স্থানীয় পর্যায়ে নির্বাচন পরিচালনা কমিটির সদস্য বরিশাল আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট লস্কর নূরুল হক বলেছেন, বর্ধিত সভায় প্রার্থীর না যাওয়ার বিষয়টি একান্তই তার ব্যক্তিগত ব্যাপার। তিনি আজ সারাদিন পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বরিশাল সিটি এলাকাতেই নির্বাচনী প্রচার করছেন। তিনি কর্মসূচি অনুযায়ী সকালে প্রতীক বুঝে নিতে যান রিটার্নিং কর্মকর্তার দপ্তরে। বিকাল ৪টায় নগীরর ৩০ নম্বর ওয়ার্ডে বিশেষ সভা করেন এবং সন্ধ্যা ৭টায় ১৪ নম্বর ওয়ার্ডের উঠোন বৈঠক করেন।

পেঁয়াজ-রসুন সংরক্ষণে তৈরি হচ্ছে ২০ আধুনিক ঘর রাজবাড়ী প্রতিবেদক || এলার্ট নিউজ.কম প্রকাশিত: ১১:২১, ২৬ মে ২০২৩   আপডেট: ১১...
26/05/2023

পেঁয়াজ-রসুন সংরক্ষণে তৈরি হচ্ছে ২০ আধুনিক ঘর

রাজবাড়ী প্রতিবেদক || এলার্ট নিউজ.কম

প্রকাশিত: ১১:২১, ২৬ মে ২০২৩ আপডেট: ১১:২৪, ২৬ মে ২০২৩

এই ঘরগুলোতে পেঁয়াজ যতদিন ইচ্ছা সংরক্ষণ করতে পারবেন চাষিরা

রাজবাড়ীতে পেঁয়াজ-রসুন সংরক্ষণের জন্য তৈরি করা হচ্ছে ২০টি আধুনিক ঘর। এসব ঘরের প্রতিটিতে পেঁয়াজ সংরক্ষণ করা যাবে ৩০০ মণ পর্যন্ত। সংরক্ষণাগারের কাজ শেষ হলে কাঙ্খিত দাম পাবেন চাষিরা বলে জানিয়েছেন রাজবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবুল কালাম আজাদ।

আবুল কালাম আজাদ বলেন, দেশের মোট উৎপাদিত পেঁয়াজের ১৫ শতাংশই হয় রাজবাড়ীতে। অনুকূল আবহাওয়া ও ফলন ভালো পাওয়ায় প্রতি বছরই বেশি বেশি পেঁয়াজের আবাদ করেন চাষিরা। এ বছর এই জেলা পেঁয়াজ উৎপাদনে দেশের দ্বিতীয় অবস্থানে রয়েছে।

পেঁয়াজ সংরক্ষণের জন্য সংরক্ষণাগার না থাকায় জেলার কৃষকেরা স্থানীয় পদ্ধতিতে পেঁয়াজ সংরক্ষণ করেন। ফলে সঠিকভাবে সংরক্ষণ না হওয়ায় দেড় থেকে দুই মাস পর নিত্যপ্রয়োজনীয় এই খাদ্য পণ্যটিতে পচন শুরু হয়। তখন কৃষকেরা লোকসান কাটাতে কম দামে পেঁয়াজ বাজারে বিক্রি করে দেন। তাই কৃষকদের কথা মাথায় রেখে পেঁয়াজ-রসুন সংরক্ষণের জন্য জেলার কালুখালী উপজেলায় ২০টি আধুনিক ঘর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। ঘর নির্মাণের কাজ বর্তমানে চলমান রয়েছে।

কালুখালীর কৃষক রমজান শেখ বলেন, ‌‘আমারা যে টাকা খরচ করে পিজ (পেঁয়াজ) আবাদ করি সেই দামে বিক্রি করতে পারি নে। আমাদের লস যায়। যেই সময় মাঠ থেকে পিজ তুলি তখন বাজারে দাম পাই না। এক বিঘা জমিতে পিজ আবাদে খরচ হয় ৩০-৪০ হাজার টাকা। আর বিক্রি করতে হয় ৩০ হাজার টাকায়। ঘরে যে কয় মাস রাখবো তার উপায় নাই। কারণ ঘরে রাখলে এক দুই মাস পরে পচে যায়, পিজি গাছ জ্বালায়।’
তিনি আরও বলেন, ‘শুনতিছি সরকার থেকে পিজ রাখার জন্য ঘর করে দিচ্ছে। ঘর হলিতো আমাদের মত কৃষকদের সুবিধাই হবে। কারণ পিজ ওই ঘরে রেখে সুবিধামত সময়ে বিক্রি করতে পারবো।’

পাংশার কৃষক রজব আলী জানান, আগামী বছরে পেঁয়াজ চাষ করলেও অল্প করবেন। কয়েক বছর হলো লস যাচ্ছে তার। তার বাড়িতে পেঁয়াজ রাখার মতন ব‍্যবস্থা নেই যে কিছু মজুত করে রাখবেন।

তিনি বলেন, ‘সেদিন শুনলাম কালুখালীতে পেঁয়াজ রাখার ঘর করে দিচ্ছে সরকার। আমাদের এলাকাতেও তো পেঁয়াজ হয় তালি আমাদের এইদিক হবে না ক‍্যা। আমাদের এইদিক ঘর হলি আমরাও সেই ঘরে পেঁয়াজ রাখতাম। পরে বাজারে পেঁয়াজের দাম বেশি হলি বেচতাম।’

রাজবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবুল কালাম আজাদ বলেন, কৃষি বিপণণ অধিদপ্তর পেঁয়াজ-রসুন সংরক্ষণ পদ্ধতি আধুনিকায়ন ও বিপনন কার্যক্রম উন্নয়ন প্রকল্পের আওতায় কালুখালী উপজেলায় বিভিন্ন কৃষকের বাড়িতে পেঁয়াজ সংরক্ষণের জন্য আধুনিক ঘর নির্মান কাজ চলমান রয়েছে। ২০টি ঘরে প্রায় ২৪০ মেট্রিকটণ পেঁয়াজ সংরক্ষণ করতে পারবেন কৃষকেরা। প্রতিটি ঘরে ৩০০ মণ পেঁয়াজ সংরক্ষণ করা যাবে। যেসব উপজেলাতে বেশি পেঁয়াজ উৎপাদন হয় পর্যায়ক্রমে সে সব উপজেলাতেও ঘর নির্মাণ করা হবে।
তিনি বলেন, রাজবাড়ী জেলায় মোট উৎপাদিত পেঁয়াজের ২৫ শতাংশ নষ্ট হয়ে যায় সংরক্ষণ পদ্ধতি আধুনিকায়ন না হওয়ার কারণে। এতে কৃষকেরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হন। পেঁয়াজ সংরক্ষণ ঘর নির্মাণ হলে কৃষকরা ভবিষতে ক্ষতিগ্রস্থ হওয়ার হাত থেকে রক্ষা পাবেন এবং তারা লাভবান হবেন এমনটাই আশা করছি।

কালুখালী উপজেলা কৃষি কর্মকর্তা পূণীমা হালদার বলেন, পেঁয়াজ-রসুন সংরক্ষণের ঘর নির্মাণ কাজ চলমান রয়েছে। আমি দুইদিন আগে বোয়ালিয়া ইউনিয়নে যাই। নির্মাণাধীন ঘরের কাজ প্রায় শেষ। শুধু ফ‍্যান আর বিদুৎ সংযোগ বাকি আছে।

তিনি আরও বলেন, সম্ভবত ৫ বা ১০টি কৃষক পরিবার তাদের পেঁয়াজ সংরক্ষণ করতে পারবেন ঘরগুলোতে। সবাই রাখতে পারবেন না। কারণ প্রতিটা ঘরে ৩০০ মণ পেঁয়াজ সংরক্ষণ করা যাবে। ঘর গুলোর চারপাশ বাঁশ দিয়ে তৈরি,শুধু চালা টিনের। প্রতিটা ঘরে ছয়টা ফ‍্যান থাকবে। কৃষকরা পেঁয়াজ যতদিন খুশি ততদিন রাখতে পারবেন ওই ঘরগুলোতে। এক্ষেত্রে কৃষকদের শুধু বিদ্যুৎ বিল বহন করতে হবে।

গণঅভ্যুত্থানের মাধ্যমেই সরকারের পতন সম্ভব: খন্দকার মোশাররফ  বগুড়া প্রতিনিধি || এলার্ট নিউজ.কম প্রকাশিত: ২১:৫৩, ২৬ মে ২০২...
26/05/2023

গণঅভ্যুত্থানের মাধ্যমেই সরকারের পতন সম্ভব: খন্দকার মোশাররফ

বগুড়া প্রতিনিধি || এলার্ট নিউজ.কম

প্রকাশিত: ২১:৫৩, ২৬ মে ২০২৩

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘বর্তমান সরকারকে বিদায় করতে হলে গণঅভ্যুত্থানের বিকল্প নেই। শুধুমাত্র গণঅভ্যুত্থানের মাধ্যমেই এই সরকারের পতন ঘটানো সম্ভব।’

শুক্রবার (২৬ মে) বিকেলে বগুড়ার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে কেন্দ্র ঘোষিত ১০ দফা দাবিতে আয়োজিত জনসমাবেশে তিনি একথা বলেন। জেলা বিএনপি এই সমাবেশের আয়োজন করে।

খন্দকার মোশাররফ বলেন, ‘শেখ হাসিনা দেশে বিদেশে ঘোরাঘুরি করেছেন। আপনারা দেখেছেন তিনি জাপান গিয়েছিলেন, আমেরিকায় গিয়েছিলেন, বিলেতে গিয়েছিলেন। সবক্ষেত্রে শেখ হাসিনা প্রত্যাখ্যান হয়েছেন। আমাদের বাংলাদেশের মানুষও ইতোমধ্যে শেখ হাসিনাকে প্রত্যাখ্যান করেছে। তাই শেখ হাসিনাকে বিদায় করতে হবে। আওয়ামী লীগ সরকারের পিঠ দেয়ালে ঠেকে গেছে।’

তিনি আরও বলেন, ‘খালেদা জিয়ার মুক্তির দাবি বাংলাদেশের জনগণের দাবি। কারণ খালেদা জিয়া এবং গণতন্ত্র একে অন্যের সঙ্গে জড়িত।’

বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, বগুড়া-৬ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ, বগুড়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য মোশাররফ হোসেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বগুড়া পৌরসভার সাবেক মেয়র অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান,

সাবেক সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম, সাবেক জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম প্রমুখ।

পৌর নির্বাচন: কক্সবাজারে প্রতীক পেয়েই প্রচারণায় প্রার্থীরা  কক্সবাজার প্রতিনিধি || এলার্ট নিউজ.কম প্রকাশিত: ২০:৫২, ২৬ মে...
26/05/2023

পৌর নির্বাচন: কক্সবাজারে প্রতীক পেয়েই প্রচারণায় প্রার্থীরা

কক্সবাজার প্রতিনিধি || এলার্ট নিউজ.কম

প্রকাশিত: ২০:৫২, ২৬ মে ২০২৩

কক্সবাজার পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বি প্রর্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। আর এরপর থেকেই প্রার্থীরা আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শুরু করেছেন। তারা ভোটারদের কাছে গিয়ে নানা প্রতিশ্রুতি দিতেও শুরু করেছেন।

শুক্রবার (২৬ মে) জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা পাঁচ জন মেয়র, ১২ ওয়ার্ডে ৫৬ জন সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত চার ওয়ার্ডে নারী কাউন্সিলর পদে ১৬ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেন।

এরআগে গতকাল বৃহস্পতিবার কক্সবাজার পৌরসভা নির্বাচন থেকে এক মেয়র ও পাঁচ কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। কক্সবাজার পৌর নির্বাচনে মেয়র পদে প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ মনোনীত মো. মাহবুবুর রহমান চৌধুরী (নৌকা), আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মাসেদুল হক রাশেদ (নারকেল গাছ) ও মাসেদুল হক রাশেদের স্ত্রী জোসনা হক (মোবাইল ফোন), জগদীশ বড়ুয়া (হেলমেট) ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মো. জাহেদুর রহমান (হাতপাখা)।
শুক্রবার দুপুরে প্রতীক বরাদ্দ পাওয়ার পর অধিকাংশ প্রার্থী আচরণ বিধি লঙ্ঘন করে প্রচারণায় অংশ নিতে দেখা যায়। দুপুর থেকে শহরের প্রধান সড়ক ও অলিগলিতে প্রার্থীরা শত শত কর্মী-সমর্থকদের নিয়ে মিছিল ও মাইকিং করে ভোট চেয়ে প্রচারণা চালাতে শুরু করেন।

জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা এসএম শাহাদত হোসেন বলেন, ‘সব প্রার্থীকে আচরণ বিধি মেনে চলতে নির্দেশ দেওয়া হয়েছে। কেউ নির্বাচনী আইন ভঙ্গ করলে ব্যবস্থা নেওয়া হবে।’

আগামী ১২ জুন কক্সবাজার পৌরসভার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এই পৌরসভার ১২টি ওয়ার্ডে মোট ভোটার ৯৪ হাজার ৮০২ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৪৯ হাজার ৮৭৯ জন ও নারী ভোটার ৪৪ হাজার ৯২৩ জন।

পদত্যাগ করছেন সাফজয়ী নারী দলের কোচ ছোটন  ক্রীড়া ডেস্ক || এলার্ট নিউজ.কম প্রকাশিত: ২০:৩০, ২৬ মে ২০২৩   আপডেট: ২০:৩০, ২৬ ম...
26/05/2023

পদত্যাগ করছেন সাফজয়ী নারী দলের কোচ ছোটন

ক্রীড়া ডেস্ক || এলার্ট নিউজ.কম

প্রকাশিত: ২০:৩০, ২৬ মে ২০২৩ আপডেট: ২০:৩০, ২৬ মে ২০২৩

বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের কোচ গোলাম রাব্বানী ছোটন পদত্যাগ করছেন। চলতি মে মাস শেষে তাকে আর এই পদে দেখা যাবে না। তার অধীনে গত বছর বাংলাদেশ সাফ চ্যাম্পিয়নশিপের ট্রফি জেতে।

শুক্রবার বিকেলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ছোটন নিজেই। ছোটন মুঠোফোনে বলেন, ‘আমি এই মাসের ৩১ তারিখ পর্যন্ত কোচ হিসেবে আছি। আমার মনে হচ্ছে এখন আমার বিশ্রাম দরকার। তবে ফুটবলের সঙ্গেই থাকব।’

২০০৯ সাল থেকে মেয়েদের ফুটবলের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন ছোটন। এই ১৪ বছরে ৮টি শিরোপা জিতেছেন। রানার্সআপ ট্রফি আছে ৫টি। সর্বোচ্চ সাফল্য ২০২২ সালে সাফ জয়।

মেয়েদের কোচের পদ ছাড়লেও ফুটবলের সঙ্গে থাকার কথা জানিয়েছেন ছোটন। তিনি বলেন, ‘ছোট দলও যদি পাই তাহলে কাজ করবো।’

এলার্ট নিউজ.কম এ আপনাদের স্বাগতম। প্রতি মুহূর্তের খবর পেতে সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।
26/05/2023

এলার্ট নিউজ.কম এ আপনাদের স্বাগতম। প্রতি মুহূর্তের খবর পেতে সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।

Address

Dinajpur
Parbatipur
5250

Website

Alerts

Be the first to know and let us send you an email when Alert News.Com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share


Other News & Media Websites in Parbatipur

Show All

You may also like